এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ২০ নভেম্বর ২০১১ ২৩:৫৯ | 115.241.73.131
  • কিছু হয়নি বললে হবে! সে তো আমারও সনি এরিকসন ডাব্লু এইট হান্ড্রেড আই পাঁচ বছর প্লাস চলছে, টু এম্পি ক্যাম, টু জিবি'র ইয়াব্বড় একখান মেমরি কার্ড আর শতাব্দি প্রাচীন সিম্বিয়ান ফার্মওয়্যার নিয়ে। আজও কিছু হয়নি। মাঝে একবার ইউপিএস পোর্ট থেকে চার্ক দিয়ে ব্যাটারিটা মাখিয়ে দিয়েছিলাম, তাছাড়া বাকি সব আজও খাসা। তাই বলে সনি এরিকসব শ্রেষ্ঠ ফোং নাকি আইফোং? ঃ-)
  • ppn | ২০ নভেম্বর ২০১১ ২৩:৫৫ | 122.252.231.10
  • * পড়ে
  • sayan | ২০ নভেম্বর ২০১১ ২৩:৫৫ | 115.241.73.131
  • গ্যালাক্সি নোট এই সেদিন লঞ্চ ইভেন্টটার লাইভ ওয়েবকাস্ট দেখছিলাম। সেখানেও সারাক্ষণ অ্যান্ড্রয়েড অ্যাপগুলো নিয়েই বকে গেল। তবে স্টাইলাসটা (এস-পেন) কাজের মনে হল। বিশাল সাইজের ফোন একখান। দেখতে ভালোই। কিন্তু পঁয়তিরিশ হাজারি সামসুঙ আর কজনই বা কেনে! ঃ-)
  • ppn | ২০ নভেম্বর ২০১১ ২৩:৫৪ | 122.252.231.10
  • কাশ যদি এমনটা হত। তা হলে আমিও আপগ্রেড করতে পারতাম। আমার তো বছর তিনেক হয়ে গেল কিস্যুটি হয়নি। একবার হাত থেকে পরে এলসিডি ডিসপ্লেতে স্ক্র্যাচ হয়েছিল।

    আর আবেগ কোথায় দেখালাম। মার্কেট শেয়ার দেখ। ঃ)
  • sayan | ২০ নভেম্বর ২০১১ ২৩:৫১ | 115.241.73.131
  • আরেঃ আবেগে আপ্লুত হয়ে যাচ্ছ কেন? ঃ-)
    সামসুঙ অবশ্যই ভালো দেখতে ফোন। তবে ঐ নিম্নমানের প্লাস্টিক প্যানেল, এক-বছরের আয়ু-সর্বস্ব টাচপ্যাড এবং পাতি ভয়েস কোয়ালিটি - এগুলো সামলে উঠুক তারপর না হয়। শুধু অ্যান্ড্রয়েড ভরে ফেলেই জাতে উঠতে চাইলে চলবে কেং কয়ে!! ;-)
  • siki | ২০ নভেম্বর ২০১১ ২৩:৫০ | 122.177.206.241
  • ঃ)
  • ppn | ২০ নভেম্বর ২০১১ ২৩:৪৭ | 122.252.231.10
  • ও কেশীর কথা বুঝেছি। আইফোঙের মার্কেট শেয়ার হল ৫%।

    সবাই ৫% হতে চায়!
  • ppn | ২০ নভেম্বর ২০১১ ২৩:৪৬ | 122.252.231.10
  • তৃতীয় বিকল্প। ঃ)
  • ppn | ২০ নভেম্বর ২০১১ ২৩:৪৫ | 122.252.231.10
  • এই এলেন আরেকজন। ঃ)
  • sayan | ২০ নভেম্বর ২০১১ ২৩:৪৪ | 115.241.73.131
  • ধুস সামসুঙের সাথে আইফোনের তুলনাটাই ফার ফেচড। আগে হেইচটিসির সাথে তুলনা করা হোক। ঃ-)
  • ppn | ২০ নভেম্বর ২০১১ ২৩:৪২ | 122.252.231.10
  • কেন?
  • kc | ২০ নভেম্বর ২০১১ ২৩:৪১ | 178.61.96.29
  • আইফোন4S এর সঙ্গে দুনিয়ার কোনও ফোনেরই তুলনাই হয়না।
  • siki | ২০ নভেম্বর ২০১১ ২৩:৩৩ | 122.177.206.241
  • ঘুনু করতে যাই। আজ ট্রেড ফেয়ার গেছিলাম। সুমিত সান্যাল ছিলেন সাথে। উত্তাল এনজয় হল আজ পুরো দিন।
  • ppn | ২০ নভেম্বর ২০১১ ২৩:৩২ | 122.252.231.10
  • বাহ।

    স্যামসুঙের মোবাইল রেঞ্জ দেখলে আইফোং সত্যি ছুঁয়ে দেখতে ইচ্ছে করে না। আইফোং মনে হয় হাইপে কাটে।

    কিন্তু আমার বছর তিনেক আগের কেনা ফোন এখনো দিব্যি চলছে। আরো বছর কয়েক হেসেখেলে চলে যাবে। বেচতে গেলে যা দামে কিনেছি তার ১০%-ও পাবো না। ঃ(
  • siki | ২০ নভেম্বর ২০১১ ২৩:২৯ | 122.177.206.241
  • এইটাঃ

    http://pdadb.net/index.php?m=specs&id=2707&c=samsung_gt-i9003

    পড়ল সতেরো হাজার আটশো পঞ্চাশ। স্ক্র্যাচগার্ড আরও সাড়ে তিনশো, সবশুদ্ধ আঠেরো দুশো।

    অ'সাম জিনিস। ও হ্যাঁ, এটা আইফোনকে টেক্কা দিতে পারে। এর পরের মডেল গ্যালাক্সি S-II। সেটা বলে বলে আইফোনকে দুয়ো দিতে পারে।
  • aka | ২০ নভেম্বর ২০১১ ২৩:২৭ | 75.76.118.96
  • আমার চাই আইফোং ৪s। চাই, চাই, চাই।
  • ppn | ২০ নভেম্বর ২০১১ ২৩:২৪ | 122.252.231.10
  • কী মডেল? কত পড়ল?
  • siki | ২০ নভেম্বর ২০১১ ২৩:২২ | 122.177.206.241
  • অপ্পন, হ্যাঁ, ডানদিকে বিন্দাস বাংলা দেখতে পাচ্ছি। ফোনেটিকালি জেনারেট হচ্ছে।

    Zzzz, থ্যাঙ্কু। ফোনটা বউকে কিনে দিলাম, সে এখন তার জিম্মায়, আবার কাল হাতে পাব ঃ-)
  • Zzzz | ২০ নভেম্বর ২০১১ ২৩:১২ | 99.227.174.103
  • * অ্যান্ড্রয়েড
  • Zzzz | ২০ নভেম্বর ২০১১ ২৩:০৯ | 99.227.174.103
  • সিকি,

    ব্যাক কোটের জন্য নাম্বার প্যাডের Alt button টেপো, পেয়ে যাবে। (আয়ান্ড্রয়েড থেকে বাংলা)।
  • ppn | ২০ নভেম্বর ২০১১ ২৩:০৮ | 112.133.206.18
  • শমীক কি বালেনক-তে লেখার সময় ডানদিকে বাংলা দেখতে পাচ্ছো?
  • ppn | ২০ নভেম্বর ২০১১ ২৩:০৬ | 112.133.206.18
  • উনিশ মাস তো অবশ্যই নয়। ঃ))
  • ppn | ২০ নভেম্বর ২০১১ ২৩:০৩ | 112.133.206.18
  • বোতিন, আজ আমি তোমাদের ইস্টাইল ধার করে বলবঃ

    হেঁসে নাও, দু'দিন বই তো নয়! ;-)
  • ppn | ২০ নভেম্বর ২০১১ ২৩:০২ | 112.133.206.18
  • ন্যাড়াদার জন্য।

    ক্রোমে আমি সোলেইমানলিপি সেট করেছিলাম। এইভাবেঃ

    ১। ব্রাউজারের অ্যাড্রেস বারে chrome://settings/advanced টাইপ কর।

    ২। Web Content -> Font size: medium, page zoom: 100%, click on Customize Fonts button

    ৩। Select Solaimanlipi as standard font। ফন্ট সাইজ Tiny-এর দিকেই বেশি থাকবে।

    এইভাবে আবাপ ইত্যাদি সাইটে তো ঝক্কাস পড়া যাচ্ছে। কিন্তু গুরুর বাংলাপ্লেন, ইউনিকোড দুটোই ঘেঁটে যাচ্ছে। দেখলেই বুঝবে।

    মনে হয় Font and Encoding সেকশনে আরো কিছু চেঞ্জ করতে হবে। চাপ নিইনি আর।
  • Bratin | ২০ নভেম্বর ২০১১ ২২:৫৫ | 117.194.103.36
  • আজকে আর অপ্পন কে কিছু বলবো না। সব্বাই প্রচুর চেটেছে দেখলাম।
  • siki | ২০ নভেম্বর ২০১১ ২২:৫২ | 122.177.206.241
  • ঐ অনুস্বরের আগের ব্যাক কোটটা এখনও খুঁজে পাই নি। কিন্তু স্যামসাংয়ের একপিস গ্যালাক্সি কিনলাম আজ। তার ডিফল্ট ব্রাউজার দিয়ে সরাসরি বাংলাপ্লেনে গুরু দেখলাম এবং লিখলাম!
  • prateek | ২০ নভেম্বর ২০১১ ২২:৫০ | 122.179.63.69
  • আগের বার ফেড কাপ ফাইনাল মনে করুন, রেফারি নিয়ে কথা বলে লাভ নেই ঃ)

    এক মাঘে কি আর শীত যায় কত্তা?
  • siki | ২০ নভেম্বর ২০১১ ২২:৪৯ | 122.177.206.241
  • ক্ষী সাম্‌ঘতিক! আমি স্যামসাম থেকে বাপ্লে তে গুরু দেখছি ও লিখছি
  • Bratin | ২০ নভেম্বর ২০১১ ২২:৪২ | 117.194.103.36
  • নেতাই র বিয়ে থেকে এলাম। নেতাই ধুতি পঞ্জাবি আর টোপর পরে কাঁচুমাচু মুখে বসে আছে ।
  • ppn | ২০ নভেম্বর ২০১১ ২২:৪০ | 112.133.206.18
  • ন্যাড়াদা, পেরেছি আবার পারিওনি। লিখছি।
  • Bratin | ২০ নভেম্বর ২০১১ ২২:৩৩ | 117.194.103.36
  • ঘটি ১ - বাঙাল - ০ ঃ-))
  • nyara | ২০ নভেম্বর ২০১১ ২২:২৯ | 122.172.26.182
  • প্পন, ক্রোমে ইউনিকোড ফন্ট সেট করার কায়দাটা বের করতে পারলে। পারলে শেয়ার মাডি।
  • Tim | ২০ নভেম্বর ২০১১ ২২:২২ | 24.13.11.220
  • ঘটিরা পেনাল্টি কিনে জিতলো? আগেই জানতাম, টুটুবাউর ট্যাহার জোর আছে। এনিওয়ে, উনিশ মাস পরে জিতলে, এনজয়! ঃ-)
  • prateek | ২০ নভেম্বর ২০১১ ২২:১৫ | 122.179.63.69
  • তবে,জার্মানদের বিশ্বকাপার এলানের খেলা দেখলেন নাকি? শিয়ারার নয়,গাও--এখনো ঘোরের মধ্যে আছি!
  • ppn | ২০ নভেম্বর ২০১১ ২১:৪১ | 112.133.206.18
  • টিনটিন ঝুলেছে আবার ঝোলেওনি। দেখি, সময় পেলে কাল লিখব।
  • ppn | ২০ নভেম্বর ২০১১ ২১:৪০ | 112.133.206.18
  • অয়ন ভুলভাল বকছে। দেবাশিস মুখার্জিকে ভুলে গেছে? এই সংগ্রামই তো কতদিন একটানা খেলে গেছে আমাদের হয়ে।
  • nyara | ২০ নভেম্বর ২০১১ ২১:৪০ | 122.172.26.182
  • ভাস্করকে তো মোহনবাগান তুলেছিলে। কিন্তু ভাল ব্যবহার করেনি। ৭৫-এর পাঁচ গোলের চারটে ভাস্কর খেয়েছিল। তখন বাচ্চা ছেলে। ঐ খেলার পরে মোবার অফিশিয়ালরা সব ভাস্করকে প্রায় দুদ্দুর করে দিয়েছিল।
  • aka | ২০ নভেম্বর ২০১১ ২১:৪০ | 75.76.118.96
  • আমায় আর একজন বলল টিনটিন নাকি ঝুলেছে। বলল টিনটিন মিটস টম অ্যাণ্ড জেরি টাইপ হয়েছে। ইউএসএ তে ডিসেম্বরে আসছে। যাব দেখতে, বহুদিন হলে সিনেমা দেখি নি।
  • kc | ২০ নভেম্বর ২০১১ ২১:৩৫ | 178.61.96.29
  • কেন? ভাস্করতো ৪ সিজন কেন? মনে হয় একযুগ খেলেছিল।
  • a | ২০ নভেম্বর ২০১১ ২১:৩০ | 208.240.243.170
  • আরে ধুর!! তবে মোবা গোলি তোলার ক্ষেত্রে ইবের থেকে অনেক এগিয়ে।

    ইবের একটা ভাল গোলির নাম মনে পড়ছে না যে টানা ৪ সিজন খেলেছে
  • ppn | ২০ নভেম্বর ২০১১ ২১:১১ | 122.252.231.10
  • ওঃ, আজকে টিনটিন থ্রিডিতে দেখে এলাম। সেই নিয়ে কিছু লেখার ইচ্ছে ছিল। এই ডামাডোলে সব গেল।
  • ppn | ২০ নভেম্বর ২০১১ ২১:০৯ | 122.252.231.10
  • আরে পাঁচ গোল খাবার পরে কাগজেই প্রাক্তন "বিশেষজ্ঞ' গোলিরা মতামত দিয়েছিলেন এইবার রিটায়ার করা উচিত।
  • a | ২০ নভেম্বর ২০১১ ২১:০৭ | 208.240.243.170
  • রিডিম্পশন কেন? সংগ্রাম চিরকালই কিছু অদ্ভুত ছড়ায়, আর যেদিন খেলে সেদিন অভেদ্য।
  • a | ২০ নভেম্বর ২০১১ ২১:০৫ | 208.240.243.170
  • যাক, এইই লেগে তাইলে মোবা এগিয়ে রইল?

    মোবার গোলে কে ছিল আজ? সংগ্রাম নিশ্চয়?

    বাবলু হল মোবার প্রাণ, যদ্দিন বাবলু আছে তদ্দিন নিশ্চিন্ত। লোকটার গেম রিডিং সত্যি অনবদ্য
  • aka | ২০ নভেম্বর ২০১১ ২১:০৩ | 75.76.118.96
  • অন্ধকারে খেললে হত না? তাতে যদি জার্মানরা গোল করতে পারত। শুনেছি বাঙালদের মাথার পেছনে হ্যালো থাকে যা কিনা অন্ধকারেও জ্বলে।
  • ppn | ২০ নভেম্বর ২০১১ ২১:০২ | 122.252.231.10
  • সংগ্রামের রিডিম্পশন হল।
  • sayan | ২০ নভেম্বর ২০১১ ২১:০১ | 115.184.4.8
  • তবে মোবা'র গোলি আজ কিছু দূর্দান্ত সেভ না করলে ব্যথা ছিল।
  • ppn | ২০ নভেম্বর ২০১১ ২০:৫৫ | 122.252.231.10
  • বাজে বোকো না। ম্যানিউ আর কবে হারে। বরং গানার্সরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হারছিল শুরুর দিকে। ঃ)

    ন্যাড়াদা, নাঃ, ঠিকই আছি। যা খেলা দেখলাম আতংকের কিছু হয়নি। রিটার্ন লেগ তো আছে।
  • kc | ২০ নভেম্বর ২০১১ ২০:৫২ | 178.61.96.29
  • ন্যাড়াদা, শেষঅবধি টেনশনে ছিল, ''জিতব তো?''
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত