এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ১৯ নভেম্বর ২০১১ ২৩:২৩ | 117.194.100.195
  • ঃ-((

    আপিসে না বাড়ি তে?
  • sayan | ১৯ নভেম্বর ২০১১ ২৩:২১ | 115.242.247.102
  • আর রাঁধা! টাইম নাই হে। প্রজেক্ট গো-লাইভ চলছে। ইনফর্ম্যাটিকায় ঝাড় চলছে তাই সামলাতে হিম&সিম। দেখা যাক আর কতক্ষণ। নইলে ম্যাগি আছে। ঃ-)
  • t | ১৯ নভেম্বর ২০১১ ২৩:১৭ | 59.164.190.111
  • "কবির সুমন লাইভ @ দেশ টিভি' - ইউটিউব কপিরাইট ভায়লেশনের জন্য সরিয়ে নিয়েছে। কী ভাগ্যিস ডাউনলোডিয়ে রেখেছিলুম!
  • Bratin | ১৯ নভেম্বর ২০১১ ২৩:১৫ | 117.194.100.195
  • সায়ন আজকে কি রাঁধলে?
  • sayan | ১৯ নভেম্বর ২০১১ ২৩:১২ | 115.242.247.102
  • স্মৃতি নিয়ে আদিখ্যেতা মাথায় চড়ে বসেছে, এক জাঁদরেল চুড়েল! নিজের উপরেই ঘেন্না ধরে গেল, ছ্যাঃ! ঃ-((
  • pi | ১৯ নভেম্বর ২০১১ ২৩:১২ | 72.83.76.29
  • যাঃ, আমি তো ভাবলাম দু দি চব্বিশ ঘন্টায় যোগ দিয়েছে।

    ডিঃ ইহা পি জে।
  • sayan | ১৯ নভেম্বর ২০১১ ২৩:১১ | 115.242.247.102
  • প্পন্দা, সহমত। ভ্যান পার্সি ইজিলি টেকিং দ্য গেম অ্যাওয়ে ফ্রম অপোনেন্টস কন্সিস্টেন্টলি ফর সাম টাইম নাও। তোমাদের সময়, জীতে রহো! ঃ-)
  • pinaki | ১৯ নভেম্বর ২০১১ ২২:৫১ | 122.174.42.91
  • e, ওয়েলকাম। দেখে যেন মনে হয় চিনি উহারে। ঃ-)

    বুলস আই তে লাগিয়ে থাকলে এট্টু ফোন করে কনফার্ম করে দেবেন। কাল কল্লেও হবেখন। ঃ-)
  • ppn | ১৯ নভেম্বর ২০১১ ২২:৪৭ | 112.133.206.18
  • ঃ))
  • pinaki | ১৯ নভেম্বর ২০১১ ২২:৪৭ | 122.174.42.91
  • দিদির ছাগলামো ২৪ এ আঁটছেনা। ;-)
  • ppn | ১৯ নভেম্বর ২০১১ ২২:৪৫ | 112.133.206.18
  • কিন্তু, দুদি হঠাৎ করে দু ঘন্টা বাড়িয়ে দিল কেন? ঃ)
  • ppn | ১৯ নভেম্বর ২০১১ ২২:৪৩ | 112.133.206.18
  • দুদি, থ্যাংকু। আমিও চ্যানেল ঘোরালাম।
  • pi | ১৯ নভেম্বর ২০১১ ২২:৪২ | 72.83.76.29
  • প্পন, ঃ))
  • ppn | ১৯ নভেম্বর ২০১১ ২২:৪২ | 112.133.206.18
  • উনি তো রেমশায়ের মানসপুত্র। ফিকছনাল।
  • Du | ১৯ নভেম্বর ২০১১ ২২:৪২ | 117.194.192.88
  • ন্যাড়াবুর জন্য, ২৬ ঘন্টায় সলিল চৌধুরীর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান করছেন সুমন। ১০ টায় শুরু হয়েছে।
  • pi | ১৯ নভেম্বর ২০১১ ২২:৪০ | 72.83.76.29
  • সেকি ! ফেলু মিত্তির ??
  • ppn | ১৯ নভেম্বর ২০১১ ২২:৩৯ | 112.133.206.18
  • ঠিক কয়েছেন, ই, ঐ দেখুন না শ্রীলেখা মিত্তিরের মুখটাও কেমন ভোলাভালা গোছের।
  • ppn | ১৯ নভেম্বর ২০১১ ২২:৩৮ | 112.133.206.18
  • হ্যা, হ্যা, হ্যা এইটা আমার বস বলেছিল কাল। আজ কেশীর উদ্দেশ্যে নিবেদন করলাম।

    দুই বন্ধুর অনেকদিন পরে দেখা। একজন বিয়েশাদি করে রীতিমত সংসারি আর অন্যজন এখনো সিঙ্গল। তো, যা হয়, দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর বাড়িতে বাড়িতে দাওয়াত পেল। গিয়ে তো সে পুরো থ। দ্যাখে তার বন্ধু বউকে কী ভালোবাসাটাই না ভালোবাসে। উঠতে বসতে খালি সবসময় সোনামণি, হানি, ডার্লিং - যেন এর বাইরে আর কোন ভোকাবুলারি তার ডিকশনারিতে নেই। বলতে নেই, বন্ধুভাগ্যে একটু একটু ঈর্ষা তার যে হচ্ছিল না তা নয়। দাম্পত্যজীবন নিয়ে যে সব বিবাহিত পুরুষেরা আসলে ফাজলামোই মারে, সবাই যে ভেতরে ভেতরে বহুত খুশ এই নিয়ে তার আর কোন সন্দেহই রইল না।

    পেটপুরে খেয়েদেয়ে সে যখন ফেরার পথ ধরবে, বন্ধুটি তার তাকে কিছুটা এগিয়ে দিতে এল। যাবার মুহূর্তে সে বলল মাইরি, তোরা দারুণ লাকি! আজকাল তো এমন জোড়ি দেখাই যায় না। বৌদি নিশ্চয় খুব ভালোবাসে তোর মুখে সারাদিন ঐসব সম্বোধন শুনে?

    বন্ধুটি তার একটি সিগারেট ধরিয়ে বলল, আসলে না ওকে আমি খুব ভালোবাসি। এমন ভালোবাসি, দ্যাখ না, ওর আসল নামটা অনেকদিন হল ভুলে মেরে দিয়েছি।
  • e | ১৯ নভেম্বর ২০১১ ২২:৩৫ | 59.164.190.111
  • সব মিত্তিরদের একই সমস্যা দেখছি।
  • siki | ১৯ নভেম্বর ২০১১ ২২:২৫ | 122.177.237.71
  • রঞ্জনদা,

    অ্যাডোব পেজমেকার ইউনিকোড সাপোর্ট করে না।

    আর বাকি য প্রবলেমটা হচ্ছে, সেটা এখানে লিখে বোঝানো চাপ আছে, আপনি আমাকে একবার ফোন করুন, আমি বুঝিয়ে দিচ্ছি।
  • siki | ১৯ নভেম্বর ২০১১ ২২:২২ | 122.177.237.71
  • আবার আমায় নিয়ে কেন?

    আমি জন্মদিন অ্যানিভার্সারি ভুলি না। আসলে চাপটা অন্য জায়গায়। আমি সংখ্যা খুব ভালো মনে রাখতে পারি। তারিখ হোক, সাল হোক, ফোন নাম্বার হোক, কনজিউমার নাম্বার হোক।

    সেটা কমপেনসেট করতে গিয়ে, আমি নাম ভুলে যাই, ফেস ভুলে যাই। জাস্ট মনে রাখতে পারি না ঃ( খুব কম লোকেরই ফেস বা নাম মনে থাকে।

    এইজন্যেই ফেসবুকে আমি হাত পা চালাতে পারি না
  • I | ১৯ নভেম্বর ২০১১ ২২:১৮ | 14.96.137.174
  • এইমাত্র কবীর সুমন ও দেবজ্যোতি মিশ্রের কথা-গান-মজলিশ শুনে উঠলাম কলকাতা টিভিতে। স্রেফ মুগ্‌ধ হয়ে গেলাম। ন্যাড়াদার কোন একটা লেখায় কবে যেন পড়েছিলাম গানের ওপরে কথা বলার এতখানি হক ঐ লোকটা (সুমন) ছাড়া আর কারো নেই এখন বাংলায় ( কি এই জাতীয় কিছু)। আমি গানের বাইরের লোক হয়ে প্রবলভাবে সাপোর্ট করে গেলাম, আজকের এই প্রোগ্রাম দেখার পর। গান যে কথা আর সুরের বাইরে এতরকমভাবে উড়াল দিতে পারে, আগে কখনো ভাবি নি। বহুদিন বাদে সুমনকে খুব ভালো লাগলো।

    তবে সুমনের গলা থেকে সুর যাই-যাই করছে।
  • kc | ১৯ নভেম্বর ২০১১ ২২:১৬ | 178.61.96.29
  • ঃ-((
  • ppn | ১৯ নভেম্বর ২০১১ ২২:১৪ | 112.133.206.18
  • হ্যাঁ, ম্যানসি এগিয়েই চলেছে। ;-)
  • pinaki | ১৯ নভেম্বর ২০১১ ২২:১২ | 122.174.42.91
  • কেসিদা আজ ঝগড়ার মুডে। ;-)
  • kc | ১৯ নভেম্বর ২০১১ ২২:১১ | 178.61.96.29
  • পছন্দের মানুষের সঙ্গে বিশেষ বিশেষ দিনে সেলিব্রেট না করা, একটু স্পেশাল ফিলিং না দেওয়া, এগুলো আঁতলামো। ছেলেমেয়ে নির্বিশেষে।
  • pinaki | ১৯ নভেম্বর ২০১১ ২২:১০ | 122.174.42.91
  • আর একজন হল শমীক। উরিস্লা। ঐ ডিটেলে হস্টেলের গল্প!! হস্টেলে তো আমিও থেকেছি গুরু। মস্তিও করেছি চুটিয়ে। শুধু ফীলিংটাই রয়ে গেছে। ঘটনা ধরে বলতে বল্লে কার ঘাড়ে কি চাপাবো জানি না।
  • ppn | ১৯ নভেম্বর ২০১১ ২২:০৯ | 112.133.206.18
  • হ্যাঁ, আর রঞ্জনদা লাইনের পর লাইন অবিকল তুলে দেয় যখন স্মৃতির কবিতা থেকে।
  • pinaki | ১৯ নভেম্বর ২০১১ ২২:০৭ | 122.174.42.91
  • অপ্পন আর পাই এর কথা শুনে শান্তি পেলাম। তার মানে পড়ার ব্যাপারটা ওরকম আরো অনেকেরই হয়। তাহলে অত টেনসন করব না। অন্যরা যখন করে খাচ্চে, আমিও পারব। বলছি না, এইজন্যই সাপোর্ট গ্রুপ এত জরুরী এসব ব্যাপারে।

    গুরুর লোকজন যেভাবে এই বই ঐ বই থেকে রেফার করে করে কথা বলে, আর রঞ্জনদা যেভাবে খুঁটিনাটি ছোটোবেলার গল্প ঐ ডিটেলে গিয়ে বলে, কল্লোলদা যে ডিটেলে কারাগার লিখেছে - সেসব দেখে - মাইরী বলছি ব্যাপক হীনমন্যতায় ভুগি।
  • ppn | ১৯ নভেম্বর ২০১১ ২২:০৬ | 112.133.206.18
  • পছন্দের মানুষকে বিশেষ দিনে আরো বেশি পাত্তা দেওয়াটাই আদিখ্যেতা। ছেলেমেয়ে নির্বিশেষে।
  • kc | ১৯ নভেম্বর ২০১১ ২২:০৪ | 178.61.96.29
  • জন্মদিন, অ্যানিভার্সারি ভুলে যাওয়াটা পাতি ন্যাকামি। ছেলেমেয়ে নির্বিশেষে।
  • ppn | ১৯ নভেম্বর ২০১১ ২২:০২ | 112.133.206.18
  • সান্দা, আমাদের আজো ভ্যান পার্সি জেতাল। ছেলেটা বসে গেলে কপালে অশেষ দুঃখ হ্যাজ।
  • pinaki | ১৯ নভেম্বর ২০১১ ২২:০১ | 122.174.42.91
  • আরো ফ্রাস্টু খাই যখন মেয়ে আমার ছোটবেলার গল্প শুনতে চায়। তার মায়ের স্টকে অসীম ছোটবেলার গল্প (নিজের), আর বাবার স্টকে কিসুই নাই। সাকুল্যে চার পাঁচটা গল্প। ঘুরিয়ে ফিরিয়ে সেসবই বলে যেতে হয়।

    কাজের ক্ষেত্রে সবচেয়ে অসুবিধে লোকের নাম একবার শুনে মনে রাখতে না পারা। কি যে এমব্যারাসিং - কি বলব আর। ঃ-(
  • pi | ১৯ নভেম্বর ২০১১ ২২:০১ | 72.83.76.29
  • পড়ার ব্যাপার নিয়ে পিনাকীদাকে ক।
  • pinaki | ১৯ নভেম্বর ২০১১ ২১:৫৬ | 122.174.42.91
  • কেস আরও জটিল হলে সমব্যাথীদের নিয়ে সাপোর্ট গ্রুপ খুলতে হবে ভবিষ্যতে।
  • ppn | ১৯ নভেম্বর ২০১১ ২১:৫৪ | 112.133.206.18
  • আরে ইয়ার্কির বিষয় না। ঃ(

    আমি ভুলি সব "কাজের' জিনিস। এই যেমন জন্মদিন, অ্যানিভার্সারি ইত্যাদি। (গল্প-প্রবন্ধ-টেকনিকাল পেপার ইত্যাদি তো আছেই। তবে কিনা সেগুলো আর দাম্পত্যজীবনে আর কোন কাজের!)

    বউ অবশ্য তত গুরুত্বপূর্ণ জিনিস ভোলে না। ছোটখাটো জিনিস এই যেমন গ্যাসের বই, ব্যাঙ্কের পাসবুক ইত্যাদি গুছিয়ে কোথায় রাখে এইসব মাঝেমধ্যে মনে করতে একটু দেরি হয়।
  • kiki | ১৯ নভেম্বর ২০১১ ২১:৫২ | 59.93.214.52
  • আমিও আছি।ঃ(

    আমাদের পিডিপিসির কোচিঙের প্রদীপদা প্রশ্ন করলে আমরা শুন্য দিস্টিতে ভোঁদার মতো চেয়ে থাকতাম।আর স্যার অত্যন্ত ফ্রাস্টু খেয়ে মাথার চুল খামচে জিগাসা কত্তেনঃ বলতে পারো কোনো জিনিস ঠিক কদিন তোমরা মনে রাখতে পারো? একমাস? এক সপ্তাহ?

    আমরা তখন ও শুন্য দিস্টিতে কেবলে যাওয়া মুখে তাকিয়ে থাকতাম। স্যর অত্যন্ত ক্ষেপে দিয়ে সিগ্রেট খেতে বেরিয়ে যেতেন।সেটা আধাঘন্টা তো হবেই। ব্যাস! সবার গোটানো লেজ খুলে যেত।:P
  • pinaki | ১৯ নভেম্বর ২০১১ ২১:৪৬ | 122.174.42.91
  • তবে আর তোমার চিন্তা কি? বউ এর সাথে রিলেটিভ মেমরিটাই ইম্পর্ট্যান্ট।
  • ppn | ১৯ নভেম্বর ২০১১ ২১:৪৩ | 112.133.206.18
  • আমিও আছি আকা আর পিনাকীর দলে। ঃ(

    (বউ আমার থেকেও বেশি ভুলো মনের। তবে কিনা বিশেষ বিশেষ জিনিস ভালোই মনে থাকে।)
  • pinaki | ১৯ নভেম্বর ২০১১ ২১:৪২ | 122.174.42.91
  • উফ, আকা একদম মনের কথা বলে দিয়েছে। এই ভুলে যাওয়া রোগের জন্য কোনদিন দেখলে আমার ডিভোর্স হয়ে গেল।

    যখন কিছু পড়ি - গল্প, কবিতা, প্রবন্ধ, টেকনিক্যাল পেপার - কদিন পরেই সমস্ত খুঁটিনাটি ভুলে যাই। একটা আবছা অ্যাবস্ট্রাকশন ছাড়া কিছুই মনে পড়ে না। আবার চোখ বোলালে সব মনে পড়ে যায়। অথচ শর্ট টার্ম মেমরিটা ভালো কাজ করে। বিশেষতঃ টার্গেট ওরিয়েন্টেড পড়াশুনো করলে। মানে ধর একটা ক্লাস নিতে হবে। তার আগের দিন যা যা পড়লাম, সব গিয়ে গুছিয়ে পড়িয়ে এলাম। কিন্তু একমাস বাদে আবার যদি পড়াতে হয়, পুরো জিনিসটা আবার না দেখলে কিছুই মনে পড়বে না। দেখলে অবশ্য মনে পড়ে যায়।

    এটা কি রোগ? এই রোগের কি কোনো সমাধান আছে? বৌ এর বক্তব্য আমার নাকি সিলেক্টিভ মেমরি। মানে যা মনে রাখতে চাই - সেটুকুই শুধু মনে রাখি। মানে ছাঁকনিটা খুব স্ট্রং। কিন্তু অনেক জিনিসই তো আমি চেয়েও মনে রাখতে পারি না। ঃ-(
  • ppn | ১৯ নভেম্বর ২০১১ ২১:৩৯ | 112.133.206.18
  • কুমুদি, শেখার কোন বয়স নেই।
  • ppn | ১৯ নভেম্বর ২০১১ ২১:৩৮ | 112.133.206.18
  • রঞ্জনদা, পেজমেকার নিয়ে বেশি কাজ করিনি। শমীক হয়ত বলতে পারবে।

    (পেজমেকার ফাইলটা দেখলে হয়ত প্রবলেমটা বুঝতে পারতাম। সরি এই মুহূর্তে এইটুকুই বলতে পারলাম।)
  • ppn | ১৯ নভেম্বর ২০১১ ২১:৩৪ | 112.133.206.18
  • সান্দা, কোন খেলাটর কথা বলছিস?

    (আমি একটা বোম্বাই ঘুম দিয়ে এই উঠলাম। সকাল থেকে টো টো করে ঘুরেছি।)
  • sayan | ১৯ নভেম্বর ২০১১ ২১:১৬ | 115.242.251.24
  • * স্কোরলাইন
  • sayan | ১৯ নভেম্বর ২০১১ ২১:১৫ | 115.242.251.24
  • কমঃ প্পন্দা হাপ টাইমের আগে স্কোরালাইন দেখে নিশ্চই খুম খুশী! ঃ-)
  • ranjan roy | ১৯ নভেম্বর ২০১১ ২১:১১ | 117.198.1.158
  • অর্পণ ও শমীক,
    একটা জরুরী হেল্প চাই।
    আমার অগ্রজাপ্রতিম ভিলাইনগর নিবাসী শ্রী শংকর মুখোপাধ্যয় আম পাব্লিকের জন্যে কোয়ান্টাম মেকানিক্স এর ইতিবৃত্ত সহজ করে লিখে ২০০৯ এ কোলকাতার বংলা অ্যাকাডেমি থেকে বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ রচনার জন্যে রবীন্দ্র পুরষ্কারে সম্মানিত হয়েছেন। প্রকাশক কোলকাতার "" বেস্ট বুকস্‌''। ওনার দ্বিতীয় গ্রন্থ অরিজিন অব ইউনিভার্সের ওপর বাংলায় এবছর আগামী বইমেলায় প্রকাশিত হওয়ার কথা।
    কিন্তু প্রকাশক ছ'মাস ধরে বলছে যে ওনাকে পেজমেকারে পাঠানো এরিয়াল এম এস ইউনিকোডে( shree bang 0560 )lekhaa baiTir siDi atikashhTe khulaleo kampoj karate bhe`Me hibru haye Jaachchhe. sha`mkaradaa ekaTu hataash.
    aamaar prashn hal-- kon_ iyunikoDe likhale eTaa Jekon kampute Thikamat eba`m sahaje khulabe? soleimaan lipi athabaa abhr. athabaa any kon iunikoD phanT? kibhaabe DaaunaloD karaa Jaabe?
    Jathaasheeghr uttar paaile aseem kRitaj`Nataapaashe aabaddh thaakib.

  • ranjan roy | ১৯ নভেম্বর ২০১১ ২০:৫৭ | 117.198.1.158
  • অর্পণ ও শমীক
  • Bratin | ১৯ নভেম্বর ২০১১ ১৯:৩০ | 117.194.103.185
  • কুমু দি ড্রাইভার এলো?
  • kumu | ১৯ নভেম্বর ২০১১ ১৯:২৭ | 122.160.159.184
  • সারাদিন গাধার মত খেটে এখন বসে আছি ড্রাইভারের পথ চেয়ে-
    কেন যে ড্রাইভিং শিখি নি-
  • kiki | ১৯ নভেম্বর ২০১১ ১৭:৫০ | 59.93.214.52
  • জল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত