এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pipi | ১৮ নভেম্বর ২০১১ ০০:৪১ | 129.74.191.152
  • নাহ হাওয়া যা গরম মনে হয় না কেউ অন্য কিছু শুনছে/পড়ছে অথচ আমার কত্ত কত্ত কোশ্নো ছিল সিনিমা, জ্যাজ ক্লাব, স্ট্রীপ ক্লাব, স্টেক এইসব নে।
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ০০:৩৫ | 72.83.76.29
  • এটা কী নিয়ে বলছো, জানা নেই। তাই এনিয়ে বলতে পারলাম না।
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ০০:৩৪ | 72.83.76.29
  • দেশের,বিশেষ করে পঃবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি নিয়ে অভিযোগ করে টইতে আমার যত পোস্ট আছে, তারপর এই লেবেলিং , নাঃ খারাপ লাগায় না। অবাক করে।

    বাকি পরে এক্সপ্লেইন করবো। কয়েকটা কথা বলার আছে।
  • aka | ১৮ নভেম্বর ২০১১ ০০:৩২ | 168.26.215.13
  • হ্যাঁ আগে গুরুর সপা বা নীপারা পোস্ট পড়েছে জানলে কোথায় পড়েছে সেটাও জানত এখন জানে না। এটা একেবারে নতুন ট্রেন্ড।
  • pipi | ১৮ নভেম্বর ২০১১ ০০:৩২ | 129.74.191.152
  • কেউ রঙ্গ রসিয়া দেখলে ফিলিম ফেস্টে?
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ০০:৩০ | 72.83.76.29
  • তবে এর মধ্যে গুরুর 'নতুন' 'ট্রেণ্ড' ফ্রেণ্ড কিছু আছে বলে জানা নেই। সে নিয়ে আলোচনার জন্য কেউ থ্রেড ও খুলতেই পারে। তাতে সারকাজম করার শখ মেটানো ছাড়া আর কোন কাজের কাজ হবে বলেও মনে হয়না।
  • aka | ১৮ নভেম্বর ২০১১ ০০:২৯ | 168.26.215.13
  • আমি কারুর উৎসাহ বর্ধনের মহান দায়িত্ব কাঁধে নিই নি। আমাকেও গুরুতে এসে মহান পোস্ট করতে কেউ উৎসাহ দেয় নি। আমার কথা আমি লিখেছি, কারুর যদি অন্য কিছু লেখার থাকে তাহলে লিখবেন। যদি না থাকে তাহলে লিখবেন না। এমন কিছু মিশাইল হানি না যে ভয়ে সিঁটিয়ে থাকতে হবে। তবে কার কি মনে হবে, তাই মনে করি গুরুতে লিখি না, লিখবও না।

    বলতে গেলে দেশকুমার জাতীয় লেবেল তো পরে না। পরেছে তোমার কনসিস্টেন্টলি শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্ত নিয়ে তোমার স্টান্স দেখার পরেই। তোমার তাতে খারাপ লেগেছে সেটা বলো, কিন্তু অন্যদেরও এই ট্রিটমেন্ট হবে বলে নীতিগত জায়গা থেকে বলছ এই কথাটা আমার ওপর লেবেলিং।
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ০০:২৬ | 72.83.76.29
  • তাঁরা লিখলে তো ভালই। আমি তো সপা হতেই বলি সবাইকে।

    আকাদা, পরে এসে লিখব, সমস্যাটা নিয়ে।
  • ppn | ১৮ নভেম্বর ২০১১ ০০:২৫ | 122.252.231.10
  • দিদিকে বলে দেখো। বিমলভাইকে বলে গড়িয়ে দেবেন। ঃ)
  • m | ১৮ নভেম্বর ২০১১ ০০:২৪ | 117.194.33.162
  • নাঃ, শুতে যাই-কাল আবার অনেক কাজ আছে।
  • m | ১৮ নভেম্বর ২০১১ ০০:২৩ | 117.194.33.162
  • হ্যাঁ অপ্পন, আর একটা নতুন বিজিনেস পেলান এসে গেলো- ওখানে একটা হসপিট্যালিটি ম্যানজমেন্ট ইন্সটি খোলা যেতে পারেঃ)
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ০০:২২ | 72.83.76.29
  • ওহো, সরি সরি !

    না না, ওটা ইন্দোনেশিয়ান নয়।
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ০০:২১ | 72.83.76.29
  • আকাদা, ঝগড়াঝাঁটির সাথে এর কোন সম্পর্কও নেই। চিকিৎসাব্যবস্থা নিয়ে কিছু নীপা ডাক্তারের কিছু বক্তব্য।
    ভাল মন্দ নিয়ে আলোচনা সবসময়ে সারকাজমে চলে গেলে, বা খারাপ হলে খারাপাগুলো একমাত্র পয়েন্ট আউট করাই উদ্দেশ্য হলে সেগুলো লিখে কোন লাভ আছে কিনা বুঝতে না পেরে তাঁরা সপা হন না।
    ধরা যাক , দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তাঁদের কিছু বক্তব্য আছে। বলতে গেলেই দেশকুমার জাতীয় লেবেল পড়ে গেলে লেখার উৎসাহ থাকবে কি ?
  • ppn | ১৮ নভেম্বর ২০১১ ০০:১৯ | 122.252.231.10
  • আই মিন, ঘুরে এলে?
  • aka | ১৮ নভেম্বর ২০১১ ০০:১৯ | 168.26.215.13
  • টিম ঃ))
  • ppn | ১৮ নভেম্বর ২০১১ ০০:১৯ | 122.252.231.10
  • মামী দার্জিলিং ঘুরতে এলে?
  • m | ১৮ নভেম্বর ২০১১ ০০:১৮ | 117.194.33.162
  • ঃ))
  • pipi | ১৮ নভেম্বর ২০১১ ০০:১৭ | 129.74.191.152
  • ভপাই, 18641 পাতায় 11.21 pm এর পোস্তো দেখ, মুক্তকন্ঠে ঋণ স্বীকার করেছিঃ-)

    ঐটের নাম বুঝি ইন্দোনেশিয়ান চিকেন?
  • aka | ১৮ নভেম্বর ২০১১ ০০:১৭ | 168.26.215.13
  • একটাই বক্তব্য নীপাদের বক্তব্য নীপারা সরাসরি এখানে এসে বললে ভালো লাগবে। সে পজিটিভ, নেগেটিভ যাই হোক না কেন। নীপাদের প্রতিনিধি হিসেবে কারুর থেকে শুনতে ভালো লাগে না। আরে এসেই দেখুন না, কামড়ে দেব না, মাইরি। ঃ)
  • Tim | ১৮ নভেম্বর ২০১১ ০০:১৭ | 198.82.18.154
  • বাঙালদের নিজস্ব পাওয়ার সাপ্লাই থাকে। মাথার পেচনে জ্যোতির মত। আমারো তো পাওয়ার কাট হয়না। দেশে গেলেও।
  • kd | ১৮ নভেম্বর ২০১১ ০০:১৭ | 59.93.247.190
  • একটা পেনকিলার খেয়েছি - এখন তো ঠিকই মনে হচ্ছে। ঃ(
  • ppn | ১৮ নভেম্বর ২০১১ ০০:১৫ | 122.252.231.10
  • কিন্তু, আমার একটা প্রশ্ন আছে। ঈশনের ওখানে ঘনঘন পাওয়ার কাট, এদিকে মামীর নিরবচ্ছিন্ন পোস্ট।

    এ যে জ্ঞানেশ্বরী কাণ্ডের থেকে ফিশি! ঃ)
  • pipi | ১৮ নভেম্বর ২০১১ ০০:১৫ | 129.74.191.152
  • ইকি!!! আমি পাইএর গুরুদক্ষিণা স্বীকার করেছি তো বড়বড় অক্ষরে! পাতা উল্টে দেখ জ্বলজ্বল কচ্চে!
  • Tim | ১৮ নভেম্বর ২০১১ ০০:১৫ | 198.82.18.154
  • কাব্লিদা এখন কোথায়?
  • kk | ১৮ নভেম্বর ২০১১ ০০:১৫ | 107.3.242.43
  • পিপি, অবশ্যই ঃ)।

    আর এই পাইকে দেখো, আমি কতদিন থেকে ইন্দোনেশিয়ান চিকেন শিখতে চাইছি কিছুতেই শেখাচ্ছেনা। পিপির সাথে নামের মিল আছে বলে শুধু ওকেই শেখাবে! আচ্ছা মেয়ে তো!
  • m | ১৮ নভেম্বর ২০১১ ০০:১৪ | 117.194.33.162
  • যারা করে, তারাই বলতে পারবে।
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ০০:১৩ | 72.83.76.29
  • আকাদা, না না, গালাগালের ব্যাপারস্যাপার কিছু নয়।
    পরে লিখবো ঠিক করে।
  • Tim | ১৮ নভেম্বর ২০১১ ০০:১৩ | 198.82.18.154
  • মামী সারকাজমে পিহেইচডি করেছে। ঃ-)
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ০০:১১ | 72.83.76.29
  • পিপিকে আর যদি আমি কিছু শিখিয়েছি ! x-(
  • aka | ১৮ নভেম্বর ২০১১ ০০:১১ | 168.26.215.13
  • কাব্লিদা তাই কি নাম দিয়েছে ফেকো? ঃ)
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ০০:১১ | 72.83.76.29
  • কাব্লিদার দাঁত কেমন ?
  • pipi | ১৮ নভেম্বর ২০১১ ০০:১১ | 129.74.191.152
  • চিন্তা নেই কলি, কভি না কভি আমার পেটু আর তোমার হেঁসেল একত্তর হবেইঃ-)

    বাইদ্যোয়ে, সেদিন মিতাদিও আমায় একটা ঘ্যামা চিকেন রান্না শিখিয়েছে, না বললে পাপ লাগবেঃ-)
  • m | ১৮ নভেম্বর ২০১১ ০০:১১ | 117.194.33.162
  • দেশমাতৃকার কাজে লাগবে।
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ০০:১০ | 72.83.76.29
  • অনেকের অনেক অকাজের ঘোঁট পাকানোর জন্য অবশ্য কাজে দিতে পারে।
  • kd | ১৮ নভেম্বর ২০১১ ০০:১০ | 59.93.247.190
  • না না কলকাতায় ছানি অপারেশন করিও না। অনেকেই আমায় বলেছে, এখানকার ডাক্তারেরা অপারেশনের নামে যা করে, সব ফেক।
    ঃ)
  • m | ১৮ নভেম্বর ২০১১ ০০:০৯ | 117.194.33.162
  • তার আগে জেনে নিতে হবে কোন খাতায় আছোঃ)
    সাদা না কালো।
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ০০:০৯ | 72.83.76.29
  • কাদের কাজে দেবে সেটাও অবশ্য ভাবার বিষয় ঃ)
  • m | ১৮ নভেম্বর ২০১১ ০০:০৮ | 117.194.33.162
  • আজ্জো, গুরুর নতুন নতুন ট্রেন্ড সম্পর্কে একটা নতুন থ্রেড খুলে ফেলা দরকার- ভবিষ্যতে কাজে দেবেঃ)
  • Tim | ১৮ নভেম্বর ২০১১ ০০:০৭ | 198.82.18.154
  • কিন্তু কোদালকে কোদাল বলা যাবে কি যাবেনা?
  • Tim | ১৮ নভেম্বর ২০১১ ০০:০৬ | 198.82.18.154
  • বেশ অবলিক দিয়ে আজেন গোঁসাই অ্যাড করে দিলাম। চলবে?
  • aka | ১৮ নভেম্বর ২০১১ ০০:০১ | 168.26.215.13
  • টিমের পোস্টটা রেসিয়াল, এক্ষুনি নীপারা বকে দেবে কিন্তু।
  • aka | ১৮ নভেম্বর ২০১১ ০০:০০ | 168.26.215.13
  • গুরুর এক শ্রেণীর নীপারা তক্কো বিতক্কো যখন ঝগড়ার দিকে টার্ন নেয় মানে বেশ এক্সাইটমেন্ট ঝরে ঝরে পড়ে তখন হেব্বি অ্যাকটিভ হয়ে ওঠেন। এটা নতুন ট্রেন্ড আগে দেখি নি। যেমন খসড়ার সময় হঠাৎ এক নীপা বললেন আমি নাকি একটি পোস্ট করেছি, কিন্তু কোথায় করেছি জানেন না। আমি হেবি অবাক হয়েছিলাম। এখন আর হই না, কারণটা জানি এবং অনুধাবন করতে পারি।
  • Tim | ১৭ নভেম্বর ২০১১ ২৩:৫৮ | 198.82.18.154
  • আকাদার নাম নীপারা আজ্জাফর দেবে। এই আমি বলে দিলুম।
  • Ishan | ১৭ নভেম্বর ২০১১ ২৩:৫৬ | 117.194.34.19
  • আবার গেল আর এল।

    তাহলে আবার কাল দেখা হবে বন্ধুগণ?
  • kk | ১৭ নভেম্বর ২০১১ ২৩:৫৬ | 107.3.242.43
  • যাঃ পিপি, ঐ সময়েই আসতে হলো? আমি আবার ঐ সময়েই অন্য জায়গায় ঃ((।
  • aka | ১৭ নভেম্বর ২০১১ ২৩:৫৬ | 168.26.215.13
  • আরে এটা বল্লে না কত নীপা দেশ মাতৃকার প্রতি এহেন অবমাননার জন্য আমাকে গালি দেয়।
  • m | ১৭ নভেম্বর ২০১১ ২৩:৫৫ | 117.194.34.19
  • ওদেশে একটা গাড়ি এসে হঠাৎ পেছন থেকে ঠুসে দিলো- ফোনাফুনি শেষে পাওনা ৫০০ টাকা লোকটা খেপে খেপে দিয়ে গেছে।
    কোলকাতায় একটা সুমো আরামসে গাড়ির পেছনে ঢুঁসো দিয়ে হুহু করে দিনের আলোয় দিব্যি চলে গেলো।

    ঠুসে যাবার জন্যে আমেরিকা নিঃসন্দেহে ভালো জায়গা।
  • amit | ১৭ নভেম্বর ২০১১ ২৩:৫৫ | 18.60.12.108
  • মাইরি, এত গুলো আই আই টি থাকতে এই একটাতে এত্তো প্রবলেম কেন রে বাবা!! কিছুদিন পর পর ই কোন না কোন বাজে কারণে খবরের শিরোণামে!
    http://www.anandabazar.com/17khar1.html
  • Tim | ১৭ নভেম্বর ২০১১ ২৩:৫৪ | 198.82.18.154
  • মামী,
    ঠান্ডাটা সবে জমে উঠেছে (উভয়ার্থেই)। তবে, এই তো সবে সন্ধে। ( কলিদির জন্য প্রবাদ ব্যবহার করা কঠিন হয়ে গেছে)।
  • pi | ১৭ নভেম্বর ২০১১ ২৩:৫৩ | 72.83.76.29
  • বল্লে সেটা ইগনোর করবো ঃ)
    অনেকে নীপা ই পড়ে বলে ইগনোর না করে কেন তক্কো করি ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত