এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ১৯ নভেম্বর ২০১১ ০০:৫০ | 122.167.120.22
  • নিশি, আমি যেটা দেখছি, সেটা বেশ মজার। উত্তমকুমার জেলে যাওয়ার জন্য চেষ্টা করছে যাতে বিনাপয়সায় ডালভাত জুটে যায়, কিন্তু হাজার বাওয়ালি করেও জেলে যেতে পারছে না। ঃ-)
  • nk | ১৯ নভেম্বর ২০১১ ০০:৫০ | 151.141.84.194
  • আচ্ছা কেকে, নীরেন্দ্রনাথের গল্পটা মনে আছে? এক ক্যাপ্টেন আর তাঁর চার সঙ্গী? তাস তুলে ঠিক হলো কে বেরোবে ডাইনোকে ডিস্ট্র্যাক্ট করতে বাকীরা যাতে পালাতে পারে?
  • nk | ১৯ নভেম্বর ২০১১ ০০:৪৮ | 151.141.84.194
  • ব্যাং, থ্যাংকু। আমি কমললতা দেখছিলাম, যখনি উত্তমকুমারকে দেখতে ইচ্ছে করে তখনি কমললতা দেখি। ঃ-)
    কালকে দেখি ওটার একটা রিমেক এসেছে, ইতি শ্রীকান্ত! কী বিশ্রী সেটা! চট করে বন্ধ করে দিলাম। ঃ-)
  • kk | ১৯ নভেম্বর ২০১১ ০০:৪৮ | 107.3.242.43
  • নাঃ, এই গল্পটা মনে নেই।
  • nk | ১৯ নভেম্বর ২০১১ ০০:৪৬ | 151.141.84.194
  • কেকে, ঐ যে এক গ্রহে গিয়ে আটকে পড়লো যান, সেখানে জেলির মতন একরকমের প্রাণী, খুবই শত্রুভাবাপন্ন হয়ে আক্রমণ করছিলো দেখে সব যান পালালো যতজনকে পারলো নিয়ে, শেষে একটা যান রয়েছে, কিন্তু প্রতিরোধ দেয়াল থাকতে থাকতে পালাতে হবে, সবাইকে নেওয়া যাবে না, তখন লিস্ট করা হচ্ছিলো কারা যেতে পারবে, কম্পু বলে দিলো, তারা গেল কিন্তু পাইলট রাও খুব রেগে গেলেন, তাঁর নাম ছিলো না নির্বাচিতদের মধ্যে, কিন্তু তিনি তাও উঠলেন, সিকুরিটি তাঁকে মেরে ফেললো। তখন তাঁর শব্দেহ সমেতই উড়েগেল যান, যারা ক্যাম্পে রয়ে গেল তারা আবার কম্পু চালিয়ে দেখতে গেল, ঐ দেহটা নামিয়ে আনতে পারলে কাকে নেওয়া যেত সেই জায়্‌গায়, দেখা গেল যে নামটা উঠেছে, সেটা হলো পাইলট রাও।
    (এটা সম্ভবত কোনো বিদেশী গল্পের ছায়ায়, আসল গল্প খুঁজছি, পাচ্ছি না। )
  • kk | ১৯ নভেম্বর ২০১১ ০০:৪০ | 107.3.242.43
  • নিশি, ঐ সংখ্যার কিছু গল্প মনে আছে। পাইলট রাওএর গল্প কোনটা? ভদ্রলোক খুব ফ্রাস্টেটেড হয়ে গেছিলেন, খালি ড্রিংক করতেন, এমনি কিছু ছিলো? একটু ধরতাই দাও দেখি।
  • byaang | ১৯ নভেম্বর ২০১১ ০০:৩৯ | 122.167.120.22
  • নিশি, আমার তো অবাক পৃথিবী বেশ লাগছে। উত্তমকুমার আছে, আর লোকাজনকে এমন ঝাড় দিচ্ছে ইন্টারভিউ দিতে গিয়ে, লোকজন ইষ্টমন্ত্র জপছে। ঃ-)
    এই নাও লিংও দিয়ে দিলাম
  • nk | ১৯ নভেম্বর ২০১১ ০০:৩৬ | 151.141.84.194
  • ব্যাংক, অবাক পৃথিবী কেমন? কার বানানো? কারা অভিনয় করে? নাচগান ঝাড়পিট এসব আছে?
  • nk | ১৯ নভেম্বর ২০১১ ০০:৩৫ | 151.141.84.194
  • আরে কেকে, তোমাকে তো নিরন্তর থ্যাংকু। নিমন্ত্রণের আশা যখন সম্মুখেই রয়েছে। ঃ-)
    তাছাড়া আরো নানা কোশ্চেন আছে কিনা!
    এই যেমন ধরো, অনেককাল আগে সেই ছিয়াশিতে একটা বিশেষ কল্পবিজ্ঞান সংখ্যা বার করেছিলো আনন্দমেলা। সেখানেই কি সত্যজিত রায়ের "অনুকূল" গল্পটা ছিলো? আর একটা অনুবাদে ছিলো পাইলট রাওয়ের কথা, মনে আছে তোমার?
  • byaang | ১৯ নভেম্বর ২০১১ ০০:৩৫ | 122.167.120.22
  • না না কেকে, ওটা এক সত্যিকারের কার্টুনিস্টের আঁকা। আর আমাকে আবার থ্যাংকিউ দেওয়া কেন, বলে কিনা আমার কত ভালো লেগেছে তোমার রিকোয়েস্ট দেখে।

    নিশি, এতে আবার থ্যাংকিউয়ের কী হল! সেই যে রোব্বারের দুপুরে প্রাইজ পাওয়া সিনেমা সব দেখাত না, তখন এটা একবার দিয়েছিল মনে আছে। আর এদিকে আজ কেউ ভাটাচ্ছে না দেখে আমি এখন ইউটিউবে অবাক পৃথিবী সিনেমা দেখতে বসেছি।
  • kk | ১৯ নভেম্বর ২০১১ ০০:২৯ | 107.3.242.43
  • বাঃ ব্যাং। ছবি খানা চমৎকার কিন্তু। তোমারই আঁকা?

    নিশি, আমাকে আবার থ্যাংকস কেন বাছা?
  • byaang | ১৯ নভেম্বর ২০১১ ০০:২৭ | 122.167.120.22
  • ডান ঃ-)
    থ্যাংকিউ।
  • nk | ১৯ নভেম্বর ২০১১ ০০:২৭ | 151.141.84.194
  • ব্যাং, কেকে দুজনকেই থ্যাংকু থ্যাংকু থ্যাংকু। ঃ-)
    আমি গৌতম ঘোষেরটাই খুঁজে দেখবো।
  • kk | ১৯ নভেম্বর ২০১১ ০০:২৬ | 107.3.242.43
  • পিপি, এই কাঠবেড়ালী গুলো শীতঘুম দেয় না তো! তবে মাঝে মাঝে ওরা কোথাও সভা সমিতি করতে যায়, আমিও দেখেছি কোনকোন সময় দু চারদিন কেউ আসেনা।
  • byaang | ১৯ নভেম্বর ২০১১ ০০:২৫ | 122.167.120.22
  • দেখছি দাঁড়াও, কেকে।
  • kk | ১৯ নভেম্বর ২০১১ ০০:২৩ | 107.3.242.43
  • ব্যাংকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছি।
  • pipi | ১৯ নভেম্বর ২০১১ ০০:২২ | 129.74.191.152
  • কাঠবেড়ালীরা কাঠবেড়ালীদের মতন আচরণ করছে না। কিন্তু কেন? গেল হপ্তায় দেখলাম ক্যাম্পাস কাঠবেড়ালীশূণ্য, সব ব্যাটা শীতঘুম দিচ্ছে আর আজ যেই না রোদ্দুর উঠেছে, ঝকমকে সোনাগলা দিন অমনি দেখি কোথা থেকে কেঁদো কেঁদো কাঠবেড়ালীরা এসে নেচেকুঁদে ফের কাঠবাদাম সন্ধানে লেগে পড়েছে! ওদের না এখন ঘুনু করার কথা? তবে নেচে বেড়াচ্ছে কেন?
    কুমুদি, কুছ পতা হ্যায়?
  • byaang | ১৯ নভেম্বর ২০১১ ০০:০২ | 122.167.120.22
  • নিশি, হিন্দি সিনেমার কথা জানি না, তবে একটা বাংলা সিনেমা ছিল কাকমারাদের নিয়ে, গৌতম ঘোষের, যদ্দুর মনে পড়ছে সিনেমাটার নাম ছিল দখল, মমতাশঙ্কর ছিলেন। আর কিচ্ছু মনে পড়ছে না।
  • kk | ১৮ নভেম্বর ২০১১ ২৩:৫৯ | 107.3.242.43
  • নিশি, না আমি ঐ সিনেমাটার কথা জানিনা।
  • aka | ১৮ নভেম্বর ২০১১ ২৩:২১ | 168.26.215.13
  • পিপি কুস্বাস্থ্যর টইতে আছে।
  • dipu | ১৮ নভেম্বর ২০১১ ২২:৫৭ | 59.164.188.68
  • দু দি, ভালো বই থ্রেডে আছে।
  • nk | ১৮ নভেম্বর ২০১১ ২২:৫৭ | 151.141.84.194
  • আমার একটা প্রশ্ন ছিলো, কেকে র কাছে। কেকে আছো?
    অনেকদিন আগে একটা খুব অন্যরকম হিন্দি সিনেমার নাম বলেছিলেন একজন, যেটা করতে গিয়ে নাকি মূল অভিনেতাকে এত শীর্ণ হয়ে যেতে হয়েছিলো, যে প্রায় তার জীবনসংশয়, অনেক যত্নে পরে তাঁকে পুষ্টিকর পায়েস দুধ মধু এসব আস্তে আস্তে অনেকদিন খাইয়ে খাইয়ে বাঁচানো হয়েছিলো।
    ওটা কোন সিনেমা? যেখানে মূল অভিনেতা কাক(?) ও ইঁদুর(?ব) ভক্ষক অতি দরিদ্র উপজাতির একজন হিসাবে অভিনয় করেন? নাকি ওরকম কোনো সিনেমা ছিলো না, আমার স্মৃতি ভুলভাল বলছে?
  • dipu | ১৮ নভেম্বর ২০১১ ২২:৫৭ | 59.164.188.68
  • পেইচি।
  • Du | ১৮ নভেম্বর ২০১১ ২২:৫৫ | 117.194.192.113
  • দীপু, সম্ভবতঃ ঐ বুলবুলভাজা বা গুরুচন্ডালী নামের থ্রেডে
  • Zzzz | ১৮ নভেম্বর ২০১১ ২২:৪৪ | 141.0.8.33
  • TesT
  • dipu | ১৮ নভেম্বর ২০১১ ২২:৪৩ | 59.164.188.68
  • ডিডি একবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত বেশ কিছু ভালো বইপত্তর সাজেস্ট করেছিলেন। সেটা কোন টইতে আছে কেউ বলতে পারবে?
  • pipi | ১৮ নভেম্বর ২০১১ ২২:৪১ | 129.74.191.152
  • মনের মতন ল্যাদোষ আমি হতে পেলাম কই! (খুব আবেগ দিয়ে গাইবার চেষ্টা করছি এখন)।
  • pipi | ১৮ নভেম্বর ২০১১ ২২:৪০ | 129.74.191.152
  • আর ওয়ে লাকি... আমি দেখেছি। ভাল লেগেছিল। অ্যাকচুয়ালি অভয় দেওলকে আমারো খুব পছন্দঃ-)
  • pipi | ১৮ নভেম্বর ২০১১ ২২:৩৮ | 129.74.191.152
  • ব্যাংদি, ঃ-)) কোথায় ল্যাদ দেখলে/ পড়লে না ভোর না হতে খোঁয়াড়ে দৌড়তে হয় ল্যাজ তুলে? শান্তিতে ঘুমুতে পাই কই?
    আর শুক্কুরবার রাতে বলে কত্ত কাজ - বারে চল, পাবে চল, পার্টিতে যাও, নেচে নেচে ঠ্যাং ব্যথা কর - কত রাজা উজির মেরে তবে গিয়ে ভোরের দিকে একটু দু চোখের পাতা এক কত্তে পাই। ফের বারোটা একটা না বাজতেই উঠে পড়তে হয়। ল্যাদ আর খেতে পেলাম কই (ফোঁস)!

    ঃ-))
  • byaang | ১৮ নভেম্বর ২০১১ ২২:২৯ | 122.167.120.22
  • পিপির ৯ঃ৫৩দেখে কী ভীষণ হিংসে দিলুম! প্রভু হে ক্ষমাসুন্দর, লহ এ সংসার, ফিরায়ে দাও সেই ল্যাদভরা জীবন!
  • byaang | ১৮ নভেম্বর ২০১১ ২২:২৮ | 122.167.120.22
  • পিপি, ওয়ে লাকি লাকি ওয়ে দেখতে বলেছি তোকে। খুব হেসেছিলাম এটা দেখতে গিয়ে। আর সেই এক্‌চলিস কি লাস্ট লোকাল থেকেই আমার অভয় দেওল খুব ফেভারিট।
  • pipi | ১৮ নভেম্বর ২০১১ ২২:২০ | 129.74.191.152
  • আমায় কিচ্ছু খসাতে হয় নি, চালের বস্তাঃ-))
  • siki | ১৮ নভেম্বর ২০১১ ২২:১৪ | 122.177.237.71
  • পিপিকে দেখে মনে পড়ল, পিপির মতন কেস আমি করেছি গত সপ্তাহে।

    শুক্কুরবারের মার্কেটে আমাদের বাড়িতে ওয়াশিং মেশিন চলে। সারা সপ্তাহের জামাকাপড় কাচা হয়। তো হয়েছে। ড্রায়ারে মোটামুটি শুকনোও হয়েছে। তারপরে ল্যাদ লাগছিল বলে রাতে আর মেলি নি।

    পরদিন সকালে মেলতে যেতেই আধভেজা প্যান্টের পকেট থেকে ঠকাস করে পড়ল গাড়ির রিমোট। ওইশুদ্ধু কাচা হয়েছে।

    নিচে গেলাম। কী আশ্চর্য, পিঁক পিঁক আওয়াজ করে গাড়ি দিব্যি খুলে গেল রিমোট টিপতেই। তারপরে দেহ রাখল। যত টিপি, গাড়ি আর লক হয় না। শেষমেশ চাবি দিয়ে লক করে দৌড়লাম দোকানে। কিছু হয় নি, ব্যাটারিটা নষ্ট হয়ে গেছিল, সার্কিট একদম ঝকাস। পঞ্চাশ টাকা দিয়ে ব্যাটারি পাল্টে নিলাম, আবার চলছে বিন্দাস!
  • pipi | ১৮ নভেম্বর ২০১১ ২১:৫৫ | 129.74.191.152
  • আর, এখানে কে বা কারা একবার আমেরিকার ডাক্তারদের ইভ্যালুয়েশনের একটা লিঙ্ক দিয়েছিলেন, সেইটা আরেকবার পাওয়া যাবে? দরকার।
  • pipi | ১৮ নভেম্বর ২০১১ ২১:৫৩ | 129.74.191.152
  • উফ! সব্বাই কত কি ভাল ভাল জিনিস খায় ব্রেকফাস্টে! আমার ব্রেকফাস্ট হে হে - হাওয়াঃ-)
    সক্কাল 8.40 এর মধ্যে খোঁয়াড়ে ঢুকতে হয়, ওদিকে 8টা 5-10 অব্ধি হাপটি মেরে বিছানায় পড়ে থাকি। তারপরে তো লম্ফঝম্প শুরু করি। শেষটায় হাওয়া খেতে খেতে ছুটি রাস্তা ধরে। দুদিন গ্রানোলা বার না কি সেই অখাদ্যগুনো ট্রাই করেছিলাম ঐ ছোটার সাথে সাথে মুখ চালাতে। ওটাকে ম্যাগোর লিস্টিতে উপরের দিকে রাখব। এখন বেরোবার সময় মনে থাকলে একমুঠি ট্রেল মিক্স নিয়ে চিবোতে চিবোতে যাই।
    আর উইকেণ্ডে তো উঠি বেলা একটা পার করে, সোওজা লাঞ্চ টেবিলেঃ-)
    তবে হ্যাঁ আমার ফিরিজে ব্রাউন পাঁউ আছে, মার্জারিন আছে, জ্যাম আছে, ল্যাকটোস ফ্রি দুধ আছে, ডিম আছে এমনকি বেরি মেশানো ফ্লেক্সও আছে। আমি ফ্রীজ খুলে খুলে দেখি আর মাঝেসাঝে সময় পেলে একটু একটু চাখিঃ-) তারপর এক্সপায়ার করে গেলে ট্র্যাশে ফেলে দেই।
    এই তো গেল ব্রেকফাস্টো বেত্তান্ত।
  • siki | ১৮ নভেম্বর ২০১১ ২১:৪৯ | 122.177.237.71
  • আমি লিখলাম নোকিয়া 5800 এক্সপ্রেসমিউজিক থেকে। অপেরা মিনি ব্রাউজার ইউজ করে।
  • ppn | ১৮ নভেম্বর ২০১১ ২১:২৮ | 112.133.206.22
  • আইপ্যাড থেকে তো লেখা যাবেই। কিন্তু ইউনিকোডে কি লেখা যায়?
  • pinaki | ১৮ নভেম্বর ২০১১ ২১:২৭ | 122.174.42.91
  • চিন্তা নেই। দিদিকে ওবামা ডেকে পাঠাবে কদিন বাদেই। ওবামা না হলেও হার্ভার্ড ডাকবে। লালুকেও ডেকেছিল না?
  • rimi | ১৮ নভেম্বর ২০১১ ২১:২৬ | 168.26.205.13
  • আরে ন্যাড়াদা, আমিও তো প্রায় ওরকমই করি, তবে দাঁড়িয়ে না থেকে লাফাই। তাই ফার্নিচারগুলো খুব কাজে লাগে ঃ-)))

    আর এই আকাকে লাগাতে হয় মুন্ডুতে একটা গাঁট্টা। কবে থেকেই তো বলেছি আই প্যাড থেকে দিব্বি বাংলা লেখা যায়।
  • aka | ১৮ নভেম্বর ২০১১ ২১:২৪ | 168.26.215.13
  • আম্রিগা থাকলেই ষোলকলা পূর্ণ হত। যাত্রা মাইরি। বিবোর থেকেও বেশি সরেস।
  • pinaki | ১৮ নভেম্বর ২০১১ ২১:২৩ | 122.174.42.91
  • দিদি বিমান বোসের মার্কেট খেয়ে নিল।

    ওদিকে আবার নাকি আজ থেকে স্কুল শিক্ষকদের আর ছাত্রদের রাজনীতিতে যুক্ত থাকা নিষিদ্ধ হয়ে গেল।

    দিদি বিপ্লব না এনে ছাড়বে না।
  • pinaki | ১৮ নভেম্বর ২০১১ ২১:২১ | 122.174.42.91
  • শুদু সিপিএম নয়, কংগ্রেসও। পারি না। দিদি একাই জমিয়ে দিচ্ছে অনেক দিন পর। ঃ-)
  • prateek | ১৮ নভেম্বর ২০১১ ২১:১৫ | 122.179.59.118
  • ঘুমাত না?
  • nyara | ১৮ নভেম্বর ২০১১ ২১:১১ | 203.83.248.37
  • না, না, রিমি, হেসো না। আমি এরকম লোক চিনতাম। প্রথমে তোমার মতন করেই শুরু হয়েছিল। তারপরে সে কী কেলো! সে সারাক্ষণই দাঁড়িয়ে থাকত, অন্ততঃ কিছু ক্যালোরি তো বেশি খরচা হবে বসে থাকার থেকে। পাছে বসে পড়ে, এই বলে বাড়ির চেয়ার সোফা-টোফাও সব বিদেয় করে দিল। তাতেও যখন হল না, তখন এক পায়ে দাঁড়াত। তাতেও হল না। শেষ অব্দি এক জায়গায় ঠায় দাঁড়াতেও পারত না। দাঁড়িয়ে দাঁড়িয়ে জগ করত।

    খাওয়া দাওয়ার কথা আর কী বলব। চোখে জল এসে যায়।
  • aka | ১৮ নভেম্বর ২০১১ ২১:০৭ | 168.26.215.13
  • আর আমি যে আইপ্যাড থেকে লিখে ফেললাম। তার বেলা।
  • aka | ১৮ নভেম্বর ২০১১ ২১:০৭ | 168.26.230.228
  • নাঃ তবে এতে ?
  • aka | ১৮ নভেম্বর ২০১১ ২১:০৬ | 168.26.230.228
  • et e ki hay?
  • rimi | ১৮ নভেম্বর ২০১১ ২১:০৫ | 168.26.205.13
  • ওফফ দারুণ লজিক তো!! রিভুর ফ্যানক্লাবে নাম লেখাতে চাই। ঃ-))

    ন্যাড়াদা, ঃ-))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত