এমংকি পুরোনো ভস্তকের বইয়ের অনুবাদগুলোর কথাও কেউ জানেনা। ভাগ্যিস!
r2h | ২৩ নভেম্বর ২০১১ ২০:৫৯ | 198.175.62.19
হেঃহেঃহেঃ। ইত্যাদি শব্দটা ব্যাংদি দেখতে পায়নি। যাদপ্পুরের পুরনো বইয়ের দোকানে যে নতুন পুরনো পুজোসংখ্যার স্টক এলে আমি তৎক্ষণাৎ খবর পাই সে তো আর কেউ জানেইনা।
byaang | ২৩ নভেম্বর ২০১১ ২০:৫৯ | 122.167.215.219
না ফেলি নি। তবে সেদিন ছোটাই আর তুই এমন গম্ভীর করে কথাটা বল্লি, তারপর থেকে আর হাত দেওয়ার সাহসই পাচ্ছি না। তার উপর আবার অভ্যু হাসতে হাসতে কীসব যেন হওয়ার ভয় দেখিয়ে গেল! আমি মানুষটা দুঃসাহসী হলেও অভদ্র তো আর নই।
pi | ২৩ নভেম্বর ২০১১ ২০:৫৭ | 72.83.76.29
আমি আনন্দমেলার কালেকশন নিয়ে মুখ খুলেছিলাম, কিন্ত লোকজন দুঃখ পাচ্ছে দেখে আবার বন্ধ করে দিলাম। দয়ার প্রাণ।
byaang | ২৩ নভেম্বর ২০১১ ২০:৫৭ | 122.167.215.219
নাকি আমি উত্তরাধিকার সূত্রে পাওয়া আমার মায়ের বড়মামার বাঁধানো শিশুসাথীর কালেকশনের কথা কাউকে বলতে গেছি!
pi | ২৩ নভেম্বর ২০১১ ২০:৫৬ | 72.83.76.29
ব্যাঙদি, ঐ ওষুধের পাতাটা ফেলেছো ?
Tim | ২৩ নভেম্বর ২০১১ ২০:৫৫ | 24.13.11.220
সে বলতে গেলে আমিও কি আর পুরোনো সন্দেশ আর কিশোর ভারতীর কালেকশন নিয়ে জনসমক্ষে মুখ খুলেছি? আমাদের সংযম ছিলো।
Tim | ২৩ নভেম্বর ২০১১ ২০:৫৪ | 24.13.11.220
আহা আবার বোনাস কেন..... ইয়ে এত করে যখন বলছো...
byaang | ২৩ নভেম্বর ২০১১ ২০:৫৪ | 122.167.215.219
আমিই কি কাউকে বলেছি বছর দশেকের বাঁধানো সন্দেশ কিনে ব্যাঙ্গালোরের বুকর্যাক বোঝাই করে রেখেছি!
m | ২৩ নভেম্বর ২০১১ ২০:৫৩ | 117.194.40.217
সব অসুখের শেষ কথাটি নিমবাবু জানেন- দেখা হলে জিগিয়ে নেবো, সে কদিন সবুর করো,গোল কোরো নাঃ)
r2h | ২৩ নভেম্বর ২০১১ ২০:৫২ | 198.175.62.19
কলকাতায় যে চল্লিশের দশকের বছরখানেকের বাঁধানো প্রবাসী ইত্যাদি কিনে ডাঁই করে রেখে এসেছি সেসব কথা ভাগ্যিস কাউকে বলিনি।
byaang | ২৩ নভেম্বর ২০১১ ২০:৫০ | 122.167.215.219
আর হুতোর আমাকে দেখে শেখা উচিৎ। আমাকে কেউ লোভ দেখালেই কি আমি দেখি! সেই যে অর্পণ আমি আগেরবার কোলকাতা যাওয়ার ঠিক আগে আমাকে সম্বুদ্ধ রচনাবলী পড়তে দেবে বলে কত লোভ দেখালো, আমি কি একবারও কোনো হ্যাংলামি করেছি? একবারও অর্পণকে মনে করিয়েছি ""তুই যে পড়তে দিবি, বলেছিলি! দিলি না তো!'' অর্পণ, সায়ন, প্রতীক যে সবাইকে দেখিয়ে দেখিয়ে এখানে-ওখানে লাঞ্চ খাওয়ার নেমন্তন্ন দেয় একে অপরকে, আমি কি একবারও ওদের লজ্জা দিয়েছি, ""আমাকে ডাকিস না কেন?'' বলে!
r2h | ২৩ নভেম্বর ২০১১ ২০:৪৯ | 198.175.62.19
ঢং কেন হবে। হৃদয়বেদনা কেউ বোঝে না। ওদিকে ডিডিদা বলছে কলকাতায় ছেলেমানুষেরা পাখপাখালি দেখবে। এদিকে সামান্য একটু গভীর গোপন বিঘৎখানিক হ্যাংলামির জন্যে নোলেদা হাতছাড়া হয়ে যাচ্ছে। হা পীড় যো পীড়। টিম নিতান্ত অর্বাচীন ছোট ছেলে, ওকে এত বোনাস টোনাস দেওয়ার কি দরকার।
মিঠু, আমার সত্যিই খুব ওষুধের দরকার। এমন একটা ওষুধ, যেটা খেলে সত্যি সত্যিই বিশ্রাম পাওয়া যায়! আর বিশ্রাম মানে এমন একটা বিশ্রাম যাতে গায়ের চামড়ায় থেকে থেকে জ্বলুনি ধরবে না রোজ রোজ, কোনো কথায় মাথায় আগুন জ্বলবে না। আছে তোমার জানা এমনি কোনো ওষুধ? ঃ-))
Tim | ২৩ নভেম্বর ২০১১ ২০:৪২ | 24.13.11.220
সবাই কি আর আমার মত? আমি কেমন ধৈর্য্য ধরে আছি।
r2h | ২৩ নভেম্বর ২০১১ ২০:৩৯ | 198.175.62.19
নানা সেকী, আরে মনের কোনে একটুখানি হ্যাংলামি, ও ধরতে নেই
byaang | ২৩ নভেম্বর ২০১১ ২০:৩৮ | 122.167.215.219
হুতো, !!!!!!!! আমার অভয়দান-মেলের পরেও?? যাঃ, শুধু মাত্র অতিরিক্ত লোভের কারণেই তোকে লিস্টি থেকে বাদ্দিয়ে দিলাম।
m | ২৩ নভেম্বর ২০১১ ২০:৩৬ | 117.194.40.217
ওষুধ খাও আর বিশ্রাম নাও।
byaang | ২৩ নভেম্বর ২০১১ ২০:৩৬ | 122.167.215.219
হ্যাঁ মিঠু। জ্বর কম। তবে খুব পিঠে ব্যথা।
m | ২৩ নভেম্বর ২০১১ ২০:৩৫ | 117.194.40.217
কে?কোথায়?
Tim | ২৩ নভেম্বর ২০১১ ২০:৩৪ | 24.13.11.220
দ্রিদা এই নিয়ে এট্টু রিসার্চ করলেই অনেক ইন্টারেস্টিং তথ্য বেরিয়ে আসবে।
r2h | ২৩ নভেম্বর ২০১১ ২০:৩৪ | 198.175.62.19
এইতো ব্যাংদি। কিছুদিন আগে দেখলাম তোমার একটা ভ্রান্ত ধারনা হয়েছে যে আমি নোলেদা নিয়ে আর হ্যাংলামি করছিনা।
Du | ২৩ নভেম্বর ২০১১ ২০:৩৪ | 117.194.202.41
না সিকি, কৌশিক সেনের বৌ সেজেছিল। তবে তাকে তুমি এই ব্লগেই দেখো, তিনি বর্তমানে অনেকটা একরকম দেখতে একটা বাড়ির মধ্যে থাকেন, যেমতি তাপস পাল।
m | ২৩ নভেম্বর ২০১১ ২০:৩৩ | 117.194.40.217
ব্যাং,জ্বর কমেছে?
byaang | ২৩ নভেম্বর ২০১১ ২০:৩৩ | 122.167.215.219
আর আকা, আমার নামে কুকথা বলে বেড়াচ্ছিস কেন? কিকি আবার কবে আমাকে সুপারি দিল?
aka | ২৩ নভেম্বর ২০১১ ২০:২৯ | 168.26.215.13
তবে কিনা এসব সম্বন্ধে দ্রির সাথে যোগাযোগ করা যেতে পারে। ওনার কাছে লেটেস্ট খবরা খবর আছে।
byaang | ২৩ নভেম্বর ২০১১ ২০:২৭ | 122.167.215.219
আজ সজীব পদাত্থোটি ফুটবল ম্যাচ দেখতে স্টেডিয়ামে গেছিলেন। যদিও তিনি মা-বাবার মুখে চুনকালি দিয়ে মোহনবাগান সাপোর্টার, তবুও কোলকাতার মুখরক্ষার খাতিরে আজ তিনি ইস্টবেঙ্গলকে সাপোর্ট করেছিলেন। খেলা দেখে ফিরে প্রথম মন্তব্য "" আটটা গোল দিয়েছে ইস্টবেঙ্গল, তবুও বেঙ্গলি স্পেকটেটরগুলো কেউ খুশি ছিল না, ম্যাচ শেষ হতে আর দুই মিনিট আছে, তখনও বলছে, আর দুটো গোল দিয়ে পুরো দশটা করে দে। '' আর রবিন সিং নামে কোনো ফুটবলার আছে বোধহয় ইস্টবেঙ্গলের, তার উপর দেখলাম খুব রাগ, সে নাকি "হতই হত'' এরকম কয়েকটা গোল স্লোলি মুভ করে মিস করেছে।
aka | ২৩ নভেম্বর ২০১১ ২০:২৫ | 168.26.215.13
মানে বলছ সায়িন্টিফিক কার্ড শো। সায়িন্টিফিক রিগিংয়ের মতন? হতে পারে, সায়েন্সের যা উন্নতি হচ্ছে।
Tim | ২৩ নভেম্বর ২০১১ ২০:২১ | 24.13.11.220
আজ্জোদা,
না, বলে দিতে হবেনা। ঃ-))
Tim | ২৩ নভেম্বর ২০১১ ২০:২০ | 24.13.11.220
টুটুবাউর কাছে হোম অ্যাওয়ে সবই সমান, কারেন্সি তো আর পাল্টাচ্চে না। ইউরোপে খেলা দিলে যদি কিছু হয়। টুটুবাউর ট্যাঁককে একমাত্র কনভার্সন রেটই পাল্লা দিতে পারে।
aka | ২৩ নভেম্বর ২০১১ ২০:২০ | 168.26.215.13
মানে ধরো, সকাল সকাল, ঘাসের পীচ, একটু মেঘলা আবহাওয়া, বল করছে রিচার্ড হ্যাডলি এই অবস্থায় অফ স্টাম্পের বাইরের বলে কাট করবে একমাত্র এক বিশেষ জাতীয় লোকে। কারা নিশ্চয়ই বলে দিতে হবে না। ঃ)
ppn | ২৩ নভেম্বর ২০১১ ২০:১৮ | 216.52.215.232
এইটা একঘর ঃ)))
Tim | ২৩ নভেম্বর ২০১১ ২০:১৭ | 24.13.11.220
কিন্তু এইযে মোবার ম্যাচ হলেই দেখা যাচ্ছে বিপক্ষের গুরুত্বপূর্ণ পেলেয়াররা আগের ম্যাচে কার্ড দেখে সাসপেন, এইটায় আমি এট্টুও আশ্চজ্জ হচ্চিনা। জিনিসপত্রের যা দাম, দেশে সংসার চালানৈ দায় হয়েচে।
aka | ২৩ নভেম্বর ২০১১ ২০:১২ | 168.26.215.13
আরে ওটা প্রতীকি কথা, অফ স্টাম্পের বাইরের বলও মাঝে মাঝে ছেড়ে দিতে হয়।
ppn | ২৩ নভেম্বর ২০১১ ২০:১১ | 216.52.215.232
হ্যাঁ, অ্যাওয়ে ম্যাচ হলে তো আরো বেশি করে ডাক করতে হয়!!
(আজ ওঁয়াদের হোম ম্যাচ ছিল না, টিম। বাকিটা, তুমি বুদ্ধিমান ছেলে, নিজেই বুঝে নাও। ;-))
Tim | ২৩ নভেম্বর ২০১১ ২০:১০ | 24.13.11.220
বাউন্সার কই। এই তো সবে অফ স্টাম্পের বাইরে স্লো মিডিয়াম পেস হচ্ছে।
aka | ২৩ নভেম্বর ২০১১ ২০:০৩ | 168.26.215.13
বাউন্সার দেখলে হুক করতে নেই, মাঝে মাঝে ডাক করাটাও টেকনিক।
Tim | ২৩ নভেম্বর ২০১১ ২০:০০ | 24.13.11.220
ইস, আজ আর তিরিশকোটির কাউকে এদিকে দেখা যাবেনা বোধয়।
maximin | ২৩ নভেম্বর ২০১১ ১৯:৫২ | 59.93.192.251
চলি ভাইসব। আর কী হবে দেখা?
maximin | ২৩ নভেম্বর ২০১১ ১৯:৪১ | 59.93.192.251
ব্রতীন খুব চালাক হয়ে গেছে। কোনও তর্কে জড়ায় না।
maximin | ২৩ নভেম্বর ২০১১ ১৯:৩৬ | 59.93.192.251
তাহলে কী নিয়ে কথা বলি? ব্লাড প্রেশার নিয়ে?
e | ২৩ নভেম্বর ২০১১ ১৯:২৮ | 61.12.12.84
এ বাবা
maximin | ২৩ নভেম্বর ২০১১ ১৯:২৩ | 59.93.192.251
সব দোষ দুখের।
PM | ২৩ নভেম্বর ২০১১ ১৯:২০ | 86.96.226.87
সুমন আগে আবাপ-তে খুব senior পোজিসন-এ ছিল। আবাপ একটা ফান্ড রেইসিং ক্যম্পেন করেছিলো... ভুমিকম্প না বন্যা কি একটা বিপর্যয় নিয়ে। সেই ফান্ড-এর টাকা নয়ছয় নিয়ে সুমনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তার পরিপ্রেক্ষিতে তাকে আবাপ থেকে সরান হয়। তারপরে যায় স্টার আনন্দে। তারার এখন্কার সুমন ঐ বড়ো সুমন-এর আনডারে কাজ করত তখন। পরে সুমন কল্কাতা TV জয়েন করে
ppn | ২৩ নভেম্বর ২০১১ ১৮:৫১ | 202.91.136.71
কমরেডরা, আজ আই লিগের ফলাফল দেখে নেবেন।
Ho | ২৩ নভেম্বর ২০১১ ১৭:২০ | 121.242.160.180
কুমার শানু নয়, Ho অর্থাৎ কিনা, হরি ওম।
হরি ওম হরি এবার আমি কী করি
ppn | ২৩ নভেম্বর ২০১১ ১৭:১৮ | 204.138.240.254
এ কী রে! কুমার শানুও শেষে গুরু জয়েন করল!!
Bratin | ২৩ নভেম্বর ২০১১ ১৭:১৭ | 122.248.183.1
আনন্দবাজারে এক সুমন লিখতো না ? খেলা র পাতয়। এ কি সেই?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন