ম্যাগপাইদের ওপর একটু আশা ছিলো যে সিটিকে আটকাবে - যাতে ডিফারেন্সটা দুই পয়েন্ট কমে। কিন্তু সে আর হল না - ঐদিনই ডিফেন্সিভ ভুলগুলো করতে হল। তবে ৫০০ মিলিয়ন পাউন্ডের দলকে আটকানো কি সোজা কথা, তাও বাজেট দল নিয়ে।
saikat | ২১ নভেম্বর ২০১১ ১১:১৬ | 202.54.74.119
প্পন এবার কিন্তু আড়ি করে দেবে। ঃ-)
q | ২১ নভেম্বর ২০১১ ১১:১২ | 121.241.218.132
কাল সুমনের প্রোগ্রামটা পুরোটা দেখতে পারলাম না। ওই সময়েই লিভারপুল/চেলসী চলছিলো আর সেটাও ছাড়া যায় না।
Bratin | ২১ নভেম্বর ২০১১ ১১:১০ | 122.248.183.1
kc, আমিও লিখেছিলাম অক্ষদা কে। কাটিয়ে দিয়েছে।
দুখে , সেই।ঃ-)) অপ্পন, 'Take it easy man!!'
dukhe | ২১ নভেম্বর ২০১১ ১০:৫৩ | 122.160.114.85
উপস - 'এই ম্যাচ নিয়ে অত কথার কীই বা আছে ?' পড়তে হবে ।
dukhe | ২১ নভেম্বর ২০১১ ১০:৫২ | 122.160.114.85
এই ম্যাচ নিয়ে অত কথার কীই বা হারিয়েছে ? কোথাকার কাদের একটা হারিয়েছে - তাই নিয়ে আবার কথাবার্তা - টিম কি প্পন শুনলে শতাব্দীপ্রাচীন টিমের জন্য কত দুঃখ পেতেন ভাবুন দিকি ।
prateek | ২১ নভেম্বর ২০১১ ১০:৩৩ | 180.151.34.130
গেল বছর Dec এ কলকাতা গেলাম তখন প্রায় রোজ আফরা যেতাম-সিটি সেন্টার গ্রাউন্ড ফ্লোরে, নবি-মেহতাব-টোলগে রাও আসত মুরুগানের সাথে। নবি একদিন একা ছিল, কথায় কথায় বলেছিল যে মোবাতে আসতে চায়,কন্ত্রাক্ট ইত্যাদিতে মোবা অনেক ফেয়ার। তখন ভেবেছি, কথার কথা--যাই হক সত্যি ভাল প্লেয়ার!
siki | ২১ নভেম্বর ২০১১ ১০:৩২ | 123.242.248.130
কাল সকাল সকাল ট্রেড ফেয়ারের টিকিস কাটতে গেছিলাম পাড়ার মেট্রো স্টেশনে। জমিয়ে কুয়াশা পড়েছিল, সাদা অন্ধকারের মধ্যে মাঝে মাঝে ভৌতিক আলোর হেডলাইট সমেত পার হচ্ছিল একটা দুটো মোটরগাড়ি।
রোব্বারের সকাল। তাড়াতাড়ি পৌঁছতে হবে নইলে ভিড়ের চাপে নাভিশ্বাস বেরনোর জোগাড় হবে। কালই, মানে শনিবারেই দুটোর পরে প্রগতি ময়দানের গেট বন্ধ করে দিতে হয়েছিল লোকের চাপে।
বেরিয়েছি জাস্ট, ইউপি গেট, মানে আমাদের বাড়ির সামনে দিল্লি বর্ডারে দেখি পুলিশে পুলিশে ব্যারিকেডে ব্যারিকেডে ছয়লাপ। পুউরো রামায়ণ মহাভারত সিরিয়ালে যেমন দেখা যাঅয়, জমকালো রাজকীয় সাজগোজ করে একপাল হাতি আর উট ওয়ার্ম আপ করছে। তারপরে দেখি গাজিপুর ফ্লাইওভারের ওপরে ইয়া-প্প্রকাণ্ড সাইজের দুখানা কাড়া-নাকাড়া। ... শালা যুদ্ধু হবে নাকি? মুখ দিয়ে বেরিয়েই গেল, ওরে বাবা দ্যাখো চেয়ে কতো সেনা চলেছে সমরে। কিন্তু সামনের কাটআউট দেখে ভুল ভাঙল। যুদ্ধই বটে। ড্যান্স অফ ডেমোক্র্যাসি। রথযাত্রা শেষ করে আডবাণী ঢুকছেন দিল্লিতে। রামলীলা ময়দানে জমায়েতের ভিড়ে আর কিছুক্ষণের মধ্যেই তিনি আন্না হাজারেকে হারিয়ে দেবেন। এসব তাঁকে বরণ করে নেবার প্রস্তুতি, দিল্লি বিজেপির সদর দফতরের তরফ থেকে। মিডিয়া ব্যারিকেড পুলিশ চেয়ার কাটআউট, সে এক দেখার মত জিনিস।
সুপ্রিম কোর্টের কাছাকাছি আসতেই সুমিতের ফোন এল, এসে গেছে, সুমিত মানে, আমাদের ডক্টর সুমিত সান্যাল। ইন্ডিয়া গেটে পার্কিং করে পৌনে এগারোটা নাগাদ ঢুকে পড়া গেল।
সুমিতের এই প্রথম ট্রেড ফেয়ার দর্শন, পোচ্চুর এনজয় হল, ট্রেড ফেয়ার তো অ্যাজ ইউজুয়াল, নিয়ম করে পশ্চিমবঙ্গ থেকে রাজস্থান, রাজস্থান থেকে আসাম ইত্যাদি ঘুরে বেড়ানো আর টুকিটাকি কেনাকাটা। তিনটে নাগাদ রণে ভঙ্গ দিলাম, ভূতো আর হাঁটতে পারছিল না।
বেরিয়ে পৌঁছনো হল লাঞ্চের জন্য একটি খাবার জায়গায়। দিল্লির লোকেরা, আপনেরা যারা প্যান্ডারা রোডে খেয়েছেন, নিশ্চয়ই গুলাটির নাম বলে দিতে হবে না। ইয়েস্স, গুলাটিতে খাওয়ালো সুমিত। প্রথমে অবশ্য পঁয়তাল্লিশ মিনিট ওয়েটিং টাইম ছিল। ছোট্ট পরিসরে লাইন দিয়ে আট দশটা খাবারের দোকান। ইন্ডিয়ান চাইনিজ জাপানীজ থাই কন্টিনেন্টাল কে নেই সেখানে? অতক্ষণ অপেক্ষা করতে হবে দেখে সুমিত ওর বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করল, গুলাটির পরে সেকেন্ড বেস্ট কোনটা, কোথায় যাওয়া যায়? বন্ধুটি মনে হল বেশ রসিক, বলল, গুলাটির জন্য যদি ওয়েট করা না পোষায়, তা হলে ওখান থেকে বেরিয়ে অন্য কোনও জায়গায় যাও, দিল্লিতে খাবার জায়গার অভাব নেই। কিন্তু প্যান্ডারা রোডের আর কোথাও খেয়ো না।
তো খেলাম। খালি প্লেটের সামনে যখন বসতে পেলাম, তখন বাজে সাড়ে চারটে। সবাই হা-ক্লান্ত। স্যুপ, মুর্গ মালাই টিক্কা, মাটনের কী একটা যেন প্রিপারেশন, তন্দুরি রুটি আর লাচ্ছা পরোটা।
ক্ষী বলব, মুঘলাই তো অনেক জায়গাতেই খেয়েছি, এ যেন অন্য স্বর্গে নিয়ে গেল। দিল্লির সমস্ত খাদ্যপ্রেমিকদের জন্য অবশ্যই রেকো করলাম পান্ডারা রোডের গুলাটি। অবিশ্যি আমার একোতে এদের কিছুই এসে যায় না, এরা অলরেডি যাবতীয় বড় বড় পুরস্কার পেয়ে বসে আছে, টাইমস, এইচটি, আরও কে কে যেন।
খুব কমই ভারতীয় খাচ্ছিল, অধিকাংশই সাদা চামড়া, কিন্তু দাম মোট্টেই বেশি নয়। যেমন হওয়া উচিত তেমন।
কাল একটা পারফেক্ট উইকেন্ড কাটল।
a | ২১ নভেম্বর ২০১১ ১০:২১ | 208.240.243.170
রহিম নবি মোবাতে এসেছে জানতাম না। আমার খুব পছন্দের প্লেয়ার, বহুত জ্বালিয়েছে এদ্দিন। জান দিয়ে খেলা ছেলে।
ইবে ছেড়ে দিল কেন ওকে?
siki | ২১ নভেম্বর ২০১১ ১০:১৭ | 123.242.248.130
ওকে, ঐ দীপঙ্করটা তুই ছিলি? আমি পেয়েছি আজ সকালে।
ঠিক আছে। পাসওয়ার্ড পাল্টালেই হবে। আর নিয়ম করে স্প্যাম ডিলিট করিস।
dipu | ২১ নভেম্বর ২০১১ ১০:১৪ | 61.12.12.84
পাসওয়ার্ড পাল্টালুম। এর পরেও হলে অগত্যা ঐ মেলাইডিটা ডেল করে দেব।
a | ২১ নভেম্বর ২০১১ ১০:১২ | 208.240.243.170
কল্লোলদা, জানি না মাসুম বা আর কেউ এবিষয়ে কাজ করে কি না, তবে আমাকে বল্লে আমি যোগাযোগ করিয়ে দিতে পারব প্রিয়া মেয়েটির সাথে।
পালং শাক ভাপিয়ে নিয়ে, একগাদা রসুন আর লাল গোটা লংকা দিয়ে ভেজে নিয়ে, বেসনে পুরে ভেজে ফেললে পালং শাকের বড়া।
pi | ২১ নভেম্বর ২০১১ ০০:৫৫ | 72.83.76.29
এদিকে আমাকে পালং শাকের রেসিপি বলা হল না। গুগলে সার্চ করলে পাল্লিনদির পালং ডাল আসছে, যোশিতাদির রসুন পালং আসছে। কিন্তু কেশীদার চিনি পালং তো আসেনা। তবে ঐগুলো পেয়ে ভারি কনফুসড ও। কোনটা করি। কথা হল,পালং গুলো ফ্রিজে এদ্দিন ধরে থেকে থেকে পুরোই শুকায়ে গেছে। শুষ্কং পালং দিয়ে কোনটি ভালং হয় ?
pi | ২১ নভেম্বর ২০১১ ০০:৫২ | 72.83.76.29
ঃ))
aka | ২১ নভেম্বর ২০১১ ০০:৪৯ | 75.76.118.96
ক্ষী ক্ষাণ্ড!!! আমি পাইয়ের সাথে একমত হলাম। আমারও ফোন থেকে ফোনে ফোন করা ছাড়া কোনো দাবীদাওয়া নেই। ক্ষীন্তু বউয়ের আইফোং হওয়া ইস্তক ক্ষেমন এক্ষটা জেলাসি হচ্ছে। হায় মার্ক্ষ সাহেব মেটিরিয়ালিস্টিক জেলাসি থেকে আমারে রক্ষা করো।
sda | ২১ নভেম্বর ২০১১ ০০:২৩ | 117.194.199.72
নোকিয়া ডুবেছে চায়নার সঙ্গে পাল্লা দিয়ে সস্তায় জাংক ফুড বানাতে গিয়ে। অ্যান্ড্রয়েড আপাততঃ আগামী কয়েক বছর মোবাইল ডিভাইস মার্কেটে লিড করবে , তার সবচেয়ে বড় কারণ হলো ওপেন সোর্স ডিজাইন আর বিশাল মাপের ফ্রি অ্যাপ স্টোর। আই ফোনের সঙ্গে তুলনায় অনেক সস্তার জিনিস , আর অ্যাপ ও এমন কিছু আহামরি এক্সট্রা নেই আই ফোনে যার জন্য ডাবল দাম দেওয়া পোষায়। আমার স্যামসাং গ্যালাক্সি ACE ছিল , সেটা গতকাল সায়ানোজেন ৭ দিয়ে ফ্ল্যাশ করলাম, একদম ঝকঝকে নতুন ও এস পেয়ে গেলাম। ওপেন সোর্সের মজা তো এটাই !
pi | ২১ নভেম্বর ২০১১ ০০:১৮ | 72.83.76.29
ও হ্যাঁ, আমার তিনটি ফোনের ( দুটি সামসুং) টাচস্ক্রীন কয়েক মাসের মধ্যেই ভোগে গেছে। একজন একবছর পার করে ভোগে গিয়ে আমার ভোগান্তির একশেষ করিয়াছেন। কারণ গ্রাণ্টি পিরিয়ড চলে যাওয়ায় আর কোন রিপ্লেসমেন্ট নাই। যাগ্গে যাক। সবই প্ল্যানের সাথে ফিরি ফোন ছিল। এখন আমার দশ টাকার গো ফোন ঐ সকল ফোনের চেয়ে অনেক বেশিদিন সার্ভিস দিয়ে চলেছে। মানে,ফোন থেকে ফোন করতে পারা ছাড়া আমার আর বিশেষ কোন দাবিদাওয়া নাই। তাই দিব্বি চলে যাচ্ছে।
pi | ২১ নভেম্বর ২০১১ ০০:১৪ | 72.83.76.29
আর হ্যাঁ, মোহনবাগানের আজকের জয়ের পিছনে রেফারির অবদান নিয়ে আমাকে কেউ একটু সহজ সামারি দিলে ভাল হয়। একজনকে শোনানোর বিশেষ প্রয়োজন। নাহয় ফুটবলের কিছু বুঝিনা। কিন্তু এক বাঙালের থেকে ইস্ট বেঙ্গল নিয়ে এই এত্ত হ্যাটা ঘটি প্রাণে আর সইছে না।
sayan | ২১ নভেম্বর ২০১১ ০০:১১ | 115.241.73.131
এক কাজ করো, টেক অ্যান্ড্রয়েড আউট অফ সামসুঙ আর দ্যাখো কী পড়ে থাকে, ক'জন সামসুঙ কিনতে ছোটে।
এই কথা বলে, আমি যাবো চলে।
pi | ২১ নভেম্বর ২০১১ ০০:১১ | 72.83.76.29
উপস ! ফোনের দাম সতেরোহাজার !!
যাইহোক, কেশীদা কি পালংবাটার রেসিপি আরেকবার পোস্টাবেন ?
ppn | ২১ নভেম্বর ২০১১ ০০:০৯ | 122.252.231.10
বিলুদার নীতি কী হয় সেইটা আকা বোঝাবে। আমি চললাম।
৫%ওলাদের আঁতেল বলে। যেমন কেশী। ঃ)
(এইটা কেশীর ক্ষুব ক্ষুব গায়ে লাগবে ;-) )
sayan | ২১ নভেম্বর ২০১১ ০০:০৭ | 115.241.73.131
মার্কিট শেয়ার? ও। সেই তো ঘুরেফিরে বিলুদার নীতি চলে আসছে! ওই দিয়ে কী হয়? অ্যাতোদিন নকিয়া করে খাচ্ছিল আজ লোকে হাতে "স্মার্টফোন' পেয়ে অন্যরকম বলছে। সস্তার জাঙ্ক ফুড আর কি! সস্তায় পুষ্টি খুম কম মেলে রে দাদা। ঃ-))
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন