এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kiki | ১৭ নভেম্বর ২০১১ ২১:০৪ | 59.93.200.188
  • আহারে ! বেচারী মেয়েটা!

    অ পিপি , ফিরিয়ে নিলুম পেটানোর দাবী।ঃ)
  • pi | ১৭ নভেম্বর ২০১১ ২১:০০ | 72.83.76.29
  • টিম, কোয়ান্টেটিভ তুলনা নয়। নিরাপত্তাহীনতা বোধ করার কথা।
    প্রাণে মরে যাবোটা তোমার বা আর কারুর কাছে নিরাপত্তাহীনতা না হলেও আরো অনেকের কাছেই হতে পারে।
    তবে ব্যাপারটা সাবজেক্টিভ ও বটে। এখন ডাকলেই পুলিশ এসে যাবে এটাতে তুমি নিরাপদ বোধ করো, তোমাদের ইনস্টিতেই ঐ গোলাগুলির ঘটনা ঘটে যাবার পরেও এই পুলিশের সহজলভ্যতা তোমাকে একটা নিরাপত্তার বোধ দ্যায়, এবার আমার ও অনেকের কাছে ব্যাপারটা অন্য। কেউ অ্যাটাক করলে মুহূর্তে গুলি চালিয়ে দিতে পারে এই ভাবনাটার ভয় পুলিশ চলে আসার ভরসা কাটাতে পারেনা।
    ছিনতাই দু জায়গাতেই হয়, এন্ড রেগাল্ট একই। বেশিরভাগ ক্ষেত্রে। যেখানে এই ভয় থাকে যে পাঁচের জায়গায় কুড়ি ডলার চাইলে আর সেটা না দিতে পারলেই গুলি চালিয়ে দিতে পারে ( এবং দেবার ঘটনা ঘটে চলে, এটাও ফ্যাক্ট), এই সম্ভাবনাটা থেকে যায় বলে যে ভয়টা ঢুকে থাকে, পুলিশ ডাকার মত সুযোগই পাওয়া যাবেনা বলে যে ভয়টা ঢুকে থাকে , সেটা ডাকলেই পুলিশ চলে আসবে এই ভাবনার নিরপত্তা দিয়ে কমপেনসেটেড হয়না।
    ভীড় বাসের তিক্ত অভিজ্ঞতা নিঃসন্দেহে খারাপ, কিন্তু তাতে ভয়ের চেয়েও বেশি থাকে ঘেন্না ও বিরক্তি। এখানে তার সাতেহ থাকে ভয়ও। ঐ গাড়ির তিনটে ঘটনার পর, হ্যাঁ, আমি ভয় পাই।
    এরকম ভয় দিল্লিতেও পাবো। এরকম ভয় এবার নিউটাইনের শাটলেও দু'দিন লেগেছে। সেগুলো নিয়েই তো কথা শুরু হয়েছিল। দিল্লি নিয়ে সিকির পোস্ট পড়ে আমিই এনিয়ে লিখতে শুরু করেছিলাম। ঐ দেশভক্তি, বিজেপি টিজেপি লেবেল করার সময় লোকজনের অবশ্য সেকথা মনে থাকেনা ঃ)
    আর হ্যাঁ, টেনশনটা শুধু নিজের জন্য নয়। বাড়ির লোকজন, জারা এরকম অনেক অরিয়া দিয়েই রাত করে ফেরে, তাদের জন্যও হয়।
    আমারো জ্বর। সব পোস্ট খুঁটিয়ে পড়তে পারছিনা। ঋদ্ধিমানের কালো ফালোর ব্যাপারগুলো একবার পড়ে ভালো করে বুঝিনি।কিন্তু শেষের দিকের একটা ছোট পোস্টের ( 17 Nov 2011 -- 06:34 AM প্রথম ক'টা লাইনের সাথে একমত।
  • siki | ১৭ নভেম্বর ২০১১ ২০:৫২ | 141.0.10.44
  • হ্যালো টেস্টিং
  • pipi | ১৭ নভেম্বর ২০১১ ২০:৪৯ | 129.74.191.152
  • কিকি, আর পিট্টি দিও না বাপু, দুব্বল শরীরে ধকল সইবে না। পিপি মেরে কি আর লাভ হবে, হাড় ক'খানা তোমার হাতেই ফুটবে খালি। এমনিতেই কাশির গঙ্গায় শিগগীর দেহদান করব বুঝেই গেছি। কিসি করে আর না করেই যে কত লোককে ট্রানসফার করে দিয়েছি সবাই মিলে যদি পিট্টির ভাগ চায় তো হাতে পেনসিলও রইবে না। কাল একজনার পাশে বসতে গেলুম, দুর দুর করে তাড়িয়ে দিলেঃ-( সেখান থেকে উঠে আরেকজনার কাছে গেলুম সে তিড়িং করে লাফিয়ে সরে গেলঃ-( এ দুঃখ কোথায় যে রাখি। আমার বস গুলোও যদি এমনি করে আমাকে দূরে সরিয়ে রাখত!
  • aka | ১৭ নভেম্বর ২০১১ ২০:৪৫ | 168.26.215.13
  • স্মোকিং সম্বন্ধে আমি ওবামার বক্তব্য টুকে দিই -

  • nyara | ১৭ নভেম্বর ২০১১ ২০:৩৭ | 115.241.21.155
  • বিসমিল্লা খান ভগবান।
  • Tim | ১৭ নভেম্বর ২০১১ ২০:২৯ | 173.163.204.9
  • আজ্জোদা এখনও স্মোকিং চালিয়ে যাচ্ছো নাকি?
  • Tim | ১৭ নভেম্বর ২০১১ ২০:২৮ | 173.163.204.9
  • ক্যাপিটাল এসকে ডিট্টো। চমৎকার গুছিয়ে লিখেছেন।

    পাইয়ের মেইল সম্পর্কে আপনি গুগল নিউজ সার্চ করুন। এতদিনে নির্ঘাৎ এϾট্র হয়েছে সেখানে। তবে সেই আইডী কাজে লাগবে কিনা জানিন।

    সবশেষে, নেত্যকে অনেক শুভেচ্ছা। ঃ-)
  • rimi | ১৭ নভেম্বর ২০১১ ২০:২২ | 168.26.205.19
  • আকা, আমি কি মনে করি সেটা আমি নিজেই বলব। ঠিক আছে?
  • S | ১৭ নভেম্বর ২০১১ ২০:১৬ | 71.191.163.151
  • পাই,
    হুম, তাহলে আপনি আর আমি একই জায়গায়। তবে বিকালে ক্লাস হলে যেতে পারব না। আমি খুব সকালে আসি আর বিকালের আগেই পালাই। এই ডিসির রাশ আওয়ারের ট্র্যফিক কিন্তু দেশের সঙ্গে পাল্লা দিতে পারে।
    এবারে আবার তর্ক। আমার মনে হচ্ছে আপনি এদেশ আর ওদেশের ক্যম্পাস সিকিউরিটির যে তুলনা করছেন সেটা আপেল আর কমলালেবু হয়ে যাচ্ছে। আপনি ক্যম্পাস হিসাবে ধরছেন IIT, TIFR, NCBS ইত্যাদি। তার সঙ্গে আপনার তুলনা করা উচিৎ NIH, NIST, Argonne এইসব জায়গার যেখানে নিরাপত্তা জোরদার এবং যে কেউ ইচ্ছে করলেই ঢুকতে পারবে না। আমি আমার ল্যাবমেট কে কাল বলছিলাম, যে এখানে গত ১৫ বছর আছে - সে বলল একবার কোনো এক ল্যাব থেকে কম্পুটার চুরি ছাড়া আর কিছু শোনেনি। আর আপনি এদেশে কটা ইউনিভার্সিটি দেখেছেন আমি জানি না,কিন্তু ইউনিভার্সিটি গুলো পুরোপুরি খোলামেলা, যে কেউ যেতে আসতে পারে। ছোটো ইউনিভার্সিটি টাউন গুলোতে ইউনিভার্সিটি হচ্ছে শহরের প্রাণকেন্দ্র। আপনি হয়তো IIT তে রাত তিনটে তে ফিরেছেন, কিন্তু ধরুন আমি রাজাবাজার সায়েন্স কলেজে কাজ করি, আমি কি রাত তিনটে তে ট্রাম ডিপো পর্যন্ত হেঁটে আসতে পারব ? চেনেন এরকম কাউকে ? এখানে আমি এই রকম দিনের পর দিন হেঁটে এসেছি, সিকিউরিটি ছাড়াই। প্রতিটা ইউনিভার্সিটির পুলিশ থাকে। ইউনিভার্সিটি সংলগ্ন যেকোনো ক্রাইম তারা রিপোর্ট করে। এখন রাজাবাজার, মানিকতলা আর ফুলবাগানের মোড়ের সব চুরি ছিনতাই যদি CU এর ক্রাইম স্ট্যটিস্টিক্সএ যোগ হয় তাহলে কল্পনা করতে পারছেন সেই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে ? আজ আমি এখন ল্যাবে যাইনি, বাড়ির কিছু কাজ আছে তাই। রাতে যাবো, মধ্যরাত্রি পার করে পার্কিং লটে এসে গাড়ি নিয়ে ২৫ মাইল ড্রাইভ করে বাড়ি ফিরবো এবং একটুও ভয় পাবো না। অনেকদিন ফিরেছি এরকম। ধরুন আমার বরানগরে বাড়ি। দেশে থাকলে মাঝরাতে JU থেকে ফিরতে পারতম ? দিনের পর দিন ? দেশে আমি NCBS এ কয়েক মাস কাটিয়েছিলাম। সেখানেও জোরদার নিরাপত্তা, ল্যাব এর পাশেই হস্টেল। তাই ল্যাব থেকে লোকজন সারারাত আসা যাওয়া করতো কিন্তু বাইরে থেকে আসতে গেলে ? যে সময়ের কথা বলছি তখন মেখরি সার্কল ছাড়ালেই দুপাশে অন্ধকার। L&T অফিস আসলে একটু আলো দেখা যেতো। আর GKVK ক্যম্পাস এর মুখটা থেকে NCBS হেঁটে আসার সাহস রাতে কেউই করত না, একবার দিনের বেলা হেঁটে ছিলাম ভয়ে ভয়ে। IISC থেকে রাত সাড়ে এগারোটায় লাস্ট শাট্‌ল ছাড়ত। সেটা মিস হলে সেখানেই রাত্রিযাপন করতে হত।
    আর একটা ব্যপার। এদেশে স্কুলে থাকতে বাসে যাতয়াত করতাম আর এখন মেট্রো তে যাই। গত দশ বছরে একবারের জন্যেও কোনো অবাঞ্ছিত স্পর্শের মুখোমুখি হতে হয় নি। দেশের ট্রাম বাসের স্মৃতি প্রায় ভুলেই গেছি।
    আর একটা পোস্টে ridhhimaan বলেছেন এদেশে ক্যম্পাস ক্রাইম এর কথা। ক্যাম্পাসে চুরি ছিনতাই বেশি হবার কারণ হল সেখানে বেশিরভাগ লোকে হেঁটে বা বাইক নিয়ে যাতয়াত করে। কাজেই সহজ টার্গেট।
    অনেক বকলাম। এবারে কাজ করতে হবে। মেল করতে বলেছেন দেখলাম। কিন্তু ঠিকানা টা কি ? পাই বলে ইনস্টিটুটের ডেটাবেসে সার্চ করবো ?
  • aka | ১৭ নভেম্বর ২০১১ ২০:১০ | 168.26.215.13
  • আমি কাশছি, বউ মনে করে আমারটা ফার্স্ট হ্যান্ড স্মোকিং, বউ এবং ছেলের সেকেণ্ড হ্যাণ্ড স্মোকিং আর গুরুর সবাইকার হল n-হ্যান্ড স্মোকিং। সবটাই পার্স্পেক্টিভ।
  • kiki | ১৭ নভেম্বর ২০১১ ২০:০৭ | 59.93.200.188
  • নেতাই,
    শুভেচ্ছা।ঃ)

    আমাদের বাড়ীতেও তিনি আসছেন। একসঙ্গে তিনজনেই হ্যাঁচ্চো করছি আর গরমকালে শোয়েটার আর স্কার্ফিত হয়ে কেঁপে ভাত রাঁধার অভিজ্ঞতা মনে করে কেঁপে উঠছি।গলাও ব্যাথা শুরু হয়েছে।

    সবাই মিলে পিপিকে পেটানো উচিত।গুরুকেও নিগ্‌ঘাত কিসি করেছে।নইলে এত জনের.................
  • aka | ১৭ নভেম্বর ২০১১ ২০:০৩ | 168.26.215.13
  • আবার বিবি এবং ওনার বিবিয়ানা। ঃ)

    উনিই বললেন আম্রিগার সাথে ভারতের তুলনা হয় না। কিন্তু তাও আম্রিগা ভালো বলা যাবে না যদি আপনি আম্রিগায় থাকেন। কিন্তু হায়দ্রাবাদে থেকে হায়দ্রাবাদ ভালো বলা যাবে।

    দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া ইত্যাদি ইত্যাদি।

    http://articles.timesofindia.indiatimes.com/2007-01-25/hyderabad/27883011_1_crime-rate-cyberabad-cases

    Hyderabad may be on the fast-track of development but crime figures compiled by the State Crime Records Bureau (SCRB) shows the city is quite unsafe, specially for women.

    The city registered the highest number of rape cases in the state in 2006


    মিনিমাম হোমওয়ার্ক টুকু করুন না তাইলে যেকোন বিষয়ে লোকজনকে টিজ করা ছাড়াও আরও কিছু বক্তব্য উঠে আসে।
  • kc | ১৭ নভেম্বর ২০১১ ১৯:৪৮ | 178.61.96.29
  • নেতাই,
    বল বীর বল উন্নত মম শির .....

    অনেক অনেক শুভেচ্ছা।
  • sayan | ১৭ নভেম্বর ২০১১ ১৯:৩৯ | 160.83.97.84
  • নিতাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।
    জীবন সুখের হোক। ঃ-)
  • kumu | ১৭ নভেম্বর ২০১১ ১৯:৩৪ | 122.160.159.184
  • অ ব্যাং,ডাঃ দেখিয়ে ওষুদ খাও না কেনে।

    ইন্দো নাহয় নিজেকেই নিজে ভা-আ-লো করে নেড়েচেড়ে দেখে একখানা প্রেসক্রিপ্‌শন নেকো।
    হুতো কি এই ছবিটা এঁকে দেবে,ডাগদার নিজের পেটে স্টেথো বসিয়ে গম্ভীর ----
  • ppn | ১৭ নভেম্বর ২০১১ ১৯:৩১ | 204.138.240.254
  • নেতাইয়ের জন্য অনেক শুভেচ্ছা।
  • kumu | ১৭ নভেম্বর ২০১১ ১৯:২৯ | 122.160.159.184
  • ব্রতীনো যাচ্চে,তবে কেলেংকারি কেউ আটকাতে পার্বে না।অ নেতাই চলে গেলে নাকি,বেল্ট দিয়ে ধুতি পোরো,বেল্ট দিয়ে।
  • bb | ১৭ নভেম্বর ২০১১ ১৯:১৮ | 117.195.189.174
  • নিরাপত্তা নিয়ে দুদিন এখানে লেখা পড়ে খুব মজা লাগল। প্রথমেই বলি আমেরিকা আর ভারতের নিরাপতা ব্যবস্থা নিয়ে তুলনা হয় না। প্রথম বিশ্বের দেশ অনেক এগিয়ে।

    যাই হোক ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হতেই প্রত্যাশিত ভাবেই একদল আমেরিকার সমর্থনে নেমে পড়লেন আর পাইয়ের প্রতিটি কথার উত্তরে দেশের উদাহরণ টেনে প্রমাণের চেষ্টা করলেন যে দেশের তুল্‌নায় এসব নস্যি। আর সমর্থন ঠিক তাদের কাছ থেকেই এল যারা আমেরিকার সব কিছুই ক্ষমাসুন্দর চোখে দেখেন।

    যদিও সংখ্যাতঙ্কÄ অনুযায়ী অন্ধ্রে মেয়েদের প্রতি অত্যাচার সর্বচ্চ, কিন্তু নিজের ১১ বছরের অভিঞ্জতায় বলতে পারি হায়েদ্রাবাদ খুব নিরাপদ। রাত ৩টের সময় ট্যাক্সিতেও গেছি আবার নিজের গাড়ীতেও ঘুরেছি, কোন রকম অসুবিধা হয় নি। এখানে মেয়েদের কলেজের সামনে পুরুষ রোমিওদের দেখা যায়না। আবার বাসে মহিলাদের ওঠানামার জন্য সামনের দরজা আর অন্যদের জন্য পিছনের দরজা।
    অবশ্য মাঝে মাঝেই acid attack এর কথাও পড়তে পাই কাগজে। কিন্তু সব মিলিয়ে এই শহর মেয়েদের নিরাপত্তায় অনেক এগিয়ে।
  • Du | ১৭ নভেম্বর ২০১১ ১৮:৪৮ | 117.194.203.164
  • নিতাইয়ের জন্য বিসমিল্লা রইলেন আকাশে বাতাসে। তক মিষ্টি নোনতায় কেটে যাক সুখে জীবন, ঝালের ছোয়া যেন না লাগে।
  • byaang | ১৭ নভেম্বর ২০১১ ১৮:১৮ | 122.172.247.154
  • তবে ঐ অ্যাডগুলোর থেকে এই ভিডিওটা বেটার
  • byaang | ১৭ নভেম্বর ২০১১ ১৮:১৫ | 122.172.247.154
  • এই লিংটায় ঐ সিরিজের সব কটা অ্যাড আছে।
  • byaang | ১৭ নভেম্বর ২০১১ ১৮:১৩ | 122.172.247.154
  • ডাক্তার আজকাল বড় বেশি আদিখ্যেতা করছে! আমি আটচল্লিশ টেনে দিলাম জ্বর, গা-ব্যাথা বমি ইত্যাদি নিয়ে। আর উনি কিনা শহীদের সম্মান চাইছেন!!
  • byaang | ১৭ নভেম্বর ২০১১ ১৮:১০ | 122.172.247.154
  • ফরিদা কি এই অ্যাডটার কথা বলছিলিস?
  • I | ১৭ নভেম্বর ২০১১ ১৮:০৯ | 14.99.4.26
  • কী আদিখ্যেতা ! আর আমি যে শহীদ হতে চল্লাম, সেদিকে কারো নজর নেই !! জ্বর, গা-ব্যথা, পেট খারাপ, বমি। কঘন্টাই বা আর!
  • ppn | ১৭ নভেম্বর ২০১১ ১৮:০১ | 216.52.215.232
  • আরে আমি চাইছি সিটি এইবার টাইটেল জিতুক। আমাদের তো কোন আশা নাই। ঃ)

    তাই বলে কি গানার্সের সাথে ম্যাচে অন্য কাউকে সাপোর্ট করব? প্রশ্নই ওঠে না।
  • stoic | ১৭ নভেম্বর ২০১১ ১৭:৫৮ | 160.103.2.224
  • অপ্পনবাবু তো গানার্সদের ব্যাড স্টার্ট হওয়ার ফলে সিটি কে সাপোর্টাতে শুরু কল্লেন। এ আবার কিরম ফ্যান? যে যাই বলুক, আমরা ৬-১ ঘরের মাঠে হেরেও অন্ধ সাপোর্টার থাকি, ক্যাম্প পাল্টাই না।
    ;-)
    বাই দ্য ওয়ে, নিউক্যাসল কিন্তু ব্যাপক ভাল খেলছে। কিন্তু অজ্জিত তো আর ইদিকে আসে না।
  • Bratin | ১৭ নভেম্বর ২০১১ ১৭:৪৮ | 122.248.183.1
  • কাটি।
  • q | ১৭ নভেম্বর ২০১১ ১৭:৪৮ | 121.241.218.132
  • নেতাইবাবুকে কি বিদায় সংবর্ধনা দেওয়া হবে?

    বা কদিন পর শহীদ স্মরণে হবে?

    ;-)
  • Bratin | ১৭ নভেম্বর ২০১১ ১৭:৪২ | 122.248.183.1
  • কুমু দি ও ই দিন যাচ্ছি। চাপ নিও না ঃ-))
  • Bratin | ১৭ নভেম্বর ২০১১ ১৭:৪১ | 122.248.183.1
  • সেকি তারপরে আর বিয়ের নেমতন্নো খাও নি? চাপ তো? ঃ-((
  • kumu | ১৭ নভেম্বর ২০১১ ১৭:৩৬ | 122.160.159.184
  • নেতাই,(ফোঁস,ফোঁস),দেখে শুনে মানিয়ে গুচিয়ে সংসার করো,কেমন!আমাদের কতা ভেবো মাঝে মাঝে।

    ধুতি পরাটা কেউ শেখালেন্না,এত করে কইলুম।শেষে যদি----

    এসো গিয়ে,দুগ্গা দুগ্গা,সিদ্ধিদাতা গণেচ।
  • Netai | ১৭ নভেম্বর ২০১১ ১৭:৩১ | 121.241.98.225
  • বৌভাতের জন্য আমার ওপেন ইনভাইটেশন রইলো।

    দীঘাগামী বাসে, দীঘার আট কিলোমিটার আগে রামনগর বলে জায়গা আসবে।
    রামনগরে নেমে লোককে টিচার্স কলোনী বললেই দেখিয়ে দেবে কোন দিকে যেতে হবে।
    ছোট কলোনী। বিয়েবাড়ী খুঁজতে অসুবিধা হবেনা।

    সামনের মঙ্গলবার।
  • aka | ১৭ নভেম্বর ২০১১ ১৭:১৯ | 75.76.118.96
  • রিদ্ধি বাবু, ঐসব হল গ্যাং ওয়ারের কথা। আমি আশির দশকের কথা বললাম। এখনও কিছু কিছু জায়গায় আছে যেমন খড়গপুর।
  • i | ১৭ নভেম্বর ২০১১ ১৬:৫৭ | 124.149.48.39
  • তেকোনার জন্মদিন আজ?
    অনেক শুভেচ্ছা তেকোনা। অনেক লেখো।

    আচ্ছা নেতাইয়ের বিয়ে তো এসে গেল। আমরা বরযাত্রী যাবো না?
    কতদিন বিয়েবাড়ির নেমন্তন্ন খাই না। শেষ খেয়েছি নিজের বিয়েতে।
  • saikat | ১৭ নভেম্বর ২০১১ ১৬:৫৫ | 202.54.74.119
  • কী আর করবে ! তেল নিয়ে সবারই সমস্যা।
  • siki | ১৭ নভেম্বর ২০১১ ১৬:৫০ | 123.242.248.130
  • সোসন সেস। ঘর যাই।

    স্যার তেকোনাকে হ্যাবাড্ডি।
  • quark | ১৭ নভেম্বর ২০১১ ১৫:১৮ | 14.139.199.1
  • মনে হয় ১৬০ জন মৃত মানুষের সংখ্যাটা ছ মাস আগে সিপিয়েমের অ্যাকাউন্টে দিলে উপকার হচ্ছিল, এখন সেই সংখ্যাটাই মাওবাদীদের অ্যাকান্টে দিলে সুবিধে! শুধু একটা সংখ্যা বৈ তো নয়।
  • quark | ১৭ নভেম্বর ২০১১ ১৫:১৩ | 14.139.199.1
  • টু বি ভেরি স্পেসিফিক ঃ

    ".......১৬০ জন মানুষকে এরা (মাওবাদীরা) মেরে ফেলেছে, বাংলার মানুষ জানে "
  • siki | ১৭ নভেম্বর ২০১১ ১৪:৫৯ | 123.242.248.130
  • ইন্দোদাদা, নাকি বললে? আমি কালকে নিজের কানে শুনলাম, নিজের চোখে দেখলাম। মমোদিদি বল্লেন, মাওবাদীরা করেছেন।
  • siki | ১৭ নভেম্বর ২০১১ ১৪:৫৮ | 123.242.248.130
  • দেখুন তো দুখে, এই সব নিয়ে বলতে গেলেই আবার লোকে দেশকুমারী বলে আওয়াজ দেয়। ঃ( কত লোক এইভাবে ভ্যানিশ হয়ে যাচ্ছে।

    পটাশম্যাম, কুড়ির বাড়ি রোহিণী। দ্যাখেন যদি কিছু করতে পারেন।

    কোন সেক্টর জিগাবেন না। আমি জানি না।
  • q | ১৭ নভেম্বর ২০১১ ১৪:৫১ | 121.241.218.132
  • ppn - খাওয়া আর ফুটবল নিয়ে তর্কে হিজ-হিজ-হুজ-হুজ ই ভালো, বুঝলেন? ;-)
  • dukhe | ১৭ নভেম্বর ২০১১ ১৪:৪৯ | 122.160.114.85
  • সব্বোনাশ ! কুড়ি ভ্যানিশ ? থানায় খবর দিয়েছ সিকি ?
    সত্যি কী দেশ ! প্রথমে নেতাজি উধাও হলেন, আজ আবার কুড়ি -
  • kumu | ১৭ নভেম্বর ২০১১ ১৪:৪৮ | 122.160.159.184
  • ভীতুড্ডিম যত।আমারে দ্যাও ঠিকানা-
  • saikat | ১৭ নভেম্বর ২০১১ ১৪:৪৭ | 202.54.74.119
  • * বাড়ী
  • saikat | ১৭ নভেম্বর ২০১১ ১৪:৪৬ | 202.54.74.119
  • বাড়ে তো সেই বডিগার্ড/দারোয়ানের ভয়ে যাচ্ছে না।
  • kumu | ১৭ নভেম্বর ২০১১ ১৪:৪৫ | 122.160.159.184
  • সিকির দুক্ষে বুক ফেটে যাচ্চে,কুড়ির বাড়ীর ঠিকানা জানা নাই?
  • ppn | ১৭ নভেম্বর ২০১১ ১৪:৪৩ | 216.52.215.232
  • ৮-২ হেঃ?

    ৬-১ টা ভুলবেন না কমরেড। তাও আবার ঘরের মাঠে। ঃ)

    (এই বলে মিটিনে চলিনু)
  • I | ১৭ নভেম্বর ২০১১ ১৪:৪৩ | 14.96.200.242
  • ইদিকে দিদি নাকি স্বীকার গিয়েছেন জ্ঞানেশ্বরী কাণ্ড মাওবাদীরা ঘটিয়েছিল। সিপিয়েম ক্ষমাস্বীকার করতে বলেছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত