এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ১৪ নভেম্বর ২০১১ ২০:২৭ | 178.61.96.29
  • এরকমও হচ্ছে নাকি আজকাল? স্ট্রাইকার বক্সের মাথা থেকে ধাঁই করে শট নিল, সেই বল গদাম করে এসে নাকে লাগল। ব্যাথার চোটে নাকে হাত দিতে গিয়ে চশমাটা পড়ে গেল, অমনি ব্যাথাট্যাথা সব গায়েব। হ্যাঁগা, এরকম সত্যি হচ্ছে আজকাল?
  • sayan | ১৪ নভেম্বর ২০১১ ২০:১৯ | 115.242.165.91
  • দায়িত্ব নিয়ে আকাদা।
  • aka | ১৪ নভেম্বর ২০১১ ২০:১২ | 168.26.215.13
  • আর কি কি সিনেমা 4D তে এল সান্দা একটু খবরা খবর রেখো। ;)
  • sayan | ১৪ নভেম্বর ২০১১ ২০:১০ | 115.242.165.91
  • ডেলি বেলি 4Dতে দেখলে আর দেখতে হবে না। ঃ-))
  • humm | ১৪ নভেম্বর ২০১১ ১৯:৫৪ | 122.167.126.48
  • ব্রতীন ওটা 4d মুভি।।৪ ডি তে স্পর্শ ও গন্ধ হয় ।।যেমন জলের স্পর্শ টা পেয়েছিলে । কেক বানালে বেকারীর গন্ধে হল ভরে যাবে।
  • siki | ১৪ নভেম্বর ২০১১ ১৯:৩৭ | 122.177.237.71
  • q, ঠিক করে দিয়েছি টই।
  • Du | ১৪ নভেম্বর ২০১১ ১৮:৩১ | 117.194.194.101
  • জানিনা আমি মিস করছি কিনা কিছু। এখানে আসার পর বিলবোর্ডে বোর্ডে পাওলি হি পাওলি ছেয়ে ছিল। কদিন ধরে একটাও দেখছি না। নাকি আমি সেই রাস্তাগুলো দিয়ে আর যাচ্ছিই না?
  • q | ১৪ নভেম্বর ২০১১ ১৭:৫৪ | 121.241.218.132
  • পোস্ট হচ্ছে, কিন্তু লিস্ট আপডেট হচ্ছে না কেন?
  • dukhe | ১৪ নভেম্বর ২০১১ ১৭:২৩ | 122.160.114.85
  • টইয়েরা দাঁড়িয়ে পড়েছে ।
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১৭:২০ | 122.248.183.1
  • 3D প্রথম দেখি Universal এ। শ্রেক ২ তে ব্যাঙ টা কি একটা উগরে দিল। সেটা জল হয়ে মুখে এসে সেটা পড়লো!!ঃ-))
  • Du | ১৪ নভেম্বর ২০১১ ১৭:০৮ | 117.194.194.101
  • সিকির টিনটিন রিভিউয়ে কয়ে কয়ে ক, বিশেষ করে শুরুতেই স্পেলবাউন্ড হয়ে যাবার ব্যাপারটা। ৩ ডি তে জিনিষপত্র উড়ে আসে , সে সয়ে গিয়েছিল, কিন্তু এটাতে স্টেজ এর মত ব্যাপার। কার্টুন থেকে মুখটাও কেমন বের করে এনেছে, ওটা যেন টিনটিনই আর কেউ নয়।
  • q | ১৪ নভেম্বর ২০১১ ১৭:০৫ | 121.241.218.132
  • TOI-এর প্রথম পাতায় ব্রেকিং নিউজ হিসেবে আসছে -

    Maoists call off peace talks with interlocutors in West Bengal | Maoists blame Mamata Banerjee govt for breakdown of talks | Maoists accuse WB govt of forming parallel committee of interlocutors
  • dukhe | ১৪ নভেম্বর ২০১১ ১৬:৫৪ | 122.160.114.85
  • ফুস ! কেশী ভুলে যান । পশুখামার বন্ধ করা নিয়ে PT নিজেই নিজেকে কত গোল দিলেন !
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১৬:৪৮ | 122.248.183.1
  • টিকিট পেয়ে গেছি। ছুটি ও । কালকে মাঠে যাচ্ছি।ঃ-))
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১৬:০৪ | 122.248.183.1
  • পাঁচিল ভেঙে গেল
  • ppn | ১৪ নভেম্বর ২০১১ ১৫:৪৫ | 202.91.136.71
  • ডিডি কি কেষ্টঠাউর? কনকদাকে দেখে ঘুরে গেলেন?
  • dd | ১৪ নভেম্বর ২০১১ ১৫:৪৩ | 124.247.203.12
  • 'এমন কি মুঠিও লাগে না, যদি হিমালয়কে পশ্চাতে রাখিয়া খামোখাই খাড়াইয়া থাকেন।" - এই রিজায়ন্ডরটির ও মডার্ন ভার্সান চাই
  • q | ১৪ নভেম্বর ২০১১ ১৫:৩৪ | 121.241.218.132
  • আজকের ট্রিভিয়া - "চোখের সম্মুখের মুষ্ঠিবদ্ধ হাত দূরের হিমালয়কেও ঢাকিয়া দেয়" - এর আধুনিক ভার্সন কি?

    ;-)
  • kc | ১৪ নভেম্বর ২০১১ ১৫:৩৪ | 194.126.37.78
  • মোটেইনা। সিপিএমের বদামোর আদৌ কোনও সাফাই গায়না। ইন ফ্যাক্ট ওই লাইনে হাঁটেননিনা। উল্টে ম্মাম্মাম্মা বালামো নিয়ে বেশী ভোকাল।
  • dd | ১৪ নভেম্বর ২০১১ ১৫:৩৪ | 124.247.203.12
  • রাহুল দ্রাভিদ? পাড়ার ছোঁড়া। ও আবার সেরা ব্যাটসম্যান হোলো কবের থেকে। ভয়ানক ত্রুটি যুক্ত ফুট ওয়ার্ক এবং অফ স্পিনের মোকাবেলায় মাঝে মাঝেই বিভ্রান্ত হয়। বিশেষতঃ লাঞ্চের পর আউট সুইংএর রাহুলের স্বাচ্ছন্দ্যের অভাব দেখেছি।

    দখিন পুর্বে বাতাস দিলে গুগলিতেও খেই হারিয়ে ফেলে, স্পেসালি বিকেলের দিকে।

    এইসব আবেগে ভরা কমেন্ট দেবার আগে একটু ভাবনা চিন্তা করে নেওয়া প্রয়োজন।
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১৫:৩০ | 122.248.183.11
  • এটা মানা গেল না kc। উনি আজ অবধি সিপি এম র কোন কাজে ভুল দেথেতে পেয়েছেন কি?
  • kc | ১৪ নভেম্বর ২০১১ ১৫:২৮ | 194.126.37.78
  • তন্ময়দা গাঁট ছিলনা। প্রথমথেকেই সবাই যেমন করে পিছনে পড়ে গেল, লোকটা অনলাইনে গাঁট হয়ে গেল।
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১৫:২৬ | 122.248.183.11
  • হ্যাঁ kc , PT দা নয়। ঃ-))
  • ppn | ১৪ নভেম্বর ২০১১ ১৫:২৬ | 202.91.136.71
  • হুম, কেশী সিপিয়েম। ঃ)
  • kc | ১৪ নভেম্বর ২০১১ ১৫:২৫ | 194.126.37.78
  • কেসি কি গাঁটগোবিন্দ? কেসি সবসময় শেখে, জানে। তখন বুঝিনি। এখন বুঝেছি।
  • ppn | ১৪ নভেম্বর ২০১১ ১৫:২৫ | 202.91.136.71
  • * লিখে
  • ppn | ১৪ নভেম্বর ২০১১ ১৫:২৫ | 202.91.136.71
  • সচিন অজিদের সাথে ওডিআইতে সেঞ্চুরি মারবে। লিখ রাখো।
  • sayan | ১৪ নভেম্বর ২০১১ ১৫:২৪ | 115.242.165.91
  • মনে আছে। কেশীদার পোস্ট দেখে তাই মনে পড়লো আবার। কেশীদা', পথে এসো বাওয়া ঃ-))
  • kc | ১৪ নভেম্বর ২০১১ ১৫:২৪ | 194.126.37.78
  • সচীনের সেঞ্চুরির জন্য নেপালের টেস্ট ক্রিকেট স্টেটাস পাওয়াটা জরুরি হয়ে উঠেছে।
  • ppn | ১৪ নভেম্বর ২০১১ ১৫:২৩ | 202.91.136.71
  • বোঝো! এই সান্দা সাক্ষী আছে সান্দা আর আমি সেই কবেই বলেছিলাম। কেশী তখন মানেনি।
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১৫:২৩ | 122.248.183.11
  • ' যা খুশী ওরা বলে বলুক , ওদের কথায় কি আসে যায়' ঃ-))
  • sayan | ১৪ নভেম্বর ২০১১ ১৫:২১ | 115.242.165.91
  • জ্জিওঃ! দ্রাভিড় ফর প্রেসিডেন্ট! ঃ-)
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১৫:২০ | 122.248.183.11
  • শতরান!!
  • sayan | ১৪ নভেম্বর ২০১১ ১৫:২০ | 115.242.165.91
  • য্যামোন? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান - কোথা নয়? দেখে নিতে, বুঝে নিতে হয়। শুদু পেট্রোল পেট্রোল বলে চিল্লালে চলবে? ঃ-)

    (দ্রব্যমূল্যবৃদ্ধি নিয়ে অবশ্য হরিন্ময় নীরবতা)
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১৫:১৯ | 122.248.183.11
  • আর বোলার অনিল কুম্বলে।
  • kc | ১৪ নভেম্বর ২০১১ ১৫:১৮ | 194.126.37.78
  • ভারতের সর্বকালের সেরা ব্যাটের নাম রাহুল দ্রাবিড়।
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১৫:১৪ | 122.248.183.11
  • দ্রাবিড়ের ৯৮। জয় মা!!
  • ppn | ১৪ নভেম্বর ২০১১ ১৫:১১ | 202.91.136.71
  • য্যামোন?
  • sayan | ১৪ নভেম্বর ২০১১ ১৫:০৮ | 115.242.165.91
  • খেলার মাঝে বিরতিতে ক্ষী জোরকদমে "ভারত নির্মাণ' চলছে! ছ্যা ছ্যা।
  • Jhiki | ১৪ নভেম্বর ২০১১ ১৪:২৭ | 182.253.0.99
  • সিকি, আমার ছানা বড় দুষ্টু ( আমাদের পরিচিত সমস্ত সার্কল থেকে তাদের দেখা সবচেয়ে দুষ্টু বাচ্চার খেতাব পেয়েছে!) , তাও দুগ্গা দুগ্গা বলে একবার চেষ্টা করে দেখা যেতে পারে...... ওর জন্য আমাদের কোন সিনেমা হলে গিয়ে দেখা হয় না .......
  • lcm | ১৪ নভেম্বর ২০১১ ১৪:২২ | 69.236.161.19
  • সিকির টিনটিন রিভিউ পড়িয়া পুলকিত হইলাম। স্পিলবার্গ সাহেবের উপর ভরসা ছিল। এই দ্যাশে ডিসেম্বর ২১ শে রিলিজ হইব।
  • byaang | ১৪ নভেম্বর ২০১১ ১৪:১৭ | 122.167.244.240
  • কিন্তু সিকি, বাচ্চাটা যে আজই হবে, সেটা জানা গেল কী করে?
  • pharida | ১৪ নভেম্বর ২০১১ ১৪:১৫ | 61.16.232.26
  • উরিব্বস্ট - এটা আমি আগে কেন দেখিনি। শুধু চেয়ে থেকে থেকে মোটা হয়ে যাব ঃ))
  • siki | ১৪ নভেম্বর ২০১১ ১৪:১৫ | 123.242.248.130
  • যদ্দূর জানি, নিউজপেপারদের ফেডারেশন ইউন্যানিমাসলি ডিসিশন নিয়েছে অভিষেকের বাচ্চাকে নিয়ে মিডিয়াতে কোনওরকম হাইপ তৈরি করবে না। সবাই নাকি সেটা মেনে চলবে।
  • byaang | ১৪ নভেম্বর ২০১১ ১৪:১৫ | 122.167.244.240
  • সিকিকে ডিট্টো দিলাম।
  • Jhiki | ১৪ নভেম্বর ২০১১ ১৪:১৪ | 182.253.0.99
  • কোরিয়ান খাবার খাই নি কখনও, আমার বর দুমাস উলসানে ছিল, তার দাবী ওদের খাবারে খুব বেশী রসুন (ওদের গায়েও নাকি রসুনের গন্ধ!), সেই ভয়ে আর ট্রাই করিনি।
  • siki | ১৪ নভেম্বর ২০১১ ১৪:১৪ | 123.242.248.130
  • টিনটিনে জাহাজ আছে, প্লেন আছে, কার চেজিং আছে। ভালো না লেগে যাবে কোথায়? আমার মেয়েও তো টিনটিন পড়ে নি, অবশ্য টিনটিনের সমস্ত অ্যানিমেশন কার্টুন আগেই দেখিয়ে দিয়েছিলাম। একেবারে হাঁ করে দেখেছে, এমনকি কাল রাতে টিনটিনকে স্বপ্নেও দেখেছে।

    অত্যন্ত ধন্দে ছিলাম, ভালো লাগবে কিনা। ছোটোবেলার নস্টালজি সেলুলয়েডে ধরা যাবে কিনা, বিশেষত টিনটিনকে নিয়ে এর আগে বানানো সবকটা মুভি যখন ফ্লপ করেছে।

    কিন্তু সিনেমা শুরু হতেই একদম স্পেলবাউন্ড। জাস্ট মনে হল আমি সেই কমিক স্ট্রিপের পাতার মধ্যে ঢুকে গেছি। থ্রিডিটাও বিয়াপ্পোক ছিল, জাস্ট মনেই হচ্ছে না আমি সিনেমা দেখছি, আমার সামনে সেই টিনটিন, মনে মনে টিনটিনের যেরকমের ভয়েস কল্পনা করতাম, ঠিক সেই ভয়েস, ক্যাপ্টেন হ্যাডকের চরিত্র চিত্রণ একেবারে খাপে খাপ, জাস্ট সেই আনন্দমেলার পাতা থেকে উঠে আসা ব্লু ব্লিস্টারিং বার্নাকলস শুদ্ধু পাঁড় মাতাল কিন্তু ভীষণ মন ভালো আর বন্ধুর জন্য সর্বস্ব পণ করা ক্যাপ্টেন হ্যাডক। একশোয় একশো। জনসন রনসন চলেবল, ঠিক যেমনটি বইতে পড়েছিলাম, তেমনটি হয় তো পেলাম না, কিন্তু সেট সাজানো কী ঘ্যামা! ক্লেপটোম্যানিয়াক সেই ভদ্রলোক, যিনি লোকের পকেট থেকে পার্স চুরি করে করে নিজের বাড়িতে পার্সের বিশাল কালেকশন বানিয়েছিলেন, তার ঘরের ছবিটা দেখে হুশ্‌শ্‌ করে ফিরে গেলাম সেই ছোটোবেলায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা আনন্দমেলায় টিনটিনের পাতায় সেই ঘরের ছবিটা প্রতিটা র‌্যাকে ভর্তি বিভিন্ন রকমের পার্সের কালেকশন, হুবহু সেই ছবি, একেবারে এক।

    বিয়াংকা কাস্তাফিওরের খুব কম অভিনয়, এখানে উনি প্যাডক, না না হ্যামলক, না না, হ্যাডককে চেনেন না। একটা সীন আছে, বিয়াংকা সেই বিখ্যাত ফাউস্টের জুয়েল সং গাইছেন, ক্যাপ্টেন সহ্য করতে না পেরে বাইরে পালিয়ে গেল, সেখানে একটা চাদরঢাকা টেবিলে প্রচুর গ্লাস পানপাত্র আর জল / পানীয়ের জাগ সাজানো ছিল, ক্যাপ্টেন এক হ্যাঁচকা টানে চাদরটা টেনে নিল টেবিল থেকে, একটা গ্লাস বা জাগ হেলল না, জাস্ট তাদের নিচ থেকে চাদরটা স্লিপ করে বেরিয়ে এল।

    এত রিয়েলিস্টিক বানিয়েছে জিনিসটা, দেখে চমকে উঠতে হয়।

    ইউনিকর্ণ গল্পে টিনটিন হ্যাডককে চিনত। সিনেমায় চেনে না। হ্যাডকের সঙ্গে প্রথম মোলাকাত সোনালী দাঁড়ার কাঁকড়ায়, তাই সেখান থেকে খানিকটা নিয়ে দুজনকার আলাপ ঘটিয়ে দেওয়া।

    মাঝে এক জায়গায় এয়ারক্রাফট ঢুকে পড়েছে ঘন মেঘের ভেতরে, চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, এমন একটা পয়েন্টে মেঘের কুণ্ডলীর মধ্যে পড়ে কিছুক্ষণের জন্য মাধ্যাকর্ষণ বিলুপ্ত হয়ে গেল, ক্রাফটের মধ্যে ক্যাপ্টেন ভাসছে, কুট্টুস ভাসছে, আর ক্যাপ্টেনের গ্লাস থেকে হুইস্কি একটা লিকুইড বল হয়ে বেরিয়ে আসছে। ... চাঁদে টিনটিনের সেই সীন, মনে আছে?

    মার্লিনস্পাইক হল, তার সেই গুপ্ত কুঠুরি, ঈগলস ক্রস, একদম ছবিতে যা দেখেছিলাম, তাই।
  • byaang | ১৪ নভেম্বর ২০১১ ১৪:১১ | 122.167.244.240
  • ঋভু এক্ষুনি খেলে বাড়ি ফিরে উত্তেজিত হয়ে বলল, ""মা আজ অভিষেক বচ্চনের একটা বেবি হবে।''
    ""তোকে কে এই খবরটা দিল?''
    ""অভিনব বলল, 'ইট ইজ অলরেডি টু ও'ক্লক, বেটার উই কীপ আপ উইথ দা নিউজ চ্যানেল, দা বেবি ইজ সাপোজড টু বি বর্ন টুডে।' কিন্তু আমি এখন টিভিতে টেস্ট ম্যাচটাই দেখব, দ্রাভিড়ের সেঞ্চুরি দেখব, তুমি ইন্টারনেটে দেখ, বেবিটা হল কিনা''
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১৪:১১ | 122.248.183.11
  • সেকি? আসতে পারবে না।

    আমাদের পাড়ায় দু টো ছেলে র বিয়ে এক দিনে। একটা নেমতন্নো ফস্কে গেল। একটা তে অবশ্য বরযাত্রী যেতে হবে । যাই হোক!!
  • prateek | ১৪ নভেম্বর ২০১১ ১৪:১০ | 122.179.94.197
  • মালেসিয়া/ইন্দোনেসিয়ার খাবার খাইনি,তবে কিমচি ছাড়া কোরিয়ানরা একটা মাংস বানায় লাল সস দিয়ে,দারুণ !
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত