এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১১ নভেম্বর ২০১১ ২২:৫৫ | 128.231.22.133
  • ঘটিবাড়িতে জেঠু নেই কেং কোয়ে ?
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ২২:৫৪ | 59.93.254.151
  • তারপর?
  • Bratin | ১১ নভেম্বর ২০১১ ২২:৫৪ | 14.99.39.165
  • কিকি কাটলে নাকি?
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ২২:৫৩ | 12.149.39.84
  • বেঙিইইইইইইইই
    কেয়ং আছিস রে?
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২২:৫৩ | 122.167.68.167
  • মিঠু, ঃ-))
  • sayan | ১১ নভেম্বর ২০১১ ২২:৫৩ | 115.184.8.196
  • ঘটি এবং "জ্যেঠু' "কাকু'ঢের আছে, কিন্তু "মনা' কিনি?
  • m | ১১ নভেম্বর ২০১১ ২২:৫২ | 117.194.33.242
  • কিকি একটা উপায় আছে , সেটা কানে কানে বলতে হবেঃ)
  • prateek | ১১ নভেম্বর ২০১১ ২২:৫২ | 122.179.43.146
  • ন্যাড়াদার কি গলা মাইরি !
  • Paramita | ১১ নভেম্বর ২০১১ ২২:৫১ | 198.95.226.40
  • জ্যাঠা, জ্যাঠামশাই, জ্যাঠাবাবু - সব পাবে কিন্তু ঘটিবাড়িতে "জেঠু" "কাকু" বা "মনা" পাবে না।
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ২২:৫০ | 12.149.39.84
  • কিকিয়া
    যা পালা ঘুমোতে যা--জেগে বসে ভাটাবিনা--মাথাটাকে চোখটাকে রেস্ট দে।
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২২:৫০ | 122.167.68.167
  • নেত্য, বুড়ো হোস নি। এ শুধু আসন্ন অবশ্যম্ভাবী ঘটনার প্রভাব।
  • kiki | ১১ নভেম্বর ২০১১ ২২:৪৯ | 59.93.201.8
  • সেরেছে, নেত্য বলে কি?

    আজ অনেকদিন পর কাজুকে দেখলাম।

    যাগ্গে।টাটা।
  • sayan | ১১ নভেম্বর ২০১১ ২২:৪৯ | 115.184.8.196
  • শান্তিপুর নিয়ে কোথায় যেন একটা উল্লেখ দেখলাম।
    ডাকঘরের মোড়, তর্কবাগীশ লেন, সর্বানন্দীপাড়া নামগুলো নট জাস্ট মেদুর স্মৃতি।
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ২২:৪৮ | 12.149.39.84
  • পামিতা
    কেন কেন? আমার ছিলেন তো অবশ্য জ্যাঠাবাবু ডাকতুম ঃ-)
    হে হে মামাভাই এখানে সিনিয়র বলে ওনার যে সিনিয়র থাকতে পারে ভুলেই যাই---
  • kiki | ১১ নভেম্বর ২০১১ ২২:৪৬ | 59.93.201.8
  • দিদিয়া,
    হ্যাঁ। সে আমার প্রেমে আকুল। ছেড়ে যেতে চায় না।ঃ(
  • Paramita | ১১ নভেম্বর ২০১১ ২২:৪৫ | 198.95.226.40
  • নীনাদি, জেঠু নন, কাকা।
    (তবে ইশে, ঘটিদের কোনো জেঠু থাকেন না..)
  • Netai | ১১ নভেম্বর ২০১১ ২২:৪৫ | 122.161.27.24
  • টিনটিনের থ্রীডি এফেক্ট ফাটাফাটি। সিনেমাটায় বলার মত কিছু খুঁত নাই। তাও আমি কিন্তু ছোটবেলার চার্মটা পাইনি।

    আমি কি বুড়ো হয়ে গেছি?
  • sayan | ১১ নভেম্বর ২০১১ ২২:৪৫ | 115.184.8.196
  • গাড়ির দরজা আনলক করার পর, বাত্তুমের দরজায় হাত দেবার পর, গণফোং ব্যবহার করার পর, কীবোর্ড থেকে খাবার্দাবার ঝেড়ে টাইপানোর পর মায় মিটিনরুমে চেয়ার টেনে বসার পর, তারপর ফুচুৎ করে স্যানিটাইজার ঢেলে হাত না ধুলে লুরুতে কানজাংটিভাইটিস, ফুলু ইত্যাদি অবশ্যম্ভাবী।
  • m | ১১ নভেম্বর ২০১১ ২২:৪৪ | 117.194.33.242
  • স্যানিটাইজার আমার ব্যাগেও থাকে।কিন্তু ঐ প্ল্যাস্টিকের চম্মা কে তৈরি করেছে কে জানে! প্রচন্ড শক্ত ডাঁটি আর গড়নটাও অদ্ভুত।ছবির সঙ্গে নাকে এবং কানে ব্যথা ফ্রিঃ(
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ২২:৪৪ | 12.149.39.84
  • কিকিয়া আমার একাধারে ধানি লঙ্কা আবার মিত্তি পাটালী ---আবার মাথার ব্যাথায় কষ্ট পাচ্চিস নাকি রে?
  • Paramita | ১১ নভেম্বর ২০১১ ২২:৪৩ | 198.95.226.40
  • চশমাধারীদের জন্য নিশ্চয়ই থ্রিডি মলাট পাওয়া যাবে।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ২২:৪২ | 128.231.22.133
  • ম্যাক্সিদি, ঐ টইতেই তো কেসিদার গানের লিংক আছে !
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ২২:৪২ | 12.149.39.84
  • এমেম,
    ন্যাড়ার জ্যেঠুর গান যদি শুনতে---সে এক বিরল অভিজ্ঞতা!

    ন্যাড়া
    থ্যাঙ্কু--নামটা লিখে নিলুম।
  • kiki | ১১ নভেম্বর ২০১১ ২২:৩৯ | 59.93.201.8
  • অবতার? হায় সে ভাগ্যো কি হলো? বালা আমার অবতারের জায়গায় একটা জিজ্ঞাসা চিহ্ন ঝুলিয়ে দিয়েছে।ঃ(
  • m | ১১ নভেম্বর ২০১১ ২২:৩৯ | 117.194.33.242
  • আমি আবার থ্রিডি দেখতে পারবো না।টিনটিন চশমার উপর ঐ চশমা পরতে অস্বীকার করেছেঃ((
  • kiki | ১১ নভেম্বর ২০১১ ২২:৩৮ | 59.93.201.8
  • আর মাঝে মাঝে চোখ ও ঝাপসা হয়ে যাচ্ছে।

    আমার বোদায় বড়বেলা না এসে এক্কেরে বুড়োবেলা এসে গ্যালো।

    যাই হরি দিন তো গ্যালো গাই গিয়ে।(ঘ্যান ঘ্যান)
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২২:৩৭ | 122.167.68.167
  • পামিতা, আমার ওসিডির কল্যাণে ব্যাগে হ্যান্ড স্যানিটাইজারের বোতল থাকেই আর টিস্যু। চশমা মুছে শুদ্ধ করে তবেই ছেলেকে পরতে দিই আর নিজেও পড়ি। ঃ-)
    আমি কাল সন্ধ্যেবেলায় খেয়াল করে দেখলাম, আধ ঘন্টায় কম করে দশ পনেরোবার হাত ধুয়েছি।
  • Bratin | ১১ নভেম্বর ২০১১ ২২:৩৭ | 14.99.39.165
  • কিকি বিনয়ের অবতার। অথচ বর অন্য দেশে থাকে নিজে সব সামলায়।
  • kiki | ১১ নভেম্বর ২০১১ ২২:৩৫ | 59.93.201.8
  • আর আমাকে দ্যাখো, সব ব্যাপারেই সবার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকি। এমঙ্কি এখন নাকি সেই তাকানো পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। সেদিন ছেলে তাই বললো।

    বাই দ্য ওয়ে সবসময় অম্বলে ডুবে থাকলে আর ঘারের কাছে ঘেঁটির জয়েন্ট আর মুন্ডুর দুটো সিং এর কাছে সব সময় একটা টিস টাইপের বিষ ব্যাথা থাগলে ওষুধ ভেন্ন আর কোনো সারায় উপায় নাই? হাঁ? আর মাথায় আঙুল দিয়ে যেকোনো জায়গা চাপলেও সেখেনেও একটা বিষ ব্যাথা, অনেকটা দাঁত ব্যাথা টাইপের ব্যাথা সত্বেও চেপে থাকলে আরাম হয়।ঃ(
  • Paramita | ১১ নভেম্বর ২০১১ ২২:৩৪ | 198.95.226.40
  • থ্রিডি চশমা পরে দেখতে হবে, তাই না? একজন বলেছে ঐ গণ চশমা পরলেই নাকি জয়বাংলা অবশ্যম্ভাবী, সেই ভয়ে টিনটিন দেখতে যেতে পারছি না।
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২২:৩৪ | 122.167.68.167
  • হুঁ, আমার অবিশ্যি একা একা দেশ জয় করে বেড়ানো হয় না, তবে একা একা প্রচুর ঘুরে বেড়াতাম এককালে। মুড হলে হঠাৎ করে লোকাল ট্রেনে চেপে বসতাম, আর কোনো জায়গা দেখে ভালো লেগে গেলে টুপ করে নেমে পড়তাম। তারপার পায়ে হেঁটে ঘুরেটুরে যখন পা ব্যথা ব্যথা করত, তখন আবার রিক্‌শা চেপে স্টেশন পৌঁছে ফিরতি ট্রেনে চেপে বাড়ি ফিরে বলতাম, "" স্যার আজ পড়ানোর পরে হঠাৎ করে দুই ঘন্টার সারপ্রাইজ টেস্ট নিলেন'' শুনে আমার সরলমতি মা পরম বিশ্বাসে বলতেন "" মানুষটার আশ্চয্যি পড়ানোর আঠা বাপু, সারাদিন ছেলেমেয়েগুলোর খাওয়া নেই , স্নান নেই, সে খেয়াল থাকে না!!''
  • sayan | ১১ নভেম্বর ২০১১ ২২:৩৩ | 115.184.8.196
  • পিপি, সরি রে! এক্ষুণি ফিরলাম। উত্তর দিয়েছি।
  • pipi | ১১ নভেম্বর ২০১১ ২২:২৭ | 129.74.191.152
  • আর ইয়ে, আমি একলা একলাই দেশ জয় করে বেড়াই। ও ব্যাপারে কারোর মুখাপেক্ষী নইঃ-)
  • pipi | ১১ নভেম্বর ২০১১ ২২:২৬ | 129.74.191.152
  • আরে ব্যাংদি, একলা একলা সিনিমা তো আম্মো দেখি। মানে বার্লিন থাকতে তাই তো করতাম। কিন্তু এখানে এসে ইস্তক ছকটা গোলমাল হয়ে গেছে। সিনিমা হল অনেক দূর। জায়গাটাও ঠিক সুবিধার নয়। তারপর বরফের উপর গাড়ি চালাতে আমার একটু ভয় ভয় করে (গতকালকেই এখানে একটা বিশাল অ্যাকসিডেন্ট হয়েছে ঐ বরফের জন্য)। তাই দল খুঁজছিলাম আর কি। কিন্তু ঠিক করেছি কুছ পরোয়া নহি, ট্যাক্সি করে গিয়ে দেখে আসবঃ-)
  • Tim | ১১ নভেম্বর ২০১১ ২২:২৪ | 198.82.23.208
  • হুঁ ঘুত্তে যাওয়া নিয়েও আমার এরকম একটা রিজোলিউশন আছে। ঃ-)
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২২:২৩ | 122.167.68.167
  • পিপি, আমি কলেজে পড়ার সময় থেকেই একা একা সিনেমা দেখি। তখন লাস্ট অফ দি মহিকানস এসেছিল লাইট হাউসে। কলেজে সব্বাইকে কত্তো সাধাসাধি করলুম, ""দেখতে চল, দেখতে চল'' করে আর তারাও আজ যাচ্ছি, কাল যাছি করে করে আমাকে কাটাতে লাগল। মাঝখান থেকে সিনেমাটাই চলে গেল, আমার আর দেখা হল না। তারপর থেকেই আমি খচে গিয়ে প্রতিজ্ঞা করলাম, দেখতে হলে একা দেখব, আর কাউকে সাধাসাধি কররার সীন নেই।
  • aka | ১১ নভেম্বর ২০১১ ২২:১৯ | 168.26.215.13
  • টিনটিন দেখছো? ইটিএল জানো? ওডিআই? যত্তসব।
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২২:১৮ | 122.167.68.167
  • তবে টিনটিনটা দেখতে গিয়ে আনন্দমেলায় টিনটিন পড়তে যেরকম ভালো লাগত, সেইরকমই ভালো লাগল। ছেলেরও খুব ভালো লেগেছে।
  • Bratin | ১১ নভেম্বর ২০১১ ২২:১৮ | 14.99.39.165
  • ব্যাঙ শরীর ঠিকঠাক ? মন? ভুলভাল চাপ নিস না। যাদের সাথে ভালো লাগে তাদের সাথে কথা বলবি। বাকি দের বাংলা কাটিয়ে দিবি।
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২২:১৪ | 122.167.68.167
  • না রে রকস্টার এখনো দেখি নি। তবে দেখে ফেলব শিগ্গিরি।
  • pipi | ১১ নভেম্বর ২০১১ ২২:০৯ | 129.74.191.152
  • ভেউঃ-( টিনটিন এদেশে আসবে আরো এক মাস পরে। আম্রিকি জনতা কেউ টিনটিনের নামই শোনে নি। টিনটিনের আকর্ষণ কি বোঝাতে গিয়ে আমার হাড়মাস ভাজাভাজা হয়ে গেল। এত কষ্ট করছি শুধু দল বেঁধে সিনিমা দেখতে যাবার জন্য। কিন্তুক এইবারে খেপে গেছি!। ঠিক করেছি একলা চলো রে বেস্ট পলিসি। খামখা বকবক করে এটিপি খচ্চা করতে লারব।

    ব্যাংদি, রকস্টার দেখলে?

    বোতীন, থ্যাঙ্কুঃ-)
  • Du | ১১ নভেম্বর ২০১১ ২২:০৪ | 117.194.198.227
  • জনগণ, টাটা ফোটন কি ট্রেনে কাজ করে ?
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২২:০৪ | 122.167.68.167
  • আমি টিনটিন দেখে এলাম পিপি। ব্যাপ্পোক লেগেছে।
  • Bratin | ১১ নভেম্বর ২০১১ ২২:০১ | 14.99.39.165
  • @ 9:47

    আকা হবে একার জায়গায়। ব্যাস জমে ক্ষীর। ঃ-))
  • Bratin | ১১ নভেম্বর ২০১১ ২২:০০ | 14.99.39.165
  • পিপি , sayantan.de@gmail.com
  • pipi | ১১ নভেম্বর ২০১১ ২১:৫৫ | 129.74.191.152
  • কেউ রকস্টার দেখলে? তাহলে একটু আপডেট দাও।
    আর সায়ং কবির মেল আইডি কারোর কাছে থাকলে একটু দাও প্লীজ।
  • Bratin | ১১ নভেম্বর ২০১১ ২১:৫২ | 14.99.39.165
  • মিনি দি, রাগি নি তো। চন্দননগরের বন্ধুর বাড়ি এসেছি। কিন্তু সে কংকল করছে ঃ-((
  • aka | ১১ নভেম্বর ২০১১ ২১:৪৭ | 168.26.215.13
  • আজ যে আমার মিটিংদিন, তা জানো?
    ঘরে বসে মাল টানছো একা,
    টিনটিন যে আইল হলে, খবর রাখো?

    দেখবে কবে শুনি?
    জ্বলছে উইম্বা হরেক রঙে
    লাল-নীল-বেগুনি

    হাতে থাক কোকের বোতোল
    তুমি টানো একাই বসে মাল
    আমি শুনি ভার্চুয়াল এ কোঁদল
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ২১:৪২ | 59.93.254.151
  • এইত্তো ন্যাড়া শিগগির করে কেসির গানের লিং দাও। নইলে আবার গানের ফার্স্ট প্রাইজটাও তোমাকেই দিতে বাধ্য হই।
  • Kaju | ১১ নভেম্বর ২০১১ ২১:৩৫ | 59.93.241.176
  • অহো, চোকে জল এসে গেলো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত