এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ১২ নভেম্বর ২০১১ ০০:৫৩ | 117.194.33.242
  • ঐ যে, লিখতে না লিকতেই আকা দাবী জানিয়ে দিয়েছে।
    তবে রিমি পরের জন্মে কেসির বৌ হয়ে জন্মাতে চায় কিনা সেটাও জানা দরকার!
  • byaang | ১২ নভেম্বর ২০১১ ০০:৫২ | 122.167.68.167
  • সত্যিই কেসির সরলতার সীমাপরিসীমা নাই।
  • lcm | ১২ নভেম্বর ২০১১ ০০:৫২ | 69.236.160.8
  • ক্রায়ন পেন্সিল দিয়ে যদি দেওয়ালে লেখে টেখে তাহলে বকাঝকা করতে বারণ করেছেন প্রভু। সোশ্যাল নেটওয়ার্কিং এর হাতেখড়ি - ছোটো থেকে নিজের ওয়াল-এ পোস্ট।
  • m | ১২ নভেম্বর ২০১১ ০০:৫১ | 117.194.33.242
  • এইত্তো মিতাদি, নতুন বছরে তুমি আর আমি মিলে নেবোখনঃ))) লুঙ্গি পরেও নেওয়া যেতে পারে।
  • aka | ১২ নভেম্বর ২০১১ ০০:৫১ | 168.26.215.13
  • পরের জন্মে আমি কেসি হয়ে জন্মাতে চাই।
  • m | ১২ নভেম্বর ২০১১ ০০:৫০ | 117.194.33.242
  • কেসি কাল থেকে কপালে আর পায়ের নীচে কালো টিপ লাগাতে ভুলবেন না যেন!
  • mita | ১২ নভেম্বর ২০১১ ০০:৪৯ | 64.191.211.55
  • লুঙ্গি আর নস্যি, দুটৈ ম্যাগো!
  • pi | ১২ নভেম্বর ২০১১ ০০:৪৮ | 128.231.22.133
  • নাক ডাকা নিয়ে একবার এক মস্ত ভাট হয়েছিল না ? নানাবিধ সল্যুশান দিয়েছিল লোকে। কেউ কোনোটা প্রয়োগ করে সুফল পেয়েছে কিনা জানা হয়নি।
  • kc | ১২ নভেম্বর ২০১১ ০০:৪৭ | 178.61.96.29
  • মামী, ঐ জল থাবরানো, বা দাঁতখিঁচুনি সবই হল ইমিডিয়েট এফেক্ট। আর লুচি-মাংস হল ডিজায়ার্ড রেজাল্ট। দাবা খেলা।
  • m | ১২ নভেম্বর ২০১১ ০০:৪৭ | 117.194.33.242
  • আমার ছোটবেলা থেকে খুব নস্যি নেবার শখ- সঙ্গীর অভাবে সাহস করে উঠতে পারি নিঃ(
  • byaang | ১২ নভেম্বর ২০১১ ০০:৪৫ | 122.167.68.167
  • সুচিত্রা ভট্টার কোন একটা গল্পে পড়েছিলাম, রাত্তিরে বরের নাক ডাকায় রোজ ঘুম ভেঙে যেত বলে বৌটা এক কৌটো নস্যি এনে রেখেছিল। যেই না আবার বরের নাক ডেকেছে, অমনি বৌটা বরের নাকে নস্যি ঠুসে দিয়েছে।
  • m | ১২ নভেম্বর ২০১১ ০০:৪৩ | 117.194.33.242
  • কেসি ,এইসব ভালো ভালো বউ কি স্বপ্নে থাকে? হায়,ভালো বউ হওয়া হলো নাঃ(
    আমার সঙ্গে ঐরকম করলে উঠে মাথায় জল থাবড়ে দেবো।
  • byaang | ১২ নভেম্বর ২০১১ ০০:৪১ | 122.167.68.167
  • কেসিটা সত্যিই কেশী। চোখ মেলে মোটেই কোন বৌ কী হয়েছে শুধোবে না। বরং দাঁতমুখ খিঁচিয়ে ""রাতদুপুরে আলো জ্বালিয়ে ঘুম ভাঙিয়ে মজা দেখা হচ্ছে বুঝি'' বলে ঘাড়ধাক্কা দিয়ে ঘরের বাইরে বার করে দেবে।
  • m | ১২ নভেম্বর ২০১১ ০০:৪১ | 117.194.33.242
  • ব্ল্যাকেট টা তুমি ই দিও, আমার ছেলে ব্ল্যাংকেট গায় দেয় না-কুইল্ট লাগে, বিশেষ দোকানের বিশেষ ডিজাইন।পিংক বাদে যে কোনো রং,তবে নীল বা সবুজ হলেই ভালোঃ)
  • pi | ১২ নভেম্বর ২০১১ ০০:৩৯ | 128.231.22.133
  • পামিতাদি, ঃ))
  • mita | ১২ নভেম্বর ২০১১ ০০:৩৮ | 64.191.211.55
  • পারমিতা, disclaimer পড়ে খুব মজা লাগলো। ঃ)
  • byaang | ১২ নভেম্বর ২০১১ ০০:৩৮ | 122.167.68.167
  • পামিতার এক্‌নং পয়েন দেখে আমি একটু আগ্রহী হয়ে উঠেছিলুম, ভারি ভালো শাশুড়ি হব ভেবে, মানে শাশুড়িবৌমায় রাজযোটক হত তাহলে। তবে তিন নং আর পাঁচ নং দেখে আর সাহস পাচ্ছি না।
  • m | ১২ নভেম্বর ২০১১ ০০:৩৭ | 117.194.33.242
  • বাঃ এত রাজযোটক! ২নং টা গল্প করতে হবে আর ৪ নং টা ম্যানেজ করে নেবোখন- বাকি সবে এরকম মিল খুব কম ই দেখা যায়ঃ)
  • kc | ১২ নভেম্বর ২০১১ ০০:৩৭ | 178.61.96.29
  • অ, বউয়েরা বিলিয়ে দিতে চাইছে বুঝি? তা এই টোটকাটা ট্রাই মাডি।

    কোনও এক গভীর রাতে, বেড ল্যাম্পটা জ্বালিয়ে, বোকাবোকা হাসিহাসি মুখে (ফিঁচলেমি হাসি যেন একটুও না থাকে) বউএর দিকে তাকিয়ে থাকুন। তেনার ঘুম না ভাঙ্গলে একটু জোরে শ্বাস নিন। তিনি চোখ মেলবেন। মেলেই জিজ্ঞেস করবেন, 'কী হয়েছে?'
    আপনি কিছু বলবেন না। শুধু বলবেন ''তোমাকে দেখছিলাম, প্রায় একইরকম আছ।''
    এর পরের একমাস লুচি-মাংস না চাইতেই পাবেন। বিনা পরিশ্রমেই।

    এটি টোটকা। না লাগতেও পারে। তবে লাগে।
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ০০:৩৬ | 198.95.226.40
  • ৭। বছরে দুটি করে সিকিওরিটি ব্ল্যাংকেট লাগবে(ফোরেন ওনলি), একটি দোকানেই ঐ টেক্সচার পাওয়া যায়। ও হ্যাঁ, পিংক চাই।
  • m | ১২ নভেম্বর ২০১১ ০০:৩৩ | 117.194.33.242
  • অধীর আগ্রহে অপেক্ষা করছি।
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ০০:৩৩ | 198.95.226.40
  • তালে ছোটজনের দু চাট্টে ডিসক্লেমার দিয়েই দি।

    ১। রোজ মাংস, স্পেশালি ড্রামস্টিকের কার্টিলেজ-ওলা মাংস রান্না করে দিতে হবে।
    ২। রাত্তিরে ঘুমোবার সময় টিকলিং সুড়সুড়ি দিতে হবে আধ ঘন্টা ধরে।
    ৩। ঠিক সময়ে দাঁত না মাজালে, চান না করালে, জিনিসপত্র গুছিয়ে না রাখলে ও গুছিয়ে না দিলে শাশুড়িকে কথা শুনতে হতে পারে।
    ৪। শাশুড়ির ছেলেকে দু চাট্টি মেরে এসে ভালো মানুষের মত পুতুল খেলতে খেলতে অম্লানবদনে বলে দিতে পারে "দাদাটা আমায় মেরেছে।"
    ৫। চুল ও নখ যদি শাশুড়ির অবহেলায় বড় হয়ে যায়, জানবেন ও ভুলের কোনো ক্ষমা নেই। যতক্ষণ না টেক কেয়ার করবেন, ফাটা রেকর্ড চলতেই থাকবে।
    ৬। প্রতিদিন এক বাক্স করে ক্রেয়ন কিনে দেবেন। কাগজ লাগবে না, ও ক্রেয়ন আঁকার কি ভাঙার জন্য নয়। ওপরের কাগজগুলো খুঁটে খুঁটে তোলার জন্য।
  • byaang | ১২ নভেম্বর ২০১১ ০০:২৮ | 122.167.68.167
  • কিন্তু মিঠু ভাবো দিকি নি, বরদের কি করুণ অবস্থা। বিলোতে চাইলেও বিজ্ঞাপন দিতে হবে, তা নইলে কেউ নেবে না। এদিকে বিনা বিজ্ঞাপনেই পুরনো বাসন, জামা মোজা সব বিলোনো যায়। কিন্তু বররা এমনিই নেকম্মা যে বিজ্ঞাপন দিয়ে বিলোনোর ব্যাপারটা পোক্ত করতে হবে। ঃ-)
  • siki | ১২ নভেম্বর ২০১১ ০০:২৭ | 141.0.9.34
  • :-)))

    Ashaay baaNche chasha ...
  • m | ১২ নভেম্বর ২০১১ ০০:২৪ | 117.194.33.242
  • মেয়েরা বর বিলোবে, কিন্তু বিজ্ঞাপনের বয়ান টা বর রাই ঠিক করে দেবেন।কি আনন্দ!
  • byaang | ১২ নভেম্বর ২০১১ ০০:২৩ | 122.167.68.167
  • সিকিকে কেন দেবে?! হিহিহি, সিকির সাতনরী পরা চেহারাটা ভাবলেই ভুসভুসিয়ে হাসি পাচ্ছে।
    অনেকদিন আগে সিকির কন্যের জন্যে সাতনরী প্রমিস করেছিলে ভাটপাতা সাক্ষী আছে।
  • siki | ১২ নভেম্বর ২০১১ ০০:২৩ | 141.0.9.34
  • hyan, amake saatnori diye ki laabh? Jaake debaar ... :-)
  • nyara | ১২ নভেম্বর ২০১১ ০০:২২ | 122.172.2.76
  • এখানের মহিলারা বিলোতে হলে প্রথমেই নিজেদের বর-দের বিলোবার বিজ্ঞাপন দেবেন - ভালো বর আছে, অল্প ব্যবহৃত কিন্তু টেঁকসই। জলে ভেজে না, রোদে পোড়ে না। (দীর্ঘদিন পরীক্ষার দ্বারা স্ট্রেস টেস্ট করা আছে।) গৃহকর্মনিপুণ। সাত চড়েও রা কাড়িবে না।
  • m | ১২ নভেম্বর ২০১১ ০০:২১ | 117.194.33.242
  • কে এই পাষন্ড! সিকিকে কে সাতনরী দেব?
  • lcm | ১২ নভেম্বর ২০১১ ০০:২০ | 166.205.10.55
  • aaj chhuti... veterans day...
  • m | ১২ নভেম্বর ২০১১ ০০:২০ | 117.194.33.242
  • দেশে কেবল হরি ই মিলবে, হায়!ঃ(
    কপালে উলটোহাতের চাপড়।
  • byaang | ১২ নভেম্বর ২০১১ ০০:২০ | 122.167.68.167
  • দ্যাখো দিকি নি! এদিকে সেই কবে সিকিকে সাতনরী প্রমিস করে রেখেছে!
  • Abhyu | ১২ নভেম্বর ২০১১ ০০:১৮ | 97.81.74.73
  • তো মামী কি কিছু জিনিসপত্র বিলিয়ে দিচ্ছে? ফ্রীতে?
  • m | ১২ নভেম্বর ২০১১ ০০:১৮ | 117.194.33.242
  • ছিঃ আকা, একি রেসিস্ট কমেন্ট!
  • siki | ১২ নভেম্বর ২০১১ ০০:১৭ | 141.0.9.34
  • aami jegei aachhi, nehaat mobile theke dekhchhi bole bhatate parchhi na.
  • m | ১২ নভেম্বর ২০১১ ০০:১৬ | 117.194.33.242
  • বড়র সঙ্গে মনকষাকষি হতে পারে- ছোট র সঙ্গেই মনে হয় বেশি খাতির।
  • pi | ১২ নভেম্বর ২০১১ ০০:১৬ | 128.231.22.133
  • *সেটা তো জানি
  • aka | ১২ নভেম্বর ২০১১ ০০:১৬ | 168.26.215.13
  • হ্যারি বললে চিন্তার ছিল।
  • pi | ১২ নভেম্বর ২০১১ ০০:১৫ | 128.231.22.133
  • টিনটিন টিনটিনের রিভ্যু লিখবে কিনা কাল জানতে পারবো, আপাতত রিভু টিনটিনের রিভ্যু লিখবে কিনা তো জানি ঃ)

    পামিতাদি, তুমিও মেইল দেখো একটু।
  • m | ১২ নভেম্বর ২০১১ ০০:১৫ | 117.194.33.242
  • যাতা ভালো! বহু ভালো জিনিস আজকাল আর ঠিক ততটা ভালো লাগে না-
    পা বাড়িয়েই আছিঃ((
    হরি এসে হাতটা ধরলেই হয়।
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ০০:১৪ | 198.95.226.40
  • না রিভু রিভুর রিভু লিখবে? (অফ বু ব ফেম)
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ০০:১৩ | 198.95.226.40
  • রিভু টিনটিনের রিভু লিখবে না টিনটিন টিনটিনের রিভু লিখবে?
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ০০:১২ | 198.95.226.40
  • ইশে, ছোটটির কথা হচ্ছে না বড়টির? ছোটটির কথা হলে কিছু ডিসক্লেমার দেবার থাকবে।
  • m | ১২ নভেম্বর ২০১১ ০০:১১ | 117.194.33.242
  • নাঃ অভ্যু। খাই নি।
  • titli | ১২ নভেম্বর ২০১১ ০০:১১ | 14.96.182.189
  • বাহ। বেশ guess
  • Abhyu | ১২ নভেম্বর ২০১১ ০০:১১ | 97.81.74.73
  • আরে যা তা ভালো দোকান এটা।
  • pi | ১২ নভেম্বর ২০১১ ০০:১০ | 128.231.22.133
  • আমি লিখতে বল্লাম তো ঃ)
  • Abhyu | ১২ নভেম্বর ২০১১ ০০:০৯ | 97.81.74.73
  • yes, The Mansions of the Gods-e achhe
  • byaang | ১২ নভেম্বর ২০১১ ০০:০৯ | 122.167.68.167
  • ঋভু কখন বলল সে টিনটিনের রিভ্যু লিখবে!!
  • m | ১২ নভেম্বর ২০১১ ০০:০৮ | 117.194.33.242
  • প্যাঁচ!ঈশ্বর চিন্তা! এককাজ করুন না কেন, ঘরজামাই রাখুন। সব দিকেই তাইলে আপনার উইন উইন সিচুয়েশান হবেখন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত