এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ১১ নভেম্বর ২০১১ ২৩:৪২ | 117.194.33.242
  • আর আমরা দিদিরা যথাক্রমে,দিদিমনি, ফুলদি, আর আমি মিষ্টিমনি।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ২৩:৪১ | 128.231.22.133
  • রাঙা, ফুল এসব আমাদের ঘটিবাড়িতে বিলক্ষণ আছে ! বহু বহু কাল ধরে।
  • m | ১১ নভেম্বর ২০১১ ২৩:৪১ | 117.194.33.242
  • আমার ছোট কাকুই তো চিনি। চিনি কাকু-কাকি,চিনিমামা -মামি
  • pi | ১১ নভেম্বর ২০১১ ২৩:৪১ | 128.231.22.133
  • আমার যে ডাকনামগুলো তাও পাতে দেবার যোগ্য তার একটা ছিল চিনি। অল্প ক'জন ই ডাকতো অবশ্য। হ্যাঁ, সবাই পাস্ট টেন্সি হয়ে গেছে। এর মধ্যে ছোট মেসো আবার ডাকতো দু চামচ চিনি বলে। আর নিজের পছন্দের ফরমায়েসি গান শোনালে চার চামচ , ছ চামচ এই সব করতো। আর আমিও বেশি বেশি চামচের লোভে গান শুনিয়ে যেতুম। তবে কখনো বেজোড় সংখ্যায় হত না।
  • nk | ১১ নভেম্বর ২০১১ ২৩:৪১ | 151.141.84.194
  • পারমিতা, আরো আছে এই অর্ডারে, তখন তো অনেক ভাইবোন হতো কিনা!
    আমি শুনেছি ঠাকুরভাই, ধনভাই, সোনাভাই, চিনিভাই। এনাদের এই কটিতেই কুলিয়ে গেছিলো, বাকীরা বোন। ঃ-)
  • Abhyu | ১১ নভেম্বর ২০১১ ২৩:৪১ | 97.81.74.73
  • ন, ফুল, রাঙা - এগুলো কি শুধু বাঙালবাড়ির? মানে বাঁকুড়ায় কট্টর ঘটি আমার মাসিদেরও তো ন'মাসি, ফুল'মাসি, রাঙা'মাসি বলে ডাকি।
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩৯ | 122.167.68.167
  • হ্যাঁ নিশি, লীলা মজুমদারের বইতে এই ডাকগুলোর কথা পড়েছি। লীলা মজুমদারের বাবা নাকি তাঁর বড়দা সারদারঞ্জনকে ঠাকুর্দা বলে ডাকতেন।
  • lcm | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩৯ | 69.236.160.8
  • বাপি খুব ডেঞ্জারাস নাম।
    ক্যারাম খেলতে খেলতে, সুজনদার কমেন্ট - এই ঘুটি তোদের কম্মো নয়, তোদের বাপ-ইই পারবে না, আর তোরা তো কোন ছাড়।

    বাপ তুলে কথা বলা নিয়ে সে এক হুলুস্থুল কান্ড।
  • m | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩৯ | 117.194.33.242
  • পারমিতাঃ)))))
    সৈকত হেব্বাল ছাড়া আর কোথাও থাকবে না বলেছে।

    ও ব্যাং ,পারোদি যে ভয় দেখাচ্ছেঃ(
  • nyara | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩৮ | 122.172.2.76
  • টুলে, পুঁটে, ম্যান্তা, গাগু, ইটি, বাচা, অকা - আমার ড্যাডের পিশতুতো দাদাদের সিরিজ।
  • nk | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩৮ | 151.141.84.194
  • এলসিএম, এটা মনে হয় ময়মনসিংহের দিকের কালচার। তবে ঢাকাইয়া বাড়িতেও শুনেছি।
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩৭ | 122.167.68.167
  • আকা বাপির সেট বলায় মনে পড়লো। আমার কাকীমার দুই দিদি। বড়দির বড় ছেলের ডাকনাম দুলু আর ছোট ছেলের ডাকনাম বাপি। এবার ছোড়দির একটিই মেয়ে, তিনি আবার বড়দির ছোট ছেলে বাপির সমবয়সী, তার নাম ফুলবাপি।
    আমাদের স্কুলে পড়ত একজন, তার ভালোনাম ছিল মিষ্টিমিতা।
  • Paramita | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩৭ | 198.95.226.40
  • নিশি, ঠিক ঠিক। চিনি ভুললাম কি করে। আমারই তো চিনিকাকু আছে। হাও অ্যাবাউট লাল? ওটাও কি ভ্যালিড সিরিজের মধ্যে?

    তালে পুরোটা কি দাঁড়ালো?
  • pi | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩৭ | 128.231.22.133
  • ছোটকাকুর নাম বাপি। এমনিতে বাপি ডাক আমার তেমন ভলোলাগেনা, কিন্তু আমার খুব ইচ্ছে খুড়তুতো বোনটাকে বাপি বলে ডাকতে শেখাবো।
    কিন্তু সেই ট্রেনিং আর দেওয়া হল না ঃ(
  • lcm | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩৬ | 69.236.160.8
  • চিনিদিদি - কোনোদিন শুনিনি তো!
  • aka | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩৬ | 168.26.215.13
  • বৌঠানটা সেকালের দুষ্টুমিষ্টি সম্পর্ক।
  • nk | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩৬ | 151.141.84.194
  • বাঙালদের বাড়ীতে আরেকরকম নাম্বারিং স্কিম ছিলো, বিভিন্ন দাদাদের ভাই বলা-ঠাকুরভাই(বড়দা), সোনাভাই(মেজদা), চিনিভাই(সেজদা)। বোনেদের ক্ষেত্রে দিদিমণি, সোনাদিদি, চিনিদিদি, ফুলদিদি। অর্ডার একই।
    ঃ-)
  • m | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩৫ | 117.194.33.242
  • এহে, মনে পড়লো, আমাদের এক কমবয়সী বন্ধু আমাকে বৌঠান বলে ডাকে। সৈকত তাই শুনে হেসে খুন হয়:X
  • lcm | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩৫ | 69.236.160.8
  • দিদিভাই, দাদাভাই, বড়দাভাই....
  • aka | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩৫ | 168.26.215.13
  • আমাদের পাড়ায় একটা বাপির সেট এবং একটি বাবুর সেট আছে। তাদের বড় বাপি, মেজ বাপি, ছোট বাপি বলে ডাকা হয়। আর বাবুর ক্ষেত্রে একটু সিম্পলার বড়বাবু আর ছোটবাবু।
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩৪ | 122.167.68.167
  • হিহিহি, অভ্যুর গল্পর মতন আরেকটা গল্প আমিও শুনেছি। এটাও গাঁজা না সত্যি। সল্লেক স্টেডিয়ামে হোপ এইট্টিসিক্সের সময় ঘটেছিল।
    এক ভদ্রলোক বউকে নিয়ে হোপ এইট্টিসিক্স দেখতে গেছেন। এমন সময়ে ঝেঁপে বৃষ্টি, ছত্রখান অবস্থা। ভদ্রলোক বৌকে হারিয়ে ফেলে নার্ভাস হয়ে খুঁজে বেড়াচ্ছেন। একজন মহিলাকে ডেকে বলেছেন "ঠিক আপনারই মতন একইরকমশাড়ি পড়া আরেক্‌জন মহিলাকে যদি দেখতে পান, এইখানেই দাঁড়িয়ে থাকতে বলবেন। '' ভদ্রমহিলা কেঁদে উঠে বললেন "ওগো বৃষ্টিতে মুখের পেন্ট ধুয়ে গেছে বলে কি তুমি আমার শাড়িটা চিনতে পারলেও আমাকে চিনতে অস্বীকার করবে?''
  • lcm | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩৩ | 69.236.160.8
  • ফুলকাকু, নমামা, রাঙাপিসি --- এসব নিয়ে কোনো কথা নয় তো!
  • aka | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩৩ | 168.26.215.13
  • ফুলকাকুরা যমজ হলে খুব মুশকিল

    বড়ফুলকাকু, ছোটফুলকাকু শুনতে কেমন লাগে।
  • Abhyu | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩৩ | 97.81.74.73
  • fullকাকু না foolকাকু?
  • Abhyu | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩২ | 97.81.74.73
  • lcm তোমার সঙ্গে কথা আছে, উইকেণ্ডে ফোন করব।
  • m | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩২ | 117.194.33.242
  • পাই,হাত এখন একইরকম।
  • lcm | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩২ | 69.236.160.8
  • 'ফুলকাকু' শুনে অবশ্য আশ্চর্য হই নি - ততদিনে বুঝে গেছি ওটা একটা নাম্বারিং স্কিম।
  • Paramita | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩২ | 198.95.226.40
  • মিঠু, সৈকতকে একবার জিগেস করে নিও, মাইসোর থেকে রোজ লুরু আপিশে যাতায়াত কত্তে পারবে কিনা। হেলিপ্যাড এখনো আসেনি।
  • nk | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩২ | 151.141.84.194
  • আমাদের পাড়ায় এক জবরদস্ত মহিলা ছিলেন, খুবই লোকে তাঁর উপরে নির্ভর করতো। তাঁকে সবাই ন'দি বলে ডাকতো। ঃ-)
  • aka | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩১ | 168.26.215.13
  • ডিডিদা শুনছেন এমন মিটিং একটা সিঙাড়াও দেয় না। উফফ। এমন টেকনলজি যে একটা কথাও বোঝা যায় না কিন্তু তবু বসে আছি।
  • Paramita | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩১ | 198.95.226.40
  • আমার জা-কে দেওর ননদরা রাবীন্দ্রিক স্টাইলে বৌঠান বলে ডাকে।
  • lcm | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩১ | 69.236.160.8
  • প্রেফিক্স হিসেবে "ন' প্রথমবার শুনে আমি ঘাবড়ে গেছিলাম। বলেছিল - কাল খেলতে পারব না, নমামা দের বাড়ি যেতে হবে। নয় জন মামার বাড়ি কিভাবে কখন যাবে তাই নিয়ে ভাবনায় ছিলাম...
  • m | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩০ | 117.194.33.242
  • আজ্জোঃ)
  • m | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩০ | 117.194.33.242
  • নাইস রোড! হাউ নাইস!ঃ)ঃ)
    কিন্তু ব্রতীন কোথা গেলো?
  • pi | ১১ নভেম্বর ২০১১ ২৩:৩০ | 128.231.22.133
  • মিঠুদির আঙুল একটু বেটার হলো ?
  • pi | ১১ নভেম্বর ২০১১ ২৩:২৯ | 128.231.22.133
  • অভ্যু-আকাদার শো টা কবে ? ভিডিওকাস্টের ব্যবস্থা থাকছে তো ?
    কিন্তু গদা ? সেকি অভ্যু অনলাইন আনাবে ?
    ফোমশোর্ড ও ভেবে দেখতে পারো।
  • nk | ১১ নভেম্বর ২০১১ ২৩:২৯ | 151.141.84.194
  • আমাদের পাশে এক কাপল থাকতো, সেই মহিলা তেনার বিয়ের গপ্পো কইছিলেন, বর এসেছে বর এসেছে, সবাই দৌড়ে গিয়ে দেখছে, বাড়ির অর্থোডক্স আত্মীয়া প্রৌঢ়ারা তো একেবারে শকড, "এ বর তো চেনা! এ তো আসতো!"
    ওনারা বিয়ের আগে অনেক ঘোরাঘুরি করে তারপরে বিয়ে করেন। ঃ-)
  • Abhyu | ১১ নভেম্বর ২০১১ ২৩:২৯ | 97.81.74.73
  • আমিও ভালো আছি (আজ্জোর কথায় কান দিও না, আমাকে খোকনবাবুর দোকানের কাচ্চি বিরিয়ানি খাওয়াবে বলেছে)
  • m | ১১ নভেম্বর ২০১১ ২৩:২৮ | 117.194.33.242
  • ব্যাং, আমি সকল দেবর, ননদদের শুরুতেই বলে দিয়েছিলাম, দিদি ডাকতে, চাইকি নাম ধরে ডাকতে, কিন্তু বৌদি কদ্যপি নাঃ)
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২৩:২৭ | 122.167.68.167
  • এক তো ব্যাঙ হেব্বালের মতন ফালতু জায়গায় যায় না। আর ব্যাঙের বাড়ি থেকে নাইস রোড মোট্টে পাঁচ মিনিট। আর নাইস রোড দিয়ে গেলে শ্রীরঙ্গপত্তনম, মহীশূর ,ভীমেশ্বরী ফিশিং ক্যাম্প, মেকেডাট্টু সবই দুই আড়াইঘন্টার রাস্তা।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ২৩:২৭ | 128.231.22.133
  • কিন্তু আরো সমস্যা যেটা হয়, সেটা তো কেউ বল্লো না।
    আমি বিয়ের পরও বহুদিন একজনকে অমুক দা বলে গেছি ঃ((
    তাই নিয়ে শ্বশুরবাড়িতে কী আওয়াজ। বিয়ের দিনও বার কয় মুখ দিয়ে বেরিয়ে গেসলো।
  • Abhyu | ১১ নভেম্বর ২০১১ ২৩:২৭ | 97.81.74.73
  • উল্টো গল্পও শুনেছি। এক ভদ্রমহিলা, পাড়ার মোড়ে, স্কুল ড্রেসে তাঁর মেয়েকে দেখে ভাবছেন - মুখটা ভারি চেনা চেনা, আমাদের স্কুলেরই মেয়ে (স্কুল ড্রেস দেখেই তো বোঝা যাচ্ছে) - কিন্তু কি যেন নাম?

    পুনঃ - গাঁজা না, সত্যি। এনার স্বামী আগে এপাড়ায় নিয়মিত লিখতেন।
  • aka | ১১ নভেম্বর ২০১১ ২৩:২৭ | 168.26.215.13
  • অভ্যু ভালো থাকলেও বেশিদিন থাকবে না। কাল আমাকে কেলাবে বলেছে।
  • m | ১১ নভেম্বর ২০১১ ২৩:২৬ | 117.194.33.242
  • ভালো আছি অভ্যু, তুমি কেমন?
  • aka | ১১ নভেম্বর ২০১১ ২৩:২৬ | 168.26.215.13
  • এটা সিম্পল বিয়ের আগে থেকে শ্বশুড়বাড়ি যেতে হয়।
  • nk | ১১ নভেম্বর ২০১১ ২৩:২৬ | 151.141.84.194
  • বাবা কাকা জ্যেঠা এমনকি ঠাকুরদা সবাই ইস্কুলে পড়াতেন এমন বাড়ীর ছেলেদের যে কী চাপ! সবাইকেই অমুকদা তমুকদা ডাকতে হতো! ঃ-)
  • pi | ১১ নভেম্বর ২০১১ ২৩:২৫ | 128.231.22.133
  • একি, রাঙা, ন এসবের মাঝে সোনা , ফুল এসবও আছে তো।

    মামা মাসিদের এই ফুল স্পেক্ট্রাম আমার বাবার মামার বাড়িতে পাওয়া যাবে।

    তার মধ্যে আবার ফুল মামারা যমজ ভাই। সেই কেসটাতে একটু গড়বড় হয়েছিল।
  • byaang | ১১ নভেম্বর ২০১১ ২৩:২৪ | 122.167.68.167
  • আমার আবার উল্টো চাপ। আমার বিয়ের পর আমার থেকে কয়েক মাসের ছোট মামাতো ননদ, আমাকে কিছুতেই বৌদি ডাকবে না বলে বৌমণি ডাকতে শুরু করল। ব্যাস, লাইন দিয়ে কুচোকাচা ননদ-দেওরগুলো-ও বৌমণি বলতে শুরু করল। যত বলি ওরে আমাকে অমুকদি তমুকদি বলে ডাক, এই বৌমণি ডাকটিকে কাটা, কে কার কথা শোনে। আমার ঐ বৌমণি ডাকটি শুনলেই এমন অস্বস্তি হয়!
  • pi | ১১ নভেম্বর ২০১১ ২৩:২৩ | 128.231.22.133
  • মা দিদিমণি হলে ইস্কুলে মা কে দিদি ডাকাটাও কিন্তু বেশ চাপ। মানে , আমার মনে হত। কিন্তু যে সমস্ত বন্ধুদের ডাকতে হত, তারা বেশ কুলকালই ছিল। কেবল আমাদের , মানে বন্ধুদের কাছে রেফার করার সময় দুটো মিশিয়ে ফেলতো। কখনো মা, কখনো অমুক দি।
  • Abhyu | ১১ নভেম্বর ২০১১ ২৩:২৩ | 97.81.74.73
  • মিঠুদি কেমন আছো?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত