আকা, এইটা একদম ঠিক বলেছ। এদেশেও নিরাপত্তার অভাব আছে কিন্তু পুলিশ বলে একটা ব্যাপার আছে যার উপর নির্ভর করা যায় দেশে যেটা আকাশকুসুম।
ব্রতীন, চন্দননগরের ডেমোগ্রাফি বদলে গেছে। আর তারপর থেকে শুরু হয়েছে উৎপাত। রাস্তায় চলতে গেলে সিটি, উল্টোপাল্টা কমেন্টস এসব চন্দননগরে আগে কখনো শুনি না এখন এগুলো কমন ব্যাপার। ভর সন্ধ্যায় বাজারের মধ্যে বাইকে করে এসে দুপাট্টায় টান মারা কিংবা কোমর জড়িয়ে হেঁচকে তুলতে চাওয়া এগুলোও আর গুল্প নয়। অথবা ভীড়ের মধ্যে হাত চালানো। রাত দশটার পরে অটো চলে না। রিকশা ভরোসা। তা কপালে থাকলে হতেই পারে সে রিকশাওলা মাল খেয়ে টাল আর তারপর ভিন্ন গলিতে রিকশা নিয়ে যাবার প্রচেষ্টা। এগুলো শুনতে হয়তো তেমন কিছু নয় কিন্তু জায়গাটা চন্দননগর বলেই চোখ কপালে তুলতে বাধ্য হই। বড্ড কষ্ট হয়, কি সুন্দর ছিল আমার শহরটা আর কেমন নর্দমা হয়ে গেছে এখন।
sayan | ১৫ নভেম্বর ২০১১ ২২:১২ | 115.242.179.243
পিপি, বিশ্বাস কর, আমি আপিস ছাড়ার আগে ওটাই লিখতে গেছিলাম, হাতে একটা শট গান চাই।
অতো দরকার নেই, একটা টেজার রাখলেই চলবে।
সত্যি বলতে, কলকাতার নৈশকালীন পরিবহণ ব্যবস্থা নিয়ে কিছুটা আইডিয়া আছে, উল্টোদিকে লুরুর প্রশস্তি না করেই বলছি, এখানে অন্তত পাবলিক ট্রান্সপোর্ট ঢের সেফ। আপিস টাইমের ভীড় বাসে কোলকাতায় যা ত্যাঁদড়ামি হয়, এখানে বহু বছর পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেই বলছি, ঐ ধরণের ঘটনা খুবই কম। এখন প্রতিটা রুটে ভলভো রাত এগারোটা পর্যন্ত চলে। নাইট সার্ভিস বাসগুলোয় আজ পর্যন্ত তেমন কিছু শুনিনি। তবে অটোরিক্সা সম্পূর্ণ অনির্ভরযোগ্য। রাত ন'টার পর ওতে সওয়ার না হওয়াই ভালো। নিজে টু-হুইলার চালিয়ে এই সেদিনও রাত দেড়টায় ফিরলাম, কিছু মার্কড এরিয়া ছাড়া কোনও টেনশন নাই। পুলিশ রুটিন চেকিং'এর জন্য থামায়, মাল টেনে গাড়ি চালাচ্ছি কিনা দেখে-টেখে, তারপর আরসি বুক-লাইসেন্স-ইনস্যুরেন্স দেখে ছেড়েও দেয়। চার চাকা হলে গ্লাস নামিয়ে ভালোই পুছতাছ করে, তবে সেসব করা দেখে খুশিই হই, যাক অন্তত নাকে তেল দিয়ে ঘুমোয় না। কলকাতায় রাস্তাঘাটে রাত্রিবেলা ছাড়াও দিনদুপুরে যা সব কান্ড ঘটে সেগুলোর মোকাবিলা করতে ঠ্যাঙানি চাই, আগাপাশতলা বেধড়ক ক্যাল।
pi | ১৫ নভেম্বর ২০১১ ২২:১২ | 72.83.76.29
হতেই পারে।
নিরাপত্তার দিক দিয়ে বম্বে আর বাল্টিমোরে আমার আকাশ পাতাল তফাত লেগেছে। এই দুই জায়গাতে রিসার্চ করা, রাত অব্দি ল্যাবে থাকা , ফেরা এই সব অভিজ্ঞতা দিয়ে বল্লাম।
Tim | ১৫ নভেম্বর ২০১১ ২২:১২ | 198.82.18.120
আম্রিকার বড়ো শহরে ক্রাইম খুব বেশি। কিন্তু তবু সেখানে লোকে বন্দুক না চালিয়েও মূলতঃ পুলুসের ভরসায় বেঁচে থাকতে পারে। কাজকর্ম করে থেকে যেতে পারে। দেশে যেকোনো রকমের ক্রাইএমেই এইচেমভি চলে যাওয়া খুব সোজা। তার প্রধান কারণ ঐ আজ্জোদা যা বল্লো, বড়োসড়ো ক্রাইমের সাথে পেটি ক্রাইমও হবে এবং পুলুস আসবেনা। সুতরাং দুটোর তুলনা হয়না।
বহুকাল আগে আমরা যখন রাত বেরাতে ফিরতাম তখন দলের মেয়েদের ঘরে ঘরে ছেড়ে বাড়ি ফেরাই দস্তুর ছিল। নতুন কিছু না।
pi | ১৫ নভেম্বর ২০১১ ২২:০৯ | 72.83.76.29
পেঁদানি দিয়ে সব ঠিক হয়ে যাবে, এটা ভাবাটা আমার মতে মস্ত ভুল।
ঐ গণপিটুনি টাইপের ব্যাপারগুলো আরো আগে বন্ধ হওয়া উচিত।
aka | ১৫ নভেম্বর ২০১১ ২২:০৯ | 168.26.215.13
আজ একটি কনজেকচার ফ্রেম করব।
ফর এভ্রি প্রবলেম ইন দেশ দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান ইনস্ট্যান্ট অফ সিমিলার প্রবলেম ইন আম্রিগা। ঃ))
এর থেকে কনক্লুশন কি? তা পাই জানে। ঃ)
Paramita | ১৫ নভেম্বর ২০১১ ২২:০৯ | 198.95.226.40
"ইন জেনারাল"।
Paramita | ১৫ নভেম্বর ২০১১ ২২:০৮ | 198.95.226.40
পাই-এর দেখা ভারতবর্ষ/আম্রিকা আর আমার দেখা ভারতবর্ষ/আম্রিকায় অনেক তফাৎ (নিরাপত্তার পয়েন্ট অফ ভিউ থেকে) - এইটুকুই বলতে পারি।
pi | ১৫ নভেম্বর ২০১১ ২২:০৮ | 72.83.76.29
বল্লাম তো, লুরুর কেস আলাদা হতেই পারে।
দিল্লি নিয়ে যা শুনেছি তা এখানকার যেকোন জায়গা থেকে খারাপ। সেটা নিয়েই তো পোস্ট শুরু করেছিলাম। আমার বান্ধবীরা বল্লো সন্ধে ছটার মধ্যে ঘরে ঢুকে পড়ে !
Bratin | ১৫ নভেম্বর ২০১১ ২২:০৫ | 117.194.103.29
চন্দননগরে আবার কি হলো?
aka | ১৫ নভেম্বর ২০১১ ২২:০৪ | 168.26.215.13
পাই অধুনা ঘটে যাওয়া কল সেন্টারের মহিলার মৃত্যু এবং তদজনিত সমস্যা সম্বন্ধে অবহিত নয়। পামিতাদির কোম্পানি যাহা করিয়াছে তাহা কোম্পানির সুনাম বজায় রাখার জন্য। কোনরকম দূর্ঘটনা ঘটিলে কোম্পানির অ্যাইসি কি ত্যাইসি হত। তবে এমনিতে আম্রিগায় একাও বেশ রিস্কি, তবে ভারতে কিছু কিছু শহরে আরও বেশি রিস্কি। পার্থক্য এক, ভারতে পেটি ক্রাইমের মুখোমুখি হতে হবে সেই প্রোবাবিলিটি বেশি, দুই,ভারতে পুলুশ ডাকলে আসবে না সেই প্রোবাবিলিটিও অনেক বেশি।
pipi | ১৫ নভেম্বর ২০১১ ২২:০৪ | 129.74.191.152
সান্দা, তোর সাথে কিছুটা হলেও একমত। কড়া শাস্তি যদি ইমপ্লিমেন্টেড হয়, রোগ হয়তো কিছুটা হলেও কমবে।
না ব্রতীন, কুংফু ক্যারাটে দিয়ে ব্রুস লি'র মত একপাল জানোয়ার ঠ্যাংআচ্ছি এটা ভেবে যতই রোমাঞ্চ জাগুক আদতে ওটা সম্ভব কিনা আমার ডাউট আছে। "বন্দুকের নলই ক্ষমতার প্রকৃত উৎস'ঃ-))
কোলকাতায় রাতের দিকে পাবলিক ট্রানে্স্পার্ট পাবার অসুবিধার কথাও বলেছি। তবু তুলনা করলে, দেশের পাবলিক ট্রানে্স্পার্টকে বেশি নম্বরই দেবো, ইক্যুভ্যালেন্ট বলবো না ঃ)। এবং সেটা, 'ইন জেনেরাল' ঃ)
sayan | ১৫ নভেম্বর ২০১১ ২২:০৩ | 115.242.179.243
পাই, ওটা একটা ড্রাফ্ট ছিলো যেটা ইমপ্লিমেন্টেড হয়েছে কিনা খবর নাই। মোস্ট প্রোব্যাবলি হয়নি। তাই এই রোয়াব চলছে।
Tim | ১৫ নভেম্বর ২০১১ ২২:০০ | 198.82.18.120
পাই কি স্বাস্থ্য ব্যবস্থার মত দেশ-বিদেশের নিরাপত্তা ব্যবস্থাও ইকুইভ্যালেন্ট বলছে? ;-)
pi | ১৫ নভেম্বর ২০১১ ২২:০০ | 72.83.76.29
হ্যাঁ, পিপি, এখানে বড় শহরেও বহু ক্যাম্পাসেই একদম এক দশা। ইউনির মেইলবাক্সো পুরো এই সব ঘটনায় ভত্তি থাকে। সবচে বিপজ্জনক জায়গা, পার্কিং লট।
pipi | ১৫ নভেম্বর ২০১১ ২২:০০ | 129.74.191.152
আর দেশের কথা কি বলব। নিজের জায়গা চন্দননগরেই যা হাল দেখে এলাম এবার, ফিরতে দেরী হলে বাড়ির লোকের অশান্তিকে আর দোষ দিতে পারি না।
Bratin | ১৫ নভেম্বর ২০১১ ২১:৫৯ | 117.194.103.29
পিপি, তুমি ক্যারাটে শিখে নিতে পারো। কিংবা কুম্ফু
sayan | ১৫ নভেম্বর ২০১১ ২১:৫৯ | 115.184.95.145
বোতিন্দা, ব্যাপারটা গোরু রচনার দিকে নিয়ে যাচ্ছ। পিপি যেটা লিখলো - একলা বাসে বাড়ি ফেরা, মামী যেটা লিখলো - সহজলভ্য ইত্যাদি ... এই দুটোর মধ্যে পার্থক্য শিক্ষার অভাবে? আমি মনে করি প্যাঁদানির অভাব। কাব্যিক কিছু করে এই রোগ সারানো যাবে না।
pi | ১৫ নভেম্বর ২০১১ ২১:৫৮ | 72.83.76.29
অনেক রাত বিরেত অব্দি চরে বেড়ানোর অভিজ্ঞতা আমার মূলতঃ বম্বেতেই। ইনি্স্টটিউটের বাস বা জিপের কথা বাদ দিলেও পাবলিক ট্রানে্স্পার্টেই একা একা অনেকবার গেছি এসেছি। আমি একা নই, আরো অনেকেই।
ট্রেনে লেডিস কামরায় গার্ড থাকতেন।
আর শুক্কুর শনিবার রাতে তো বহু জনতার ফেভারিট টাইম পাস ছিল কোলাবার গোকুল ( কোলকাতার অলিপাবের ইক্যুভ্যালেন্ট) থেকে গিলে হেঁটে ফেরা , কিম্বা এমনি ই হেঁটে হেঁটে ভিটি থেকে ক্যাম্পাসে ফেরা।
pipi | ১৫ নভেম্বর ২০১১ ২১:৫৮ | 129.74.191.152
সান্দা, দেশে গেলে আমি সত্যি একটা বন্দুক সাথে রাখতে চাইঃ-)
এদেশে এসে মাঝেমাঝে দেশের মত হেল্পলেস লাগে। এ জায়গাটা ভাল না, ডাউনটাউনে মাঝেমধ্যে গোলাগুলি চলে খবর পাই, ক্রাইম মানচিত্রে এই পুঁচকে টাউন অনেক বড় শহরকেও লজজা দিতে পারেঃ-) প্রায়ই ক্যাম্পাস সিকিউরিটির কাছ থেকে মেল পাই ক্যাম্পাসের মধ্যে সেক্সুয়াল অ্যাসাল্ট রিপোর্টেড বলে। আর গাড়ির কাচ ভাঙ্গা বা ব্রেক ইন রবারিও বেশ কমন। রাতে ল্যাবে আসা বন্ধ করে দিয়েছি তাই। এলেও, হয় বন্ধুদের কাউকে ফোন করি বা ক্যাম্পাস সিকিউরিটি। অথচ হেঁটে আমার বাড়ি ৭ মিনিট ল্যাব থেকে। সামনের সেমিস্টার থেকে শ্যুটিং কোর্সে ভত্তি হব মনস্থ করেছিঃ-)
pi | ১৫ নভেম্বর ২০১১ ২১:৫৪ | 72.83.76.29
পামিতাদি, লুরু জানিনা। বম্বেতে আমাদের যখন রাত বিরেতে ফ্লাইট ধরতে হত, কী কেউ এলে আমাদের রিসিভ করতে যেতেও হত ( কোন না কোন স্টুডেন্টের যাওয়াটা নর্ম ছিল), আমরা ইনি্স্টটিউটের জিপে যেতাম। সাথে আর কাউকে কোনোদিন দেওয়া হয়নি।
Bratin | ১৫ নভেম্বর ২০১১ ২১:৫২ | 117.194.103.29
পিপি। একদম ঠিক। মেয়ে দের স্বাধীনতা পুরুষ শাসিত সমাজে চিরকাল ই কম। কারন আমদের প্রকৃত শিক্ষার অভাব
sayan | ১৫ নভেম্বর ২০১১ ২১:৫১ | 115.184.95.145
একটা ট্রাক টাইপের গাড়ি, সামনে ফ্লেম থ্রোয়ার, প এছুনে মিসাইল লঞ্চার, দরজার নীচে গ্রাউন্ড-টর্পেডোর প ওর্টওয়ালা ব্যাপার চাই। প উলিশেও আর হুজ্জতি করবে না।
Paramita | ১৫ নভেম্বর ২০১১ ২১:৫১ | 198.95.226.40
আম্রিকায় গাড়ি থাকলে ও নিজে চালাতে জানলে রাত দুটোয় ফেরা == দেশে গাড়ি থাকলে ও নিজে চালাতে জানলে দুটোয় ফেরা - এইটা ওভার সিমপ্লিফিকেশান ঃ)
pi | ১৫ নভেম্বর ২০১১ ২১:৫০ | 72.83.76.29
সান্দা, ডানকানা ঃ(
pi | ১৫ নভেম্বর ২০১১ ২১:৪৯ | 72.83.76.29
পিপি, নিজের গাড়ি থাকলে তো দেশেও পুরোটাই গাড়িতে যাওয়া যেত। শুধু স্টেশন কেন ?
নিরাপত্তর ব্যাপারে অভাব, এদেশেও ভীষণ রকম আছে, এটাই বলার।
রাস্তার মাঝে গাড়ি থামিয়ে ঐসব বলা, এরকম ঘটনা রাতে তো ঘটেইছে, দিন দুপুরেও হয়েছে। একই লোক ( ভদ্র কথাটা ইচ্ছে করেইবাদ দিলাম) ছিল দুবার। রীতিমতন ঝাং চকচকে গাড়ি। কেতাদুরস্ত পোশাক। ও হ্যাঁ, আফ্রিকান আমেরিকান বা হিস্প্যানিক নন। সাইকো ?
Paramita | ১৫ নভেম্বর ২০১১ ২১:৪৯ | 198.95.226.40
পাই, আপিশের কাজে কদিন আগে রাত এগারোটায় এয়ারপোর্টে যেতে ও ভোর তিনটেয় এয়ারপোর্ট থেকে ফিরতে হোলো। আপিশের গাড়িতেই, আপিশ ট্র্যাভেলডেস্কের ড্রাইভার। তাও আপিশ থেকে ইউনিফর্ম পরা একজন সিকিওরিটির লোক সঙ্গে নেওয়া ম্যান্ডেটরি ছিল। যদ্দুর জানি আর্মড। কেন?
sayan | ১৫ নভেম্বর ২০১১ ২১:৪৮ | 115.184.95.145
পাই কি আজকাল প কমন নিয়ে নিচ্ছ নাকি? ;-)
m | ১৫ নভেম্বর ২০১১ ২১:৪৩ | 117.194.39.81
ঠিক, এইটা ভুলে গিয়েছিলাম- রাত বাড়লে লোকেদের মনে হতে থাকে মেয়ে নয় , সহজলভ্য মাংসপিন্ড চলেছে।
pi | ১৫ নভেম্বর ২০১১ ২১:৪২ | 72.83.76.29
পামিতাদি, সেটাই। নিজে না বাড়ির কেউ ড্রাইভ না করলে সমস্যা দু জায়গাতেই। আমি নিজে যেহেতু ড্রাইভ করিনা, তাই এদেশেও এই সমস্যাটায় খুব পড়ি।
pi | ১৫ নভেম্বর ২০১১ ২১:৪১ | 72.83.76.29
'ইন গেনেরাল' কথাটার মানে বিশদ করার প্রয়োজন বোধ করিনি ঃ)
m | ১৫ নভেম্বর ২০১১ ২১:৩৯ | 117.194.39.81
মীরাক্কেল শুরু হয়ে গেছে।বাচ্চারা গোল কোরো না।
pipi | ১৫ নভেম্বর ২০১১ ২১:৩৮ | 129.74.191.152
দেখ পাই, আমার বা কোন বন্ধুর গাড়ি থাকলে বড়জোর হাওড়া স্টেশন অবধি যাওয়া যেত। তারপর ট্রেন অটো করে বাকী রাস্তাটা তো আমাকেই যেতে হবে একলা। মোটামুটি রাত ন'টার পর থেকে ট্রেন ফাঁকা হতে শুরু করে অ্যাটলিস্ট লেডিস কামরা দুটো। লাস্ট ট্রেনে একা আমাকেও বাড়ি ফিরতে হয়েছে কয়েকবার, টাচ উড কিছু হয় নি কিন্তু মনের পিছনে আতঙ্ক একটা কাজ করেই। প্লাস ছুটকোছাটকা কিছু বাজে অভিজ্ঞতা হওয়ায় একটু সামলেই চলতে হয়। আর এটা তো অস্বীকার করা যায় না রাতের দিকে পথেঘাটে রাস্তায় একা মেয়ের প্রতি লোকজনের দৃষ্টিভঙ্গী একটু বদলেই যায়। রাত্তির এগারটায় একা ট্যাক্সিতে ওঠাও আমি প্রেফার করব না। কিছুদিন আগেই এখানে লিখেছিলাম যে পার্সোন্যাল সেফটি আমার কাছে প্রায়োরোটি, সেখানে অকারণ গেঁতো সাহস আমি দেখাতে যাব না নিরূপায় না হলে। আর এদেশে নিজের/বন্ধুবান্ধবদের গাড়ি থাকার কারণে দিব্যি রাত্তির আড়াইতে তিনটে তে ফেরা যায় ঠিক। তবে পাবলিক ট্রান্সপোর্ট নৈব নৈব চ যেটা আবার ইউরোপে জলভাত। ইনফ্যাক্ট বার্লিন বাসের দিনগুলোতে আমি যে পরিমাণ নির্ভীক স্বাধীনতা উপভোগ করেছি হয়তো সারা জীবণে তা আর কখনো কোথাও পাব না। বহু সময়েই তো রাত্তির আড়াইটে তিনটেয় বাসে ট্রেনে একা একাই বাড়ি ফিরেছি, মাঝরাত্তিরে একা রাস্তায় হেঁটেওছি কতবার সিম্পলি হাঁটতে ভাল লেগেছে বলে। একটি দিনের জন্যও কোন ভয়, আতঙ্ক তাড়া করে নি, একটি বারের জন্যও কোন দুর্ঘটনার সামনা হতে হয় নি। এটা তো শুধু পাবলিক/প্রাইভেট ট্রান্সপোর্টের ব্যাপর নয়, এটা একটা গোটা জাতির মানসিকতার ব্যাপর যে তারা মেয়েদের কি চোখে দেখে এবং শুনতে কটু লাগলেও বলতে বাধ্য হচ্ছি ঐ দেশে থাকাকালীন শুধু মেয়ে হিসেবে যে সম্মান পেয়েছি নিজের দেশে নিজের জনের মধ্যে পাই নি, বোল্ড অ্যাণ্ড আণ্ডারলাইন।
ব্রতীন, তুমি যদি মেয়ে হতে হয়তো অন্য সুরে গাইতে। আমাদের দেশে ছেলে বলে অনেক স্বাধীনতা তুমি এনজয় করো, মেয়ে হলে কতটা কি করতে পারতে বলতে পারি না। মনে হয় না তুমি এটা অস্বীকার করতে পার।
pi | ১৫ নভেম্বর ২০১১ ২১:৩৮ | 72.83.76.29
হপি্কন্সে কাজ করার সময়, রাতে ল্যাব থেকে বাড়ি ( যেটা হেঁটে ১০ মিন) ফেরার জন্য আমাকে স্পেশাল শাটল কল করে চল্লিশ মিনিট বসে থাকতে হত।
এখানে পার্কিং লট অব্দি যেটুকু হেঁটে যেতে হয়, সেটুকুর জন্যও প্রাণ হাতে করে যাওয়া। এই ইউনুভার্সিটি অব মেরিল্যান্ডে প, অর্কিং লটের যতগুলো ঘটনা এসে থেকে শুনেছি ইলে চমকে গেছে।
pipi | ১৫ নভেম্বর ২০১১ ২১:৩৮ | 129.74.191.152
আর ইয়ে, আমি মনে হয় কাশিতেই দেহ রাখছি।
m | ১৫ নভেম্বর ২০১১ ২১:৩৭ | 117.194.39.81
আজ্জো, ব্লকে ব্রতীন ছাড়া আর মাত্র একজন! বল্লে হবে!
aka | ১৫ নভেম্বর ২০১১ ২১:৩৫ | 168.26.215.13
ম অংকে তেরো, ও তো ব্রতীনকে ছাড়া। ব্রতীনকে নিয়ে ২৬ জন। আমাদের বোতীন ২৬ জনের একজন ভাবতে পারো?
Bratin | ১৫ নভেম্বর ২০১১ ২১:৩৪ | 117.194.103.29
খুব কম লোক।আমার সিটের ৬৪ টার ব্লকে আমি ছাড়া আরেক জন ছিল।বললে হবে?
m | ১৫ নভেম্বর ২০১১ ২১:৩২ | 117.194.39.81
আজ খেলা দেখা কেমন হলো ব্রতীন? সাকুল্যে নাকি ২৫ টা লোক হয়েছিলো?
Bratin | ১৫ নভেম্বর ২০১১ ২১:৩০ | 117.194.103.29
হমমমঃ-))
আচ্ছা ধর্ম নিয়ে আমার পোস্ট টাতে তোমাদের কি বক্তব্য? ( 7:43 PM )
m | ১৫ নভেম্বর ২০১১ ২১:২৭ | 117.194.39.81
বইমেলা থেকে ফেরার সময় পাবলিক ট্রান্সপোর্টের অপ্রতুলতা নিয়েই কথা শুরু হয়েছিলো মনে হচ্ছেঃ)
Paramita | ১৫ নভেম্বর ২০১১ ২১:২৫ | 198.95.226.40
আড্ডার জন্য রাত দুটো তিনটে অবধি ড্রাইভারকে আটকাতে ইচ্ছে করেনা। কাজেই তাড়াতাড়ি ফেরাই একমাত্র অপশান এখন।
pi | ১৫ নভেম্বর ২০১১ ২১:২৩ | 72.83.76.29
ইন জেনেরাল পাবলিক ট্রানে্স্পার্টের ব্যাপারে, দেশ অনেক অনেক বেটার। তাও আমি এদেশে এমন জায়গায় থাকি, যেখানে পাবলিক ট্রানে্স্পার্ট অন্য অনেক জায়গার থেকে ভালো।
aka | ১৫ নভেম্বর ২০১১ ২১:২৩ | 168.26.215.13
কলকাতায় গাড়ি দাঁড় করানো খুব সহজ, আম্রিগায় শক্ত।
m | ১৫ নভেম্বর ২০১১ ২১:২০ | 117.194.39.81
কোলকাতায় গাড়ি ভাড়া করার সুবন্দোবস্ত আছে, সারথি সহ- অনেকেই সেটা করে। আমেরিকায় গাড়ি ভাড়া করা আরো সহজ, তবে নিজের রথ নিজেকেই চালাতে হয়ঃ)
aka | ১৫ নভেম্বর ২০১১ ২১:১৮ | 168.26.215.13
পাসপোর্ট দেখে গোলমাল করছে কিনা জানি না। এবারে লুরু এয়ারপোর্টে আমার ইউএস ভিসার ওপরে স্টাম্প দিয়ে দিয়েছে। তখন খেয়াল করি নি। ইউএস ঢোকার সময়ে চাটল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন