এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Jhiki | ১৮ নভেম্বর ২০১১ ১২:২৭ | 182.253.0.99
  • গরম বাদ দিয়ে বালির সবকিছু ভালো। জাকার্তায় গরমটা তুলনামুলক ভাবে কম। সবচেয়ে ভালো হ্যান্ডিক্রাফট আর হাতে তৈরী ফার্নিচার, তাই তো বললাম এখান থেকে ফেরত যাওয়ার আগে বালি যাবো, নতুন জায়গায় কন্টেনার ভর্তি ফর্নিচার নিয়ে যাবো।
  • I | ১৮ নভেম্বর ২০১১ ১২:২৪ | 14.99.224.188
  • আ মোলো যা, এ আবার লিভরের দুঃখে কানতে লেগেছে! বলি, লিভর কোদ্দিয়ে এল! পাকস্থলী বলেও একটা বস্তু আছে তো, নাকি !
  • ppn | ১৮ নভেম্বর ২০১১ ১২:২২ | 204.138.240.254
  • আমি ইট, প্রে, লাভ-এ বালি দেখে পুরো ব্যোমকে গেছি।
  • Jhiki | ১৮ নভেম্বর ২০১১ ১২:১৯ | 182.253.0.99
  • বালি ২০০৭ এর এপ্রিলে সাড়ে তিনমাসের ছেলে, তার ন্যানি সবসুদ্ধ গেছিলাম, আর একবার যাবো এখান থেকে চলে যাওয়ার আগে, এবার পুরো ৭ দিনের জন্য যাবো!

    আঙ্কোরভাট এবছর জুনে গেছিলাম।
  • siki | ১৮ নভেম্বর ২০১১ ১২:১৬ | 123.242.248.130
  • আমি খুব বর্ণবিদ্বেষী। কালো চা, কালো কফি কিচ্ছু খাই না। আপিসেও খাই না। বাড়িতে প্রায়দিনই সন্ধ্যেবেলা এক কাপ চা খাই, তাই বলে আমায় টিটোটালার বলা যাবে না।

    প্রায় সাত্বিক হয়ে গেছি।
  • Jhiki | ১৮ নভেম্বর ২০১১ ১২:১৫ | 182.253.0.99
  • গত সপ্তাহে বাঘবাবুকে বললাম যে আরও বাড়বে, সে কনভিন্সড হল না, আমিও জোর করি নি... নইলে ঘ্যান ঘ্যাম শুনে কান পচে যেত, এখন ব্যাটন আমার হাতে ঃ)
  • siki | ১৮ নভেম্বর ২০১১ ১২:১৫ | 123.242.248.130
  • এইটা দেখুন। সবসময়ে অ্যাকিউরেট দেখায়।

    http://www.xe.com/
  • Bratin | ১৮ নভেম্বর ২০১১ ১২:১৪ | 122.248.183.1
  • আচ্ছা ঝিকি, তুমি বালি,আঙ্কোরভাট, এই সব ঘুরে নিয়েছো নিশ্চয়ই?
  • dd | ১৮ নভেম্বর ২০১১ ১২:১২ | 124.247.203.12
  • কালো কফি খেয়ে লিভারের ক্ষতি করার কথা শুনে অব্দি আমার ডাক ছেড়ে কানতে ইচ্ছে করছে।

    সেই লিভারের চোদ্দোটা বাজালি তো বাজালি ই, কিন্তু পেট কি ভরলো? হা কপাল, কি মিসিউস অব লিভার।
  • I | ১৮ নভেম্বর ২০১১ ১২:১২ | 14.99.224.188
  • অ টিম্বাবু, কবে আবার মেল কল্লেন ? মেল চেকাই না তো ! দেখছি দাঁড়ান।
  • Tim | ১৮ নভেম্বর ২০১১ ১২:১০ | 173.163.204.9
  • সেই কবে ইন্দোদাকে একটা মেল করলাম। উত্তর দিলোনা। ফোঁস। ঃ-(
  • y | ১৮ নভেম্বর ২০১১ ১২:১০ | 61.12.12.84
  • হতচ্ছাড়া স্মিথবার্নি একটাকা কম দেখাচ্ছে।
  • Bratin | ১৮ নভেম্বর ২০১১ ১২:০৭ | 122.248.183.1
  • এই জন্যেই বলে সুখ সাময়িক ঃ-))
  • Jhiki | ১৮ নভেম্বর ২০১১ ১২:০২ | 182.253.0.99
  • ১ ডলার =৫১.৩৭৫ INR!
    গত সপ্তাহে @ ৫০.০৫ এ পাঠিয়ে খুব আনন্দে ছিলাম ঃ(
  • ppn | ১৮ নভেম্বর ২০১১ ১২:০০ | 204.138.240.254
  • বোতিন, এখনই চাই? না সন্ধেবেলা পাঠালে হবে?
  • ppn | ১৮ নভেম্বর ২০১১ ১১:৫৮ | 204.138.240.254
  • ইন্দোদা, সেই কলেজ জেবন থেকে পাঁজরের নিচে চেপে ধরলে চিনচিন ব্যথা। সে তো আমার সকল সুখদুঃখের শীতগ্রীষ্মের সাথী।
  • Bratin | ১৮ নভেম্বর ২০১১ ১১:৫৪ | 122.248.183.1
  • অপ্পন SMS টা দেখেছো?

    ঐ সব কথা বলে ডায়েট প্রেমী মেয়ে দের মনে কষ্ট দিও না।
  • I | ১৮ নভেম্বর ২০১১ ১১:৫৩ | 14.99.224.188
  • নাঃ, সেই পুরনো দিনের কেষ্টা-তেই ফিরে যেতে হবে মনে হচ্ছে। এত গোলাচ্ছি।
    প্পনের কথা শুনছি, আর শিউরে শিউরে উঠছি। ওরে প্পন, কড়া কালো কফি আর খাসনি। ঐ খেই আজ আমার এই অবোস্তা।
  • ppn | ১৮ নভেম্বর ২০১১ ১১:৫১ | 204.138.240.254
  • আজ সকালেই হোল হুইট ব্রেডের টোস খেলাম। সাথে অমলেট ছিল বলে পিত্তরক্ষা হল। আর তার সাথে কড়া কালো কফি আর একটি সিগারেট।

    কেকে আঁতকে উঠবে! ঃ)
  • Bratin | ১৮ নভেম্বর ২০১১ ১১:৪৭ | 122.248.183.1
  • অ্যাই এসে গেছে। খাওয়া দাওয়া বাঙালীর ফেভ টপিক ঃ-))
  • ppn | ১৮ নভেম্বর ২০১১ ১১:৪৬ | 204.138.240.254
  • আজ এখানে ম্যাঙ্গালোরিয়ান ফুড ফেস্টিভাল।
  • siki | ১৮ নভেম্বর ২০১১ ১১:৪৪ | 123.242.242.16
  • এক্টোমর্ফিক এন্ডোমর্ফিক নিয়ে আম্মো জ্ঞানার্জন করেছিলাম, কিন্তু এখন ভুলে গেছি। মোদ্দা কথা এত অ্যানিম্যাল প্রোটিন আর ফ্যাট খাওয়া সত্বেও কেন মোটা হচ্ছি না, এই নিয়ে আমার একটা প্রবল প্রতিবাদ ছিল। এখন চারপাশের সবাইকে মুটিয়ে যেতে দেখে বেশ আত্মপ্রসাদ লাভ করছি। তাই পড়া ভুলে গেছি।

    আজ মোগলাই পরোটা খাবো না চিকেন রোল, সেটাই ভাবছি। টস করি?
  • lcm | ১৮ নভেম্বর ২০১১ ১১:৩৯ | 69.236.161.19
  • ভেটকি তো এমনিতেই গন্ধরাজ।
  • dukhe | ১৮ নভেম্বর ২০১১ ১১:৩৭ | 117.194.243.21
  • কাল এট্টু গন্ধরাজ ভেটকি খেলাম । আর চিংড়ির মালাইকারি । পাইয়ের যেন কোনটা বেশি পছন্দ ?
  • Jhiki | ১৮ নভেম্বর ২০১১ ১১:৩৪ | 182.253.0.99
  • তাতে কি নারকেলের দুধ বা সুইট সোয়া সসের যে কোন একটা দেওয়া হয়? না হলে ওটা আর যাই হোক না কেন, ইন্দোনেশিয়ান চিকেন নয় ঃ)
  • Jhiki | ১৮ নভেম্বর ২০১১ ১১:৩১ | 182.253.0.99
  • ইন্দোনেশিয়ান চিকেনটা কি জিনিস পাই????
  • kk | ১৮ নভেম্বর ২০১১ ১১:৩০ | 107.3.242.43
  • হ্যাঁ পাই। নিশ্চয়ই।

    কেসি ঃ)।
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ১১:৩০ | 72.83.76.29
  • হেঃ কেসিদা। আমিও পাবো। ঐ ইন্দোনেশিয়ান চিকেন দিয়ে। ওটাও সবুজ মুরগী।
  • Jhiki | ১৮ নভেম্বর ২০১১ ১১:২৯ | 182.253.0.99
  • কোথায় আছে সেই award winning সবুজ মাছ???
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ১১:২৮ | 72.83.76.29
  • কলিদি,ঃ)
    আজ থাক তবে। কিন্তু সময় করে কখনো লিখো কিন্তু !
  • kc | ১৮ নভেম্বর ২০১১ ১১:২৮ | 178.61.96.29
  • হে সমবেত ভাটুরেগণ, দ্যাখেন, দেখে শেখেন, বাঘু বেকারের কাছ থেকে প্রশংসা পাইছি। আমার দিন আরও ভাল হয়ে গেল। কেকে, থ্যাঙ্কু।
  • kk | ১৮ নভেম্বর ২০১১ ১১:২৮ | 107.3.242.43
  • ইন্দোদা আমাকে আর একবার 'কিকি' বলে ডাকলেই আমি ওকে ইড়িমিড়িকিড়ি বাঁধন না দেখিয়ে ছাড়বোনা। :X
  • I | ১৮ নভেম্বর ২০১১ ১১:২৬ | 14.99.224.188
  • আর আমি যে সকালবেলা এক কাপ চা আর একটি থিন অ্যারারুট বিস্কিট, তাপ্পরে এগারোটা বাজলে একটুখানি ফেনাভাত (আর কিচ্ছু না) খাই ( কখনো কখনো ওটা বারোটা হয়ে যায়), সে বেপারে কিকিদিদি'র কি মন্তব্য? এট্টুও এক্ষারসাইজ করি না। তাতেও কেমন দিব্যি ৫৭ কেজি এবং ফ্যান ফলোয়িং শুনলে সিকি লজ্জা পেয়ে যাবে ও সারাদিন ধরে দজ্জা বন্ধ করে গুমরে গুমরে কাঁদবে ( মাইরি বলছি, বউ আজকাল রাগারাগি করে;মোবাইলে কল ফিল্টার লাগাইছি)।
    তবে হ্যাঁ! খাওয়াদাওয়াগুলির মধ্যে এত গ্যাপ থাকার দরুণ গ্যাস্ট্রাইটিসে পেটের বারোটা বেজে গেছে। কোনো ভারী খাবার সহ্য হয় না।
  • kk | ১৮ নভেম্বর ২০১১ ১১:২৫ | 107.3.242.43
  • পাই, রাত একটা বাজতে চললো যে? তবে জেনো এই নিয়ে আমি একবার শুরু করলে আমাকে থামানোই মুশকিল হবে! এখন এইসব নিয়ে এত জ্ঞান অর্জন করেছি যে মাঝেমাঝে ভাবি যে একটা সাট্টিফিকেট জুটিয়ে নিয়ে পার্সোনাল ট্রেনারের চাকরিতেই লেগে পড়বো কিনা। ঃ))
  • Jhiki | ১৮ নভেম্বর ২০১১ ১১:২৫ | 182.253.0.99
  • কাঁচা পেঁয়াজ আমার হজম হয় না, ওটা বাঘবাবু খান!
    আমি দু তিনরকম আলুভাতে মাখার রেসিপি জানি, কারো লাগলে জানিও।
  • q | ১৮ নভেম্বর ২০১১ ১১:২৫ | 121.241.218.132
  • ঐ ভাতে-ভাত গোটা ব্যাপারটাই সুখাদ্য। আলুভাতে, ডালভাতে, কুমড়োভাতে, শিমভাতে ইত্যাদি।
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ১১:২২ | 72.83.76.29
  • ঝিকিদির সাথে ক।

    তবে আমি আরেকটা জুড়ি। কাঁচা পেঁয়াজ, লংকা, তেল দিয়ে ডালসেদ্ধ।
  • kk | ১৮ নভেম্বর ২০১১ ১১:২২ | 107.3.242.43
  • কেসিবাবুকে একটা কথা অনেক দিন ধরে বলবো ভেবে ভুলে যাই। মশাই, আপনার সবুজ মাছটি বড় ভালো রান্না। আমি প্রতি হপ্তাতেই বার দুয়েক করি।
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ১১:২১ | 72.83.76.29
  • হ্যাঁ, আনো , আনো।
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ১১:২০ | 72.83.76.29
  • কলিদি, ঃ)
    তবে আমি ভালোবেসে বা না বেসে তিন্তিড়ি খাই নাই।
  • Jhiki | ১৮ নভেম্বর ২০১১ ১১:২০ | 182.253.0.99
  • kc দা, এর সাথে ডিম সেদ্ধ, নো মাছ ভাজা। আমরা সপ্তাহে অন্ততঃ একবার এই মিলটা খাই ঃ)ঃ)
  • kk | ১৮ নভেম্বর ২০১১ ১১:২০ | 107.3.242.43
  • মেটাবলিক রেট তো আছেই। তবে চেষ্টা করলে মেটাবলিজ্‌ম কিছুটা পাল্টানো যায়। আরো টেকনিক্যাল টার্ম এনে ফেলবো নাকি? এক্টোমর্ফ, এন্ডোমর্ফ ইত্যাদি? ;-)
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ১১:১৯ | 72.83.76.29
  • এই আলুভাতেমাখার প্রচলন কে বা কারা করেছিল ? আমি তাদের একটা পেন্নাম ঠুকতে চাই।
  • kk | ১৮ নভেম্বর ২০১১ ১১:১৮ | 107.3.242.43
  • না রে ভাই, শুনতে অবিশ্বাস্য লাগে বটে, তবে ভালোবেসে খেলে তিন্তিড়িও মিষ্ট লাগে ঃ)।
  • kc | ১৮ নভেম্বর ২০১১ ১১:১৭ | 178.61.96.29
  • লাল চালের ফেনাফেনা গরম ভাত একটু ঘি ছড়িয়ে আর সর্ষের তেল দিয়ে মাখা আলুসেদ্ধ, একটা বড় কাঁচালঙ্কা, এক পিস রুইমাছের পেটিভাজা। অমেত্ত। দিন শুরুই হল অমেত্ত দিয়ে।
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ১১:১৭ | 72.83.76.29
  • তবে কলিদি, মেটাবলিক রেটের উপরেও ডিপেন করে। সবার মনে হয় অত কিছু না করেও ওজন বাড়ার সমস্যা হয়না। হাতের কাছের উদাঃ সিকি আর ডিডিদা।
  • Jhiki | ১৮ নভেম্বর ২০১১ ১১:১৬ | 182.253.0.99
  • পশ্চিমবঙ্গের গ্রামে কে কবে কোথায় সুঠাম চেহারার নারী-পুরুষ দেখতে পেয়েছেন দয়া করে জানান, পারলে ছবির লিংক দিন....... আমি তো চোখে, TV তে খালি চোখের নীচে কালি, শুকনো চামড়া এইধরনের লোকই দেখতে পাই, তাদের অনেকেই আবার মেদবহুলও, কিন্তু স্বাস্থ্যোঙ্কÄল কেউ-ই নয়!
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ১১:১৫ | 72.83.76.29
  • তোমার জিভটা ধার দাও ঃ(
    কিম্বা ওটার জেনেটিক অ্যানালিসিস করা দরকার। মিউটেশন আছে কিনা জানার জন্যি। আর অ্যাকোয়ার্ড টেস্ট মানেকি এপিজেনেটিক্স চলে নাকি ? ঃ)
    সিরিয়াসলি, এগুলো নিয়ে পড়ে দেখতে হবে। আগে মনে হয়নি।
  • kk | ১৮ নভেম্বর ২০১১ ১১:১১ | 107.3.242.43
  • আরে দেখুন কান্ড! আমি আবার ওট্‌সও খুব ভালোবাসি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত