এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • maximin | ০৫ নভেম্বর ২০১১ ০২:২০ | 59.93.194.205
  • অন্য প্রজন্মের হয়েও ব্যাং এর সঙ্গে রিলেট করতে পারছি।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০২:২০ | 122.167.229.192
  • পাই, আমার মনে হয় তুই জাস্ট তর্ক করার জন্য করছিস, এবং জাস্ট ট্যাগ লাগিয়ে আনন্দ পাচ্ছিস। আমার একবারও মনে হয় ন তিমির ঐ পোস্টটাকে সাপোর্ট করেছি মানে টিচারদের কোয়ালিটি খারাপ এটা ক¾ট্রাডিক্ট করে গেল।
  • Tim | ০৫ নভেম্বর ২০১১ ০২:২০ | 198.82.23.172
  • কে বলেছে হয়না? ঐসব দিয়েই তো বিয়ের রেসিপি। শিগ্গির দেখতে পাবি। ঃ-)
  • Netai | ০৫ নভেম্বর ২০১১ ০২:১৯ | 122.161.55.83
  • চিতলের মুইঠ্যাতেও কি সব শক্ত শক্ত লেখা।
    নুন হলুদ গরম মশলা আর ধনিয়া পাউডার দিয়ে কোন রান্না হয়না?
  • Tim | ০৫ নভেম্বর ২০১১ ০২:১৮ | 198.82.23.172
  • হ্যাঁ কিন্তু সিস্টেম তো বদলাবে না। কারণ সিস্টেম একেকজনের কাছে একেকরকম। যে অ্যাফোর্ড করতে পারবে সে ভালো সিস্টেমে রাখবে তার ছেলেমেয়েকে। যে পারবেনা, সে পারবেনা।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০২:১৮ | 122.167.229.192
  • পাই, তাহলে তো তোরও তিমিকে লেখা বাবামাকে কে দোষ দিচ্ছে এই পোস্টটা তোর প্রথম দিকের পোস্টগুলোর সঙ্গে ক¾ট্রাডিক্ট করে গেল। আমি তখন সিস্টেমকে দোষ দিয়েছিলাম আর তুই বাবামাদের।
  • maximin | ০৫ নভেম্বর ২০১১ ০২:১৭ | 59.93.194.205
  • ফ্রী লি পড়তে দেবে। ভালো কথা। কী পড়তে দেবে? গল্পের বই? হ্যারি পটা?
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০২:১৬ | 122.167.229.192
  • ফাল্‌তু চাপ, ঠিকঠাক চাপ, কোনো চাপই যার নিতে ইচ্ছে করে না, তার বাবামা কী করবে? আমার কোনোদিনই পড়শোনা করতে ইচ্ছে করত না, চাপের মধ্যেও না, আবার ফ্রিলিও না। তাই পড়াশুনা করলামই না কক্ষনো। এখন ফল ভুগছি। আর আমার ছেলেরও ফ্রিলিও পড়াশুনা করতে ইচ্ছে করে না। কিন্তু আমারও ভাবতে ইচ্ছে করে না, সে চাকরিবাকরি না পেয়ে দোরে দোরে ধাক্কা খেয়ে বেড়াচ্ছে।
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০২:১৬ | 72.83.90.203
  • টিম, ঐ বাবা মা কে কে দোষ দিচ্ছে ! দোষ তো সিস্টেমের যে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে !
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০২:১৫ | 72.83.90.203
  • ব্যাংদি, এতে যে ক দিলে ! এবার এতো তোমার আগের পোস্টের কোয়ালিটি নিয়ে আশংকাকেই ক¾ট্রাডিক্ট করে দ্যায় ঃ))
  • Tim | ০৫ নভেম্বর ২০১১ ০২:১৪ | 198.82.23.172
  • পাই, সেটাও মেধার ওপর ডিপেন করে। অত্যন্ত সাধারণ সঃ ইশকুলে সিক্স থেকে প্রোমোশন পেয়ে সেভেনে উঠতে পারছেনা যে, তাকে ফ্রিলি পড়তে দিলে সে মাধ্যমিকটাও পাশ করবেনা। এবার তুমি বলবে যে তাহলে তার জন্য পড়াশুনো নয়। কিন্তু সে করবেটা কি? তুমি নিজেই তো বলছো যে অন্যান্য বিষয়ে প্রতিভা থাকলেও সেখানে সুযোগ সুবিধা আমাদের দেশে কম। তাইজন্য সকলেই কোনক্রমে পড়াশুনো করে ( র‌্যাদার ডিগ্রি বাগিয়ে) চাকরি পেতে চায়। যে সিস্টেম যাতে তুষ্ট!
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০২:১৩ | 72.83.90.203
  • আর , আরেকটা জিনিস গুলিয়ে গেল। আগে মনে হচ্ছিল, স্কুলের এক্সেস প্রেশার দেওয়া নিয়ে তুমি চিন্তিত, কারণ ওর সেটা ভাল লাগছে না। ওদিকে অন্যরা সেটা নিচ্ছে। তাহলে কম্পিটিশনে ও পিছিয়ে পড়বে এই নিয়ে তোমার টেনশন ছিল , সেটা বুঝেছি।
    তুমি তার পর এ বল্লে , তুমি অনেক সময় ই অনর্থক টেনশন করো, সেটা অবশ্য আরো ভালো বুঝেছিলাম ( তার মানে অবশ্য এই নয়, যে আমি ভাবো, বাচ্চাকে নিয়ে মা বাবার টেনশন থাকবে না ) ঃ)।

    কিন্তু পরে মনে হচ্ছে, তুমি এই নিয়েও চিন্তিত যে এই এক্সেস গুলোকে তুমি এক্সেস মনে করো না। এগুলো না করলে বেসিক্যালি শেখাতে গলতা থেকে যাবে বলেই মনে করো।

    ভুল বুহলে বলো।

    আর কেসিদা তো পুরো উল্টো কথা বলছেন। । এখনকার অন্য স্কুলগুলো নিয়ে। আমার নিজের এই নিয়ে খুব ভালো আইডিয়া নেই । তাই জানতে চাইছিলাম। এখন পুরো কনফিউসড। ঃ(
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০২:১২ | 122.167.229.192
  • টিমকে ডিট্টো।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০২:১১ | 122.167.229.192
  • ফান্ডা ক্লিয়ার করার জন্য সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়, যেটা পামিতা বলল। এগুলো না দিয়েও যাদের ফান্ডা ক্লিয়ার হয়ে যায়, তেমন কোনো নমুনা এখনও নিজের ছেলের মধ্যে দেখি নি। বরং উল্টোটাই দেখি বহু বিষয়েই তার ফান্ডা ক্লিয়ার নেই। তাই নিজের ছেলে পড়াশুনা না করলে চিন্তা হওয়ারই কথা। আর ছোট ক্লাসের পরীক্ষায় আমিও খুব কম নম্বর পেতাম, কিন্তু তাতে করেও ফান্ডা ক্লিয়ার হয় নি, আর ছোট ক্লাসে ফাঁকি মেরেছি বলে বড় ক্লাসে গিয়ে অনেক নম্বর পেয়েছি, তাও নয়। বরং ছোট বয়স থেকে লেখাপড়াটা সিরিয়াসলি নিলে, অনেক বেটার কলেজে পড়তে পারতাম, অনেক কিছু শিখতে পারতাম, এটাই মনে হয়।
  • Tim | ০৫ নভেম্বর ২০১১ ০২:১০ | 198.82.23.172
  • এই বেটারের ডেফিনিশনই বা কি? যে ইংরীজি মুখস্থ করে সামান্য হলেও একটা চাকরি পাচ্ছে, তার কাছে তো সেটা বেকার থাকার থেকে বেটার। বাবা মায়েরা সেটাই বা এনশিওর করবেনা কেন? এতে এত নিন্দারই বা কি আছে? আমাদের দেশে লোকে যদি বাংলায় কথা বলতে পারলেই চাকরি পেত তাহলে তারা এসব করতোনা। অতএব ব্যাঙের ছাতার মত বেঃ সঃ ইশকুল, অতএব জ্ঞানার্জনের লক্ষ্য ইত্যাদিকে গুলি মেরে ইত্যাদি প্রভৃতি। বেশ করেছে। খেয়ে পরে বেঁচে না থাকলে ফাণ্ডা ধুয়ে কি জল খাবে?
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০২:০৭ | 72.83.90.203
  • আরে ধুর ! সেটা কে বলেছে !
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০২:০৬ | 72.83.90.203
  • আকাদার সাথে ক। আর ঐ পোস্টের রেশ টেনেই বলি, স্কুলের পরীক্ষায়, বিশেষ করে ছোটোবেলায় খুব ভাল নম্বর না পাওয়া মানেই শেখায় গলতা রয়ে গেল , তা নয়। এটাই বলতে চাইছি। কারণ এই পরীক্ষার সিস্টেমটাই একেবারে ঠিকঠাক , তা তো না। অনেক অনাবশ্যক চাপ আছে। কেউ যদি সেই ফালতু চাপটা না ন্যায়, ফিলি পড়াশুনা করে, তাহলে যে ফাঁকি মারাটা হয়, তাতে ফাণ্ডা তৈরি হতে কোন অসুবিধে হবার কথা নয়।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০২:০৪ | 122.167.229.192
  • সন্দেহ আছে বলেই যে বাবামাকে সেই চেষ্টাটাও বন্ধ করে দিয়ে, যেসব স্কুলে বহু দূর থেকে ডেলিপ্যাসেঞ্জারি করে অর্ধেকদিন টিচাররা এসে পৌঁছাতে পারেন না সেই সব স্কুলে ভর্তি করে দিতে হবে, সেটাও তো আশা করা যায় না।
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০২:০১ | 72.83.90.203
  • ব্যাংঅদি, আমি যেগুলোর অবস্থা অতি ভয়াবহ বলেছি, সেগুলোতে যাঁরা বাচ্চাদের পাঠান , তাঁদের আর্থিক সঙ্গতি অনেক কম। নিজেরা না খেয়ে পরে কোনোরকমে বাচ্চাদের পাঠান। কারণ , বাচ্চারা সেখানে 'ইংরিজী' তে শিখছে ! তো, সেই শেখার মানে, পুরো বই ধরে জাস্ট মুখস্থ করে যাওয়া হলেও, প্রায় একটি শব্দের ও ঠিকঠাক মানে না বুঝে, তো তাই সই। মা বার তো সেটা ইভ্যালুয়েট করার মত শিক্ষা ও নেই।

    এই পরের প্রজন্মকে বেটার রাখতে সবাই চায়, কিন্তু আসলেতে সেটা যে কতটা 'বেটার' হয় সেই নিয়ে খুব সন্দেহ আছে।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০১:৫৯ | 122.167.229.192
  • থ্যাংকু আকা। কেসিকেও।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০১:৫৮ | 122.167.229.192
  • তোর যেটা ধরলে সুবিধে হয়, তাই ধর। তবে আমার বক্তব্য হল, বোল্ড অ্যান্ড আন্ডারলাইন, আমাদের সময়েও বহু ফঁকিবাজ, নিজের বিষয়ে জথেষ্ট ফান্ডা নেই এমন টিচার ছিল, তবে তাদের সংখ্যাটা আমাদের প্রজন্ম আরো অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। আমার যেসব বন্ধুরা বিভিন্ন স্কুল-কলেজে পড়াচ্ছে, তাদের ছাত্রজীবনটা ভাবলে শিউরে উঠি, তাদের কাছে কাদের পড়তে হচ্ছে ভেবে।
  • aka | ০৫ নভেম্বর ২০১১ ০১:৫৪ | 168.26.215.13
  • বাবা মা ছেলে মেয়ের ভবিষ্যত নিয়ে চিন্তা, টেনশন করবেই শুধু দেখার বিষয় হল সেই টেনশন যেন ছেলেমেয়ের মধ্যে চলে না যায়। পড়াশুনো ইত্যাদি যত ফ্রিলি করা যায় ততই ভালো। যে সিস্টেমে আছো তার ভালো মন্দ নিয়েই চলতে হবে। কিছু করার নেই।
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০১:৫১ | 72.83.90.203
  • ব্যাংদি, আমাদের প্রজন্মের লোকজন বেশি ফাঁকি মেরেছে, বেশি খারাপ কোয়ালিটির লোকজন বেরিয়েছে, তারাই এই সর্কারি আধা সরকারি স্কুলগুলোতে ঢুকছে, তাই সেগুলোর কোয়ালিটি আগের থেকে কমে যাচ্ছে, এটাই বলছো ?
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০১:৪৭ | 122.167.229.192
  • পাই তোর শেষ দুটো পোস্টের প্রেক্ষিতে বলছি, এবারে কী বুঝতে পারছিস বাবামা কেন অন্য স্কুলগুলোর পিছনে দৌড়ায়? মানে যেগুলোর ভয়াবহ অবস্থা ইত্যাদি নিয়ে তুই বললি, সেগুলো বাদ দিলে যেগুলো পড়ে থাকে বাবা-মারা সেগুলোর জন্য দৌড়ায়, টেনশন করে।
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০১:৪৭ | 72.83.90.203
  • হুম্ম।
    কেসিদার এই নিয়ে কী বক্তব্য ? ঃ)

    আর মেইল দেখবেন ।
  • Tim | ০৫ নভেম্বর ২০১১ ০১:৪৫ | 198.82.23.172
  • হ্যাঁ হ্যাঁ বেসরকারিতেও খাজা টিচার বিরল নয়। তবে ঐ যে, খানিকটা চাপে থাকতে হয়। চাকরিটা চলে যেতেই পারে যেকোনোদিন।
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০১:৪৪ | 72.83.90.203
  • আর অলিতে গলিতে ছাতার মত গজিয়ে ওঠা ইস্কুলগুলোর কোয়ালিটি নিয়ে যা এক্ষপেরিয়েন্স তা বোঝানোর জন্য ভয়াবহও উপযুক্ত শব্দ না।
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০১:৪৩ | 72.83.90.203
  • টীচার ইভ্যালুয়েশনটা একটা খুব জরুরি জিনিস। কবে যে চালু হবে !

    কিন্তু অন্যদে্‌ক, বেসরকারি অনেক কেতের ইস্কুলের টিচারদের কোয়ালিটি নিয়েও আমার সন্দ আছে বেশ।
  • Tim | ০৫ নভেম্বর ২০১১ ০১:৪০ | 198.82.23.172
  • পরের প্রজন্মকে আগের প্রজন্ম সব সময় বেশি পড়াতে চায় কে বল্লো? সাংসদ আর মন্ত্রীদের দ্যাখো। ওসব কিছুনা, আসলে অনেক টাকা জমিয়ে পড়াশুনোটা আউটসোর্স করে দিতে হয়। ছেলেমেয়েকে তাহলে চাপ নিয়ে পড়তেও হবেনা। সবই এমপ্লয়িরা করবে। শেষে হার্ভার্ড বা এমাইটি থেকে একটা অনারারি ডিগ্রি নিয়ে নিলেই হলো। ;-)
  • Tim | ০৫ নভেম্বর ২০১১ ০১:৩৫ | 198.82.23.172
  • হ্যাঁ পাইয়ের কথার উত্তর।
    বেসিকালি ভ্যালু সিস্টেমের তফাৎ বলে মনে হয়। এবার, বেসরকারি ইশকুলে একই ভ্যালু সিস্টেম কিন্তু বেশি ডিসিপ্লিন এবং ভালো করার চাপ আছে। সরকারি ইশকুলে সেইসব নেই।
    আগেকার শিক্ষকেরা অনেকে অন্য উপায় থাকা সঙ্কেÄও শিক্ষকতা করতেন। এখন লোকে নিরূপায় হয়েও অনেকে এস এস সি দেয়।

    এস এস সি একটি খাজা স্ক্রিনিং সিস্টেম, তা সে যে উদ্দেশ্যেই বানানো হোক না কেন। আমি পোস্ট গ্র্যাজুয়েশনের সময় দেখেছি গুচ্ছ গুচ্ছ জনতা স্রেফ এস এস সি ক্লিয়ার করার জন্যই পড়াশুনো করছে। কিন্তু সেটা জয়েন্ট পাওয়ার মত ছকে বাঁধা পড়া। বিষয়টায় সে কেমন সেইটা এস এস সি দেখেনা। টিচিং এফিশিয়েন্সি ইত্যাদি বলে এস এস সি তে কোন বস্তু নেই। ইন্টারভিউটা দাদাগিরির মন্দির। তাইলে সরকারি স্কুলে ভালো শিক্ষক আসবে কিকরে? কেনই বা আসবে?
  • kc | ০৫ নভেম্বর ২০১১ ০১:৩৫ | 178.61.96.29
  • আরে ডোনেশন নরেন্দ্রপুরেও লাগে। আগেও লাগত। সবার না। কারুর কারুর।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০১:৩৫ | 122.167.229.192
  • পিনাকীদার স্কুলটা ছেলেদের স্কুল।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০১:৩৪ | 122.167.229.192
  • মিসিং লিং হল আমরা আর আমাদের দাদাদিদিরা যদি ফাঁকিটা কম মেরে, শুধু পরীক্ষাগুলোয় উতরে যাওয়ার শর্টকাট খুঁজে না বের করতুম, আর ফাঁকি মারলেও আখেরে গোছতে ক্ষতি কিছুই হয় না এই মানসিকতা নিয়ে না চলতুম, তাহলে এরাও যেখানে ঢুকছে সেখান থেকে কিছু পেত। তাই এদের নিয়ে চিন্তা। আর একদিন তো দাদু-দিদিমাও হতে হবে, তাহলে সেই সব নাতিনাতনীগুলোর কী হাল হবে, যদি ছেলেমেয়েরা ঠিকঠাক না শেখে!
  • kc | ০৫ নভেম্বর ২০১১ ০১:৩৩ | 178.61.96.29
  • পাইবাবু আমার মেলের জবাব যেন পাই।
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০১:৩২ | 72.83.90.203
  • কোলকাতার উচ্চকোটির ইস্কুলগুলোতে ঢোকার পন্থা কি মোটামুটি সর্বত্রই ঐ ডোনেশন ?
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০১:৩০ | 72.83.90.203
  • তুমি পিনাকীদার স্কুলে না ?
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০১:৩০ | 72.83.90.203
  • তাইলে তো আরোই ধাঁধা। পরের প্রজন্মকে আগের প্রজন্ম সবসময় বেটার কিছু দিতে চায়, প্রাণপণে দিচ্ছেও । তালে সেই 'বেটার' শিক্ষা নিয়ে তারা যে যেখানে যা ঢুকছে, সেগুলো আগের থেকে খারাপ !!

    অংকটা মেলেনা কেন ? মিসিং লিং কি মেধা পাচার ? ঃ)
  • kc | ০৫ নভেম্বর ২০১১ ০১:২৯ | 178.61.96.29
  • কুয়েতে সিবিএসই স্কুলও আছে। তাই আমাদের ডিপিএসই ভরসা। এরা আমাদের থেকে বেটার শিখছে কিনা বলতে পারিনা, তবে বেশী শিখছে নিঃসন্দেহে।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০১:২৮ | 122.167.229.192
  • তবে কিনা, আমার শ্বশুরবাড়িতে সবসময়ের যে মেয়েটি কাজ করত, সে তার তিন ছেলেমেয়েকে একসঙ্গে আক্রার একটি সরকারি স্কুলে ভর্তি করল বছর পাঁচেক আগে, ত্রিশহাজার টাকা দিতে হল স্কুল কমিটিকে। তবে কিনা তার ছেলেমেয়ে সেখানে পড়তে পেল।
  • Netai | ০৫ নভেম্বর ২০১১ ০১:২৭ | 122.161.55.83
  • ঘুমোবো কেন, আমি তো এখনো উড়ছি।
    মেঘলা আকাশ নেই, মাতাল বাতাস নেই, তাও।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০১:২৬ | 122.167.229.192
  • আর আমার স্কুলটা মেয়েদের স্কুল।
    কোলকাতায় থাকলে সে যদি তার বাবার স্কুলে বিনা ডোনেশনে চান্স পেত, পড়াতাম।
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০১:২৫ | 72.83.90.203
  • পাবলিক স্কুল ? আপনি পড়ানো নিয়ে খুশি ? নিজেরা যা পড়ে এসছেন তার সাতেহ তুলনা করলে কী মনে হয় ? এরা বেটার শেখে ?
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০১:২৫ | 122.167.229.192
  • পাই, আমি যে স্কুলে পড়েছি, সেটা বেসরকারি স্কুল। সেখানে ঢুকতে এসেসসি দিতে হয় না। আর বাকি কারণগুলো সেই পোস্টেই লিখেছি।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০১:২৩ | 122.167.229.192
  • সরকারি-আধাসরকারি-বেসরকারি সব স্কুলেরই অবস্থা খারাপ হয়েছে। এমনকি আইআইটিরও। দেখলি না ইনফিকত্তাও তাই বললেন! ঃ-)
    এবার চিন্তা না করে যাই কোথা?
  • m | ০৫ নভেম্বর ২০১১ ০১:২৩ | 117.194.36.11
  • ব্রতীন, কিস্তিমাত! এখন ঘুমোবে কেন? সবে তো কলির সন্ধ্যে আর কাল শনিবার।
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০১:২৩ | 72.83.90.203
  • নেতাই, একটু মেইল দেখিস।
  • kc | ০৫ নভেম্বর ২০১১ ০১:২২ | 178.61.96.29
  • কুয়েতের সবকিছুই অ্যামেরিকার সিস্টেমের ক®¾ট্রালসি + ক®¾ট্রালভি। এবার বুঝে নাও। ঃ-)
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০১:২২ | 72.83.90.203
  • ব্যাঙদি, তোমার স্কুলে রিক্রুটমেন্টের জন্য পড়াবেনা বলছিলে। সেগুলো কি ভাল হয়নি বলে ? ssc দিয়ে ?
  • m | ০৫ নভেম্বর ২০১১ ০১:২১ | 117.194.36.11
  • ব্যাংঃ)))))))
  • Bratin | ০৫ নভেম্বর ২০১১ ০১:২১ | 117.194.96.240
  • ম, ঃ-))

    যাক গে , তোমর সবাই মন দিয়ে ঝগড়া করো। আমি ঘুমোতে গেনু।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত