এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ০২ নভেম্বর ২০১১ ১৭:৩৮ | 72.83.90.203
  • মামু গরুর রচনা লিখলো বলে গুরুচণ্ডা৯ কে কাউকম বানিয়ে দিলি ? ঃ(

    নামটাও তাহলে গরুচণ্ডা৯ ই করে দিলে পারতো !

    নাঃ, মামুকে বলতে হবে ! ঃ)
  • m | ০২ নভেম্বর ২০১১ ১৭:৩৪ | 117.194.33.150
  • ডাব চেয়ে পাঠালো! কলাগাছ চাইলে বোলো..
  • m | ০২ নভেম্বর ২০১১ ১৭:৩৩ | 117.194.33.150
  • কুমি, ওখানে কৎবেল যা মাখে! বাপরে!, কাসুন্দি, ধনেপাতা, কি জানি বোধহয় আচারের তেল, ধনেজিরে এইসব ও দেয়- একবার খেলে আর ..
  • Netai | ০২ নভেম্বর ২০১১ ১৭:৩২ | 121.241.98.225
  • কাউ কম কি তাহলে কি গুরুচন্ডা৯?
  • saikat | ০২ নভেম্বর ২০১১ ১৭:৩০ | 202.54.74.119
  • উইন্টার দ্রেস? টি শার্ট? আর এদিকে যে মেয়ের স্কুল থেকে মেয়ের জন্য ধুতি-পাঞ্জাবী আর ডাব চেয়ে পাঠাল, তার বেলা?
  • m | ০২ নভেম্বর ২০১১ ১৭:২৯ | 117.194.33.150
  • দে, ব্রতীন সেদিন আমার মস্ত উপকার করেছে। ছেলের বিকেলবেলা মনে পড়েছিলো পরের দিন একটা কবিতার প্রিন্ট আউট চাই। ব্রতীন না থাকলে(বাড়ির প্রিন্টার আর উনি দুজনেই আউট অফ অর্ডার)আমাকে কিছুটা কাঠখড় পোড়াতে হতো।সেই প্রিন্ট আউট আনতে গিয়ে দেখি, উনি আচারের সামনে দাঁড়িয়ে আছেন- সেদিন অবশ্য আমি আচার খাই নি।ওটা পরের জন্যে তোলা আছে।

    পুঃ উনি গিন্নির জন্যে পোটলা করে আচার কিনতে ভোলেন নিঃ))
  • dukhe | ০২ নভেম্বর ২০১১ ১৭:২৮ | 122.160.114.85
  • http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/article2587274.ece
  • pi | ০২ নভেম্বর ২০১১ ১৭:২৮ | 72.83.90.203
  • যেদুটো কম বুঝিস নাই, তার মধ্যে একটি হল কম্যুনিটি , আরেকটি কম্যুনিজম।
    এবার কোনটার সাথে কী বসিয়ে নিবি, ঠিক কর ঃ)
  • Netai | ০২ নভেম্বর ২০১১ ১৭:২৬ | 121.241.98.225
  • মানে বুঝি ই নি। বেশী বোঝা তো দুরঃস্থান।
  • pi | ০২ নভেম্বর ২০১১ ১৭:২৬ | 72.83.90.203
  • বালিগঞ্জের কেসটা কী ?
  • Netai | ০২ নভেম্বর ২০১১ ১৭:২৫ | 121.241.98.225
  • এবারেও কম বুঝতে পারলাম না।
  • pi | ০২ নভেম্বর ২০১১ ১৭:২৫ | 72.83.90.203
  • কিন্ত কুমুদি, কালো লুঙ্গি পরা জল্লাদের গপ্পো কই ?
  • dukhe | ০২ নভেম্বর ২০১১ ১৭:২৫ | 122.160.114.85
  • হ্যাঁ, বালিগঞ্জ শিক্ষা সদনে গার্জেনরা আপত্তি করেছেন ।
    যদিও ফল হবে বলে মনে হয় না । প্রিন্সিপাল দেখা করছেন না । শুনলাম বোরখার অর্ডার দিয়েছেন ।
  • pi | ০২ নভেম্বর ২০১১ ১৭:২৪ | 72.83.90.203
  • বা শি স সরকারি না ? সেখানেও এই ?

    কিন্তু অভিভাবকদের একসাথে হয়ে আপত্তি তোলাটা ভীষণ জরুরি মনে হয়।

    এতে তো বাচ্চাদের কাছেও ভুলভাল মেসেজ যায় । একটা থাকতেও অকারণ অনর্থক কেনা , কথায় কথায় এত টাকা খরচ .... জানিনা এইসব স্কুলগুলো আমার খুব গেটেড কম্যুনিটির মতও লাগে। বাবা মা র অনেক সঙ্গতি না থাকলে তো এখানে কেউ পড়তেই পারবে না। এটা বাচ্চারাও কি বুঝে যায়না ?
  • Du | ০২ নভেম্বর ২০১১ ১৭:২২ | 117.194.198.26
  • কুমুদি কোল্ডারিন লি ? ঃ)
  • Du | ০২ নভেম্বর ২০১১ ১৭:২০ | 117.194.198.26
  • বালিগঞ্জ শিক্ষা সদনে দেখলাম পেরেন্টরা আপত্তি করেছেন এইসব নিয়ে
  • Netai | ০২ নভেম্বর ২০১১ ১৭:২০ | 121.241.98.225
  • কয়েৎবেল নিজে হাতে না মেখে খেলে মজা নাই। কাঁচা লন্‌কা নুন তেল। আর তো কিছু লাগেনা।

    কয়েৎবেল জ্যান্ত কিনে এনে ঘরে বসে খাওয়াই ভালো।
  • kumu | ০২ নভেম্বর ২০১১ ১৭:১৯ | 122.160.159.184
  • বাবা ব্রতীন,এই সোসন ও সদ্দিময় জীবনে কানের কাছে কয়েতবেল কয়েতবেল না কল্লেই কী নয় ভাইটি।
  • pi | ০২ নভেম্বর ২০১১ ১৭:১৯ | 72.83.90.203
  • ঃ)
    কম কি আর কিছু কম পড়িয়াছে ? তাই নানা কম।
  • Bratin | ০২ নভেম্বর ২০১১ ১৭:১৭ | 122.248.183.1
  • বিলিতি আমড়া অবশ্য ই খাবে। এখানে কয়েৎবেল ও পাওয়া যায়। অবশ্য জঘন্য মাখে ঃ-((
  • kumu | ০২ নভেম্বর ২০১১ ১৭:১৪ | 122.160.159.184
  • মিঠু,আঙুল অবিলম্বে দেখাও,অবিলম্বে।

    amri তে আমরা মায়ের জন্য প্রচুর যাতায়াত করেছিলাম,২০১০ সালে,ভালো মনে হয়েছিল।
  • m | ০২ নভেম্বর ২০১১ ১৭:১৩ | 117.194.33.150
  • গেলো বছরের ডিজাইন এইবার বাতিল?
    অবশ্য ভালোদিক ও আছে- ভাবো মেয়ে ফি বচ্ছর নতুন রংএর শীত পোশাক পরে স্কুলে যাচ্ছে, তোমাদের চোখের শান্তিঃ)
    এদিকে টিনটিনের স্কুলে হাউজ অনুযায়ী টিশার্ট নির্দিষ্ট। সেটা হপ্তায় দুদিন পরে যেতে হয়,বাকি দিন যাখুশি- সে টি শার্ট প্রায় নতুন রয়েছে- আবার এই বছর একই জিনিস নতুন করে অর্ডার করতে হয়েছেঃ((
  • Netai | ০২ নভেম্বর ২০১১ ১৭:১৩ | 121.241.98.225
  • নানা কম টা কি জিনিষ। কাউকম ও জানিনা। গেস ও করতে পারিনি।
  • Bratin | ০২ নভেম্বর ২০১১ ১৭:১২ | 122.248.183.1
  • আমার স্কুলে মাইনে ছিল ৩ টাকা। রোজ টিফিন দিত। যখন ক্লাস ৮ এ উঠি তখন মাইনে হল ৬ টাকা।
  • Netai | ০২ নভেম্বর ২০১১ ১৭:১১ | 121.241.98.225
  • শেষবার যেদিন ডিএলেফ গেছিলাম ঐদিন দেখি বিলিতি আমড়া বিক্কিরি হচ্ছিল। খাইবার খুব ইচ্ছে করছিল। তারপর কাটিয়ে দিলাম।
  • pi | ০২ নভেম্বর ২০১১ ১৭:১০ | 72.83.90.203
  • নতাই, তোর ঐ রিভ্যু নানা কমে হেব্বি হিট ঃ)
  • Netai | ০২ নভেম্বর ২০১১ ১৭:০৯ | 121.241.98.225
  • বাইশে শ্রাবণের লিন্‌ক এখানের টইতেই দেওয়া আছে। চলন্ত লিন্‌ক।
  • pi | ০২ নভেম্বর ২০১১ ১৭:০৯ | 72.83.90.203
  • সিকি, বাবা মা রা অনেকেই নিশ্চয় এনিয়ে বিরক্ত। তোমাদের কোন পেরেন্ট বডি নেই ? এনিয়ে আপত্তি তুলতে পারোনা ? বা টিচার পেরেন্ট মিটিং এ এগুলো বলা যায় না ? বলে হয়তো কোন লাভ হবেইনা, কিন্তু না বল্লে তো হবেনা নিশ্চিত। এটা বেড়েই চলবে।
  • Bratin | ০২ নভেম্বর ২০১১ ১৭:০৮ | 122.248.183.1
  • হ্যাঁ, ম DLF এসেছিল। DLF র সামনে একজন এইসব বিক্রি করে। আমি মাঝে মাঝে ই খাই।
  • siki | ০২ নভেম্বর ২০১১ ১৭:০৮ | 122.177.237.71
  • আম্মো পাচ্ছি না!
  • de | ০২ নভেম্বর ২০১১ ১৭:০৭ | 203.197.30.2
  • ব্রতীন, তুমি আজকাল এইসব অফার কচ্চো নাকি? :))

    পাই, তাই বলো! এটা বলিউডি কনসেপ্ট নাকি? আমি অবশ্য দেখিনি সে সিনিমা!

    রিসেন্টলি "ইচ্ছে" দেখলাম! সোহিনী বেশ ভালো, একটু থিয়েটারী ছাপ আছে যদিও! "বা শ্রা" খুঁজে পাচ্ছিনা টরেন্টে :((
  • siki | ০২ নভেম্বর ২০১১ ১৭:০৪ | 122.177.237.71
  • এদের খাঁই দেখে মাঝে মাঝে নিজের ওপরে সন্দেহ জাগে, আমি স্কুলে পড়েছিলাম তো?
  • siki | ০২ নভেম্বর ২০১১ ১৭:০৪ | 122.177.237.71
  • ম, অবশ্যই। স্কুলের ডিজাইন করে দেওয়া, স্কুলের লোগো লাগানো। পাতি সাদা জামা আর কালো প্যান্ট তো নয়। গতবছরের জামা প্যান্ট সোয়েটার জ্যাকেট সমস্ত ইনট্যাক্ট রয়ে গেছে। কিন্তু সেগুলো এবছরেও চালালে তো ইস্কুলের রোজগারপাতি হবে না। তাই বছর বছর সামার ড্রেস আর উইন্টারড্রেস পাল্টানো। সেটা স্কুল থেকেই তুলকালাম দাম দিয়ে কিনে আনতে হবে। এইসব। রিসেশনপ্রুফ বিজনেস যেমন হয়ে থাকে আর কি।
  • Bratin | ০২ নভেম্বর ২০১১ ১৬:৫৯ | 122.248.183.1
  • দে, সেদিন ম কে কুলের আচার , আমের আচার ইত্যাদি অফার করলুম। কাটা আঙুলের দোহাই দিয়ে কাটিয়ে দিল ....
  • m | ০২ নভেম্বর ২০১১ ১৬:৫১ | 117.194.33.150
  • ইশকুলের উইন্টার ড্রেস কি? স্কুলে পরেই যেতে হবে মার্কা লোগো লাগানো ?
  • m | ০২ নভেম্বর ২০১১ ১৬:৪৭ | 117.194.33.150
  • হ্যাঁ, এখন ছেলের সঙ্গে কলাগাছের খেলায় আমার ঐ আঙুলখানা খুব পয়মন্ত বলে কদর পাচ্ছেঃ)
  • pi | ০২ নভেম্বর ২০১১ ১৬:৪৫ | 72.83.90.203
  • দুখেদা, ঃ)
  • dukhe | ০২ নভেম্বর ২০১১ ১৬:৪৩ | 122.160.114.85
  • অবিলম্বে বাচ্চার মুখবই প্রোফাইল খুলে দেব ভাবছি । মানে অন্য কেউ কিম্ভুতকিমাকার কিছু বানিয়ে দেওয়ার আগেই ।
  • siki | ০২ নভেম্বর ২০১১ ১৬:৪৩ | 122.177.237.71
  • ঘন্টা আড়াইয়ের জন্যে ছিলাম না, মেয়ের ইশকুলের উইন্টার ড্রেস কিনতে গেছিলাম। হাল্কা হয়ে ফিরলাম।

    পটাশম্যামের জন্য, লক্ষ্ণৌতে দেখলাম পেট্রল একাত্তর টাকা চলছে। নয়ডা গাজিয়াবাদেও তাই হবে হয় তো। আমি আসলে নয়ডা গাজিয়াবাদে কোনওদিন তেল ভরি নি।

    হরিয়ানাতে ডিজেল শস্তা।

    আর হ্যাঁ, নেতাইকে একটা আইবুড়ো ভাত খাওয়ানো যেতেই পারে, সময় বের করে ফেললেই হয়। আমি যা মনে হচ্ছে নভেম্বর মাসটা থেকে গেলাম এখানে। নেতাই ফিরে এসে পাট্টি দেওয়া পর্যন্ত তো থাকছিই।
  • pi | ০২ নভেম্বর ২০১১ ১৬:৪০ | 72.83.90.203
  • দেদি, এই আইডিয়া নির্ঘাত হিন্দি সিনেমা দেখে পেয়েছে। মানে, মুখবই তে অ্যাকাউণ্ট খুলে এই প্রোফাইল বানানো নয়, কিন্তু ঐ গে বানিয়ে দিলে সম্পর্ক কেটে যাবে ইত্যাদি। তাই বলছিলাম, মুখবই না থাকলে, অন্য কোন ভাবে হয়তো এটা কনি্‌ব্‌হন্স করাতো।
  • de | ০২ নভেম্বর ২০১১ ১৬:৪০ | 203.197.30.2
  • আরে তুমি কুলের আচার খাচ্ছো নাকি? কাটাকুটি হলে টক খেতে বারণ করে না?
    কলকাতার চিকিৎসায় "খুব ভালো" কোথায় আমিও অবশ্য জানিনা -- বম্বে হলে হিন্দুজা বলতাম। তবুও দেরী কোরোনা!
  • saikat | ০২ নভেম্বর ২০১১ ১৬:৩৮ | 202.54.74.119
  • মিঠুর কি কোন কারণে আঙুল ফুলে কলা গাছ হয়েছিল? নাকি এখন হয়েছে?
  • de | ০২ নভেম্বর ২০১১ ১৬:৩৫ | 203.199.33.2
  • পাই, মাত্র বারো বছরের ছেলে অ্যাতোখানি করার কথা ভেবেছে এটা ভেবেই আমি কেমন ব্যোমকে যাচ্ছি! আমার মেয়ে অনেকদিন ধরেই তহবিল খোলার জন্য আমার কাছে দরবার করে যাচ্ছে, ওর ক্লাসে অনেকেরই আছে -- আমিই এইসব ভেবে ঠেকিয়ে রেখেচি! পুরনো কালের লোক আমি!
  • m | ০২ নভেম্বর ২০১১ ১৬:৩৫ | 117.194.33.150
  • দে, খুব ভালোটা কোথায় জানি না।এরপর ফিজিওথেরাপিতে কাজ না হলে জানিনা সার্জারি করতে হবে কিনা- সেটা করাতে আমি রাজি নই।
  • m | ০২ নভেম্বর ২০১১ ১৬:৩১ | 117.194.33.150
  • ঠিক আছে, কুলের আচারের খাতিরে না হয় মলুম নাঃ)
  • pi | ০২ নভেম্বর ২০১১ ১৬:৩১ | 72.83.90.203
  • কিন্তু দেদি, মুখবই না থাকলে এ হয়তো অন্যভাবে এসব করতো। উড়ো চিঠি ফিঠি দিয়ে।
  • de | ০২ নভেম্বর ২০১১ ১৬:৩১ | 203.199.33.2
  • ক'দিন আসতে পারিনি --

    ম', আঙুলকে অবহেলা কোরোনা, অবিলম্বে খুব ভালো কোথাও দেখাও।

    কুমুদির হাঁচিরা থেমেছে?
  • Bratin | ০২ নভেম্বর ২০১১ ১৬:২৪ | 122.248.183.1
  • না না মরে যেও না । প্লিজ!!
  • m | ০২ নভেম্বর ২০১১ ১৬:২৩ | 117.194.33.150
  • মরে যাই!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত