এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aranya | ২৯ অক্টোবর ২০১১ ০০:১৮ | 144.160.226.53
  • মাছের মাথা দেওয়া ডাল আর ছ্যাঁচড়া তো অমৃত।
  • Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০০:১৭ | 14.99.1.14
  • ছি ছি পিপি, তুমি হলে হুগলী জেলার কলঙ্ক। মুড়ি খাও না। হে ভগবান!!
  • Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০০:১৬ | 14.99.1.14
  • খালি বোঁদে আর বোঁদে। কেন মিহিদানা খেতে কি হয় অ্যাঁ?
  • pipi | ২৯ অক্টোবর ২০১১ ০০:১৫ | 129.74.191.152
  • নাহ এইখানে সান্দার সাথে মিলল না। কাজবাড়ির ঐ খাওয়া ছিল আমার দু চোক্ষের বিষ! একে তো মুড়ি ভালবাসি না তাই ঐ রসোগোল্লা দুটি দিয়ে সন্তুষ্ট থাকতে হত। ফলে খানিক পরেই খিদে পেত কিন্তু চক্ষুলজ্জায় কাউকে বলতেও পারতাম না আরো দুটি মিষ্টি দেবার জন্য। আর দুপুরের মেনুতে মাছের মাথা/কাঁটা দেওয়া ডাল আর ছ্যাঁচড়া দেখেই কান্না পেয়ে যেত, গিলব কি আর।
  • Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০০:১৪ | 14.99.1.14
  • অচিন্ত্য দা, তোমার মিসড কল পেয়ে , আজকে তোমাকে রিং -লাম তো....
  • sayan | ২৯ অক্টোবর ২০১১ ০০:১৪ | 115.184.74.96
  • এইমাত্র জানা গেল, কেশীদার ষাঁড়শ্রমিক আছে। ঃ-)
  • sayan | ২৯ অক্টোবর ২০১১ ০০:১২ | 115.184.74.96
  • আরে আরে ঠিক আছে। স্টঅঅঅঅঅপ। ঃ-)

    আগেকার দিনের কাজবাড়িতে সকালের জলখাবার মানেই একবাটি মুড়ি, খানিকটা বোঁদে আর দুটো রসগোল্লা। আর দুপুরের সাধাসিধে মেনুতে ছ্যাঁচড়া মাস্ট। কদ্দিন অমন একটা বিয়েবাড়ি খাইনি! ঃ-((
  • pi | ২৯ অক্টোবর ২০১১ ০০:১১ | 128.231.22.133
  • বোঁদের নাম পরিবর্তন কর্তে আনন্দদানা চালু করার জন্য কি একটা পিটিশন চালু করা উচিত ?
  • pipi | ২৯ অক্টোবর ২০১১ ০০:১০ | 129.74.191.152
  • ব্যাংদি, ইগনোর, ইগনোর।
  • pipi | ২৯ অক্টোবর ২০১১ ০০:১০ | 129.74.191.152
  • গরম গরম বোঁদে খেতে ভাল লাগত বলে আমার ছোড়দা ঠিক খাবার সময়টিতে এসে এই ছড়াটা বলত। প্রথম প্রথম খেতে গেলে ঘিনঘিন করত। ফলে লাভ হত ওর। তারপর কেমন করে যেন একদিন মহামানবী হয়ে গেলুম। কানের কাছে হাজারবার মন্ত্র পড়ার মত ছড়া আওড়ালেও আমার কোন বিকারই হত না। দিব্যি নিজেরটা শেষ করে ওরটায় হাত মারতাম। ফলে মন্ত্র পড়া বন্ধ হয়ে গেল।
    ঠিক এই কায়দাতেই হাজার আলবাল কথা বলেও কেউ আমার ফুচকা খাওয়া বন্ধ করতে পারে নি। অম্লান বদনে ফুচকা খেতাম ভাবলেষশূণ্য মুখে আর ওদিকে পাশে বাবা, মামা কেউ না কেউ অনর্গল যা তা বকে শেষমেষ রনে ভঙ্গ দিতঃ-)
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০০:০৬ | 122.178.207.29
  • নাঃ, অ্যাদ্দিন পরে এলুম বটে, কিন্তু আর থাকা যাবে না। এরা আমাকে থাকতে দেবে না। প্রথমে বোঁদে, তারপর হজমিকে মার্ডার করল এরা!!
  • sayan | ২৯ অক্টোবর ২০১১ ০০:০৬ | 115.184.74.96
  • যোয়ান হজমিগুলি দেখতে ওরকম হলেও ভেতরটা আলাদা। ছাগলের ওগুলো যদি ডাইসেক্ট করো, ভেতরটা সবুজ পাবে। ঘাস খাওয়ার ফল।
  • achintyarup | ২৯ অক্টোবর ২০১১ ০০:০৫ | 115.111.248.134
  • হ্যাঁ হ্যাঁ, খাজার জন্যেও অনেক ধন্যবাদ। কালকে আসল খাজাও খেলুম বেশ খানিকটা, পুরী থেকে আনা
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০০:০৪ | 122.178.207.29
  • ছিঃ! না আমার অমন পাপী মন নয় যে খারাপ জিনিস দেখে ভালো কথা মনে পড়বে।
  • pi | ২৯ অক্টোবর ২০১১ ০০:০২ | 128.231.22.133
  • সেতো মেদিনীপুরের যোয়ান হজমিগুলিগুলিকে দেখে ঠিক অম্নি লাগতো।
  • kc | ২৯ অক্টোবর ২০১১ ০০:০২ | 178.61.96.29
  • ছাগলের ____ মার্কা ছড়াটার জন্য আমাদের বাড়িতে বোঁদেকে আনন্দদানা বলা হয়। তিন পুরুষ ধরে।
  • pi | ২৯ অক্টোবর ২০১১ ০০:০১ | 128.231.22.133
  • এই যো অচিন্দিদা, আমি যে এত্ত এত্ত খাজা দিলুম, একটা থ্যাঙ্কু তক নেই তার জন্য ? এতই খাজা জিনিস ? x-(
  • sayan | ২৯ অক্টোবর ২০১১ ০০:০১ | 115.184.74.96
  • বেশ তো আমার মুন্ডু নিয়ে গেন্ডুয়া খেলো কিন্তু তার আগে বিদ্যাহস্ত বলো তো, ছাগলের ওগুলো দেখে তোমার কক্ষনও বোঁদে মনে পড়েনি?! ঃ-))

    আমাদের পাড়ার একটা দোকানে দারুন শুকনো বোঁদে বানায়, গোলাপের পাপড়ি আর কাজুর টুকরো দেওয়া।
  • pi | ২৯ অক্টোবর ২০১১ ০০:০০ | 128.231.22.133
  • x-(
    ছোটোবেলায় আমি এটা খেতে চাইলেই দাদা দিদিরা এইটা বলে খেপাতো ঃ(

    এত ভাল খাবারের নাম কেন এত পচা হয় ঃ(
    শুধু রাজ্যের নাম পরিবর্তন করলে হবে ? খাবার দাবার , শহর গ্রাম পাড়া যাকিছুর নাম এমনি বিদঘুটে, সেগুলো এফিডেভিটের বন্দোবস্ত করার জন্য সরকারের কাছে খসড়া পাঠাতে হবে।
  • achintyarup | ২৮ অক্টোবর ২০১১ ২৩:৫৬ | 115.111.248.134
  • সকাল কোতায়? সবে তো কলির সন্ধে।

    পাই, কলিকাতা আছে কলিকাতাতেই
  • byaang | ২৮ অক্টোবর ২০১১ ২৩:৫৫ | 122.178.207.29
  • সায়নের ঘাড় ধরে কেউ মাটিতে ওর মুন্ডুটা ঘষে দাও তো আচ্ছা করে!
    বোঁদে আমার কত্তো প্রিয় খাবার! কিন্তু এরপরে আর কক্ষনো খুশি মনে আনন্দ করে খেতে পারবো? এই যাচ্ছেতাই ছড়াটা মনে পড়লে আর খাওয়া সম্ভব?
  • sayan | ২৮ অক্টোবর ২০১১ ২৩:৫১ | 115.184.74.96
  • এই প্রথম দেখলাম কেউ ঠিকঠাক "গুজিয়া' লিখলো। তা না, গুঁজিয়া, গুঁজিয়া!

    পাই,
    আসুন, বসুন
    কী খাবেন, বোঁদে?
    বাটি নিয়ে চলে যান ছাগলের "__' ঃ-))
  • Nina | ২৮ অক্টোবর ২০১১ ২৩:৪৯ | 12.149.39.84
  • আজকের মত্ন পলাইলাম--মিটিন ঃ-((
  • byaang | ২৮ অক্টোবর ২০১১ ২৩:৪৯ | 122.178.207.29
  • না এলে সাধক জীবন সমগ্র দেব কেমন করে?
  • Nina | ২৮ অক্টোবর ২০১১ ২৩:৪৮ | 12.149.39.84
  • 12th Dec বিকেল থেকে 26th Dec দুপুর অব্দি কলকাতা থাকব রে--তুই আসবি?
  • byaang | ২৮ অক্টোবর ২০১১ ২৩:৪৬ | 122.178.207.29
  • চিন্টু, আজ সক্কাল সক্কাল আপিস এসেছিস যে বড়!
    নীনাদি কোলকাতায় কবে আসবে?
  • Nina | ২৮ অক্টোবর ২০১১ ২৩:৪৬ | 12.149.39.84
  • ঠিক হ্যাজ বিল্কুল ঠিক হ্যাজ ঃ-)
  • pi | ২৮ অক্টোবর ২০১১ ২৩:৪৪ | 128.231.22.133
  • অচিন্তিদা, কই, কলকাতার কথা শুনি একটু !
  • pi | ২৮ অক্টোবর ২০১১ ২৩:৪৪ | 128.231.22.133
  • নিনাদি, কাল এক্ষপেরিমেন্ট শেষ হতে হতে অনেক রাত হয়ে গেসলো, তাই আর ফোন করিনি। আজ সন্ধেতে করবো, ঠিক হ্যাজ ?
  • achintyarup | ২৮ অক্টোবর ২০১১ ২৩:৪৪ | 115.111.248.134
  • থ্যাঙ্কু থ্যাঙ্কু, ব্যাঙ
  • byaang | ২৮ অক্টোবর ২০১১ ২৩:৪৩ | 122.178.207.29
  • যমও চাপত বলেই তো মনে পড়ছে। তাহলে যমের বাহন কে?
  • nk | ২৮ অক্টোবর ২০১১ ২৩:৪১ | 151.141.84.194
  • ষাঁড়ে তো চাপে শিবুদা থুরি থুরি শিব। ঃ-)
  • byaang | ২৮ অক্টোবর ২০১১ ২৩:৩২ | 122.178.207.29
  • অতই যদি বুদ্ধি থাকত, তাহলে কি আর ষাঁড়ে চেপে ঘুরতে হত!!
  • nk | ২৮ অক্টোবর ২০১১ ২৩:৩০ | 151.141.84.194
  • আরে হনুমানের ট্রিক কি আর সে জানে না? পটাং করে হয়ে গেলো মশার সাইজের, হুশ করে বেরিয়ে আবার নিজের সাইজের। ঃ-)
  • byaang | ২৮ অক্টোবর ২০১১ ২৩:২৬ | 122.172.226.253
  • ঐ অত বড় শরীর জানলা দিয়ে গলানোর চেষ্টা করলে যা নাজেহাল হবে না ব্যাটা!! হিহিহি! দৃশ্যটাই ভাবলেই হাসি পেয়ে যাচ্ছে।
  • nk | ২৮ অক্টোবর ২০১১ ২৩:২৪ | 151.141.84.194
  • উনি তো উড়ে চলেন, জানালার ব্যাপারেও দেখা দরকার। শুধু দরজাতে কাঁটা দিলে হবে? ঃ-)
  • byaang | ২৮ অক্টোবর ২০১১ ২৩:২২ | 122.172.226.253
  • ঠিক আছি, নীনাদি, চিন্তা কোরো না। ঃ-)) যমের দুয়োরে আজ আচ্ছা করে কাঁটা পুঁতে এসেছি। ক্ষমতা থাকে তো আসুক দিকিনি যমব্যাটা সেই কাঁটা ডিঙিয়ে!!
  • Nina | ২৮ অক্টোবর ২০১১ ২৩:১২ | 12.149.39.84
  • ব্যাঙি--আমি ল্যান্ড লাইনে ফোনালুম--কেউ তুল্লনি--কদিন আগে--কেয়ং আছিস??
  • byaang | ২৮ অক্টোবর ২০১১ ২৩:০০ | 122.172.226.253
  • প্রথমেই ব্রতীনকে বড় করে একটা থ্যাংকিউ। এসেমেস এখন দেখলাম। আর এখানেই রিপ্লাই দিচ্ছি। এসেমেসটা দেখেই মনটা ভালো হয়ে গেল।
    প্রতীকের মিসড কল-ও দেখলাম এখনি। কিন্তু এখন কল ব্যাক করার পক্ষে ঢের ঢের দেরি হয়ে গেছে। ঃ-(
    সিকি, এমনকি ভাইফোঁটার দিনেও আমাকে দিদি না বলে শুধু ব্যাঙ বলে ডেকেছে সেটাও নোট করে নিলাম।
    সব ভাই আর দাদাদের জন্য একথালা ভর্তি দুব্বোঘাস, এক মুঠো ধান, ছোট্ট বাটি ভর্তি করে চন্দন বাটা । মিষ্টি আর নোনতার থালাও সাজিয়ে দিলাম।
    চিন্টুবাবুর জন্মদিনও মিস করে ফেলেছি। ঃ-( ভেরি ভেরি সরি। ঃ-(( বিলেটেড হ্যাপি বাড্ডে।
  • Bratin | ২৮ অক্টোবর ২০১১ ২২:৫৩ | 117.194.100.114
  • তবে মাছ লজেন্স র জন্যে থ্যাঙ্কু। বড় প্রিয় ছিল ছোটো বেলায়।
  • kiki | ২৮ অক্টোবর ২০১১ ২২:৪৯ | 59.93.209.120
  • হেঃ যত্তসব দামী জিনিস এককাট্টা করে দিয়ে গেলুম কিনা? মরুগ্গে আমিও ডিডি দাদার মতো এক বস্তা কদমা আর মঠ দিয়ে গেলুম।
  • Bratin | ২৮ অক্টোবর ২০১১ ২২:৪৫ | 117.194.100.114
  • আচার যখন দিলে ই তখন কুল বা আমের দিলে না? চালতার? আচ্ছা পাজী মেয়ে তো!! ঃ-((
  • kiki | ২৮ অক্টোবর ২০১১ ২২:২৭ | 59.93.209.120
  • ইস্‌স্‌স্‌স্‌স এত্তো কম সময় পাচ্ছি যে টইপত্তের নাগাল পাচ্ছি না। একটা ল্যাপী নিয়ে সবাই টানাটানি করে মরছে। উপস!
  • kiki | ২৮ অক্টোবর ২০১১ ২১:০২ | 59.93.209.120
  • সবাইয়ের জন্য মাছ লজেন্স,দাঁতের লড়াই,চালতার আচার আর কারেন্ট দিলুম। ব্রতীনের মোতো ছোট বেলায় আমারো নিজেকে অমন বড় বলে মনে হতো। রাগ করিনিকো।:P
  • Nina | ২৮ অক্টোবর ২০১১ ১৯:৪১ | 12.149.39.84
  • বতীন
    ভাইফোঁটার আশির্বাদ-ফোঁটা দিলুম।
    খাওয়াটা কলকাতায় গিয়ে খাওয়াব---ডিসেম্বরে কলকাতায় আছ তো?
  • Nina | ২৮ অক্টোবর ২০১১ ১৯:৩৯ | 12.149.39.84
  • ভাইদের কপালে ভাইফোঁটা---
    সকল শুভ হোক
    নোনতা ও মিষ্টির থালা রেখে গেলুম।
  • nyara | ২৮ অক্টোবর ২০১১ ১৯:১৮ | 122.172.170.139
  • জার্মানদের উদ্দেশে প্রচারিত বিশেষ বুলেটিন -
    মোহনবাগান ২ - চিরাগ ১।

    ধুয়োঃ দেখবি আর জ্বলবি / লুচির মতন ফুলবি।
  • pi | ২৮ অক্টোবর ২০১১ ১৮:৩৫ | 72.83.90.203
  • বোঁদে আর গুজিয়া।
  • kumu | ২৮ অক্টোবর ২০১১ ১৮:০৭ | 122.160.159.184
  • পাইদিদির বর্মী ট্রাঙ্কো?
    আচ্ছা, ওতে কী আছে?
  • pi | ২৮ অক্টোবর ২০১১ ১৮:০০ | 72.83.90.203
  • উঃ। ট্রাংকটা টেনে আনতে আনতে হাঁপিয়ে গেলুম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত