বাঃ,বাঃ,ডিডিদার দুর্গতির কথা শুনে এতক্ষণে মনটা এট্টু ভাল হল।
Ishan | ২১ অক্টোবর ২০১১ ১৩:৫৭ | 122.248.163.4
হ্যাঁ, তাছাড়াও, পাসপোর্ট, ভিসা, মার্কশিট, সার্টিফিকেট, এইসব হারানোর হাত থেকে রক্ষা করারও তো একটা লোক চাই। এসব ব্যাপারে ঝিকির যা গুছোনো স্বভাব। ঃ)
Ishan | ২১ অক্টোবর ২০১১ ১৩:৫৪ | 122.248.163.3
আমিই অপু। সোহহম। আমার এইরূপ আরও নানাপ্রকার গপ্পো আছে। বড়চর্চায় লিখে দেব। ঃ)
Jhiki | ২১ অক্টোবর ২০১১ ১৩:৫২ | 182.253.0.99
ঈশান দা, বদ্ধোমানের ঝিকি মোটেই বিয়ের পক্ষে ছিল না......এখনও নেই!!
নেহাত বিয়ে করলে ঘরভাড়া, ভিসা ইত্যাদি পেতে সুবিধা হয় তাই বিয়ে করা ....... আর ভুল করে ছানা মার্কেটে চলে এলে তার দায়িত্ব কিছুটা কমানোর জন্য বিয়ে টিকিয়ে রাখা।
নইলে লিভ টুগেদারের জুড়ি নেই ;)
নেতু টাকে কেমন ভাই ভাই মনে হয়, এমনিতে পরিচিত ব্যচেলরা বিয়ে করলে আমি ভারি দুঃখু পাই!!
dukhe | ২১ অক্টোবর ২০১১ ১৩:৫০ | 122.160.114.85
অপুরও এরকম হয়েছিল না ? যাত্রার রাজকুমারীকে বাইরে বিড়ি খেতে দেখা ?
Ishan | ২১ অক্টোবর ২০১১ ১৩:৪৬ | 122.248.163.3
কুমুদি আবার একটা অভিশাপ দিল। কলকেতায় কুঁড়ি নেই?
dd | ২১ অক্টোবর ২০১১ ১৩:৪৪ | 124.247.203.12
আর আমার উপর চলছে শাঁড়াষী আক্রমন।
এই উইকেন্ডের পর পুরো নভম্বর মাসই হয়তো আমায় পুরোটা মাস ছেন্নাইতে থেকে যেতে হবে আর উদিকে এখন আমার প্রচন্ডো ঘুম পাচ্ছে। হালার এমন কিপটে আপিস যে কফি মেশিন পর্যন্ত্য নেই।
বৃথা রাগে দাঁত কিড়মিড় করছি আর হাই তুলছি।
Ishan | ২১ অক্টোবর ২০১১ ১৩:৪৩ | 122.248.163.4
শোনেন তাহলে আমি কই।
সাউথ সিটিতে পার্কিং লটে বিড়ি খাব বলে সিগারেট বার করছি, এমন সময় এক মহিলা আমাদ্দিকে তাকিয়ে স্মাইল দিলেন। আমি তো অবাক। তারপর বল্লেন দেশলাই হবে? তারপর বললেন, কেমন? বড্ডো গরম পড়েছে না। আরও কি কি বললেন? আমি ভাবলাম চেনাই হবে নির্ঘাত। বলে আমিও চাট্টি হাবিজাবি বকে বিড়ি খেয়ে চলে এলাম।
পরে মিঠু বলল, তিনি আসলে গানের ওপারের আমার অতি প্রিয় মেজ বৌ। আমি অ্যাদ্দিন টিভিতে দেখেও চিনতে পারিনি। অথচ তিনি টিভির মধ্যে থেকে আমাকে দেখে ঠিক চিনেছেন। কি প্রতিভা।
লোকে ঢপ ভাববে বলে অ্যাদ্দিন বলিনি। কিন্তু গপ্পোটা নিজ্জলা সইত্য। মিঠু আর কাবলিদা সাক্ষী।
kumu | ২১ অক্টোবর ২০১১ ১৩:৪৩ | 122.160.159.184
ভারী দুক্ষু পেলুম ঈশান,আমি ভাবলুম তোমারো যদি একখান কুঁড়ি- যাগ্গে,তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরে এসো মিঠুর কাছে,এই আশীর্বাদ করি।
Netai | ২১ অক্টোবর ২০১১ ১৩:৪২ | 121.241.98.225
কে আছো, কেসিদার মুখে খানিক দেশী ঘি আর চিনি দাও।
kc | ২১ অক্টোবর ২০১১ ১৩:৩৮ | 178.61.96.29
কুমুদি, সেরকমই শুনেছিতো।
dd | ২১ অক্টোবর ২০১১ ১৩:৩৮ | 124.247.203.12
মহাভারতে যুধিষ্ঠির কুরুক্ষেত্রের পর কারে অর্থমন্ত্রী করেছিলেন সেটা খ্যাল আছে তো? সঞ্জয় কে। ব্যাটা অতীব ধুরন্ধর ছিলো।
Netai | ২১ অক্টোবর ২০১১ ১৩:৩৬ | 121.241.98.225
বাড়ি থেকে আসার সময় আমারও দেখা হয়েছিল রজতাভ দত্তের। এয়ারপোর্টে সিকিউরিটি চেক ইনের আগে। 'হ্যালো বস' বলবো কিনা ভাবছি এমন সময় দেখি বস হেলতে দুলতে কোথায় চলে গেলো।
বেঙ্গালুরুতে দেখি ফ্রাইডে ড্রেসিং মারাত্মক। মেয়েদের কথা বাদই দিলাম, তাদের যে কি ফর্মাল আমি আজও বুঝি নাই, কোনোদিন বুঝবও না। কিন্তু ছেলেপুলেরাও দেখি ফ্যাশন করে চলে এসেছে। পাট্টিতে আছি না আপিসে বোঝা দুষ্কর।
kc | ২১ অক্টোবর ২০১১ ১৩:২৯ | 178.61.96.29
একটা খুব বিশ্বস্তসূত্রে খবর পেয়েছি, এবিপি নাকি তাদের যতসব ম্যাগাজিন আছে, (দৈনিক, পাক্ষিক, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, সব) সবগুলোর পিডিএফ বানিয়ে ফেলেছে। বছরখানেকের মধ্যেই নাকি মার্কেটে ছাড়বে।
siki | ২১ অক্টোবর ২০১১ ১৩:২৬ | 123.242.248.130
কপালে কি সুখ সইবে? আজ আপিস লাঞ্চ দেবে বলেছিল। তো লাঞ্চ এল। কী? না, একটা করে পেপসি/মিরিন্ডার ক্যান, আর একটা করে পার্সোনাল পিজ্জা, তাও ভেজ। মিউমিউ করে একজনকে জিজ্ঞেস করতে গেলাম, নন ভেজ পাওয়া যাবে না? তা সে মাৎ মাৎ করে তেড়ে এল, আরে, দিওয়ালী কে নাম পর নন ভেজ মাঙ্গ রহে হো?
আমার টেবিল পজ্জন্ত আসার খানিক আগে পিজা শেষ। আবার আনতে গেছে। আমি খালি পেটে ভেজ পিজা খাবো বলে বসে আছি। ক্ষী জীবন!
Ishan | ২১ অক্টোবর ২০১১ ১৩:২৪ | 122.248.163.4
দুয়ের অভিজ্ঞতাও আরেকজনের হয়েছিল। উম্বার্তো একো। নিউ ইয়র্কে পার্ক থেকে বেরিয়ে রাস্তা পেরোতে যাবেন, এমন সময় একজন খুব চেনা লোকের সঙ্গে দেখা। তাকিয়ে হাসতে যাবেন, এমন সময় মনে পড়ল লোকটি দেনজিল ওয়াশিংটন (অন্য কেউও হতে পারে)।
হেবি রসিয়ে লিখেছেন ভদ্রলোক।
byaang | ২১ অক্টোবর ২০১১ ১৩:২৪ | 122.172.227.135
বোঝাই যাচ্ছে দিল্লির লোকদের আবাপ ফ্রিতে কোনো কিছু দিতে রাজি নয়। শুধুমাত্র কোলকাতা আর লুরুর পুণ্যাত্মাদের জন্যই এইসব ব্যবস্থা।
siki | ২১ অক্টোবর ২০১১ ১৩:২৩ | 123.242.248.130
না, আমি গেল বছর অক্টোবরের পর থেকে আর দেশ নি' নি। কেবল এই মাঝে যখন যখন ফরিদা আর তেকোনার কবিতা বেরলো, শুধু সেইগুলোই কিনেছিলাম পাড়ার দোকান থেকে।
দেশে কি শ্যাম্পু পেস্ট সত্যি দিচ্ছে? মাইরি? মানে, লাস্ট দেখেছি মাখন দিচ্ছিল। এই সেপ্টেম্বর ইস্যুতে। বিশ্বেস না হয় সেপ্টেম্বর মাসের "এই সময়' বিভাগের প্রথম নিবন্ধটা পড়ে দেখবেন। লেখার সাথে দিদি-ব্র্যান্ডের মাখন ফ্রি ছিল।
saikat | ২১ অক্টোবর ২০১১ ১৩:২২ | 202.54.74.119
বারোশো টাকা তো কম বলেছে। পরে যখন সদবির নিলামে উঠবে তখন খেই পাবে?
byaang | ২১ অক্টোবর ২০১১ ১৩:২১ | 122.172.227.135
আমি সানন্দা আর আনন্দলোক কিনে বাড়ি ফিরলে মা ভারি চটে যায় এমনিতে। (সেই যে তাপস পাল যখন বাড়ি ছেড়ে কিছুদিন আলাদা থাকার পর আবার বৌ-মেয়ের কাছে ফিরে এসেছিলেন, সেই সংখ্যার আনন্দলোকটা কেনার পর থেকেই মা ক্ষেপে আছে) কিন্তু এবার কোলকাতা গিয়ে আদারসুনের পেস্টের প্যাকেটটা যখন সগর্বে মায়ের হাতে তুলে দিলাম, মায়ের ভ্যাবাচ্যাকা মুখটা দেখে ভারি হাসি পেয়েছিল। মা কোনোরকমে ঢোঁক গিলে বলল "আজকাল ম্যাগাজিন বিক্রির জন্য রান্নার মশলা ফ্রি দিতে হচ্ছে!!''
dukhe | ২১ অক্টোবর ২০১১ ১৩:১৯ | 122.160.114.85
ব্যাঙ এর অভিজ্ঞতা আমারও হয়েছে । আবাপ আপিস থেকে পুরোনো শারদীয়া কিনতে গিয়ে । যাচ্ছেতাই দাম বলে । কেন কে জানে ।
Ishan | ২১ অক্টোবর ২০১১ ১৩:১৮ | 122.248.163.3
না। সিকি শ্যাম্পু নেয়না। শুধু দেশ নেয়।
kumu | ২১ অক্টোবর ২০১১ ১৩:১৭ | 122.160.159.184
ইকী,আমি আদারসুন/ভলিনি পাই নি।
Ishan | ২১ অক্টোবর ২০১১ ১৩:১৭ | 122.248.163.3
আমি কাল কাজাচ্ছিলুম। আমার তো আর আপনাদিগের মতো সুখের চাগ্রি নয়, যে, আপিসে এসে আট ঘন্টা স্রেফ গুরু করে হাঁফাতে হাঁফাতে বাড়ি ফিল্লুম। আমার হল মুটের জীবন। জিঘিন্যি।
dukhe | ২১ অক্টোবর ২০১১ ১৩:১৭ | 122.160.114.85
সিকি দেশ নেয় না বোঝাই যাচ্ছে ।
kumu | ২১ অক্টোবর ২০১১ ১৩:১৬ | 122.160.159.184
নেতাইএর জন্য টই টেনে তুল্লাম কাল রাতে,সেই বিয়ে কোরার টই,সে দেখছি গদ্দাফির ঘায়ে ডুবে গেছে।
আর উনতিরিশ দিন বাকি,অ নেতাই,কিছু খেতেটেতে ইচ্ছে থাকলে বলো,লজ্জার কিসুই নাই।
byaang | ২১ অক্টোবর ২০১১ ১৩:১৬ | 122.172.227.135
এই তো কমাস আগেই সানন্দার সঙ্গে ভলিনি দিয়েছিল। আর অক্টোবরের প্রথম সংখ্যার সঙ্গে আদারসুনের পেস্ট। ভারি উপকারী ম্যাগাজিন।
দুখে এইটা ঢপ দিলেন। দেশের সাথে মোট্টেও শ্যাম্পু পেস্ট দেয় না। ওগুলো সানন্দায় দেয়।
byaang | ২১ অক্টোবর ২০১১ ১৩:১৪ | 122.172.227.135
মান্যতার ইশেন, কাল যখন হচ্ছিল, তখন আপনি কোথায় ছিলেন?
byaang | ২১ অক্টোবর ২০১১ ১৩:১৩ | 122.172.227.135
আমার হর্ষ দত্তর উপর বেজায় রাগ। পুরনো আনন্দমেলা কিনতে এবিপির আপিসে গেছিলাম, আর অমন সুমধুর ব্যবহার এবিপির রিসেপশন ডেস্ক ছাড়া আর কোথাও পাওয়া যাবে না, তো মধুরভাষী এক ভদ্রলোক আমার উদ্দেশ্য শুনে কার কাছে পাঠাবে বুঝতে না পেরে হর্ষ দত্তর কাছে পাঠিয়ে দিলেন। হর্ষ দত্ত অনেকক্ষণ ধরে আমার আকুলিবিকুলি শুনে কাকে একটা ফোন করে কীসব জিগিয়ে আমাকে বললেন -- ""ভাই, তুমি চাইলেই কিনতে পার, পুরনো আনন্দমেলা, তবে কিনা একটা একটা ইস্যু বারোশোটাকা মতন পড়ে যাবে''। আমি ডাগর আঁখি মেলে বললাম "গোডাউনে ফেলে বইগুলো নষ্ট করবেন, তবু জেনুইন পার্টি কিনতে এলে, এরকম অ্যাবসার্ড কথা বলে তাড়াবেন?''। উনি আরো নরমগলায় বললেন "কী করব বল? এটাই তো কোম্প্যানি পলিসি, এর উপর কথা চলে না''। যারা এটাকে মিথ্যে গল্প বলে বিশ্বাস করতে চাইছেন, তাদের কাছে চ্যালেঞ্জ রইল, কষ্ট করে একটিবার এবিপিতে গিয়ে তিরিশ বছরের পুরনো ম্যাগজিন কেনার চেষ্টা করে দেখতে পারেন।
Ishan | ২১ অক্টোবর ২০১১ ১৩:১৩ | 122.248.163.3
সানন্দাতেও দেয়। তাছাড়া আনন্দবাজার টেলিগ্রাফ কম্বো অফার দিতে এসেছিল। একবছর ধরে নিলে একটা কিনলে আরেকটা ফ্রি।
পৃথিবীর কী উন্নতি হচ্ছে ভাবা যায়না।
dukhe | ২১ অক্টোবর ২০১১ ১৩:১১ | 122.160.114.85
তাছাড়া দেশ এর সঙ্গে মাঝেমধ্যে শ্যাম্পু পেস্ট এসব পাওয়া যায় । এই বাজারে কে দেয় হে ?
সিকি,সেই বারো বছর বয়েস থেকে দেশ পড়ি,এখন মায়া পড়ে গেছে।এতদিনের বন্ধু,ভাল লিখছেনা বলে ছেড়ে দেব?তাই নিই ও পড়ি।আ ক বা!!
Ishan | ২১ অক্টোবর ২০১১ ১৩:০৪ | 122.248.163.3
আমি তো হর্ষ দত্তকে খুবই ভালোবাসি। ঃ)
siki | ২১ অক্টোবর ২০১১ ১৩:০১ | 123.242.248.130
তা ঠিক অবিশ্যি। আপনি এখনও দেশ পড়েন শুনে আমি একটু অবাক হয়ে গেছিলাম অবিশ্যি, তবে সেকেন লজিকটা বেশি মনে ধরল।
তবে ইয়ে, আলোর আশায় মাসে মাসে পয়সা খচ্চা করাটা বেশি চাপের। ঐ, চেনাশোনা কারুর লেখা বেরোলে সেই সংখ্যাটা কিনি আর কি, সযত্নে সেইটুকু ছাড়া চেষ্টা করি আর কিছু না-পড়ার ঃ-)
h | ২১ অক্টোবর ২০১১ ১২:৫২ | 203.99.212.53
Thik. mene nilaam.
kumu | ২১ অক্টোবর ২০১১ ১২:৪৮ | 122.160.159.184
এই সংখ্যাতেই সুজাতা তরফদারের লেখা খুব ভাল লাগল।আর আমি না পড়াতে বিশ্বাস করি না,কোথায় কখন আলো দেখা যাবে তা কি জানি? আগের পোস্টে তো একটু মজা করলাম-
h | ২১ অক্টোবর ২০১১ ১২:৪১ | 203.99.212.53
desh er phikashan jinisa Taa ekebaarei naa parhale ei kashhTaaTukuo thaakato naa abashya. aar nana phikashan poliTikaal Jaa, taar janya to doinik samooha aachhe. baaki railo baiyer bij`NaapaNa, sei paarTa Taa khaaraap naa. Trene bus e kaaje laage.
eTi pa`Nchabhooteshhu maatra, personal kisu naa.
kumu | ২১ অক্টোবর ২০১১ ১২:৩৭ | 122.160.159.184
একটা চেতাবনী দিয়ে যাই- দেশ পড়েন?তালে এবারের দেশে নন্দিতা বাগচীর গল্প পড়বেন্না।আমি মাথাঠান্ডা মানুষ,কোনরকমে সহ্যি করেছি,কিন্তু এত ন্যাকাপনা দেখলে বইটি ছিঁড়ে আগুনে দেয়ার ইচ্ছা হওয়াই সঙ্গত।
Bratin | ২১ অক্টোবর ২০১১ ১২:৩৬ | 122.248.183.1
তা জানি না। কিন্তু আমার বন্ধু রুদ্র বসু ইবে।
de | ২১ অক্টোবর ২০১১ ১২:৩২ | 203.197.30.2
না:, বিশ্বকাপের মতো অতো কিছু নয় -- তাত্থেকে এট্টু কমই! :)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন