এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ১৬ অক্টোবর ২০১১ ২০:১০ | 115.184.24.72
  • শেষে তিনখানা গোটা রসগোল্লা, অতগুলো লুচি, এক গামলা খেজুরের চাটনি আর কি কি জানি কেউ খেতে পারল না। ভাবা যায়! অবশ্য মোচার চপগুলো পড়ে থাকেনি বেশিক্ষণ। আলুর দমটাও চেটেপুটে সাফ। পুরনো আলু, মিষ্টি একটু, পামিতাদি' তাই ভালোবেসে খেলো। দুটি কাঁচালঙ্কা দিয়ে। সত্যি বলতে, আরেক রাউন্ড নলেনগুড়ের আইসক্রিম হলে মন্দ হত না, তবে সবার অর্ধনিমীলিত চোখ দেখে আর ভরসা পাইনি। ঃ-)
  • ppn | ১৬ অক্টোবর ২০১১ ১৯:৫৪ | 112.133.206.22
  • কুমুদি, সরি তোমার এসেমেসের রিপ্লাই দেওয়া হয়নি। গুছিয়ে ভাট হল। খাবার পেতে অবশ্য বেলা বয়ে গেসল। কিন্তু তারপরে এত খেয়েছি যে লোকে নড়তে পারছিল না।

    এভারগ্রিন ডিডিদা ছিলেন। বিখ্যাত অঙ্কবিদ পি সাহা। আর দেড়েল মামু একপেট খিদে নিয়ে অত কম খেল।
  • Ishan | ১৬ অক্টোবর ২০১১ ১৯:৫৪ | 59.97.9.19
  • কুমুদিকে লুরু ভাটের ফুলকো লুচি দিলাম। ঋদ্ধিমানকে একটু দিয়ে খেলো কিন্তু। ঃ)

    লুরু ভাট সেরে এই ফিরলাম। পুরো এখন-যাই তখন-যাই অবস্থা। পেট ফেটে রাতে পটল না তুললে কাল বিশদে লেখা যাবে।
  • kk | ১৬ অক্টোবর ২০১১ ১৯:০০ | 107.3.242.43
  • কুমু দিদি জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিয়ে গেলাম।
  • siki | ১৬ অক্টোবর ২০১১ ১৮:১১ | 122.177.184.103
  • উনি দোকান্না, ক্লায়েন।
  • achintyarup | ১৬ অক্টোবর ২০১১ ১৬:৪২ | 210.212.18.172
  • রোব্বার আপিসে এলে ঘুম্পাবে না?
  • bb | ১৬ অক্টোবর ২০১১ ১৬:০৪ | 117.195.176.160
  • siki এর দোকান কি --ল্যান্ড এর রাজকোষাগার?
  • dukhe | ১৬ অক্টোবর ২০১১ ১৫:২৯ | 117.194.226.126
  • সাহেবরা অমন হুজুগে হয় । রাজার বে হলে বিনা ফলারের নেমন্তন্নে আশীর্বাদ করতে কাছা খুলে দৌড়োয় । আমরা দেখি আর মুচকি হাসি ।
  • siki | ১৬ অক্টোবর ২০১১ ১৩:৫৮ | 122.177.184.103
  • লজ্জা দিয়েন্না। বিরানব্বইতেও পাশ করিনাই, আমি তারও খানিক পরে।

    ইদিকে রাজারাণীর বিয়ে হয়ে গেল, কেবল দেশটা ইংলন্ড নয় বলে কোনও চ্যানেল কভার করল না রাজার বে। অথচ পেমারাণীকে দেখতে ব্রিটিশরাণীর চেয়ে কত্তো সুন্দর!!
  • kumu | ১৬ অক্টোবর ২০১১ ১৩:৫৪ | 14.98.24.72
  • তবে?????

    যদি বিরানব্বইতেও সিকি মাধ্যমিক টপকে থাকে,তবে এখন তার বয়েস কত?সে যে হুলিয়ে চাগরী করে,ফোরেন যায় তাতে দোষ নাই?
  • siki | ১৬ অক্টোবর ২০১১ ১৩:৪৭ | 122.177.184.103
  • আমি অবশ্য একানব্বইতে পড়াশোনা করতাম। মাধ্যমিক পজ্জন্ত পাশ করি নি তখন।
  • siki | ১৬ অক্টোবর ২০১১ ১৩:৪৬ | 122.177.184.103
  • ঃ)

    ছুটির্দিনে আমি কুড়ির নাম নি' না। তবে আপনাকে বল্লে ক্ষেতি নেই, কী বলবো, কতকাল হয়ে গেল কুড়িকে দেখি নি। সেই যে ক্লায়েন আপিসে চলে গেল, গনগনাগন নেভার কাম। তবে উপরে রব্‌ আছেন, ভগমান আছেন। শুনেছি কুড়িকে যে প্রজেক্টএর কাজে নিয়ে যাওয়া হয়েছিল, সেই প্রজেক্টটা অন্য কোংপানি পেয়ে গেছে, আমরা পাই নি, তাই আশায় আশায় বসে আছি, ওরে অবোধ মন, কোনও না কোনও শুভদিনে সে ফিরিবে, অবশ্যই।

    স্যান্ডো অবশ্য আসে রোজ, নব নব রূপে। কোনওদিন ফ্রক, কোনওদিন লুঙ্গি, কোনওদিন লালপাড় গরদের শাড়ি, সে একেবারে পুঁদিচ্চেরি ব্যাপার, চোক তুলে তাকাতে পারি না পজ্জন্ত ঃ)
  • kumu | ১৬ অক্টোবর ২০১১ ১৩:৪৬ | 14.98.24.72
  • একানব্বইতে চাগরী করা যাবে না-এটা আবার কোথায় লিকেচে,অ্যাঁ?

    কল্লেই হয়।রঞ্জনদা অব্দি করে।
  • siki | ১৬ অক্টোবর ২০১১ ১৩:৪৪ | 122.177.184.103
  • বিবি বড্ড বেরসিক ঃ-)
  • kumu | ১৬ অক্টোবর ২০১১ ১৩:৪৩ | 14.98.24.72
  • কথায় কথায় অতো কোশ্নালে চলে না।

    বিশ্বাস,বিশ্বাস রাখো,হে সিকি।
    আচ্ছা, কুড়ির কী খবর?
  • bb | ১৬ অক্টোবর ২০১১ ১৩:৪২ | 117.195.176.160
  • ওহে ঋদ্ধি এই '৯১টা একটা ধাঁধা, ওনার বয়স নয়, নিচেই পড়ে দেখুন উনি চাকরী করেন, সুতরাং,,,,,
  • siki | ১৬ অক্টোবর ২০১১ ১৩:৪০ | 122.177.184.103
  • কিন্তু প্রশ্ন পাচ্ছে। আপনি একানব্বই হয়ে গেলেন, আর ব্যালেন্স হারালো আপনার ফোন? ফোনটা কত কেজি হল?
  • kumu | ১৬ অক্টোবর ২০১১ ১৩:৩৭ | 14.98.24.72
  • পাই,মেল দেখো।
  • kumu | ১৬ অক্টোবর ২০১১ ১৩:৩৬ | 14.98.24.72
  • না,না, সেকি কথা,খারাপ লাগার প্রশ্নই নাই।

    আমার ওজন কিন্তু নব্বই কেজি,একানব্বই নয়,এইটে খ্যাল কর্বেন।
  • ridhhiman | ১৬ অক্টোবর ২০১১ ১৩:২৭ | 108.194.169.197
  • ওহ , আপনি এত বয়সেও এত ফ্লুইড লেখেন?!! এটা দারুন ব্যাপার | আমার পোস্টে কোন কিছু খারাপ লাগলে সরি | মজা করছিলাম |
  • pi | ১৬ অক্টোবর ২০১১ ১৩:১৭ | 71.191.42.195
  • কুমুদি, তোমার ফোন্নং মেইল করে দাও। আমরা (আমাদের) সকালে ফোনিয়ে নেবো ঃ)
  • kumu | ১৬ অক্টোবর ২০১১ ১৩:১২ | 14.98.24.72
  • পাই,শুনে খুবি আনন্দ হল।
    btw আমি আজ ৯১ হলাম,ফোনে ব্যালান্স নাই তাই ফোনাতে পারলাম না।

    ঋদ্ধিমান,আপনার শুভেচ্ছা পেয়ে খুব ভাল লাগল।
  • riddhiman | ১৬ অক্টোবর ২০১১ ১২:৫৬ | 108.194.169.197
  • কুমু আপনাকে আমি হ্যাপী বার্থডে বলছি প্রথমে| আর অন্যদের খুব বিনয়ের সাথে একটা কথা উপস্থাপনা করছি :-
    আমার একটা অত্যন্ত ** বন্ধু (কেডি বাবু কে কথা দিয়েছি তাই :( ) আমাকে গুপি মেরে এখানকার ঠিকানা দিয়ে বলেছিল এখানে ভালো করে লেখ, আর সাত দলার ফেল ,মাসে মাসে একটা বাংলা কাগজ আর জন্মদিনে স্পেশাল ডেলিভারি মাল চিকেন ডার্ক চকলেট এসব আসবে| এখানকার কিছু পোস্ট দেখিয়েছিল প্রমান রূপে | কিছুদিন ধরে ফলো করে আমার প্রশ্ন:
    এটা কি পুরোটাই চুপকি? ফলস, রান্নাবাটি কেস? কেন??? ইকি রে ভাই !!! ঠাকুর কে দিলেও তো সামনে মাল টাকে রাখা হয় কম সে কম ? এই ধরনের চুপকি তে কুমুদি (কুমুদিই হবে বলছি না, কোন এক রুমুদি ঝুমু দি) খুশি হবার বদলে বেজায় রেগে যেতে পারেন তো ! হতেই পারে, তার কাজের চাপে কিসসু রান্না হয়নি, কালকের পাস্তা খাচ্ছেন, আর এখানে এইসব বলা হচ্ছে | প্রাক্তন সেমি-ব্যথা অর্কুটে ফুল তুল এঁকে পাঠালে যেরম রাগ হয় |

    কুমুদি, কি আর বলব, আমি আগেই লিখেছি নি:স্ব, সস্তা চাইনিস টেক আউট এর ওপর আছি, তাও চেনা বলে টিপ গুপি করে দিই, যা পায় নিজেই স্নাটাই | আপনাকে সামনে পেলে পুরানো ফরচুন কুকির চোতা টা দিতাম | 'ইউ সাল বি ব্লেস্‌দ উইথ গ্রেট ফ্রেন্ডস' (কেডি বাবুর জন্য 'ইন বেদ' সেন্সর করলাম | )
  • pi | ১৬ অক্টোবর ২০১১ ১২:৪৫ | 71.191.42.195
  • অভ্যুকে মিতাদি মারবে বলে জানিয়েছে।
  • pi | ১৬ অক্টোবর ২০১১ ১২:৩৭ | 71.191.42.195
  • আর এমনি ল্যাদ যে আমাকে দিয়ে লেখাচ্ছে ! x-(
  • m | ১৬ অক্টোবর ২০১১ ১২:৩৫ | 117.194.33.21
  • কুমি, জন্মদিনের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো- দাদার দেওয়া শাড়িটা পরে একবাটি পায়েস খেতে খেতে চিররঙিন থাকোঃ)
  • m | ১৬ অক্টোবর ২০১১ ১২:৩২ | 117.194.33.21
  • ব্রতীন , অনেক ধন্যবাদঃ)
  • pi | ১৬ অক্টোবর ২০১১ ১২:২৪ | 71.191.42.195
  • কুমুদিকে জম্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিতে বল্লো। এদিকে সবাই আবার নিজেদের বয়স বেড়ে যাওয়া নিয়ে হেব্বি হা হুতাশ শুরু করেছে। কুমুদিকে এনিয়ে অবশ্য চিন্তা করতে বারণ করা হয়েছে। কারণ কুমুদি হল গিয়ে এভারগ্রীন।
  • titli | ১৬ অক্টোবর ২০১১ ১২:২১ | 14.96.212.153
  • সইবে না। ঠিক পৈটিক সমস্যা হবে। একা খাওয়া বেরিয়ে যাবে।
  • sayan | ১৬ অক্টোবর ২০১১ ১১:১৮ | 115.184.84.17
  • কুমুদির রেখে যাওয়া চকলেটের গোটা bowl টা নিয়ে আপাতত আমি উধাও হলাম ঃ-P
  • su | ১৬ অক্টোবর ২০১১ ১১:১৭ | 71.191.42.195
  • কাবলি দা............. তোমাকে খুব মিস করছি!!!! সামরান দি.... তোমাকে ও!! ভাল থেকো :)
  • kumu | ১৬ অক্টোবর ২০১১ ১১:০৬ | 14.98.35.193
  • সকলের এত ভালোবাসার উত্তরে আমি কী দিই?

    এক bowl নানারকম চকোলেট রেখে গেলাম।

    সায়নের,অভ্যুর লিং দেখো সবাই।

    কাঁথা স্টীচ পুজোতে কিনেছি তো,দাদা(তোমাদের)ও একটা এনেছেন।
  • titli | ১৬ অক্টোবর ২০১১ ১০:৫৮ | 14.96.155.138
  • শুভ জন্মদিন কুমুদি। ভাল থাকবেন। খুব শিগ্গিরি যেন কাঁথাস্টীচের শাড়ী হয়।
  • sayan | ১৬ অক্টোবর ২০১১ ১০:৫৭ | 115.184.84.17
  • আর সাথে এটাও, ওনলি ফর কুমুদি ঃ-)
  • kumu | ১৬ অক্টোবর ২০১১ ১০:৫৩ | 14.98.35.193
  • নীনা,তুমি পায়েস করেছ তো,বাঃ বাঃ।তোমার বাড়ীতে সবাইকে খাইয়ে দাও।
    আসলে আমাকে সবাই পায়েস কর্তে বলছিল,তা আমি বলে দিই,নীনা করলেই আমার করা হোলো।এই বৃদ্ধবয়েসে নিজের জন্মদিনে নিজেই পায়েস রান্না করা চাপ।
  • sayan | ১৬ অক্টোবর ২০১১ ১০:৫২ | 115.184.84.17
  • শুভ জন্মদিন, কুমুদি'!
  • kumu | ১৬ অক্টোবর ২০১১ ১০:৪৯ | 14.98.35.193
  • ভালবাসা,সবাইকে,অনেক অনেক,অনেক।

    আজকেই কিনা আম্রিগা/লুরু দুজায়গাতেই ভাট?ভাবা যায় না!!

    ভালবেসে ঐ
    - দিয়েছ,তাই আদর করে নিলাম,জীবনে প্রথমবার।
  • Netai | ১৬ অক্টোবর ২০১১ ১০:৪২ | 180.149.52.43
  • শুভ জম্নদিন কুমুদি।
  • r2h | ১৬ অক্টোবর ২০১১ ১০:৪১ | 71.191.42.195
  • বাক্যগঠনে একটু ভুল হয়ে গেল। তবে রাত একটা বাজে, অনেকক্ষণ ধরে ইসে, মানে অ্যালকোহল চলছে কিনা। আর তো কেউ খাবেনা, আমিই একা স্কচকন্ঠ।
  • pi | ১৬ অক্টোবর ২০১১ ১০:৪১ | 71.191.42.195
  • আমাগো শ্যাষ হইবার কোন লক্ষণ দেখছি না যে ঃ)
  • pi | ১৬ অক্টোবর ২০১১ ১০:৩৮ | 71.191.42.195
  • ও হো হো, দাদা তাইলে এই জন্য কাল রাত বারোটায় এয়েছিলেন ! আর কুমুদি কিনা ....

  • r2h | ১৬ অক্টোবর ২০১১ ১০:৩৩ | 71.191.42.195
  • মিতাদি, পাই, হুতো সুতো সোহাগ, অরণ্যাদা, নিনাদি আর টিমকে মিস করছি। সৈকতদাও সঙ্গে আছে, ইস্নিপ্সে।
    কুমুদিকে হ্যাবাড্ডে, মুগুরছাপ লুঙ্গী।
  • i | ১৬ অক্টোবর ২০১১ ১০:২৮ | 124.171.62.97
  • কুমুদিনীর জন্মদিনে ছোটাই মস্তানের শুভেচ্ছা রইল অশেষ।
    কবিতার খাতা ভরে উঠুক।
  • ppn | ১৬ অক্টোবর ২০১১ ১০:২১ | 122.252.231.10
  • তোমাগো শ্যাষ হৈলেই আমাগো শুরু অইবো।
  • Nina | ১৬ অক্টোবর ২০১১ ১০:২১ | 68.45.76.170
  • আমার আড্ডাটা মিস হয়ে গেল আজ----মিতার ফিশফ্রাইটাও !!
    আর ভাল ভাল গান ঃ-((((
    পাই, সবার গান টেপ করে রাখ পিলিজ!
  • Nina | ১৬ অক্টোবর ২০১১ ১০:১৭ | 68.45.76.170
  • কুমুদিনী , জন্মদিনে জামবাটিতে করে পায়েস , আর আকাশ-বাতাস ভর্তি করে শুভেচ্ছা ও ভালবাসা দিলাম। এই অ্যাত্তো-অ্যাত্তো---
    সুখি জন্মদিন!
    তোমার জন্মদিনে কাঠবেড়ালীদের কয়েকটি "নাটস' ও রেখে গেলুম।
    (এখানে এখন রাত পৌনে একটা--জাস্ট পায়েস করা শেষ হল )
  • kc | ১৬ অক্টোবর ২০১১ ১০:০২ | 194.126.37.78
  • ** কালকে, খাওয়ার,
  • kc | ১৬ অক্টোবর ২০১১ ০৯:৫৮ | 194.126.37.78
  • আহা কাললে কড়ওয়াচৌথের অতশত খায়ার পর আজকে কি কুমুদির বাঙালি পেটে এত কিছু সইবে? কুমুদিকে শুকনো হেপ্পি বাড্ডে। ভাল থাকুন।
  • pi | ১৬ অক্টোবর ২০১১ ০৯:৫৫ | 71.191.42.195
  • কুমুদিকে এখান থেকে কিছু অচারি গোস্ত ও কচুর লতি পাঠিয়ে দিলুম।

    কাঠবিড়ালিরা হ্যাপী বাড্ডে বল্লো ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত