তুমি আল্পনা দিতেও তো পাত্তে! বেশ একটা পোমো আল্পনা হতো। ঃ-)
r2h | ১০ অক্টোবর ২০১১ ২৩:২৯ | 198.175.62.19
নীনাদি, সেসব আমি কিছু জানিনা- ম্যানেজমেন্ট এবং পৌরোহিত্য সবই মহিলারা দেখছেন। আমার কাজ হচ্ছে পাঁচালী খোঁজা ও চাঁদা দেওয়া ঃ)
kiki | ১০ অক্টোবর ২০১১ ২৩:২৪ | 59.93.202.31
আমাদের এখানকার গপ্পটা পূজোতেই সীমাবদ্ধ নয়। সবসময় ই।
কেসি, ঃ)
hu | ১০ অক্টোবর ২০১১ ২৩:২২ | 12.34.246.73
ওহো! সেটা তিনপাতার কিনা জানি না তো! খোঁজ বহাল থাকুক। আমি যেটা পাবো দিয়ে দেব।
Nina | ১০ অক্টোবর ২০১১ ২৩:২১ | 12.149.39.84
হুতো তা পৌরহিত্য কে করছেন ঃ-)) মেনু কি? আমার নেমন্তন্ন কই ঃ-x
r2h | ১০ অক্টোবর ২০১১ ২৩:২১ | 198.175.62.19
হ্যাঁ, আমিও তো তাই বলি। তিন পাতা খারাপ কি।
r2h | ১০ অক্টোবর ২০১১ ২৩:২০ | 198.175.62.19
হু, থ্যাঙ্কিউ থ্যাঙ্কিউ। কাল সকালের মধ্যে হলেই চলবে ঃ)
Tim | ১০ অক্টোবর ২০১১ ২৩:১৯ | 198.82.17.212
কেন ভাবসম্প্রসারণ করে নিলেই তো হয়। তোমার খুঁজে আনা বই বাতিল হলো? লোকজন বড়ো অবোধ, লক্ষ্মীর পাঁচালী তিনপাতার হলেই তো পারফেক্ট হতো।
kc | ১০ অক্টোবর ২০১১ ২৩:১৯ | 178.61.96.29
আরে কিকিদি, এসব সবই হল গিয়ে মার্জিনের আর আইনস্টাইনের আলোর বাল্বের খেলা। আলো যত জোরালো হবে, আলো আর অন্ধকারের মার্জিনের পরিধিটাও ততই বেড়ে যাবে। বোঝেনতো সবই।
hu | ১০ অক্টোবর ২০১১ ২৩:১৯ | 12.34.246.73
আর কেউ যদি না দিয়ে দেয় তাহলে আমি আজ রাত বা কাল সকালের মধ্যে খুঁজে দিতে পারি লক্ষ্মীর পাঁচালী। একটা সফট কপি করা হয়েছিল জানি। লোকজনের থেকে চাইতে হবে।
nyara | ১০ অক্টোবর ২০১১ ২৩:১৮ | 122.167.173.227
এবার অন্য দিকটা একটু শুনি। এবার কলকাতায় যিনি আমাদের ভাড়া গাড়ি চালাচ্ছিলেন তাঁর সঙ্গে গল্প করছিলাম। বললেন মাস গেলে হাতে আসে হাজার পাঁচেক। চালাতে হয় স্ত্রী ও মেয়ে নিয়ে আড়াই জনের সংসার। মেয়ের স্কুলেই চলে যায় দেড় হাজার। নিজের গাড়ি কেনার জন্যে যা টাকা জমাচ্ছিলেন ঘর তুলতে গিয়ে খরচ হয়ে গেছে। এই পুজোর মাসেই খালি ডবল রোজগার। তবে তার জন্যে প্রায় ২৪ ঘন্টার ডিউটি দিতে হয় পুজোর দিনগুলোয়।
kiki | ১০ অক্টোবর ২০১১ ২৩:১৫ | 59.93.202.31
নিশি, সেটাই। ওরাও বড় অসহায়। আসলে এত এত মানুষ আর এত এত অব্যবস্থা। আর এটা দিনকেদিন বেড়ে চলেছে।
r2h | ১০ অক্টোবর ২০১১ ২৩:১৫ | 198.175.62.19
পাঁচালী। ফক্স মিডো সার্বজনীন লক্ষীপুজায় দায়িত্ব বন্টন হচ্ছে। আমি ড্রাইভিং জানিনা বলে কেনাকাটার ভার পড়েনি, পাঁচলী খোঁজার কাজ পেয়েছি। একটা তিন পাতার পাঁচালী পেয়েছিলাম, সেটা লোকজন অতি সংক্ষিপ্ত বলে বাতিল করেছে।
Tim | ১০ অক্টোবর ২০১১ ২৩:১০ | 198.82.17.212
একপিসটা কাকে কোয়ান্টিফাই করছে আগে সেইটা বলো। লক্ষ্মী না পাঁচালী?
r2h | ১০ অক্টোবর ২০১১ ২৩:০৫ | 198.175.62.19
কেউ একপিস লক্ষীর পাঁচালির সফ্ট কপির সন্ধান দিতে পারেন?
আরে এ তো কলির সন্ধে! এর পরে শুনবে ডাইনে দুটো শূন্য বেড়ে গেছে, লাখ থেকে লাফ দিয়ে হয়ে গেছে কোটি। আর এই যে অজস্র লোক, কেউ বাস চালান কেউ অটো চালান, কেউ ঠিকা কাজ করেন কেউ বাজারে সব্জি বেচেন---এদেরকে কে সাপোর্ট দেবে?
kiki | ১০ অক্টোবর ২০১১ ২২:৫৩ | 59.93.202.31
আজ একজনকে মেধা টেধা নিয়ে লোকের আয় টায় পড়ে শোনাচ্ছিলুম। আজ বাপ ব্যাটা কিছু কাজ নিয়ে বেহালা ট্রাম ডিপো গেছিলো। সেখান থেকে ঠাকুরপুকুর ফিরবে। যাঁরা জানেননা তাদের জন্য। রাস্তায় না আটকে পরলে অটোতে দশ মিনিট লাগে।খুব বেশী হলে পনেরো মিনিট। তো আমাদের বেশ মজার খেলা হয়। সেটা এমন , অটো ওয়ালারা সময় বুঝে খেলতে শুরু করে। রাসের সময় তারা তারাতলা পর্যন্ত্য রাস্তাকে তিন ভাগে ভাগ করে দেয়।প্রথমটা চৌরাস্তা পর্যন্ত্য,তারপর বেহালা , তারপর তারাতলা। ফাঁকা থাকলেও ঠাকুরপুকুর থেকে তারাতলার প্যাসেঞ্জার তুলবে না। এদিকে একমাসের মধ্যে এই নিয়ে তিনবার ভাড়া বাড়ালো। আর বাস তো কহতব্য নয়। তারা আজ অব্ধি পুরো দাঁড়ায় না কোথাও। প্রায় ই দেখবেন আপনি নেমে পড়েছেন। আপনার বাচ্চা সমেত গাড়ী চলে যাচ্ছে। আর দাঁড়াবেও রাস্তার মাঝখানে। আর বাঁদিক থেকে অন্য গাড়ীরা দিব্যি চলে যাচ্ছে। যাহোক এই হলো এক ছোট্ট উদাহরন। আর আমরা অত্যন্ত সাধারন মানুষ। তো ফিরে তিনি বল্লেন,হ্যাঁ একমাত্র যাদের বছরের আয় চল্লিশ লাখ, তারাই কোনোক্রমে এখানে মানুষের মতো বেঁচে থাকতে পারবে। আর লোকের ভাবনা চিন্তার কথাতো যত কম বলা যায়।যাগ্গে...........
lcm | ১০ অক্টোবর ২০১১ ২২:১৭ | 128.48.44.141
টেস্ট
Paramita | ১০ অক্টোবর ২০১১ ২১:০৩ | 122.167.173.227
ঈশান তুলছিল। নিজে একটা চেয়ারে ফিক্সড বসে থেকে, অবজেক্টদের আগুপিছু ওপর নীচ সোজা কাত করিয়ে - মনে নেই? তবু ওরই মধ্যে আমাজ্জন্য একটু রোগামতন ছবি তুলে দিয়েছে। শুনেছি এ বছরই আপলোড করা হবে।
S | ১০ অক্টোবর ২০১১ ২০:৫৭ | 90.200.14.8
আরে পাই ঘাবড়াও কেন আজ্কাল লিপবামেও সানস্ক্রীন থাকে।
pi | ১০ অক্টোবর ২০১১ ২০:২৩ | 72.83.87.179
এদিকে একটু আগে আবিষ্কার করলুম, লিপ বাম ভেবে ভেবে আমি ক'দিন ধরে সানস্ক্রীন লাগিয়ে আসছিলুম ঃ( সানস্ক্রীনের এমনি স্টিক ঘরে এলো কোদ্দিয়ে তাই বা কে জানে !
siki | ১০ অক্টোবর ২০১১ ১৯:৫৫ | 123.242.248.130
কলিভাটের ছবিগুলো কি মিঠু তুলেছিল? নাকি পামিতাদি?
pi | ১০ অক্টোবর ২০১১ ১৯:৪৬ | 72.83.87.179
খাওয়ানোর চেষ্টার বিরুদ্ধে আমরণ অনশন সংগ্রাম ? ঃ)
kumu | ১০ অক্টোবর ২০১১ ১৯:৪২ | 122.160.159.184
ব্যাং কি এখনো লুরু ফেরেনি?অ ব্যাং,অনেক আদর খাওয়া হয়েছে,এইবার লুরু ও গুরুতে ফেরো।
বাঙালী জাগো,গর্জাও,ডিডিদার এইসব ভয়ানক ভয়ানক খাবার খাওয়ানোর চেষ্টার বিরুদ্ধে দিকে দিকে শুরু করো মরণ সংগ্রাম।
kk | ১০ অক্টোবর ২০১১ ১৯:২৪ | 107.3.242.43
ও হ্যাঁ হ্যাঁ, দীপ্তেনদা'র মেনু নিয়ে আমিও একটা কথা লিখবো ভেবেছিলাম। দীপ্তেনদা, আপনি ফোয়া গ্রা আর ক্যাভিয়ার যখন রাখলেনই, সঙ্গে একটু ট্রাফল্ও রাখা উচিৎ ছিলোনা কি? সাদা হোক বা কালো। রাজকীয়তার হোলি ট্রিনিটি সম্পূর্ণ হতো।
pi | ১০ অক্টোবর ২০১১ ১৮:১১ | 72.83.87.179
মাছ, ডিম, মুরগী আর আলু ভাজা খাওয়া পেটে সইবে তো ?
Kaju | ১০ অক্টোবর ২০১১ ১৭:৫১ | 121.244.209.245
মানুষভাজা বোধায় এখন না, গ্রীষ্মের সাড়ে ষোলো দিন পেরিয়ে যখন তাপমাত্রা ৩৯-৪০ সে তে ঘোরাঘুরি করে, তখন ওটা, লোকজন ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে, কে আর হাতি-মোষের পেছনে ছোটে, তাই সহজ শিকার মানুষ। এখন শীত আসবে কদিন পরে, তেড়ে হাতি-মোষ-ষাঁড় ভেজে ফিস্টি হবে। একবার গেলেই হল।
আর আমাকে কেউ ভাজার ভুল করবে না, আই অ্যাম নট সো হৃষ্টপুষ্ট। উল্টে আমাকেই ভালো করে মোষ আর হাতিভাজা খাইয়ে মোটা করার তালে থাকবে। আমিও খেয়েদেয়ে ছাঁদা বেঁধে কেটে পড়ব।
aka | ১০ অক্টোবর ২০১১ ১৭:৩৭ | 168.26.215.13
যায় তো তবে কষ্ট করে যেতে হবে। গ্র্যাণ্ড ভিলা আফ্রিকান সাফারি, বেখুম্বা ট্রাইবে। তবে মাঝে মাঝে ওখানে মানুষ ভাজাও পাওয়া যায়। মাসের কোন সময়ে যাওয়া হচ্ছে তার ওপরে ডিপেন করে। হাতির বদলে হয়ত নিজেই ভাজা হয়ে গেলাম, সম্ভাবনা আছে।
Kaju | ১০ অক্টোবর ২০১১ ১৭:৩৬ | 121.244.209.245
আচ্ছা কোথাও ষাঁড়ভাজা বা মোষভাজা পওয়া যায় না? হাতিভাজা হলেও অসুবিধে নেই। একদম আস্ত হতে হবে কিন্তু। আস্ত অবস্থায় প্লেটে আসতে হবে, পেটে আস্ত যাওয়া একটু চাপের যদিও।
pi | ১০ অক্টোবর ২০১১ ১৭:২১ | 72.83.87.179
জলজিরার বদলে রসম দিয়েও ভাল লাগে।
dd | ১০ অক্টোবর ২০১১ ১৬:৫৬ | 124.247.203.12
aragawa, আমার একটি ফেবারিট রেস্তোরাঁ। টোকিওতে। মাঝে মাঝেই ওখানে গিয়ে গরু ভাজা খেয়ে আসি। ওটা বিজয়ার মেনুতে দি' নি। খেলে আপনেদের গোঁপ টোপ সব পরে যেতো।
শুধু সিম্পল মাস্টার্ড সস আর গোলমরিচের পেস্ট, তাই দিয়ে খেতে হয়।
ডিডিদা তো এমনই দেয়। শুধু দাঁত ভেঙে গেছে বলে খেতে পারছিনা।
Jhiki | ১০ অক্টোবর ২০১১ ১৫:২৮ | 182.253.0.99
নেতাই আর পারা যাচ্ছে না, dd দা যা যা দিচ্ছেন সব খেয়ে হজম করে শিগ্গিরি একটা রিভিউ নামিয়ে ফেল।
Netai | ১০ অক্টোবর ২০১১ ১৫:২৮ | 121.241.98.225
ন্যাড়াদা ৫ নং ক্যাটাগরিতে গালি খেলো। খিক খিক।
nyara | ১০ অক্টোবর ২০১১ ১৫:২৬ | 203.110.238.17
কোথায় সেই কোবি স্টেকের মেনু? উইথ পেয়ারিং? আমি পড়িনি। পড়তে চাই। জনস্বার্থে আবার প্রচারিত হউক।
aka | ১০ অক্টোবর ২০১১ ১৫:২৫ | 75.76.118.96
সবই ভালো ছিল কিন্তু শেষে পানটা কেমন জানি।
Netai | ১০ অক্টোবর ২০১১ ১৫:২৫ | 121.241.98.225
আমার তো দাঁতটা ভাঙতো এমনিতেই। পোকা লেগে দুর্বল হয়ে। আর ঠিক ঐ সময়তেই মেনুটা পড়তে গেছিলাম। কাকতালীয় ব্যাপার।
dd | ১০ অক্টোবর ২০১১ ১৫:১৯ | 124.247.203.12
গালি মুলতঃ এদের উদ্দেশ্যে ১. যাদের মেনু পড়েই দাঁত ভেঙে গ্যাছে ২.যারা জিগায় ও গুলো ক্ষি সত্তি সত্তি খাবার না গায়ে মাখে? ৩.যারা সভয়ে হাত নেড়ে কয়, আমারে বরম চাট্টি মুড়ি নার্কেল বাসী সন্দেশ দ্যান, খেয়ে বাঁচি। ৪. যারা পড়েছেন কিন্তু টুঁ শব্দটিও করেন্নি, ক্যানো? মেনু কি খারাপ হয়েছিলো শুনি? ৫. যারা পড়েন ও নি।
Netai | ১০ অক্টোবর ২০১১ ১৫:১২ | 121.241.98.225
ডিডিদার গালিটা মনে হচ্ছে মূলত কেসিদার উদ্দেশ্যে। কেসিদার জন্য সহানুভুতি রইলো।
dd | ১০ অক্টোবর ২০১১ ১৫:০২ | 124.247.203.12
যতো সব গাঁইয়া ফিলিস্টাইনের দল। বর্বর।
একটু জানুন, matsutake মাশরুম করে গুগুল করুন। জানুন এক কেজির দাম ২০০০ ইউ এস ডলার পর্যন্ত্য যায়। আর আমি অকাতরে দিয়ে দিচ্ছি আপনেদের।
আসল কোবে গরুর স্টেক ইচ্ছে করেই বাদ দিয়েছিলাম। ক্ষি হবে বেনুবনে (বড়ো বড়ো) মুক্তি ছড়িয়ে?
ppn | ১০ অক্টোবর ২০১১ ১৫:০১ | 204.138.240.254
ডিডিদা ঃ)
বাংলা ফন্ট কনভার্ট করতে বোধহয় পারবে না। আপনি আপনার ডকুমেন্টটার স্ক্রিনশট নিয়ে জিপেগ ইমেজ বানিয়ে তারপরে পিডিএফ বানাতে পারেন।
kc | ১০ অক্টোবর ২০১১ ১৪:৫৪ | 194.126.37.78
ডিডির বিজয়ার মেনুর একটাও কোনওদিন খাইনি। নামই শুনিনি। হ্যাঁ, ডিডিদা, ওগুলো ক্ষি সত্যি সত্যি খাবার? লোকে খায়? তাদের সিটিসি, ভেরিয়েবল এসব কত করে হয়? ওসব ক্ষি আদৌ হয়?
Jhiki | ১০ অক্টোবর ২০১১ ১৪:৫২ | 182.253.0.99
কুমুদি কে 'ক', নেতাই কচি ছেলে - তার ওপর হুলিয়ে রিভিউ লেখে...
Jhiki | ১০ অক্টোবর ২০১১ ১৪:৫০ | 182.253.0.99
শুধু পড়েই দাঁত ভেঙে গেল?? খেলে কি জানি কি হবে!
kumu | ১০ অক্টোবর ২০১১ ১৪:৫০ | 122.160.159.184
হ্যাঁ,আবারো সোমবার।
আগেই কয়েচি ,ডিডিদা আপ্নে এমনিই আশীব্বাদ করেন।ঐ সব কটিন কটিন খাবারের প্রয়োজন নাই তেমন।নিতান্তই যদি জোর করেন,নেতাই আগে খাক।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন