এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Nina | ১২ অক্টোবর ২০১১ ২১:২৬ | 12.149.39.84
  • টিম্ভাই,
    অসছিস নাকি এই শনিবার বিজয়াভাটে?

    পাই,
    শেষমেষ কে কে আসছে রে?
  • Tim | ১২ অক্টোবর ২০১১ ২১:০১ | 198.82.26.24
  • ইপিস্তা, কাল একটা মেইল করেছিলাম। পেয়েচো?
  • nk | ১২ অক্টোবর ২০১১ ২০:৫৫ | 151.141.84.194
  • ইন্দো কোথায়? মানে বড়াই? ফর্মালিন থেকে কান তুলে জলে ধুয়ে বেসনের গোলায় ডুবিয়ে ছাঁকা তেলে মুচমুচে করে ভাজছে নাকি?
  • pi | ১২ অক্টোবর ২০১১ ২০:৫০ | 128.231.22.133
  • সেতো পালাবোই !
  • Tim | ১২ অক্টোবর ২০১১ ২০:৪৮ | 198.82.26.24
  • এরপর যদি বীভৎসরস শুরু হয় তখন পালাবে না তো?
  • pi | ১২ অক্টোবর ২০১১ ২০:৪২ | 128.231.22.133
  • না না, ফর্ম্যালিনে চোবাও।
  • Tim | ১২ অক্টোবর ২০১১ ২০:৪১ | 198.82.26.24
  • হ্যাঁ হ্যাঁ অপ্পন অতি ভালো ছেলে। স্নেহশীল বলে আমরা অপ্পনকে ফাদার প্পন বলে ডাকতে পারি। কদিন পরে একটা সেন্ট জুড়ে নিলেই হবে।
  • Tim | ১২ অক্টোবর ২০১১ ২০:৩৯ | 198.82.26.24
  • সান্দা নষ্ট হয়ে যাচ্ছে। ওরে ফ্রিজে ঢোকাও।
  • ppn | ১২ অক্টোবর ২০১১ ১৯:১৯ | 204.138.240.254
  • ঃ))
  • sayan | ১২ অক্টোবর ২০১১ ১৯:০১ | 160.83.97.83
  • দেখলাম। বাড়ি গিয়ে মেলাবো। স্থান ও ঘটিকা সময়মত ব্রডকাস্ট করিও। কিন্তু "ডাউন করলাম', "ভীষণ লাগবে', "টেনে নামাবে' ..... এগুলো কী!! ঃ-)
  • h | ১২ অক্টোবর ২০১১ ১৮:৩৮ | 203.99.212.54
  • aahaa ei saaphalyer kathaa aami sei kabe balechhilaam :-)
  • ppn | ১২ অক্টোবর ২০১১ ১৮:৩৭ | 204.138.240.254
  • ওইজন্যই তো ডাউন করলাম একটু। নইলে ভীষণ লাগবে যখন টেনে নামাবে! ঃ-)
  • titli | ১২ অক্টোবর ২০১১ ১৮:৩৬ | 121.241.218.132
  • * বাদ ই
  • titli | ১২ অক্টোবর ২০১১ ১৮:৩৪ | 121.241.218.132
  • আজ দিনটা "আব্বে"টা নাহয় বাদি থাক। মানে , ইমেজটা তো মারাত্মক জায়গায় চলে গেছে আজ। ঃ-))
  • ppn | ১২ অক্টোবর ২০১১ ১৮:১৫ | 204.138.240.254
  • আব্বে টই দ্যাখ! ভাঃ ভা থে রি (২)।
  • sayan | ১২ অক্টোবর ২০১১ ১৭:৪৭ | 160.83.96.83
  • মামু মার্কেটে নাকি!
  • kc | ১২ অক্টোবর ২০১১ ১৭:৪৫ | 194.126.37.78
  • অর্পণ একজন গভীর কবি। অন্‌লাইন পার্সোনালিটি নিয়ে বলতে গেলে এরকম ভদ্র আর দেখিনি। সবার সঙ্গে ঠিকঠাকভাবে তর্ক করে নিজের ভদ্রতা মেন্টেইন করা আর একজনাকেও দেখলাম না। শুধু গুরুতেই নয়, অনলাইনেই দেখিনি। একজনাকে ছাড়া, আজ্জো।
  • siki | ১২ অক্টোবর ২০১১ ১৭:৩৪ | 123.242.248.130
  • গলে গিয়ে কি এটাসেটামিক্সের খোঁজ করবে? তারপরে বাইচান্স যদি মিঠেগলিক্স / কলরবিক্সের সঙ্গে দেখা হয়ে যায়?
  • pi | ১২ অক্টোবর ২০১১ ১৭:২৩ | 72.83.87.179
  • প্‌প্‌ন কি কি গলেই গ্যালো ?
    আমরা কি তাইলে প্পাগল বলে ডাকতে পারি এবার ?
  • de | ১২ অক্টোবর ২০১১ ১৬:৫৮ | 59.163.30.3
  • অপ্পনের কত্তো গুণ সত্তি! :))
  • Kaju | ১২ অক্টোবর ২০১১ ১৬:৫৪ | 59.163.201.173
  • পপ্পনচরিত তবে করহ বর্ণন
    শুনি মোরা অভাজন শুনি দিয়া মন
  • ppn | ১২ অক্টোবর ২০১১ ১৬:৫৩ | 204.138.240.254
  • এইবার গলে যাবো।

    (কিন্তু ভিসা লাগবে)
  • dd | ১২ অক্টোবর ২০১১ ১৬:৫১ | 59.97.120.181
  • এ ছাড়াও অর্পন কম্পিউটার চ্যালেঞ্জড এবং অতি নিম্নমেধার মানুষদের প্রতি অতি স্নেহশীল। বেশ কয়েকবার এমতি মানুষের হোম ভিসিট করে তাদের পিসির রোগের সুচারু চিকিচ্ছে করেছে।

    তা ছাড়াও উনি একজন গভীর কবি। সেটাও মনে রাখা দরকার।
  • kumu | ১২ অক্টোবর ২০১১ ১৬:৪৭ | 122.160.159.184
  • কবি এই পংক্তির মাধ্যমে অর্পণের পরোপকারিতা,সারল্য ও উদার মনোভাব সুন্দরভাবে ফুটাইয়া তুলিয়াছেন।সে কুমুদিকে এয়ারপোর্টে রিসিভ করার অফার দিয়াছে,ট্যাকসো দিতে হেল্প করিবে এবং রোব্বারের ভাটে যোগদানের জন্য নিমন্ত্রণ করিয়াছে।
  • ppn | ১২ অক্টোবর ২০১১ ১৬:৪৬ | 204.138.240.254
  • এইয়ো, শুধু ভালো ছেলে! একটা অতির আতিশয্যও আছে।
  • pharida | ১২ অক্টোবর ২০১১ ১৬:৪২ | 61.16.232.26
  • একের বেশি নাক থাকলে অপর্ণাকে ঢুঁসো মারা যায় বলে কোথায় যেন লিকেচে দেখলাম ঃ))
  • Kaju | ১২ অক্টোবর ২০১১ ১৬:৩৮ | 121.244.209.245
  • Date :12 Oct 2011 -- 03:07 PM
    সে কি শুধুই ছবি তুলবে বলে?
  • de | ১২ অক্টোবর ২০১১ ১৬:৩৮ | 203.197.30.2
  • ইসে, "ভালো ছেলে" মানে? কবি কি বলিতে চাহিলেন? :))
  • kumu | ১২ অক্টোবর ২০১১ ১৬:৩৪ | 122.160.159.184
  • আর অর্পণ অতি ভালো ছেলে,তার নাকে ঢুঁসো মারার প্রয়োজন নাই।
  • Kaju | ১২ অক্টোবর ২০১১ ১৬:১৬ | 121.244.209.245
  • অর্পণ কে? ppn তো পপ্পনই হয়। না হলে তো প্‌প্‌ন এরম হয়ে যায়।
  • kumu | ১২ অক্টোবর ২০১১ ১৫:৫৭ | 122.160.159.184
  • অর্পণের এত সুন্দর নামটা নিয়ে সবাই এমন ফুটবল খেলবেন্না।
  • Kaju | ১২ অক্টোবর ২০১১ ১৫:৫৪ | 121.244.209.245
  • সিধা ঢুঁসো অন দ্য নোজ অফ পপ্পন।
  • ppn | ১২ অক্টোবর ২০১১ ১৫:০৭ | 216.52.215.232
  • হুঁ, সঞ্জয় দত্ত বাইসেপ বাগিয়ে রেডি আছে। ;-)
  • h | ১২ অক্টোবর ২০১১ ১৫:০৪ | 203.99.212.54
  • ek lahamaar janya parhechhilaam ' maanabataar paash diye he`nTe elaam'. eo bhebe phellaam arpaNa aabaar hayato kabitaay mana diyechhe.

    :-)
  • ppn | ১২ অক্টোবর ২০১১ ১৪:৫৭ | 216.52.215.232
  • মান্যতার পাশ দিয়ে কাল এলাম। নেহাত সময় ছিল না বলে ঈশানকে টুকি করা হল না।

    তবে হোয়াইটফিল্ডের মত জায়গা হয় না। আপিস আর রেসিডেন্সিয়াল এরিয়া সকল সুযোগ সুবিধা সমেত এমন জায়গা আর নাই কো।

    আমি শুধু না, বিনায়ক বন্দ্যোও কয়েছেন।
  • ppn | ১২ অক্টোবর ২০১১ ১৪:৫৩ | 216.52.215.232
  • হেব্বল বিবি। মানে ব্রুহৎ বেঙ্গালুরু।
  • kiki | ১২ অক্টোবর ২০১১ ১৪:৪৬ | 59.93.192.199
  • উপস! কিসব দিন যাচ্ছে। আজ প্রায় দশ হাত দিয়ে দশটা কাজ সারছিঃ এক হাত দিয়ে ইস্ত্রি করছি,এক হাত দিয়ে রান্না করছি, আরেক হাত দিয়ে ফিল্টার পরিস্কার, আরেকহাতে চা করা , ইত্যাদি, প্রভৃতি।তার মধ্যে ট্যারা ট্যারা টা ধাঁ শুরু হলো। কি হলো! কি হলো! না নীচে রাস্তায় কোচিঙের ছেলেপুলেদের দ্যারাদ্দার মারপিট শুরু হয়ে গেছে। কি ক্যাচাল! শেষে জানা গেলো যে কার গার্লফ্রেন্ডকে কে কি বলে দিয়েছে তাই নিয়ে ছেলেদের ঝামেলা বেধে গেছে। আরেকজন এর আজকের থীম ছিলো তোমাকে চাই। তা কিছুক্ষন ভুলে, মারপিট দেখে , ধপাস করে আমার ইস্ত্রি করা কাপড়ের উপরে শুয়ে পরে তিনি বললেন এই বয়সে গার্ল ফ্রেন্ড একটা মারাত্মক ব্যাপার।সেও নাকি কোন বন্ধুর দাঁত ফেলে দিয়েছিলো এই চক্করে(গর্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র), সেই বন্ধু নাকি পরে কোথাও দেখা হয়েছিলো , তখন সেই পরে যাওয়া দাঁতের ফাঁক দিয়ে হেসেছিলো। তারপরেই বললো, অবোধ গুলোকে কে বোঝাবে!

    তারপর শুরু হলো আবার ঃ এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই(আমি প্রায় গদ গদ মোডে এসে যাচ্ছিলাম) ,তারপরেই--

    চরম অশান্তিতে তোমাকে চাই--(এটা ক্যার ক্যার করে চেঁচিয়ে)

    কিছুক্ষন পরে, সাইকেল কাকুর দোকানে ঠুক ঠাক আওয়াজ। সঙ্গে সঙ্গে -- খুঠ খাঠ আওয়াজে তোমাকে চাই।

    স্নান করে বেরিয়ে ঃভাত , ডাল আলুভাজাতে তোমাকে চাই।

    পুরো পাগল আজ না হয়ে গেলে আজই বিবাগী হবো।
  • abastab | ১২ অক্টোবর ২০১১ ১৪:৪৩ | 61.95.189.252
  • আর আই এস এস সির সামনের রাস্তায় ভারী ধোয়াঁ আর ধুলো।
  • Paramita | ১২ অক্টোবর ২০১১ ১৪:৪১ | 198.95.226.40
  • লুরুর পক্ষে আরো তিনটে কারণ(শুধু সফটওয়ারের লোকেদের জন্য)ঃ

    ১। প্রচুর কোং
    ২। প্রচুর চাকরি
    ৩। প্রচুর কোং এবং প্রচুর চাকরি
  • de | ১২ অক্টোবর ২০১১ ১৪:৩৭ | 203.197.30.4
  • ফুলকপি, বড়ি দিয়ে ছোট ভেটকি মাছের ঝোল -- মায়ের রান্নার কথা মনে পড়ে গেলো :((
  • dd | ১২ অক্টোবর ২০১১ ১৪:৩৪ | 59.97.120.181
  • ওয়েদার ছাড়াও,লুরুর ক্লাইমেট চমৎকার। আর আবহাওয়া তো ফাটাফাটি।
    এই লহ, তিন তিনটি কারন।
  • Paramita | ১২ অক্টোবর ২০১১ ১৪:৩৩ | 198.95.226.40
  • ৩-টা বুম্যেরাং হয়ে ফিরে আসতে পারে।
    যারা লুরুতে থাকে না, তারা লুরুর পক্ষে যাচ্ছেতাই সব কারণ দিচ্ছে। একমাত্র ওয়েদার ছাড়া কোনটাই ধর্তব্যের মধ্যে আনা যায় না।
  • de | ১২ অক্টোবর ২০১১ ১৪:৩১ | 203.197.30.4
  • কুমু-দি, নারকোল তেলে ভরা চিটচিটে চুল, তাতে ফুলের মালা বা সুতো -- সব মিলিয়ে যা গন্ধ ছাড়ে আকাচা লুঙ্গীর থেকে খারাপ :))

    ঈশানের "হেলায় লুরুবিজয়"- কাব্য পড়তে চাই

    লুরুতে আই আই এস সির গেস্ট হাউসের খাওয়া-দাওয়া বড় বিচ্ছিরি, তাই লুরু যাওয়ার কথা শুনলে মন খারাপ হয়ে যায়!
  • dd | ১২ অক্টোবর ২০১১ ১৪:৩০ | 59.97.120.181
  • পেলাস্টিকের ফুল দ্যায় মাথায়, তাতে আবার লেমন আর আদার সুবাস। বেশ ক্ষিদে ক্ষিদে পায়।
  • Ishan | ১২ অক্টোবর ২০১১ ১৪:২৯ | 122.248.163.3
  • কই আপিসে তো কেউ মাথায় ফুল দিয়ে আসেনি। ঃ(
  • Ishan | ১২ অক্টোবর ২০১১ ১৪:২৮ | 122.248.163.4
  • ১। গরম নেই।
    ২। বিষ্টি হলে আপিসে নো স্মোকিং এলাকায় বিড়ি খেতে দেয়।
    ৩। খুব ক্ষিধে পায়।

    আজ্জানিনা। অবশ্য এটা ঠিক বেঙ্গালুরু না। লোকে তাই বলছে বটে। কিন্তু সেও আমি জানিনা। ঃ)
  • Paramita | ১২ অক্টোবর ২০১১ ১৪:২৬ | 198.95.226.40
  • ১। একমত। স্থিতিজাঢ্যের দু নম্বর কারণ।
    ২। ফুল তো সব জায়গাতেই পাওয়া যায়। বেলা বাড়লে যখন ফুল চিটকে সুতো ঝুলতে থাকে, তবুও খোলে না, তখন মোটেই ভালো দেখায় না। তবে আজকাল ফুল দেওয়া অনেক কমে গেছে।
  • kumu | ১২ অক্টোবর ২০১১ ১৪:২৩ | 122.160.159.184
  • কেন পারমিতা,প্রথমত লুরুর আবহাওয়া বেশ ভাল।গরম কম।মোটা লোকেদের পক্ষে সুবিধেজনক।

    দ্বিতীয়ত-মেয়েরা কেমন মাথায় ফুল দেয়-
  • Paramita | ১২ অক্টোবর ২০১১ ১৪:১৯ | 198.95.226.40
  • হেব্বাল নাকি আবার বেঙ্গালুরু। কেন, ভালোটা কিসে দেখলে শুনি?
  • Ishan | ১২ অক্টোবর ২০১১ ১৪:১০ | 122.248.163.3
  • আমি একটু বেউ করতে এয়েচি। নেহাৎ খাচ্চি আর ঘুমোচ্ছি বলে গুরু খোলার টাইম পাইনা। তাই জানাতে পারিনা।

    তবে পরে আমার বেঙ্গালুরু বিজয় নিয়ে একটি ভ্রমন কাহিনী লিখব। টইতে। ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত