এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Kaju | ১৯ অক্টোবর ২০১১ ১৭:২৪ | 59.163.201.173
  • নেতু ইজ আ ব্রেভ বয়। তবে সেটা বে-র রোমহর্ষক ও ত্রাসোদ্রেককারী ফলাফল বিষয়ে অবগত হয়ে নাকি না হয়ে, তা বুঝছি না। নেতু ইজ আ সহজ সরল গোলগাল পোকিতির বয়।
  • kc | ১৯ অক্টোবর ২০১১ ১৭:২৩ | 194.126.37.78
  • নেতাই, এরা সব্বাই মিছে কইতেছে। চাপ খাইবানা একদমই। বিয়ের পরে ছেলেরাই বেশী জ্বালায় মেয়েদের। আমি ১৩ বছর পর এই উপলব্ধি করেছি।
  • Kaju | ১৯ অক্টোবর ২০১১ ১৭:২০ | 59.163.201.173
  • দেফুবাউ-র এতদিনে ৮৩ থেকে ৮৪ হয়ে গেল আইপি।
  • k | ১৯ অক্টোবর ২০১১ ১৭:১৫ | 61.12.12.84
  • পাত্রীদের ডিটেইলস্‌ পাওয়া গেল? ঘটিমতে রান্না করতে পারে? আমার হোম সার্ভিস তিনমাস বন্ধ আছে।
  • Tim | ১৯ অক্টোবর ২০১১ ১৭:১৫ | 173.163.204.9
  • নেতাইয়ের মত বীর কমই আছে। ফাঁসির মঞ্চে গেয়ে গ্যালো যারা.....

    নেতাইরে সংগ্রামী অভিনন্দন।
  • siki | ১৯ অক্টোবর ২০১১ ১৬:৫৩ | 123.242.248.130
  • কল্লোলদারও একটা ভালো উপদেশাবলী ছিল ঐ জিন্দেগী সেশ টইতে। "কিন্তু তুমি যে আতা সেই আতা'। উফ্‌ফ্‌। এত পারফেক্ট বাণী, কী যে কাজে লাগে, কী বলব। ঃ-))
  • abastab | ১৯ অক্টোবর ২০১১ ১৬:৫৩ | 61.95.189.252
  • একমাত্র তুলনা সন্দেশের সাথে বলে বোঝানো যায় না।
  • dd | ১৯ অক্টোবর ২০১১ ১৬:৫১ | 124.247.203.12
  • নাঃ, বিয়ে করাটা অতো খারাব কিসু না হে নেতাই।

    ছেলেরা এট্টু মষ্করা করে, বিশ্বজুড়ে। তা বলে বিয়ে করতেও ছাড়ে না। ঢং।

    তবে বিয়ের এগেই প্রচুর ইসে পান করে নাও,সিগ্রেট খে' নাও, গাঁজা,চরস। জিন্দেগী নয় এই সব সেস, বিয়ের পরে সেস। আর আরো কিছুদিন পরেই শুরু হবে মাখোম খেও না, মাংসো খেও না,উ ক্কি এতো ভাজা খাচ্ছো ? সেগুলো ও খে' নিও প্রান ভরে।

    আর কপালে দুঃখু থাগলে কাক জাগানো টাইমে হাব প্যান্টুল আর জগিং জুতো পড়িয়ে ছুটাবে দিগ দিগন্তে। তো কি আর করা ?

    সে বড়ো সুখের সময় নয়।
  • Netai | ১৯ অক্টোবর ২০১১ ১৬:৫০ | 121.241.98.225
  • ঃ)))
    কান্না পাচ্ছিল। সামলে নিয়ে হাসছি। কান্না তো আর পালিয়ে যাচ্ছেনা।
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ১৬:৪৮ | 202.91.136.3
  • ভালো কথা চাই? এইতোঃ

    আমার নেতায়ের ইসেতে রাঙানো পঁচিশে নভেম্বর
    আমি কি তারে ভুলিতে পারি

    ইত্যাদি।
  • pharida | ১৯ অক্টোবর ২০১১ ১৬:৪৭ | 61.16.232.26
  • নেতাই, অভিনন্দন।

    (এর বেশি কিছু লিখতে সাহস হচ্ছে না)
  • siki | ১৯ অক্টোবর ২০১১ ১৬:৪৫ | 123.242.248.130
  • নেতাই নিজেই শহীদ গ্রাম
    নেতাই অনেক লাশের নাম

    ডিঃ প্রতিবাদী কবিতা, এর সাথে নেতাইয়ের বিয়ের সম্পক্কো নাই।
  • de | ১৯ অক্টোবর ২০১১ ১৬:৪৪ | 203.197.30.2
  • মনশ্চক্ষের ছানিরে কি কয়? মনশ্ছানি? মামুর সেটাই হয়েচে --

    যেমনি একটা ভালো খবর দিয়েছে অমনি সবকটা মিলে যেন মড়াকান্না জুড়েছে -- ক্যানো রে বাপু? দুটো ভালো কতাও কি নেই বে সম্বন্ধে? সেগুলো কও না!
  • Ishan | ১৯ অক্টোবর ২০১১ ১৬:৩৮ | 122.248.163.3
  • নেতাইয়ের স্মৃতিতে
    ------------------
    নেতাই আমার নেতাই
    শহীদ যদি হবেই হতে
    সিধে রাস্তায় পারতি যেতে
    কেশপুর গড়বেতাই।
  • Kaju | ১৯ অক্টোবর ২০১১ ১৬:৩৮ | 59.163.201.173
  • ধুর, এরা সব সু-প্রা-চী-ন কালের লোক। বলি মন্দিরা বেদী কী দোষ কল্ল?
  • Bratin | ১৯ অক্টোবর ২০১১ ১৬:৩৮ | 122.248.183.1
  • নেতাই এদের কথায় এক দম কান দেবে না। এট একটা অপ্টিমাইজেশন প্রবলেম হিসাবে ভাবো। কিছু পাবে তাই কিছু হারাবে। এই ভাবে ভাবো তাহলে এত চাপ লাগবে না!!
  • siki | ১৯ অক্টোবর ২০১১ ১৬:৩৬ | 123.242.248.130
  • পেয়ে গেছি। টই নয়, এই ভাটেই লিখেছিল ব্যাং। ৮-৯ জুন, ২০১১।
  • siki | ১৯ অক্টোবর ২০১১ ১৬:৩৬ | 123.242.248.130
  • পূজা বেদী নয় তো? ঃ-)
  • Ishan | ১৯ অক্টোবর ২০১১ ১৬:৩৩ | 122.248.163.3
  • স্মাইলি দেখে তো বোঝা যায়না। আমি মনশ্চক্ষে পষ্টো দেখতে পাচ্ছি, দে ড্রাকুলার মতো হাসছে।
  • Kaju | ১৯ অক্টোবর ২০১১ ১৬:৩১ | 59.163.201.173
  • নেতু, এ কটা দিন যত পারো আনন্দ করে নাও, যা যা খেতে মন চায় কার্পণ্য না করে খেয়েটেয়ে নাও, যেখানে যেখানে বেড়াতে ইচ্ছে বেড়িয়ে নাও, যা যা ভালো জিনিস কিনব কিনব করে কেন হয়নি চটপট কিনে ফেলো। কী আর বলি? গভীর সমবেদনা ছাড়া আর কিছুই জানাবার নেই।
  • de | ১৯ অক্টোবর ২০১১ ১৬:৩১ | 59.163.30.6
  • কোন বেদী? প্রতিমা, বিষাণ না কবীর? :))
  • Ishan | ১৯ অক্টোবর ২০১১ ১৬:২৯ | 122.248.163.3
  • চোপরাও সিকি। এখন শহীদ স্মরণে আপন মরণে রক্তে ঋণ শোধ করো।

    বেদীর উপর একটা কবিতা থাকলে ভালো হত। নেতাই কি কিছু লিখেছে?
  • siki | ১৯ অক্টোবর ২০১১ ১৬:২৬ | 123.242.248.130
  • আচ্ছা, ইস্কুলের ওপর সেই একটা টই ছিল না, যাতে ব্যাংয়ের কিছু অভিজ্ঞতা ছিল ... বিরিয়ানি বানিয়ে পাঠানো, প্রিন্সিপালের মেয়ের রক শো-র টিকিট কিনবার জন্য টিচারদের জোরাজুরি ... কোন টইটা ছিল সেটা?
  • dukhe | ১৯ অক্টোবর ২০১১ ১৬:২৫ | 122.160.114.85
  • নেতাই, লোকের কথায় কান দিও না । বে করে অনেকেই সুখী হয় । এই তো আমার এক দূরসম্পর্কের মামাতো ভাইয়ের ছোটবেলার বন্ধুর খুড়তুতো দাদার ভায়রাভাই-ই হয়েছেন ।
  • abastab | ১৯ অক্টোবর ২০১১ ১৬:২৪ | 61.95.189.252
  • না না সন্দেশ, লাড্ডু তে সেই ভ্যারিয়েশন কোথায়?
    সন্দেশের কাছে মোটা দাগের জিনিস।
  • Bratin | ১৯ অক্টোবর ২০১১ ১৬:২১ | 122.248.183.1
  • সন্দেশ নাকি লাড্ডু??
  • Ishan | ১৯ অক্টোবর ২০১১ ১৬:২০ | 122.248.163.4
  • আমিও মিটিনের মাঝখানে কথা বলতে গিয়ে তুৎলে গেলাম। মনটা হুহু করে উঠল। নেতাইকে কি যেন একটা বলার ছিল। বলা হলনা।
  • abastab | ১৯ অক্টোবর ২০১১ ১৬:১৭ | 61.95.189.252
  • বিয়ে মানে সেশ কেন বিয়ে মানে সন্দেশ,/ অতি সূক্ষ্ণ ব্যাপার।/নিজের নিজের কেস,/
    কর আবিষ্কার।
  • de | ১৯ অক্টোবর ২০১১ ১৬:১৭ | 203.197.30.4
  • আমি ল্যাবে যেতে গিয়ে ফিরে এলাম নেতাইকে "বিয়ে কোরার" অভিনন্দন জানাতে -- নতুন চাগ্রীতে নেতাইয়ের সাফল্য কামনা করি!
  • Ishan | ১৯ অক্টোবর ২০১১ ১৬:১৫ | 122.248.163.4
  • ইংরিজি বলছে নাকি?
  • dukhe | ১৯ অক্টোবর ২০১১ ১৬:১৪ | 122.160.114.85
  • নেতাইকে আর সেশ সময়ে কী-ই বা বলি । বলি যখন হবেই, বলার কিছু নেই । গোবরের দুঃখে ঘুঁটের চোখের জলে কী এসে যায় ?
  • Kaju | ১৯ অক্টোবর ২০১১ ১৬:১৩ | 121.244.209.245
  • কোনটা বলব তাই ভাবছি - সি কে !! সি কে !! নাকি, অসাম শা* অসাম শা* অসাম শা*।
  • Ishan | ১৯ অক্টোবর ২০১১ ১৬:১০ | 122.248.163.4
  • এই যেমন আমার বঙ্গ পর্ব সেশ হয়ে নতুন পর্ব লুরু। সেরকমই নেতাইয়ের রঙ্গ পর্ব সেশ হয়ে নতুন পর্ব শুরু।

    এট্টু চেষ্টা করলে কপিতা হয়ে যেত। কিন্তু হে মহাজীবন, আর কাইব্য নয়।
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ১৬:০৯ | 202.91.136.3
  • নেতাই মাঝে মাঝে বনের পাখি আর খাঁচার পাখি গানটা শুনো। উত্তর পেয়ে যাবে। ;-)
  • Kaju | ১৯ অক্টোবর ২০১১ ১৬:০৮ | 121.244.209.245
  • সে তো শেষ হয়ে হইল না শেষ, আর বিয়ে মানে তো একেবারে 'সেশ'। মিঠুন্দা কী বলে শোনো নাই - 'দাঁড়ি নয়, কমা নয়, একদম ফুলস্টপ...'
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ১৬:০৮ | 202.91.136.3
  • ঃ))))
  • Netai | ১৯ অক্টোবর ২০১১ ১৬:০৭ | 121.241.98.225
  • দুখেদা এখনো আই এস আই এর ক্যান্টিন ছেড়ে বেরোতে পারছেনা। খ্যা খ্যা।
  • Netai | ১৯ অক্টোবর ২০১১ ১৬:০৬ | 121.241.98.225
  • থ্যন্‌ক্‌স
    বিয়ে কি তাহলে ছোটগল্প? সেশ হয়েও হইলনা শেষ?
  • dukhe | ১৯ অক্টোবর ২০১১ ১৬:০৫ | 122.160.114.85
  • কুমুদিদি, এট্টু সস্তা পাত্রী হয় না ? মানে ধরুন মাসে দেড়শো টাকার মধ্যে ?
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ১৬:০২ | 202.91.136.3
  • নেতাই, অভিনন্দন। একটা পর্যায় সেশ হয়ে আরেকটা সুরু হলো।
  • Netai | ১৯ অক্টোবর ২০১১ ১৬:০২ | 121.241.98.225
  • ল্যাপি ভাঙার চাকরি কি ফুলটাইম না পার্টটাইম। আমি চাকরি করতে ইচ্ছুক। পুর্বঅভিজ্ঞতা বিশেষ নেই। তবে অনেক দিনের সপ্ন।
  • Netai | ১৯ অক্টোবর ২০১১ ১৬:০১ | 121.241.98.225
  • ২৫ নয় সিকিদা। ২০ তারিখ।
  • dukhe | ১৯ অক্টোবর ২০১১ ১৬:০১ | 122.160.114.85
  • আগেরটা স্পেশাই বার্ন্ট প্রসঙ্গে । সিকিকে থ্যাঙ্কু ।
    এত পাত্রী, অথচ কুড়ির কথা হেথা কেহ তো -
  • Ishan | ১৯ অক্টোবর ২০১১ ১৬:০০ | 122.248.163.3
  • সমস্যাটা অন্য। মাসে আটান্ন হাজার টাকা দিয়ে বিউটি চচ্চা করে মানে তো বিউটি কুইন। সে আমার** মতো হাড়হাভাতে ল্যাগব্যাগ সিংকে বে করবে কেন?

    ** ভুল করবেন্না। আমি মোটেও পোটেনশিয়াল পাত্র না। জাস্ট এক্সাম্পল। কাজু বা নেতাই, হতেও পারে সুপুরুষ অ্যাপোলো, সে তো আর আমি জানিনা।
  • dukhe | ১৯ অক্টোবর ২০১১ ১৫:৫৯ | 122.160.114.85
  • উরেঃ সব্বোনাশ । ঐটা গুচ-র নেসেসারি কন্ডিশন নাকি ? গেছি এইবার ।
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ১৫:৫৭ | 202.91.136.3
  • আর আমি সত্যি বিপা মানে ভেবেছিলাম বিপাসনার কথা হচ্ছে।
  • Bratin | ১৯ অক্টোবর ২০১১ ১৫:৫৭ | 122.248.183.1
  • আচ্ছা ল্যাপী ভাঙার জন্যে ফুল টাইম লোক লাগবে?
  • kumu | ১৯ অক্টোবর ২০১১ ১৫:৫৭ | 122.160.159.184
  • ৫৮ লাখ কোথায় কইলাম,অ্যাঁ?

    যাগ্গে,মিটিন শেষ হয়ে গেল,আর সেই গোলাপী জামা পরা বুড়োও ঘুম থেকে উটে পল্ল।
    এইবার কাজাতে গেলাম।
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ১৫:৫৬ | 202.91.136.3
  • ও আচ্ছা, না হায় লাখই ফেলেছি, আদার ব্যপারী! ঃ)
  • Bratin | ১৯ অক্টোবর ২০১১ ১৫:৫৫ | 122.248.183.1
  • না ল্যাপি ভাঙার কেস টা সিরিয়াস। আমার স্কুলের বন্ধু। তাদের প্রেম-ঘটিত বিবাহ। তা সেই বন্ধু পত্মী ( সে ও আমার বন্ধু) এক দিন খুব রেগে স্রেফ খুন্তী দিয়ে ল্যাপটপ ভেঙে দিল। বন্ধু খুব দুঃখ করছে এমন সময় আমাদের আরেক বন্ধুর সাজেসন 'এবার থেকে প্ল্যাস্টিকের খুন্তী কিনে দিবি, বুঝলি'!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত