কেন কেন, কুমু দি খুব শান্ত তো!! খালি লুঙ্গি আর কাঠবেরালী কুমু দির ব্যথা। ও দুটো নাম না নিলেই হল!!
dukhe | ২২ অক্টোবর ২০১১ ১১:৩৪ | 122.160.114.85
বৌ প্লাস্টিকে ল্যাপি ভরে দেয়নি এখনও । এটা লিখতে গিয়ে নেতাইয়ের কথাই মনে পড়ল । তার টইটাকে বাঁচাতে পারলাম না । হায় ।
Bratin | ২২ অক্টোবর ২০১১ ১১:৩১ | 117.194.103.214
যদি কেউ ভাবে আমি কিছু করি নি তাই আগে ভাগে ফিরিস্তি দিয়ে রাখলাম ঃ-))
dd | ২২ অক্টোবর ২০১১ ১১:৩০ | 124.247.203.12
দু একজন রাগী টাইপের মহিলা না থাকলে ভাট জমে না।
আমি কিন্তু কারুর নাম নি' নি - সেটা খ্যাল করেছেন তো ?
বেশ।
Bratin | ২২ অক্টোবর ২০১১ ১১:৩০ | 117.194.103.214
আরে আমি নটার সময় উঠে বেড টি খেলাম। খানিক পরে দই চিঁড়ে খেয়ে বাজার করে আনলাম। এখন কফি খেয়ে ভাট করছি। একটু পরে গাছে জল দিতে যাবো।
kumu | ২২ অক্টোবর ২০১১ ১১:২৮ | 122.160.159.184
বাব্বা,শনিবারের ভাটে এতজন! অন্য শনিবারে তো প্রায় কেউ থাকেন্না।কেসি,কুমু,কিকি-এই ক-য়েকজন ছাড়া।
সত্যি তোমরা আপিসে আছো না বৌ ল্যাপি হাতে দিয়ে ঘর থেকে বের করে দিলো?
dd | ২২ অক্টোবর ২০১১ ১১:২৭ | 124.247.203.12
হ্যাঁ, হ্যাঁ। ঘুমাতে যাও। দুগ্গা দুগ্গা।
Abhyu | ২২ অক্টোবর ২০১১ ১১:২৫ | 97.81.87.27
দুখের কথা কেন হবে, ও তো ডিডির কথা!
আজ রাত হয়ে গেছে, এই মাত্র মোড় দেখে উঠলাম, নইলে শ্যামাসঙ্গীত দিতাম।
গুন্নাইট
dd | ২২ অক্টোবর ২০১১ ১১:১২ | 124.247.203.12
আদ্দেক আপিস ফাঁকা। সবাই ছুটীর মুডে। কিন্তু আমাকে এসতে হয়েছে। ক্যানো? দোষের মধ্যে আগামী সোম্বার আমি ছুটি নিয়েছি যাতে পর্পর চার্দিন ছুটি পাই। সেই পাপে।
আর এসতে হয়েছে, এই পর্যন্ত্য ঠিক ছিলো, কিন্তু কোনো কাজও নেই। কেউ কিছু জিগাইলেই হেঁকে উঠছি আরে আরে ওসব দিওয়ালির পরে হ'বে খনে।
দুখের কথা তো এই।
dukhe | ২২ অক্টোবর ২০১১ ১০:৩৯ | 122.160.114.85
dd স্যার, আম্মো আপিসে । তবে স্বর্গদেশ চেন্নাইতে না - এই যা রক্ষে ।
aka | ২২ অক্টোবর ২০১১ ১০:২৩ | 117.194.2.98
বুনু বাবু কইলেন চল ওপিয়াম যাই কিন্তু সময় নাই।
aka | ২২ অক্টোবর ২০১১ ১০:২১ | 117.194.2.98
গত দশ দিন ধরে জীবন ড্রাই, তেষ্টায় গলা ফেটে গেল কিন্তু হা কপাল। ঃ(
dd | ২২ অক্টোবর ২০১১ ১০:১৯ | 124.247.203.12
আমি ক্যানো ভাটাই? ক্যানো? তো কান চুলকে শোনো, আজ আমার ছুটী নেই।
আমি আপিসে বসে আছি, গতো শুক্কুরের রাত বৃথা গ্যালো, যেমতি আজকের রাতে - সারা রাত বাস ভ্রমন
জীবন বড়ো কঠিন হে ফ্যালাদা।
dukhe | ২২ অক্টোবর ২০১১ ১০:১৮ | 122.160.114.85
শনিবার তো কী ? বারবেলা পড়ে নাই এখনো ।
aka | ২২ অক্টোবর ২০১১ ১০:১২ | 117.194.2.98
আজ না শনিবার? এত লোকে ভাটায় কেন?
dukhe | ২২ অক্টোবর ২০১১ ১০:০৭ | 122.160.114.85
অভ্যু, ব্রতীন - আই এস আইটা টপ টেনে রাখো, তাহলেই গোলমাল হবে না । পাইবাবুর কথা শুনে এই বুঝলাম ।
Bratin | ২২ অক্টোবর ২০১১ ০৯:৫৪ | 117.194.100.76
সারে কি বিপ্লব ভালো ফলে?
Abhyu | ২২ অক্টোবর ২০১১ ০৯:০২ | 97.81.87.27
ওদিকে বিপবাবুর গদ্দাফির টইতে জৈব সার কেন?
Abhyu | ২২ অক্টোবর ২০১১ ০৮:৩১ | 97.81.87.27
পাইয়ের ভাবখানা এই যেন গুরুর পাতা রিসার্চ পেপারের সমান - প্রোগ্রামের ব্যাকাপ রাখতে হবে, হুঁঃ ঃ)
pi | ২২ অক্টোবর ২০১১ ০৮:০৫ | 128.231.22.133
তবে বাপু এরকমই হবে। পই পই করে বলেছি টই আটকানোর পর পোস্টালে সেভ করে রাখতে। এখনো বলে গেলুম, কেউ সেভ করে রাখে নাই ঃ( আমি তো টপ টেন টই দেখে দেখে পোস্ট সেভ করেছিলাম। তাও কিছু মিস হয়ে যেতে পারে। সেভ করার পর পোস্ট এলে। আই এস আই এ যে আপডেট হয়েছে, তা জানবো ক্যামনে? আপডেট না হওয়াতে সেতো আপডেটেড টইয়ের লিস্টিতেও আসে নাই ঃ)
pi | ২২ অক্টোবর ২০১১ ০৭:৫৩ | 128.231.22.133
ISI র এজেন্টের চক্রান্ত।
Abhyu | ২২ অক্টোবর ২০১১ ০৭:৪২ | 97.81.87.27
এটা কি রকম চক্রান্ত? ISIএর টইতে আমার পোস্টটা দেখাচ্ছিল এখন আবার উড়ে গেছে? ও পাই তোমার ই কী রকম ব্যাভার?
pi | ২২ অক্টোবর ২০১১ ০৫:২৩ | 128.231.22.133
টিম, এমনিতে হিট বাড়লে বা কোন টইতে হিট বেশি হলে সেই টইটা আটকে যায়। আপডেট হয়না। তারপর বাকি সব টইতেও একই গড়বড় হতে থাকে। ইউনিকোডে পোস্ট করতে গিয়ে এরর আসা মানেই টইটা আটকেছে।
pi | ২২ অক্টোবর ২০১১ ০৫:২০ | 128.231.22.133
কেউ কি আপডেট নিয়ে রেখেছে ?
lcm | ২২ অক্টোবর ২০১১ ০৫:১৮ | 128.48.44.141
টেস্ট
nk | ২২ অক্টোবর ২০১১ ০৪:৫২ | 151.141.84.221
আমারো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তবে সেটা থাক। এখন অল্প গুরুত্বের এই প্রশ্ন কটা করি, রসগোল্লার কেসি দাসের পুরো নাম কী? ছাতার কেসি পালের পুরো নাম কী? সূর্য ঘোরে পৃথিবী থেমে, এই কেসিপালের পুরো নাম কী? এই কেসিপাল আর ছাতার কেসিপাল কি একই? আপাতত এই থাক। ঃ-)
Tim | ২২ অক্টোবর ২০১১ ০৪:০৮ | 198.82.27.124
ইপিস্তা, ঠিক কটা পোস্ট হলে টইতে এরম বাগ বেরোয়? আমি বাপু ব্যাকাপ রেখে কিছু লিখিনা। শেষে বাংলা সাহিত্যের ক্ষতিফতি হয়ে গেলে তোমরা দায়ী থাকবে।
কেশীদা, ঃ-)
nk | ২২ অক্টোবর ২০১১ ০৩:২১ | 151.141.84.194
গদ্দামের টইয়ে শেষে টিমের নাম দেখাচ্ছে আর এদিকে একা কুম্ভের মতন শেষদ্বার রক্ষা করে দাঁড়িয়ে বিপ্পাল। তেনার পরে আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। ঃ-)
pi | ২২ অক্টোবর ২০১১ ০২:১৯ | 128.231.22.133
যে যে পোস্ট আপডেট হচ্ছেনা, সেগুলোকে কেউ ইউনিকোডে কপি করে রাখবে(ন)? আমি কাজে আটকে গেছি। আগাম ধন্যযোগ।
achintyarup | ২২ অক্টোবর ২০১১ ০১:৪৭ | 59.160.219.101
টইয়ে কি কোনো সমস্যা?
pi | ২২ অক্টোবর ২০১১ ০১:২৮ | 128.231.22.133
ইন্দোদা, তোমার ঐ আগের টইটা একটু তুলে দাও না।
Tim | ২২ অক্টোবর ২০১১ ০১:২১ | 198.82.27.124
কি কান্ড! টইটা টেনেটুনে তুলে আনতে না আনতেই ইন্দোদা পোস্ট করেছে। তার মানে টাইপ করছিলো।
Tim | ২২ অক্টোবর ২০১১ ০১:১৮ | 198.82.27.124
হ্যাঁ হ্যাঁ, পিপিরে থ্যাঙ্কু কারেকশনের জন্য। পঃ বঙ্গই মিন করছিলাম।
সত্যি বলতে কি, ভারতবর্ষ বলে আদৌ কোন দেশ আছে কিনা আমার সন্দেহ হয়। বরং একেকটা রাজ্যকেই একেকটা দেশ বলা যেতে পারতো।
kc | ২২ অক্টোবর ২০১১ ০১:১০ | 178.61.96.29
দেশের চিকিৎসা ব্যবস্থা পুরোটাই জিভাগোদের উপরেই দাঁড়িয়ে আছে। আমরা আলোকিত লোকেরা, নিজেদের ক্যাপার জোরে নিজ নিজ জিভাগো খুঁজে নিয়েছি। আর সবথেকে বড় কথা, এই জিভাগোরা এতটাই ভাল যে আমি অন্ততপক্ষে কলকাতাই মরার জায়গা হিসেবে পছন্দ করি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একথাও ভুলতে পারিনা, যে আমার ব্রেন ক্যানসার হওয়া বাবা, যিনি সিটি স্ক্যানের টেবিলেই হার্ট ফেইল করেছিলেন, তাঁর ডেড বডি নিয়ে চিকিৎসকের ছিনিমিনি খেলা। তাও ........
দেশের চিকিৎসাব্যবস্থা পুরোটাই জিভাগোদের ওপর দাঁড়িয়ে আছে। আদারওয়াইজ প্রাণের মূল্য কানাকড়ি।
pi | ২২ অক্টোবর ২০১১ ০০:১৩ | 128.231.22.133
চিকিৎসাব্যবস্থা নিয়ে ইন্দোদার একটা টই ছিল না ? কী নাম ছিল ?
ঐ নীপা ডাক্তারবাবুর ও অনেক কিছু লেখার আছে। আরো কিছু ডাক্তারবাবুও কিছু কিছু লিখে পাঠিয়েছেন। ওখানে দেওয়া যেত।
Tim | ২২ অক্টোবর ২০১১ ০০:১১ | 198.82.27.124
কেসিদা কি প্রমীলা হিসেবে নিজেকে আইডেন্টিফাই কল্লো? ইন দ্যাট কেস, এখন থেকে আমরা কেশীদা বলতে পারি। ;-)
nyara | ২২ অক্টোবর ২০১১ ০০:১০ | 122.172.165.150
কলকাতার অবস্থা বিশেষ খারাপ। বদামির সঙ্গে ইনকম্পিটেন্স মিললে কি হয়, কলকাতার মেডিকাল সিস্টেম তার জ্যান্ত প্রমাণ।
pi | ২২ অক্টোবর ২০১১ ০০:০৪ | 128.231.22.133
দেশে তো আছেই, কিন্তু এদেশের চক্রও মারাত্মক। আর তার পিছনে যাদের হাত, তাদের হাত সত্যিই লম্বা।
আকাদা, সিকো দেখেছিলে ?
aka | ২২ অক্টোবর ২০১১ ০০:০০ | 117.194.3.138
নীনাদি, ফিরে সব লিখব। এ ব্যবস্থা চলা ঠিক নয়। আমার লেখায় কিছু যাবে আসবে না অন্তত কিছু লোকে জানবে।
Nina | ২১ অক্টোবর ২০১১ ২৩:৫১ | 12.149.39.84
আকা, কলকাতায় আমার মাকে নিয়ে কিছু ইউনিক অভিজ্ঞতা হয়েছে--এই ডাক্তার--নার্সিংহোম--ওষুধ--ঠিক ই বলেছ--এক বিরাত বিষাক্ত-চক্র!
আবার এখানে দেখি আর এক ধরণের চক্র--ডাক্তাররা ইন্সেন্টিভ বোনাস পাচ্ছে ইন্সিওরেন্স কম্পানির কাছে যদি তারা স্পেশালিস্টের বিলিং কম রাখতে পারছে ---আবার ধর এক ক্যানসার পেশেন্টকে ডাক্তার বলছে তার প্রতিদিন চার ঘন্টা স্পেশাল থেরাপি লাগবে---এবার অ্যাচুরিয়ানরা লাভক্ষতি হিসেব করে ধার্য্য করছে --না সপ্তাহে তিনদিন দু ঘন্টা করে---পুরো ব্যাপারটাই আমার মাথা ভোঁভোঁ করে!
nk | ২১ অক্টোবর ২০১১ ২৩:৪৩ | 151.141.84.194
আরে আর সব মন্ত্রী তো এই চু-কিতকিত খেলায় দুধভাত, কিন্তু অর্থমন্ত্রী তো তা নয়! হুঁ হুঁ বাবা, ইয়ার্কি না। দুধভাতে থাকতে গেলে কেবল দেখতে হবে অর্থমন্ত্রী কে, বাকী সব সাজিয়ে নেওয়া যাবে তাকে ঘিরে। ঃ-) ডিঃ মঃ
aka | ২১ অক্টোবর ২০১১ ২৩:৪১ | 117.194.3.138
আরে কি টাইমিং। নীনাদি অবশ্যই খুলব। কমার্শিয়াল হোক না। সমস্যা হল একটা বড় চক্র হয়েছে যারা পিশাচ। সুখের কথা এরও মাঝে ভালো লোকেরও অভাব নেই। গতকালই সেরকম অভিজঁঅতা হল। গুরুর এক নীপার সাথে আলাপ হল, কথা হল, তিনিও ডাক্তার। আমাদের সোদপুরের জিভাগো তো আছেঅই। আলাপ হল এক রোগীর সাথে। তিনি শুধু আমার মায়ের নয় প্রায় পুরো ওয়ার্ডেরই দায়িত্ব নিয়ে নিয়েছিলেন। কিন্তু সিস্টেম হিসেবে সাধারণ মানুষের অবস্থা বেশ খারাপ। ছবিটা খুব পরিষ্কার হয়ে গেছে আমার কাছে।
Bratin | ২১ অক্টোবর ২০১১ ২৩:৩৬ | 117.194.99.71
ঃ-((
অর্থ মন্ত্রী র নাম নিয়ে চাপ হল কেন?
nk | ২১ অক্টোবর ২০১১ ২৩:১৮ | 151.141.84.194
আরে আম্মো তো জানি না। ঃ-O এখন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী কে? আর রাজ্যের নাম বদলানোর একটা ব্যাপার ছিলো, সেটা কি হয়ে গেছে অফিসিয়ালি?
Nina | ২১ অক্টোবর ২০১১ ২৩:০৪ | 12.149.39.84
@ আকা---একটা রিকোয়েস্ট--কলকাতায় চিকিৎসা বিভ্রাটের ওপর তোমার নিজের এক্ষপিরিয়েন্সের একটা টই খুলো । প্লিজ। আমিও মিলিয়ে দেখব --আমার ভোগান্তিগুলোর সঙ্গে । এ দেশেরও চিকিৎসা ব্যাপারটা ও যেন বড্ড কমার্শিয়াল হয়ে যাচ্ছে---টাকার/লাভের অঙ্ক দিয়ে মানুষের জীবন-মরণ ধার্য্য হচ্ছে! বটম লাইন সেই ঘুরে ফিরে যেন "রাখে হরি আর মারে হরি" তেই শেষ। ভয় করে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন