এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ২৮ অক্টোবর ২০১১ ১৭:২৮ | 14.99.233.21
  • কেন কেন? কুমু র সাথে কুমী র একটা বেশ পজেটিভ কোরেলেশ্যন আছে তো!!
  • kumu | ২৮ অক্টোবর ২০১১ ১৭:২২ | 122.160.159.184
  • কু মী ঈ র-ওরে বাবা,

    না না ঐ ব্যাগ আমার্চাই না,হিরেফিরে যাই থাক।
  • Bratin | ২৮ অক্টোবর ২০১১ ১৭:০৩ | 14.99.233.21
  • এইরে তাড়তাড়ি তে দেবযানী আর নীনা দি র নাম বাদ গেছে।
  • dd | ২৮ অক্টোবর ২০১১ ১৬:৫৭ | 124.247.203.12
  • শুদু ভেজ আর নির্জলা বলেই নয়, পুরো হরিদ্বার আর ঋষিকেশে একটাও স্ট্যান্ডার্ড খাবারের দোকান নেই। হোটেল গুলো ও ঝুল।

    এর কারন কি?
  • de | ২৮ অক্টোবর ২০১১ ১৬:৫৭ | 59.163.30.6
  • এই অ্যাতোক্ষণে এট্টু হাঁফ ছাড়তে পারলাম --

    সব গুরু দাদা আর ভাইদের ভাইফোঁটা! সঙ্গে লুচি, ছোলাড্ডাল, বেগুনভাজা আর মালাই চমচম!

    সকলের কেমন কাটলো ভাইফোঁটা?
  • dukhe | ২৮ অক্টোবর ২০১১ ১৬:৩০ | 122.160.114.85
  • আমরা গেসলাম হরিদ্বার হৃষীকেশ খির্সু উখিমঠ চোপ্তা । গত বছর । বড়দের আলুপরোটা আর ছোটদের (পাই সুদ্ধু) ম্যাগি । ইনস্টিটিউশনালাইজড ।
    আর আজ গেলাম সুইসোটেল । রাজারহাটে । বাফেটা সুবিধের না । সুইসোটেলে গিয়ে মটরপনির আর চিকেন মশল্লা পোষায় ? বলুন ?
  • Bratin | ২৮ অক্টোবর ২০১১ ১৬:০৭ | 14.99.233.21
  • ৯৫ বল্লাম তো!!

    q ওদিকে গিয়েছিলম তো ৯৬ এ। হরিদ্বার,ঋশিকেশ,উত্তর কাশী,গঙ্গোত্রী - গোমুখ, কেদারনাথ। আমরা তিন পিস বন্ধু। দেরাদুন রাইস,ঘি,সরু সরু আলু ভাজা । আর কি চাই?

    আর অন্য জায়গা য় আলু পরোটা। খুব কষ্ট হয় নি। আসলে অনেকে নন ভেজ ছাড়া একেবারেই পারে না। আমার তত প্রবলেম নেই।
  • q | ২৮ অক্টোবর ২০১১ ১৫:৪৬ | 121.241.218.132
  • ক্লাচ তো গাড়িতে থাকে!
  • dd | ২৮ অক্টোবর ২০১১ ১৫:৪৪ | 124.247.203.12
  • আমার দেওয়া ব্যাগগুলান শুধু ই কি ব্যাগ? হা কপাল, তাও ভালো বটুয়া কয় নাই। এই জন্নেই দি না।

    আমার দেওয়া ক্লাচটি একটি হস্তরত্ন। খুব হাসী খুসী ও অভিজাত কুমীরের চামড়া, খান কতক হীরে জহরৎ, সাহেব মুচি এইসব দিয়ে তৈরী কোটিতে গুটিক একটি চোখ ধাঁধাঁনো ফ্যাশন স্টেটমেন্ট। একটি বড়োলোকির ইস্তাহার। দেমাকের পরাকাষ্ঠা।

    না,তোমরা বরং কদমা খাও, তিন বস্তা।
  • q | ২৮ অক্টোবর ২০১১ ১৫:২৬ | 121.241.218.132
  • ব্রতীনবাবু কখনো হরিদ্বার পেরিয়ে ওপরের দিকে গেলে কি করবেন?
  • siki | ২৮ অক্টোবর ২০১১ ১৫:২১ | 123.242.248.130
  • খুঁজেপেতে একটা গুচ্চির ব্যাগই পেলাম।

  • siki | ২৮ অক্টোবর ২০১১ ১৫:২০ | 123.242.248.130
  • ব্যাং এখন কেমন আছে?
  • kumu | ২৮ অক্টোবর ২০১১ ১৫:১৮ | 122.160.159.184
  • সিকিকে অনেক থান্‌কু,ভাই দিয়েচে এটাই হলগে আসল কতা,আর বেগটাও ভাল,বেশ পকেট আচে।
  • siki | ২৮ অক্টোবর ২০১১ ১৫:১২ | 123.242.248.130
  • /______\
    /______\

    এই ন্যান, ভাইফোঁটার দিন, না করি নি, ট্যারা হোক ব্যাঁকা হোক, একটা বেগ বানিয়ে দিলাম। এচ্চেয়ে ভালো বেগ্‌ চেয়ে বেগ দেবেন না যেন। গুচ্চি না হোক, মুচ্চি টাইপের হয়েছে কিন্তু।
  • ppn | ২৮ অক্টোবর ২০১১ ১৫:১০ | 216.52.215.232
  • আর অন্ধ্রের লোকেরা প্রায় সবাই নন-ভেজ খায়। উত্তাল লংকার গুঁড়ো দিয়ে অবশ্য।
  • ppn | ২৮ অক্টোবর ২০১১ ১৫:০৯ | 216.52.215.232
  • বাজে কথা। ৯৮ সালে গিয়ে গাদা গাদা নন-ভেজের দোকান পেলাম।
  • kumu | ২৮ অক্টোবর ২০১১ ১৪:৫৯ | 122.160.159.184
  • আমি শান্তশিষ্ট নিরীহ মানুষ,একখান বেগ চাইলাম,তাও সবাই কেমন এড়িয়ে যাচ্চে তাই দ্যাখো!!
  • Bratin | ২৮ অক্টোবর ২০১১ ১৪:৫৯ | 117.194.101.97
  • নন ভেজ দোকান পাওয়া যায় নাই। আহা তখন ১৯৯৫ সাল। সে কি আজকের কথা!!
  • Jhiki | ২৮ অক্টোবর ২০১১ ১৪:৫৫ | 182.253.0.99
  • সাতদিন ঘাস খেয়ে থাকতে হলে শুধু একটু মনখারাপ নয়, ডিপ্রেশনের চুড়ান্ত হবে..... মরে যেতেও ইচ্ছে করতে পারে!
  • siki | ২৮ অক্টোবর ২০১১ ১৪:৫১ | 123.242.248.130
  • ডিডিদাদা বোঝে নাই। আসল ফোকাসটা "ডিডিদাদার' ইসে-তে ছিল না, ছিল ডিডিদাদার "ইসে'-তে। কেহ কেহ ইহা বর্ষাকালে অধিকতরভাবে চাহিয়া থাকে, তাই লিখতে চেয়েছিলাম, ডিডিদাদা বষ্‌ষাকালে চায়, এমন লিখি নাই। ওটা এক্ষপ্ল্যানেশন ছেল।
  • ppn | ২৮ অক্টোবর ২০১১ ১৪:৪৫ | 216.52.215.232
  • সাতদিন ভেজ খেয়ে ছিলেই বা কেন!?
  • Bratin | ২৮ অক্টোবর ২০১১ ১৪:৩৪ | 117.194.101.97
  • সেবারে ভাইজাগ গেছি আমরা MSc র পাঁচ বন্ধু। প্রায় দিন সাত ভেজ খেয়ে আছি। সব্বাই মনমরা। মনের দুঃখে সবাই ঋষিকোন্ডা বীচের দিকে যাচ্ছি। এমন সময় রাস্তায় দু পিস ছাগল কে দেখে হঠাৎ উত্তেজিত হয়ে সৌমেন বলে ফেলল ' মাটন । মাটন'!!
  • Jhini | ২৮ অক্টোবর ২০১১ ১৪:২৫ | 182.253.0.99
  • রাণী নয়, এখানে বর্ষা মহারাণী..... তবে এখানকার লোকজনের একটু ছাগল সিন্ড্রোম আছে..... এক ফোঁটা বৃষ্টি পড়তে না পড়তেই সবাই বাড়ী ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়ে..... ফল অসহ্য জ্যাম।
  • dd | ২৮ অক্টোবর ২০১১ ১৪:২৩ | 124.247.203.12
  • সিকি তোমার কিস্‌সু জানে না মা, সিকি তোমার ভারী ছেলেমানুষ।

    সে ঠকতাকানো শীত হোক,কি চাঁদি ফাটানো গ্রেষ্ম, না হলে ফুরফুরে বসন্ত, হুল্লাট বর্ষা চাই কি নিপাত নিষ্কর্মা হেমন্ত, এমন কি শরতরানীর কাশ ফুলানো ঢ্যাম কুড় কুড়ে রাতেও - সে যদি হয় শুক্কুর তো হাতে রইবে ইসে।

    ক্লাইমেটটা ফ্যাক্টরই নয়। অনুপান ও নয়।
  • Bratin | ২৮ অক্টোবর ২০১১ ১৪:০১ | 117.194.97.99
  • সেই ছোট্ট বেলায় যখন 'তোমার প্রিয় ঋতু' রচনা লিখতে হতঃ তখন লিখতাম ' একটুর জন্যে তুমি ঋতুরাণী হতে পারলে না বর্ষা। কারন হল মশা(ম্যালেরিয়া) আর প্যাচপ্যাচে কাদা। তারপরে শীত কে টেনে খেলিয়ে দেওয়া হত।
  • kc | ২৮ অক্টোবর ২০১১ ১৩:৪৮ | 178.61.96.29
  • ডিডিদা হলেন এক্কেরে অস্‌লি রইস। 01:00 PM এর পোস্টে লেখা জিনিস গুলোর নাম আগে কখনোই শুনিনি।
  • siki | ২৮ অক্টোবর ২০১১ ১৩:৩২ | 123.242.248.130
  • বর্ষাটা আবার অন্যদিক দিয়ে বেশ ভালো। গরমের সাবস্টিটুট আর কি ..., শরীরের পক্ষেও, মনের পক্ষেও, চোখের পক্ষেও, ডিডিদার ইসের পক্ষেও ...

    ডিঃ ইসে = আরে সেই যে, যেটা শুক্কুরবার রাতে ডিডিদা খায়।
  • Jhiki | ২৮ অক্টোবর ২০১১ ১৩:২৮ | 182.253.0.99
  • আরে আমি থাকি শুধু বসন্ত আর বর্ষার দেশে....

  • Bratin | ২৮ অক্টোবর ২০১১ ১৩:২২ | 117.194.97.99
  • এই জন্যে কবি বলেছেন 'শীত কালের থেকে গরম কাল ভালো'। বেশী পোশাষ পরার ঝামেলা থাকে না।
  • siki | ২৮ অক্টোবর ২০১১ ১৩:২০ | 123.242.248.130
  • হ্যাঁ, চোখ ও মনের আরামের জন্য অফিস, টু বি মোর প্রিসাইজ, শুক্কুরবারের অফিস হল বেস্ট। আহা, জিন্‌সও যে কত মোহময়ী পোষাক হতে পারে ...

    ডিঃ চেন্নাইয়ের অফিসসমূহ বাদ্দিয়ে।
  • kumu | ২৮ অক্টোবর ২০১১ ১৩:১৯ | 122.160.159.184
  • ডিডিদা,আমারে ঐ বেগ্‌টা দেন,আমার এট্টা বেগের দরকার সেই কবে থেকে।ঝিকির কথাটাও ঠিক,তবে কাজ চালিয়ে নেবো।
  • Bratin | ২৮ অক্টোবর ২০১১ ১৩:১৭ | 117.194.97.99
  • একট ক্রোশ্নো? ভিন্টেজ চকোলেট কি খায় না আলমারী তে সাজিয়ে রেখে দেয়?
  • Jhiki | ২৮ অক্টোবর ২০১১ ১৩:০৮ | 182.253.0.99
  • ট্রে টা নেওয়া যেতে পারে, তবে পার্স, ক্লাচ এগুলো ছেলেদের থেকে না নেওয়াই ভালো..... সীমিত অভিজ্ঞতায় দেখেছি সেগুলো কোন না কোন কারনে ব্যবহারের অযোগ্য হয় ঃ)
  • Jhiki | ২৮ অক্টোবর ২০১১ ১৩:০৪ | 182.253.0.99
  • গুজিয়ার সাথে চকোলেটের তুলনা? এর থেকে চাঁদের সঙ্গে চাঁদমালার তুলনাও ভাল।
  • Jhiki | ২৮ অক্টোবর ২০১১ ১৩:০২ | 182.253.0.99
  • এখানকার চাইনিজ অরিজিনের মেয়েদের হ্রস্ব থেকে হ্রস্বতর পোষাক আর মোম মাজা হাত পা দেখে আমার চোখের ও যথেষ্ট আরাম হয়, কোন একটাকে বর মিস করে গেলে ঘাড় ঘুরিয়ে দেখিয়ে দিই!
  • dd | ২৮ অক্টোবর ২০১১ ১৩:০০ | 124.247.203.12
  • প্রথমে ভেবেছিলাম বোনগুলানরে রীড অ্যান্ড বার্টনের রুপোর ট্রের উপর সাজিয়ে টুকটাক কিছু গিফট, যেমন হিলডে পালাডিনোর গাডিনো ব্যাগ বা ফেন্ডি সেলেরিয়ার পার্স, তার সাথে মিষ্টিমুখে দি নিপশিল্ডটের ট্রাফেল ফিলড চকোপলজি আর কিছু নোকার ভিন্টেজ কালেকশন চকোলেট,খুব ছোটোদের জন্য ডেলাফীর ললিপপ।

    পরে মনে হোলো। ধুর। এইসব গাঁইয়ারা এ সবের কি মর্ম বুঝবে ?

    তাচ্চে ধামা ধামা গুজিয়া, ট্রাংক ভরতি বোঁদে এইসব ই দিলাম। গেলো।
  • ppn | ২৮ অক্টোবর ২০১১ ১২:৫৯ | 216.52.215.232
  • আগের পোস্টটা কেশীকে।
  • ppn | ২৮ অক্টোবর ২০১১ ১২:৫৭ | 216.52.215.232
  • হ্যাঁ, লুলু-লুলী।

    তোমরা তো ও রসে বঞ্চিত। ;-)
  • Jhiki | ২৮ অক্টোবর ২০১১ ১২:৫৬ | 182.253.0.99
  • চোখ আর মনের আরামের জন্য শপিং মল, সুইমিং পুল এসব বাদ দিয়ে অফিস??
  • kc | ২৮ অক্টোবর ২০১১ ১২:৫৫ | 178.61.96.29
  • প্পন এবার একটা পরকীয়া অ্যাঙ্গেল আনছে।;- ০
  • Bratin | ২৮ অক্টোবর ২০১১ ১২:৫১ | 117.194.97.99
  • অপ্পন জন্যে জানকারী। পাঁচ দিন ছুটির শেষে সোম বার আপিস যেতে পারি। ঃ-))
  • ppn | ২৮ অক্টোবর ২০১১ ১২:৪৫ | 216.52.215.232
  • ধুর, মুখ ফোলার ক্ষী আছে! অফিস না এলে কি আর চোখ আর মনের আরাম হয়! ;-)
  • Jhiki | ২৮ অক্টোবর ২০১১ ১২:৩৯ | 182.253.0.99
  • এই ইদ টা এদিকে ছোট ইদ, একদিনই ছুটী থাকে। তাও এবার বোধহয় রোববারে পড়েছে ঃ(
  • Bratin | ২৮ অক্টোবর ২০১১ ১২:৩৮ | 117.194.97.99
  • ভাইফোঁটার দিনে দিদি দের( জয়ন্তী দি, দু দি, শর্বানী দি,সুচেতনা দি ) ইত্যাদি দের ভালোবাসা আর প্রনাম। আর বোন দের ( মানসী,সুচেতনা, শর্বানী,মিঠু) এদের জন্যে ভালোবাসা আর এক পিস করে চাঁটি।

    সব্বার জন্যে রাবড়ি (দেবী নন!!)
  • kc | ২৮ অক্টোবর ২০১১ ১২:৩৬ | 178.61.96.29
  • সফোদের মুখগুলোকে লুচির মতন ফুলিয়ে, সামনের উইকএন্ড থেকে আমাদের পরপর নয়দিন ছুছুছু ছুট্টিইইই।
  • ppn | ২৮ অক্টোবর ২০১১ ১২:২০ | 204.138.240.254
  • শত্তুরের মুখে ছাই দিয়ে আমার আগামী চাদ্দিন ছুটি! আহ্‌!
  • siki | ২৮ অক্টোবর ২০১১ ১২:১৯ | 123.242.248.130
  • খিদে পেয়ে গেল।
  • siki | ২৮ অক্টোবর ২০১১ ১২:১৯ | 123.242.248.130
  • আজ পুরো আপিসে গুণে গেঁথে তিরিশ-বত্তিরিশজন লোক।
  • pi | ২৮ অক্টোবর ২০১১ ১২:১৮ | 72.83.90.203
  • ক্যাল কি কোলকাতার নতুন মিষ্টি ? ঐ কড়াপাকের শাঁখ সন্দেশের নাম ?
    কিন্তু দাদা আমি তো খালি বোঁদে আর গুঁজিয়া চেয়েছিলাম।
  • siki | ২৮ অক্টোবর ২০১১ ১২:১৫ | 123.242.248.130
  • পাইকে উদুম ক্যাল। গদ্দাফি স্টাইল।

    ক্যাডবেরি মাইরি কী খচ্চর হয়ে গেছে। এমনিতে ওদের সেলিব্রেশন্‌স প্যাকগুলো একশো পঁচিশ টাকা করে দাম। দিওয়ালির ঠিক আগের দিন থেকে দামগুলো পাল্টে দেড়শো করে দিল। ভেতরে কনটেন্ট সমস্ত এক, ওগুলো আলাদা আলাদা করে কিনলে হয় তো আরও কমে হয়ে যেত।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত