এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা   শিক্ষা

  • এক শিক্ষার্থীর আর্তনাদ 

    দীপ
    আলোচনা | শিক্ষা | ০৩ আগস্ট ২০২৫ | ৪৮ বার পঠিত
  • কেন্দ্র ও রাজ্য সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেবার জন্য উঠেপড়ে লেগেছে। একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদন থেকে জেনেছি গত ১১ বছরে সারা দেশে প্রায় নব্ব‌ই হাজার স্কুল বন্ধ হয়ে গেছে।
    অন্যদিকে রাজ্যসরকার তো এস এস সি পরীক্ষাই তুলে দিয়েছে। ২০১৬ সালে শেষ এই পরীক্ষা হয়েছিলো। সে পরীক্ষার প্যানেল চূড়ান্ত দুর্নীতির অভিযোগে পরিত্যক্ত হয়েছে, সুপ্রিম কোর্টের আদেশে আবার নতুন করে পরীক্ষা নিতে হবে।
    স্কুলে শিক্ষক নেই, ল্যাব নেই, লাইব্রেরী নেই; সামান্য পরিকাঠামো নেই। সাধারণ মানুষের কাছে এই স্কুলগুলো এখন "খিচুড়ি স্কুল" নামে পরিচিত।
    গত ছয় বছরে কলেজগুলোতে কোনো স্থায়ী কর্মী নিযুক্ত হয়নি, তার পরিবর্তে একের পর এক অস্থায়ী কর্মী নিযুক্ত হয়েছে। এরা সকলেই একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্য।
     
    এবার আরেক আঘাত এলো উচ্চশিক্ষার ক্ষেত্রে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রাজ্য সরকার পোষায় বৃত্তি বন্ধ হয়ে গেলো। আগাম কোনো খবর না দিয়ে বৃত্তি বন্ধ হয়ে যাওয়ায় চূড়ান্ত অসহায় হয়ে পড়েছেন বেশ কিছু ছাত্রছাত্রী। এই বৃত্তিই ছিলো তাঁদের অর্থনৈতিক অবলম্বন। তাঁদের অসহায় আর্তনাদের কথা প্রকাশ করলেন এক অসহায় শিক্ষার্থী তমোঘ্ন মুখোপাধ্যায়।
     
    ---------------------------------------------------------------------
    তমোঘ্ন মুখোপাধ্যায় 

    আচমকা, বিনা নোটিসে বন্ধ হয়ে গেল পিএইচডি-র জন্য নির্ধারিত স্টেট ফান্ডেড ফেলোশিপ।
    ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যেই স্টেট ফান্ডেড ফেলোশিপ দেওয়া হয় গবেষকদের। মূলত যে-সমস্ত গবেষক UGC প্রদত্ত JRF (Junior Research Fellowship) পান না, তাঁদের অনেককে কিছু নির্দিষ্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী রাজ্য সরকারের পক্ষ থেকে ফেলোশিপ দেওয়া হয়। বরাবর হয়েছে। অধিকাংশ রাজ্যে এই ফেলোশিপের পরিমাণ প্রায় UGC প্রদত্ত JRF-এর কাছাকাছি। পশ্চিমবঙ্গ, যা কি না শিক্ষার পীঠস্থান হিসাবে ক্রমাগত বিজ্ঞাপিত হয়েছে দশকের পর দশক, সেখানে এই ফেলোশিপের পরিমাণ তুলনামূলকভাবে কম। কেন কম? তার উত্তর লেখার থেকে মহাভারত রচনা করা সহজ।

    আপাতত, জুলাই মাস থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিনা নোটিশে সমস্ত স্টেফ-ফান্ডেড JRF স্কলারের মাসোহারা বন্ধ হয়ে গেল। ঘটনাচক্রে আমিও তাদেরই একজন। কানাঘুষোয় জানা যাচ্ছে ফেলোশিপ বন্ধ করে দেওয়ার তোড়জোড় নাকি অনেক আগেই শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে, কিন্তু কোনও অফিশিয়াল নোটিস তো প্রকাশ করা হয়ইনি, এমনকি বিশ্ববিদ্যালয় তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারও পক্ষ থেকেই পিএইচডি স্কলারদের সর্তকতার সামান্যতম বাণীও অফিশিয়ালি শোনানো হয়নি।

    এমতাবস্থায় আমি ম্যাক্সিমাম আমার পরিস্থিতিটুকু ব্যক্ত করতে পারি। মেসভাড়া, খাওয়াদাওয়ার খরচ, বইপত্রের খরচ (এই ব্যাপারে সঙ্গত কারণেই আমার প্রবল খরচ হয়, সবটা পিডিএফে হয় না), যাতায়াতের খরচ, সাংসারিক ক্ষেত্রে কিছু কন্ট্রিবিউশন— এই সমস্ত কিছু নির্ভর করেছিল এই ফেলোশিপের ওপর। গতকাল থেকে আমার জীবনে এই সমস্ত কিছু ভয়াবহ রকমের অনিশ্চিত হয়ে গেছে।

    এ তো গেল আমার অবস্থা। এমন বহু রিসার্চ স্কলারকে আমি ব্যক্তিগতভাবে চিনি যাদের জীবন নির্ভর করেছিল এই ফেলোশিপের ওপর। আপাতত তারা নিঃস্ব।

    আচমকা সরকারি ফেলোশিপ বন্ধ হয়ে যেতে পারে? বিনা নোটিশে? জানি না।
    যথাযথ নিয়ম মেনে, সই-সাবুদ করে, জরুরি নথিপত্র জমা দিয়ে, সর্বোপরি যোগ্যতার ভিত্তিতে যে সরকারি ফেলোশিপ জুটছিল, তা এরকম আচমকা বন্ধ করে দেওয়া যায়?

    জানি না।

    এই রাজ্যে শিক্ষিত মানুষের পরিণতি নিয়ে বেশি কথা না বলাই ভালো।

    ‘হীরক রাজার দেশে'-র শিক্ষামন্ত্রী যেভাবে হাসিমুখে বলে যান “আজ থেকে পাঠশালা বন্ধ", বাস্তবেও খানিক তেমন অবস্থা।

    শুনলাম এ-বছর অজস্র ক্লাব লক্ষাধিক টাকা পেয়েছে পুজোর জন্য। সরস্বতীর শরীর থেকে রগরগে মাংস খুবলে তুলে সেই মাংস শারদোৎসবে আহুতি দেওয়া হবে। এর চেয়ে ভালো আর কীই বা হতে পারে! তাই না?

    UGC-NET পরীক্ষাও এত ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে, তার ওপরেও যে পুনঃ পুনঃ ভরসা করা যায়, তা বলা যায় না। UGC-র অস্তিত্বই আর থাকবে না শুনছি, JRF-এর জন্য কেন্দ্রীয় ভাবে বরাদ্দ টাকাও বিপুল পরিমাণে কমিয়ে দেওয়া হয়েছে। Unreserved category-র তো আবার জন্মগতভাবেই হাতে হ্যারিকেন।

    অতএব কপর্দকশূন্য তমোঘ্ন মুখোপাধ্যায়ের তরফ থেকে আপনাদের সবাইকে পুজোর জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। শুনেছি হাভাতে, অর্থহীন, তুমুল অনিশ্চয়তার ভেতর দিয়ে জীবন বইয়ে নিয়ে যাওয়া কবি-সাহিত্যিকদের জন্য বাঙালির হৃদয়ের এক ছোট্ট কোণে সামান্য জায়গা থাকে। আশা করি, এরপর পাকাপাকিভাবে তেমন জায়গা আমিও পেতে চলেছি। অন্তত এই অতুলনীয় উপকারের জন্য ‘জননী-মৃত্তিকা-ভোটার'-এর হর্তাকর্তাদের  এবং সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক গণ্যমান্যদের প্রতি আমার অবিমিশ্র কৃতজ্ঞতা রইল।

    ঘুরপথে অবিনশ্বর সাহিত্যিক হওয়ার এমন সুবর্ণ সুযোগ দেওয়ার জন্য বাংলার মাটি, বাংলার জল ইত্যাদির প্রতি প্রণাম জানাই।

    তমোঘ্ন মুখোপাধ্যায়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 2402:3a80:198b:44c5:678:5634:1232:***:*** | ০৩ আগস্ট ২০২৫ ১৪:১০745523
  • রাজ্যসরকার পোষিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন