এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ২৯ অক্টোবর ২০১১ ১৮:২৯ | 122.177.237.71
  • এক ঘুম দে উটলাম।
  • kumu | ২৯ অক্টোবর ২০১১ ১৭:২২ | 122.160.159.184
  • সিকি,আমি রয়েচি তো,দেখে যাচ্ছি বারে বারে।
  • pi | ২৯ অক্টোবর ২০১১ ১৬:৫৮ | 72.83.90.203
  • আমি এই আছি। তবে এই নেই হয়ে যাবো।
  • . | ২৯ অক্টোবর ২০১১ ১৬:৫৪ | 14.99.36.191
  • বি সি রয় শিশু হাসপাতালে ১১জন বাচ্চা মারা যাওয়ার ঘটনায় এখুনি কলকাতা টিভিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলে গেলেন ... এটা খুব স্বাভাবিক ঘটনা। এমনটা ঘটেই থাকে। এত বাড়াবাড়ি করার কিছু নেই।
  • siki | ২৯ অক্টোবর ২০১১ ১৬:৫৩ | 122.177.237.71
  • কেউ নাই। আমি যখন জাগি, গুরু তখন ঘুমোয়।
  • kumu | ২৯ অক্টোবর ২০১১ ১৫:০১ | 122.160.159.184
  • অ ব্যাঙ,ভাইএর বউকে ক্যামোন লাগলো?
  • siki | ২৯ অক্টোবর ২০১১ ১৩:৪৫ | 122.177.237.71
  • ওকে, বঙ্গলিপি? আমার আইডিয়া নাই। আমি ওটা ইউজ করি না। আমি অভ্র ইউজ করি। অপ্পন হেল্প করুক।
  • dd | ২৯ অক্টোবর ২০১১ ১৩:৩৭ | 124.247.203.12
  • 'প্পন ছবি এঁকে মেইল দিতে আমি ফাফ তেফাফ দিয়ে ডেস্কটপে ন্যাড়ার কল বসালাম।
    কিন্তু অফলাইনে লিখতে পারছি না। ওপেন করলেই বারবার একই মেসেজ আসছে install add on....। বার সাত আত ইনস্টল আর রিস্টার্ট করলেও কিছু আর এগোচ্ছে না। ও খানেই আটকে আছে।

    'প্পন বলেছে আরেকটা মেইল পাঠাবে। তুমি ও লিখে দাও। যেটা কাজে লাগে।
  • siki | ২৯ অক্টোবর ২০১১ ১৩:২৬ | 122.177.237.71
  • প্রতীক, শুভ জন্মদিন।

    ডিডিদা, কী চেষ্টা করছেন? বাংলাপ্লেন দিয়ে অফলাইনে লেখার? নাকি ইউনিকোড দিয়ে লেখার?

    দুটোই হয়। কোনটা চাই বলুন, আমি বুঝিয়ে দিচ্ছি।
  • sayan | ২৯ অক্টোবর ২০১১ ১৩:১৪ | 115.241.74.25
  • প্রতীক্কে হ্যাবাড্ডে! গুরু করো, আনন্দ করো ঃ-)
  • ppn | ২৯ অক্টোবর ২০১১ ১২:৪৬ | 112.133.206.22
  • না না, যাবে না কেন, দিব্যি যাবে। মেলে লিখে পাঠাচ্ছি।
  • dd | ২৯ অক্টোবর ২০১১ ১২:৩৫ | 124.247.203.12
  • তার মানে কি এই দাঁড়ালো যে অফলাইনে বংগোলিপি দিয়ে ল্যাখা যাবে না ? সেই গুচ'র পাতা খুলেই লিখতে হবে ? ইউনিকোদ ফিউনিকোড দিয়ে ?
  • kumu | ২৯ অক্টোবর ২০১১ ১২:২৪ | 122.160.159.184
  • ও টি,ঐ লিং-এ কী আছে?বাইশে শ্রাবণ ?
  • dd | ২৯ অক্টোবর ২০১১ ১২:১৯ | 124.247.203.12
  • টেস্ট, টেস্ট এইটা ক্ষি, এইটা ক্ষি, এক ইউরেকা মুহুর্ত্ত!
  • T | ২৯ অক্টোবর ২০১১ ১২:০২ | 14.139.128.11
  • কেউ আবাপ র সাপ্তাহিক আদিখ্যেতা দেখেছ নাকি? এই যে,
    http://www.anandabazar.com/29mukhomukhi1.html
  • prateek | ২৯ অক্টোবর ২০১১ ১১:৩০ | 180.151.34.130
  • ব্রতীন,অপ্পন,পাই,কুমুদি সবাইকে ধন্যযোগ ঃ)

    ছেলের জ্বর তায় আইজ হালার আপিস,ফেরার পথে চাইনিজ নিয়ে যাবার হুকুম হয়েছে।

    পাই,তোকে মুখবই তে মেসেজ করে দেব নম্বর? কিন্তু তাতেই বা কি গ্রান্টি?
  • kumu | ২৯ অক্টোবর ২০১১ ১১:২৬ | 122.160.159.184
  • ডিডিদা বসে বসে পুজো ইস্পেশালের জন্য একটা লেখা তৈরী করে ফেলুন।
  • ppn | ২৯ অক্টোবর ২০১১ ১১:১৬ | 112.133.206.22
  • অ ডিডিদা, মেল করসি আপনারে।
  • kumu | ২৯ অক্টোবর ২০১১ ১১:১৫ | 122.160.159.184
  • প্রতীককে জন্মদিনে অনেক ভালবাসা,শুভেচ্ছা।
    একবাটী পায়েস,শিউলি ফুল আর আঁক কষার জন্য তিন্টে বেশ মোটা বাঁধানো খাতা।
  • dd | ২৯ অক্টোবর ২০১১ ১১:১২ | 124.247.203.12
  • আমি জানতামনা সিলিংএর ঐ ঘুপছি কোনে একটা টাইল এট্টু ফাঁক হয়ে আছে। আর বাঁ দিকের দেওয়ালে একে বারে নীচের দিকে স্পষ্টো একটা একটা চায়ের ফোঁটা।

    এখন আপিসে বসে এসব দেখছি। আরো এরম কোনো ফাটাফাটি তথ্য পেলেই আপনেদের জানিয়ে দেবো। চিন্তা কইরেন্না।
  • ppn | ২৯ অক্টোবর ২০১১ ১১:১১ | 112.133.206.22
  • না না, আমার তো মনে হয় খাজা ওয়েদারের পূর্বাভাস দেখেই সেইমত উইকেন্ডের ডেটগুলো সেট করে। কার চক্রান্ত কে জানে!
  • pi | ২৯ অক্টোবর ২০১১ ১১:০৬ | 72.83.90.203
  • এবং এখানকার ঝড়, তুষারঝড় , কারুরি কোন কান্ডজ্ঞান নেই। সব বেছে বেছে উইকেন্ডে। হলেও হতে পারতো ছুটিরা সবাই মার যায়।
  • ppn | ২৯ অক্টোবর ২০১১ ১১:০৫ | 112.133.206.22
  • প্রতীক, হ্যাপি বাড্ডে। খুব ভালো থেকো। ঃ)
  • pi | ২৯ অক্টোবর ২০১১ ১১:০১ | 72.83.90.203
  • আর অত লাপালাপি করার এই ফল। ভোর ভোর উঠে যে কোর্সে দৌড়াতে হবে সেটি কালই এবং তুষারঝড়ও এগিয়ে টেগিয়ে এসে কোর্সের টাইমের সাথে খাপেখাপ ফিট ঃ(
  • pi | ২৯ অক্টোবর ২০১১ ১০:৫৯ | 72.83.90.203
  • প্রতীকদা,হ্যাবাড্ডে !
    মেনু কি আজকের ? আর নং আবারো হরিয়েছি ঃ(
  • dd | ২৯ অক্টোবর ২০১১ ১০:৪৯ | 124.247.203.12
  • আজ শনিবার।

    লোকে খুব ব্যাস্তো,খুব। কারুর বাড়ীতে পোলাউ কালিয়া হবে,তার জন্যে গোলমরিচ বাচ্ছে কেউ, মাছের দোকান থেকে তিন থলি মাছ নিয়ে এলো আরেকজন।

    একজন ঘুম ঘুম চোখে ভাবছে দুকুর ব্যালায় কোন সিনেমাটা দেখবে। আরেকজনের সময় নেই, প্রচন্ডো তাড়াহুড়ো,বউ,বাচ্ছা নিয়ে পিকনিকে যেতে হবে, সেখানে এক পিস পরকীয়ারও আসবার কথা.......

    আর আমি? ছেন্নাইতে। নিভৃতে আপিসে বসে কম্পিটারের সামনে থম মেরে বসে আছি। কালকেও ফ্যাক্টরী খোলা আছে।

    আরো প্রভু,আরো আরো..... ইত্যাদি।
  • Du | ২৯ অক্টোবর ২০১১ ১০:২১ | 117.194.203.12
  • আমিও কাল দেখলাম, 3D তেই। আমাদের ও (ছেলে ও আমি) দিব্বি লাগলো।
  • Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০৯:৪৭ | 117.194.99.75
  • প্রতীক জন্মদিনে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। দারুন কাটাও ।
  • prateek | ২৯ অক্টোবর ২০১১ ০৮:১০ | 180.151.34.130
  • আইজ যুবভারতীতে ব্যাপক খোরাকের সম্ভাবনা। জান্তি হলে সঙ্গে থাকুন ব্যান্ডমাস্টার মুরুগানের।
  • santanu | ২৯ অক্টোবর ২০১১ ০৪:০৪ | 92.96.253.121
  • এই মাত্র 3D তে রা-ওয়ান দেখে ফিরলাম। আমার দিব্বি লাগল।
  • nk | ২৯ অক্টোবর ২০১১ ০৩:০৪ | 151.141.84.194
  • কাটলেট বানাও।
  • pi | ২৯ অক্টোবর ২০১১ ০২:৩০ | 128.231.22.133
  • সে না বলে যাও। একটা হাইও ঠিকঠাক উঠবে না, মানে তুলে সুখ পাবে না। আপেলসেদ্ধ মেশানো দুধ ভাত কলামাখা, আর তার মাঝে মাঝে মৌরি লজেন্সের মত ছড়ানো ছাগলছানার ইয়ের স্বপ্ন দেখবে। অভিশাপ দিলুম।
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০২:২৫ | 122.178.207.29
  • আমার এবার হাই উঠছে, স্নান করে ঘুমোতে যাই।
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০২:২৫ | 122.178.207.29
  • বলব কেন?
    ভাব এবার সারাদিন ধরে বসে বসে।
  • pi | ২৯ অক্টোবর ২০১১ ০২:২৩ | 128.231.22.133
  • কে ? আমি ?
  • Netai | ২৯ অক্টোবর ২০১১ ০২:২২ | 122.161.151.214
  • আমিও অফ মোডে গেলাম
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০২:২২ | 122.178.207.29
  • হ্যাঁ , পিপির মত এই অত্যাচারটা আমাকেও সহ্য করতে হয়। মা ঘোরেফেরে আর পাঁচ মিনিট অন্তর অন্তর আমার মুখের সামনে জলের গেলাস কখনো বা পুরো এক লিটারের জলের বোতলই ধরে। হাজার খেঁকানি দিয়েও ক®¾ট্রাল করতে পারি না নিজের মাকে।
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০২:২০ | 122.178.207.29
  • ঃ-)) আমাকে দিয়ে বাজে বকিয়ে বকিয়ে কারা আমার ঘুম কাটিয়ে দিল?? এখন আবার উল্টে আমাকেই বলা হচ্ছে!! কেয়া তাজ্জব কি বাত!
  • pip | ২৯ অক্টোবর ২০১১ ০২:১৯ | 129.74.191.152
  • আমিও জল কম খাই। (এজন্য মা বরাবর সন্দেহ করে এসেছে আগের জম্মে আমি উট ছিলাম কি না। তা, সে কুকুর ছিলাম কিনা সে সন্দেহও লোকজন করত বটে)। এখনো বাড়ি গেলেই গ্যালন গ্যালন জল গেলানোর প্রবল প্রচেষ্টা আর অত্যাচার সইতে হয়ঃ-(
  • Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০২:১৯ | 14.99.1.14
  • আমি ও কাটি। সবাই কে শুভ রাত্রি/দিন
  • pi | ২৯ অক্টোবর ২০১১ ০২:১৮ | 128.231.22.133
  • ব্যাঙদি মনে হয় ভাট থেকেই সোজা ভ্রাতৃবধূবরণে বেরোবে।
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০২:১৮ | 122.178.207.29
  • ঘুমোবো তো। আরো কী কী দস্যিপনা করেছি, কেন কেউ আমাকে ফোনে/মেলে/ফেসবুকে পায় নি, তাওতো এখনো সেকথা লিখি নি। বিটকেল ডাক্তারটাই শুনে ভির্মি খাচ্ছিল। তোরা তো সব নস্যি।
  • pi | ২৯ অক্টোবর ২০১১ ০২:১৭ | 128.231.22.133
  • নেতাই, আমি তো বড় হয়েও শাঁসই খাই। যদিও খেলেই পেটে ব্যথা করে। সেতো চানাচুর খেলেও করে। তাই বলে ছাড়া তো যায়না।
    এখানে টিনের মধ্যে ডাবের শাঁস পাওয়া যায় ঃ)
  • rimi | ২৯ অক্টোবর ২০১১ ০২:১৬ | 168.26.205.19
  • আর ব্যাং তুই ঘুমোবি না? কি দস্যি মেয়ে রে বাবা, রাতে ঘুমোয় না!

    আমি বাড়ি গেলাম, টাটা।
  • Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০২:১৩ | 14.99.1.14
  • অ। তাহলে ঠিক আছে ঃ-))
  • pi | ২৯ অক্টোবর ২০১১ ০২:১৩ | 128.231.22.133
  • সকালবেলার যাবতীয় পাতার রস আমি খুবই সোনামুখ করে খেতুম। আমার তেঁতোপ্রিয়তার কাহিনী লিখেছিলুম না একবা ?

    মা ঐ মৎস্য নিয়ে অবসেসড হয়ে গিয়ে কী মেয়ে পেয়েছিলো, কোনোদিন বুঝলো না। এখন একটু একটু বোঝে মনে হয়। নাতনীর সাথে এনিয়ে যুদ্ধ করতে গিয়ে। তবে তাও খোলা মনে স্বীকার করেনা। সেদিনই আমি জিগালুম, এই যে তিতিরকে এসব খাওয়াতে গিয়ে তোমাকে এত বেগ পেতে হয়, সেটা কি আমার সাথে মৎস্যপর্বের থেকে অনেক বেশি বেদনাদায়ক নয় ? ওমা, বলে কি, চুপ কর ! ভাইঝিকে দেখেও একটু মাছ খাওয়া শিখতে পারিস তো। লজ্জা করেনা !

    মাকে জব্দ করার জন্য এবার ভেবেছি অন্য রাস্তা দেখবো। দাদাকে দেখে যদি আমি মাছ ছেড়ে থাকতে পারি তো দাদার মেয়ে কেন আমাকে দেখে পারবে না ? দেখি, ওর রোল মডেল হয়ে ওঠার জন্য ভালোভাবে চেষ্টা করতে হবে, কিছুদিনের ট্রেনিং ও দিতে হবে।
  • Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০২:১২ | 14.99.1.14
  • হুগলী তেও একপিস রামনগর আছে। রামমোহন জন্মেছেলেন। তার কথা বলছো না তো?
  • rimi | ২৯ অক্টোবর ২০১১ ০২:১১ | 168.26.205.19
  • আকা প্লেনে ব্রতীনদা ঃ-)
  • Netai | ২৯ অক্টোবর ২০১১ ০২:১০ | 122.161.151.214
  • *স্থানীয়
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত