এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০২:১০ | 14.99.1.14
  • বোঝো!! ওহে আকা তুমি কোথায়? ঃ-))
  • rimi | ২৯ অক্টোবর ২০১১ ০২:১০ | 168.26.205.19
  • এদিকে আমার মা পুরো উল্টো, আমাদের কোনোদিন খাওয়া নিয়ে নিজে তো জোর করেই নি, উল্টে দিদিমা জোর করার চেষ্টা করলে সবসময় বাধা দিত। আমিও মার দৃষ্টান্ত অনুসরণ করে ছেলেকে খাওয়া নিয়ে একদম জ্বালাই না ঃ-)
  • Netai | ২৯ অক্টোবর ২০১১ ০২:১০ | 122.161.151.214
  • আর রামনগরের পান খেয়েচেন?
    আমাদের গ্রামের এক প্রাচীন গানের টিচার গান গাইতেন-

    মেদনীপুর জেলার সেরা থানা রামনগর
    ও ভাই, এই বাজারের মাদুর যে পায়
    ও ভাই, এই বাজারের মাদুর যে পায়
    সে যে দিল্লী পুরস্কার
    মেদনীপুর জেলার সেরা থানা রামনগর

    ওনার লেখা আরো একটা গান, এইটে শ্তানীয় কথ্য ভাষায়-

    চলরে বায়া মাছঅ ধরিতে মাদারমুড়ির খালরঅ রে
    ও বায়া
    ও বায়া
    ও বায়া চল রে, বায়া চল।
  • Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০২:০৯ | 14.99.1.14
  • কলার মধ্যে ভরে কালমেঘের বড়ি!! ছোটবেলায় কম অত্যাচার সহ্য করতে হয়েছে?? ঃ-((
  • rimi | ২৯ অক্টোবর ২০১১ ০২:০৮ | 168.26.205.19
  • আরে তোর মাসিমা হলে তো আমারো মাসিমা ঃ-)
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০২:০৭ | 122.178.207.29
  • তুইও মাসিমা বলিস?
  • rimi | ২৯ অক্টোবর ২০১১ ০২:০৬ | 168.26.205.19
  • হ্যাঁ মাসিমা ভালৈ, সুস্থ হয়ে বাড়িতেই।
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০২:০৫ | 122.178.207.29
  • * বলি নি
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০২:০৪ | 122.178.207.29
  • তাও তো এখনো আসল অত্যাচারটার কথাই বলি না। খেতে বসে ভাতের পাতে খালি জল খেতাম বলে জলের গ্লাসে ডালের জল রাখা শুরু হল, তাতে নাকি খুব পুষ্টি! আর এখন মা ঘ্যানঘ্যান করে ""সারাদিন জল খাস না, এত কম জল খেলে মানুষ বাঁচে? কিডনির অসুখ করলে কী হবে?''
  • Netai | ২৯ অক্টোবর ২০১১ ০২:০১ | 122.161.151.214
  • গেঁওখালির ডাবের শাঁসও অতুলনীয়। আমারো খুব লোভ হত ডাবের শাঁসের উপর। ডাবের থেকে বেশী। ছোটবেলায়।

    এখন তো বড় হয়ে গেছি।
  • pipi | ২৯ অক্টোবর ২০১১ ০২:০১ | 129.74.191.152
  • এ বাবা! ব্যাংদির মা আর আমার মা কি কুম্ভমেলায় হারিয়ে যাওয়া জুডয়া বোন! ঐ ছানা উইথ ছানার জল, আপেল সেদ্ধ, চিঁড়ে সেদ্ধ, কালমেঘ, ব্রাহ্মী, থানকুনি, নিম, চিরতা হিজিবিজি ঐ, ঐ, ঐ স অ অ অব! বাবাগো!
    আর মাছ নিয়ে অত্যাচারের কথা তো আর নাই বা বললাম। সেই ট্র্যাডিশন এখনো চলিতেছেঃ-(
  • Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০২:০০ | 14.99.1.14
  • মেন কালপ্রিট হল দুধ। দুধ মুড়ি। দুধ চিঁড়ে। দুধ রুটি।
  • Netai | ২৯ অক্টোবর ২০১১ ০১:৫৮ | 122.161.151.214
  • আমাদের বাড়িতে রাত্তির বেলায় হত দুধভাত। তাতে মেপে মেপে এক চামচ চিনি। খুব কান্নাকাটি করলে আর আধ চামচ জুটতো। সকালে আল্প দুধে রাত্তিরের বাসি রুটি চুবিয়ে খেতাম। কম দুধ বলে চিনিও দিত খুব কম। এক দিন আরেকটু চিনি দাও আরেকটু চিনি দাও বলে ঘ্যান ঘ্যান করছি বলে মা কেমন রেগে গিয়ে পুরো বয়ামটাই উল্টে দিল বাটির উপর। খা কত চিনি খাবি খা।
  • Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০১:৫৬ | 14.99.1.14
  • ছি ছি তুই আপেল সেদ্ধ খেতিস?? তোর জন্যে সমবেদনা রইলো!!
  • pi | ২৯ অক্টোবর ২০১১ ০১:৫৫ | 128.231.22.133
  • তবে অত্যাচার বলতে একটাই ছবি চোখে ভাসে। না,তিনটে ছবি।
    মাছ, মাছ আর মাছ।
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০১:৫৫ | 122.178.207.29
  • মাসিমা এখন ভালো আছেন ? সুস্থ হয়ে বাড়িতে তো?
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০১:৫৪ | 122.178.207.29
  • যাঃ!
    (রিমিকে বল্লাম)
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০১:৫৩ | 122.178.207.29
  • আমার আবার শুধু দুধ্‌মুড়িকলা না আরো ছিল। দুধচিঁড়েকলা, দুধপাঁউরুটি উইথ অর উইদাউট কলা, ছানা উইথ ছানার জল, আপেলসিদ্ধ। সকালবেলায় ঘুম থেকে উঠলে কালমেঘ, ব্রাহ্মীশাক, থানকুনিপাতার রস।
  • pi | ২৯ অক্টোবর ২০১১ ০১:৫৩ | 128.231.22.133
  • নেত্য, গেঁওখালির ডাবের শাঁস কেমনি ? জলের থেকেও আমার লোভ ঐটির উপর বেশি।
  • Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০১:৫৩ | 14.99.1.14
  • দীঘায় বালুচরী আর তার পাশে আরেক টা রেঁস্তোয়া ছিল। সেখানে দুটো লোক মারামারি করে লোক ঢোকাতো। সেখানে গুছিয়ে মাছ খেতাম।
  • Netai | ২৯ অক্টোবর ২০১১ ০১:৫৩ | 122.161.151.214
  • সীইহকের খুব নামডাক ছিল আগে। এখন কি দশা জানিনা।
  • rimi | ২৯ অক্টোবর ২০১১ ০১:৫১ | 168.26.205.19
  • কাল ফোন করলে আমেরিকায় করিস, আজ্জো এখন প্লেনে, কাল এখানে পৌঁছে যাবে। ঃ-)
  • pipi | ২৯ অক্টোবর ২০১১ ০১:৪৯ | 129.74.191.152
  • উফ! এই দুধ-কলা-মুড়ির অত্যাচার আমাকেও যে ছোটবেলায় কত্ত সইতে হয়েছে আজও ভাবলে চোখে জল এসে যায়ঃ-(
    এর থেকেও আরেক কাঠি বড় অত্যাচার ছিল দুধ-রুটি-কলা মাখা! ওয়াক!
    হুঃ আজকালকার বাচ্চাদের এইসব খাওয়াবার চেষ্টা করুক দিকি মা'বাবারা। হুঁ হুঁ বাওয়া! আমার ভালমানুষ ছিলুম বলে আমাদের মায়ে বাপেরা পার পেয়ে গেছে।
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০১:৪৯ | 122.178.207.29
  • বোঝো!
  • Netai | ২৯ অক্টোবর ২০১১ ০১:৪৮ | 122.161.151.214
  • ব্যাংদি, ওটা রাওয়ানের রিভিউ এর ট্রেলার। ওটা পড়েই ঘেঁটে গেলে!!!! বাকিটা পড়লে তাইলে কি হবে!!!!
  • sayan | ২৯ অক্টোবর ২০১১ ০১:৪৭ | 115.184.74.96
  • নিতাই, যেই যুগে দীঘায় হোটেল সী-হক আর সৈকত-আবাস রমরমিয়ে চলত, তখন ওল্ড দীঘায় খেয়েছিলাম একটা হোটেলে, প্রায় উড়িষ্যার মত রান্না। সেই একই স্বাদ পেয়েছিলাম কয়েক বছর পর কাঁথি (আর সেখান থেকে জুনপুট) গিয়ে। সেখান থেকে কপালকুন্ডলাও গেছিলাম। সে অন্য গল্প।

    (জুনপুট থেকে জগন্নাথপুর যেতে যে সমুদ্রবাঁধটা, যেটা সাতাত্তরের বন্যায় বাঁধ ভেঙে যাওয়ার পর নতুন করে বানায়, (তখন মোরাম বিছানো ছিল) সেটা পার হয়ে পুরনো বাঁধটায় (শুনেছি ওটার নীচে কোথাও চোরাবালি রয়ে গেছে, আনমার্কড যদিও) ঝোড়ো হাওয়ায় বুনো ঝাউগাছগুলোর নীচে গোটা রাত কাটিয়েছিলাম। ওখান থেকে দূরে একটা চর দেখতে পাওয়া যেত। ওখানেই বালুভূমিতে মরা "পর্তুগাল ম্যান-অফ-ওয়র' (বক্স জেলিফিশ) দেখেছিলাম। একটা নৌকো যদি থাকত সেদিন।)
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০১:৪৬ | 122.178.207.29
  • গানের দল
  • Netai | ২৯ অক্টোবর ২০১১ ০১:৪৬ | 122.161.151.214
  • আপানেরা গেঁওখালিতে কখনো খেয়েছেন?
    খাননি যখন তখন বলতে বাধা নেই, ভাত ডাল ঝুরি আলুভাজা আর মাছ সহযোগে সে এক অমৃতসম ভোজ। আর তারপর ডাবের জল। কি বলবো মহায় এত্তো জায়গায় ঘুরলাম, কিন্তু গেঁওখালির মত সুস্বাদু ডাবের জল আর কোথাও পেলাম না।
  • Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০১:৪৪ | 14.99.1.14
  • মেটালিকা আবার কি রে?
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০১:৪৩ | 122.178.207.29
  • হ্যাঁ রে নেত্য, রাওয়ানে করিনা কাপুর নেই?
  • Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০১:৪৩ | 14.99.1.14
  • ব্রেশ ব্রেশ!!
  • Netai | ২৯ অক্টোবর ২০১১ ০১:৪১ | 122.161.159.163
  • আমি তো নিশাচর। দিনের বেলা অফিসে ঘুমাই। রাত্তিরে জেগে থাকি।
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০১:৪০ | 122.178.207.29
  • সব্বোনাশের বাবা সব্বোনাষ। আজ গুরগাঁওতে কী হয়েছে, কেউ একবার নিউজ চ্যানেল চালিয়ে দ্যাখো! মেটালিকার প্রোগ্রাম হওয়ার কথা ছিল আজ। কয়েক হাজার লোক হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে সকাল থেকে লাইন দিয়ে ঢুকে সারাদিন অপেক্ষা করার পরে জানতে পারে আজকের শো ক্যানসেল হয়ে আগামীকাল হবে। এদিকে লুরুতে রোব্বারে শো হওয়ার কথা। সেটা দেখতে আমার ভাই আর তার প্রচুর বন্ধুবান্ধব প্রচুর খরচা করে আজকের দিনটা ছুটি নিয়ে ভাইফোঁটা মিস করে গতকাল ট্রেনে চেপেছিল। এখন যদি লুরুরটাও ক্যান্সেল হয়, বেচারাদের হাতে হ্যারিকেন।
  • Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০১:৩৯ | 14.99.1.14
  • এই রে, এত রাতে নেতাই র উদয় হল কোথা থেকে?
  • Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০১:৩৮ | 14.99.1.14
  • মুড়ি দুধ কলা ছোটবেলায় অনেক খেয়েছি।
  • Netai | ২৯ অক্টোবর ২০১১ ০১:৩৭ | 122.161.159.163
  • সান্দা এতকিছু থাকতে কাঁথিতে গেলো খেতে।
    আমি তো কোনদিন ই খাইনিকো।
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০১:৩৬ | 122.178.207.29
  • এই রে! সব্বোনাষ হয়েছে!
  • pi | ২৯ অক্টোবর ২০১১ ০১:৩৫ | 128.231.22.133
  • মুড়িতে দুধকলা ? প্রায় মাছের মতন।
  • Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০১:৩২ | 14.99.1.14
  • হুমম। যা ভেবেছি ঠিক তাই। তুই ছোটবেলা থেকেই প্রতিভাবান ঃ-))
  • ppn | ২৯ অক্টোবর ২০১১ ০১:৩২ | 112.133.206.18
  • ডিডিদা মেল দেখে নেবেন একবার।
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০১:২৯ | 122.178.207.29
  • আমাকে একবার দুধ-মুড়ি-কলা খেতে দিয়ে মা পাশের বাড়িতে গেছিল। আমি অনেক চেষ্টা করেও কিছুতেই গলাধঃকরণ করতে পরছিলাম ন। তখন আমি খুবই ছোট চারবছর বয়স। যতবারই খাওয়ার চেষ্টা করছি, বমি পাচ্ছে। তখন কী আর করি, বুদ্ধি করে একটা টিয়াপাখিশেপের মৌরিলজেন্সের কৌটো থেকে অনেকগুলো মৌরি লজেন্স ঢাললুম দুধমুড়িকলার উপরে। দিয়ে চামচে করে ঘেঁটে দিয়ে সেইটা খাওয়ার চেষ্টা করছিলাম। এমনসময় মা ফিরে এসে চেঁচাতে লাগল "এখনো শেষ হয় নি? আর হবেও না। ওটা আর দুধ নেই এতক্ষণে ছানা হয়ে গেছে। ওটা আর খেয়ে কাজ নেই'' বলে নিজেই খেতে গেল, তারপর মৌরিলজেন্স মিশিয়ে আমি নাকি ওটাকে পিন্ডি বানিয়েছি বলে এই অভিযোগে আমার কানটা কষকষে করে মুলে দিয়ে হুপুশ করে এক চুমুকে সাবড়ে দিল পুরোটা।
  • sayan | ২৯ অক্টোবর ২০১১ ০১:২২ | 115.184.74.96
  • আমি মুড়ি-দুধ-কলা চটকে মেখে খেতাম। শেষে বাকি দুধটায় আরেক চামচ চিনি গুলে চুমুক দিয়ে। ঃ-)
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০১:২২ | 122.178.207.29
  • রিমি, ফেসবুকে তোর মেসেজ দেখেছি। কাল আজ্জোকে ফোনাব, সব ডিটেলে বলব।
  • Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০১:২১ | 14.99.1.14
  • নেত্যর কথা এখন ধরিস না। বিয়ে করবে তাই নিজেই ঘেঁটে আছে ঃ-))
  • rimi | ২৯ অক্টোবর ২০১১ ০১:২০ | 168.26.205.19
  • অ্যাই ব্যাং!!! অ্যাদ্দিন বাদে!
  • byaang | ২৯ অক্টোবর ২০১১ ০১:১৯ | 122.178.207.29
  • হ্যাঁ, কিন্তু একটু আগে দেখলাম নেত্যর রিভ্যুতে করিনার নাম নেই, প্রিয়াংকা চোপড়ার নাম আছে। তারপর থেকে আমি কেমন ঘেঁটে গেছি।
  • Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০১:১৯ | 14.99.1.14
  • আমি ছোট বেলায় দুধ ভাত চিনি মেখে খেতাম ঃ-))
  • sayan | ২৯ অক্টোবর ২০১১ ০১:১৯ | 115.184.74.96
  • আজই কোথায় একটা দেখলাম, Ra-One এর সিক্যুয়েল, C-tha ঃ-))
  • Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০১:১৭ | 14.99.1.14
  • ঃ-))

    রাওয়ান মানে সেই সিনেমা টা যেখানে শাহরুখ খান উড়ে এসে করিনা র গাড়ির ওপর লাফিয়ে ভয় দেখায়?
  • pi | ২৯ অক্টোবর ২০১১ ০১:১৭ | 128.231.22.133
  • অমৃতবাবুর আরেক নাম তো ছিল গদাই।
    আমার মামার বাড়ির পাশের পাশের বাড়িতে থাকতেন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত