এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ০২ নভেম্বর ২০১১ ১৬:২০ | 160.83.97.83
  • এই যে
  • kc | ০২ নভেম্বর ২০১১ ১৬:১৭ | 194.126.37.78
  • ক্লাচ কী?
  • dd | ০২ নভেম্বর ২০১১ ১৬:০২ | 124.247.203.12
  • ক্ষি মুষ্কিল। আমি কি গইনা দিয়েছি ? বিয়ের তঙ্কÄ?

    এ তো কুল্লে ভাই ফোঁটার ই উপহার।

    একটা ছোটো খাটো ব্যাগ ই তো দিলাম, ঐ সাত আটটা ছ্যাৎ প্যাৎ হীরে বসানো। ব্যাস।

    তাও ও, ক্যানো দিলাম ? না, চকোলেটগুলো খেয়ে রাংতা কোথায় ফেলবে ? ঐ ব্যাগে করেই নিয়ে যেও 'খনে। পরে কোথাও ফেলে দিও।

    এই তো বেত্তান্তো। এর জন্যে আবার ম্যাচিং জুতো,ছাতা,চুলের রিবন চাই না কি?
  • Jhiki | ০২ নভেম্বর ২০১১ ১৫:৫১ | 182.253.0.99
  • dd দা, আপনাকে ক্লাচ নিয়ে দুটো কথা বলার ছিল, কাল সময় পাই নিঃ

    হীরে বসানো ক্লাচ যে দিতে চাইলেন, তো তার সাথে খাপ খাবে সেরকম ড্রেস আছে কিনা তার খোঁজ নিয়েছেন? আবার শুধু ড্রেসেও হবে না, ম্যাচিং জুতো-ও চাই, আর ব্যাগটা কে আসল গয়না ধরে নিলেও কম সে কম একজোড়া সলিটেয়ার হীরের দুল তো লাগবেই!!

    তাই দিতে হলে সব একসাথে দিন.......

    এই জন্যই লিখেছিলাম ছেলেদের দেওয়া ব্যাগ/ক্লাচ কোন না কোন কারনে ব্যবহারের অযোগ্য হয় :D
  • m | ০২ নভেম্বর ২০১১ ১৫:৪২ | 117.194.33.150
  • ব্রতীন,ভাইদের আইবুড়ো ভাত শুদু মেয়েরাই খাওয়াবে কেন- বন্ধু,বান্ধব সবাই খাওয়াতে পারেঃ)

    আর আঙুল ভালো নেই- সৈকত খুব আশাবাদী হতে চেয়েও সেরে যাবেই এই ভরসা দিয়ে পারছেনা।হাসপাতালের বিরুদ্ধে একটা কেস ঠুকে দিলে কেমন হবে ভাবলে ভাল্লাগবে কিনা ভাবছিঃ)
  • Jhiki | ০২ নভেম্বর ২০১১ ১৫:৪১ | 182.253.0.99
  • সোনিও বোধহয় একটা প্লে স্টেশন বানানোর চেষ্টা করে!!
    আমি কিন্তু সিরিয়াস, তার স্বার্থে নয়, নিজ এবং জনস্বার্থেই তাকে এই উপহারটি ছুটীতে দেশে যাওয়ার আগে দিতে চাই....নইলে আমাদের তো বাদ ই দিন, সহযাত্রী রা, এয়ার হোস্টেসরা যারপরনাই বিরক্ত ও তারপর আতঙ্কিত হয় তার কার্যকলাপে ঃ-(
  • dd | ০২ নভেম্বর ২০১১ ১৫:৩৬ | 124.247.203.12
  • ঝিকি

    ডিজনিল্যান্ড একটি বিখ্যাতো প্লে স্টেসন, শুনিচি লস এঞ্জেলস, ফ্লোরিডা,প্যারিস, হংকং ইত্যাদি স্থানে পাওয়া যায়।

    তবে এ সব কিনে দিলে ছানার পড়াশুনার ক্ষেতি হ'বে না?
  • Netai | ০২ নভেম্বর ২০১১ ১৫:২৩ | 121.241.98.225
  • বিল দিতে আমি অপারগ ঘোষনা করে দিয়েছি আগেই। নইলে দেখা যাবে ফতুর হয়ে বিয়েই করতে পারলাম না। সারাজীবন আইবুড়ো মাল খেতে হবে। নিজেই নিজেকে।
  • Jhiki | ০২ নভেম্বর ২০১১ ১৫:২৩ | 182.253.0.99
  • আমার পুত্তুর তার ৫ বছরের জন্মদিনে (ডিসেম্বরে) একটি প্লে স্টেশন দাবী করছেন...... আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না, কেউ হেল্পাবেন প্লীজ, কোন মডেল ইত্যাদি ইত্যাদি......
  • Netai | ০২ নভেম্বর ২০১১ ১৫:২১ | 121.241.98.225
  • তাই বলছিলাম শত্তুর এখন চরদিকে। এক সত্তুর এখানের পেট্রলের দাম।
  • Bratin | ০২ নভেম্বর ২০১১ ১৫:২১ | 122.248.183.1
  • হি হি। বিল টা কি তোমায় দিতে হচ্ছে?
  • Netai | ০২ নভেম্বর ২০১১ ১৫:২০ | 121.241.98.225
  • এদিকে আমাকে লোকে দফায় দফায় আইবুড়ো মাল খাওয়াচ্ছে।
  • Bratin | ০২ নভেম্বর ২০১১ ১৫:১৮ | 122.248.183.1
  • হাঁচি বন্ধ হয়েছে দেখেই বুঝেছি ।তাই আর জিগাই নি।
  • Bratin | ০২ নভেম্বর ২০১১ ১৫:১৭ | 122.248.183.1
  • আইবুড়ো ভাত দেওয়া মেয়ে দের কাজ বুইলে না? ঃ-))

    তোমার আঙুল কেমন?
  • kumu | ০২ নভেম্বর ২০১১ ১৫:১৬ | 122.160.159.184
  • কেউ জিগালো না আমার সদ্দি কেমন আছে,কেউ না।
    ঃ,-(
  • m | ০২ নভেম্বর ২০১১ ১৫:১৫ | 117.194.33.150
  • কোলকাতার আইবুড়োভাত আমি আর ব্রতীন মিলে দিতে পারিঃ)
    ব্রতীন ন ন
  • u | ০২ নভেম্বর ২০১১ ১৫:১২ | 61.12.12.84
  • ওফ্‌! আফ!
  • Bratin | ০২ নভেম্বর ২০১১ ১৫:১১ | 122.248.183.1
  • কুমু দি, নিশ্চয় নিশ্চয়!!
  • kumu | ০২ নভেম্বর ২০১১ ১৫:০৯ | 122.160.159.184
  • মিঠু,নেতাইএর বিয়ে ২০ নভেঃ,লজ্জা পাবে,তাই আমিই লিখে দিলাম।
  • kumu | ০২ নভেম্বর ২০১১ ১৫:০৬ | 122.160.159.184
  • সিকি,নেতাইকে আইবুড়োভাত দেয়া কি আমাদের কত্তব্যের মধ্যে পড়চে?
  • u | ০২ নভেম্বর ২০১১ ১৫:০৩ | 61.12.12.84
  • এই তো সেদিন বিয়ে হল!
  • m | ০২ নভেম্বর ২০১১ ১৫:০২ | 117.194.33.150
  • নীতু শুভদিন আর কদ্দুরে?
  • dukhe | ০২ নভেম্বর ২০১১ ১৪:৪৮ | 122.160.114.85
  • কে শত্তুর ? নেতাই কার কথা বলে ?
  • Netai | ০২ নভেম্বর ২০১১ ১৪:৪৫ | 121.241.98.225
  • নয়ডায় এখন সত্তুর।
  • sayan | ০২ নভেম্বর ২০১১ ১৪:৪১ | 160.83.96.83
  • নিতাই, আগে আগে দেখো, সোনার দাম বাড়লেও গায়ে লাগবে না আর। ঃ-)
  • Netai | ০২ নভেম্বর ২০১১ ১৪:৩৮ | 121.241.98.225
  • আগে ছিলাম আদার ব্যাপারী।
    এখন পেট্রলের দাম বাড়লে গায়ে লাগে।
  • kumu | ০২ নভেম্বর ২০১১ ১৪:৩৮ | 122.160.159.184
  • সিকি,নয়ডাতে রেট কী?
  • Jhiki | ০২ নভেম্বর ২০১১ ১৪:২২ | 182.253.0.99
  • তাহলে কি dd-দা সোনা দানার বদলে বড় বড় ব্যারেল কিনে তাতে তেল জমাচ্ছেন??
  • Jhiki | ০২ নভেম্বর ২০১১ ১৪:১৯ | 182.253.0.99
  • তারও আগে, ২০০২ এর জানুয়ারিতে, আমার দিল্লী ছাড়ার আগে, পেট্রল ছিল ২৯ টাকা ৩০ বা ৪০ পয়সা।
  • sayan | ০২ নভেম্বর ২০১১ ১৪:১৮ | 160.83.96.83
  • আর নতুন গাড়ি কিনলে লুরু আর পন্ডিচেরির অন-রোড দামে প্রায় দেড় লাখ ফারাক!
  • sayan | ০২ নভেম্বর ২০১১ ১৪:১৬ | 160.83.96.83
  • হুঁ, ২০০৩ এ ৩৯টাকার মত ছিল। আট বছরে ডাবল হয়েছে। কিষান বিকাশ পত্রেও বোধহয় এই রেটেই ডাবল হত। ঃ-)
  • siki | ০২ নভেম্বর ২০১১ ১৪:১০ | 122.177.237.71
  • দিল্লিতে এখন ছেষট্টি টাকা চুরাশি পয়সা। গতবছর এই সময়ে দিল্লিতে দাম ছিল ৫২.৫৯ টাকা।

    ২০০৩ এর মে মাসে, যখন প্রথম দিল্লি আসি, তখন পেট্রলের দাম ছিল ৩০.৪০ টাকা।

    আমিও তো তাই করি, থাকি উত্তরপ্রদেশে, দিল্লিতে গিয়ে পেট্রল ভরি।
  • sayan | ০২ নভেম্বর ২০১১ ১৩:৫৯ | 160.83.96.83
  • সেলস ট্যাক্সের জন্য রাস্তায় এত পন্ডিচেরি রেজিস্ট্রেশনওয়ালা গাড়ি। এবার পেট্রোলও তামিলনাডু থেকে আনতে হবে।
  • sayan | ০২ নভেম্বর ২০১১ ১৩:৫৮ | 160.83.96.83
  • দিল্লীতে কত রে? এখানে এমনিটা পঁচাত্তর যাচ্ছে। ঃ-(
  • siki | ০২ নভেম্বর ২০১১ ১৩:৪৮ | 122.177.237.71
  • শুঃ বাঃ রা জানিয়েছেন তেলের দাম এখনই বাড়ছে না।
  • ppn | ০২ নভেম্বর ২০১১ ১৩:৪১ | 122.252.231.10
  • এইবার দিদি লালগোলায় গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন আশা করি!
  • dd | ০২ নভেম্বর ২০১১ ১৩:৩১ | 124.247.203.12
  • তাই ই না কি ? বটে ?

    আর আমি জানতাম সিকি একটু উট গোছের একটা বাচ্ছা।
  • sayan | ০২ নভেম্বর ২০১১ ১৩:২৩ | 160.83.96.83
  • আগেই বলেছিলাম, সিকি বাচ্চামতন একটা উটু।
  • siki | ০২ নভেম্বর ২০১১ ১৩:২১ | 122.177.237.71
  • এই মুহূর্তের ব্রেকিং নিউজ। মুর্শিদাবাদের লালবাগের হাসপাতালে সদ্যপ্রসূতি এবং সদ্যোজাতকে ক্ষতস্থান পরিষ্কার করার জন্য অ্যান্টিসেপটিকের জায়গায় লাগানো হয়েছে অ্যাসিড।

    বাচ্চাটি মারা গেছে, মায়ের অবস্থা শোচনীয়। ন্যাশনাল চ্যানেলে দেখাচ্ছে।
  • pi | ০২ নভেম্বর ২০১১ ১২:১১ | 72.83.90.203
  • ফরিদাদা , ঃ))
  • pi | ০২ নভেম্বর ২০১১ ১২:১০ | 72.83.90.203
  • এই আলোচনা আর সিকির পোস্ট পড়ে হঠাৎ এই সিনিমাটির নাম মনে পড়লো। ডাম শারডে এই ল-অ-ম্বা নামটা ধরিয়ে দিয়ে প্রতিপক্ষকে খুব নাস্তানাবুদ করা যেত যা হোক।
    দেখি কে গেস করতে পারে। এই হিন্ট থেকে ঃ)
  • pi | ০২ নভেম্বর ২০১১ ১২:০৮ | 72.83.90.203
  • হ্যাঁ, বাইরে খেয়ে দেয়ে হয়তো দেখলো বোতলের জল ফুরুত, এদিকে জল না খেলেও নয়, অগত্যা বাইরের জল , এবং ...
  • pharida | ০২ নভেম্বর ২০১১ ১২:০৭ | 61.16.232.26
  • নীট জল খাওয়া সবসময়ে ঠিক নয় - গুরুজনে এইজন্য সন্ধেবেলা জলে অনুপান মেশান - এতে সবকিছু আরো বেশি বেশি ঠিকঠাক থাকে ঃ))
  • siki | ০২ নভেম্বর ২০১১ ১২:০৬ | 122.177.237.71
  • সেটাও ঠিক অবশ্য। ঃ)

    তবে যাই হোক, জল নিয়ে এটুকুই আমার গপ্পো। বাকি গপ্পো অন্য সুতোয়।
  • pi | ০২ নভেম্বর ২০১১ ১২:০৬ | 72.83.90.203
  • তবে রাজমা চাওল ফাওল ভালো না বাসলে দিল্লির কুড়িদের সাথে পরকীয়া বছর কুড়ি কেন, এ জন্মেও আর হইলো না। সবাই কি আর গেঁড়ির মতন সহনশীল নাকি ? ঃ)
  • Jhiki | ০২ নভেম্বর ২০১১ ১২:০৪ | 182.253.0.99
  • বেশী জল খেলে পাটিগনিতের হিসেবে জন্ডিস হওয়ার চান্স বেশী ঃ)ঃ)
  • pi | ০২ নভেম্বর ২০১১ ১২:০০ | 72.83.90.203
  • হয়ঁ, ঝিকিদিকে ক।

    জল কম খেলেই লিভারের অসুখ হবে , এমন কোন কথা নেই, শুধু জল খেয়েই সারবে এমনও না ঃ)

    লিভারের অসুখ কিন্তু জল থেকে হতে পারে, যেমন জন্ডিস ঃ)

    জল বেশি খায়, তাও জন্ডিস হল, জল কম খেয়েও জন্ডিস হইলো না এটা দিয়ে তাই কিছুই প্রমাণ হয়না।

    কিন্তু অত জল খাওয়ার ফলে হয়তো অন্য অনেক কিছু , যা হতে পারতো , তা হয়না। বা লিভারের অসুস্থতা আরো বেশি।

    আর সবচে বড় কথা, জল খেতে তার ভাল লাগে, জল তেষ্টা পায়, খায়। বাস।
    সবার জলের প্রয়োজনীয়তা তো একরকম হয়ও না।
  • siki | ০২ নভেম্বর ২০১১ ১১:৫০ | 122.177.237.71
  • ওহো, ভালো করে লেখা হয় নি। জন্ডিস আর লিভারের পবলেম, দুটোই গেঁড়ির। আমার আজ পজ্জন্ত কিছু হয় নি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত