পামিতাদি, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। । কারণ এখানে কথাটা হচ্ছিলো মূলত ঃ খুব ছোটোবেলায় , এই প্রাইমারি ক্লাসে মারকাটারি চাপ নিয়ে। বা, র্যাদার ব্যাঙদির ঐ টেনশনটা নিয়ে,টার সময় খেলে টেলে এলে তারপর কী হবে। স্কুলে তো এত চাপ দিছে, পরীক্ষায় খারাপ হবে, অন্যদের্র সাতেহ কম্পিটিশনে কীকরে পারবে ইত্যাদি। আমি তো তখন ই লিখলাম, বেসিক জিনিস গুলো ঠিকঠাক শেখা থাকলে ছোটো ক্লাসের ন। ম্যাটার করেনা। তো, বেসিক জিনিসগুলো ঠিক শেখার জন্য তো ন্যূনতম ডিসিপ্লিন লাগেই। সেটাকে তো কেউ অস্বীকার করেছে বলে মনে হয়না। ঋভুর বেলায় ও সেই শেখাটা নিয়ে তো কথা হয়নি। অতিরিক্ত চাপ নিয়ে হচ্ছিল। আর সান্দা না কে তো এও লিখলো, একটাঅ বয়সের পরে নিজের মধ্যেই চিন্তাটা চলে আসে, আর তখন সে নিজেই চাপ নেয়। অভ্যু ও লিখেছে। আর যদি কেউ তখনো না নেয়, তার মানে বুঝতে হবে, তার লাইন পড়াশুনা নয়, অন্য কিছু, সেদিকেই যাওয়া ভাল। আনফরচুনেটলি, আমাদের সিস্টেমে এই বিকল্প গুলো এখনো সেভাবে নেই।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০০:৪৩ | 122.167.229.192
আমার বাবা-কাকু পড়েছিল শৈলেন্দ্র সরকারে। আর আমার ভাই পড়ল সেন্ট লরেন্সে আর খুড়তুতো ভাই ক্যালকাটা বয়েজে।
Bratin | ০৫ নভেম্বর ২০১১ ০০:৪৩ | 117.194.96.240
আমদের সময়ের উত্তর পাড়া গর্ভমেন্ট এখন অনেক অনেক খারাপ হয়ে গেছে। তবে বিদ্যামন্দির একই রকম। তবে তার HS সেকসান ওঠে গেছে।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০০:৪১ | 122.167.229.192
* তাকে জোর করে ছাড়িয়ে
Abhyu | ০৫ নভেম্বর ২০১১ ০০:৪১ | 128.192.7.122
আরে আমিও তো আমার মায়ের স্কুলে পড়ি নি, তার একটা কারণ ওটা বাজে স্কুল ছিল, অন্য একটা কারণ ছিল ওটা মেয়েদের স্কুল।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০০:৪০ | 122.167.229.192
আর স্কুল পাল্টানো ইত্যাদি বলা যতটা সোজা, কাজে করা ততটা সোজা না। দুই নম্বর এদিকে বলছিস যে ছেলে যা চায়, তাই যেন ওকে করতে দেওয়া হয়। আর ছেলে স্কুল পাল্টাতে চায় না শুনলে বলছিস, তোর অনিচ্ছে থাকা সঙ্কেÄও তোর স্কুল পাল্টে দেওয়া হয়েছিল, তোর সেই নিয়ে প্রথমে কষ্ট হলেও পরে তাই নিয়ে আর কোনো নালিশ ছিল না, বেশ আনন্দেই ছিলিস, তাই তোর ক্ষেত্রে যা হয়েছিল আমার ছেলের ক্ষেত্রেও তাই হবে ধরে নিয়ে ওর অনিচ্ছে সঙ্কেÄও স্কুল পাল্টে দেব। ওর মতামতকে গুরুত্ব দেব না? এদিকে আমার উল্টোটা মনে হয়, যে পড়ছে, যে সেই পরিবেশে সবচেয়ে বেশি সময় থাকছে, তার সেই সিস্টেম নিয়ে মেজর কমপ্লেইন না থাকলে, শুধু আমর আর আমার বন্ধুদের মনে হচ্ছে ওখানে খুব চাপ, তাই তোকে জোর করে ছড়িয়ে দেব, এটা অত্যন্ত অন্যায়।
Paramita | ০৫ নভেম্বর ২০১১ ০০:৪০ | 198.95.226.40
আমাদের প্লেইং ফিল্ডটা আর আমাদের ছেলেমেয়েদেরটা আলাদা হয়ে গেছে বলে। সোজা কথায়, রাণাঘাট, নৈহাটি, ব্যান্ডেল ও শান্তিপুরের যে সব পাড়া থেকে আমরা সবাই বেরিয়ে এসেছি, সেই জায়গাগুলো নিয়ে নস্টালজিয়া করা যায় কিন্তু সেখানে আর ফেরা যায় না। অবস্থা বেগতিক হলে অন্য কথা। ছেলেমেয়েদের তো আরো ভাবতেই পারি না। আমরা সবাই চাই যে বেসলাইনে নিজেরা শুরু করেছিলাম, তা থেকে ছেলেমেয়েদের একটু এগিয়ে দিতে। সত্যি কথা বলতে, ছেলেমেয়ের জীবন নিয়ে বেশী এক্সপেরিমেন্ট করার ধক আমার নেই, এখানে কার কার আছে তাও জানি না।
Abhyu | ০৫ নভেম্বর ২০১১ ০০:৩৯ | 128.192.7.122
আমি পড়াশুনো করি নি সেটা ঠিক না, মাধ্যমিক পজ্জন্ত গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতাম তবে নরেন্দ্রপুরে দু বছর ব্যাপক খেটেছিলাম। তারপর কোনো একটা কলেজে ঢুকলে সেই কলেজের মোমেন্টামে চলে। ফেল করলে তো আই এস আই তাড়িয়েই দিতো, সুতরাং ...
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০০:৩৫ | 122.167.229.192
আমি কেন আমারটায় পড়াতাম না, সেটা লিখলাম। বাকি তোর স্যাম্পল সার্ভের অন্য স্যাম্পলদের শুধা।
siki | ০৫ নভেম্বর ২০১১ ০০:৩৪ | 122.177.237.71
টাক চুলকে ঘুমোতে যাই।
nk | ০৫ নভেম্বর ২০১১ ০০:৩১ | 151.141.84.194
আসলে কেন জানি মনে হয় কাছাকাছি বয়সের ভাইবোনে পরস্পরের থেকেও অনেক কিছু শিখতে পারে। এমন একটা আপন সঙ্গ ও পায় যেটা কিনা বাবামা বা বাইরের বন্ধুরা কিছুতেই পূরণ করতে পারে না। বাইরের বন্ধুরা পোটেনশিয়াল কম্পিটিটর আর বাবামা অনেক ভিন্ন বয়সের ভিন্ন মানসিকতার মানুষ।
pi | ০৫ নভেম্বর ২০১১ ০০:৩১ | 72.83.90.203
প্রমাণ কিছু করতে চাইছি না তো। বুঝতে চাইছি, আমাদের প্রজন্মের মা বাবারা অনেকেই আর নিজেদের স্কুলে ছেলেপুলেকে পড়ায় না কেন ।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০০:৩০ | 122.167.229.192
আর আমার স্কুলে মোটেই পড়াতাম না। কারণ এখন যারা পড়ায়, তারা আমাদের সময়ে আমদের সঙ্গে অথবা আগেপরের ব্যাচে পড়ত কিনা, তাই সব্বাইকে চেনা থাকায় সাহস করে আর দিয়ে উঠতে পারতাম না। অত মনের জোর নেই।
siki | ০৫ নভেম্বর ২০১১ ০০:৩০ | 122.177.237.71
এই এতশত কথা আজ আমরা ভাবি, যে স্কুলে আমি পড়েছি সেই স্কুলে ছানাকে পড়াতাম? অথচ আমাদের বাপ মায়ে এমন কথা ভাবে নি। দিদি যে স্কুল থেকে বেরলো, আমার মা-ও সেই স্কুলের প্রোডাক্ট, এমনকি আমার দিদিমাও ঐ স্কুলের ছাত্রী ছিল। এদিকে হুগলিতে যে স্কুলে আমি ঢুকলাম, বাবাও সেই স্কুলেই পড়েছে পুরো ছোটোবেলা। এমনকি আমার শ্বশুরও।
ও হ্যাঁ, কে যেন ডবোল প্রমোশন নিয়ে জিগাচ্ছিল? আমার বাবা একবার পেয়েছিল। ক্লাস টু থেকে সোজা ফোরে।
Paramita | ০৫ নভেম্বর ২০১১ ০০:২৯ | 198.95.226.40
পাই, এবার আমার মুখে কথা বসাচ্ছো ঃ) আমি কোন্ বয়সে শুরু করতে হবে সে নিয়ে কোন কথা বলি নি। কিন্তু এখানে সকলের লেখা পড়ে মনে হচ্ছে গায়ে হাওয়া লাগিয়েই সবার আই এস আই, আই আই টি কি অন্যান্য নামীদামী কলেজ উৎরে গেল। খাটাখাটনির কোন দরকার হয়নি। পড়াশুনোটা না করলেও যেন একই হোতো। অহেতুক চাপ ভালো নয় কিন্তু পরিশ্রমের কোন বিকল্প নেই - এও পরীক্ষিত সত্য। সেই বোধটা কিন্তু অনেক ছোট থেকেই শুরু করতে হয়। চাপ দিয়ে নয় কিন্তু যা করবে গুছিয়ে ভালো করে করবে এই জিনিসটা মনে দাগিয়ে দিয়ে।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০০:২৮ | 122.167.229.192
নিশি, ঃ-(
nk | ০৫ নভেম্বর ২০১১ ০০:২৭ | 151.141.84.194
আমার তো পুষ্যি হতে কোনো আপত্তি নেই, কিন্তু আসলে যার কন্যা, সেতো রেগে ফায়ার হয়ে কইবে, "কী? আমি পাইলা পুইষা নাওয়াইয়া খাওয়াইয়া নাচাইয়া গাওয়াইয়া পড়াইয়া শুনাইয়া এত বড়টি করলাম, ফাউ ফাউ দিমু ক্যানো? আহা বাছা সোনার বৌ, তোমার নিজের টুকটুইক্যা ফুটফুইট্যা কইন্যা হউক। আমার ছারকপালিরে ছাইড়া দ্যাও। " ঃ-)
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০০:২৭ | 122.167.229.192
পাই, আমি তো তোর কথার উত্তর দিলাম, কিন্তু তুই আমাকে এইসব প্রশ্নগুলো করে ঠিক কী প্রমাণ করতে চাইছিস, সেটা বরং আগেই বলে দে?
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০০:২৬ | 122.167.229.192
যে স্কুলে ডোনেশন না দিয়েও চান্স পেত, সেই স্কুলে।
pi | ০৫ নভেম্বর ২০১১ ০০:২৪ | 72.83.90.203
আচ্চা ব্যাংঅদি, একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন করি। কলকাতা থাকলে তুমি তোমার স্কুলে ছেলেকে পড়াতে ? ( কোন কারণে বাড়ি থেকে খুব দূর হয়ে না গেলে )
nk | ০৫ নভেম্বর ২০১১ ০০:২৩ | 151.141.84.194
আহা প্যাঁচা কেন? ও হবে রূপচাঁদ পক্ষী। ঃ-)
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০০:২২ | 122.167.229.192
নিশি, আপত্তি কোরো না বাপু। আমার পুষ্যিকন্যে হয়ে যাও। তোমার কথাটিও থাকে তাহলে ASAPকন্যের মা হয়ে যেতে পারব। আর দুজনে মিলে সারাদিন ধরে সুবোধ ঘোষ, শরদিন্দু পড়ব।
pi | ০৫ নভেম্বর ২০১১ ০০:২২ | 72.83.90.203
বোঝো। একটু হলেই চা নিয়ে আমিও হেসে দিতে যাচ্ছিলুম। কে এই টাইপোটা করলো ভেবে সবার পোস্ট খুঁজে খুঁজে মরছিলুম ঃ(
Abhyu | ০৫ নভেম্বর ২০১১ ০০:২২ | 128.192.7.122
কির'ম পক্ষী? কালকের টিমের প্যাঁচাটার মতো?
Bratin | ০৫ নভেম্বর ২০১১ ০০:২১ | 117.194.96.240
আমদের স্কুলে নয়। তবে বিদ্যামন্দিরে দেওয়া হতে চা। ওফ সেই চা একবার খেলে কেউ ভুলতে পারবে না। সব্বাই এক গ্লাস করে নিয়ে যেত।
nk | ০৫ নভেম্বর ২০১১ ০০:২০ | 151.141.84.194
নিশিকে নিলে ব্যাঙ একেবারে পক্ষী হয়ে যাবে। ঃ-) নির্মলকুমারী যেমন বলেছিলো "আমার পল্লায় পড়লে ঔরঙ্গজেবও হিন্দু হবে।"
pi | ০৫ নভেম্বর ২০১১ ০০:২০ | 72.83.90.203
সিকি, প্পন , ঃ))
pi | ০৫ নভেম্বর ২০১১ ০০:১৯ | 72.83.90.203
পামিতাদি, এত ছোট বয়স থেকে এরকম খাটাখাটনি ? ছোটোবেলায় কনসিসেন্টলি ভাল ফল না করলে কী বা এসে যায় ? জাস্ট কিচ্ছু না।।
Abhyu | ০৫ নভেম্বর ২০১১ ০০:১৯ | 128.192.7.122
আমাদের স্কুলে কোনো দিনই চা দেওয়া হত না। সরস্বতী পুজোর সময়েও নয়।
pi | ০৫ নভেম্বর ২০১১ ০০:১৮ | 72.83.90.203
ঘটনা হচ্ছে, আমাদের স্কুলেও ভালো চা দেওয়া হত। যদিও এখনকার যা শুনি, তার তুলনায় আসেনা। তবুও , যেটা মনে আছে, মা বাবা দাদা এনিয়ে সর্বক্ষণ রাগারাগি করতো। অনেক ক্ষেত্রেই বলতো, এগুলো ফালতু চাপ। করা মানে নেই। আমি স্কুলের কথা বেশি শুনে চলতে গেলে উল্টে আমি বাড়িতে আওয়াজ খেতুম ঃ)। দাদা যে কী প্যাঁকই দিত ! অভিভাবকদের মধ্যে এই একটু ক্যাজুয়াল ভাবটা চলে যাচ্ছে মনে হয়। বৌদি নিজেই ফাঁকিবাজ ছিল দিব্বি, কিন্তু দিবারাত্র আশেপাশের মায়েদের স্কুল আর কে কত নম্বর পেল, পেলনা, তানিয়ে আলোচনা শুনতে শুনতে এখন প্যানিকড হয়ে ফাঁকিবাজ মেয়েকে চাপ দিতে শুরু করেছে্হ। দাদা অবশ্য এখনো প্যাঁক দ্যায় ঃ)
nk | ০৫ নভেম্বর ২০১১ ০০:১৮ | 151.141.84.194
ভালো চা দিলে সেই স্কুল ভালো হাবেই, সঙ্গে সিঙারা আর নিমকি থাকলে তো কথাই নেই। ঃ-)
Abhyu | ০৫ নভেম্বর ২০১১ ০০:১৮ | 128.192.7.122
আমি পড়ি নি, ব্যাং কি নিশিকে অ্যাডপ্ট করতে চলেছে?
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০০:১৮ | 122.167.229.192
আমিও একবার খুব বিতিকিচ্ছিরি সময়ে ঘুমিয়ে পড়ে বাজে কেস খেয়েছিলাম। কী একটা অপকর্ম করে মায়ের কাছে খুব পিটুনি খেয়ে উবু হয়ে বসে কাঁদছিলাম, তো হাঁটুর মধ্যে মাথা গুঁজে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম, টের পাই নি। আর ওদিকে তো মা ননস্টপ ঝঙ্কার বিটসের মতন গজগজ করেই চলেছে। অনেকক্ষণ পরে মায়ের মধ্যে মমতাময়ী মাতৃভাবটা একটু জেগে উঠেছিল বোধ হয়, এসে আমার মাথায় হাত দিয়ে বলেছে - আর কাঁদতে হবে না, চোখেমুখে জল দিয়ে পড়তে বোসো এবার। আর আমিও চমকে উঠে ঘুমচোখে - অ্যাঁ, কী বলছ? বলে ফেলেছি। ব্যাস আগুনে ঘৃতাহুতি। মা আবার শুরু করে দিল - এমন নির্লজ্জ মেয়ে কখনো দেখি নি ইত্যাদি।
nk | ০৫ নভেম্বর ২০১১ ০০:১৭ | 151.141.84.194
দুটি করে থাকলে ব্যাপারটা সিমেট্রিক হয়, একটি পুত্র একটি কন্যা, বেশ অপ্টিমামও। ঃ-) সেই জন্যেই তো আমি ব্যাঙকে ASAP কন্যা নিতে কইলাম কদিন আগেই। ঃ-)
ppn | ০৫ নভেম্বর ২০১১ ০০:১৫ | 112.133.206.22
সিকি তখনই সারসত্য বুঝে গেছিল। ;-)
Paramita | ০৫ নভেম্বর ২০১১ ০০:১৫ | 198.95.226.40
খাটাখাটনি না করে কোন দেশে কোন সিস্টেমে কেউ কনসিস্টেন্টলি ভালো ফল করতে পারে না। সে যত বুদ্ধিমানই হোক্ না কেন।
kc | ০৫ নভেম্বর ২০১১ ০০:১৩ | 178.61.96.29
আসলে আমাদের বাবামায়েদের বেশীরভাগ ক্ষেত্রেই একাধিক ছানাপোনা ছিল। ফলে আমাদের ভাগে মনোযোগটাও একটু কম পড়ত। আর আমরা, আমাদের সবেধন নীলমণিটিকে নিয়ে আমাদের সব এনার্জি, চিন্তাভাবনা, দার্শনিক চেতনা সব কিছুই লড়িয়ে দিচ্ছি।
Bratin | ০৫ নভেম্বর ২০১১ ০০:১২ | 117.194.96.240
সে তুমি প্রানের দায়ে হাসো নি, তাতে কি হয়েছে? ঃ-))
siki | ০৫ নভেম্বর ২০১১ ০০:১১ | 122.177.237.71
আমি তো "মনে মনে ভাবছি' বলতাম।
একবার ইতিহাস পড়ছি। মা পাশ কিচেনে রান্না করছে। যুদ্ধবিরতির কন্ডিশন হল, আমার গলা দিয়ে কন্টি আওয়াজ বেরোতে হবে। কী বেরোচ্ছে সেটা রান্নাঘর থেকে ভেরিফাই করা সম্ভব নয়, কিন্তু বেরোতে হবে।
এইবারে ইতিহাস পড়তে পড়তে ঘুম পেয়ে গেছে, কিন্তু রিফ্লেক্সের জোরে গড়গড়িয়ে পড়ে যাচ্ছি, আসলে একটাই লাইন রিপিট মেরে যাচ্ছি, "গরু মোষ চাষ আবাদের কাজে ব্যবহার করত, গরু মোষ চাষ আবাদের কাজে ব্যবহার করত, গরু মোষ চাষ আবাদের কাজে ব্যবহার করত, ' ... হঠাৎ পিঠে গুম- করে কিল, চটকা ভেঙে আবিষ্কার করলাম আমি পড়ে চলেছিঃ "গরু দিয়ে মোষ চাষ করা হত, গরু দিয়ে মোষ চাষ করা হত, গরু দিয়ে মোষ চাষ করা হত, ...'
Bratin | ০৫ নভেম্বর ২০১১ ০০:১১ | 117.194.96.240
যে দিন শুনেছি তুই যখন চার বছর বয়েসে দুধ রুটির মধ্যে মৌরী লজেন্স মিশিয়েছিস সে দিন থেকে ই তোর প্রতিভা নিয়ে আমার যে টুকু সন্দেহ ছিল তার অবসান হয়েছে!!
Abhyu | ০৫ নভেম্বর ২০১১ ০০:১১ | 128.192.7.122
কেন বাপু, তোমাকে দেখেও তো আমার মনে হয়েছিল - এই নাকি রোজ ল্যাপটপ ভাঙ্গে, গাড়ি তুবড়ে দ্যায়? কই আমি তো হাসি নি?
nk | ০৫ নভেম্বর ২০১১ ০০:১০ | 151.141.84.194
আমি কৃত্তিবাসী রামায়ণ আর বঙ্কিমরচনাবলী একেবারে সামনে সামনেই পড়তাম। কেলাস থিরি ফোরে। পড়ার বই থেকে কিসুই প্রায় শিখি নি, কিন্তু দুর্গেশনন্দিনী কপালকুন্ডলা আনন্দমঠ রাজসিংহ সীতারাম চন্দ্রশেখর দেবী চৌধুরানী থেকে বরম অনেক কিছু মনে দাগ কেটে গেছে। বিশেষ করে তেজস্বিনী নারী চরিত্রগুলো। ঃ-)
Abhyu | ০৫ নভেম্বর ২০১১ ০০:১০ | 128.192.7.122
স্বপ্ন দেখতে হলে ভালো স্বপ্ন দ্যাখো - আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি আমি বাটারফ্লাই স্টাইলে সাঁতার কাটার মতো করে উড়ছি। নীচ দিয়ে গাড়ি যাচ্ছে আর আমি ওভার্টেক করছি। কখনো কখনো সমুদ্রের ধারে উড়ছি। কালচে নীল জল।
তবে ভীম বধে আমি ভীম হয়েছিলাম সত্যি। অসীমদা হয়েছিলো দুর্যোধন, জুবি হয়েছিল কৃষ্ণ, সায়ন প্রম্পটার, আর ভাটিদা কালু (ডিরেক্টর)। আর তো মনে নেই।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০০:১০ | 122.167.229.192
অভ্যু ভীম সেজে গদা তোলার চেষ্টা করছে ভাবলেই আমার হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০০:০৮ | 122.167.229.192
হ্যাঁ রে সিকি। আমার ছেলের স্কুলেও একই গল্প, যখন ভর্তি করেছিলাম যিনি প্রিন্সিপাল ছিলেন, তিনি একদম উল্টোধরণের মানুষ ছিলেন, কোনোরকম চাপ ছিল না। তো টিচারগুলোর সুবিধে হচ্ছিল না বলে তাকে তো তাড়িয়ে ছাড়লে, আর নতুন প্রিন্সিপাল এসে আমদেরকে একেবারে জ্বালিয়ে দিলে! কীভাবে টাকা আদায় করা যায়!
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০০:০৫ | 122.167.229.192
হ্যাঃ অভ্যু, আমি ম্যাপবইয়ের মধ্যে অমরচিত্রকথা নিয়ে বসতাম। মা যেই শুধোত- পড়ার আওয়াজ পাচ্ছি না কেন, কী করছিস? অম্নি রেডি উত্তর - ম্যাপ পয়েন্টিংয়ের জন্য ম্যাপ দেখে দেখে মনে রাখছি।
Bratin | ০৫ নভেম্বর ২০১১ ০০:০৫ | 117.194.96.240
অভ্যু, বাছা বলো তুমি ভীমের পার্ট করো নি।
না হলে রাতে হয়তো স্বপ্নে দেখলুম অভ্যু বেশী ভীম গদা তুলে আমকে পেটাতে আসছে আর বলচে ' বিশ্বাস করো আর না করো আমি ই সেই ভীম' ঃ-))
nk | ০৫ নভেম্বর ২০১১ ০০:০৪ | 151.141.84.194
আর এরপরে যদি আমার নাচের কথা বলি, কেউ তো বিশ্বাসই করবে না। অথচ সিরিয়াসলি নেচেছিলাম মঞ্চে, "বাদল বাউল বাজায় বাজায় বাজায় রে-বাজায় রে এ এ এ একতারা" গানের সাথে। ঃ-) তার আগেরবার অবশ্য "রিমঝিম ঘন ঘন " এর সাথে নাচার কথা ছিলো, রাগ করে ওয়াক আউট করলাম বলে আর নাচা হলো না। ঃ-)
Abhyu | ০৫ নভেম্বর ২০১১ ০০:০৩ | 128.192.7.122
*আনন্দ
pi | ০৫ নভেম্বর ২০১১ ০০:০৩ | 72.83.90.203
নাঃ, মা বাবা চাকরি করলে অনেক স্বাধীনতা পাওয়া যায় ঃ)
আমার ঐজন্যই সারা দুপুর একা থাকতে অত্ত ভালো লাগতো ঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন