আজকে পাড়ার ঠাকুর বিসর্জন করতে গিয়ে প্রচুর নেচেছি। কালকে সিউর ঠ্যাঙে ব্যথা হবে।
pi | ২৯ অক্টোবর ২০১১ ০০:৪৩ | 128.231.22.133
যা তা ব্যাপার !
byaang | ২৯ অক্টোবর ২০১১ ০০:৪৩ | 122.178.207.29
নিশি, হিন্দি সিনেমা, ছোটদের। দেখতে পার। মন্দ নয়।
byaang | ২৯ অক্টোবর ২০১১ ০০:৪২ | 122.178.207.29
ইসে, কেসি কি সল্লেকে গুরু ব্যানার্জ্জীর জিমে যেত?
pipi | ২৯ অক্টোবর ২০১১ ০০:৪২ | 129.74.191.152
আরে বীচি ছাড়া পটল হয় না সত্য কিন্তু কচি পটল আর বুড়ো পটল বলে একটা ব্যাপার আছে তো, সেটাই মস্ত তফাত করে দেয়। কাজবাড়ির দুপুরের খাবারে যেগুলো পড়ত সেগুলো ঐ বুড্ঢা পটল। অসহ্য! আর ঠান্ডা বেগুনীর লাশ! সে বেগুনও বেশিরভাগ ক্ষেত্রেই দেখতাম বীচি ভত্তি আর খেলেই গলা চুলকোতো। অথচ রাতের খাবারে এই বেগুন পটলেরই কত্ত স্বাদ বেরোত। তারওপর এক পিস ইয়াব্বড় কাতলা কি রুইয়ের গাদা কি পেটি দিয়ে যেত। মাছ খাইনা বললেও শুনত না। কি আপদ! তবে দারচিনির গন্ধওলা আলু দেওয়া মাছের ঝোলটা খেতে মন হত না। ঐ দিয়ে খানিকটা খুঁটে কেতাম। বললাম না, এইজন্যই কাজবাড়ির দুপুরের খাওয়ায় রুচি ছিল না।
nk | ২৯ অক্টোবর ২০১১ ০০:৪২ | 151.141.84.194
চ্যান কুলি ম্যান কুলি---এসব কী? এটা কোন ভাষার সিনেমা???? ঃ-O
sayan | ২৯ অক্টোবর ২০১১ ০০:৪১ | 115.184.74.96
পিঠে ডানা-লাগানো সেই মেয়েটা তো, কী সুইট কী সুইট ঃ-)
kc | ২৯ অক্টোবর ২০১১ ০০:৪১ | 178.61.96.29
সান্দা, ঘ্যাঁট হল গুরুচন্ডালির ভাটপাতা।
nk | ২৯ অক্টোবর ২০১১ ০০:৪১ | 151.141.84.194
খুব ছ্যাঁচড়া প্রকৃতির লোকেরা খায় বলেও হতে পারে। ঃ-)
Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০০:৪০ | 14.99.1.14
সায়ন,ঠিক!
Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০০:৪০ | 14.99.1.14
আরে ঘ্যাঁট টা সোজা। বিভিন্ন বিজাতীয় জিনিস নিয়ে সিম্পলি ঘেঁটে দাও। মিশে গেলে ভালো। না মিশলে আরো ভালো।
achintyarup | ২৯ অক্টোবর ২০১১ ০০:৪০ | 115.111.248.134
হ্যাঁ বোতিন, আম্মো ঘুম থেকে উঠে তোমার মিস্ড্ কল দেখলুম। তারপর আমার খুব ঘুম পেল
চ্যান কুলি কে ম্যান কুলিটা আমি দেখেছি। শেষে বাচ্চা ছেলেটাকে অ্যাডপ্ট করবে।
pi | ২৯ অক্টোবর ২০১১ ০০:৩৯ | 128.231.22.133
মাছের কাঁটা পড়ে বলেই উহা ছ্যাঁচড়া।
sayan | ২৯ অক্টোবর ২০১১ ০০:৩৯ | 115.184.74.96
বেঙীদি, এগ্রীড। মাই ব্যাড। ঃ-)
pi | ২৯ অক্টোবর ২০১১ ০০:৩৯ | 128.231.22.133
টুকরো টুকরো অনেক কিছু ভাল। সবচে ভালো নায়িকা। ও, ঐ মেয়েটি ( অনাহিতা না কি যেন নাম ), নন্দিতা, চিত্রাঙ্গদা এদের মত একজন নায়িকাকে প্রথম দেখায় ভারি পছন্দ হয়ে গেল। ডেলি বেলির মেয়েটি। পুরো কিটু গিদওয়ানির ছোটো বোন তো।
Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০০:৩৮ | 14.99.1.14
পিপি এটা মন্দ বলো নি। দেখেছি স্রেফ জল ঢেলে আর কিছু একট মেখে বড় বাটির এক বটি মুড়ি সাবাড়। আর বাঁকুড়ার লোকে রাও।
sayan | ২৯ অক্টোবর ২০১১ ০০:৩৮ | 115.184.74.96
চ্যান কুলি কে ম্যান কুলি
byaang | ২৯ অক্টোবর ২০১১ ০০:৩৮ | 122.178.207.29
অ বুঝেছি, বুলওয়ার্কার নিয়ে হাফপেন্টুল পরে উনি হাতের গুলি ফোলান তো! তবে কিনা ওটার নাম বলদকর্মী বললে বোঝাটা সহজ হত। অক্স মানে ষাঁড়। আর বুল মানে বলদ। বিশ্বাস নাহলে ওয়ার্ডবুক খুলে দ্যাখ।
sayan | ২৯ অক্টোবর ২০১১ ০০:৩৭ | 115.184.74.96
তাইলে আমি লাবড়ার কথা লিখেছি কারন মাছের অংশ ছিল না। বাট দেন, হোয়াট'স ঘ্যাঁট?
Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০০:৩৫ | 14.99.1.14
ও একটা সিনেমা করেছিল। যেখানে একটা বাচ্ছা ছেলে ছিল। আর ম্যাজিক ব্যাট। পাকিস্তান কে তুলো ধুনে দিল। সেই সিনেমা টার কি যেন নাম?
sayan | ২৯ অক্টোবর ২০১১ ০০:৩৫ | 115.184.74.96
এভ্রিবডি সেজ আয়্যাম ফাইন - এটা পাইয়ের খারাপ লেগেছে! আমি বার তিন দেখেছি। রেহান ইঞ্জিনিয়ার বলে আরেকটা কে যেন ছিল না, মানে নাপিত ছেলেটা।
pipi | ২৯ অক্টোবর ২০১১ ০০:৩৫ | 129.74.191.152
ব্রতীন, হুগলী জেলার লোকের মুড়ি নিয়ে খুব কিছু মাখামাখি পিরীতি নেই, সে আছে বীরভূম আর বদ্ধমানের লোকের। মাগো! তিনটি বছর জীবণ জ্বালিয়ে দিয়েছিল!
পাইয়ের সাথে আমিও কিছুমিছু একমত। মানে, মুড়ি বোলে তো ঝালমুড়ি। আর কিছু সওয়ানো যায় না।
ছ্যাঁচড়া আর লাবড়া-র তফাত আমি যা বুঝি ছ্যাঁচড়ায় মাছের কাঁটাকুটি পড়ে, লাবড় পিওর নিরিমিষ। আর লাবড়ায় কুমড়ো মাস্ট, ছ্যাঁচড়ায় যেমন পুঁই শাক/শাকের গোড়া।
Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০০:৩৩ | 14.99.1.14
সোমবার আমাকে টেস্ট প্ল্যান দিতে হবে। তাই রাত জেগে চাপ নিয়ে use case পড়ছি। ঃ-((
kc | ২৯ অক্টোবর ২০১১ ০০:৩২ | 178.61.96.29
রাহুল বোস অভিনীত সব কটা চরিত্রই বিশ্বন্যাকা। ব্যাঙ এক্দম ঠিক কয়েছে।
pi | ২৯ অক্টোবর ২০১১ ০০:৩২ | 128.231.22.133
ওনর ন্যাকাষষ্ঠীগিরির পরাকাষ্ঠা হচ্ছে everybody says I'm fine। এটা দেখার টর্চারটা আর কেউ সহ্য করেছিল ?
Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০০:৩১ | 14.99.1.14
kc, উহা হল গোলাপ কেস। অর্থাৎ একই জিনিস বিভিন্ন নামে ডাকা হয়। তবে নাম থেকে মনে হয় ছ্যাঁচড়া মধ্যে আরো ভুলভাল জিনিস দেওয়া হয়।
byaang | ২৯ অক্টোবর ২০১১ ০০:৩০ | 122.178.207.29
ন্যাকাষষ্ঠী না হলে ঐভাবে রাইমাকে কেস খাইয়ে কেউ মরে?
sayan | ২৯ অক্টোবর ২০১১ ০০:৩০ | 115.184.74.96
ব্রতীন্দা, বানাতে চাইলে কী না বানানো যায়, পটল তো শিশু মাত্র ঃ-)
বেঙীদি, হিন্টঃ ফেবু। এর বেশী বললে ক্যাল খাবো। ভাবা যায়, একজন ওস্তাদ চাঁদনী রাতে গলা ছেড়েছেন, হাতে ষাঁড় শ্রমিক।
pi | ২৯ অক্টোবর ২০১১ ০০:৩০ | 128.231.22.133
নাঃ, আসল জিনিসগুলৈ বাদ দিয়েছি দেখছি। মুড়ির সাথে শিঙারা,বেগুনি, পেঁয়াজি, ফুলুরি, অল চপস। ওঃ, না। ঢপের চপ তো কখনো মুড়ির সাথে খাইনি। আগে মাথায় এলে মিলনদাকে মুড়ির ব্যবস্থা করতে বলতুম। বলতে বলতে মনে হল, কোন ক্যান্টিন, রেস্তোরাতে মুড়িমাখা পাওয়া যায় না কেন ?
বিয়েবাড়িতে ফুচকা যখন চালু হয়েছে, চাট ফাটও , তো ঝালমুড়ি নয় কেন ?
Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০০:২৯ | 14.99.1.14
এই তোদের মেয়ে গুলোর দোষ । ন্যাকাষষ্ঠী ক্যান রা?
byaang | ২৯ অক্টোবর ২০১১ ০০:২৮ | 122.178.207.29
বোস ক্রিকেট মাঠে যায় বুঝি? আমি তো জানতুম রাগবি খেলে। আর কঙ্কনার সঙ্গে তো ওর দুটো ইংরেজি সিন্মা দেখেছি।
kc | ২৯ অক্টোবর ২০১১ ০০:২৮ | 178.61.96.29
ছ্যাঁচড়া, লাবড়া এই দুটোর মধ্যে মিল আর অমিল কী কী, কেউ জান? বোতীন, প্রতি ম্যাচেই একটা করে গোল হজম করতে হচ্ছে। এ কিন্তু ভাল কথা নয়।
Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০০:২৭ | 14.99.1.14
বাহ মুড়ি!! মোহনবাগানের পরে সায়নের সাথে আরেক পিস কমন । জ্জিও!!
byaang | ২৯ অক্টোবর ২০১১ ০০:২৭ | 122.178.207.29
ওঃ হ্যাঁ হ্যাঁ গুলিয়েছি। আশিকি তো রায়। আর বোস তো সেই অনুরণনের সেই ন্যাকাষষ্ঠীটি।
Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০০:২৬ | 14.99.1.14
যে ক্রিকেট মাঠে যায় তো? কঙ্কনা র সাথে বাংলা সিনেমা করেছে?
Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০০:২৫ | 14.99.1.14
ইয়ে, সায়ন ঐ জিনিস গুলো ছাড়া পটল পাওয়া একটু চাপের হবে না?
pi | ২৯ অক্টোবর ২০১১ ০০:২৫ | 128.231.22.133
ও ব্যাংদি, আমাদের মিঃ আয়ার বোস থাকতে আশিকির কথা মনে পড়লো? ঃ( রজিত কাপুরের পরই এর উপর আমার নাক ব্যথা।
Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০০:২৪ | 14.99.1.14
ও kc, আজকে আবার ২-১ গোলে জিতলাম। অপ্পন আর টিম ভাই কি জানে? আর দে দি?
sayan | ২৯ অক্টোবর ২০১১ ০০:২৩ | 115.184.74.96
পিপি, প্লেন ছ্যাঁচড়া, উইদাউট মাছের তেল-কাঁটা। অবশ্য মুগের ডাল আর টমেটোর চাটনিটাও ছাড়তাম না। একটা ভাজা থাকত। বীচিওয়ালা পটলভাজাগুলো দুচক্ষের বিষ ছিল। বেগুনীগুলো উড়ে যেত মূহূর্তে।
তবে মুড়িমাখা, যে কোনও ফর্মে, এনিটাইম এনিডে ফ্যাব।
byaang | ২৯ অক্টোবর ২০১১ ০০:২৩ | 122.178.207.29
ষাঁড় শ্রমিক মানে কী?
byaang | ২৯ অক্টোবর ২০১১ ০০:২৩ | 122.178.207.29
বোস মানে সেই আশিকি? না না, ইনি বাংলা সিনেমার রাহুল। সেই যে যার বিয়ে টিভিতে লাইভ দেখিয়েছিল।
Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০০:২৩ | 14.99.1.14
জমি থেকে তুলে আনা আলুর তৈরী আলুর দম দিয়ে মুড়ি খেয়েছো? জাস্ট অমৃত!!
pi | ২৯ অক্টোবর ২০১১ ০০:২১ | 128.231.22.133
ছ্যাঁচড়া .. এই একটা সার্থকনামা। ইন ফ্যাক্ট, মাছের সব আইটেমের নাম ই এই লাইনে রাখা উচিত।
kc | ২৯ অক্টোবর ২০১১ ০০:২১ | 178.61.96.29
সান্দা, ষাঁড় শ্রমিকের কথা খ্যাল রাখবা। আমারে বেশী ঘাঁটাবানা। ঃ-)
Bratin | ২৯ অক্টোবর ২০১১ ০০:২১ | 14.99.1.14
বোস?
byaang | ২৯ অক্টোবর ২০১১ ০০:২০ | 122.178.207.29
আর এই রোব্বারটায় নবনীতা দেবসেনের লেখাটাও বেশ লাগল।
pi | ২৯ অক্টোবর ২০১১ ০০:২০ | 128.231.22.133
হ্যাঁ, মুড়ির সাথে চানাচুর এন্ড ঝালমুড়ির বাকি অ্যাকসেসরিজ ভিন্ন আর কাউকে আমিও পছন্দ করিনা।
ও হ্যাঁ, আলুসেদ্ধ করি।
ও না না, চিনি আর জলও পছন্দ করি।
byaang | ২৯ অক্টোবর ২০১১ ০০:১৯ | 122.178.207.29
এই হপ্তার রোব্বারে অভিনেতা রাহুলের লেখা পড়ে পাখা হলাম।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন