এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা   শিক্ষা

  • ধন্য শিক্ষাব্যবস্থা!!!

    দীপ
    আলোচনা | শিক্ষা | ০৫ আগস্ট ২০২৫ | ২৯৭ বার পঠিত
  • জুলাই মাস শেষ হয়ে আগস্ট চলেছে। এখনো পর্যন্ত কোনো কলেজে ভর্তি শুরু হয়নি (স্বয়ংশাসিত ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ব্যতীত)। জয়েন্টের ফল‌ও প্রকাশিত হয়নি।
    রাজ্য সরকার ও শিক্ষাদপ্তর ঠিক কী চাইছেন?

    সরকারি মদতে সরকারি শিক্ষাব্যবস্থার শ্রাদ্ধ চলছে!

    এইভাবে সরকারি স্কুল, কলেজগুলো বন্ধ হয়ে যাবে! সাধারণ ঘরের ছেলেমেয়েরা কেউ সেখানে পড়তে যাবেনা! কারণ খুবই সহজবোধ্য, পড়াশোনা করে কেউ কোনো চাকরি পাবেনা! উচ্চশিক্ষা, অধ্যাপনা, গবেষণা তো দূরস্থান; স্কুলের চাকরিও পাওয়া যাবেনা! সাধারণ ঘরের ছেলেমেয়েরা পেট চালানোর জন্য হয়তো ভোকেশনাল কোর্স শিখবে বা আই টি কুলি হবে! তাদের জন্য মননশীল চিন্তা, গবেষণা, অধ্যাপনার কোনো সুযোগ থাকবে না!

    বড়োলোকদের ছেলেমেয়েদের অবশ্য কোনো চিন্তা নেই! তারা অ্যাডামাস, অ্যামিটি, টেকনোতে পড়াশোনা করবে; অথবা ওড়িশা বা দক্ষিণ ভারতের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চলে যাবে। এইসব জায়গায় পড়াশোনা করতে খরচ পড়বে ১০-২৫ লাখ টাকা! এছাড়া অন্যান্য আনুষঙ্গিক খরচ‌ও আছে! তবে পকেটে টাকা থাকলে কোনো চিন্তা নেই! 
    পকেট আরো মোটা হলে ইউরোপ-আমেরিকাতেও চলে যাওয়া যায়! গরীব ঘরের ছেলেমেয়েরা অবশ্য পেট চাপড়ে পড়ে থাকবে! 

    অন্যদিকে রাজনৈতিক নেতা ও কর্পোরেটগোষ্ঠী বলবে লোকের যোগ্যতা নেই; তাই তারা চাকরি পায়না!

    তৃতীয় বিশ্বের অশুভ দুষ্টচক্র এইভাবে সাধারণ মানুষকে ছিবড়ে করতে থাকবে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 2402:3a80:1989:1f63:578:5634:1232:***:*** | ০৭ আগস্ট ২০২৫ ২১:০৬745533
  • অনিশ্চিত উচ্চশিক্ষা!
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অবশ্য ক্লাস শুরু হয়ে গেছে! 
    তবে সেখানে পড়ার ক্ষমতা আশি শতাংশ ছাত্রছাত্রীদের নেই!
     
  • দীপ | 2402:3a80:1989:aebc:578:5634:1232:***:*** | ০৮ আগস্ট ২০২৫ ১৪:০৯745534
  •  
    ।।হাতকাটা হুব্বার হুমকি উপাচার্যকে।।
     
    কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা অগাষ্ট মাসের শেষ সপ্তাহে। প্রায় তিরিশহাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। কিন্তু ২৮ অগাষ্ট তৃণমূল ছাত্র পরিষদের চুরি করা জন্মদিন। (একটা জন্মদিন অবধি চুরি করেছে তারা কংগ্রেসের ছাত্রসংগঠন ছাত্রপরিষদের নিকট হতে)। তাই তারা ওইদিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ করতে চায়। ফলত মুখ্যমন্ত্রী উচ্চ শিক্ষা দফতরের বকলমে এই পরীক্ষা বন্ধের নির্দেশ পাঠিয়েছেন উপাচার্যের কাছে।
    উপাচার্য শান্তা দত্ত এরকম বেআইনি আবদার সপাটে ফিরিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের আপৎকালীন সভা ডেকেছিলেন এবং তাঁর নেতৃত্বে সিন্ডিকেটের প্রতিনিধিরা মোটামুটি সর্বসম্মতভাবে ওইদিন পূর্বনির্ধারিত পরীক্ষাসূচী বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এতে বেজায় চটে শিক্ষামন্ত্রী হাতকাটা না গাঁটকাটা হুব্বার ভঙ্গিতে উপাচার্যকে হুমকি দিয়েছেন। তিনি যা বলেছেন তার সারমর্ম মোটামুটি এরকম, মুখ্যমন্ত্রী কোনো ব্যাপারেই হস্তক্ষেপ করেন না। এই একটা বিষয় একটু চেয়েছিলেন, তার কথাটা রাখা গেল না? এজন্য উপাচার্যের ব্যবস্থা হবে, তবে কী ব্যবস্থা সেটা গণমাধ্যমে বলা যাবে না!
     
    বুঝে দেখুন, শাসকের স্পর্ধা কতদূর ছড়িয়ে পড়েছে! 
     
    উপাচার্যর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে শিক্ষামন্ত্রীকে উত্তর দিতে হবে এরকম সম্পূর্ণ বেআইনি, অন্যায় নির্দেশ মুখ্যমন্ত্রী কেন দিতে বলবেন শিক্ষা দফতরকে? কোনো বেআইনি নির্দেশ উপেক্ষা করাই তো উচিত! এখানে উপাচার্যের অন্যায় কোথায়? বরং প্রশাসনের শীর্ষে বসে মুখ্যমন্ত্রী যদি এরকম তাঁর মর্জি অনুযায়ী বেআইনি নির্দেশ দিতে বলেন তাহলে তীব্রভাবে ভর্ৎসিত হওয়া তাঁর প্রাপ্য! যাতে একনায়কের কলেবর আরও ফুলেফেঁপে না ওঠে।
     
    শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী কী জানেন না যে উপাচার্য পরীক্ষার দিনক্ষণ ঠিক করেন না, তার জন্য অন্যান্যরা আছেন যাঁরা নানারকম দিন, ক্ষণ দেখে, ছুটি দেখে, ইউনিভার্সিটির নানারকম পাঠক্রমের সময়কে মাথায় রেখে, নানা ধরনের চলতে থাকা পরীক্ষাসূচির অন্তর্বর্তী সময় খুঁজে বের করে তারপর নতুন কোনো পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেন যা বেশ জটিল একটা প্রক্রিয়া এবং হঠাৎ করে বদলে ফেলাও যায় না। আর কোনো একটি রাজনৈতিক দলের জন্মদিন পালনের জন্য সেটা যদি বদলাতে হয় তাহলে এদেশের এক হাজার আটশ সাড়ে তেত্রিশটি রাজনৈতিক দল তাদের জন্মদিনে যাতে কোনো পরীক্ষা না হয় সেই দাবি তুলবে। তখন উপাচার্য কী করবেন? যুক্তি অনুযায়ী তাকে সবার দাবি মানতে হবে। তাহলে তো বছরে দিনই খুঁজে পাওয়া যাবে না পরীক্ষা নেওয়ার। কোনো রাজনৈতিক দলের প্রতি নয়, উপাচার্য শুধুমাত্র ইউনিভার্সিটি আর ছাত্রছাত্রীদের প্রতি দায়বদ্ধ। কোনো একনায়ক মুখ্যমন্ত্রীর বেআইনি নির্দেশে সে দায়বদ্ধতা যদি ক্ষতিগ্রস্থ হয় তাহলে অবশ্যই তিনি সেটা উপেক্ষা করবেন!
     
    অথচ এই একশ শতাংশ সঠিক কাজটি করার জন্য তাঁকে শাস্তির হুমকি শুনতে হচ্ছে হাতকাটা হুব্বা থুড়ি শিক্ষামন্ত্রীর কাছ থেকে? সাপের পাঁচ পা দেখা এসকল মন্ত্রী-সান্ত্রী, মুখ্য একনায়িকাদের আস্পর্ধা বাড়তে বাড়তে আজ আকাশ স্পর্শ করেছে। 
    উপাচার্যকে হুমকি দেওয়া হাতকাটা হুব্বা-মন্ত্রীকে পাল্টা স্পর্ধায় পরিষ্কার জানিয়ে দিতে চাই যে ক্ষমতার জোরে আজ এই হুমকি দিচ্ছেন সেই ক্ষমতায় আপনাদের বসিয়েছি আমরা অর্থাৎ সাধারণ জনগণ যাদের সামনে আপনি ও আপনার মুখ্যমন্ত্রী ভোটের আগে খোলস হইতে প্রস্ফুটিত ভুট্টার ন্যায় দন্তরাজি আকর্ণ বিকশিতপূর্বক, করজোড়ে এসে ভোটভিক্ষা করেন। জনগণের স্বার্থকে উপেক্ষা করে, আপনাদের ছাত্রদলের জন্মদিন উদযাপন আর দলনেত্রীর তুঘলকি ইচ্ছেকে মান্যতা দেবার জন্য নিয়মকানুন আইনকে বৃদ্ধাঙ্গুল দেখাবার আস্পর্ধা, বুক ফুলিয়ে পাহাড় প্রমাণ দুর্নীতি করার পর সত্যকে শাস্তি দেবার এই প্রবল আস্ফালন জনগণই ঘুচিয়ে দেবে একদিন। নিশ্চিত জানবেন, ‘সেদিন সুদূর নয় আর।’ মিথ্যের পায়ে লুটিয়ে এই কেন্নোজীবনে তদ্দিন আরও কিছু গুছিয়ে নিন নাহয়! 
    -- পল্লব কীর্ত্তনীয়া
  • দীপ | 2401:4900:3fbb:9213:267a:94dc:f2d0:***:*** | ০৯ আগস্ট ২০২৫ ০১:৪১745536
  • রাজারহাট নিউটাউন সহ ভাঙড়, সল্টলেক, কেষ্টপুর, বাগুইহাটি এলাকার সাধারণ ঘরের ছেলেমেয়েরা যাতে ভালো সরকারি  স্কুলে পড়তে পারে সেজন্য একটি স্কুল বিল্ডিং তৈরির উদ্যোগ নিয়েছিল হিডকো । ২০২১ সালে সেই কাজ শুরু হয় এবং ২০২৪ সালে ছয় তলা উচ্চতা বিশিষ্ট দুটি বড় বিল্ডিং নির্মাণের  কাজ সম্পূর্ণ হয়ে যায়। এলাকার মানুষ আশায় বুক বেঁধেছিলেন কবে এই স্কুলটি চালু হবে । কারণ এর ভিত্তি  প্রস্তরের সময় হিডকোর আধিকারিকরা ঘোষণা করেছিলেন উচ্চমাধ্যমিক বোর্ডের অন্তর্ভুক্ত ইংরেজি মাধ্যমের উচ্চমাধ্যমিক স্কুল হবে এটি। যদিও সাধারণ মানুষের সেই আশা-আকাঙ্ক্ষায় জল ঢেলে হিডকো ওই জমি সহ স্কুল বিল্ডিং বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে। এজন্য ই অকশনের মাধ্যমে বিল্ডিংটি নিলাম করবে হিডকো কর্তৃপক্ষ।
     
    ফেসবুক
  • দীপ | 2402:3a80:198b:4e8f:678:5634:1232:***:*** | ০৯ আগস্ট ২০২৫ ১৫:৩৭745537
  • একটা ব্যাপারে কিন্তু, কি কেন্দ্র কি রাজ্য, দুই সরকারই খুব সিরিয়াস! 
    সেটা হলো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ! 
    রাজ্যের এসএসসি তেও ছেলেপিলে দিনের পর দিন মার খাচ্ছে,জয়েন্টের রেজাল্ট বেরচ্ছে না! ওদিকে কেন্দ্রের এসএসসি তেও, দুদিন আগের ন্যায্য ধর্নায় ছাত্র-শিক্ষক উভয়েই মার খেয়েছেন! 
    ভ্যাকেন্সি যে নেই, তা কিন্তু নয়। প্রতিটা সার্ভিস সেক্টার কুত্তার মতো ধুঁকছে, কর্মীর অভাবে। কী ব্যাংক কী রেল হাসপাতাল, না স্টাফরা ঠিকভাবে পরিষেবা দিতে পারছে, না গ্রাহকরা পরিষেবা নিয়ে স্যাটিসফায়েড হতে পারছে। সার্ভিস দেওয়া আর নেওয়ার মধ্যে যে সুস্থ অনুপাতটা থাকা উচিৎ, সেটার অনেকদিন আগেই গঙ্গাপ্রাপ্তি ঘটেছে।  কোনোমতে ঠেকনা দিয়ে চলছে, দিনের পর দিন। তবু রিক্রুটমেন্টের নামে পিঁপড়ের লবডঙ্কা!  
    নিজেদের মাইনে-ভাতা কিন্তু ঠিক বাড়িয়ে নিচ্ছে সরকারদা। এই দুদিন আগেই দিল্লী সরকার, বিধায়কদের আইফোন দিয়েছে, যাতে কাজ স্পিডে হয়!  কী কাজ হচ্ছে সে আপনিও জানেন আমিও জানি। কালকেও জল জমছিল, আজকেও জমবে। কালকেও গাড্ডায় টোটো উল্টেছিল, আজকেও উল্টাবে। আমি-আপনি পছন্দের রঙ নিয়ে খেলতে থাকি, আর ওরা আমাদের পোঁ* মেরে বেরিয়ে যেতে থাকুক। এটাই তো গণতন্ত্র!

    ফেসবুক
  • দীপ | 2402:3a80:198d:80da:778:5634:1232:***:*** | ২৭ আগস্ট ২০২৫ ১৮:৫৬745703
  • "কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে খোদ মাননীয় উপাচার্য কে বেহায়া, রাক্ষসী বলে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে টিএমসিপি'র সদস্য অভিরূপ চক্রবর্তী।"
     
    -সংবাদসূত্র
     
    ধন্য দেশ ও রাজ্য, ধন্য শিক্ষাব্যবস্থা!
     
    সর্ববিদ্যাবিশারদ মহাপণ্ডিতরা এখন মৌনব্রত অবলম্বন করবেন!
    নির্লজ্জ শাসকের নির্লজ্জতর স্তাবক!
  • দীপ | 2401:4900:3fab:9d46:2ded:ee7c:168:***:*** | ২৯ আগস্ট ২০২৫ ০০:৪৪745710
  • ছাত্র রাজনীতি! 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন