এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pharida | ২০ অক্টোবর ২০১১ ১২:৪৭ | 61.16.232.26
  • দুখে,
    ঃ))
  • byaang | ২০ অক্টোবর ২০১১ ১২:৪৬ | 122.172.243.176
  • হ্যাঁ দুখে, আমিও তো এই বুদ্ধিটা তাবৎ বিবাহিত পুরুষকুলকে কবে থেকে দিয়ে আসছি, তা আমার কথা কানে না নিয়ে ছোট ছেলেপুলেদের মন বিষোনোর কী দরকার? সেই যে আকা একটা নরকগুলজারসম বৃদ্ধাশ্রম খুলেছিল না আপ্নাদের জন্য!
  • dukhe | ২০ অক্টোবর ২০১১ ১২:৪৪ | 122.160.114.85
  • যাঁদের মরে যেতে ভাল্লাগে না, তাঁরা যমের হাত ছেড়ে বেরিয়ে আসলেই পারেন ।
  • byaang | ২০ অক্টোবর ২০১১ ১২:৪৩ | 122.172.243.176
  • ঝামাপাথর চিবিয়ে খেলেই জিভ আর সুড়সুড় করবে না।
  • k | ২০ অক্টোবর ২০১১ ১২:৪০ | 61.12.12.84
  • জিভ সুড়সুড় করছে।
  • saikat | ২০ অক্টোবর ২০১১ ১২:৩৯ | 202.54.74.119
  • বিয়ের পর অসুখী পুরুষদের মটো হল - লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই।
  • byaang | ২০ অক্টোবর ২০১১ ১২:৩৭ | 122.172.243.176
  • বিয়ের পরে যেসব পুরুষরা এত অসুখী, তারা একটু মনোবল এনে বিয়েটা ছেড়ে বেরিয়ে আসলেই পারেন। অন্যের বিয়েতে ভাংচি দেওয়া কেন রে বাপু?
    ঘরের বিবাহিত পুরুষটিকে কত্তো বোঝাই, ঘর ছেড়ে বেরোনোর সাহসটি করতে পারলেই সর্বসুখ অপেক্ষা করে আছে তার জন্য। তবু তিনিও এই সাহসটি করতে পারেন না।
  • kd | ২০ অক্টোবর ২০১১ ১২:৩২ | 59.93.243.15
  • না লিখে পারছি না।
    হনুর রোমান স্ক্রিপ্টে লেখা পোস্টগুলো বাংলা করে নিয়ে পড়ি। তা বেশ ভালোই চলছিলো, হঠাৎ সিস্টেম ফেল - কিস্‌সু পড়তে পাচ্ছি না। খুব দুক্কু পেলুম - অ্যাদ্দিন ওর লেখা বুঝতুম না শুধু, এখন কি আর পড়তেও পারবো না!

    তো after a long investigation and analysis, প্রবলেমের উৎসসন্ধানে পৌঁছনো গ্যালো - হনুর এই পোস্টটা ইংরিজিতে।

    ভীমরতি ইজ নট ফার অ্যাওয়ে।
    'অপরাজিত' আর 'অদ্বিতীয়া' সিরিয়ালদু'টো গোড়া থেকে দেখে কাল পুরো কট আপ। 'অ' দিয়ে আর কিছু দেখাচ্ছে না এবার 'আ'তে যাবো?
  • byaang | ২০ অক্টোবর ২০১১ ১২:৩০ | 122.172.243.176
  • তবে নেত্যর আগে দেফুর একটা বিয়ে দেওয়া দরকার। বদসঙ্গে পড়ে ছেলেটা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। দেখেছেন কীসব অসভ্য অসভ্য সিনেমার খোঁজ রাখে!!
  • saikat | ২০ অক্টোবর ২০১১ ১২:২৯ | 202.54.74.119
  • একে বিষিয়ে দেওয়া বলে না। একে বলে রিয়ালিটির সম্মুখীন হওয়ার জন্য তৈরী করা।
  • saikat | ২০ অক্টোবর ২০১১ ১২:২৭ | 202.54.74.119
  • ইচ্ছাকৃত ভাবে কান না দিলে, কান টানা হবে। আর কান টানলে মাথা আসবে। তখন ঠ্যালা বুঝবে !
  • pharida | ২০ অক্টোবর ২০১১ ১২:২৭ | 61.16.232.26
  • হ্যাঁ হ্যাঁ ব্যাঙ ঠিক কয়েচে - নেতাই বিয়ের পরে মিথ্যে মিথ্যে করে সুখে আছে বলতেই পারে ঃ))
  • byaang | ২০ অক্টোবর ২০১১ ১২:২৭ | 122.172.243.176
  • বৌয়ের কথায় কান না দেওয়ার অপশনগুলো ই তো আপনারা সহজসরল ছেলেটাকে শেখাচ্ছেন। এইভাবে আগে থেকেই ওর মন বিষিয়ে দিতে লজ্জা করে না?
  • k | ২০ অক্টোবর ২০১১ ১২:২৬ | 61.12.12.84
  • আচ্ছা, এখানে কে যেন লিখেছিলেন কোন ফেস্টিভালে "গাণ্ডু' দেখেছেন? কে?
  • saikat | ২০ অক্টোবর ২০১১ ১২:২৫ | 202.54.74.119
  • কানসুদ্ধু সর্বস্ব গচ্ছিত রাখতে হবে। এটাই বিয়ে।
  • byaang | ২০ অক্টোবর ২০১১ ১২:২৫ | 122.172.243.176
  • বিয়েটা মস্করার জিনিস? ঃ-O
  • Ishan | ২০ অক্টোবর ২০১১ ১২:২৪ | 122.248.163.4
  • কান না দেবার কোনো অপশন হ্যাজ? ;)
  • saikat | ২০ অক্টোবর ২০১১ ১২:২২ | 202.54.74.119
  • মস্করার জিনিশ নিয়ে মস্করা হবে না তো কী পোবোন্ধো লেখা হবে?
  • byaang | ২০ অক্টোবর ২০১১ ১২:২০ | 122.172.243.176
  • কাল থেকে বিয়ে নিয়ে এইসব মশকরা দেখে ইস্তক মেজাজটা বিতিকিচ্ছিরি হয়ে আছে।
    নেত্য, যারা তোকে বিয়ের নামে অ্যাত্তো ভয় খাওয়াচ্ছে, সেইসব বিবাহিত পুরুষদের কথায় কান দিস নি। সব কটা মিথ্যে বলছে। এরা সব বিয়ের আগে যাকে বিয়ে করতে যাচ্ছে তাকে মিথ্যে বলেছে আর এখন (নিজেদের বিয়ে হয়ে যাওয়ার পরে) যাদের বিয়ে হতে চলেছে তাদের মিথ্যে বলছে।
    চিরটাকাল তোর অনেক সুখে কাটবে, যদি এদের কথায় কান না দিয়ে, যাকে বিয়ে করবি তার কথায় কান দিস।
  • k | ২০ অক্টোবর ২০১১ ১২:২০ | 61.12.12.84
  • ডিডি, দেফু জান্তোনা আপনি পান্নি।
  • dukhe | ২০ অক্টোবর ২০১১ ১২:১৩ | 122.160.114.85
  • লুঙ্গিও হতে পারে ।
  • Ishan | ২০ অক্টোবর ২০১১ ১২:১১ | 122.248.163.3
  • অ্যাঁ? বিয়ের পর নেতাই সর্বসমক্ষে ধুতি চেঞ্জ করবে?
  • Ishan | ২০ অক্টোবর ২০১১ ১২:১০ | 122.248.163.3
  • গুরুর মাথায় একটা কাউন্টডাউন যোগ করে দেওয়া উচিত কি?
  • kumu | ২০ অক্টোবর ২০১১ ১২:০৯ | 122.160.159.184
  • নেতাইএর নামে টই খুলে দিইচি তো,জনতা সেইখেনে লিখুন।আর সময় নষ্ট না করে ধুতি পরা/সর্বসমক্ষে চেঞ্জ করা এইসব শেখান।
    ছেলেটা বে কত্তে যাচ্ছে,গুরুরা নিজ দায়িত্ব পালন করুন।
  • Netai | ২০ অক্টোবর ২০১১ ১২:০৫ | 121.241.98.225
  • জিন্দেগী হর কদম এক নয়ী জঙ্গ হ্যায়
  • dukhe | ২০ অক্টোবর ২০১১ ১২:০৪ | 122.160.114.85
  • কিন্তু দৌড়ে যে পালাতে পারবে তা মোটেই নয় । ঐজন্য সাংসদ বলেছেন -
    যত দূরে দূরে দূরে যাবে বন্ধু
    একই যন্ত্রণা পাবে
    ইত্যাদি ।
  • ppn | ২০ অক্টোবর ২০১১ ১২:০০ | 202.91.136.3
  • হ্যাঁ, বিয়ের পরপরই টাচডাউনটা একটু ঘনঘন হয়।

    তার পরে শুধুই উদ্দেশ্যহীন দৌড়।
  • ppn | ২০ অক্টোবর ২০১১ ১১:৫৯ | 202.91.136.3
  • তাই তো কইলাম। সংসারে থাকবে সঙের মত। ইহাই সার সত্য।
  • saikat | ২০ অক্টোবর ২০১১ ১১:৫৮ | 202.54.74.119
  • খেলাধূলা? দু'দিন পর মনে হবে এই ধূলোখেলাই কী সংসার !!
  • Tim | ২০ অক্টোবর ২০১১ ১১:৫৭ | 173.163.204.9
  • হুঁ আম্মো তাই কই। আম্রিকান ফুটবলই ভালো। এখন তো রইলো শুধু জিগজ্যাগ দৌড়। যতদূর যাওয়া যায়।
  • Tim | ২০ অক্টোবর ২০১১ ১১:৫৪ | 173.163.204.9
  • সবই স্ট্র্যাটেজি। অনেকটা ম্যাকগ্রাথকে ভয় পেয়ে ওয়ার্নকে ইউকেট দেয়ার মত।
  • Ishan | ২০ অক্টোবর ২০১১ ১১:৫৪ | 122.248.163.3
  • স্বামীজির নিবাস তো শিকাগোয়। তাহলে আমেরিকান ফুটবলই হবে।
  • ppn | ২০ অক্টোবর ২০১১ ১১:৫৩ | 202.91.136.3
  • না, এইসব সিরিয়াস ব্যপারে ফক্কুরি কাটব না।

    নইলে নেতাইকে বলার ছিল যে খেলাধূলার ব্যপারটা নিয়ে অত চিন্তা করতে না। ওটার জন্য অনেক সময় ও উৎসাহ পাবে।
  • dukhe | ২০ অক্টোবর ২০১১ ১১:৫২ | 122.160.114.85
  • কুমুদির ব্যয়বহুল পাত্রীদের হাত থেকে বাঁচতেই কি নেতাই তড়িঘড়ি এই আত্মঘাতের পথ বেছে নিল ?
  • Tim | ২০ অক্টোবর ২০১১ ১১:৫১ | 173.163.204.9
  • আম্রিকান ফুটবল খেলবে? না সকার?
  • Ishan | ২০ অক্টোবর ২০১১ ১১:৪৯ | 122.248.163.3
  • হ্যাঁ হ্যাঁ কুমুদির কথামতো মন দিয়া ফুটবল খেল। স্বামীজি বলেছেন গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা অধিক ফলপ্রসূ।
  • Tim | ২০ অক্টোবর ২০১১ ১১:৪৮ | 173.163.204.9
  • মাধ্যমিক রচনা সংকলনে পেতে পারিস। নইলে তুই নিজেই লিখে রাখ। মাইকেলের মত। সেইটেই নাহয় খোদাই করে দেয়া যাবে।
  • Netai | ২০ অক্টোবর ২০১১ ১১:৪৬ | 121.241.98.225
  • হাঁড়িকাঠে গলা গলাতে যাওয়া ছাগলের আত্মজীবনী পাওয়া যায় কোথাও? তাদের অনুভূতির ছিটেফোঁটা কোথাও কি ছড়িয়ে ছিটিয়ে আছে?
  • Tim | ২০ অক্টোবর ২০১১ ১১:৪৩ | 173.163.204.9
  • ডিডিদা এতদিনে পাশবিক সংখ্যা পেলেন? আমাজন হলে বলতো, ইউজ্‌ড, লাইক নিউ কন্ডিশন।

    নাহ ঘুমোই। বেলা হলো ঢের।
  • Tim | ২০ অক্টোবর ২০১১ ১১:৩৯ | 173.163.204.9
  • নেত্যকে,
    প্পনের কথায় ঘাবড়াস না। কেই বা চিরকাল .... ইত্যাদি। জোরে জোরে হাস।
  • ppn | ২০ অক্টোবর ২০১১ ১১:৩৭ | 202.91.136.3
  • বোতিন, আমি এসেমেসের জবাব বিশেষ দেই না। কষ্ট করে টাইপাতে বড় আলিস্যি।

    তোমাকে ফোন করব দেখি একদিন। এমনি আড্ডা মারব।
  • Bratin | ২০ অক্টোবর ২০১১ ১১:৩৫ | 122.248.183.1
  • নেতাই খবর্দার লোকের কথায় কান দেবে না। জাস্ট রিলাক্স।
  • Bratin | ২০ অক্টোবর ২০১১ ১১:৩৪ | 122.248.183.1
  • প্রশ্ন ১। অর্পনের কি সেল নম্বার বদলেছে?

    ২। যদি না হয় তাহলে লাস্ট দেড় মাসে আমার করা ৩ টি SMS র উত্তর দেয় কি কেন?
  • dd | ২০ অক্টোবর ২০১১ ১১:৩৩ | 124.247.203.12
  • পাইদিকে
    হ্যাঁ, অবশেষে দেফুর কৃপায় পাশবিক সংখ্যা হাতে পেলাম। সচরাচর আমি ৭/৮ কপি নিয়ে সেগুলি হিংস্র ভাবে বিতরন করি কিন্তু এই ইস্যুটা এতো'ই পুরোনো হয়ে গ্যাছে যে এক কপি ই নিলাম ,নিজের জন্য।
  • ppn | ২০ অক্টোবর ২০১১ ১১:৩২ | 202.91.136.3
  • নেতাই, ভাইটি, খুব আনন্দ হল তুমি হাসছ দেখে। এই নাও একটা চুটকি শোনো। মীরাক্কেল খ্যাত মৃদুলদার।

    মৃদুলদা একদিন বসে বসে প্যান্ট সেলাই করছেন, এমন সময় এক বন্ধু এসে হাজির। বন্ধু তো মৃদুলদাকে দেখেই অবাক।

    - "এ কী! বৌদি কোথায়?'

    - "কেন? তাকে দিয়ে কী হবে?'

    - "না তোর প্যান্টটা সেলাই করে দিত।'

    মৃদুলদা প্রশান্তমুখে বন্ধুর মুখের দিকে তাকিয়ে বললেন

    - "এটা বৌদিরই প্যান্ট।'

    আশীর্বাদ করি মৃদুলদার মত হাসতে হাসতে যেন সংসার সমুদ্র পার হয়ে যাও। বেশির ভাগ মানুষই অবশ্য ডুবে যায়। তাতে কী? সাহসটাই আসল রে পাগলা।
  • saikat | ২০ অক্টোবর ২০১১ ১১:৩০ | 202.54.74.119
  • হাসির ওপর এখন জোর দেওয়া ভাল।

    পরে জোর করে হাসতে হবে।
  • dukhe | ২০ অক্টোবর ২০১১ ১১:২৩ | 122.160.114.85
  • হাসছ নেতাই ? বেশ বেশ । যত হাসি -
  • ppn | ২০ অক্টোবর ২০১১ ১১:১১ | 202.91.136.3
  • টইটাকে আর ঘাঁটলাম না।

    কুমুদির প্রশ্নের জবাব এখানেই দিয়ে যাই। আপাতত অনেকগুলি অজুহাত মনে পড়ছেঃ

    ১) সময়ের অপ্রতুলতা
    ২) আলসেমি
    ৩) (নিজের) লেখাপত্রের কোয়ালিটি সম্পর্কে অনুদারতা

    ইত্যাদি।

    কবিতা পড়ার জন্য থ্যাংকু। ঃ)
  • Netai | ২০ অক্টোবর ২০১১ ১০:৫৫ | 121.241.98.225
  • আমি এখন প্রাণভরে হাসির উপরেই বেশী জোর দিচ্ছি।
  • kumu | ২০ অক্টোবর ২০১১ ১০:৫২ | 122.160.159.184
  • নেতাই,আর একমাস,ঠিক একমাস।
    বেঁচে নাও,একমাস বই তো নয়।
    ভাল করে খাওদাও,গায়ে জোর করো,সিনিমা দেখো,রিভ্যু লেখো,ফুটবল খেলো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত