এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Abhyu | ১৩ অক্টোবর ২০১১ ২২:১৫ | 128.192.7.51
  • কোথায় চাইলে - সব পড়া তো করা হয় না? এখানে আরেকবার চেয়ে দাও ঃ)
  • kc | ১৩ অক্টোবর ২০১১ ২১:৩৮ | 178.61.96.29
  • বোতীন, ওয়েলকাম ব্যাক। লেলকাম। ঃ-))
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ২১:২২ | 151.141.84.194
  • কালকে আমি অভ্যুর কাছে গান চাইলাম। দিলো না কিছু না, দেখি টই পালা তে গিয়ে বলেছে আই ব্বাপ!
    কী অবস্থা! ঃ-)
  • Nina | ১৩ অক্টোবর ২০১১ ২১:১৯ | 12.149.39.84
  • পিপিটা বড্ড ভোগে তো !!
    আগে clove oil কিনে লাগাও যেখানে ব্যাথা, না পেলে প্লেন আদা বেটে লাগিয়ে রখ কিছুক্ষণ--ব্যাথা কমে যাবে---কিন্তু তোলাতে হলে তো ডেন্টিস্ট লাগবে---ওগুলোকে আমার মোটরমেকানিকের মতন লাগে--একটা ঠিক করে অন্যটা নাড়িয়ে দেয় ঃ-(( নইলে এই আম্রিগায় আমিএখনও দেখিনি একটাও লোক যার কিনা দাঁতে কিছু ঠুকে দেয়নি ---
  • pipi | ১৩ অক্টোবর ২০১১ ২০:৩৩ | 129.74.191.152
  • আম্রিগাবাসীরা, ঝট করে বল দিকিনি দাঁতের ব্যথায় কাবু হলে কোথায় যাব? আর্জেন্ট কেয়ার তো বলল দাঁত বার করা চলবে না সেখানে। তালে কোথায় যাই??
  • ppn | ১৩ অক্টোবর ২০১১ ২০:২৫ | 112.133.206.22
  • গুড প্রোশ্চেন। ঃ)

    এই জোকটা শোনো। মীরাক্কেল থেকে সদ্য ডাউনলোডিত।

    হারাণদা গার্লফ্রেন্ডের কাছে থেকে একটু রাতের দিকে একটা এসেমেস পেলেন ঃ "যদি জেগে থাকো তাহলে সুন্দর একটা ভাবনা পাঠাও, যদি ঘুমিয়ে থাকো সুন্দর একটা স্বপ্ন পাঠাও।'

    হারাণদা রিপ্লাই করলেন ঃ 'টয়লেটে আছি, কী পাঠাবো?'
  • kc | ১৩ অক্টোবর ২০১১ ২০:১৫ | 178.61.96.29
  • অন্যদিন কোথায় যাও? ;-)
  • ppn | ১৩ অক্টোবর ২০১১ ২০:০৮ | 112.133.206.22
  • আজ বাড়ি চলে এসেছি। ঃ)
  • Du | ১৩ অক্টোবর ২০১১ ২০:০৬ | 14.96.142.12
  • জয়, ফেবুতে দেখলাম এক বন্ধু ডাউনলোড করছে খেলা দেখতে দেখতে। শেষ পর্য্যন্ত হল কিনা লেখেনি অবশ্য
  • sayan | ১৩ অক্টোবর ২০১১ ২০:০৫ | 160.83.96.84
  • সোসোন চলছে ...........
  • Du | ১৩ অক্টোবর ২০১১ ১৯:৫৭ | 14.96.142.12
  • যাক গে, দেশ বিদেশের মহান তক্কের মাঝে মাঝে শুধু মনে আসে, আম্রিগায় বসে নানান অ্যাডে আমারই মতন কালো, নাকমোটা লোক বেশ কিছু দেখতাম। কিন্তু আমারই মাতৃভূমিতে টিভিজুড়ে শুধু ফস্‌সা আর ফস্‌সা , কোন এক্ষেপশন নাই।
  • Jay | ১৩ অক্টোবর ২০১১ ১৯:০৪ | 90.200.14.8
  • কেউ কি IOS5 ডাউনলোড করেছ? না পিসি না ম্যাক কিসু থেকেই হচ্ছে না। সাম্নের জম্মে কম্পুটারোলা হয়ে গম্মাব!
  • Kaju | ১৩ অক্টোবর ২০১১ ১৭:৩১ | 121.244.209.245
  • আরে পপ্পনবাউ ! কী লিখলে? সব সাদা দেকচি।
  • ppn | ১৩ অক্টোবর ২০১১ ১৬:২১ | 204.138.240.254
  • চোখে ছানি না পেটে পানি?
  • Kaju | ১৩ অক্টোবর ২০১১ ১৬:১৪ | 121.244.209.245
  • আমি হঠাৎ পড়লাম - 'আমাকে না জানিয়ে বুলবুলভাজা গরম করতে গেলে এইই হয়।'
  • siki | ১৩ অক্টোবর ২০১১ ১৫:২৮ | 123.242.248.130
  • আমাকে না জানিয়ে বুলবুলভাজা আপডেট করতে গেলে এইই হয়। হাতে গরম প্রমাণ। সমস্ত কোটেশনগুলো ঞ্জ ঞ্ছ হয়ে আছে। ঃ)
  • dd | ১৩ অক্টোবর ২০১১ ১৪:১০ | 124.247.203.12
  • নতুন বুলবুলভাজা পড়তে গিয়ে দেখি সবটাই অপাঠ্য হয়ে রয়েছে। ঙ্গতে ভর্ত্তি হয়ে আছে পাতা। ঙ্গ ঙ্গ ঙ্গ।
    পড়া যাচ্ছে না।

    এর কোনো প্রতিকার নেই ?
  • kumu | ১৩ অক্টোবর ২০১১ ১৪:০২ | 122.160.159.184
  • বাঃ,মামু,মচৎকার।

    আরো,আরো হোক মামু ।
  • kc | ১৩ অক্টোবর ২০১১ ১৩:৪৪ | 194.126.37.78
  • সব কম্পিউটারোয়ালাদের ধিক্কার। স্টিভ জোব্‌স কে নিয়ে এত বাইট খচ্চা করলেন, কিন্তু ডেনিস রিচিকে নিয়ে এক লাইনও ক্ষেউ লিখলেননা। কী মেসেজ দিলেন আপনারা?
  • Ishan | ১৩ অক্টোবর ২০১১ ১৩:১৬ | 122.248.163.4
  • কি কি কি আমার কাইব্য প্রতিভায় ভয় পেল? ঃ)
  • kiki | ১৩ অক্টোবর ২০১১ ১২:৫৩ | 59.93.171.164
  • :O
  • dd | ১৩ অক্টোবর ২০১১ ১২:৪৪ | 124.247.203.12
  • সেদিন পার্মিতা জিগায়েছিলো লুরুতে ওয়েদার ছাড়া আর ভালো ক্ষি আছে?

    দেখুন, লুরুতে আসলেই লোকের মন একটা তীব্র কবিভাব খল বল করে ওঠে। কলকেতায় সেটা হয় না।

    নিম্নের পোস্ট কটিতে পড়ুন হাতে গরোম প্রমান।
  • Ishan | ১৩ অক্টোবর ২০১১ ১২:৩৯ | 122.248.163.3
  • ইন ফ্যাক্ট আরও লেখা যায়।

    বিদেশে তোমার মুখ তো মিউটই
    দেখো নাই তুমি ঘরের দেউটি
    দেখো নাই তুমি লোকাল বিউটি

    কিউ*টি ভাইয়ের গান্ডু।

    *কিউ কে আপনারা চেনেন তো? "গান্ডু'র পরিচালক। কেমন দিলাম? হাঃ হাঃ।
  • Ishan | ১৩ অক্টোবর ২০১১ ১২:৩৫ | 122.248.163.3
  • এ ছাড়া মেধা পাচার বিষয়ক একটি কবিতাও লিখতে চাইঃ

    উপায় খুঁজেছ পালিয়ে বাঁচার
    ডলারের লোভ -- মেধারা পাচার
    দেখিয়াছ শুধু স্যাম্বো* চাচার

    সেক্ষতে ভরা মুন্ডু।

    ঘর সে বাহার দুই পা ফেল লো
    দেখিবে লোকাল বিজয় মাল্য
    কিংফিশারের মহা সাফল্য

    করা যাবেনা কো আন্ডু।।

    * স্যাম্বো = স্যাম + র‌্যাম্বো।
  • siki | ১৩ অক্টোবর ২০১১ ১২:২১ | 123.242.248.130
  • না, লাদাখ কেন, আমি বাইকে করে কোথাওই যাই নি নিজের চৌহদ্দির মধ্যে ছাড়া। আমার পলকা বাইক, লং ড্রাইভের চাপ নিতে পারবে না।

    তবে এখান থেকে হরবখ্‌ত লোকে বাইকে চেপে মানালি হয়ে লাদাখ যাচ্ছে। নিদেনপক্ষে একটা পালসার ১৮০ সিসি দরকার এই রুটে চালাবার জন্য। বুলেট হলে তো কোনও কথাই নেই।

    গাজিয়াবাদে বছর সত্তরের এক যুবক থাকেন। উনি চোদ্দ না ষোলবার স্কুটারে চেপে লাদাখ গেছেন। এবং প্রতি বছর যান।
  • Kaju | ১৩ অক্টোবর ২০১১ ১২:১০ | 121.244.209.245
  • ল্যাদ খাই লাদাখেই

    লেখকঃ লালচাঁদ গড়খাই
    ল্যালা প্রকাশন
    ৫০/-
  • dd | ১৩ অক্টোবর ২০১১ ১২:০৯ | 124.247.203.12
  • ল্লেহ তো ল্লাদাখেই। হোথায় ল্লামারাও থাকেন।
  • Ishan | ১৩ অক্টোবর ২০১১ ১২:০৬ | 122.248.163.4
  • ল্লেহ? সেও তো লাদাখেই। ঃ)
  • Tim | ১৩ অক্টোবর ২০১১ ১০:০২ | 173.163.204.9
  • ল্লেহ! লাদাখ না লাদাখ কিকরে হবে? কিন্তু কোথায় যেন গেছিলো।
    ধুস ঘুম পেয়েছে। যাই।
  • Tim | ১৩ অক্টোবর ২০১১ ০৯:৫৫ | 173.163.204.9
  • সিকিই কি বাইকে করে লাদাখ গেছিলো?
  • siki | ১৩ অক্টোবর ২০১১ ০৯:১৫ | 122.177.249.42
  • অরণ্য ঃ) কে জানে!

    এ বছর জুনে ইচ্ছে ছিল লাদাখ আর দিসেম্বরে কেরালা। কিন্তু আপাতত অর্থকষ্টে পড়েছি। খেপ খেটে আসি একটা, আসছে বছর আবার হবে। এবং লাদাখ হবেই হবে ২০১২তে।
  • ppn | ১৩ অক্টোবর ২০১১ ০৮:৫৮ | 112.133.206.22
  • কেরালাটা এদিকে একবার চলে এলেই তো হয়ে যায়! আমিও সাহস করে একা একা যেতে পাচ্ছি না।
  • aranya | ১৩ অক্টোবর ২০১১ ০৮:৩৯ | 144.160.226.53
  • নিশিদিন ভরসা রাখিস, ওরে মন হবেই হবে ঃ-)
  • siki | ১৩ অক্টোবর ২০১১ ০৮:২২ | 122.177.249.42
  • আমার বোধ হয় এ জন্মে হল না। মাচু পিচু, কিলিমাঞ্জারো, ইজিপ্ট, লাদাখ, কেরালা, পুউরো ইউরোপ ... কত কী! কে জানে কোনটা হবে আর কোনটা হবে না।
  • aranya | ১৩ অক্টোবর ২০১১ ০৭:১৬ | 144.160.226.53
  • এক্ষুনি পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে এক যুগ আগের, ১৯৯৯-এর একটা ফাইল হঠাৎ চোখে পড়ল - কেনিয়া আর tanzania যাবার প্ল্যান করছিলাম, যাওয়া হয় নি।
    স্টিভ জব-এর কথা মনে হচ্ছিল, জীবনে সত্যি-ই যা চাই তা করে ফেলা দরকার। আফ্রিকা-টা ঘুরতে হবে ভাল করে, যেতে হবে চাঁদের পাহাড়ের দেশে। শরীর এখনও দেবে, কিন্তু ১২ বছর পর মন কি আজও আগের মত আছে, দেখার চোখ পালটে যায় নি তো, ভয় করে ...
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ০৫:১৭ | 151.141.84.221
  • তবে আমার খুব ভালো লাগলো জীয়েমেত্রী। জ্জীও। আহা আগে এই টাইপোটা জানা থাকলে খুবই মৈত্রী হতো জিওমেট্রির সাথে। ঃ-)
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ০৫:১৪ | 151.141.84.221
  • না না ঘাতক কুমুদি না, কুমুদি ঘাতকের লাল কালো সিল্কের বস্ত্র কিনেছিলো। কুমুদি নিজে ঘাতক হলে কি নিজেই নিজের বস্ত্র কিনতো???? উদ্যোক্তারা দিতো না?????
  • Tim | ১৩ অক্টোবর ২০১১ ০৫:০২ | 198.82.26.24
  • জানা পোশ্নো কখুনো ছেড়ে দিই না, তাই বলি। ঘাতক হলো কুমুদি।
    বাকিসব পুজোয় হুল্লাট মজাটজা করে এখন বিশ্রামে।
  • i | ১৩ অক্টোবর ২০১১ ০৪:৫৮ | 137.157.8.253
  • ঋদ্ধিমানের পোস্ট পড়ে আমার তাতিনের কথা মনে হয় ক্যানো?
    এখন যে কোনো টইতে ঘুরে ফিরে সেই পাওলি দাম, আগে ছিল তিনোমূল আর সিপিয়েম। তবে কি সত্যি পরিবর্তন এলো?
    দুখে কোথায়?
    ব্যাং কোথায়?
    ঘাতক কে?

    এই সব প্রশ্ন ছিল।
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ০৪:২৩ | 151.141.84.81
  • মেধা বলতে আমি বুঝি পাটেকর! ঃ-)
    প্রতিভা বলতে বুঝি পাটিল। ঃ-)

    পাট, পাটি, পাটোয়ারি এসবে সঙ্গে সূক্ষ্ম একটা মিল দেখছো? ;-)

    ডিঃ মঃ
    ঃ-)
  • Tim | ১৩ অক্টোবর ২০১১ ০৪:১৭ | 198.82.26.24
  • আমার কি গরজ? আমি কি মেধা রিপ্রেজেন্ট করি? ;-)
    বরং মনের মত চাগ্রির কথা লিখবো সময় করে।
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ০৪:১১ | 151.141.84.81
  • কিন্তু টিম, মেধা পাচারের কথা কিছু লেখো গিয়ে! নইলে তো লাইন বেলাইন হয়ে যাচ্ছে। ঃ-)
  • Tim | ১৩ অক্টোবর ২০১১ ০৪:০৪ | 198.82.26.24
  • উফ্‌ফ নতুন পালাটা জমে ক্ষীর!
  • sayan | ১৩ অক্টোবর ২০১১ ০২:০০ | 115.184.113.138
  • আরেকটা বলে নিয়েই ঘুমুতে যাবো।
    আজ এক ফ্রেন্ডির কাছ থেকে একপিস চার্লি ব্রাউন পেলাম - "হ্যাপিনেস ইজ এ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট'। সারাদিনের সব টেনশন কিছুক্ষণের জন্য গায়েব! ঃ-)
  • sayan | ১৩ অক্টোবর ২০১১ ০১:৫৩ | 115.184.113.138
  • আরিব্বাস! ট্রেইলার দেখেই মনে হয়েছিল, স্কুপ শুনে স্মার্ফ দেখার ইচ্ছে আরও বেড়ে গেল। থাংকু।
    জুকীপার খাজা? আমার "পল ব্লার্ট' দেখে একটু দেখার ইচ্ছে হয়েছিল। নাহ্‌ পোষাবে না। তার চাইতে আরেকবার "জেরি ম্যাগয়ার' দেখবো ঃ-)
  • ppn | ১৩ অক্টোবর ২০১১ ০১:৪৭ | 112.133.206.22
  • সরি। আমি ঘুমুতে গেলাম। ভরা সোসনে হাতের কাজ ফেলে।
  • kk | ১৩ অক্টোবর ২০১১ ০১:৪৬ | 107.3.242.43
  • এহে, জু কীপারটা বেশ খাজা মতন। তাও দেখো, সব রকমই দেখা দরকার।
    জানো তো দ্য স্মার্ফসের ঐ শেফ স্মার্ফের ভয়েস দিয়েছেন স্বয়ং উল্‌ফ গ্যাং পাক ?
  • pi | ১৩ অক্টোবর ২০১১ ০১:৪৬ | 128.231.22.133
  • প্‌প্‌ন, রিস্টার্ট মাডি ঃ(
  • pi | ১৩ অক্টোবর ২০১১ ০১:৪৪ | 128.231.22.133
  • টই আপডেট হচ্ছে না। কেই কিছু লিখলে একটু ব্যাকাপ রেকেহ দিও।

    পারলে ইউনিকোডে গিয়ে পাতাটা একটু কপি করে রেখে দিও।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত