আনন্দউৎসব তো এখনো আছে, মহিষাসুর পালাও তো ওখানে বছর বছর বেরায়... অন্য কন্টেন্টসও আছে কিন্তু মান... জাগ্গে। যদি দেখতে হয় নিজ দায়িত্বে দেখুন।
nk | ০৭ অক্টোবর ২০১১ ২২:১০ | 151.141.84.194
বোঝে, বোঝে, ওরা সবই বোঝে। ;-)
hu | ০৭ অক্টোবর ২০১১ ২২:০০ | 12.34.246.73
আনন্দবাজার কি নিজেদের কাজেরও ঠিকঠাক ইভ্যালুয়েশন করতে পারে না? বোঝে না কোনটা ভালো, কোনটা মন্দ? নিজেদের পুরোনো কাজগুলোকেও তো ঝেড়েমুছে বার করতে পারে পুজোর সময়!
pi | ০৭ অক্টোবর ২০১১ ২১:৪৮ | 128.231.22.133
হ্যাঁ, ওটা খুব ভালো ছিল। এবারেও ঐ নাম দিয়ে আশায় আশায় গুগলিয়েছিলাম ঃ(
hu | ০৭ অক্টোবর ২০১১ ২১:৩৯ | 12.34.246.73
অর্পণের লিঙ্ক ভালো লাগল। পাই, তুমিও পাঠিও।
২০০৪-০৫ নাগাদ আনন্দবাজার পুজোর সময় আনন্দউৎসব নামে একটা ওয়েবসাইট খুলত। সেখানে খুব ভালো পুজোর ছবি, পুজোর ওপর শর্ট ফিল্ম, পুজোর গান এসব থাকত। যদিও সেটা পুরোটাই বাংলা ছিল। কিন্তু অত সুন্দর পুজো কভারেজ অন্য কোথাও দেখিনি। ওরাও বছর দুয়েক বাদেই সেটা বন্ধ করে দেয় আর সার্ভিসও পেইড করে দেয়। তখন গান শুনতে পয়সা দিতে হত আর ভিডিওগুলোও উধাও। ওখানেই প্রথম মহিষাসুর পালা বেরিয়েছিল।
pi | ০৭ অক্টোবর ২০১১ ২১:২৬ | 128.231.22.133
হুচে, রূপঙ্কর সরকার, সলিল বিশ্বাস আর আর কিছু জনের অ্যালবামে খুব ভালো ছবি আছে। ক্যাপশনও বোধহয় জুড়ছেন। পেলে পাঠিয়ে দেবো।
তিতলি, কিকি, দুজনের ছবিই খুব ভালো। কিন্তু আমি আসলে চাইছিলাম এমন একটা কিছু যাতে আমার বিদেশী কলিগদের দুর্গাপুজোর একটা ওভারভিউ দিতে পারি। আমার টিমে আমি একা ভারতীয়। এদের বাঙলী কালচারে এক্সপোজার একেবারেই নেই। তাই এদের বোঝানোর মত কিছু খুঁজছিলাম। তবে এই ছবিগুলোর মাধ্যমে আমার কিছুটা পুজো দেখা হয়ে গেল। দুজনকেই থ্যাঙ্কু ঃ-)
kiki | ০৭ অক্টোবর ২০১১ ২০:০৩ | 59.93.201.251
এইরে ভালো ফটো নয়। কাজেই এটা চলবে না। আর সেভাবেও নেই।
নীনাদির লিঙ্কের ছবিগুলো ভালো। কিন্তু আমি চাইছিলাম একটা স্লাইড শোর মত। আমরা যারা জানি দুর্গাপুজো সম্পর্কে তাদের কাছে এভাবে ছবি দেখা কোন অসুবিধে না। কিন্তু যার কোন ব্যাকগ্রাউন্ড নেই তাকে যদি বোঝাতে হয় তাহলে এভাবে প্রেজেন্ট করলে সে ফ্লেভারটা পাবে না। এখানে অনেকেই তো খুব ভালো ছবি তোলে। কারোর একটা ভালো দুর্গাপুজোর অ্যালবাম নেই? একদম কুমোরটুলি থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত। ব্ল্যাঙ্ক খুব ভালো কিছু ছবি তুলেছিল। সেগুলোর কথা মনে পড়ছে এখন।
hu | ০৭ অক্টোবর ২০১১ ১৯:৩৩ | 12.34.246.73
নীনাদি, আনন্দবাজার তো বাংলা। ওদের নেভিগেশনে অসুবিধে হবে। টাইমস অফ ইন্ডিয়া দেখলাম। ছবিগুলো অত ভালো লাগছে না। প্যান্ডেলের ছবি প্রায় নেইই। আর দুর্গাপুজোকে তো আমরা শুধুমাত্র ধর্মীয় উৎসব হিসেবে দেখি না। সেই ডায়মেনশনটা ছবিগুলোতে মিসিং। তোমার লিঙ্কটা দেখব এবার। থ্যাঙ্কিউ।
হুচে আনন্দবাজারের কিম্বা টেলিগ্রাফের লিংক দেখতে পারিস। বাংলালাইভেও দিয়েছে কিন্তু ওদের কল থেকে থেকেই ভেঙে পড়ছে
Nina | ০৭ অক্টোবর ২০১১ ১৯:১৯ | 12.149.39.84
ইক্কি ঃ-০ কুমুদিনী , আমারে ভুইল্যা গেলে নাকি ?? ডেসেম্বর ১১ দিল্লী কা লুচি খাব তোমার কাছে ঃ-)
hu | ০৭ অক্টোবর ২০১১ ১৯:১৮ | 12.34.246.73
আমাকে কেউ একটা লিঙ্ক দিতে পারবে যেখানে কোলকাতার দুর্গাপুজোর বেশ ভালো ভালো ছবি পাওয়া যাবে? সাথে একটু ইংরিজি বর্ণনা থাকলে ভালো হয়। না থাকলেও ক্ষতি নেই। অফিসে কলিগদের দেখাতাম।
kumu | ০৭ অক্টোবর ২০১১ ১৯:০৭ | 122.160.159.184
পুজো কেমন কাটলো?কিকি,কেসি ও অন্যদের? সব টইতে ক্যামোন কটিন কটিন আলুচানা চলচে,দেখে বড়ো আল্লাদ হলো,কে বলে গুরুরা কেবল ইয়ার্কী মেরে দিন কাটায়!
kiki | ০৭ অক্টোবর ২০১১ ১৮:০১ | 59.93.243.68
ঃ(
kc | ০৭ অক্টোবর ২০১১ ১৭:৪৬ | 178.61.96.29
ফেসবুক ওরকমই। খুব বদান আছে। ওকে অপ করে দিন।
kiki | ০৭ অক্টোবর ২০১১ ১৭:৩৭ | 59.93.243.68
এদিকে আমার ফেস বুকে চাট্টে ছবি আপলোডিত হয়ে আমায় ধন্য করেছে। আর কেউ হতে চাইছে না। কেন কে জানে!
kiki | ০৭ অক্টোবর ২০১১ ১৭:৩৬ | 59.93.243.68
সারছে! আমাদেরো ক্ষী? তালে কদিন তল্লাট ছাড়া হতে হবে দেকচি। বেঙী কই? সেই পারতো................ কিন্তু কেন?
kc | ০৭ অক্টোবর ২০১১ ১৭:৩৩ | 178.61.96.29
আমি মারের সাগর পারি দিব ওওও।
kallol | ০৭ অক্টোবর ২০১১ ১৬:৩৩ | 119.226.79.139
অ্যাল - রং পোস্টিং।
ppn | ০৭ অক্টোবর ২০১১ ১৬:৩২ | 204.138.240.254
ঘুগ্সের শালপাতার স্যালাড? থিংক গ্রিন কমরেড।
kallol | ০৭ অক্টোবর ২০১১ ১৬:৩২ | 119.226.79.139
ওদিকে রামচন্দর, হুল্লুমান আর সীতের মুখোশের বদলে এলো কাট আউট। ব্যাটা শিল্পীকে বোঝানোই যাচ্ছে না কাট আউট চলবে না। সেও আমাদের বোঝাতে পারছে না। কি বোঝাতে পারছে না, সেটাই মালুম হচ্ছে না, তো বুঝবো কী। শেষ কালে আমরা হাল ছেড়ে দিলাম, আর সে - তখনই বলেছিলাম গোছের মুখ করে সে সব লাগাতে লাগলো। এখানে এরকমটাই হয়। সে অনেককাল আগের কথা। ১৯৯৫। আমি কাজে এসেছি হেড অপিসে। কাজের পর বন্ধুর সাথে তার বাড়ি যাবো, আড্ডা মারতে। সেদিন আবার বন্ধুর বউয়ের কি যেন উপোস। তা, সে বলেছে, - ওগো দুটো শোনপাপড়ি এনো। তাই দিয়ে জল খাবো। তো ফেরার পথে এক মিষ্টির দোকানে নামা হলো। বন্ধু দোকানীকে টু পিস দিয়ে শুরু করলো, তারপর দো পিস, দোঠো, দো দো, শেষে সাইন ল্যাঙ্গুয়েজে আঙ্গুলে ভি দেখালো। দোকানী মাথা নাড়লো। বন্ধু নিশ্চিন্তে কাউন্টারে হেলান দিয়ে সিগারেট ধরালো (তখনো রাস্তায় ঘাটে ও কম্মোটি করা যেতো)। এট্টুস পরে একটা ঢাউস বাক্স এলো এবং দোকানী হাসি মুখে হাঁকলেন হান্ড্রেড রুপি। বন্ধু প্রথমে ভেবেছিলো ও আর কারুর হবে। সে পাত্তা না দিয়ে, দোকানীকে বল্লে, - কুইক মাড়ি। দোকানী অমায়িক দাঁতের দোকান খুলে যা বল্লে তার অস্যার্থ, - হুজুর আমনার মাল আমনার সামনেই। - হোয়াট ইজ দিস? - সোহন পাপড়ি স্যর, টু কিলো। আমার বন্ধু হাল ছেড়ে দিয়ে একশো টাকা দিয়ে, দু কিলো শোনপাপড়ি নিয়ে ঘরে ফিরলো। বউকে ডেকে হাতে প্যাকেটটা ধরাতে, বউ বল্লে, - এটা কি গো? - শোনপাপড়ি - এই অ্যাত্তো? তোমার কি মাথা খারাপ? বল্লাম দুটো আনতে। অ্যাতোগুলো এখন কে খাবে, অ্যাঁ............. বন্ধু কেমন অসার সংসার গোছের চাউনি দিয়ে বল্লে - আস্তে আস্তে খেও। সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। কাউরে কিছু বোঝানো যায় না।
ppn | ০৭ অক্টোবর ২০১১ ১৬:৩১ | 204.138.240.254
স্যার, (মারের) আউটসোর্সিং করতে হলে জানাবেন কিন্তু।
sayan | ০৭ অক্টোবর ২০১১ ১৬:৩০ | 115.184.32.120
না না ঐ কুচো নিমকি নাড়ু ঘুগ্স সব শেষ তাই ক্ষেপে গেছে বোধহয় ঃ-P
siki | ০৭ অক্টোবর ২০১১ ১৬:০৮ | 117.194.1.193
আমি বাদ কিন্তু!
কী হয়েচে?
aka | ০৭ অক্টোবর ২০১১ ১৬:০২ | 75.76.118.96
সব্বাইকে কেলাব। সব্বাইকে ধরে ধরে।
siki | ০৭ অক্টোবর ২০১১ ১৪:৪৩ | 117.194.1.193
আর পাই ঝিংকা চিকা শোনে নি বলল কি? আমি কি ঠিক শুনেচি?
সকলের জীবন ভরে থাকুক স্বাস্থ্য,আনন্দ,সমৃদ্ধি,শান্তি দিয়ে।
ppn | ০৭ অক্টোবর ২০১১ ১২:৩১ | 204.138.240.254
কেসিকে ক্ষ। ঃ)
titli | ০৭ অক্টোবর ২০১১ ১২:৩১ | 121.241.218.132
একটা কথা বলব ? মানে, এই ম্যাঞ্জারদের উদ্দেশ্যে বলা হয়ে থাকে.. " নিজের ও বাড়িতে থাকতে ভাল লাগে না। আমরা থাকি তাও ভাল লাগে না।" শুধুই মজার জন্য বল্লাম কিন্তু।
kc | ০৭ অক্টোবর ২০১১ ১২:৩০ | 178.61.96.29
১৫০-২০০ গ্রামের ম্যাঞ্জারদের দ্বারা পাষন্ড হওয়া যাস্ট সম্ভব নয়। চান্স কজ অ্যাসাইনেবল কজ কিছুতেই সম্ভব নয়। পাষন্ড হতে গেলে ছানাপোনাদের মত হতে হবে, নয়তো ভাইস প্রেসিডেন্ট হতে হবে। সে আর হচ্ছে কই?
sayan | ০৭ অক্টোবর ২০১১ ১২:২৪ | 115.241.86.153
হায় হায়, আমার কোনও টিম নাই। মানে আছে, কিন্তু এদিক সেদিক ছড়ানো ছেটানো। সুতরাং পাষন্ড হতে আর পারলাম কই! এ জীবনে আর কিছুই হওয়া হল না। ম্যাঞ্জারও না। ধুস! ঃ-(
ppn | ০৭ অক্টোবর ২০১১ ১২:১৯ | 204.138.240.254
সান্দা, সার্চ ফর দুই পৃথিবী।
ppn | ০৭ অক্টোবর ২০১১ ১২:১৯ | 204.138.240.254
দায়িত্বহীন কর্তব্য মানে আজ কোন ডেলিভারেবল নাই।
টিমের সব ছানাপোনা কাজাচ্ছে আর আমি বাড়িতে, কবে আর আমি এমন পাষণ্ড ম্যাঞ্জার হলাম? ঃ)
sayan | ০৭ অক্টোবর ২০১১ ১২:১৫ | 115.241.86.153
পাই, ওগুলো কোন ভাষার গান? লিং নাই?
sayan | ০৭ অক্টোবর ২০১১ ১২:১৪ | 115.241.86.153
ওডিসির কাজ হলে আর দায়িত্বহীন কর্তব্য হইল কেং কয়ে! আর যাহা অতীত তাহা বিগত। বর্তমানে চেয়ে দেখো হে প্পন্দা! দেখিবে শুধু দিগন্তবিস্তৃত মর্তমান কলার ক্ষেত। ইত্যাদি। ঃ-P
pi | ০৭ অক্টোবর ২০১১ ১২:০৪ | 72.83.87.179
তবে এর থেকে প্যারেলাল আর ধুকুপুকু বেটার ছিলো।
ppn | ০৭ অক্টোবর ২০১১ ১২:০৪ | 204.138.240.254
আর তুই তো অষ্টমীর দিনেও রাত এগারোটা অব্দি অফিস করেছিস! ক্ষী আর কমু।
ppn | ০৭ অক্টোবর ২০১১ ১২:০২ | 204.138.240.254
সান্দা, ওডিসির কাজ ব্ল্যাকবেরি দিয়ে নামানো যায় না।
pi | ০৭ অক্টোবর ২০১১ ১১:৪৭ | 72.83.87.179
ও, কোকা-কোলা ঝন্ডুবাম আর শিলার হাইব্রিড ?
pi | ০৭ অক্টোবর ২০১১ ১১:৪১ | 72.83.87.179
আরে ব্যাপক তো !!
kc | ০৭ অক্টোবর ২০১১ ১১:৩৫ | 178.61.96.29
জঙ্গীপুর থেকে নৌকা করে যেতে হয় উজানে। দফরপুর বলে এক জায়গা। সেখানে হয় এই দুর্গা। নাম পেটকাট্টি। এই নামের পিছনেও কহানী হ্যাজ। খুব জাগ্রত ঠাকুর। পুজোর প্রতিদিনই শদুয়েক করে পাঁঠা বলি হয়। দশমীর রাতে ঠাকুর ওঠেন নৌকায়। তারপর সেই নৌকা আসে জঙ্গীপুরে। জঙ্গীপুরের প্রায় সব ঠাকুরকেই নৌকায় তুলে ঐ পেটকাট্টিকে ঘিরে শুরু হয় বাইচ। একাদশীর দিন দুপুরবেলায় লোকজনের দম ফুরোলে নৌকা আসে রঘুনাথগঞ্জ শ্মশানে, সেখানে এলেই সেই ঠাকুর নাকি জলে পড়ে যান। আপিসিয়ালি শুভ বিজয়া শুরু হয়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন