দেশের চিকিৎসা নিয়ে এত কথা হচ্ছে, আমি কিন্তু আমেরিকার চিকিৎসা নিয়েও আদৌ খুশী নেই। বরং দেশে পরিচিতির কারনে অনেক সুবিধে পাই মনে হয়। এদেশে এক কুচোও ফ্যামিলি নেই, পরিচিতিও সেই পর্যায়ে গড়ে ওঠেনি এখনও, সামান্য কিছু বন্ধু-বান্ধব ভরসা। এদেশে অসুস্থ হলে তাই আরো বেশি অসহায় বোধ করি। উইকএন্ডে অসুস্থ হলে এমার্জেন্সি ছাড়া গতি নেই। মনে হয় দেশে থাকলে এমন সময় নিজের ডাক্তারকে একটা ফোন করেও ওষুধ মিলে যেত। প্রাইমারী কেয়ার ফিজিশিয়ানের পরামর্শ চাইতে হলেও আগে নার্সের কাছে ফোন করে মেসেজ রাখতে হয়। একটা জিনিসই ভালো লাগে। সেটা হল ক্রিটিকাল কন্ডিশনের রোগীকে আগে ভর্তি করে তারপর টাকাপয়সার বন্দোবস্ত করা যায়। নইলে চিকিৎসা নিয়ে টালবাহানায় আমার অভিজ্ঞতা খুব ভালো নয়। গত মাসে একটা কনফারেন্স মিস করে গেলাম ডাক্তারের ভয় দেখানিতে।
ppn | ০৩ অক্টোবর ২০১১ ২১:৪৪ | 112.133.206.22
ইনস্যুরেন্স থাকলে আপনি লুন্ঠিত হবেনই। সে কলকাতা হোক বা লুরু।
Nina | ০৩ অক্টোবর ২০১১ ২০:৫৫ | 12.149.39.84
নতুনকরে মনে পড়ে গেল কলকাতয় কি দুর্ভোগ হয়েছিল মাকে নিয়ে---ভাল নার্সিং হোম, নামি দাক্তার--এই সঙ্গে ছিল মার ইন্সিওরেন্স কভারেজ। তখন সাহারা কেয়ার শুরু করেছিল NRI দের বাবা মা দের জন্য ( এখন বন্ধ করে দিয়েছে) ---মার শরীর খারাপ ডায়রিয়ার মতন, প্রেসার নেমে গেছে---ICU তে রাখল---দিন যায় ICU থেকে আর বার করেনা-এই চেক সেই চেক, পট্যাশিয়ম কমে গেছে, হ্যালুশিনেট করছে ---ইত্যাদি---চিচিং চিচিং বিল বাড়ছে---কভারেজ আছে তো ! কিন্তু সুস্থ হচ্ছে না কেন? এখানে এক বন্ধু সে ডাক্তার , সে বল্ল কয়েকটা প্রশ্ন লিখে নাও--কাল ডাক্তারকে বলো এর উত্তরগুলো জানাতে--সেগুলো আমাকে জানাও---পরেরদিন ডাক্তারকে বলি আমার আত্নীয়, এই প্রশ্নগুলি করেছেন---কল-ডাক্তার বলে-আচ্ছা উনি কি ডাক্তার? আমি বলি হ্যাঁ। দিলেন উত্তরগুলি---আমি সেগুলি বন্ধু-ডক কে জানাই--সে বলে --একি? ICU তে রেখেছে কেন? আমায় কথা বলাও তোমাদের ডাক্তারের সঙ্গে----সেইদিনই দেখি মাকে রুমে দিল---ফোনে কথা বল্ল দুই ডাক্তার---মা এর পর সাতদিনে সুস্থ হয়ে বাড়ী এল !!
aka | ০৩ অক্টোবর ২০১১ ২০:৫২ | 168.26.215.13
তারপর ফর্দাফাঁই পশ্চাৎদেশ নিয়ে যখন ব্লাড রেজাল্টের দিকে দেখলেন দেখা গেল রোগ বেড়েছে বই কম নয়। ডাক্তার দুঃখ দুঃখ মুখ করে বলবে, কিছুই আর কাজ করছে না বুঝলেন। কি আর করা একটা সময়ে এমনই হয়। আর নতুন কোন চিকিৎসা নয়, পুরনো যা চলছিল তাই চলবে। এবারে আপনি মনের কষ্টে ফিরলেন, বাড়ির লোকজনের সাথে কথাবার্তা বললেন। পরের দিন জিজ্ঞেস করলেন প্রগনসিস কেমন? ডাক্তার বলল না না অত চিন্তার কিছু নেই, এটা ক্রনিক রোগ, ওষুধ খেয়ে যেতে হবে, আগে যা ওষুধ চলছিল তাই চলবে, তাতেই অনেকটা ক®¾ট্রালড থাকবে। এবারে লাখে লাখে খরচ করে, রোগীকে কষ্ট দিয়ে ট্রিটমেন্ট A এবং B কেন হল? ভগা জানে, আর পঃবঃয়ে ডাক্তারের আর একনাম ভগা, বিশেষত প্রাইভেট নার্সিং হোমে, আর সরকারী হাসপাতালে ভুলেও যাবেন না, ওখানে সুস্থ লোকে মরে যায়।
aka | ০৩ অক্টোবর ২০১১ ২০:৪৩ | 168.26.215.13
ধরুন ডাক্তার বললে আগামী হপ্তায় আসুন আপনার ট্রিটমেন্ট A হবে। আপনি গেলেন ভর্তি হবার জন্য টাকা জমা দিলেন, দেখা গেল টাকাটা ট্রিটমেন্ট A করতে যত লাগে তার থেকে বেশি, তখন ডাক্তার বললেন না ভাবছি ট্রিটমেন্ট A র সাথে B ও দেখা যাক। কেন? টাকার জন্য? নাকি এক্সপেরিমেন্টের জন্য? কেউ জানে না। বেশি কিছু জিজ্ঞেস করলে প্রথমে ডাক্তার অবজ্ঞার দৃষ্টি হানবে, কিন্তু এঁড়ের মতন তক্কো করে গেলে বলবে অন্য ডাক্তার দেখে নিন। আর এই ডাইলেমার মধ্যে আপনার পকেট ফর্দাফাঁই, বলাই বাহুল্য সাথে পশ্চাৎদেশও।
aka | ০৩ অক্টোবর ২০১১ ২০:৩১ | 168.26.215.13
চলেগা মেন্টালিটি আর কথায় কথায় প্রতিবাদ, চাক্কা বনধ এছাড়া কিস্যু নাই। সবাই ভাবে দয়া করে যা করছে তাই যথেষ্ট।
kc | ০৩ অক্টোবর ২০১১ ২০:২০ | 178.61.96.29
আরে এই জিনিষ চেঞ্জ করা কোনও পরিবর্তনের কম্ম নাকি? মানুষের জীনে ঢুকে গেছে এই নিয়ম না মানার ক্যাপা। কারুর মনে একফোঁটা সেবা বোধ নেই। আমার শাশুড়ি মাকে খুব খুব ক্রিটিক্যাল অবস্থায় কলকাতার সবচেয়ে দামী হাসপাতালে চার ঘন্টা ফেলে রেখেছিল, কারণ কী সব সার্ভারে গন্ডগোল হওয়ায় টাকা ট্রান্সফারে দেরী হয়েছিল।
Nina | ০৩ অক্টোবর ২০১১ ২০:১৭ | 12.149.39.84
শিবু কি আর বলি--এই দুঃখের কোনও স্বান্তনা হয়না । আমরা পাশে আছি ! মৃন্ময়ী মা আর চিন্ময়ী মা এক হয়ে গেলেন --আমি নিজেকে এই বলে ভুলিয়ে রাখি!
Nina | ০৩ অক্টোবর ২০১১ ২০:১৫ | 12.149.39.84
দমদিদিকে সুখী জন্মদিন। মনের মতন করে দিনটি কাটুক--রকমারি মিষ্টি সহ!
ppn | ০৩ অক্টোবর ২০১১ ২০:১৫ | 204.138.240.254
* বলে
(ডানদিকে বাংলা আসছে না)
ppn | ০৩ অক্টোবর ২০১১ ২০:১০ | 204.138.240.254
পরিবর্তন এসেছে চার মাস হয়ে গেল। এখনো লুরুর যেকোন হাসপাতাল চত্বরে ঢুকলেই দেখা যায় প্রচুর লোক চেঁচিয়ে মোবাইলে বাংলায় কথা বলা যাচ্ছে আর হাতের বিগ শপার প্যাকেটে জায়গার নাম লেখা (ক্যানিং/আরামবাগ/বালুরঘাট)।
kc | ০৩ অক্টোবর ২০১১ ২০:০৪ | 178.61.96.29
কলকাতার চিকিৎসা ব্যবস্থা (মানে সাধারণ সুশ্রুষা ব্যবস্থা) থেকে ইভন শিলিগুড়ি, বহরমপুর ভালো। আর গৌহাটিতে সাধারণ হাসপাতাল দেখলে স্বর্গ মনে হবে। কলকাতা যাস্ট হরিব্ল।
aka | ০৩ অক্টোবর ২০১১ ১৯:৫৪ | 168.26.215.13
কাব্লিদা, দাঁত কিড়মিড় কি? নিজের কাছের লোকজন কষ্ট পাচ্ছে, অথচ রিলিভ দেওয়া যায় না, কিন্তু উপায় আছে, এমন অবস্থায় আমার পাতি কেলাতে ইচ্ছে করে। এনিওয়ে কিসুই করার নেই, কপাল খারাপ বঙ্গদেশে জন্ম। এমন অরাজকতা ভারতেও খুব কম জায়গায় আছে। খুব সম্ভবত পাটনায় চিকিৎসা ব্যবস্থা কলকাতার থেকে ভালো।
kk | ০৩ অক্টোবর ২০১১ ১৯:১০ | 107.3.242.43
শিবুদা'র মায়ের খবর পড়ে মনটা খুব খারাপ হয়ে গেলো।
দমুদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গেলাম।
পুজো ভালো কাটুক সবার।
i | ০৩ অক্টোবর ২০১১ ১৬:১১ | 124.168.149.176
শিবুদাকে গভীর সমবেদনা। আমরা সবাই আপনার পাশে রইলাম।
stoic | ০৩ অক্টোবর ২০১১ ১৩:৫২ | 160.103.2.224
মাই হার্টফেল্ট কনডোলেন্স টু শিবুদা অ্যান্ড ফ্যামিলি। ঃ-(
kd | ০৩ অক্টোবর ২০১১ ১৩:৪৩ | 59.93.199.83
আকাকে, কিন্তু মাটির টান বড় টান যে। আমারও আগে এ'সব দেখে কেমন লাগতো (ঘেন্না কি ঠিক কথা?)। তারপর এখানে কয়েক বছর থেকে চামড়া বেশ মোটা হয়ে গেছে। এখন দাঁত কিড়মিড় করি, কিছুদিন পর হয়তো তাও করবো না। ঃ(
ppn | ০৩ অক্টোবর ২০১১ ১২:২১ | 204.138.240.254
দময়ন্তী, হ্যাপি বাড্ডে।
kc | ০৩ অক্টোবর ২০১১ ১২:১৬ | 194.126.37.78
দমুদি, হ্যাবাড্ডি।
de | ০৩ অক্টোবর ২০১১ ১২:১৩ | 59.163.30.4
বড় আই ঢাকায়? একপেট হিংসে দিলুম!
আর এই সোদপুর হলো ব্যায়লা-সোদপুর, কিন্তু তবুও সোদপুরের বকলমেই আপনার প্রতিবেশী হলাম না হয় :))
সকলকে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা, খুব ভালো কাটুক পুজোর দিনগুলো সব্বার!
দম'দিকে শুভ জন্মদিন!
siki | ০৩ অক্টোবর ২০১১ ০৯:৩৭ | 117.194.3.226
দময়ন্তীর জন্মদিন আজ। শুভ জন্মদিন। ঃ)
siki | ০৩ অক্টোবর ২০১১ ০৯:৩৭ | 117.194.3.226
শিবুদার সঙ্গে কথা হল কিছুক্ষণ।
pi | ০৩ অক্টোবর ২০১১ ০৭:০৮ | 72.83.87.179
খুব খারাপ লাগলো খবরটা শুনে।
ppn | ০২ অক্টোবর ২০১১ ২০:৪০ | 112.133.206.18
অয়ন, আমার পাড়ার পুজো ওই ব্রুকফিল্ডেই। ঃ)
achintyarup | ০২ অক্টোবর ২০১১ ১৮:০২ | 121.241.214.34
সক্কলকে শুভেচ্ছা
Zzzz | ০২ অক্টোবর ২০১১ ১৭:২৭ | 99.227.174.103
সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবার ভাল কাটুক, আনন্দে কাটুক।
a | ০২ অক্টোবর ২০১১ ১৬:১০ | 208.240.243.170
অপ্পনদা পাড়ার পুজো বলতে পুরোনো না নতুন পাড়া বোঝালে? ব্রুকফিল্ডে দেবশ্রী রায় আসছে শুনছি ফিতে কাটতে, কি চাপ।
সারজাপুরে কাল গেছিলাম, ভালৈ করেছে। চন্দ্রবিন্দুর পোগ্রাম ইনভাইট বেসিস, তাই যাবো না। তাই বাইশে শ্রাবন দেখে আসি ঃ)
অষ্টমীর অন্জলি দেবো ব্রুকফিল্ডে, দেখা হয়ে যেতে পারে ঃ)
ppn | ০২ অক্টোবর ২০১১ ১২:২৮ | 112.133.206.22
সে কী! মনটা খারাপ হয়ে গেল।
kc | ০২ অক্টোবর ২০১১ ১২:২৮ | 194.126.37.78
শিবুদা কলকাতাতেই আছে।
siki | ০২ অক্টোবর ২০১১ ১২:২৫ | 117.194.0.251
যাব্বাবা, সেকী?
শিবুদা এখন কোথায়?
kc | ০২ অক্টোবর ২০১১ ১২:২৪ | 194.126.37.78
বোধনেই বিসর্জন। আজ সকালে শিবুদার মাতৃবিয়োগ ঘটেছে।
pi | ০২ অক্টোবর ২০১১ ১১:৫৯ | 72.83.87.179
ঃ)
siki | ০২ অক্টোবর ২০১১ ১১:৫৭ | 117.194.0.251
ই কী রে ভাই ... এখন ষষ্ঠী, তা জানো?
শিগ্গির এসো বলচি, নইলে একটা গানও শুনবো না।
pi | ০২ অক্টোবর ২০১১ ১১:৫০ | 72.83.87.179
আমি ? এখনো চলে যেতে পারি ঃ)
siki | ০২ অক্টোবর ২০১১ ১১:৪২ | 117.194.0.251
হাওড়া স্টেশনে পেয়ে গেলাম নবপত্রিকা। কী ঢাউস সাইজ করেছে। দিলিতে কারুর জন্য কি নিয়ে যেতে হবে? তাইলে অগে থেকে বলে দাও। হাওড়া স্টেশনে প্রচুর বিক্কিরি হচ্চে।
আজ বাংলা স্টেটসম্যানের শারদীয়া বেরলো। স্টলওলা আমায় খুব দিতে চাইছিলো, কিন্তু আমি নিতে চাইলাম না। লিস্টি না দেখে বই কেনা ঠিক নয়, সে যত শস্তাই হোক না কেন।
kd | ০২ অক্টোবর ২০১১ ১১:৩৫ | 59.93.241.109
কোহাসেটের (বস্টনের সাউথ শোর) রামকৃষ্ণ মঠে তিথি মেনেই পুজো হয়। মঠটি খুব সুন্দর। কোহাসেটও খুব সুন্দর, ছবির মতো - ও'পাড়ায় যারা থাকো, একবার ঘুরে আসতে পারো। এমনকি থাকতেও পারো, বস্টন থেকে খুব দূরে না, হিংহ্যাম আর সিচুয়েটের মাঝে, জলের ধারে।
ppn | ০২ অক্টোবর ২০১১ ১১:২৮ | 112.133.206.22
আর সারজাপুরে চন্দ্রবিন্দু আসছে।
siki | ০২ অক্টোবর ২০১১ ১১:২৫ | 117.194.0.251
পাই কি আসছো না তা হলে?
ppn | ০২ অক্টোবর ২০১১ ১১:১৯ | 112.133.206.22
পাড়ার পুজোয় নবমীর রাতে ক্যাকটাস আসছে।
pi | ০২ অক্টোবর ২০১১ ১১:০৫ | 72.83.87.179
সে এখানেও হয় একটি জায়গায়। ওয়াশিংটন কালীবাড়িতে।
ppn | ০২ অক্টোবর ২০১১ ১০:৫৪ | 112.133.206.22
এঃ মার্কিন পূজায় দেখি নবমী নিশি আসিয়া চলিয়াও গেল।
বিলেতে কিন্তু পাঁচদিনের পুজো হয়। দিন ক্ষণ পাঁজি পুঁথি মেনে।
pi | ০২ অক্টোবর ২০১১ ১০:৪৯ | 72.83.87.179
হিসেবমতন আমার শুভ বিজয়া বলা উচিত। বলে দিলাম। এনিওয়ে ক'দিন বাদে তো এমনিও বলতে হত। তাহলে অ্যাডভান্সড শুভ বিজয়া। ওঃ কদিন বাদে তো শুভ দীপাবলীও বলতে হবে। ওটাই বা আর ফেলে রাখি ক্যানো। তবে, সামনের শনিবার আবার হ্যাপী ষষ্ঠী বলতে পারি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন