এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:২১ | 14.99.114.163
  • সব হিন্দি সিনেমা। দেখি আর কাঁদিঃ)
  • sinfaut | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:২১ | 117.194.233.49
  • ছেলেলি মেয়ে কে দিনে রাতে রাস্তায় শুনতে হয়, একদিন ধরে চুদে দিলে এরকম ছেলেদের মতন জামা কাপড় পড়া, চুল ছাঁটা বেরিয়ে যাবে। ঘোড়ার মুখ থেকে।
  • kk | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:২০ | 107.3.242.43
  • না না, আমার উল্টো বোঝার কোনই ইচ্ছে নেই। তাই তো সোজাটা কি সেটা ক্ল্যারিফাই করতে চাইলাম।

    কিকি, বুঝলাম।
  • Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:২০ | 14.99.114.163
  • অবস্থান বদলানোর তো কিছু নেই। রাইটের প্রশ্ন হলে,যার যত খুশি 'মেয়েলি' হবার রাইট আছে।
  • Tim | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৯ | 198.82.26.151
  • আগামী মহলয়া কেন? এই মহলয়া কি দোষ কল্লো? ( ঘুমোতে যাচ্চে কিনা, তাই পা টানছি)
  • ppn | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৮ | 112.133.206.18
  • অঞ্জন চৌধুরীও।
  • siki | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৭ | 122.177.215.59
  • সবাইকে আগাম মহালয়ার শুভেচ্ছা জানিয়ে ঘুমোতে গেলাম।
  • Tim | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৭ | 198.82.26.151
  • কি মুশকিল, কলিদি পুউরো উল্টো বুঝলো। মেয়েলি গে দের স্টিরিওটাইপিং কিলো কিলো আছে বলেছি।
    ছেলেলি মেয়েদের একটা দুটো উদাহরণ আছে, তবে তার সাথে ওরিয়েন্টেশনের কোন কোরিলেশন দেখানো হয় নাই, বরং ম্যাচো হিসেবেই দেখানো হয়েছে। যতদূর মনে পড়ে।
  • kiki | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৭ | 59.93.207.1
  • আরেঃ কলি, মানকে টা এমন হ্যা হ্যা করে হাসে, আর কাঁদে। হেবি ঝামেলার। লোকজন হাঁ করে তাকিয়ে থাকে।

    আর গে তে অ্যালার্জি থাকলে লোকজন খোলা মনে সিন্মাটা নিতে পারবে না। অনুভব করতে পারবে না।ব্যাপারটা আমার জন্য খুব বিরক্তির হবে।এটা আমার ভাবনার সীমাবদ্ধতা বলতে পারো।

    মানে, আমি যে কিভাবে বোঝাই! ধরো একটা খুব সুন্দর মিউজিক(ইনস্ট্রুমেন্ট)বাজছে, আমি বুঝতেও পারছি না, আমার এ ব্যাপারে সেন্স কম, কিন্তু ছেলে আর তার বাপ মন দিয়ে শুনছে।কারন তাদের কান দারুন তৈরী এসব নেওয়ার জন্য।সেক্ষেত্রে আমার সেই সুক্ষ অনুভুতি নেই।আমি সেখান থেকে সরে যাবো ডিস্টার্ব করবো না।নিজেও শুনলাম না। একই ভাবে পড়ার ক্ষেত্রে বা সিনেমার ক্ষেত্রে আমার কিছুটা সুক্ষ অনুভব আছে, আমি সেটা নিতে পারবো।আমি চাইবোনা সেই সময় কেউ ছিটকে বেরিয়ে যাক।যেমন যেই টেন্টে এনিস ঢুকে পড়লো কি মানিক ছিটকে বেরিয়ে গেলো। ওদিকে সেই এই সিনেমাটা নিয়ে এসেছে,আমায় সাজেস্ট করেছে,আর সে তার ভাবনা প্রকাশের ব্যাপারেও খুব সৎ।ইনফ্যাক্ট এই বাপ ছেলে দুজনেই তাই,যে কারনে আমি রাগ করতেও পারিনা। কিন্তু ঝামেলা হলো তখন আমি সিনেমাটার মধ্যে ঢুকে গেছি। বেশ ডিস্টার্বিং লাগলো ব্যাপার্টা। পরে জিগাতে জানলাম তার অস্বস্তি হয়।এখানে আমি ঠিক রেগে ওঠার ও কারন খুঁজে পেলাম না।তাই যারা নিতে পারবে না, তাদের না দেখাই ভালো।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৭ | 72.83.87.179
  • কম্পুতে ছত্রাক ইনফেকশন হয়েছে ঃ)

    তবে ফাঙ্গাস ইনফেকশ্ন থেকে অতি সাবধান। আমার মাথায় ( অ্যাকচুয়ালি সাইনাসে) একবার ছাতা গজিয়েছিল, তারপর যা মোক্ষম ভুগেছিলুম !
  • ppn | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৬ | 112.133.206.18
  • আমার তো স্বপন সাহার সিনেমা দেখলেই কান্না পায়। ভেউ ভেউ করে কাঁদি।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৫ | 72.83.87.179
  • তবে একটা জিনিসে মজা লাগছে। অনেকদিন আগে ঋতুপর্ণ -মীরের কেস নিয়ে যখন তর্ক বেঁধেছিল, তখন মামু আর আমার অবস্থান ছিল ঠিক আজকের বিপরীতে।

    আমি বলছিলুম, ঋতুপর্ণ বোধহহ্য একটু বেশি ই মেয়েলি আচরণ করেন,মুনমুন সেনের ন্যাকামির মত যেটা অসহ্য লাগতে পারে, আর মীরের খিল্লির কিছুটা হয়তো সেই জন্যও এসেছে। মামু সেদিন এই বেশি কম মেয়েলির কথা মোটেও তোলেনিঃ)
  • kk | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৪ | 107.3.242.43
  • মেইনস্ট্রীম সিনেমায় কোনটা কিলো কিলো আছে? লেসবিয়ান বা ছেলেলী মেয়ে নিয়ে ইয়ার্কি? কোন কোন সিনেমা একটু বলো দেখি। আমার যেন বিশেষ মনে পড়ছেনা।

    ঈশান, তাহলে সিনেমা দেখে মেয়েরা কাঁদলে সেটা লজ্জাজনক নয়, তাই তো? নাকি? তুই কোন সিনেমা দেখে কেঁদেছিস সেটা জানতে ইচ্ছে করছে ঃ)।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৩ | 72.83.87.179
  • আমি তিস্তাদিকে এনিয়ে জিগিয়েছিলাম। পাবলিক আর প্রাইভেটলি তফাত করেন না বলেই জানি।
    ঋতুপর্ণর ব্যাপারটা বলতো পারবো না। অ-পাবলিকলি কেমন আচরণ করেন জানিনা।

    আগে আমারো মনে হত, উনি পাবলিকই একটু বেশি বেশিই হয়তো দেখান।কিন্তু আমার বন্ধুটির সাথে কথা বলে , বা এই 'কথোপকথন' এর সূত্রে আরো অনেকের সাতেহ কথা বলে এ ধারণা বদলেছে।
    অনেকেই স্বাভাবিকভাবে খুব বেশি 'মেয়েলি'। বল্লাম তো এই যৌনতা পুরো একটা স্পেক্ট্রা। কে তার কোথায় অবস্থান করছে , তার উপর নির্ভর করছে।
  • ppn | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৩ | 112.133.206.18
  • এই ধরেন মায়াবতীকে নিয়ে কার্টুন বেরোলো। তা বহেনজি রেগে গিয়ে বল্লেন যে আমি দলিত সম্প্রদায়ের লোক, সোশালি আউটকাস্ট ইত্যাদি। এই জন্য আমাকে নিয়ে খিল্লি। এ অপমান দলিতদের সামগ্রিক অপমান।

    বা রঞ্জিত মল্লিককে নিয়ে চাট্টি খিল্লি কল্লেন। তাতে উনি রেগে গিয়ে বল্লেন যারা কথা বলার সময় তোতলায়, ব্যধিজনিত কারণে, তারা সবাই এতে ভীষণ অপ্রেসড ফিল করেছে।

    রিতুদার কেসটা অমনই। ওনাকে নিয়ে খিল্লিকে উনি সামগ্রিক অর্থে নিয়েছেন।
  • Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১২ | 14.99.114.163
  • এই মাত্র বাড়ির সর্বশেষ নেটবুকটার ডালার আধখানা ভেঙে ফেললাম। কম্পুটারের মহামারী লেগেছে মনে হয়। সাবধানে থাকবেন সবাই।
  • Tim | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১১ | 198.82.26.151
  • বেশ বেশ। দিও। ঃ)
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৯ | 72.83.87.179
  • না না টিম, এই খিল্লিতে তফাত আছে। মেয়ে হয়ে অমুক মেয়েকে ভালো বল্লি, কি ছেলে হয়ে অমুক ছেলেকে .. এর সাথে একটা ইঙ্গিত মিশে থাকে যেটা হেটেরোসেক্সুয়াল কাপলের প্রতি করা ঠাট্টা তামাশার থেকে আলাদা। একটা এবাবা, এমা গোছের ব্যাপরও থেকে যায়, অচেতমভাবে হলেও।
    ডিঃ সব ক্ষেত্রেই নয়। আদৌ সেকথা বলিনি। গে হওয়া নিয়ে দুদিন আগে আকাদার করা একটা পোস্টের উল্লেখই করতে পারি। টাটকা মনে আছে বলে। সেক্‌খানে সেরকম কোন ইঙ্গিতই ছিল না। অন্যদের অনেক পোস্টও আছে। যেগুলো নিয়ে কোনোরকম আপত্তির কথা কিছু তুলছিই না। গে কাপল নিয়ে কথা বলা যাবেনা, একথা আদৌ বলছিই না।
    বল্লাম তো, গুরুতে এটা খুব কম হয়। পারলে অন্য পাবলিক ফোরাম থেকে কিছু উদাঃ তুলে দেবোখন ঃ)
  • Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৯ | 14.99.114.163
  • মানবী কে চিনতাম। তিনি তো পাবলিকলি প্রচন্ড অশালীন। আমার খোলা পাতায় বলতেও কোনো অসুবিধে নেই।

    ওদিকে আরও কয়েকজনকে চিনি, যাঁরা একটুও "এরকম' না। পাবলিক পার্সেপশন আর তার প্রতিক্রিয়া, দুটোই একটা অরেকটাকে প্রভাবিত করে। ঠিক একমাত্রিক নয় ব্যাপারটা।
  • Tim | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৮ | 198.82.26.151
  • ইস মামু কুস্তিগীর ভয় পায়। নির্ঘাৎ কোন কুস্তিগীর মামুকে নিয়ে লোফালুফি করেছে।
  • Tim | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৭ | 198.82.26.151
  • নেইন না মেইন।
  • Tim | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৬ | 198.82.26.151
  • স্টিরিওটাইপিং নিয়ে কিসু কওনের নাই। নেইনস্ট্রিম হিন্দি সিনেমায় এইসব কিলো কিলো আছে।
  • Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৫ | 14.99.114.163
  • তবে রিতুবাবু "নর্মালি' যেমন, পাবলিকলি তার চেয়ে অনেক বেশি "মেয়েলি'। এটাও ঠিক।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৩ | 72.83.87.179
  • কিন্তু সে ইয়ার্কি 'রিতুদি' কে নিয়ে ইয়ার্কির ধারেকাছে আসবে না। আর সামাজিক ভাবে স্বীকৃত পপুলার কালচারে সিনেমা টিনেমাতে তো নয়ই। এলেও অনেক কম। হিন্দি ছবিতে ক'টা এমনি 'কমিক' সিন দেখেছি মনে পড়ে না ( ইন ফ্যাক্ট, এ মুহূর্তে একটাওমনে পড়ছে না। মিস করে যেতে পারি)
  • Tim | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৩ | 198.82.26.151
  • পাইকে,
    খোলাপাতায় একটি ছেলে ও একটি মেয়ের ভালোলাগা নিয়েও পোচ্চুর খিল্লি হবে। এবং উল্টোটাও। এটা মনে হয় মিসকমিউনিকেশন। দুজনেই ছেলে বা মেয়ে বলে খিল্লি না। বন্ধুস্থানীয় বলে খিল্লি। বন্ধুদের মধ্যে আড্ডাতেও দেখেছি, হেটেরোসেক্সুয়াল কাপলদের নিয়েও প্রবল খিল্লি হয়। ভাট তো সেরমই একটা আড্ডা।
  • Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:০১ | 14.99.114.163
  • এবার মিসনেলিয়াস।

    এক। সিনেমা দেখে কাঁদাকে আমি খুবই লজ্জাজনক মনে করি। পৌরুষে আঘাত। তার মানে এই নয়, যে, আমি কক্ষনো কাঁদিনি। ঃ)

    দুই। ছেলে হোক বা মেয়ে, গে হোক বা লেসবিয়ান, কুস্তিগিররা আমার দু চোখের বিষ। ইন ফ্যাক্ট কুস্তি আর নেংটি ব্যান করে দেবার পক্ষে কোনো আন্দোলন হলে আমি ফ্রি সার্ভিস দিতে রাজি আছি।

    ব্যস।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:০০ | 72.83.87.179
  • বল্লাম তো, এটা 'তাদের' একটা ব্যাখ্যা।
    আর হ্যাঁ, বাসে ট্রামে মেয়েদের যৌন উৎপীড়নের সময় এরকম একটা ব্যাখ্যা কিন্তু শোনা যায়। আমাদের দেশের ছেলেরা সেক্ষ-বুভুক্ষু ইত্যাদি। ছেলেমেয়েদের মধ্যে স্বাভাবিক যৌন সম্পর্ক তৈরি হওয়ার ট্র্যাডিশন সেভাবে নেই বলে জৈব চাহিদা এধরণের বিকৃতির দিকে চলে যায়।
    গুরুতেই এ নিয়ে পাতার পর পাতা লেখা হয়েছিল একসময়। বোধহয় ঐ চিয়ারলিডারের সময় হবে। অনেককেই (অনেক ছেলেকেই )সেই ব্যাখ্যা দিতে ও মেনে নিতে দেখেছিলাম, যদ্দুর মনে পড়ে।
  • Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৭ | 14.99.114.163
  • হ্যাঁ হ্যাঁ নাভ্রাতিলোভাকে নিয়েও পোচ্চুর ইয়ার্কি হত। এমনকি পিটি উষাকে নিয়েও।
  • kk | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৬ | 107.3.242.43
  • পাই এর দুটো পোস্টের সাথেই আমি একমত।

    এবার কিকির কাছে দুটো প্রশ্ন রাখবো। এক হলো ব্রোকব্যাক সিনেমাটা অন্যকে রেকমেন্ড করতে গিয়ে তুমি বললে 'গে তে অ্যালার্জি না থাকলে ...'। এই কথাটা তোমার মনে এল কেন কিকি? ঐ জাতীয় অ্যালার্জি থাকা লোকই কি তুমি বেশি দেখেছো, সেই জন্য? দু নম্বর প্রশ্ন -- কোন সিনেমা দেখে কেউ যদি কাঁদে সেটা 'ম্যাগো' কেন? হাসির সিনেমা দেখে হাসলেও কি সেটা 'ম্যাগো' ব'লে ধরা হবে?

    এই প্রশ্ন দুটোর পেছনে কোন প্যাঁচালো ইনটেন্‌শন নেই, খুব সরল ভাবেই তোমার মনে হওয়া জানতে চাইলাম।
  • aka | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৫ | 168.26.215.13
  • মাসকুলিন মেয়েদের নিয়ে দিব্য হাসি ঠাট্টা হয়। আমাদের পাড়াতেই অমন একজন ছিলেন। ডাকাবুকো, হাঁটাচলার মধ্যে তেজী পুরুষের ভাব, ট্রেনে উল্টো দিকের দরজার কোনে দাঁড়াতেন, রাত অবধি মাঠে বসে আড্ডা দিতেন। উনি দুই ছেলের মাও ছিলেন। আমাকেও বেশ স্নেহ করতেন। দেখলেই লজেন্স কিনে দিতেন। কিন্তু আর সকলের মতন আমিও ওনাকে ছেলেবৌদি বলতাম। তা ছেলে বৌদি একদিন ছেলেদের নিয়ে বরকে ডিভোর্স দিয়ে চলে গেলেন। শুনেছি অন্য একজনকে বিয়ে করেছেন।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৪ | 72.83.87.179
  • সেইটা ভাবলে মামুও কি ঐ অসইব্য রামচিমটিটা কাটতো না ? :P
    মানে, এখন হলে কি কাটবে ? ঃ)

    ডিঃ মঃ মাত্র। অ্যাবিউজকে জাস্টিফাই করতে চাই না কোনোভাবেই।
  • Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৩ | 14.99.114.163
  • ধুর অ্যাবিউজ মোটেও শুধু স্বীকৃত যৌনতার অভাবে হয়না। তাহলে মেয়েদের কেউ অ্যাবিউজ করতনা, কারণ যৌনতার জন্য সামাজিক স্বীকৃত পন্থায় মহিলা খুঁজে পাওয়া খুব কঠিন না।
  • ppn | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৫১ | 112.133.206.18
  • হ্যাঁ, সেইটা ভেবেই সেদিন গায়ে হাত তুলিনি।
  • Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৫০ | 14.99.114.163
  • আকা কি সন্নিসি হবার চেষ্টা করছে নাকি?
  • dd | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৫০ | 122.167.42.139
  • আমি আগেও লিখেছিলাম কিন্তু আপনেরে পড়েন নি, যারা পরেছিলেন তারা আর মনে রাখেন্নি।

    আমাদের আপিসে সেন্নাইতে একটি গে কাপল থাকে, তাদের একজন যথেষ্ট সখী ভাবা পন্ন, এরা উত্তর প্রদেশের ও মুসলিম, দু জনেই। ছেন্নাইতে এদের চেয়ে বেশী মাইনরিটি আর হওয়া সম্ভব নয়।

    কিন্তু এরা দিব্যি আছে। আপিসে যৎ সামান্য হাসি ঠাট্টা চলে কিন্তু এরা ১০০% টলারেটেড। আসলে দক্ষিনীরা এতোই অসামাজিক যে এদের আলাদা করে সামাজিক বয়কটের বা অ্যাভয়েড করার সিন ই নেই।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৮ | 72.83.87.179
  • প্পনের কথায় মনে পড়লো। এই নিয়েও ঐ গে বন্ধুটির সাথে কথা হয়েছিল। অনেক পুরুষই রাস্তাঘাটে এমন অ্যাবিউসের অভিযোগ তোলেন। যেটা সত্যও। তো, সেখানে সে এরকম একটা যুক্তি দিয়েচিল, জাস্টিফাই করতে নয়, একরকম করে ব্যাখ্যা দিতে। যেহেতু এদের সেক্সুয়ালিটি খুবই অপ্রেসড, বেশিরভাগ ক্ষেত্রেই স্যাটিসফায়েড হয়না, অন্তত; সামাজিক ভাবে স্বীকৃত পন্থায় তো না ই, বাসে ট্রেনে এধরণের আচরণের প্রবণতা তাতে বাড়ে।
  • aka | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৮ | 168.26.215.13
  • অসইব্য কথা পেল কিন্তু বললাম না। একে বলে সংযম।
  • Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৫ | 14.99.114.163
  • এই মাত্র মনে পড়ল, রামচিমটি দেবার আগে নিজের পিছনে বেশ কবার চিমটি দিয়ে (আস্তে আস্তে) প্র্যাকটিস করেছিলাম। সবচেয়ে নরম জায়গাটা খুঁজে বার করার জন্য।

    ফলে একেবারে অ্যাবিউজড ফিলিং ছিলনা এরকম নয় মনে হয়।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৪ | 72.83.87.179
  • হ্যাঁ, এঁরা নিজেরা কীভাবে নেন, এই ভয়েসটা বেশিরভাগ সময়ই অশ্রুত থাকে। ঋতুপর্ণ রিঅ্যাক্ট করেন, করার মত একটা জোরও আছে। ন্যাড়াদার শিক্ষকও করতে পেরেছিলেন। কিন্তু জারা ক্লোসেটেড তারা আর কীকরে কী বলবে। প্রচুরকিছু নিয়ে প্রচুরকিছু অভিযোগ, খারাপ লাগা থাকলেও। এই যেমন , আমরা নিজেদের মধ্যে গে, লেবু এসব হওয়া নিয়ে হাসাহাসি করি, মানে এইসব দিকে ইঙ্গিত করে খোঁচা মেরে আমোদ, খিল্লি ইত্যাদি। বলছিনা, এটা যারাই করে, তারা হোমোফোবিক। কিন্তু একটা পাবলিক ফোরামে যখন করা হয়, তখন বোধহয় কিছুটা সচেতন হওয়া ভালো। একটা উদাহরণ দেবো। অনেকদিন ধরে লিখবো লিখবো করে লেখা হয়ে ওঠেনি। এমনিতে গুরুতে এধরণের রসিকতা ( যে রসিকতার মধ্যে ডেরোগেটরি সেন্স আছে )অনেক কম হয় । তবে একেবারেই হয়না, তা বোধহয় নয়। হয়তো নির্দোষ খিল্লি। একটি মেয়ের কোন মেয়েকে ভালোলাগা প্রসংগে অন্যরা হয়তো বল্লো, এসব ওপেনলি বলা হচ্ছে, কী কাণ্ড, এমা ছি ছি। ইয়ার্কি মেরেই। বা নিজেদের অজান্তেই হয়তো প্রতিক্রিয়ায় একটা ট্যাবু এলিমেন্ট মিশে থাকে, ঐ ব্যাপারটা স্বাভাবিক নয় বলে। অনভ্যস্ততার কারণেই হয়তো। আমি নিজেও ব্যাপারটা তেমনভাবে খেয়াল করতাম না। যদি না একজন পরিচিত নী পা সমকামীর থেকে তার প্রতিক্রিয়ার কথা জানতাম। এগুলোতে তারা কতটা আহত হয়, আরো গুটিয়ে যায় ইত্যাদি কথা।

    ঋতুপর্ণ মীরের বিতর্ক নিয়ে ঋতেনের লেখার জবাবে সোমনাথের যে যুক্তিটা ছিল, আগে সেটাতে হয়তো কিছুটা সাবস্ক্রাইব করতাম। ইয়ার্কিকে স্পোর্টিংলি তো একটু নিতেই হবে। এই যেমন, আমরা বং কথাটাকে কি ইয়ার্কিচ্ছলে নিই না ? কিন্তু পরে মনে হয়েছে, এগুলোর মধ্যে তফাত আছে। সমাজের মূলধারায় যারা বসবাস করছে তাদের ইয়ার্কি নিতে পাবার ক্ষমতা আর এই প্রান্তিক মানুষজনের, তফাত তো থাকবেই। আর সত্যি তো সবটা নেহাত ইয়ার্কিই না। সব ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রেই ব্যাপারটা নিয়ে কিছুটা নাক সিঁটকালো, কিছুটা ভীতি, কিছুটা মজা আওয়া , এগুলো তো আছেই। আর তার জন্য আমাদের অনেক কিছু না জানা ও অনেকটা দায়ী।
    এঁদের নিজেদের কথা জানতে পারলে আমাদের নিজেদের অনেকের আচরণই বদলে যায়। খুব সচেতনভাবেই হয়ও বদলে ফেলি। কিন্তু সেটা বোধহয় ভালো। এখানে অতিরিক্ত মাত্রায় পলিটিক্যাল কারেক্টনেস দেখালে তা নিয়েও খিল্লি করার বা আপত্তির কিছু নেই ( উদাঃ সোমনাথের লেখাটা)।
    ডিঃ ব্যক্তিগত মতামত।
  • ppn | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৪ | 112.133.206.18
  • রাস্তায় এক সদ্যপরিচিত বাসযাত্রীর দ্বারা একবার প্রায় অ্যাবিউজড হয়েছিলাম। তা প্রায় বছর পনেরো আগের কথা। অনেকক্ষণ এটাসেটা সিগন্যাল দেবার পরে সে আমার পুরুষাঙ্গে হাত দেবার চেষ্টা করে। পাড়ার কাছেই এসে গেছিলাম, বলেছিলাম আর একবার এ তল্লাটে দেখলে ঠ্যাং ভেঙে দেবো।

    সে মোটেও অমন এফিমিনেট ছিল না।
  • Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৪ | 14.99.114.163
  • এ ছাড়া গে দের নিয়েও আমার অনেক কিছু বলার আছে। আমাদের হস্টেলে একতলায় ঠাকুরদের পাশের ঘরে দুটি গে ছেলে থাকত। তারা খুব "নর্মাল' ছিল। মেয়েলি ছিলনা মোটেও। এবং বেশ শান্তশিষ্টও ছিল। কিন্তু আমরা বেশ নিচু চোখেই দেখতাম। ঠিক নিচু না, একটু দূর থেকে দেখতাম মনে হয়।

    তার অনেক আগে, ইশকুলে যাবার সময় ট্রেনে একটি আধদামড়া সেমি-চেনা লোক বার কতক অ্যাবিউজ করেছিল। সত্যি কথা বলতে কি আমার ঠিক অ্যাবিউজ মনে হয়নি। শব্দটাই জানতাম না, আর খুব অপমানিত হলামও মনে হয়নি। তবে একদিন তাঁর পিছনে রামচিমটি নিয়ে বিষয়টি নিষ্পত্তি করি। ভদ্রলোক বিবাহিত ছিলেন। খুবই কমপ্লিকেটেড কেস ছিল, এখন বুঝতে পারি।

    আর কিছু মনে পড়ছেনা। পড়লেই আবার লিখব। ঃ)
  • ppn | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৩১ | 112.133.206.18
  • শমীক, বাড়ি ছিলাম না। এইমাত্র সারে মেল পাঠ কিয়া।
  • kiki | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৩০ | 59.93.207.1
  • আমিও বলবো, কুঁচোরা কাঁদলে তবু ঠিকাছে, আমি যখন টাইটানিক দেখতে গেসলুম, কেট তো লাস্ট মুহুর্তে মাকে বোকা বানিয়ে দিলো, আর হৈ হৈ করে একজন সেই সময় থেকে কান্না জুড়ে দিলো, ছি ছি, হ্যা হ্যা করে হাসি, ফ্যাঁচ, ফোঁচ করে কান্না, এদের সঙ্গে সিন্মা দেখতে যেতে হয়! ম্যাগো।শেষ মুহুর্ত পজ্জন্ত কেঁদে মোলো, শেষে মুখে রুমাল চাপা দিয়ে চশমার আড়ালে নিজেকে রেখে হল থেকে বেরোলো।
  • Tim | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:২৯ | 198.82.26.151
  • বাংলায় ডাব করে দাও। অনেকটা এইরকম হবে।

    গব্বরঃ এবার তোর কিহবে কালিয়া?
    কালিয়াঃ নুন খেইচি সদ্দার।
    গব্বরঃ খ্যাক থু! কালিয়ায় নুন বেশি?..... ঢিচকাঁও ঢিচকাঁও ঢিচকাঁও....
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:২৫ | 72.83.87.179
  • সুশিক্ষের উপায়, সাবটাইটেলওয়ালা শোলে ঃ)
  • Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:২৩ | 14.99.114.163
  • আবার ওংকার ওয়াই ও ভাল্লাগেনা। কেমন সিন্থেটিক লাগে। লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস ও ভাল্লাগেনা (এইটা কেন বল্লাম কে জানে, প্রেম ও যৌনতা প্রসঙ্গেই হবে)। আমার ভাল্লাগে শোলে, কিন্তু ছেলে হিন্দি এক বর্ণও বোঝেনা। কিকরে সুশিক্ষে দিই বুঝতে পারিনা।
  • Tim | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:২১ | 198.82.26.151
  • ব্রোকব্যাক মাউন্টেন ভাল্লাগেনি? আমারো দিব্য লেগেছিলো।
    ডিডিদা,
    মহিলা রেসলার এখন খুব একটা হাসির পাত্র না মনে হয়। বলিভিয়া বা ওরকম কোথাও ফিমেল রেসলারেরা খুবই জনপ্রিয় (কমিক সেন্সে না)। ন্যাশনাল জিওগ্রাফিকে একবার ওঁদের নিয়ে লিখেছিলো।
  • Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:১৫ | 14.99.114.163
  • আমার ব্রোক ব্যাক মাউন্টেন ভাল্লাগেনি। আজকাল আর হলিউডি কিছুই প্রায় ভাল্লাগেনা। ওদিকে আমার ছেলেটা টাইটানিক দেখেই কেঁদে কেটে একশা। আমার কাছ থেকে ভালো জিনিস প্রায় কিছুই শিখলনা। ঃ(
  • nyara | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:১২ | 122.172.45.74
  • আমার অ্যাক্টিং ক্লাসের শিক্ষক ছিলেন গে। তাঁর কথায় ও হাতের মুদ্রায় কিঞ্চিৎ মেয়েলিপনা খুঁজে পেতাম। তো আমাদের নানারকম ছোট পিস অভিনয় করে দেখাতে হত। মিডটার্মে আমার পড়েছিল একটা ব্যাটম্যানের স্পুফ, যেখানে ব্যাটম্যানের সঙ্গীটি গে। আমার শিক্ষকই পিসটি আমায় বেছে দিয়েছিলেন। আমি আমার দেখা হিন্দি ও অন্যান্য পপুলার কালচারের পোরট্রে করা গে চরিত্রকে অনুসরণ করে আমার চরিত্রটি তৈরি করেছিলাম।

    যা হবার হল। আমার টিচারের একেবারেই পছন্দ হল না। বললেন, 'অভিব্যক্তিতে খুব স্টিরিওটাইপিং হয়েছে। To portray some character you need to be respectful.' বেসিকালি, খুব ঝাড় খেয়েছিলাম।
  • dd | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২২:০৯ | 122.167.42.139
  • ভাবতে পারেন প্রায় সত্তর পঁচাত্তর আগে কুস্তীর কিংবদন্তীজগতে গামা পেহেল্বান গোবর গনেশের সাথে একই সাথে উঠেছিলেন বেশ কিছু মহিলা কুস্তিগীর। হামিদা বানু ছিলেন স্টার। ষাঠের দশকে রাশান মহিলা অ্যাথলেটদের চেহারা ও ভাব ভংগি কিছুটা বিস্ময় কিছুটা হাসাহাসির ব্যাপার ছিলো (গুগুলে গিয়ে তামারা প্রেস - একবার ইমেজ সার্চ করুন, বুঝবেন) কিন্তু এঁরা মোটামুটি অ্যাক্সেপ্টেড ছিলেন, সমাজে। মেয়েলি ছেলে বা সখী ভাব চিরকালই খুব অসহনীয় ছিলো সংসারে। ফেমিলি পুরো আতংকিত থাকতো,লজ্জা ছিলো ভয়াবহ।

    এ সব ঘটনা। ঘটে গ্যাছে। আর কিছু করার নেই। তবে সবই তো বদলাচ্ছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত