এই লেনোভোর কি বোর্ডকে যে কী শাস্তি দেওয়া যায়, ভাবছি।
m | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০০:০৭ | 14.99.114.163
কোন সব আগে হতো তিমি? আমাদের কমপ্লেক্সে এইসব হবে- ভোরের চা-টা ইত্যাদি।আর বছর দশেক আগেও রাত জেগে পিকনিকের পর গঙ্গার ঘাটে যাওয়া ছিলো একটা অবশ্যপালনীয় পালনীয় কর্তব্য।
ppn | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০০:০৫ | 122.252.231.10
পাইমা। ঃ)))
Tim | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০০:০৫ | 198.82.26.151
যাক, বাঁচলাম। হ্যাঁ আমার বন্ধুদের মধ্যে এরম জনাকয়েক ছিলো/আছে। একেবারে ছোটবেলায় ( অনূর্দ্ধ কেলাস থ্রি) এদের নিয়ে আম্মো খিল্লি করেছি, বুঝতাম না তো, তাই। পরে আর সেসব মনে হয়নি। দিব্য বন্ধুত্ব আছে এখনও। এবং তারা ইচ্ছে করে মেয়েসুলভ আচরণ করছে কোনদিন মনে হয়নি।
ppn | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০০:০৪ | 122.252.231.10
আরে সেও তো বাংলার মূলধারা সিনেমা এখনো ন্যালাখ্যাপা স্টেজে আছে।
কথাটা হল, হিন্দি সিনেমায় এত বিচিত্র নতুন বিষয়ে এত বেশি সংখ্যায় পরীক্ষানিরীক্ষা হচ্ছে সেখানে বাংলায় ওই হাতে গোনা ক'টি অন্যধারার সিনেমা।
Ishan | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০০:০৩ | 14.99.114.163
জিমেল খুলছেনা। মেল দেখা যাবেনা।
Tim | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০০:০২ | 198.82.26.151
মামী মনে হয় টাইম ট্রাভেল করেই ফেলেছে। এসব তো কুড়ি বছর আগে হতো বলে জানি।
pi | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০০:০২ | 72.83.87.179
আরে না। উল্টোটাই বল্লাম তো। ন্যাকামিতে বিরক্ত হওয়াটা খারাপ বলিনি। সেটা নিয়ে খিল্লিতেও আমার আপত্তি নেই তো। কিন্তু মেয়েলি ছেলে নিয়ে খিল্লিতে আছে। মানে, যে কোন ন্যাকামি করছেনা, কিন্তু মেয়েদের মতন কিছু আচরণ করছে। মেয়ে মানেই তো আর ন্যাকা নয় রে বাবা ঃ)
Tim | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০০:০০ | 198.82.26.151
ওহো, পাইমা? বাহ বেশ নাম।
Ishan | ২৭ সেপ্টেম্বর ২০১১ ০০:০০ | 14.99.114.163
হিন্দি সিনেমা কোথায়, পপুলার কালচার নিয়ে তো কথা হচ্ছিল। আমি একদম হালের কালচার নিয়েই তো লিখলাম।
যাগ্গে। এবার দুগ্গা দুগ্গা করে মেশিন বন্ধ করি। মা, যেন ডালাটা খুলে হাতে না চলে আসে।
এবারে তালে প্রশ্ন করি। ছেলেদের 'মেয়েলি' হওয়া আর মেয়েদের ন্যাকা হওয়া কি একইরকম খিল্লিযোগ্য ? মানে, যে ছেলেটি মেয়েলি। হল, সে আর পাঁচটা মেয়ের মতন। ন্যাকা মেয়ে নয়। কিন্তু তাও খিল্লি হয়
m | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৭ | 14.99.114.163
এদিকে মেশিন নিয়ে মারামারি চলছে- ওদিকে মহালয়ার আগে এক মহাজাগতিক অন্ধকারে চারদিক ছেয়ে আছে- কাল গঙ্গার ঘাটে যাবার ইচ্ছে আছেঃ))) ভোরবেলা থেকে এখানে লাউড স্পিকারে মহালয়া শোনাবে। সঙ্গে চা এবং টা।
ওভার টু সৈকত ;)
pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৪ | 72.83.87.179
হিন্দিতে অন্য ধারার সিনেমা তো অনেক দিন ধরেই হচ্ছে। কিন্তু মূলধারায় এই ট্রেন্ডটা ভালো মতন আছে।
pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৩ | 72.83.87.179
স্টিরিওটাইপ বদল হওয়াটা খুব দরকার তো। আর এই ধরণের মানুষজনের কথা পাবলিকলি আসার পর থেকে হবে, এটাও এক্ষপেক্টেড। আর আমার অন্তত মনে হয় ঋতুপর্ণের ঐ রিঅ্যাক্ট করাটা এই সাবালক হবার ব্যাপারে অনেক সাহায্য করেছে। আরেকটি প্রেমের গল্প ই তো তৈরি হয়ে গেল ! বিষয়ের দিক দিয়ে সত্যি সাবালক সিনেমা।
Tim | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৩ | 198.82.26.151
ন্যাকা মেয়ে নিয়ে কমেডি তো এমনকি নাইকাদের নিয়েই হয়। কে এন পি হেইচের আমিশা প্যাটেল থেকে শুরু করে এই সেদিন দেখা ডেলিবেলির মেয়েটি কি যেন নাম, তারা অল্পবিস্তর সেই স্টিরিওটাইপিং এর ফসল।
m | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫২ | 14.99.114.163
কিকি,পারমিতা, কথাটা শুনে বাবা ভদ্রলোক কয়ক সেকেন্ড চুপ করে থেকে বল্লেন, না,মানে বাবা-মেয়ের ভালোবাসা,সেতো সব সময় ই থাকবে - উপস্থাপক হিহি করে হেসে বল্লেন, ভালোবাসাকে তো কোনো নামে বাঁধা যাবে না,আপনার দুজনে বরং একটা গান শুনুন...
ppn | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫২ | 112.133.206.18
হিন্দি সিনেমা বাংলা সিনেমার থেকে অনেক বেশি "সাবালক'।
আর রাইটের প্রশ্ন নিয়ে কথা নয়। একমত। এই প্রাইভেটলি আর পাবলিকলি 'দেখানো'র তফাত নিয়ে কথা বলছিলাম।
Tim | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৯ | 198.82.26.151
দিল চাহতা হ্যায় তে আয়ুব খান। ম্যাচো, গায়ে জোর বেশি, অতএব ইনসেনসিটিভ এবং লেস কেয়ারিং। বেসিকালি মোটা দাগের চরিত্র হিসেবে দেখানো হয়েছে। যারা টাকা আর ব্র্যান্ড বাদে কিছু বোঝেনা।
pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৯ | 72.83.87.179
হিন্দি সিনেমা নিয়েই তো কথা হচ্ছিল।
Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৮ | 14.99.114.163
এক বচ্ছর ধরে বাংলা সিরিয়াল দেখছি। "এফিমিনেট' মেয়ে একখানা দেখেছি। "সংসার সুখের হয় রমনীর গুণে'। একটি "এফিমিনেট' পুরুষও আছে। হাস্যরস সৃষ্টির জন্য আর কোনো "এফিমিনেট' চরিত্র আর একপিসও দেখিনি। অবশ্য "গানের ওপারে'র মেজবৌ এর হেল্পিং হ্যান্ডকে কোন দলে ফেলব জানিনা। তাঁকে না ধরলেও ফিফটি ফিফটি হল। ঃ)
আর বাংলা সিনেমা এখন হেবি "সাবালক'। এইসব বাজে জিনিস নিয়ে খিল্লি একদম করেনা।
ফলে হাস্যরসের স্টিরিওটাইপ বদলাচ্ছে বটে। অবশ্য বাকি রইল হিন্দি সিনেমা। ইদানিং তার খবর বিশেষ রাখিনা।
উফ এই আধখানা মেশিন নিয়ে মারামারি করা যে কি কঠিন। ঃ(
pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৬ | 72.83.87.179
টিম, হিন্দি সিনেমায় খুব ম্যাচো ছেলে আর ন্যাকা মেয়ে নিয়ে কমেডির কোনো উদাঃ মনে পড়ছে ? ( ডিঃ নেই এটা বলছিনা , এখন মনে পড়ছেনা)
টিম,হুম। এই সব অনুষ্ঠানে ন্যাকা মেয়ে কি ম্যাচো ছেলে নিয়ে কোনো ফিক্সড 'আইটেম' কখনো রাখতে দেখিনি !
pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৩ | 72.83.87.179
পিপি, ইস্নিপ্স থেকে ব্রাহ্মমুহূর্তে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র চালিয়ে নিও ঃ)
pipi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪১ | 129.74.191.152
মহালয়া কোথায় শুনতে পাব? অনলাইন শোনার কোন উপায় আছে?
pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪০ | 72.83.87.179
স্টিরিওটাইপড তো হয়। অতি ম্যাচো ছেলে, অতি ন্যাকা মেয়ে। অতি সবকিছুই হয়। আমাদের ছোটবেলায় তো এই গে লেসবিয়ান সেভাবে জানতাম না। অতি ন্যাকা মেয়ে নিয়ে বিস্তর খিল্লি হত। অন্তত আমার পরিচিত সার্কলে। কিন্তু তারপর বড় হবার পর , একটা সময় দেখেছি, এই মেয়েলি ছেলে কি হিজড়েরা ( বা, গে , লেসবিয়ান হওয়াটা) খিল্লিমূলক বিনোদনের একটা বড়সড় স্বীকৃত ও খুব জনপ্রিয় একটা ধারা।
Paramita | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৫ | 198.95.226.40
মিঠু, বলো কি?
dri | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৫ | 117.194.231.79
আমি গে নই। আমি যদি সালোয়ার কামিজ আর সবুজ টিপ পরি, আপনারা কি খিল্লি করবেন?
(দেখি কে কত টালারেন্ট)
pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৫ | 72.83.87.179
হ্যাঁ, কাল মহালয়া।
pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৪ | 72.83.87.179
কী রেটে টাইপো আর ভুলভাল বাক্য লিখে যাচ্ছি ঃ(
যাই হোক, যেকথাটা লিখবো ভেবে আরো চারটি আলোচনায় জড়িয়ে গেলুম, সেটি লিখে চটপট কাটি।
এটাও ঐ গে বন্ধুটির সাথে আলোচনা প্রসঙ্গে উঠে আসা। পয়েন্টটা আগে সেভাবে ভেবে দেখিনি। ওর বক্তব্য ছিল, এই যে সিনেমা সাহিত্যে প্রেম ভালোবাসা, এসব থেকে আমরা যে 'এন্টারটেইনড' হই, তার একটা বড় ( সবার ক্ষেত্রে তেমন বড় হয়তো না, কিন্তু তাও আছে) এলেমেন্ট হচ্ছে, নিজের সাথে আইডেন্টিফাই করা। এবার এগুলো সবই প্রায় হেটেরোসেক্সুয়াল প্রেম। তো, ওরা এগুলো থেকে একটা বড় রসে বঞ্চিত। ডিঃ এটা ওদের কথা। আমি তর্কে যেতে চাইনা।
Paramita | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৪ | 198.95.226.40
কাল মহালয়া না?
kiki | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৪ | 59.93.207.1
মিঠু, সত্যি? হিঁক!
pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩০ | 72.83.87.179
তিমি, এ কিন্তু শুধু কানপুরের ঘটনাই না । উঃ ভারতে এটা খুব কমন ( ডিঃ যা শুনেছি, ওদের কাছ থেকে )
m | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩০ | 14.99.114.163
আমি আত্মহত্যার আগে কিছুটা এফেম শুনে নেবো- আজকে দেবানন্দের জন্মদিন উপলক্ষে গান শোনানো হছিলো- উপস্থাপক এক পিতাকে বল্লেন,.. তারপর গলায় স্কার্ফ আর হাতে একটা বড় ঘড়ি পরে সামানে এলেই আপনার'মেয়ে' আপনার প্রেমে পাগল হয়ে যাবে।
pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৯ | 72.83.87.179
মামু, পোস্টটা ভাল করে পড়ো। আমিও লিখেছি হয়। কিন্তু মেয়েলি ছেলে নিয়ে কমেডি হবার চেয়ে অনেক কম স্কেলে। পপুলার কালচারে।
Tim | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৮ | 198.82.26.151
ইয়ে, অতিম্যাচো ছেলেরাও স্টিরিওটাইপ্ড হয়। যুগপৎ ছেলে ও মেয়েদের দ্বারা খিল্লিতও হয়। মনে পড়লো এখন।
Tim | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৭ | 198.82.26.151
কানপুর নিয়ে আমার বিস্তর বায়াস আছে। খোলাপাতায় কইবো না।
Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৫ | 14.99.114.163
ন্যাকা মেয়েরা স্টিরিওটাইপড হয় না?
pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৪ | 72.83.87.179
কানপুরের একটা কথা মনে পড়ে গেল। সবকটা ছেলেদের হোস্টেলের হল ডে র অনুষ্ঠানে সবচে হত ফেবারিট ও আলোচ্য আইটেম ছিল, ছেলেদের মেয়ে সাজা আর তৎপরবর্তী নানাবিধ কাণ্ডকারখানা নিয়ে প্রভূত সিটি হাততালি ও মন্তব্য সহকারে তুমুল 'এন্টারটেইনমেন্ট'।
pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:২২ | 72.83.87.179
মামুর ১১ঃ০৯ এর উত্তরে, এটাই। জেনেরালাইজ করা ঠিক না। মানবীর মত অশালীন লোকজন (ডিঃ মামুর কথা অনুযায়ী ধরে নিলাম। আমি ওঁকে চিনিনা ) হেটেরোসেক্সুয়ালদের মধেয় ভুরি ভুরি পাওয়া যাবে। ঋতুদার থেকে পাবলিকলি অনেক বেশি ন্যাকা বা 'মেয়েলি' মেয়ে ও আরো আরো বেশি বেশি পাওয়া যাবে। কিন্তু এই মেয়েলি মেয়েরা সেভাবে স্টিরিওটাইপড কমিক এলিমেন্ট সেভাবে হয় না ( এদের স্কেলে)।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন