শুঁকে নাও, প্রান ভরে সুখাদ্য আঘ্রান করো...... হা হা হা হা। আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই সেই কারিপাতাময় জীবন।
এই শুক্কুরের দুকুরেই আমি কাটছি লুরুতে। সেখান থেকে হেথা হোথা ট্যুর আছে,আর বিধি সম্মত ছুটী। যোগ টোগ করে ফিরবো দুই হপ্তা পরে। (আহ্লাদী হাসি ও প্রবল ল্যাজ নাড়া)
Jhiki | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৩:১৮ | 182.253.0.98
dd দা, ডিসেম্বরে দার্জিলিং নিয়ে কিছু ফান্ডা আছে?
titli | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৩:১৪ | 121.241.218.132
এটা কী হল ? এবার যে ঝালমুড়ির গন্ধটা আমিও পেতে শুরু করলাম !!!
dd | ২১ সেপ্টেম্বর ২০১১ ১২:৫৮ | 124.247.203.12
কন্যাকুমারী আর রামেশ্বরম একেবারেই তীর্থ যাত্রা। মন্দির ছাড়া পাওনা প্রায় জিরো। এবং সব মন্দিরস্থানের মতনই নোংরা ও ঘিঞ্জি। রামেশ্বরমে ট্রেনে গেলে পমবন ব্রীজ পরে, সেটার দু পাশেই সমুদ্র, সেটাই যা দ্রষ্টব্য। খাওয়াদাওয়া বা ভালো হোটেল অপ্রতুল।
কোচিন মায় পুরো কেরালাই ফুর্ত্তির যায়গা, প্রচন্ড অপ্রেসিভ ওয়েদার যদিও(সে ডিসেম্বরেও)। ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার খুব উন্নত মানের। ব্যাক ওয়াটার টা ফাটাফাটি।
তবে ওক্টো - নভম্বর ঐ সময়টা হোথায় বর্ষাকাল, সেটা দয়া করে খ্যাল রাখবেন। বর্ষা প্রেমিক হলে অবশ্যি অন্য কথা।
আমি পড়তেই পারবো না -- একন খালি রিভ্যু কচ্চি -- পেপারের পর পেপার -- পুজোর আগে ফ্রী হতে চাই -- মাগো, অ্যাতো পেপার ক্যানো লেখে লোকে? :(((
ডিসেম্বরে কন্যাকুমারী, রামেশ্বরম যাওয়ার আছে বাবা-মাকে নিয়ে, কাছাকাছি আর ভালো কোন দ্রষ্ট্বব্য-স্থানের খবর কারো জানা আছে নাকি?
siki | ২১ সেপ্টেম্বর ২০১১ ১১:১৩ | 123.242.248.130
আমি এখনও পড়ি নি। পরে পড়ব। অনেক ব্যাকলগ কিলিয়ার কত্তে হবে।
siki | ২১ সেপ্টেম্বর ২০১১ ১১:১২ | 123.242.248.130
যাঃ, সব্বাই কি খুব ভয় পেয়ে গেল নাকি?
dd | ২১ সেপ্টেম্বর ২০১১ ১১:১২ | 124.247.203.12
আপনেদের আগেও কয়েছি, কিন্তু আপনেরা কথা শোনেন নি। আবার কই ঃ রাত্তির ব্যালায় অ্যাতো প্যাচাল পাইরেন না। পাতার পর পাতা শুধু আদেখলা ফ্যা ফ্যা ফ্যামি। ই কী !
আমার সকাল বেলায় বড্ডো চাপ হয়ে যায়। আপিসে কাজ থাকে, মিটিন' থাকে, একগাদা ভিজিটর। তার আগে অতো পড়া সম্ভব ?
ঠাকুর কয়েছেন ওরে পোদো, কথা একটু কম কস। নইলে খাবি ক্যামনে? ভ্যাংচাবি ই বা কখন ?
siki | ২১ সেপ্টেম্বর ২০১১ ১০:২৬ | 123.242.248.130
ভেউ ভেউ।
কাল সক্কাল সক্কাল আমায় ছেন্নাই যেতে হবে।
pi | ২১ সেপ্টেম্বর ২০১১ ১০:০৩ | 72.83.92.218
এই গানটা বা এই সিনেমাটার প্রোমো টিভি চ্যানেলগুলোতে দ্যায় না ?
pi | ২১ সেপ্টেম্বর ২০১১ ১০:০০ | 72.83.92.218
সুমন নিজের কলামন্দিরের ফি বছরের অনুষ্ঠানের নাম দিয়েছেন, বাপের বাৎসরিক।
byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৪ | 122.172.253.24
ওঃ, গানের খাতায় আজকাল হেব্বি কঠিন কঠিন গান পড়ে দেখে, আমি আর গানের খাতা দেখি না।
pi | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৩ | 72.83.92.218
এটা তো কালই গানের খাতায় দিলুম। কেউ উচ্চবাচ্যটি কল্লোনা দেখে ভারি অবাক হলুম। এই সিনেমাটি নিয়ে ফিডব্যাক চাই। গান দেখেই ফিদা হয়ে গেছি।
pi | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫১ | 72.83.92.218
হাঃ, আমার যে কত্ত একা গ্রে হাউণ্ড , কত্ত একা চায়নাটাইউন ওভারনাইট আছে, নিউ ইয়র্কের হার্লেম এরিয়ার রাত বারোটায় পথ হারিয়ে ঘুরে বেড়ানো আছে, আর , আর যাতে কেউ টেক্কা দিতে পারবে না, সেই বাল্টিমোরে রাত আড়াইটে তিনটেতে রেগুলার বাড়ি ফেরা আছে। এখনো হপকিনসের ল্যাবে ল্যাবে আমার সে বীরত্বগাথা প্রচারিত হয়। এবারো গিয়ে শুনে এলুম। আর এরা আমাকে ভীতু বলে।
byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫১ | 122.172.253.24
বাহঃ, পাইয়ের লিংটাকে সুপারডুপার লাইকিয়ে গেলাম। খাসা ভিডিও। ঐ মরা মেয়েটাকে শিখন্ডী করার কনসেপ্টটা হেব্বি লেগেছে।
Du | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪৫ | 117.194.195.216
আমেরিকার রাতের গ্রেহাউন্ডও খুব ছমছমে। আমি একবার চড়েছি একা কানসাস থেকে ড্যালাস। হাতে সিলিন্ডার, নাকে নল, নয়তো ভুরুহীন মেকাপহীন ফ্যাকাশে জিনস পরা মহিলা, নয়তো সর্বদা জ্যাকেট পরে থাকা মানুষজন। খুবই স্টিরিওটিপিক্যাল, এমনিতে বলার কথাও না কিন্তু ঐ অন্ধকার রাত আর ঘুমন্ত রাজপথ, সুনসান বাস স্টপ সব মিলিয়ে প্রতি মুহূর্ত্তেই যেন কিছু একটা হতে পারে এরকম মনে হতে থাকে।
pi | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪৫ | 72.83.92.218
খুনের সময় গান হবে তো এইটা।
যদিও এখানে মৃত মেয়েই গুলি খেয়ে চলেছে, কিন্তু গানের তালে তালে গুলির চোটে দমকে দমকে কেঁপে ওঠাটা জাস্ট অসা।
byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪৩ | 122.172.253.24
কাঁদিস কেনে সিকি?
siki | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪২ | 123.242.248.130
ভেউ।
byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩৪ | 122.172.253.24
আহা পড়েই লেখ না! কে মানা করেছে পড়তে? আজকালকার দিনে চোখ-কান খোলা রাখা ভালো।
ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩২ | 112.133.206.18
টইটা টু গুড হয়েছে। সময় পেলে লিখে আসব।
pi | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩১ | 72.83.92.218
হেঃ, আমিও যেন কিছু জানিনা ! লিখছি না , কারণ হয়তো দেখা যাবে কমন পড়ে গেল। পড়ছিনা বলে। তখন বেকার লেখা হবে।
byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩০ | 122.172.253.24
না দু, সত্যি সত্যি বলছি। ঐ গানটা আমাদের বাড়িতে বা আমার মামার বাড়িতে বাজতেই দেওয়া হয় ন, অমনি রেডিও/টিভি বন্ধ করে দেওয়া হয়। সব্বার নাকি সেই বীভৎস খুনের কথা মনে পড়ে যায়, ঐ গানটা শুনলেই। বঁটি দিয়ে গলা কেটে, হাতুড়ি দিয়ে মাথা থেঁৎলে বাড়ির বউকে খুব করেছিল বাড়িশুদ্ধু লোকে। আর যাতে কেউ বউয়ের চিৎকার না শুনতে পায়, তাই রেকর্ড প্লেয়ারে খুব জোরে ঐ গানটা চালিয়ে দিয়েছিল।
Du | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৯:২৬ | 117.194.195.216
নদী আপন বেগে টা কোন কারণে আমার একটু ভয় ভয় লাগে। নাকি এখনই লাগতে শুরু করলো ?
byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৯:১৪ | 122.172.253.24
আমারটাও নিয্যস সত্যি ঘটনা। তখন মফস্বলে অত টিভি থাকত না বলে দেখাতে পারে নি। কিন্তু খবরের কাগজে বেরিয়েছিল। সেই বাড়িটাও আজও আছে সিউড়িতে।
Tim | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৯:১২ | 173.163.204.9
আমারটা নিয্যস সত্য ঘটনা কিন্তু। লিংকও দিতে পারি। নিউজ চ্যানেলে দেখিয়েছিলো। তোমরা নির্ঘাৎ খ্যাল করোনাই।
byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৯:১১ | 122.172.253.24
পামিতা, আমারটা শুনবে? ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত আছে কিন্তু। শুনবে নাকি?
byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৯:১০ | 122.172.253.24
আমি ছুরি দিয়ে গলা কাটার জানি না। তবে নদী আপন বেগে পাগল পারা গানটা চালিয়ে দিয়ে বঁটি দিয়ে একজনের গলা কাটার একটা সত্যিকারের ঘটনা জানি।
byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩৯ | 122.172.253.24
পামিতা, রওনা হওয়ার আগে তিমির গপ্পোটা পড়ে নিও। বলা যায় না অফিসে হয়তো পাশের ডেস্কের ছেলেটাই..... দিনকাল খারাপ। সাবধান থাকা ভালো।
byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩৭ | 122.172.253.24
সুপ্রভাত অরণ্য। বীভৎস রসের টইটা কি সত্যিই এতটাই বীভৎস হয়েছে? ঃ-O আমার আবার ওগুলো পাড়লেই খিলখিলিয়ে হাসি পাচ্ছে। কিন্তু এখন আর সময় নাই। চিকেন রেঁধে, ঘর ভ্যাকুয়াম করে দশটায় বেরোতে হবে। তাই বলে কি আর মাঝে মাঝে একটুআধটু হাত নিশপিশোবে না!
Paramita | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩৬ | 198.95.226.40
সত্যি, ব্যাঙ পারেও! যাই আপিশ রওনা হই।
byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩৪ | 122.172.253.24
আমি তো ঘুমোতে গেলুম সাড়ে চারটেয়। যেই না ঘুম এসেছে অমনি আরেকজন জেগে উঠে ঢকঢক করে জল খেতে লাগল, আমার ঘুমটা খানিকটা চটকে গেল। তিনি জল খেয়ে আবার ঘুমিয়ে পড়লেন। কিন্তু আমার ঘুম আর আসে না, যেই চেষ্টা করে আবার সাড়ে পাঁচটা নাগাদ ঘুমটা এল, উপরের ফ্ল্যাটে বরটা আর তার বৌটা জেগে উঠে তাদের নিজেদের ফ্ল্যাটের মধ্যে স্কিপিং করতে লাগল আর স্পটজগিং করতে লাগল, আর আমারও ঘরের ছাদের উপর ধুপধুপানিতে ঘুমটা একেবারে কেটে গেল।
aranya | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩৩ | 144.160.226.53
সুপ্রভাত ব্যাং। আপনার এনার্জি থেকে একটু ধার নিচ্ছি। রাত তিনটে অব্দি আজ আপিসে থাকতে হবে, মনে হয়। ওদিকে আবার সকাল নটার মধ্যে পৌঁছতে হবে ঃ-( । মাঝে ৪০ + ৪০ = ১ ঘন্টা ২০ মিনিট বাড়ী যাওয়া আসা, ভাবছি অফিসেই ঘুমিয়ে নেব কিনা। এদিকে আবার মন্দার বাজারে আমার পাশের করিডোরেই চার তলা থেকে লাফিয়ে একজন আত্মহত্যা করে মাস কয়েক আগে। বীভৎস রসের টই-টা পড়ে থেকে শুনশান অফিসে একটু গা শিরশির করছে।
byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৬ | 122.172.253.24
খুদা হাফিজ। ঘুমিয়ে পড়।
aka | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৩ | 75.76.118.96
আজকে আমার অসব্যতা পেয়েছে, তাও এইসব হাফভলি যাস্ট ব্লক করছি। আমি মনে হয় বড় হয়ে ভগমান হব। খোদা হাফেজ।
byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৮:২০ | 122.172.253.24
হুঁ। ঘুমিয়ে পড়। মাঙ্কি ক্যাপ পরে নিয়ে ঘুমো।
Abhyu | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৮:১৯ | 97.81.90.41
যাক এবার আমি ঘুমোতে চন্নু।
byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৮:০২ | 122.172.253.24
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন