এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Sankha | ২৮ সেপ্টেম্বর ২০১১ ০০:১০ | 198.45.19.95
  • নিনাদি !!!

    ফিডির 'পু-পা' (পুছো, পু-পা টা কি?) হয়ে তোমার এই জিজ্ঞাসা? কতবার এসেছো এদিকে। আরে ডাউনটাউনের এই দিকটা ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট, লোকে FiDi বলে ডাকে।

    তবে, আম্মো শুরুতে জানতুম না, ইয়েল্প দেখে দেখে শিখে গেছি। রজু বন গয়া জেন্টলম্যান!
  • Nina | ২৮ সেপ্টেম্বর ২০১১ ০০:০৫ | 12.149.39.84
  • ফিডিটা কি হে শঙ্খ ঃ-০
  • Sankha | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৯ | 198.45.19.50
  • এন কে,
    এরা গ্রীক ফুড্‌পাথ। কান মুলে দাম নেয়, তবে খেতে বেশ ভালো।

    কালকে আসবে মরক্কোর মার্গেজ নিয়ে বিস্ট্রো ট্রাক। ওফ্‌ ফিডিতে খেয়ে আনন্দ।
  • hu | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫১ | 12.34.246.73
  • পুরোনো পাড়ার গ্রীক রেস্তোরাঁতে ভারী সুন্দর আলু দিয়ে ভেড়ার পায়ের ঝোল বানাত। তারপর সেটা উঠে গেল ঃ-(
  • hu | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৭ | 12.34.246.73
  • সুনীলকে ধরার দরকার কি? টাইম ট্র্যাভেল করে খোদ বিদ্যেসাগরের থেকেই জেনে নেওয়া যায়।
  • nk | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৭ | 151.141.84.194
  • আরে শঙ্খ সুভলাকি দেখে আমি তো ভাবলাম শুভ-লাকি! কোনো আন্তর্জাতিক জয়েন্ট ভেঞ্চার! ঃ-)
  • nk | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৪ | 151.141.84.194
  • বিদ্যাসাগরও নাকি খেতেন। আর্শুলা। সত্য মিথ্যা যাচাই করতে সুনীলেরে ধরো। ঃ-)
  • Sankha | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৪ | 198.45.19.50
  • লাঞ্চে সুভলাকি থেকে একটা পর্ক পিটা আর গ্রীক ফ্রাই মেরে এলুম, ধুস, একগাদা তেলে একটা গোটা আলু ফালি ফালি করে ভেজে একটু টকনোনতা ফেটা ছড়িয়ে দিয়েছে। পর্ক পিটাটা অবিশ্যি খুবই ভালো ছিলো।

    বরং পর্ক স্টিকের বক্সটা ভালো, পাঁচটা স্টিক দেয় আর দু এক ফালি পিটা। একটু টার্টার সসও দেয়। খুবই সুস্বাদু আর হালকা লাঞ্চ।
  • hu | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৫ | 12.34.246.73
  • আর্শোলার ঝোল? সে তো আমিও কতই খাই।
  • hu | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৪ | 12.34.246.73
  • তারপর বস ঘাড়ে ধরে ফ্লু শট দিতে নিয়ে যাবে, তখন বুঝবে ঠ্যালা!
  • kumu | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৩ | 122.162.27.149
  • টিমকে দেখলেই মনে পড়ে,আর্শোলা বাটা দিয়ে চা কত আনন্দ করে খেয়েছিল,আহা,বড় ভাল ছেলে।
  • Tim | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩০ | 198.82.19.63
  • হ্যাঁ আমিও ছুটি চাই না। আগে হতো কি, কোনদিন চাইতাম না বলে ছুটি নেওয়াও হত না।
    আজকাল খালি ফুলু হয়েচে বলে দি। ঃ-)
  • pi | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৮ | 128.231.22.133
  • আরে বসকে জব্দ করার সবচে ভালো অস্তরও তো এই ভাইরাস। এরা এসবে হেব্বি ডরায়। ফুলু হয়েছে বল্লে শত হস্ত দূরত্ব বজায় রাখতে চাইবে। ছুটিও দিয়ে দ্যায় তো।
    নাকি বস ভাইরাস রেসিস্ট্যান্ট ?
  • pipi | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৮ | 129.74.191.152
  • হ্যাঁ তাহলে এই গানটাই। তবে এটা অনুপ জলোটার গলায়।
    আর ফোন! ফুলু ভাইরাসদের নিয়ে এমনি চিৎপাত হয়ে আছি তার উপরে বস ছুটি দেয় না। হা ক্লান্ত হয়ে যখন বাড়ি ঢুকি তখন আর কিচ্ছুটি করতে ইছে করে না, খেতেও না। ধপাস করে সোফায় পড়ি আর তলিয়ে যাই।
    যদি পারি কাল বিকেলে ফোনাব।
  • hu | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৫১ | 12.34.246.73
  • অফিস থেকে ইউটিউব খোলে না পিপি। বাড়ি গিয়ে দেখব। যদি গানের কথাগুলো এরকম হয় - 'গিরি, গনেশ আমার শুভকারী/ পূজে গণপতি পেলাম হৈমবতী/ চাঁদের মালা যেন চাঁদ সারি সারি' - তাহলে এটাই। ফোন করলে না তো?
  • pipi | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৯ | 129.74.191.152
  • হুচে কি এই গানটার কথা বলছ?
  • Ishan | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২২:১৫ | 117.194.41.67
  • খুবই স্লো হয়ে গেছে টই। কেউ এট্টু বাদে ঠিক না হলে একটা রিস্টার্ট মেরে দেবে?

    আমি আজ খঞ্জ।ঃ(
  • Ishan | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২২:১২ | 117.194.41.67
  • কিন্তু কুমুদিদি এ আমায় কি বলল? আমার সব দাঁত তোলা হয়ে গেছে কিনা? বিশ্বাস করেন সুধীজন, আমার অতো বয়স হয় নি। ঃ(
  • hu | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২২:০৯ | 12.34.246.73
  • আমাকে কেউ 'গনেশ আমার শুভকারী' খুঁজে দেবে?
  • nk | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৯ | 151.141.84.194
  • কিন্তু বাকীরা তো খেপে যাবেন দুখে। মানে বাকী শাশুড়ীরা ও ভবিষ্যতে হইতে পারেন এমন পোটেনশিয়াল শাশুড়ীরা। ঃ-)
  • pi | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৬ | 72.83.87.179
  • ওয়াশিংটন বাংলা রেডিও তে ওরে নবমী নিশি না হইও অবসান চালিয়ে দিয়েছে ঃ)
  • dukhe | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৪ | 117.194.229.150
  • বালাই ষাট । আমি নামাব কেন ? ওটা তো বসেরই উত্তর । বসের গিন্নির সিদ্ধান্ত ।
  • nk | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২১:৫২ | 151.141.84.194
  • দুখে আপনি শাশুড়ীদের ধূলা বালির সঙ্গে এক সারিতে নামাইলেন? আপনার বস শুনলে??? ঃ-)
  • dukhe | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৬ | 117.194.229.150
  • হঠাৎ দুখেকে ডাকাডাকি কেন ? এই তো, এখানে ।
  • kiki | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২১:৪১ | 59.93.255.170
  • নিশি,
    এখনো পড়িনি। সব বই সময় পেলেই উল্টে পাল্টে দেখছি কেবল। তবে শুরুটা আমার ভালোই লেগেছে।
  • nk | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৮ | 151.141.84.194
  • দুখে, আপনি কোথায়?
  • nk | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৭ | 151.141.84.194
  • কিকি, উনি ভ্রমণকাহিনিও লিখতেন? কেমন সেসব?
  • kiki | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৫ | 59.93.255.170
  • নিশি,
    হ্যাঁ।

    প্পন,

    সেটাই ! ঃ)
  • nk | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২১:৩২ | 151.141.84.194
  • হওয়া উচিত ছিলো। উনিই না বলতেন সাগরতীরে ঝিনুক কুড়াচ্ছেন? সম্মুখে জ্ঞানসমুদ্র পড়ে আছে?
    কথা হোলো নিউটন বিলাতে বসে এই ঔপনিষদিক জ্ঞানসমুদ্রের কথা জানলেন কীভাবে? মানে জ্ঞান আর সমুদ্র, এ দুটোকে বিলিতিরা তো মিলায় না!
  • nk | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২১:৩০ | 151.141.84.194
  • ইন্দ্রাণীদি, "সাগরবেলায় ঝিনুক খোঁজার ছলে" এটা কি নিউটনের জীবনী? ঃ-)
  • ppn | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২১:২৯ | 112.133.206.22
  • অটোরিপ্লাই বোধহয়।
  • nk | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২১:২৮ | 151.141.84.194
  • ইকমিক কুকার কি এনারই আবিষ্কার? ঠিক মতন মনে পড়ে না, কেউ কন্‌ফার্ম করুন।
  • kiki | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২১:২৫ | 59.93.255.170
  • আজ ভ্রমন পেইচি, তার সাথে একটা কচি মতন ইন্দুমাধব মল্লিকের এক জাহাজী ভ্রমন গপ্প আছে।

    এদিকে ভুতুর এক মেল এলো, ছোঁড়া সিডনি চলছে। সাবধানে যাস লিখলুম, তো কি এক ফর্মাল লেটার ভেজে দিলো।কি দিঙ্কাল! ভুতুটাও বিগরে গেলো।
  • Sankha | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২১:১১ | 198.45.19.95
  • পাই,

    অনেক ধন্যবাদ! আশায় আশায় বসে আছি ওরে আমার মন... ঃ))
  • pi | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২১:০০ | 72.83.87.179
  • শঙ্খদা, মেইল করে দেবো।
    প্পন সন্ধান দিয়েছিল। বেশ ভালো।
  • siki | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৯ | 122.177.123.43
  • সত্যি মাইরি!

    মোস্ট প্রব ওদের প্রথম সারির ডেভেলপারগুলোকে কেউ বেশি মাইনে দিয়ে তুলে নিয়ে গেছে। এখন পাতি ডেভেলপার দিয়ে ঠেকনো দিয়ে কাজ চালাচ্ছে।

    আমি তো আপডেট মারি অফিসের মেশিনে। পোষালে তবেই বাড়ির মেশিনে লাগাই। বাড়িতে এখনো চার চলছে ফাফ।
  • aka | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৭ | 168.26.215.13
  • ফায়ারফক্সটা কারা ডেভলপ করে তাদের দেখলেই কেলাব। অমন একটা ভালো প্রোডাক্টকে যাস্ট মাখিয়ে দিলে।
  • Sankha | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৪ | 198.45.19.50
  • আচ্ছা একটা জবরদস্ত অনলাইন বাংলা অভিধানের সাইট বলতে পারবেন কেউ? মানে বাংলা টু বাংলা, কোন সার্চ মারতে হবে না, জটিল কুটিল শব্দেরা পাতায় পাতায় সাজানো থাকবে, স্রেফ অ, আ, ক, খ ক্রমানুসারে।

    দুদুভাতু এই একটা পেলুমঃ
    http://dictionary.evergreenbangla.com/

    ফর্ম্যাট এই রকমই কিন্তু মেটিরিয়াল অনেক (এইভাবে পড়ুনঃ অ-নে-ক) বেশি হবে, তেমনটাই চাইছি।
  • siki | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২০:৫২ | 122.177.123.43
  • এইমাত্র টুকি মেরে বলে গেল, ফায়ারফক্স সাত নাকি অ্যাভিলেবল হয়ে গেছে!!
  • dukhe | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৭ | 117.194.229.150
  • বাচ্চাকে নিয়ে চ্যাপলিন দেখা তো ভালো । কিন্তু গপ্পোটা নাকি চুপচাপ ঝেড়ে দিয়েছে -
    http://www.anandabazar.com/27edit5.html
  • dukhe | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২০:৩২ | 117.194.229.150
  • টিম বাজেট কম রেখে রেফারি বাজেট বাড়ানৈ তো জার্মানদের ইউ এস পি ।
  • ppn | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২০:৩০ | 112.133.206.22
  • দিদি ক্ষমতায় এসেছেন তো কী হয়েছে! সায়েন্টিফিক রিগিঙের গল্প চলছে, চলবে। ঃ)
  • nyara | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২০:২৮ | 122.172.34.167
  • জার্মানরা গেল ম্যাচও রেফারিকে ম্যানেজ করে জিতল।
  • Tim | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২০:২৫ | 198.82.19.63
  • মিছিলে যাই। ফিরে এসে চালকুমড়োর ইতিহাস পড়ে নেবো।
  • Tim | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২০:২০ | 198.82.19.63
  • নীল বেসড? কেন, অপ্পন কুপ্রীত বলে?
  • pi | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২০:১৭ | 72.83.87.179
  • ঃ)

    যমরাজের প্যাদাদের পরনে জলকাচা বোমকাই সিল্কের লুঙ্গি। রংটা কুমুদির চয়েস।

    তবে রোলটা অপ্পনের হলে নীল বেসড কিছু দেখো খন ;-)
  • ppn | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২০:০১ | 112.133.206.22
  • তাকে তো সেইদিন চালকুমড়ো সাজতে হবে।
  • Netai | ২৭ সেপ্টেম্বর ২০১১ ১৯:০৯ | 121.241.98.225
  • মৌসমের আভি না যাও ছোড় কর গানটা মার্কেটে চলে এসেছে। রোব্বার পর্যন্ত খুঁজেছিলাম, পাইনি।
    দুঃখের কথা অপিস থেকে ডাউনলোড করতে পারছিনা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত