এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ০২ অক্টোবর ২০১১ ১০:০৪ | 194.126.37.78
  • পুজোর শুভেচ্ছা সবাইকে।
  • dukhe | ০২ অক্টোবর ২০১১ ০৯:৫৫ | 117.194.234.164
  • টি-টুয়েন্টি নাকি ?
  • pi | ০২ অক্টোবর ২০১১ ০৮:৫১ | 72.83.87.179
  • এবং শেষ।
  • pi | ০২ অক্টোবর ২০১১ ০৮:৫১ | 72.83.87.179
  • আমাদের পুজো শুরু ।
  • kiki | ০২ অক্টোবর ২০১১ ০৮:১৬ | 59.93.255.15
  • বাজলো তোমার আলোর বেনু
    মাতলো রে ভুবন

    যে যেমন ভাবে খুশী থাকো ভালো থাকো সেই ভাবে সবাই আনন্দে থাকো।
  • i | ০২ অক্টোবর ২০১১ ০৩:৪১ | 124.168.181.106
  • পাই,
    ভূতো পুজো দেখেছে। একটা। ভোগ খেয়েছে।তারপর হোটেলে গেছে। রাত হয়ে গেছিল।
  • pi | ০১ অক্টোবর ২০১১ ২২:৪৬ | 72.83.87.179
  • কুমুদির রিডিফমেইল কি কাজ করছে না ?

    এর আগে আমার আর হুতোর মেইলগুলো পাচ্ছিলে ?
  • pi | ০১ অক্টোবর ২০১১ ২২:৪৩ | 72.83.87.179
  • কুমুদি, মেইলে যায়নি ?

    যাইহোক, ঐ ইস্নিপসেই জুড়ে দিয়েছি।
  • kiki | ০১ অক্টোবর ২০১১ ২২:৩৪ | 59.93.197.82
  • :X
  • kumu | ০১ অক্টোবর ২০১১ ২২:৩৩ | 122.161.0.173
  • পাই,আমায় পুজোর গান কোথায় পাটালে?
  • sayan | ০১ অক্টোবর ২০১১ ২২:২৮ | 115.242.220.217
  • এগুলো কী? কিকির পেট ছেড়েছে?
  • kiki | ০১ অক্টোবর ২০১১ ২২:২৪ | 59.93.197.82
  • //////////////\\\\\\\\\\\\\\\\\
    ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
    ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
    ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    =================
  • sayan | ০১ অক্টোবর ২০১১ ২১:২০ | 115.184.38.86
  • পাইএর ওরম সরু গলা দিয়ে এরম রামধনু সুর কেং করে বেরোয় - এটা ফেবু'র চাইতেও ঘোরতর রহস্য! ঃ-)
  • pi | ০১ অক্টোবর ২০১১ ২০:০৭ | 72.83.87.179
  • সেকি, পুজো দেখছে না ?
  • indrani | ০১ অক্টোবর ২০১১ ১৯:৪৬ | 124.168.181.106
  • ভূতোবাবু সিডনি পৌঁছে গেছেন নির্বিঘ্নে। এখন হোটেলে বিশ্রাম নিচ্ছেন। ভালো আছেন।
  • pi | ০১ অক্টোবর ২০১১ ১৮:৩০ | 72.83.87.179
  • কাব্লিদা, অতই সহজ ! ওটা দেখার জন্য ফেসবুক করতে হবে ঃ)
    নইলে গুরুকে ফেসবু হতে দিতে হবে :P
  • kumu | ০১ অক্টোবর ২০১১ ১৮:১৭ | 122.160.159.184
  • পাই,সরি,মিস করে গেচি তাইলে।

    ডিডিদার ১৭/১৮ ব্যাংক অ্যাকাউন্ট!!!!!!!!!!!!!!!!!
  • kd | ০১ অক্টোবর ২০১১ ১৮:১৫ | 59.93.212.2
  • খাঁটি দুধের চা খেয়েছি, খাঁটি দুধের কফিও খেয়েছি, কিন্তু খাঁটি দুধের সিগারেট কোনোদিন খাইনি। দোকানটা কোথায় বলে দাও, এমন জিনিস জীবনে অন্ততঃ একবার খেতেই হবে। বলা যায় না, এটা স্বাস্থ্যকরও হ'তে পারে।

    সিকি কবে স্কটল্যান্ড যাচ্ছে? নিজের জন্যে আর কুমুদিদির জন্যে কয়েকটা কিল্ট নিয়ে আসতে পারে। সাহেবদের জিনিস তো, পছন্দ হ'লেও হ'তে পারে।
    ডিঃ কিল্ট যদিও মেয়েরা পরে না, তবে আজকালকার মেয়েদের ফ্যাশন যা দেখছি, মনে হয় চলে যাবে।
  • pi | ০১ অক্টোবর ২০১১ ১৭:৫৪ | 72.83.87.179
  • আর কুমুদি যে কী বলে ! তোমার লুঙ্গি, কাঠবিড়ালি নিয়ে কত্তবার আলোচনা হয়ে গেল ! একবারও বিষম খাওনি ? বিষম ঠিকঠাক পয়েন্টার হিসেবে আর কাজ করছে না, তাকে দোষ দাও। এমনকি আমি তোমাকে পুজোর গান অব্দি পাঠিয়ে দিলুম। তার বেলা ?
  • pi | ০১ অক্টোবর ২০১১ ১৭:৩৭ | 72.83.87.179
  • এদিকে ফেসবুক করলে কত্ত কী জানা যায় , তার বেলা ?

    এই যেমন আজ জানলাম, কোলকাতায় এখন খাঁটি দুধের চা,কফি, সিগারেট বিক্কিরি হচ্ছে। লোকজন দোকানের গায়ে এমতি লিখন সহ ছবি টবি তুলে অব্দি লাগিয়ে দিয়েছে।
    আশা করি, এই ফেবুর কল্যাণে একদিন বাঘের দুধের দোকানের সন্ধানটাও পাওয়া যাবে।
  • pi | ০১ অক্টোবর ২০১১ ১৭:৩৩ | 72.83.87.179
  • আমরাও কি ভাটপাড়ার প্রতিবেশী নই ? তাইলে আমরা জানিনা কেন ? কেন ? কেন ?
  • dd | ০১ অক্টোবর ২০১১ ১৬:৫৪ | 122.167.32.169
  • পাসোয়ার্ড মনে রাখায় পরিশ্রমটা কি? আমার একটি ই পাসোয়ার্ড। সমস্ত রকমের মেইল আইডি,প্রায় সতেরো আঠারোটি- ব্যাংক,মোবাইল,ইন্স্যুরেন্স হ্যান ত্যান। ওনলি ওয়ান পাসোয়ার্ড। বউ মে' প্রতিবেশী, সকলে জানে।

    তবে ফেসবুক প্রচন্ডো কঠিন। কোনো মানেই বুঝি না।
  • ranjan roy | ০১ অক্টোবর ২০১১ ১৬:২৫ | 14.99.135.46
  • দুখেবাবুরও ফেসবুক কটিন লাগে? আনন্দিত, হর্ষিত, পুলকিত, গর্বিত হলাম।
    আমাকে সবাই হ্যাটা করে। ক্ষী ক্ষান্ড! ফেসবুকে আসেন না কেন?
    আমি যতবারই যাই পাসওয়ার্ড ভুলে যাই। নতুন বানাতে যাই, কিসব ইরি-মিরি-কিরি( ডিডির থেকে ধার নেয়া) হয়। শেষ মুহুর্তে দরজা খোলে না। যেন গিন্নি রেগে গেলেন।
    সেদিন সিকির দেয়া পাওলির লিংক
    চুপেচাপে দেখবো ভাবলাম। খালি শিবু দেখবে কেন? ওতো বিদেশে থাকে, আমি অন্ততঃ দেশে থাকি, আমার রাইট বেশি।
    কিন্তু কোথা থেকে ই-স্নিপ্সের সঙ্গে
    ফেসবুক জুড়ে গেল, আমার আর পাওলি-দেখা হলনি। এর জন্যে ফেসবুক দায়ী!
  • ppn | ০১ অক্টোবর ২০১১ ১১:৩০ | 112.133.206.18
  • আমারো তো ছুটি নেই (দশেরার দিনে বাদে)। কিন্তু তাও দুইদিন আপিস যাবো (অ্যাফারমেটিভ অর্থে)। ঃ)
  • kumu | ০১ অক্টোবর ২০১১ ১১:১৫ | 122.160.159.184
  • গোটা হপ্তা ছিলাম না/খুব কম এসেচি,কিন্তু কেউ মিস করে নি আমায়,ভেউ।পুজোতে ছুটি নাই একদিনো,ভেউ ভেউ।কাল সেল থেকে গুরু খুলে দেখলাম,ফরিদা,সিকি বাড়ী যাচ্চে,ভেউ,ভেউ,ভেউ।

    যাগ্গে,কেই বা আমার রোদন শুনবে,এই অরণ্যে।

    সকলকে অনেক শারদ শুভেচ্ছা।অনেক আনন্দ করো,ঠাকুর দেখো,ভালবাসার মানুষদের সঙ্গে খুব ভাল করে থেকো পুজোতে।
    আর খাওয়াদাওয়া এট্টু বুঝে শুনে করো।
  • ppn | ০১ অক্টোবর ২০১১ ১১:০১ | 112.133.206.18
  • * ক্রো
  • ppn | ০১ অক্টোবর ২০১১ ১১:০১ | 112.133.206.18
  • মাইরোতে হুহা ভাপা ইলিশ হয়।

    কিন্তু, কে জানতে চাইছে? পিপি? হায়, এমন দিনও দেখতে হল পিপি মাছের রেসিপি চাইছে!!

    ঃ-)
  • Abhyu | ০১ অক্টোবর ২০১১ ০৯:১৯ | 97.81.103.12
  • সর্ষেবাটাতে একটু বীভৎসরস দিয়ে উলুতপ্লুত করবে?
  • pi | ০১ অক্টোবর ২০১১ ০৮:৪৯ | 72.83.87.179
  • হ্যাঁ, আমি ঐ সর্ষেবাটার টইতে খাতা খুল্লুম বলে।
    একবার করে বীভৎস রস আপডেট হলেই ঠিক করেছি, আমি সর্ষেবাটাকে আপডেট করবো।
  • dukhe | ০১ অক্টোবর ২০১১ ০৮:৩৭ | 117.194.227.98
  • পাই, এবার কাঁঠালের বিরিয়ানির রেসিপিটাও হয়ে যাক ।
  • Du | ০১ অক্টোবর ২০১১ ০৮:৩৬ | 117.194.196.152
  • চ্যাটার্জীরা হেরেছে সুপ্রীম কোর্টে
  • pi | ০১ অক্টোবর ২০১১ ০৮:৩৫ | 72.83.87.179
  • পিপি,সর্ষে, সর্ষের তেল, নুন, হলুদ, কাঁচালংকা দিয়ে মাখিয়ে ঢাকা দেওয়া পাত্তরে ৭-৮ মিনিট বসিয়ে দিলে নাকি হয়ে যেতে পারে। ওঃ, কালে কালে কী হলো, আমিও ইলিশের রেসিপি দিচ্ছি !
    তবে, আমি না, এটা শাশুড়ি কয়েছে। অতএব ফ্লপ হলে আমার দোষ না।
  • pi | ০১ অক্টোবর ২০১১ ০৮:২৭ | 72.83.87.179
  • এটা অনেকদিন আগেও বেরিয়েছিল না ? ৫ এ ১ টা বোধহয় নতুন।
  • dukhe | ০১ অক্টোবর ২০১১ ০৮:২৩ | 117.194.227.98
  • ফেসবুকটা বরাবরই আমার বেজায় কঠিন লাগে । বন্ধই করে দিতে হবে দেখছি ।
  • aka | ০১ অক্টোবর ২০১১ ০৭:৫৫ | 75.76.118.96
  • Facebook is linked to one out of every five DIVORCES in the United States!
  • nk | ০১ অক্টোবর ২০১১ ০৫:৪২ | 151.141.84.221
  • আরে অভ্যু, কী বলি, অনেক অনেক ধনিয়বাদ।
    খুবই ভালো। এদিকে এখানে একেবারে মেঘ ঘনিয়ে এসেছে। আনপ্রেডিক্টেবল ব্যাপার সব। ঃ-)

    বড়াই, সাবধানে। আমার ঘনিষ্ঠ আত্মীয় এক ষাটোর্ধ ভদ্রলোক বাংলাদেশে নিজের গ্রামে বেড়াতে গিয়ে একেবারে লাগাম ছেড়ে লাফিয়ে ঝাঁপিয়ে একশা হয়েছিলেন। এ গতবছরের কথা। যতদিন ওখানে থাকা ততদিন নাকি তিনি আট-দশ বছরের বালকের মতন আচরণ করেছিলেন। তেনার স্ত্রী ও পুত্র অনেক কষ্টে তেনাকে সামলে সুমলে আস্তো ফেরৎ এনেছেন। ঃ-)
    শুভেচ্ছা রইলো বড়াই।
  • I | ০১ অক্টোবর ২০১১ ০৫:২০ | 14.96.132.235
  • দে-র বাড়ি সোদপুর মোড়ে মানে কী, পেনেটি -সোদপুর? তালে তো আপনি আমার পরশী হন ! ঃ)

    বন্ধুরা, বিদায় বিদায় শোক -অশ্রুজল ইত্যাদি। ভালো থাকবেন। চল্লাম। টা টা !
  • Abhyu | ০১ অক্টোবর ২০১১ ০৫:০২ | 97.81.100.52
  • যদিও এটা শরতের গান নয় কিন্তু প্রবাসী লোকের ভালো লাগতে পারে ঃ)
    নইলে বোলো "কোন খ্যাপা শ্রাবন ছুটে এলো - আশ্বিনেরই আঙিনায়" দিয়ে দেবো - তোমার মুডের সাথে মিলিয়ে যাবে
  • pipi | ০১ অক্টোবর ২০১১ ০২:৩৮ | 129.74.191.152
  • মাইক্রো তে ভাপা ইলিশ হয়? কি করে হয় একটু বলে দেবে কেউ?
  • Abhyu | ০১ অক্টোবর ২০১১ ০১:৫৯ | 128.192.7.51
  • তোমার জন্যে একটা গান ভেবেছি। কিন্তু পেতে একটু দেরি হবে। আপাতত এইটা শোনো - আমার সবচেয়ে প্রিয় গান http://www.stat.uga.edu/]amandal/personal/n1.wma
  • nk | ০১ অক্টোবর ২০১১ ০১:০৬ | 151.141.84.194
  • নিনা,
    পুজোয় আর কী করবো। কাছাকাছির বন্ধুদের সঙ্গে বেড়াবো। ঃ-)
    প্রত্যুষা তো নিরুদ্দেশ। ঠিকানাও জানা নাই। ঃ-O

    কিন্তু আমি মিস করছি ডিডিকে। সেই রুটি দিয়ে কলা জড়িয়ে খেয়ে ফেলে "আপনাদের কল্যাণ হোক" বলা, ভীমবেঠকার গুহায় পোস্তোবাটার বর্ণনা দেওয়া, সেসবের এফেক্টই আলাদা। ঃ-)
  • Nina | ০১ অক্টোবর ২০১১ ০০:৫৯ | 12.149.39.84
  • ঃ-))
    বেঙীটা সত্যি তো গেল কই?

    আরে পুরুষ সিংহ , সিংহি দেখলে আর নড়েনা রে--যা যা ঘুনু কর
  • aka | ০১ অক্টোবর ২০১১ ০০:৫৯ | 168.26.215.13
  • কিন্তু বেঙী কোথায় গেল?
  • kiki | ০১ অক্টোবর ২০১১ ০০:৫৬ | 59.93.241.110
  • গর্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র

    ঘুমোতে গেলুম।

    তাও টই শেষ হলো না।ব্লগ তো দুরস্ত! যখন আমার অফুরন্ত সময় তখন হতচ্ছাড়ার দল লেখেই না। আমি গালে হাত দিয়ে রিফ্রেস করে মরি।

    এদিকে এত অপ্রেসিত হচ্ছি আর এত বেঙীকে মিসাচ্ছি বলার নয়।আর সেসব দীর্ঘ গল্প লেখার সময় পাচ্ছিনা বলে পেটু ফাঁপছে। ক্ষী জ্বালাতন! ডিডিদাদা কোথায় হারিয়ে গেলেন? অনেকদিন দেখছি না যে!

    না যাই।নইলে কাল বিকেলে ঘুম থেকে উঠবো।আর বেচারীরা বড় দুর্দশায় ভুগবে। এই বাঙালী পুং সিংহরা একা থাকলে স্বাবলম্বী থাকে কি করে এটা আমার কাছে বিরাট এক প্রশ্ন।
  • achintyarup | ০১ অক্টোবর ২০১১ ০০:৫৫ | 121.241.214.34
  • ততদিনে হয়তো বড় হয়ে যাবে। কমপ্লান খায় নিশ্চয়ই
  • Nina | ০১ অক্টোবর ২০১১ ০০:৪৯ | 12.149.39.84
  • তখন কিকিয়ার আর একটা নতুন ফ্রক হবে, চিন্টুবাবু??
  • achintyarup | ০১ অক্টোবর ২০১১ ০০:৪৭ | 121.241.214.34
  • দেড় মাস পরেই শিশুদিবস
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত