এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ১৩ অক্টোবর ২০১১ ০১:৪২ | 115.184.113.138
  • এই উইকেন্ডে দেখার লিস্টিতে আছে "জু কীপার' আর "দ্য স্মার্ফস'।
    এদিকে বদসঙ্গে পড়ে "মেরে ব্রাদার কি দুলহন' দেখতে গিয়ে সারাটাক্ষণ শুধু সামনের সীটে চলতে থাকা সিনেমা দেখে গেলাম। নেতাইএর রিভ্যু পড়ে মনে করার চেষ্টা করে দেখি ছাই কিছুই মনে এলো না! ঃ-(
  • kk | ১৩ অক্টোবর ২০১১ ০১:৩৮ | 107.3.242.43
  • না, এই সপ্তাহে দেখব কয়েকটা।
  • sayan | ১৩ অক্টোবর ২০১১ ০১:৩৬ | 115.184.113.138
  • অবশ্যই দেখেছি। গত সপ্তাহেই। ঃ-)
    "হল পাস' দেখেছো?
  • rimi | ১৩ অক্টোবর ২০১১ ০১:৩৬ | 168.26.205.19
  • ঐ টইতে লেখা যাচ্ছে না, তাই পাইরে এখেনেই জবাব দেই।

    হতেই পারে ভুঁড়ির স্টেটমেন্ট বাঙালী মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য (যদিও কারণ আলাদা), কিন্তু সেটাও আমাকে বলতে হবে কেন রে বাবা? এইটা তো রিদ্ধির বলার কথা। অবিশ্যি বলেন নি যে তাও নয় ঃ-)))
  • kk | ১৩ অক্টোবর ২০১১ ০১:৩৩ | 107.3.242.43
  • সায়ন, 'হরিব্‌ল বসেস' দেখোনি?
  • sayan | ১৩ অক্টোবর ২০১১ ০১:৩২ | 115.184.113.138
  • কী সাংঘাতিক দাঁড়াশি স্টেটমেন্ট একখানা! ঃ]
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ০১:৩২ | 151.141.84.194
  • মাঝখান থেকে আশুরচনা, উপজ, কারুকলার বিচ্ছিতি, হেত্বাভাস এসব বিষয়ে আর জ্ঞানলাভই হোলো না।
    "জ্ঞান আমার হইলো না আদায়----"
    ডিডি কোথায়?
  • Tim | ১৩ অক্টোবর ২০১১ ০১:২৭ | 198.82.26.24
  • প্রত্যেকটা পোস্টই একেকটা মেসেজ, ইয়ার্কি মেরোনা। আমি এখন থেকে শুধুই মেসেজ লিখবো ভাবছি। সব এসেমেস পোস্ট।
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ০১:২৭ | 151.141.84.194
  • নতুন টই খোলো, মেধাপাচারের টই লিমিট ক্রস করে গেছে। ঃ-)
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ০১:২৫ | 151.141.84.194
  • আমি রিদ্ধি স্টাইলে গুড বলতে গিয়ে আরেকটু হলেই কেলো করে ফেলেছিলাম আরকি! ঃ-)
  • Tim | ১৩ অক্টোবর ২০১১ ০১:২৪ | 198.82.26.24
  • কলিদি,
    ঃ-))
  • sayan | ১৩ অক্টোবর ২০১১ ০১:১৯ | 115.184.113.138
  • "ফ্রেন্ডস উইথ বেনিফিটস' দেখলাম। এমন কি "মিঃ পপার'স পেঙ্গুইনস'ও দেখলাম।
    নত ব্যাদ। (রিদ্ধি স্টাইল) ঃ-)
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ০১:১৫ | 151.141.84.194
  • ঝেড়ে পোস্ট করতে থাকো ওখানে, সাবকনশাস কনশাস আন্‌কনশাস-সব। ঃ-)
  • kk | ১৩ অক্টোবর ২০১১ ০১:০৯ | 107.3.242.43
  • খুবই গুরুত্বপূর্ণ, নইলে আমার মত লোক দু দুটো পোস্ট করে ফেলে?! তবে সাবকনশাস মাইন্ড ও স্বপ্ন ইত্যাদি নিয়ে দেদার পড়ে টড়ে দেখেছি আমি নাকি নিজের মতামত খুবই চেপে রাখি, ফল স্বরূপ কিছু বিশেষ ধরণের দুঃস্বপ্ন দেখি। তাই ভাবলাম কিছু করা দরকার ঃ-)।
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ০১:০৪ | 151.141.84.194
  • টিম, ঠিকই কইলে। সত্যি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ঐ টইতে। (গম্ভীর মুখের ইমো)
  • rimi | ১৩ অক্টোবর ২০১১ ০০:৫২ | 168.26.205.19
  • কেকে, আমি বলব আর্য্যকে।
  • kk | ১৩ অক্টোবর ২০১১ ০০:৪৭ | 107.3.242.43
  • রিমি, আর্য্যর মায়ের শরীর খারাপ শুনে খারাপ লাগছে। শুভকামনা জানালাম।
  • ppn | ১৩ অক্টোবর ২০১১ ০০:৪৩ | 112.133.206.22
  • চাপ কাটানোর একটাই উপায়। সান ডিয়েগো চলে যাওয়া কিছুদিনের জন্য।

    কিন্তু এইখানে অসংখ্য বন্ধনমাঝে জড়িয়ে আছি।

    রিপ্লাই দিয়েছি।
  • sayan | ১৩ অক্টোবর ২০১১ ০০:৪১ | 115.184.113.138
  • চাপ নেই, রয়ে সয়ে খোলো।
    আমারও এক অবোস্তা। দোকান পাল্টালে চাপ এমনি হয় কে জানত! ঃ-(
  • sayan | ১৩ অক্টোবর ২০১১ ০০:৩৯ | 115.184.113.138
  • ভপাই আছো? আজ না একখানা অ্যাইসা ছবি দেখলাম, দেখে থেকে ফ্যাক ফ্যাক করে হেসে চলেছি। তোমারও ভালো লাগতে পারে। উৎসাহী হলে বোলো। ঃ-)
  • ppn | ১৩ অক্টোবর ২০১১ ০০:৩৭ | 112.133.206.22
  • সোসন চলছে রে। মেল খোলা হয় নাই।
  • sayan | ১৩ অক্টোবর ২০১১ ০০:৩৭ | 115.184.113.138
  • এই যে, বলতে বলতেই।
  • sayan | ১৩ অক্টোবর ২০১১ ০০:৩৬ | 115.184.113.138
  • কুপ্রীতকে মেইল ভেজলাম কিন্তু যথারীতি উত্তর দেয় নাই। দেবে কোদ্দিয়ে, লুসি লু কে ছেড়ে আসুক আগে।
  • ppn | ১৩ অক্টোবর ২০১১ ০০:৩৫ | 112.133.206.22
  • সান্দা, কেমন আছিস?
  • sayan | ১৩ অক্টোবর ২০১১ ০০:৩৩ | 115.184.113.138
  • হাসি! হাড় হিম হয়ে গেল দুচার্টে পোস্তো পড়ে। বাপ্‌রে!
  • Tim | ১৩ অক্টোবর ২০১১ ০০:৩১ | 198.82.26.24
  • হেসোনা। একটা গম্ভীর বিষয় নিয়ে তক্কো হচ্ছে....
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ০০:১০ | 151.141.84.215
  • সব্বলোকে দেখি সব ছেড়ে মেধা পাচারের টইতে। হি হি হি ঃ-)
  • nk | ১২ অক্টোবর ২০১১ ২৩:৫২ | 151.141.84.215
  • অভ্যু, নতুন কোনো গান দেবে?
  • rimi | ১২ অক্টোবর ২০১১ ২৩:১৯ | 168.26.205.19
  • মনে পড়েছে, থ্যাংকু। ঃ-))) ইস্‌স, সত্যিকারের যাযাবর হওয়া হল না এখনো, তবে কোনো একদিন হবে এই আশা রাখি।
  • Tim | ১২ অক্টোবর ২০১১ ২৩:১৮ | 198.82.26.24
  • ক্যানো, ছি গুলো কে ছে করে নিলেই তো চুকে যায়।
  • sayan | ১২ অক্টোবর ২০১১ ২৩:১৬ | 115.184.113.138
  • রিমি এক যাযাবর? সেকী!
  • Paramita | ১২ অক্টোবর ২০১১ ২৩:১০ | 198.95.226.40
  • সে বড় ঝামেলার। ফার্স্ট পার্সন থেকে থার্ড পার্সনে নিতে গিয়ে ছন্দ মেলাতে ঝামেলা। তার চেয়ে রিমিই গাইছে ধরে নিয়ে কবি রচনা করেছেন ভাবলে "আমি" রাখতে কোন অসুবিধা নেই।
  • rimi | ১২ অক্টোবর ২০১১ ২৩:১০ | 168.26.205.19
  • কোন গান বাতাও। আমি ভুপেনবাবুর "গঙ্গা আমার মা" আর "বিস্তীর্ণ দুপারের" ছাড়া আর কিছুই জানি না।
  • Tim | ১২ অক্টোবর ২০১১ ২৩:০৭ | 198.82.26.24
  • আমি কেটে রিমি লিখতে হবে। এবং ঐ ঐভাবে গ্রামার পাল্টাতে হবে। অবশ্য প্যারডি না, বলা যাক অন্য ভার্সান। ঃ-)
  • Paramita | ১২ অক্টোবর ২০১১ ২৩:০৪ | 122.172.35.138
  • প্যারডি কোথায়? আসলটাই তো রিমিকে নিয়ে লেখা।
  • hu | ১২ অক্টোবর ২০১১ ২৩:০৪ | 12.34.246.73
  • বার্ণস অ্যান্ড নোবেলসে গেছিলাম। কিছু বই বেশ মজার লাগল। কিন্তু মুশকিল হল সাড়ে পাঁচ বছরের জন্য সেগুলো বেশি হালকা বা বেশি ভারী হয়ে যাবে কিনা বুঝতে পারছি না। একদম ছোটদের (১ - ৩ বছর) সেকশান খুঁজে পেলাম, আর তারপরেই ৯ - ১২ বছরের সেকশন, মাঝের বয়েসগুলো কোথায় লুকিয়েছিল কে জানে! ঃ-(
    তোমার বইগুলো দেখব এবার খুঁজে।
  • Du | ১২ অক্টোবর ২০১১ ২৩:০৩ | 117.194.208.105
  • বিখ্যাত গানটা S কে নিয়ে। কারন রিমি তো মার্ক টোয়েনের সমাধিতে বসে মার্ক টোয়েনেরই কথা ভাবে ঃ)
  • nk | ১২ অক্টোবর ২০১১ ২৩:০১ | 151.141.84.194
  • আমি খুব প্রাশ্নেয় হয়ে আছি। ঃ-)
    ডিডি, লুই ভুইতন, জিমি চু--- এনারা কারা?
  • Du | ১২ অক্টোবর ২০১১ ২২:৫৮ | 117.194.208.105
  • প্রশান্ত ভূষণকে একটা লোক ক্যামেরার সামনেই মারপিট করলো !
  • Tim | ১২ অক্টোবর ২০১১ ২২:৫১ | 198.82.26.24
  • আজকের কুইজঃ রিমিদিকে নিয়ে ভূপেন হাজারিকার বিখ্যাত গানের প্যারডি আছে। কোন গান?
  • rimi | ১২ অক্টোবর ২০১১ ২২:৩১ | 168.26.205.19
  • হু, যদি তার নিজের পড়ার উৎসাহের জন্যে কিনতে হয় তাহলে সহজ বই নেওয়া উচিত, যেগুলো সে নিজে পড়তে পারবে। এদেশে যেসব বাচ্চা নিজে পড়তে শিখছে, তাদের জন্যে বিভিন্ন লেভেলের বই পাওয়া যায় - reading level 1, reading level 2 ইত্যাদি। বার্ন্স অ্যান্ড নোবেলসে দেখতে পাবে।

    আমার ছেলের নিজে পড়ার ক্ষেত্রে প্রথম পছন্দ ছিল ডঃ সিউসের বইগুলো - Ten apples on top, Cat in the hat, Miles and miles for reptiles, Map on Lap, Hop on pop ইত্যাদি। সব বার্ন্স অন্দ নোবেলসে পাবে। এছাড়া P.D.Eastmanএর কিছু বই আছে যেমন Where is my mother, Best Nest এগুলো ও সাম্পান খুব ভালোবাসত পড়তে। সাম্পানের ক্ষেত্রে দেখেছি, ও মজার বই, জন্তুজানোয়ারের বই পড়তে বেশি ভালোবাসত যখন প্রথম পড়তে শিখল। রাজা রানী, ডাইনি, দৈত্য এসবের গল্প একদম পছন্দ করত না, এখনো করে না।
  • nk | ১২ অক্টোবর ২০১১ ২২:২৯ | 151.141.84.194
  • মেইলের লিমিট ক্রস করে গেছে???? ঃ-O
  • Tim | ১২ অক্টোবর ২০১১ ২২:১৯ | 198.82.26.24
  • ঃ-)
  • pi | ১২ অক্টোবর ২০১১ ২২:১৯ | 128.231.22.133
  • অ্যাটাচমেন্ট হলে আসবে না মনে হয়।
    আমি নিজেই আর মেইল করতে পারছিনা। ঃ(
  • hu | ১২ অক্টোবর ২০১১ ২২:০৪ | 12.34.246.73
  • রিমিদির জন্য একটা প্রশ্ন আছে। আমার বন্ধুর সাড়ে পাঁচ বছরের ছেলের জন্য কিছু গল্পের বই সাজেস্ট করবে? এরা কোলকাতায় থাকে আর ছেলেটি এখনও নিজে নিজে বই পড়তে খুব একটা উৎসাহী নয়। এদেশের বই হলেই হবে। আমি নিয়ে যাব।
    প্রশ্নটা রিমিদিকে করা হলেও অন্য কেউ ইনপুট দিলেও খুব উপকার হয় ঃ-)
  • Tim | ১২ অক্টোবর ২০১১ ২২:০৩ | 198.82.26.24
  • আব্বে একটা অ্যাটাচমেন্ট ছিলো। ( রেফঃ নেত্য)
  • pi | ১২ অক্টোবর ২০১১ ২১:৫৭ | 128.231.22.133
  • না না, তিমিরে কিছু বলি নাই ঃ)
  • pi | ১২ অক্টোবর ২০১১ ২১:৫৭ | 128.231.22.133
  • নিনাদি, তুমি যে তিমিরে আমিও সে তিমিরেই ঃ)
  • pi | ১২ অক্টোবর ২০১১ ২১:৫৬ | 128.231.22.133
  • টিম, না তো।

    তবে বড় কোন মেইল হলে আসবে না। মেইলবাক্সো কেবলি উপচে পড়ছে ঃ(
  • Tim | ১২ অক্টোবর ২০১১ ২১:২৮ | 198.82.26.24
  • নীনাদি,
    আসতে পারছিনা গো। এবারেরটা খুব মিস করবো। ঃ-(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত