এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Kaju | ১৯ অক্টোবর ২০১১ ১১:৩১ | 59.163.201.173
  • কালই তো বেশ কয়েকবার সাড়া দিলুম।

    পরশু আমার এই দোকানে লাস্ট দিন। ফর্ম-টর্ম জড়ো করে পারের খেয়ার পানে চক্ষু মেলিয়া বসিয়া আছি। ও মাঝি, কদ্দূর?
  • kumu | ১৯ অক্টোবর ২০১১ ১১:২৯ | 122.160.159.184
  • ব্যাং,আমিও বকব কিন্তু।

    কাজু,পুরোনো ভাট পড়ো,আমিও লিকেচি কাজু, নেতাইকে দেখলেই চ্চড়ি বানাতে সাধ যায়।
  • byaang | ১৯ অক্টোবর ২০১১ ১১:২৭ | 122.172.249.212
  • কাজু, তাহলে আমি কেন তোর পোস্টগুলো দেখতে পেলাম না। অবিশ্যি আমিও আজ বেশ কিছুদিন পরে এলাম।
    আমি ইউটিউবে একটা ভালো সিনেমা দেখলাম - পিঞ্জর। ভালো বেশ।
  • byaang | ১৯ অক্টোবর ২০১১ ১১:২৫ | 122.172.249.212
  • আর হ্যাঁ, এই পোস্টটা কেসিকে। ফেসবুকে মেসেজ দেখেছি। এইখানে রিপ্লাই দিয়ে দিলাম।
  • Kaju | ১৯ অক্টোবর ২০১১ ১১:২৪ | 121.244.209.245
  • ব্যাঠি, কু-ও-থা-আ-য়, রোজই আসি তো। কেহ পাত্তা দেয় না, একা একা ভাট বকি, আবার ফিরিয়াও যাই উদাসচিত্তে।
  • byaang | ১৯ অক্টোবর ২০১১ ১১:২৪ | 122.172.249.212
  • ওরেঃ বাপ রে! টইতে ব্রতীন এসে গ্যাছে। আমি এবার মানে মানে কেটে পড়ি। আমি ভাটাচ্ছি দেখলেই ব্রতীন প্রবল বকাবকি শুরু করে দেবে।
  • Kaju | ১৯ অক্টোবর ২০১১ ১১:২২ | 121.244.209.245
  • কিকিদি,
    নাআআআআআআ....

    কাল থেকে দুবার এই বিচ্ছিরি ঃ-X সাইনটা আমারে দেখাইল কিকিদি। ঃ-((
  • byaang | ১৯ অক্টোবর ২০১১ ১১:২২ | 122.172.249.212
  • হ্যাঁ রে কাজু, তোর এত তেল কীসের র‌্যা? আসিস না কেন আজকাল এদিকে?
  • Kaju | ১৯ অক্টোবর ২০১১ ১১:২০ | 121.244.209.245
  • ওঃ আজ আমার যে কী আনন্দের দিন ! আমি মার্কেটে নাই, তবু আমার কথা কেহ ভাবিতেছে (হোক না গাল দিবার নিমিত্ত, তাহাই বা কম কী?)

    থাংকু কিকিদি আর ব্যাঠি (পুরাতন নাম ভুলি নাই ;-)) )।
  • kiki | ১৯ অক্টোবর ২০১১ ১১:২০ | 59.93.205.44
  • কাজুউউউউউউউউউউউউউউউউ........:X

    ডিডিদাদা টকের কথায় এত ভয় খায় কেন বুঝিনা। এদিকে আজ বাড়ীতে দক্ষিনি ইস্টাইলে মুর্গী হবে। তেঁতুল গোলা হচ্ছে দেখে মন ভালো হয়ে গেছে। রান্নাঘর তোলপার নিয়েও আমি রা কাড়ছিনা।
  • byaang | ১৯ অক্টোবর ২০১১ ১১:১৭ | 122.172.249.212
  • *শ্রাবণ
  • byaang | ১৯ অক্টোবর ২০১১ ১১:১৭ | 122.172.249.212
  • *তাদের, *লাগলুম
  • byaang | ১৯ অক্টোবর ২০১১ ১১:১৬ | 122.172.249.212
  • বাঃ আমি আগের পোস্টে যখন নেত্যকে গালি দিচ্ছিলাম, তখনি কাজুর কথা ভাবছিলুম, পোস্ট সাবমিট করা মাত্তর কাজুর দেখাও পেয়ে গেলুম।
  • byaang | ১৯ অক্টোবর ২০১১ ১১:১৫ | 122.172.249.212
  • হ্যাঁ নেতাইটা ভারি ইয়ে হয়েছে, ওটার একটা কিছু ব্যবস্থা করতে হয়।
    আমি এবার কোলকেতা গিয়ে তোমার পরামর্শমতন ইচ্ছে দেখে এলুম, প্রিয়া অব্দি যেতে হয় নি, আমাদের হাতিবাগানের মোড়েই স্টার থিয়েটারে ইচ্ছে দেখে এলুম। দেখেটেখে শিউরে উঠলুম।
    আর তারপর বাইশে শ্রবণ দেখলাম সিটি সেন্টারে। সেটা দেখার জন্য কেউ আমার সাথে যেতেই চাইছিল না। মাকে জীবনান্দর কবিতা এইসব বলে লোভ দেখিয়ে প্রায় পটিয়ে এনেছিলাম, তখনি কাকিমা শত্রুতা করে বলে বসল ""না না ওটায় অনেক খুন আছে'' বলে। যাওয়ার মুহুর্তে ভাই আরো খানিকটা শত্রুতা করে কে খুনী, সেটাও বলে দিল। হলে ঢুকে দেখি পাশে তিনটে সদ্য গোঁফ-ওঠা স্কুলছাত্তর, যারা ভয়ানক আওয়াজ করে পপকর্ন খাচ্ছিল। আমি টাদের পুরো সিনেমাটা ধরে ভয় দেখাতে লাঅগলুম, ""আর আওয়াজ করলেই কে খুনী বলে দেব'' বলে।
  • Kaju | ১৯ অক্টোবর ২০১১ ১১:১৪ | 121.244.209.245
  • কিকিদি (১০ঃ৫৮) অ্যাদ্দিনে নতুন একটা খবর কাগজ বার করার স্টেজে এলো। 'ভ্রম সংশোধন' ইজ দ্য মেন ক্রাইটেরিয়া।
  • Netai | ১৯ অক্টোবর ২০১১ ১১:১৩ | 121.241.98.225
  • অর্কুট এখোনো চলছে? বন্ধ হয়ে যায়নি?
    আশ্চর্য্য।
  • Netai | ১৯ অক্টোবর ২০১১ ১১:১১ | 121.241.98.225
  • তৃ-প-বু-ভূ দেখে ইস্তক মনটা কেমন ফুরফুরে হয়ে আছে।

    সকালটা সুপ্রভাত হয়ে গেলো।
  • kiki | ১৯ অক্টোবর ২০১১ ১১:১০ | 59.93.205.44
  • ইন্দ্রানী,
    ল্যাক্টোজ ইন্টলারেন্সে তো এক মাত্র দই ই খাওয়া যায় দুধের প্রোডাক্টের মধ্যে। আমার ছেলের দেড় বছর বয়স থেকে ধরা পরে(এখন যদিও অনেক কিছু খেতে পারে) আর বরের কলেজ সময় থেকে।দুজনের ক্ষেত্রেই ডাক্তার তাই বলেছিলেন। আর তাতে কোনো অসুবিধাও হয় না।
  • kiki | ১৯ অক্টোবর ২০১১ ১১:০৭ | 59.93.205.44
  • অ! পাই আগেই বলে দেছে।

    ব্যাঙ ,
    শরীর ঠিক আছে?সত্যি খুব মিসাচ্ছিলাম তোমাকে।ঃ)
  • Du | ১৯ অক্টোবর ২০১১ ১১:০৭ | 117.194.196.217
  • মেল না, ওর্কুটে মেসেজ করিয়াছিলাম।
  • byaang | ১৯ অক্টোবর ২০১১ ১১:০৬ | 122.172.249.212
  • দু, তুমি কি আমাকে মেল করেছিলে? আমি জিমেল খুলতে পারছি না, কী একটা যেন সাট্টিফিকেট চটকে গেছে। আপাতত ফেসবুকের মেসেজই ভরসা।
  • Du | ১৯ অক্টোবর ২০১১ ১১:০৫ | 117.194.196.217
  • সাদা জিলিপি ইত্যাদি পেয়ে গেলাম তো। আর কি চাওয়ার আছে ঃ) হ্যাঁ নেতাইকে ফাপব্‌কারে'র রিভ্যুটা শেষ করতে যদি একটু 'বলে ' দাও।
  • byaang | ১৯ অক্টোবর ২০১১ ১১:০৪ | 122.172.249.212
  • না না, এখনো আসে নি। তবে আসবে। নিশ্চয়ই আসবে।
  • kiki | ১৯ অক্টোবর ২০১১ ১০:৫৮ | 59.93.205.44
  • জ্যানগ্যান,
    কাল ভুলভাল তথ্য পরিবেশিত করার জন্য দুঃখিত।সুপারমার্কেট পোড়ে নাই। কেবল শরৎ সদন পুড়িয়াছে। আজ সকালে তার দাঁত বের করা ছাদ দেখতে দেখতে বাড়ী এলুম।

    এদিকে সুপারমার্কেটের নীচে ব্যান্ডবক্সে পর্শু তিনি তাঁর সমস্ত ভালো জামা কাপড় কাচতে দিয়ে এসেছিলেন মিটিন যাবেন বলে।কাল সন্ধেতে মাথায় হাত রেখে বসে ছিলেন।(বুঝিনা বাপু এসময় লোকে মাথায় হাত দ্যায় কেন? বরম নতুন জামা কেনা হবে বলে আনন্দ করার কথা তো)আর আমি সেসময় সেই হা হুতাশ শুনে ফ্যাকফ্যাকিয়ে হাস্যরত ছিলাম । তখন আবার শুনলাম তাঁর দুঃখু নাকি শুধু নিজের জামা কাপড়ে সীমাবদ্ধ নহে। বরম লোকের গুচ্ছ দামী কার্পেট কাচতে দেওয়া দেখে এসেছে। সেই ভেবে দুঃখিত। তারপর এক ভস্ম করে দেওয়া দৃষ্টি ও সইতে হয়েছে অবশ্য।
  • dd | ১৯ অক্টোবর ২০১১ ১০:৫৭ | 124.247.203.12
  • ক্ষি ভীষণ ! বিভীষন ছেন্নাইতে এসছে? ঘামে সম্বারে বীটরুটে একেবারে নাস্তানাবুদ হয়ে যাবে। বেসারা।

    লুরুতেই মাটী কামড়ে পরে থাকতে বলো।
  • byaang | ১৯ অক্টোবর ২০১১ ১০:৫০ | 122.172.249.212
  • দুদেবী বলে ফেলুন, আপনার কী চাই? (আজ আমি কল্পতরুর মেকাপ করে এসেছি কিনা।)
  • byaang | ১৯ অক্টোবর ২০১১ ১০:৪৯ | 122.172.249.212
  • ছোটাই, তাহলে তোমার জন্য গোলাপী-হলদে চিনির মঠ, লক্ষ্মীপুজোর প্রসাদ থেকে সরিয়ে রেখেছিলাম।
  • byaang | ১৯ অক্টোবর ২০১১ ১০:৪৮ | 122.172.249.212
  • অবিশ্যি ডিডিদার জন্য কাঠের বাটাম না, একটা মাংসল জ্যান্ত বাটাম এই পাঠালুম বলে।
    কোথায়?
    সেই সেখানে, যেখানে স্বর্গের হুরিপরীরা নাচতে নাচাতে হাতে আঙুরের রসের গেলাস ধরিয়ে যায়, সারাক্ষণ গোলাপের গন্ধওয়ালা বাতাস বয়ে যায়, সেই সেন্নাইতে।
  • i | ১৯ অক্টোবর ২০১১ ১০:৪৭ | 137.157.8.253
  • সিডনিবাসীও। তা ঐ দইটার বদলে আর কিছু হয় না? মানে আমি তো ল্যাকটোজ ইনটলারেন্ট। তাই বলছিলাম।
  • byaang | ১৯ অক্টোবর ২০১১ ১০:৪৪ | 122.172.249.212
  • পুরনো ভাট পড়ে সব দেখে নিয়েছি, কারা কারা আমাকে খুঁজেছিল, (তাদের জন্য সাদা জিলিপি, লাল দই আর মাছের চপ), আর কারা কারা আপদ বিদেয় হয়েছে ভেবে স্বস্তির শ্বাস ফেলেছিল, আমার নাম শুদ্ধু মুখে নেয় নি, এমনকি নিজেরা সব গান্ডেপিন্ডে গিলেছে আমাকে না জানিয়ে। মোটাসোটা শক্তপোক্ত গোটাকয়েক বাটাম জোগাড় করে রাখলাম তাদের জন্য।
    সব্বাইকে বিজয়ার শুভেচ্ছা।
  • Du | ১৯ অক্টোবর ২০১১ ১০:৪২ | 117.194.196.217
  • কলিকাতাবাসীও
  • dd | ১৯ অক্টোবর ২০১১ ১০:৪১ | 124.247.203.12
  • যাক। নিশ্চিন্তো হওয়া গ্যালো।
    গ্যাঙোর গ্যাঙ আওয়াজ না শুনে সমবেত নিতান্তো লুরুবাসী মুহ্যমান ছিলো।
  • byaang | ১৯ অক্টোবর ২০১১ ১০:৩৯ | 122.172.249.212
  • কেকে, তোমার মেল দেখেছি, বিজয়ার শুভেচ্ছা নিও। পুণ্যলতার ছোট ছোট গল্প এখনো পাওয়া যায়। লাগলে বোলো।
  • pi | ১৯ অক্টোবর ২০১১ ০৮:৪১ | 72.83.90.203
  • শরৎ সদনের খবরটা। সুপারমার্কেট বেঁচে গেছে বলছে।

    http://www.anandabazar.com/19cal6.html

    ছবিটা সুপারমার্কেটের মাথার ?
  • kk | ১৯ অক্টোবর ২০১১ ০৭:৩৪ | 107.3.242.43
  • হ্যাঁ হ্যাঁ টিটিদিদি, ঐটাই। আমি দেখে নিচ্ছি। থ্যাংকু ঃ)।
  • i | ১৯ অক্টোবর ২০১১ ০৬:০৬ | 137.157.8.253
  • হার্ডবাউন্ড তো? গেরুয়া হলদে মলাট? পুণ্যলতা চক্রবর্তীর। আনন্দ পাবলিশার্স বের করেছিল। ওয়েবসাইটে গিয়ে দেখলে বোঝা যাবে এখনও পাওয়া যায় কি না।সময় করে দেখে জানাবো। তুমিও দেখে নিতে পারো।
  • kk | ১৯ অক্টোবর ২০১১ ০৫:১৫ | 107.3.242.43
  • আমাদের ছোটবেলায় একটা বই ছিলো, 'ছোট ছোট গল্প'। সুখলতা রাও বা পূণ্যলতা চক্রবর্তীর। তাতে 'ভিতু নিতু', বাসু আর ফেলির গল্প, কোকো আর পিংকার গল্প, চন্দন আর কুন্দনের গল্প এই সব ছিলো। কেউ কি জানেন এই বইটা এখন পাওয়া যায় কিনা? গেলে কোন পাবলিশারের?
  • kumu | ১৯ অক্টোবর ২০১১ ০০:৩১ | 122.161.155.14
  • নীনা,ডিডিদা কি সত্যিই দা দা?ইনি তো ছেলেমানুষ।
  • kumu | ১৯ অক্টোবর ২০১১ ০০:৩০ | 122.161.155.14
  • ফিরে গেছেন শিবাংশু?

    শিবু,ভাটে এসো সময় করে।
  • siki | ১৯ অক্টোবর ২০১১ ০০:১১ | 122.177.184.103
  • ও হ্যাঁ, বলা হল না, শিবাংশুদা এসেছে গুরগাঁওতে দেড়দিনের জন্য। দেখা তো হল না, ফোনেই অনেকক্ষণ ভাট হয়ে গেল।
  • siki | ১৯ অক্টোবর ২০১১ ০০:১০ | 122.177.184.103
  • ঘুম্পাচ্ছে।

    এই শেষ কথা বলে, আমি যাব চলে।
  • Nina | ১৮ অক্টোবর ২০১১ ২০:৪৯ | 68.45.76.170
  • ভাট মিস হয়ে এট্টুস দুক্কে আছি---তা দেশের ভাটের ছবি খুব ভাল্লাগলো---ন্যাড়াকে এক্কেবারে তুষারদার (ন্যাড়ার কাকু) মতন দেখতে ---ঃ-) আর যদি ডিডিদা রাগ না ক্রেন তো এক্টা ক্তা বলি ;-)
    ডিডিদা কেয়ং যেন গোলমরিচ সেজেছেন--মানে কালার কম্বো হেড টু টো ---গোল্মরিচঃ-))

    আমায় কেউ ফোন করেনি ঃ-((((
  • pi | ১৮ অক্টোবর ২০১১ ১৯:৫৫ | 72.83.90.203
  • ফর আ চেঞ্জ, এটা সাত ঘণ্টা ঘুমুনোর ফল। ইন ফ্যাক্ট আবার ঘুমুতে যাব ভাবছি।
  • kc | ১৮ অক্টোবর ২০১১ ১৯:৪৯ | 178.61.96.29
  • মিনিমাম সাত ঘন্টা ঘুমাতে হয়। নয়তো ব্যানার্জী আর বন্দ্যো যে একই, সেটা খেয়াল থাগেনা।
  • Du | ১৮ অক্টোবর ২০১১ ১৯:৪৭ | 117.194.202.214
  • ঘোষ দস্তিদার। বিঙ্গো
  • pi | ১৮ অক্টোবর ২০১১ ১৯:৪৫ | 72.83.90.203
  • বন্দ্যো বাদ গেলেন ?
  • kc | ১৮ অক্টোবর ২০১১ ১৯:৪৩ | 178.61.96.29
  • বিজলানি? ঘোষদস্তিদার? দাশগুপ্ত রায়? ব্যানার্জী?
  • Du | ১৮ অক্টোবর ২০১১ ১৯:৩৫ | 117.194.202.214
  • আমি কাল সিটি সেন্টার গিয়ে দেখি, প্রচুর কমবয়েসী ছেলেমেয়ে ভীড় করেছে, প্রেসের সারি সারি ওবি ভ্যান, আর পুলিশের কর্ডন। আজকে দেখি শাহরুখ আরর্জুন রামপাল এসেছিল।

    এস আর কে মিস গেল, কিন্তু আজ বোধায় সঙ্গীতাকে দেখলাম, বাইপাসে। কালো কামিজ?
  • pi | ১৮ অক্টোবর ২০১১ ১৯:০২ | 72.83.90.203
  • নেত্য টই পড়ে না।

    আচ্ছা গেস কর দিকিনি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত