এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২২:০৮ | 198.82.20.202
  • গত কদিন ধরেই কি সুন্দর সুন্দর টাইপো হচ্চে টইতে। ঃ-)
  • dd | ১৪ অক্টোবর ২০১১ ২২:০৭ | 122.167.38.118
  • আজ ফাঁকতালে এসে পরেছি লুরুতে। কি না সোম্বার পঞ্চায়েত ইলেকশন ছেন্নাইতে - তাই গর্মেন্টে ছুটী ডিক্লেয়ার কল্লো আর আমিও হু হা পেলিয়ে এলাম।

    রোব্বারে লুরু ভাটে হাজিরা দোবো ঠিক।
  • hu | ১৪ অক্টোবর ২০১১ ২২:০৭ | 12.34.246.73
  • ঃ-)))
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২২:০৬ | 198.82.20.202
  • ঃ-))
  • dd | ১৪ অক্টোবর ২০১১ ২২:০৫ | 122.167.38.118
  • হা হা হা হা হা প্রত্যুত পন্ন মতিত্ব?

    এ নিয়ে তো খাসা হয় কবিত্ব

    হাতীদের ডেকে নিন দুটো বেল পেড়ে নিন

    একেবারে জোড়া গজ কপিত্থ
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২২:০৩ | 198.82.20.202
  • বেজায় ভালো আছি ডিডিদা। তোমার কি এখনও ছেন্নাইবাস চলছে?
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২২:০২ | 198.82.20.202
  • আসি, বারে বারে আসি
    রোব্বারে পাওয়া ভার খাসি
    খাল কেটে জাল ফ্যালে চাষী
    আনুষঙ্গিক কিছু বাসি
    পয়সায় কেনা হবে দাসী।
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ২২:০০ | 72.83.90.203
  • এগুলো টইতে লিখতে কী হয় !
  • hu | ১৪ অক্টোবর ২০১১ ২১:৫৯ | 12.34.246.73
  • আগেরটা টিমকে। পাঁটার মাংস শ্রবণে আমারও খিদে পাচ্ছে। আমি আজ লাউঘন্ট এনেছি কিনা!
  • hu | ১৪ অক্টোবর ২০১১ ২১:৫৮ | 12.34.246.73
  • ধুস! যত সব সোজা সোজা কবিতা। সাহস থাকে তো প্রত্যুৎ পন্নমতিত্ব দিয়ে পদ্য বাঁধো দেখি!
  • dd | ১৪ অক্টোবর ২০১১ ২১:৫৭ | 122.167.38.118
  • দড়ি আর কলসীতে ফ্যাতাড়ু
    কাটোয়া ও গলসীর ছাতারে
    এর কোনো মানে নেই যদিও
    কিন্তু কি রুল মানে নদীরা?

    বিধি বাম হাতে রাম ইনটেন্স
    শব্দ শব্দ ঘষে ঘনশ্যাম
    আন্ধারে ভুত ভয় টান টান

    আরে,ক্যামোন আছে হে তুমি টিম্ভাই ?
  • Zzzz | ১৪ অক্টোবর ২০১১ ২১:৫৪ | 216.94.113.242
  • আপিসে কেউ আজ পাঁটার মাংস এনেচে। গন্ধে ক্ষিদে পেয়ে গেল। আজ আবার টিপিনও আনিনি। উফ্‌ফ।।।
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২১:৪৮ | 198.82.20.202
  • কিকি, ঝিকি এবং সিকি, এতো এমনিতেই কবিতা হয়ে আছে। এইটা আমি আপাতত জমিয়ে রাখলাম। পাঃ কঃ করে করে পরে লিখবো।

    (ডিঃ মঃ। কেউ কিচু মনে কইরেন্না।)
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২১:৪৭ | 198.82.20.202
  • দ্যাখো এরেই কয় টেলিপ্যাথি। আমি এখানে দড়ি ও কলসি লিকলাম, ওদিকে ডিডিদাও কলসি ও দড়ি লিকলো। মানে উল্টোটা আর কি।
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২১:৪৫ | 198.82.20.202
  • কি কি দি কে নি য়ে কি ক বি তা লে খা চ ল বে?
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২১:৪৩ | 198.82.20.202
  • কড়ি, ফ্যালো কড়ি
    ম্যানেজার, হাতে তার ছড়ি
    গোঁফে বাসি রুটিচচ্চড়ি
    ছাতেই শুকোবে তব বড়ি
    ফ্যাতাড়ুর কলসি ও দড়ি।
  • kiki | ১৪ অক্টোবর ২০১১ ২১:৪১ | 59.93.211.172
  • আশ্চর্য্য, বেহালাকে নিয়ে টানাটানি কেন বাপু?
  • Nina | ১৪ অক্টোবর ২০১১ ২১:৪০ | 12.149.39.84
  • কুড়িরাই তো মল পরে ---আবার শুয়েও আছে ঃ-০
  • hu | ১৪ অক্টোবর ২০১১ ২১:৩৬ | 12.34.246.73
  • তিমিকেও কুড়িতে ধরেছে?
  • Nina | ১৪ অক্টোবর ২০১১ ২১:৩৩ | 12.149.39.84
  • তিমি আজ মুডে আছে
    ল্যাব বুঝি ভোগে গেছে
    নকি কুড়ি বসে আছে ;-)
    ম্‌ম্‌ম-তবে কি----
    সামনের ফুল গাছে
    ভুলকরে একঝাঁক শিউলি ফুটেছে ঃ-০
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২১:৩৩ | 198.82.20.202
  • ছড়, বেহালার ছড়
    অকালবোধনে খেও চড়
    সকালে উঠেই কেঁচো ধর
    গান শুনে মরে গেলে, মর
    দুধ ছেঁকে তুলে নিও সর।
  • hu | ১৪ অক্টোবর ২০১১ ২১:২৮ | 12.34.246.73
  • একবার লিখে ফেলার পর কবিতা কি আর শুধু কবির থাকে রে পাগলা!
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২১:২৭ | 198.82.20.202
  • কবি কি বলেছেন হুচে বোঝে নাই। খ্যাক খ্যাক।
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২১:২৬ | 198.82.20.202
  • ফুল, শুধু ফুল
    বনবিবি ভেবেই আকুল
    সকালে উঠেই চড়ো শূল
    নদী ছুঁয়ে বেঁচে আছে পুল
    ফুল দেখে মরে ভিমরুল।
  • Nina | ১৪ অক্টোবর ২০১১ ২১:২৪ | 12.149.39.84
  • হুচে, সত্যি ! ওয়াক!
  • hu | ১৪ অক্টোবর ২০১১ ২১:২৩ | 12.34.246.73
  • দু নং কবিতার শেষ লাইনটা বড়ই গ্রাফিক হইল।
  • Nina | ১৪ অক্টোবর ২০১১ ২১:২২ | 12.149.39.84
  • স্কার্ফ ছেঁকে পাই মশাদের নিয়ে এল আম্রিগা--(আমার মনে হয়) ঃ-))

    ঝুলেছিল, যা
    তিমি, তারে কাট!
  • hu | ১৪ অক্টোবর ২০১১ ২১:২১ | 12.34.246.73
  • এখন হাসছো হাসো। ঐ আঁচলের স্যাম্পেল থেকে যেদিন ম্যালেরিয়ার মহাপ্রতিষেধক বেরিয়ে যাবে সেদিন যেন প্রাইজ মানির ভাগ চাইতে এসো না। পাই দেখে রাখো, আমি কিন্তু একটুও হাসি নি।
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২১:২০ | 198.82.20.202
  • কোনো পোশ্নো নয়, পোশ্নো কল্লেই দাঁড়কাক ঠুকরে দেবে। নয়ত বেড়ালে আঁচড়াবে। এমনকি খিস্তিফিস্তিও দিয়ে দিতে পারে।
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২১:১৯ | 198.82.20.202
  • জল, অসীম অতল
    পাটকিলে চামড়ার বল
    কিলবিলে কিছু টিউকল
    ফুলে ছয়লাপ বনতল
    চুপচাপ শুয়ে আছে মল।
  • kiki | ১৪ অক্টোবর ২০১১ ২১:১৯ | 59.93.211.172
  • দু, সে আমার ক্ষেত্রেও তাই!ঃ(
  • hu | ১৪ অক্টোবর ২০১১ ২১:১৯ | 12.34.246.73
  • রিমিদি, ডঃ সিউসের বই পড়লাম। শুধু ছোটরা কেন, বড়দেরও খুব ভালো লাগার মত বই। থ্যাঙ্কিউ।
  • hu | ১৪ অক্টোবর ২০১১ ২১:১৭ | 12.34.246.73
  • কে ঝুলেছিল বোঝা যাচ্ছে না। খাট? না পাট?
  • kiki | ১৪ অক্টোবর ২০১১ ২১:১৭ | 59.93.211.172
  • এইমাত্র ঈশেনের কথায় পাইয়ের কলকাতা বিজয় পড়লাম। হি হি হো হো। কিন্তু তারপর কি হলো? সেই আঁচল আর সেই স্কার্ফ না কি যেন, তাদের কি হলো?
  • Du | ১৪ অক্টোবর ২০১১ ২১:১৫ | 117.194.199.124
  • বড়ম, আমার পাশে যেই দাঁড়াবে তাকেই লম্বা লাগবেঃ)
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২১:১৪ | 198.82.20.202
  • ইয়ে, যারা জানেন্না তাদের জন্যঃ আজ মহাকবি পুরন্দর ভাটের জন্মতিথি। তাই এট্টু শ্রদ্ধাজ্ঞাপন চলচে।
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ২১:১০ | 198.82.20.202
  • চাট, শুধু চাট
    কবি এক, নাম তার ভাট
    ঝুলে ছিলো, পায়াহীন খাট
    বারোটা বাজার পরে আট
    যেদিকে দুচোখ যায়, পাট।
  • kiki | ১৪ অক্টোবর ২০১১ ২১:১০ | 59.93.211.172
  • হেঃ তুমি তো সব অসাধারনদের কতা কইলে। আমার সাধারন ছেলের যে গার্লফ্রেন্ড জুটবে না গো। ভ্যাঁক!
  • Nina | ১৪ অক্টোবর ২০১১ ২১:০৫ | 12.149.39.84
  • কিকিয়া,
    নেপোলিয়ন, অ্যালেকে্‌জন্ডার , বিদ্যাসাগর থেকে নিয়ে ডাস্টিন হফম্যান, অ্যাল পাচিনো সব চারফুটিয়া --
  • Nina | ১৪ অক্টোবর ২০১১ ২১:০৩ | 12.149.39.84
  • দু,
    দৌলত ক চাট কিন্তু মিষ্টি ঃ-) চার্ণ করা মাখনে পেস্তা বাদাম জাফরাণ সব দিয়ে চিনি দিয়ে--আহ!! কি তার স্বাদ, কি তার গন্ধ---দেখতেও তেমনি ফুটফুটে সুন্দর।

    জরি কি? মানে ঐ বস্তাবন্দী পুরোনো zari যেগুলো সেরদরে বিকোয়--সেগুলো তো?? সে এক অদ্ভুত জিনিষ---আর সেগুলো কিনে ডিজাইনাররা সাড়িতে বসিয়ে এক বিকট দাম হাঁকায় ঃ-)

    ঐ মীনাবাz.রে বাজার করাটা itself একটা এক্ষপিরিয়েন্স ! আসলী হীরা সে লেকর জিরা তক--সব পাওয়া যায়!
  • kiki | ১৪ অক্টোবর ২০১১ ২১:০০ | 59.93.211.172
  • আরে! মনে করিয়ে দিলে, আজ তারাতলায় রবিন্দোসঙ্গীতের বদলে কি একটা ঝ্যাকারঝ্যাং মিউজিক বাজছিলো হুলিয়ে। ক্ষী জন্তন্না বাবা! কিছু বাজাতেই হবে এমন কিছু নাকি?

    আর তোমার ছেলে কি লম্বা হয়ে গেছে। সু এর ছেলে তো দেখলাম তার বাবার সমান হয়ে গেছে। আমারটা আমার মতো সিক্সেই থেমে গেলো কিনা কে জানে! হায় কপাল।
  • Du | ১৪ অক্টোবর ২০১১ ২০:৫৬ | 117.194.199.124
  • এদিকে মাইকে গুরুদক্ষিনাআ টা বেশ খানিক হয়ে এখন 'অউর ইস দিলমে ' হচ্ছে প্রচুর ক্যানকেনিয়ে। কিন্তু সিনেমাটার নাম পর্য্যন্ত মনে নেই ঃ(
  • kiki | ১৪ অক্টোবর ২০১১ ২০:৫২ | 59.93.211.172
  • ইসে, এ আদর সে আদর নয়, সেই আদর। ওরে বাবা , আবার ছড়িয়েছি। কি করে বোঝাই? (কাঁচুমাচু স্মাইলী)
  • kiki | ১৪ অক্টোবর ২০১১ ২০:৫১ | 59.93.211.172
  • মেধা নিয়ে ক্ষী চাপে আছি। সেই বিকেল থেকে একটা শেষ করে নতুনটা ধরেছি। মাঝখান থেকে অচিন্তি , ডাক্তারেরটা আয়েষ করে পড়বো বলে পড়াই হচ্ছে না।ঃ(

    কিন্তু নিশির মেধার ১৩ই অক্ট,৩ঃ৪৯ এ এম পড়ে ,কি বলে নিশিকে খানিক আদর করে দিতে ইচ্ছে হলো।
  • Du | ১৪ অক্টোবর ২০১১ ২০:৪০ | 117.194.199.124
  • হ্যাঁ খুব ভালো লাগে আমার। মিষ্টি মাত্রেই ভালো লাগে অবিশ্যি।
  • kiki | ১৪ অক্টোবর ২০১১ ২০:৩৯ | 59.93.211.172
  • বেঙী কি অভিমান টভিমান করেছে?
  • kiki | ১৪ অক্টোবর ২০১১ ২০:৩৬ | 59.93.211.172
  • এখেনেও ভুজিয়ালাদের দোকানে সোহন হালুয়া পাওয়া যায় তো! আহা পুরো অমিত্তো গো!
  • Du | ১৪ অক্টোবর ২০১১ ২০:৩৫ | 117.194.199.124
  • মানে শপিং রস। চাট নয়, ওটা ভুলে গেসলাম ঃ(
  • Du | ১৪ অক্টোবর ২০১১ ২০:৩৪ | 117.194.199.124
  • না গো সময় ছিলোনা সেরকম, আর আমি ও রসে একটু বঞ্চিতই। তবে তোমার জরির দিকে খুব করে তাকিয়ে এসেছি ঃ)
  • Nina | ১৪ অক্টোবর ২০১১ ২০:২৫ | 12.149.39.84
  • ইস! দু , আর দৌলত কা চাট খেলেনা?? আবার যেতেই হবে তোমায় --পাক্কা!
    আর দরিবায় কিনলে কিছু??
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত