এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Du | ১৪ অক্টোবর ২০১১ ২০:১৭ | 117.194.199.124
  • কাব্লিদার দেল্লী ছয়ে প্রচুর হন্টন হলো, পরাঠেওয়ালিতে বিভিন্নরকম পরটা ও সীতাফল সব্জি (নীনাদি) খাওয়া হল, করিমসে চিকেন বুর্ড়া, মাটন বাদাম পসিন্দা ও মাটন বিরিয়ানী (আজ্জো , অপ্পন) খাওয়া হল। কেয়াবাৎ, কেয়াবাত, আবার কখনো খেতে যেতেই হবে। খালি ঐ সোহন হালুয়াটা খাওয়াও হয়নি আর আনাও হয়ি্‌ন (কাঁচুমাচু স্মাইলি)
  • sayan | ১৪ অক্টোবর ২০১১ ১৯:০৭ | 160.83.96.84
  • বাড়ি যাওয়া। হে হে। আই মিন, ভেউ ভেউ ঃ'-((
    এদিকে কাল আবার ভোর্ভোর ওঠা!
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ১৮:৫২ | 71.206.15.47
  • ব্যাপক আইডিয়া না ?

  • ppn | ১৪ অক্টোবর ২০১১ ১৮:১৯ | 204.138.240.254
  • আমিও সারাদিন প্রায় গায়ে হাওয়া লাগিয়ে কাটিয়ে দিলাম। এইবার বাড়ি গেলেই হয়!
  • siki | ১৪ অক্টোবর ২০১১ ১৮:১৫ | 123.242.248.130
  • আমি সোসিত হই। ঃ(
  • Netai | ১৪ অক্টোবর ২০১১ ১৭:৪৫ | 121.241.98.225
  • আজ জলদি জলদি ঘরে যাই।
  • Bratin | ১৪ অক্টোবর ২০১১ ১৬:৫৬ | 122.248.183.1
  • 'দাম' দেখলেই 'দাম'? বাঙালী ছেলে পুলের কি হলো? ঃ-))
  • kiki | ১৪ অক্টোবর ২০১১ ১৬:৫০ | 59.93.211.172
  • আমার নাম ভেঙে চুড়ে দিয়ে আর সাথে আর একটা কি জুড়ে দেবার জন্য পিতিবাদ।ঈশেনের বিরুদ্ধে।
  • ppn | ১৪ অক্টোবর ২০১১ ১৬:৩৯ | 202.91.136.3
  • দু-উ-ষ্টু!
  • pharida | ১৪ অক্টোবর ২০১১ ১৬:৩৪ | 61.16.232.26
  • মিস দামের কথা হচ্ছে বুঝি?
  • ppn | ১৪ অক্টোবর ২০১১ ১৬:২৩ | 202.91.136.3
  • যা দামড়া দামড়া দাম দেখছি ওই এনারাই না হলে কেনা যাবে না।
  • siki | ১৪ অক্টোবর ২০১১ ১৪:৪২ | 123.242.248.130
  • বেশি মিস করলে মিসেস করে নিতে পারেন। ঃ)
  • kc | ১৪ অক্টোবর ২০১১ ১৪:০৫ | 178.61.96.29
  • লুরুবাসীদের জন্য বিশেষ সুখবর,

    Bid & Hammer presents an auction of Antiquarian Books, Maps, Prints & Photographs at Bangalore.

    Auction:
    22nd October 2011, at sharp 7:00pm (IST)

    ... Venue:
    ITC Windsor
    25, Windsor Square, Golf Course Road,
    Bangalore -560 052

    Checkout their excellent online catalogue :
    http://www.bidandhammer.com/Auctionnew.aspx?snd=pag&id=7&acid=21&lotNo=7&cid=0


    মিস করলে খুব মিস করবেন কিন্তু।
  • siki | ১৪ অক্টোবর ২০১১ ১৩:২৮ | 123.242.248.130
  • আমাদের পাশের পাড়ায় আজ হীরক রাজ্যের রাণীমা আসছেন। মূর্তি উন্মোsoন হবে। ঃ) রাজজ্যোতিষী গণনা করে উৎসবের মুহূর্ত ঘোষণা করেছেন। তাই আজ পাশের পাড়ায় সমস্ত পাঠশালা বন্ধ। এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। ঃ)
  • Paramita | ১৪ অক্টোবর ২০১১ ১৩:২৭ | 198.95.226.40
  • রিচি ও জগজিৎ সিং এনারা মোটামুটি একই সময়ে মনে ছাপ ফেলেছিলেন। K&R-এর বইকে C-এর গীতা বলে ধরা হয়।
  • sayan | ১৪ অক্টোবর ২০১১ ১৩:১১ | 160.83.96.83
  • পোষ্যদের পাহারা না দিলে মারপিট করে! চারটেই বিলাই নাকি? ঃ-)
  • Bratin | ১৪ অক্টোবর ২০১১ ১৩:০২ | 122.248.183.1
  • ঃ-)) না আমিও করি। কিন্তু বাড়তি যেমন

    অ) গোটা চারেক পোষ্য কে ৩ বেলা খেতে দেওয়া। খাবার সময় পাহারা দেওয়া যাতে মারামারি না করে।

    আ) ৪৭ টা গাছে জল দেওয়া ( এমনি তে শুধু শনি/রবি দিই)

    ইত্যাদি,প্রভৃতি ....
  • sayan | ১৪ অক্টোবর ২০১১ ১২:৪৩ | 160.83.96.83
  • তার মানে মা বাবা বাড়িতে থাকলে এমনিতে ওঁদের দিয়ে প্রচুর কাজ করাও!! ;-))
  • Bratin | ১৪ অক্টোবর ২০১১ ১২:৩৮ | 122.248.183.1
  • ধন্যবাদ সবাইকে। ঃ))

    বাবা, মা বাংলাদেশ বেড়াতে গেছে তাই ইদানীং প্রচুর কাজকর্ম করতে হচ্ছে!!
  • prateek | ১৪ অক্টোবর ২০১১ ১২:৩২ | 180.151.34.130
  • গুড টু সি ইউ ব্রতিন! কেমন আছো?
  • ppn | ১৪ অক্টোবর ২০১১ ১২:১৩ | 204.138.240.254
  • বোতিন, শুভ বিজয়া। তোমাকে মিস করছিলাম। ঃ)
  • Netai | ১৪ অক্টোবর ২০১১ ১২:১৩ | 121.241.98.225
  • আমি পড়িনি। ঃ(

    ব্রতীনদা কেমন আছো?
  • sayan | ১৪ অক্টোবর ২০১১ ১২:১৩ | 160.83.96.83
  • বোতিন্দা, বেলকাম ব্যাক। ঃ-)
  • Bratin | ১৪ অক্টোবর ২০১১ ১১:৪১ | 122.248.183.1
  • হ্যাঁ। বই টা পড়েছি। সাদা রঙের আর নীলে লেখা প্রচ্ছদ। বই টাও খুব উঁচু মানের।
  • Tim | ১৪ অক্টোবর ২০১১ ১১:০৯ | 173.163.204.9
  • হুঁ ঐ বইটা ভালো ছিলো। বহুযুগ আগে পড়েছিলাম।
  • lcm | ১৪ অক্টোবর ২০১১ ১০:৫৯ | 69.236.162.31
  • গত ৮ই অক্টোবর মারা গেছেন ডেনিস রিচি। C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আবিষ্কর্তা। এবং, Unix অপারেটিং সিস্টেমের স্রস্টাদের মধ্যে একজন।
    তবে রিচি এবং কার্নিগান-এর পাতলা 'দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ' বইটি খুবই জনপ্রিয়, ওদেরকে K & R বলে ডাকা হত।
    রিচি হার্ভার্ড থেকে গ্র্যাজুয়েট করেন পদার্থবিদ্যা নিয়ে। বেল ল্যাব্‌স (এটিএন্ডটি) তে কাজে যোগ দেন, হার্ভার্ড থেকে পিএইচডি পান।
  • Jhiki | ১৪ অক্টোবর ২০১১ ০৭:৪৫ | 182.253.0.99
  • এখানেই লিখছি, সিকি দিল্লী কীর্তন পড়ে বড্ড হাসি পেলো, খুক খুক.... এখনও হেসে চলেছি ... হাসি থামলে আর সময় পেলে পরে লিখব কেন হাসি পেল।
  • achintyarup | ১৪ অক্টোবর ২০১১ ০৫:৩৭ | 59.93.243.77
  • বাকি দেড় পয়সা আমায় দাও
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ০৩:১১ | 128.231.22.133
  • মেথড নিয়ে আমার ইন্টারেস্ট নেই, কিন্তু আড়াই পয়সা পাওয়া নিয়ে অবশ্যই আছে ।
    দাও দিকিনি ঃ)
  • Abhyu | ১৪ অক্টোবর ২০১১ ০২:৪৩ | 128.192.7.51
  • কাউকে আড়াই পয়সা কিভাবে দেওয়া যেতে পারে সে নিয়ে মৃদুল না ঋতব্রতর একটা মেথড ছিলো - নেহাত আমার সময় আর লোকের ইন্টারেস্ট নেই তাই...
  • Abhyu | ১৪ অক্টোবর ২০১১ ০২:৪২ | 128.192.7.51
  • আড়াই
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ০২:৩১ | 128.231.22.133
  • না শুনেই বুঝে গেলুম কেন চার পয়সা দেবো । ঃ)
    এর জন্য আমি ক' পয়সা পেতে পারি ?
  • Abhyu | ১৪ অক্টোবর ২০১১ ০২:২৯ | 128.192.7.51
  • তবে আমার যেটা সবচেয়ে প্রিয় সেটা পেলাম না - নীলিমা সেনের গলায় -
  • Abhyu | ১৪ অক্টোবর ২০১১ ০২:২৯ | 128.192.7.51


  • Abhyu | ১৪ অক্টোবর ২০১১ ০২:১৯ | 128.192.7.51
  • কার গাওয়া বলতে পারলে পাইদিদি চারটি পয়সা দেবে ঃ)
  • Abhyu | ১৪ অক্টোবর ২০১১ ০২:১৬ | 128.192.7.51
  • ও তো কমন গান !
  • hu | ১৪ অক্টোবর ২০১১ ০২:১১ | 12.34.246.73
  • আমারও কোন ডেন্টিস্ট নেই। পিপির কথা পড়ে ওর কি করা উচিত তা জানতে কলিগের কাছে পরামর্শ চাইতে গেলাম। সে গুচ্ছের বকুনি দিয়ে দিল ডেন্টিস্ট নেই বলে ঃ-(
  • hu | ১৪ অক্টোবর ২০১১ ০২:০৮ | 12.34.246.73
  • 'কোন বাঁশি নিশিভোর বাজিল' - আছে?
  • Nina | ১৪ অক্টোবর ২০১১ ০১:৪৭ | 12.149.39.84
  • *দাঁত---(ডেন্টিস্টের অভিশাপে বানানের এই হাল
  • Nina | ১৪ অক্টোবর ২০১১ ০১:৪৬ | 12.149.39.84
  • বাবাগো! নেত্য, তোমার দাঁতের গপ্প পড়তে গিয়ে আমার বত্রিশপাটি কিছুতেই ঢাকতেই পারছিনা (সত্যি পুউরো ৩২ টা আছে--শক্তপোক্ত--কখনও ডেন্টিস্টের হাত লাগাতে দিইনি যে , তাই) আর ভয়ে মরছি--এই বুঝি বসিনি এল আর বিকশিতদন্তের কারণ জান্তে চাইল---হা হা হি হি হোহো--
    ডেন্টিস্ট দের কাজই হল দাঁত তোলা---তোমার দান্‌ৎ হল গে ওদের পয়সা--কি করে দোষ দেবে;-)
  • Abhyu | ১৪ অক্টোবর ২০১১ ০১:৩৯ | 128.192.7.51
  • নিশি তুমি কোন গান চাইলে?
  • Netai | ১৪ অক্টোবর ২০১১ ০১:৩৪ | 122.161.3.253
  • দাঁত নিয়ে আমার একটু ব্যাথা আছে।
    ডাক্তারেরা আমাকে বুঝিয়ে সুঝিয়ে দুটো দাঁত খুলে হাতে ধরিয়েছে। একটা দাঁত নাকি পাশের দাঁতের ধাক্কায় নড়বড় করছিল। তাই কতকটা বাধ্য হয়ে দাঁতটা তুললো। আর নীচের মাড়ির ঐ দাঁত তুলে নেবার বছর কয়েকের মধ্যে ওর সোজাসুজি ওপরের দাঁতটা নীচের জুড়িটাকে খুঁজতে খুঁজতে মাড়ি থেকে খসে নীচের দিকে আসছিল। এরকম কি একটা বুঝিয়ে ওটাও খসিয়ে দিলে।
    বাকি যে কটা আছে দেখি কতদিন থাকে।
  • pipi | ১৪ অক্টোবর ২০১১ ০০:৫৮ | 129.74.191.152
  • মিতাদি, নীনাদি
    থ্যাঙ্কু। আমাকে শেষমেষ ডেন্টিস্টের কাছেই যেতে হল। কাল রাত থেকে অসহ্য যন্ত্রণায় মুখ ফুলে গেছিল (কেন যে দাঁত ব্যথারা মাঝ রাতে অ্যাটাক করে কে জানে)। ডাক্তার এক্স-রে করে বলল, আক্কেল গুঢ়ুম কেস! মানে, আগে একটা আক্কেল দাঁত ভোগাচ্ছিল বলে দেশে গিয়ে তুলিয়ে ছিলাম। সেটা নাকি সবটা ওঠেনি, ভিতরে খানিকটা রয়ে গেছে এবং তা বেড়ে গিয়ে নীচের নার্ভে চাপ দিচ্ছে। গোদের উপর বিষফোঁড়া, উপরের আগ্নেয়গিরির ক্রেটারের মত গত্তে হঠাৎ উড়ে এসে জুড়ে বসা কিলো দুই ব্যাক্টিরিয়া মনের আনন্দে নাচা গানা করাতেই এই বিপত্তি। তেনারা দাঁত বেয়ে গলা অবধি গিয়ে সেখানেও আসর জমিয়েছেন।
    আপাতত অ্যান্টিবায়োটিকস আর কি কি যেন সব দিল। সারলে পরে মাড়ি কেটে বাকীটুকুর উৎপাটন ও বিসর্জন হবে। বাবাগো! ভেউঃ-(
  • mita | ১৪ অক্টোবর ২০১১ ০০:৪৪ | 64.191.211.55
  • পিপি, Anbesol, over the counter পাওয়া যায়, কিনে নিয়ে লাগাতে থাক। সাথে clove oil, etc ও লাগাতে পারিস। আর ডেন্টিস্ট এর অফিসে ফোন করে appointment নে। আর কোথাও দাঁত তোলে না।
  • nk | ১৩ অক্টোবর ২০১১ ২৩:৪৫ | 151.141.84.194
  • আহা বড়াই, পরাণ জুড়াইলো রে, পরাণ জুড়াইলো। আরো লেখো, আরো আরো।
  • sayan | ১৩ অক্টোবর ২০১১ ২৩:৪০ | 115.241.78.204
  • এই ছেলেটা ভুল প্রফেশনে গেছে। এই ছেলেটা এরকম ছবির মত লিখলে আর কিচ্ছু করতে ইচ্ছে করে না। আগে বঢ়ো ইন্দোদা'!

    http://www.youtube.com/watch?NR=1&v=Y8W0aKulsO0 -- শুনছিলাম। যদি আর কেউ শুনতে চায়।
  • Paramita | ১৩ অক্টোবর ২০১১ ২৩:৩৪ | 198.95.226.40
  • অসম্ভব মায়াবী। ইন্দোর মুখরাটা।
  • Tim | ১৩ অক্টোবর ২০১১ ২৩:০৫ | 198.82.26.159
  • ফ্লো নষ্ট হয়ে যাবে, তাই এখানেই লিখি। ইন্দোদার নতুন টই, যেন অক্সিজেন। অনেকবার প্রথম পোস্টটা পড়বো আজ।
  • kc | ১৩ অক্টোবর ২০১১ ২২:২১ | 178.61.96.29
  • টইতে। টইটার ক্যাপা আছে কিন্তু।
  • Abhyu | ১৩ অক্টোবর ২০১১ ২২:১৭ | 128.192.7.51
  • বোতীন্দা আসছে? কৈ কৈ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত