এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ১৯ অক্টোবর ২০১১ ১৯:৫৫ | 198.82.17.199
  • ম্যাগিসেদ্দ ডিপফ্রিজে জমিয়ে, ওপরে নলেন গুড় ছড়িয়ে দিলেও টেকনিকালি সেটা নলেন গুড়ের আইসক্রিমই হয়। আমার বিশ্বাস সেরকমি কিছু ইপিস্তা বানাতো।
  • pi | ১৯ অক্টোবর ২০১১ ১৯:৫২ | 72.83.90.203
  • যাঃ, টিম বলেই দিল ঃ(
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ১৯:৫২ | 112.133.206.22
  • হুম, গুড পয়েন্ট।
  • Tim | ১৯ অক্টোবর ২০১১ ১৯:৫১ | 198.82.17.199
  • আইসক্রিমটা ইপিস্তার নিজস্ব রেসিপিতে বানানো কিনা জেনে নাও। শেষে ঠকে যাবে।
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ১৯:৪৯ | 112.133.206.22
  • আনলিমিটেড তো?
  • pi | ১৯ অক্টোবর ২০১১ ১৯:৪৯ | 72.83.90.203
  • নলেন গুড়ের আইসক্রিম ঃ)
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ১৯:৪৭ | 112.133.206.22
  • ওহে পাই, তার উপায় আছে। তবে সোজা নয়, ঘুরিয়ে। আগে কী খাওয়াবে বল।
  • pi | ১৯ অক্টোবর ২০১১ ১৯:৪২ | 72.83.90.203
  • সিকি, ডিলিট করি তো।
    যে মেইলগুলো ফরওয়ার্ড করি, সেগুলো অন্তত এখন মনে করে ডিলিট করি। আগেকার থেকে যাওয়া এই ডবল কপি মেইলগুলো আগে খুঁজে বের করতে হবে।

    জিমেইলে কবে যে সাইজ দিয়ে সর্টিং করতে দেবে !!
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ১৯:৩৬ | 112.133.206.22
  • ন্যাড়াদা কী বাজে কথা বলে! মিঠু যেন গুরু পড়ে না।

    আর চুনী-মণি-মাণিক্য এইবার সবাইকে মিলে মাঠে নামিয়ে দিলেই তো হয়। উদ্বাহু হয়ে নাচ অনেক তো হল!
  • kumu | ১৯ অক্টোবর ২০১১ ১৯:১৫ | 122.160.159.184
  • এগলা নেতাই,এগলা নেতাই------
    এই গানটা জানে কেউ?
  • Tim | ১৯ অক্টোবর ২০১১ ১৯:১০ | 198.82.17.199
  • চলচ্চিত্রের একটি জনপ্রিয় দৃশ্যের আদলে সম্প্রতি কিছু কথোপকথন হলো মোবা ক্লাবে। ইবে তাঁবু থেকে টুটু বসুর গুপ্তচর খবর এনেছে। টুটুবাউ সিংহাসনে বসে, কেঠো চেয়ারের ওপর টাকার বস্তা রেখে সিংহাসন বানানো হয়েছে। পাশেই অঞ্জন, খঞ্জনের মত নেচে নেচে মোবার জাতীয় সঙ্গীত মকশো কচ্ছেন।

    টুটুঃ কি খবর? প্র্যাক্টিসে সিঁদ কেটে ঢুকেছিলি?
    গুপ্তচরঃ আজ প্র্যাক্টিস নেই হুজুর।
    টুঃ আচ্ছা! রেফারির সাথে যোগসাজশের প্রমাণ পেলে?
    গুঃ আজ্ঞে পেয়েচি....
    টুঃ জ্জিও! কই কই শিগ্গির ব্যাটাদের ডাক...
    গুঃ আজ্ঞে ওনারা সব আপনারই লোক। আপনিই শিখিয়ে পড়িয়ে....
    টুঃ (গম্ভীর হয়ে) বটে! মর্গ্যানের গেমপ্ল্যানটা চুরি করে জেরক্স করতে বলেছিলাম। সেটা এনেচিস?
    গুঃ সব ওদের মাথায় স্যার... ইয়ে হুজুর। কাগজে কিস্যু নেই।
    টুঃ (উত্তেজিতভাবে উঠে দাঁড়িয়ে) তবে আছেটা কি শুনি!
    গুঃ দেয়ালভরা ট্রফি আছে, স্কিল আছে, স্পিড আছে, বুকভরা সাহস আছে.......

    ( টুটুবাউ ধীরে ধীরে বসে পড়লেন। নেপথ্যে করুণ স্বরে চেলো বাজছে।)
  • Abhyu | ১৯ অক্টোবর ২০১১ ১৯:১০ | 97.81.66.75
  • জয় নেতাই!
  • achintyarup | ১৯ অক্টোবর ২০১১ ১৯:০৭ | 59.160.219.101
  • অ কুমুদি! ডাগদারের টই ডিস্টার্ব করবো না বলে এখেনে লিকচি। সাংবাদিক হলে কি অশ্রুবারি-টারি এসব থাকতে নেই? অ্যাঁ?
  • nyara | ১৯ অক্টোবর ২০১১ ১৮:৫৫ | 122.172.29.204
  • আমিও টুটুদাকে তাই বলি, এসব কোচ-টোচের পেছনে টাকা ঢেলে কী হবে। তার ঐ টাকায় রেফারি ম্যানেজ করার বাজেট বাড়ান। দেখবেন জার্মানদের মতন ভাগ্য হবে।
  • Tim | ১৯ অক্টোবর ২০১১ ১৮:৫০ | 198.82.17.199
  • বাবলুদাকে বিরিয়ানির মশলা দিলেই রান্নাটা ভালোই হয়, ইন জেনেরাল। তবে গত দুবছর ঘটিদের যা তেজ দেখছি, ওডাফাও ধরে রাখতে পারছেনা। গতবছর অমন মুশকো সুভাষও পজ্জন্ত হার মেনে গ্যালো। মোসাহেব, সাহেবের পর এবার অভিমানী বাবলু। সবুজ-মেরুন আবার কবে জিতবে? জানতে হলে সঙ্গে থাকুন। শীত-গ্রীষ্ম- বর্ষা, ভাগ্যই ভরসা। শীতটা জমিয়ে পড়তে দিন।
  • siki | ১৯ অক্টোবর ২০১১ ১৮:৫০ | 123.242.248.130
  • ঃ)))
  • sayan | ১৯ অক্টোবর ২০১১ ১৮:২৭ | 115.242.136.127
  • নেত্য, বে করছো অতি খুশখবর, আরও ভালো হয় যদি ভালোয় ভালোয় বিয়ের ফার্স্ট-ডে ফার্স্ট-শো'র রিভিউ নামিয়ে দাও উইদাউট ফেল।

    অভিনন্দন রইল ঃ-)
  • nyara | ১৯ অক্টোবর ২০১১ ১৮:২৬ | 122.172.29.204
  • আর নেতাই, একটা পর্যবেক্ষণ তোমাকে জানিয়ে যাই - যে সব পুরুষসিংহ দেখছ বিয়ে করা নিয়ে ভয় দেখাচ্ছে, তাদের কারুর বউ গুরু পড়ে না। এবার সিদ্ধান্ত তোমার।
  • siki | ১৯ অক্টোবর ২০১১ ১৮:২৩ | 123.242.248.130
  • ঃ-))))

    পাইয়ের পুরনো মেলবাক্সে কি একটা মেলও ডিলিট করা যায় না? সবকটা মেলই ইমপর্ট্যান্ট?
  • nyara | ১৯ অক্টোবর ২০১১ ১৮:২১ | 122.172.29.204
  • বাবলু এসে গেছে। ব্যারেটো বলেছে বাবলু না চেনালে ব্যারেটোকে কে চিনত? প্রশান্ত কোচ হয়ে এসেছে। চুনী, সত্যজিত আর টাকলা চৌধুরী টেকনিকাল কমিটিতে। এ সবই হল রেফারির দয়ায় যেদিন জার্মানগুলো কী একটা টুর্নামেন্ট জিতল। এই কি জার্মানদের সিজনের শেষ কাপ?

    টিম আর প্পন জানে।
  • k | ১৯ অক্টোবর ২০১১ ১৮:২০ | 61.12.12.84
  • q আমি না।
  • pi | ১৯ অক্টোবর ২০১১ ১৮:০৮ | 72.83.90.203
  • :D
  • pi | ১৯ অক্টোবর ২০১১ ১৮:০৮ | 72.83.90.203
  • গেল ! ঃ)
  • k | ১৯ অক্টোবর ২০১১ ১৮:০৮ | 61.12.12.84
  • শুধু এই আইপি বদলাবো বলে দোকান পাল্টাবো ভাবছি।
  • pi | ১৯ অক্টোবর ২০১১ ১৮:০৫ | 72.83.90.203
  • সিকি বনাম দেফু চলছে ?

    কিন্তু দেফু শিগ্গিরিই হেরে যাবে ঃ)
  • k | ১৯ অক্টোবর ২০১১ ১৮:০৪ | 61.12.12.84
  • সিকি ড়ভযভ
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ১৮:০৪ | 202.91.136.3
  • বিবি থথ
  • k | ১৯ অক্টোবর ২০১১ ১৮:০৩ | 61.12.12.84
  • ডিডি ধধ
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ১৮:০৩ | 202.91.136.3
  • দেফু একাই খেলছে। ঃ))
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ১৮:০২ | 202.91.136.3
  • ধয়যবন
    রদল
    ওবভযভ
    থথ
    ধধ
    ড়ভযভ

    কী সব নাম!
  • pi | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৫৯ | 72.83.90.203
  • এই রে , মামু ঐ টইটা ঠিক করে দিচ্ছে বল্লো তো।
  • pi | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৫৮ | 72.83.90.203
  • হিসেব হারিয়ে ফেলেচি ঃ(
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৫৭ | 202.91.136.3
  • এইটা কত নং আইডি?
  • pi | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৫৬ | 72.83.90.203
  • ডিডিদা কি পুরানো কাগুজে গুরু পেলেন ?
  • pi | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৫৫ | 72.83.90.203
  • দেফু, কোটার দৌরাত্ম্যে উত্তর দিতে পারছিলুম না। অতি কষ্টে এক চিলতে জায়গা করে উত্তর পাঠালুম। এ জায়গা ভরতেই বা আর কতক্ষণ ঃ(

    জনতা, এবার থেকে আমাকে palbhowmicki জিমেইলে মেইল কোরো খন।
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৫৫ | 202.91.136.3
  • ই-য়ে-য়ে-স!
  • k | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৫৪ | 61.12.12.84
  • না, হয়েছে ঃ-))))
  • k | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৫৪ | 61.12.12.84
  • শথড়স হলনা।
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৫০ | 202.91.136.3
  • এই রে, কুমুদি কমা দেওয়া টই নামিয়েছে।
  • siki | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৪৯ | 123.242.248.130
  • হ্যাঁ, মেয়ের স্কুলে প্রতি বছরের মত এ বছরেও উইন্টার ইউনিফর্ম পাল্টে দেওয়া হয়েছে, সবাইকে যাতে কিনতে হয়। অথচ গত বছরের ইউনিফর্ম এখনও মজবুত পড়ে রয়েছে। আর পরা হবে না।
  • dukhe | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৪৮ | 122.160.114.85
  • ছ্যাঁচড়ারা ছাড়া কেউ আজকাল ইস্কুল খোলে না বোধহয় ।
    বালিগঞ্জ শিক্ষা সদন ফরমান দিয়েছে রিবকের অমুক জুতো লাগবে । পুজোর ছুটির দিন ধরিয়েছে, ছুটির পর থেকে চালু ।
  • k | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৪৪ | 61.12.12.84
  • পাইদি, তোমার পুরনো মেলাইডিগুলো চলে?
  • kumu | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৪৩ | 122.160.159.184
  • সিকি,"পরের ব্লো"গুলো র জন্য বাচ্চাকেও তৈরী করতে হবে।
  • kumu | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৩৭ | 122.160.159.184
  • আজকাল কাজের কথা ছাড়া অন্য কথা বলি না,সকলেই নিশ্চয়ই খ্যাল করেছেন।
    নেতাইয়ের বিয়ে নামে নতুন টই খোলা হবে না ঐ বিয়ে কোরার টইটা তুলে দেব?
  • siki | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৩৭ | 123.242.248.130
  • এখানেই লিখি। কাল থেকে খুব ডাউন ফীল করছি, এখানেই শেয়ার করি।

    দিল্লি পাবলিক স্কুল, নয়ডা। কাল রাত পৌনে দশটায় মেয়ের ক্লাসটিচারের ফোন এল গেঁড়ির মোবাইলে। এমনিতে এঁরা ধরাছোঁয়ার বাইরে থাকেন। প্রপার অ্যাপো না নিয়ে গেলে দেখা পাওয়া যায় না, আর মোবাইল নাম্বার চাইলেও দেয় না স্কুল থেকে বা এঁরা নিজেরাও দেন না। কোনও সমস্যা হলে ক্লাসটিচারের সঙ্গে কমিউনিকেশন করার একমাত্র উপায় হচ্ছে স্কুলের ডায়েরি, তাও তিনি রোজদিন খুলে দেখেন না।

    তো, সেই তিনি কাল রাতে গেঁড়িকে ফোন করেছেন। কী ব্যাপার? না, আসছে রোববার স্কুলে দিওয়ালি মেলা হচ্ছে। তাতে কী হবে? না জিনিসপত্রের স্টল লাগানো থাকবে, আপনারা এসে কিনতে পারেন। ডিপিএসে যা-ই বিক্রি হয়, বাজারের থেকে তিনগুণ দামে বিক্রি হয়, বই থেকে ব্যাগ সবকিছুই। আর বাবামায়েদের ফ্যান্সি ড্রেস শো হবে, তার জন্য একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন, বাচ্চাদের জন্য কী একটা হবে, তার জন্য একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন, এসবের সার্কুলার আগে থেকেই এসে গেছিল। দিওয়ালি মেলার নাম করে দেড় সপ্তাহ আগে বাচ্চাকে দিয়ে বিনা-সার্কুলারে বলেও পাঠানো হয়েছিল দুশো টাকা করে দিতে, না দিলে নাকি "অ্যানুয়াল ফাংশনে পার্টিসিপেট করতে দেওয়া হবে না', সে পর্বও চুকে গেছে, বাজে লাগলেও দুশো টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

    কাল ফোন করে ম্যাম দাবি করলেন, দিওয়ালি মেলার জন্য তাঁদের নির্দিষ্ট পরিমাণ পয়সা তুলে দেবার জন্য টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, তিনি নিজে সেই টার্গেট থেকে অনেক পেছনে রয়েছেন। তাই আমরা কোনওভাবে কϾট্রবিউট করতে পারি কিনা।

    তো, আমরা কীভাবে কϾট্রবিউট করতে পারি? না, অ্যাড জোগাড় করে দিন স্যুভেনিয়েরের জন্য। গেঁড়ি সবিনয়ে জানালো, দেখুন, আমাদের সার্ভিস তো পাবলিক ফেসিং নয়, আমাদের অ্যাড জোগাড় করার মতন কোনও সোর্স নেই (সত্যিই নেই, সোসাইটির দুর্গাপুজোতেও অ্যাড জোগাড় করে দিতে পারি না) তাও বলুন অ্যাডের মিনিমাম অ্যামাউন্ট কত।

    উত্তর এল, পাঁচ হাজার।

    কোনও প্রশ্নই ওঠে না। পাঁচ হাজার খরচ করার ক্ষমতা আমার নেই এখন। জানানো হল। তখন ম্যাম জানালেন, নিতান্তই যদি অ্যাড দিতে না পারেন, আপনি পার্সোনালি কিছু কϾট্রবিউট করুন, এই ধরুন, এক হাজার টাকা।

    আমি তখন বাড়িতে ছিলাম না। গেঁড়ি বলেছে, আমি তো অলরেডি দুশো টাকা দিয়েছি, আবার হাজার টাকা দেবার জন্য আমি এই মুহূর্তে রেডি নই, আর আমি আমার হাজব্যান্ডের সাথে ডিসকাস না করে কিছু কমিট করতেও পারব না। ম্যাম তাতেও নাকি ইনিয়ে বিনিয়ে দুএকবার রিকোয়েস্ট করেছেন অনুরোধ রাখবার জন্য, তারপরে ফোন ছেড়েছেন।

    গেঁড়ি তখনই ফোন লাগায় আশেপাশে সাঁঝের সেকশনেই পড়া অন্যান্য বাচ্চাদের মায়েদের, মানে যতজনের ফোন নম্বর ছিল আর কি, প্রায় সকলেই এই ধরণের ফোন পেয়েছেন, এবং অনেকে একাধিক টিচারের কাছ থেকে পেয়েছেন, প্রত্যেকেই বিরক্ত, কিন্তু জাস্ট নিজের বাচ্চার কথা ভেবে কেউ কিছু বুঝে উঠতে পারছেন না যে টাকাটা দিয়ে দিলেই ভালো হবে, না না-দিলে।

    আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোনওভাবেই একটা পয়সাও দেওয়া হবে না। দিওয়ালি মেলাতে এমনিতে যাবারও কোনও প্রশ্ন নেই। এখন দেখার, পরের ব্লো-গুলো কীভাবে আসে।

    ও হ্যাঁ, প্রতি বছরের মত এ বছরেও অ্যানুয়াল ডে আগামীকাল। সকাল ছটায় মেয়েকে শ্যাম্পু করিয়ে চুল না-বেঁধে স্কুলে পৌঁছে দিয়ে আসতে হবে। দিল্লিতে এখন ভোরবেলায় বেশ ঠাণ্ডা।
  • pi | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৩৫ | 72.83.90.203
  • নেত্যর একটা ছবি পেলেই হল। বাকিটা হুতো/সুমেরুদা/মৃগাঙ্ক ফোটোশপ করে দেবে।
  • Tim | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৩৪ | 173.163.204.9
  • নেত্যর শোকে আজ গুরুর প্যাঁচাটা দুচোখ বন্ধ করে থাকুক। গুরুর পতাকা তো নেই, নইলে অর্ধনমিত রাখা যেত।
  • Tim | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৩২ | 173.163.204.9
  • এই বাজারে অপ্পনের মত লোকও সুপার কাপের কথা বলতে ভুলে গেল। আমিই লিখে রাখি, ফর দ্য রেকর্ড। নইলে আবার ন্যাড়াদা রাগ করবে। ;-)

    আর ব্রতীন্দা আমায় পাজির পাঝাড়া বলেছে। নোট করে রাখলাম। অবশ্য ভালোমানুষের মত দেখতেও বলেছে, কিন্তু ভালোমানুষেরা কিরম দেখতে হয় জানা না থাকায় বুঝতে পারছিনা খুশি হবো কিনা।

    ইত্যবসরে পিছিয়ে পড়ে দেখলাম ব্যাঙদি ফিরে এসেছে। গুড ।
  • dukhe | ১৯ অক্টোবর ২০১১ ১৭:২৯ | 122.160.114.85
  • নেতাই, kc ডাহা গুল দিচ্ছে । অনেকেই দেবে । দিয়ে এট্টু এট্টু করে হাড়িকাঠের দিকে ঠেলে দেবে । যাজ্ঞে, ভেঙে পড়ো না । ভুলিও না তুমি জন্ম হইতেই বলিপ্রদত্ত । গুরু নাহয় তোমার স্মৃতিতে একটা বিশেষ সংখ্যা বের করবে । তোমার কোনো ফ্রেমে বাঁধানো মালাপরানো হাসিমুখ ছবি আছে ?
  • pi | ১৯ অক্টোবর ২০১১ ১৭:২৯ | 72.83.90.203
  • নেত্যকে কী বলবো ভেবে পাচ্ছিনে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত