এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ২০ অক্টোবর ২০১১ ১০:৪৮ | 121.241.98.225
  • ঃ))
  • dd | ২০ অক্টোবর ২০১১ ১০:৪২ | 124.247.203.12
  • ওঃ, এ আর ক্ষি পরলে অভ্যু, ডাগদারের ছন্দো মিল মিলিয়ে প্রেসক্রিপশনগুলো পড়ো নি বুঝি?
    উনার ডেংগির সাথে মিলিয়ে "ওসুদ খাও ,পরোয়া নেহি লেংগি" বলে অ্যান্টি বায়োটিকের নাম লিখে দেওয়াটি তো ক্লাসিক সাহিত্যের স্থান পেয়েছে।
  • Abhyu | ২০ অক্টোবর ২০১১ ০২:০৮ | 128.192.7.51
  • ডাক্তারবাবু আপনার লেখা পড়ছি আর ভালো লাগছে।
  • Tim | ২০ অক্টোবর ২০১১ ০১:৩৭ | 198.82.17.199
  • না না ভারি ঘুম্পাচ্চে। ইদিকে প্রবল সোসন। এখন কোথায় বা এম, আর কোথায় বা কি।
  • pipi | ২০ অক্টোবর ২০১১ ০১:৩০ | 129.74.191.152
  • কই কই, আমি তো কিছু ছমছম পায়েল শুনছি না! ছম্মক ছল্লোও নেই!
  • I | ২০ অক্টোবর ২০১১ ০১:৩০ | 14.99.17.185
  • টিমের কী দাঁত পড়ে গেলো? এম পড়ে না ক্যানো?
  • Tim | ২০ অক্টোবর ২০১১ ০১:২৫ | 198.82.17.199
  • এম টা পড়েনি। ঃ-(
  • Ti | ২০ অক্টোবর ২০১১ ০১:১৭ | 198.82.17.199
  • আমি আছি তো। ঝিমোচ্ছি একটু।
  • I | ২০ অক্টোবর ২০১১ ০১:১৩ | 14.99.17.185
  • ই কী ? ভাটে -টইয়ে কেউ নেই কেন ? আমি একা-একা বকবক করে যাচ্ছি কেন? চাদ্দিক এমন eerie, এমন গা-ছমছমে কেন?
  • I | ১৯ অক্টোবর ২০১১ ২৩:৩৩ | 14.99.17.185
  • দু'দিকে-
    উটি সঙ্গীতা ঘোঃ দঃ -ই ছিল, আজ ফোং করে কনফার্ম করলাম।

    বাপ রে ! ক্ষী চোখ !
  • m | ১৯ অক্টোবর ২০১১ ২৩:২৭ | 117.194.33.71
  • নীতু, অনেক অভিনন্দন। নির্ভয়ে বিয়ে করে ফেলো।এখানে যারা তোমাকে ভয় দেখাচ্ছে ,তারাও লম্ফ দিয়ে আনন্দিত মনে বিয়ে করেছিলোঃ)

    নেমন্তন্ন যেন মিস না হয়।
  • m | ১৯ অক্টোবর ২০১১ ২৩:২৪ | 117.194.33.71
  • পারমিতা, দুঃখীর দুঃখ অন্য দুঃখীই বোঝেঃ))
  • pipi | ১৯ অক্টোবর ২০১১ ২৩:১৩ | 129.74.191.152
  • আহ! দাঁত দিয়ে দাঁত চিবোবো কখন বললাম? হাড়, ওরে হাড় চিবাবো। বিটিডব্লিউ, আজকাল সব বোনলেস প্রেপ, হাড় চিবাতে হবে কেন? (এইটা ব্রতীনকে)।
  • Tim | ১৯ অক্টোবর ২০১১ ২৩:০২ | 198.82.17.199
  • মামী,
    ঃ-))))

    পিপি একদিকের দাঁত দিয়ে অন্যদিকের দাঁত চিবোবি? অঙ্ক ক্ষি কঠিন!
  • pipi | ১৯ অক্টোবর ২০১১ ২২:৫৬ | 129.74.191.152
  • হা হা হা হা (এইটা মিঠুদিকে)

    ব্রতীন,
    একদিকের দাঁতে ব্যথা তো অন্য দিকের দাঁত দিয়ে চিবাবো।
  • Paramita | ১৯ অক্টোবর ২০১১ ২২:৫৪ | 198.95.226.40
  • মিঠু,

    ঃ)
    আর তো কটা দিন - মা আর পো দুজনকেই বলছি।
  • siki | ১৯ অক্টোবর ২০১১ ২২:৪৪ | 122.177.184.103
  • সে তো জিমেলেই মাই আলট্রা বিগ মেল, মাই সুপার বিগ মেল, মাই বিগ মেল, এইসব নামে ক্যাটেগরাইজ করা যায়।
  • pi | ১৯ অক্টোবর ২০১১ ২২:৪২ | 72.83.90.203
  • খুব গোব্দা কিছু মেইল নিগ্‌ঘাত ঢুকে আছে। সেইগুলোকে মারবো বলে খুঁজছি।
  • pi | ১৯ অক্টোবর ২০১১ ২২:৪২ | 72.83.90.203
  • ঃ))
  • siki | ১৯ অক্টোবর ২০১১ ২২:৩৯ | 122.177.184.103
  • ঃ-)))

    এটা আল্টিমেট।
  • m | ১৯ অক্টোবর ২০১১ ২২:৩৮ | 117.194.33.71
  • স্কুল থেকে ফিরে- বিছানার ওপর একটা শাড়ি দেখে-
    মা আ আ কি সুন্দর শাড়ি- এইটা কবে কিনলে?
    এইটা আমার বিয়ের শাড়ি।
    এইটা বাবান কে ম্যারি করার সময় পরেছিলে?
    তাই তো।

    ঘন্টাখানেক বাদে বাবার সঙ্গে ফোনালাপ চলছে,নানা কথার পর

    বাবান তুমি কি ঐ রেড শাড়ি টা দেখেছো?
    বাবা আকাশ থেকে পড়ে, কোনটা?

    ঐ যে , লাল শাড়িটা কি সুন্দর।

    তাই,কিরকম

    খুব সুন্দর,যেটা পরে মা তোমাকে বিয়ে করেছিলো,আমার তো ভালৈ মনে আছে।তোমার কি মনে আছে?
  • Bratin | ১৯ অক্টোবর ২০১১ ২২:৩৬ | 117.194.103.246
  • মিঠু, ঃ-))। শেষ অবধি কোথায় গেলে?

    পিপি, ভয় নেই এখন ও হয় নি। আর তোমার না দাঁতে ব্যথা । হাড় চিবুবে কী করে অ্যাঁ?
  • pipi | ১৯ অক্টোবর ২০১১ ২২:৩৫ | 129.74.191.152
  • কেন? এই আমারই তো জিমেল অ্যাকাউন্ট একদম যারে কয় ভর ভরন্ত! তো?
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ২২:৩৩ | 112.133.206.18
  • না, বলল না, সাইজ দিয়ে সর্ট করে ডিলিট মারবে?
  • siki | ১৯ অক্টোবর ২০১১ ২২:৩২ | 122.177.184.103
  • অপ্পন, পাই তো মেল ডিলিট করে না! ওর মেল ডিলিট মারার অভ্যেসই নেই। তা নইলে কেউ জিমেল অ্যাকাউন্ট ভরিয়ে ফেলতে পারে?
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ২২:৩০ | 112.133.206.18
  • * বেচে
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ২২:২৮ | 112.133.206.18
  • !!!!!!!

    এরা তো একহাটে আমাদের বেঁচে অন্য হাটে কিনে নেবে।

    (আমারটি গোকুলে বাড়িতেছে)
  • pipi | ১৯ অক্টোবর ২০১১ ২২:২৮ | 129.74.191.152
  • য্‌যাহ! বিয়েগুলো কি হয়ে গেলো? নেমন্ত গুলো কি মিস করে গেলাম?
  • m | ১৯ অক্টোবর ২০১১ ২২:২৬ | 117.194.33.71
  • টিনটিনের আজে্‌কর দুটি গপ্পো।

    বাবার বিরহে ছেলের খুব কাতর অবস্থা। সকালে খেতে খেতে বল্লো,
    মামা,তুমি কি বাবাকে মিস করছো- বল্লাম হু।
    এরকম কোনোদিন ও হয় নি তাই না?
    হয়েছে তো, দেশে আসতাম আমি আর তুমি, বাবা একা থাকও।

    সেতো কারুর বাড়িতে,এরকম কোনোদিন হয় নি।
    হয়েছে, বাবা নিউ জার্সি গিয়েছিলো, আমি তো একা ছিলাম।
    একদম একা! হতেই পারে না।

    তখন একদম একা থেকেছি তো, তুমিও ছিলে না।

    একগাল হেসে, ও আচ্ছা, তখন সেলগুলো ফার্টিলাইজ করছিলো।
  • pi | ১৯ অক্টোবর ২০১১ ২১:৩০ | 72.83.90.203
  • ঃ))

    কিন্তু এই আউটলুকে নেবো কেমনে ?
  • Tim | ১৯ অক্টোবর ২০১১ ২১:২৮ | 198.82.17.199
  • কিস্‌সা থেকে সিক্কা এসেছে। বিরাসি কিসসা।

    বিরাশিটা সিকি জুড়ে সাড়ে কুড়ি হয়। এতো জানা কথাই, সিকি যা প্যাংলা।
  • sayan | ১৯ অক্টোবর ২০১১ ২১:০৫ | 115.242.136.127
  • আচ্ছা "বিরাশি সিক্কা' ফ্রেজটির উৎপত্তি কোথা থেকে, কেউ আলোকিত করবেন?
  • kk | ১৯ অক্টোবর ২০১১ ২১:০২ | 107.3.242.43
  • ব্যাঙ, তোমায় আবার দেখে ভালো লাগছে। না, বইটা আমার লাগবেনা। আমার দিদি জানতে চেয়েছিলো, ওর ছেলের জন্য কিনবে।

    ব্রতীনকেও আবার দেখে ভালো লাগছে।
  • kc | ১৯ অক্টোবর ২০১১ ২০:৪৬ | 178.61.96.29
  • পিএসটি বানালে, কম্পু যদি ভোগে যায় তাইলে সব মেলগুলোও হাইর‌্যে যাবে।
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ২০:১৯ | 122.252.231.10
  • আম্মো ঐটাই বলতাম। তবে পিএসটি বানানোর কী দরকার। ইনবক্সে ডিলিট করলে অ্যাকাউন্ট থেকেই ডিলিট হয়ে যাবে।
  • siki | ১৯ অক্টোবর ২০১১ ২০:১৭ | 123.242.248.130
  • পাই, সায়নের আইডিয়া ভালো। আউটলুকে পিএসটি বানিয়ে নাও।
  • Paramita | ১৯ অক্টোবর ২০১১ ২০:১২ | 198.95.226.40
  • পাই-এর আইসক্রিম ও ইন্দোর পাঁউরুটি - এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায় দ্যাখ।
  • Tim | ১৯ অক্টোবর ২০১১ ২০:১২ | 198.82.17.199
  • ব্ল্যাঙ্কি থাকলে বলতো, পরে থাকা ম্যাগিটা পরে খেয়ে নিতেও পারেন।
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ২০:১১ | 112.133.206.22
  • ভাগ্যিস, কবিরা দূরদর্শী হয়! ঃ)
  • pi | ১৯ অক্টোবর ২০১১ ২০:১১ | 72.83.90.203
  • পামিতাদি, ঃ)))

    কেন মনে হয় সে নিয়ে গুঞ্জা কিছু জানিয়েছে ?
  • Tim | ১৯ অক্টোবর ২০১১ ২০:১০ | 198.82.17.199
  • প্পন, না। সবই কবির কল্পনা। ঃ-)
  • Bratin | ১৯ অক্টোবর ২০১১ ২০:০৯ | 117.194.102.213
  • পারমিতা, জাস্ট যাতা।

    অর্পন, হুমমম ঃ-))
  • dukhe | ১৯ অক্টোবর ২০১১ ২০:০৯ | 117.194.243.21
  • জাতীয় ক্লাবের বাইরে কোচেদের ল-অ-ম্বা লাইন । বরাবর ।
    সবাইকেই সুয়োগ দেওয়ার চেষ্টা করতে হয় । মানবিকতার খাতিরে । বৃদ্ধ বাবালাদের জন্ডিসের চিকিৎসা করাতে আমরাই নিয়ে এসেছিলাম ।
    এক বছর করে সময় দিলে কজন আর সুযোগ পাবে ? তাই আমরা কোচেদের তিন মাস সময় দিতাম । কিন্তু তবু কী ভিড় ভিড় । গেট ক্‌র্‌যাশের উপক্রম দেখে ওটাকে তিন ম্যাচ করে দিতে হল ।
    উয়াড়ি ইবে পোর্ট ট্রাস্ট এসব সমস্যা বুঝবে না । মনোরঞ্জনের বড় ক্লাবে খেলার স্বপ্ন তো আর তাদের মেটাতে হয় না ।
  • pi | ১৯ অক্টোবর ২০১১ ২০:০৮ | 72.83.90.203
  • একটু ভুল হল। ম্যাগী সেদ্ধ না। এক্ষেত্রে একটু বেশি জলে ম্যাগী সেদ্ধ করতে হবে। ফুটে উঠতে থাকলে মশলা মেশাতে হবে, যেমন করা হয়ে থাকে আর কি।
    তারপর ম্যাগীগুলো ফেলে দিয়ে মশলা দেওয়া জলটায় ২ঃ১ অনুপাতে নলেন গুড় মিশিয়ে ডিপ ফ্রিজে ঢোকাতে হবে।
    একটা দুটো ম্যাগী থেকে গেলে ক্ষতি নেই। আমি তো রেখে দিতেই বলবো। একটা দুটো নয়, বেশ কয়েকটা। দেখতে ভালো লাগে। খেতেও।
  • Paramita | ১৯ অক্টোবর ২০১১ ২০:০৭ | 198.95.226.40
  • বিয়ের বাজারে দুটি অণুগপ্পোঃ

    গুঞ্জা (বয়স চার) ঃ মা, আমার কি বিয়ে হয়ে গেছে?
    মা (একটু বিরতির পর) ঃ তোমার কি মনে হয়?
    গুঞ্জা ঃ আমার মনে হয় হয়ে গেছে।
    মা ঃ সেকি। কার সঙ্গে?
    গুঞ্জা ঃ তোমার সঙ্গে।

    মেঘ (বয়স সাত)ঃ আজ আমি ডেথলি হ্যালোস দেখে একটা ইয়াকি জিনিস জানতে পেরেছি।
    মা ঃ কি?
    মেঘ (অনেক পেড়াপেড়ির পর) ঃ mhg
    অনেক কষ্টে মা মানেটা বের করলো। হাহা হিহির পর কানে কানে বলে ফেললো।
    মেঘ ঃ ইয়াকি থিং।
    মা ঃ বিয়ে ইয়াকি হবে কেন? বাবা-মা করেছে, তুমিও মোস্ট প্রোবাবলি করবে।
    মেঘ ঃ আমি যখন বিয়ে করবো, আই ওয়ান্ট টু নো দা পার্সন রিয়ালি ওয়েল। কিন্তু একটাও সেরকম বয়কে জানি না।

    মাক্কালি। আমি হাঁ হয়ে গেলাম। আমার মেয়েটা কি বড় হয়ে গেল?
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ২০:০৫ | 112.133.206.22
  • সেম লেভেলে কম্পেয়ার করা যায়। ঠিক কথা।

    কলকাতায় তো এখন দুই প্রধান। ইস্টব্যাঙ্গল আর প্রয়াগ। তার নিচে বাকিরা।
  • Bratin | ১৯ অক্টোবর ২০১১ ২০:০২ | 117.194.102.213
  • না তুমি লোকের ঠ্যাং ধরে খুব টানাটানি ক রো তো তাই। এমনিতে ছেলে মন্দ নয়। তার ওপরে কবিতা লেখো। ( ইয়ে, সেটা যদিও বুঝতে পারি না!!)

    kc,ন্যাড়া দা তোমারা ইবে জনতার র কথায় কান দিও না। জানো ই তো সেম লেভেলে কম্পেয়ার কার যায়। আগে ক্লাব টা জাতে উঠুক , রেফারীর সাহায্য ছাড়া নিজে নিজে জিততে শিখুক ।তারপরে দেখা যাবে ঃ-))
  • sayan | ১৯ অক্টোবর ২০১১ ২০:০০ | 115.242.136.127
  • নলেনগুড় যখন ভেস্তেই গেল ...

    পাইয়ু, জিমেল'কে আউটলুকে কনফিগার করে নাও। তারপর যা খুশি করো। যা করবে, জিমেলে সেটা রিফ্লেক্ট করবে।
  • ppn | ১৯ অক্টোবর ২০১১ ১৯:৫৬ | 112.133.206.22
  • টিম কি ভুক্তভোগী? ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত