আলোচনাটা অত্যন্ত ভালো মানের হচ্ছে, তোমাদের প্রায় প্রতিটা পোস্ট নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে নিতে চলছি। নেহাৎ আপিসে আছি, কল্এ আছি, এবং একগুচ্ছ কাজের মধ্যে বসে আছি, নইলে একটা কোকের বোতল নিয়ে আসাই যেত ঃ)
চলুক। আমি আছি। গ্যালারিতে।
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১১:০৯ | 72.83.92.218
*অতবেশি
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১১:০৮ | 72.83.92.218
অতবেশিই দাঁত ক্যালালে এই হয়। কেলিয়ে কেলিয়ে মামুর দাঁতেরা কেলিয়ে পড়েছে।তাদের তুলে নিয়ে যাওয়া ছাড়া গত্যন্তর নাই।
kumu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১১:০৫ | 122.160.159.184
ঈশানের দাঁত তোলা ? এটা কি ইন্দোর অভিশাপে না কী এম্নি স্বাভাবিক ব্যপার?
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১১:০৪ | 75.76.118.96
দাঁত তুললে স্যুপ খেতে হয়, স্যুপ আমার খুবই প্রিয়।
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১১:০৩ | 75.76.118.96
ব্যাঙ আমার বাপ মা আমাকে বাখ, বিঠোফেন, মার্ক্স, সাহিত্য, এমনকি ট্রু সেন্সে নিউট্রিশনও দিতে পারেন নি। খানিকটা অর্থনৈতিক কারণে, খানিকটা নিজেদের অজ্ঞানতার কারণে। কিন্তু যেটা ওনারা আমাকে দিয়েছেন তাহল আনকন্ডিশনাল লাভ। এখন একটু আধটু পড়ে টড়ে জানলাম সেটাই নাকি আত্মবিশ্বাস আর সেল্ফ এস্টিম তৈরি করে (কার্টসি মাই বউ)। তো আমার আত্মবিশ্বাস আর সেল্ফ এস্টিম সাধারণ মানুষের থেকে বেশি। শুধু তাতেই আমার মতন গাধাও ঘোড়া বনে গেল। বিভিন্ন ভুল সিদ্ধান্ত নিয়েও আজ চলে যাচ্ছে, সব ফ্রন্টে। আনকন্ডিশনাল লাভ না হোক, খানিক কন্ডিশনাল লাভও ম্যাজিক করতে পারে। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, ভালোবাসা হারানো অপরাধ, একটু ভালোবাসলে তার রিটার্ণ হাজার গুণ। এটা তোর নাম করে বললেও আরও অনেককে বলা বুঝতেই পারছিস। (জয় হিন্দ ঃ)))
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১১:০১ | 72.83.92.218
মামুর জন্য দুটো যুদ্ধজয়ের শুভকামনাই রইলো। ঢাল,বর্ম সব রেডি তো ?
Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৫০ | 117.194.32.200
অ্যাকচুয়ালি আমাকে এখন দাঁত তুলতে যেতে হবে। আপনারা আমায় একটু সময় দিন। আর শুভকমনা করুন।
Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৭ | 117.194.32.200
আকার ১০ঃ১৮ আর ১০ঃ২০ পড়ে কিছুই বুইলাম না। মানে নিশ্চয়ই আছে, কিন্তু সে বোঝার জন্য কি কি পড়তে হবে সেটা বুইতে পারিনি। ঃ(
dukhe | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৭ | 122.160.114.85
আকা প্পন মামুর সাহসের বলিহারি । সিংহের গুহায় কী অম্লানবদনে মাথা ঢোকাচ্ছে । মেয়েদের মানসিক শক্তি ইউরি গেলারের মতই । বরাবর ভয় পেয়ে আসছি । শারীরিক শক্তিকেও । সেরেনা উইলিয়ামস একটা চড় কষালে কোথায় যে যাব । তার ওপর পুরুষসিংহও নেই । নিতান্তই অসম লড়াই ।
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৪১ | 75.76.118.96
ওরে ব্যাং তোর দুকুরের পোস্টটা অনেকটা আধঘন্টা ধরে বলছি পাঁচ মিনিটের মধ্যে আসছির কথা মনে করাচ্ছে। এবারে কাজে যা। বাব্বাই। ঃ)
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৮ | 122.178.253.135
কেন হে সিকি, সেদিন আমাকে যখন গিলোটিনে কাটতে লেগেছিল তোমার মামু আর অন্যরা, আমি এক অতি ভালোমানুষকে ডিফেইম করেছি বলে, তখন তো এই কোশ্নোটা কর নি? আমার পরবর্তী পোস্ট দুপুরে পাওয়া যাবে।
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৭ | 75.76.118.96
আব্বে আকা একাই বল অন্য কোর্টে পাঠিয়ে দিয়েছে। এখন ব্রেট লির মতন মাটিতে হাত ঠুকছে। (বীর ইমো)।
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৬ | 122.178.253.135
আরে, তোর সঙ্গে ওদের বক্তব্য গোলাবো কেন? ওনারা সেদিন ঐ টইতে মেয়েদের সাহসের অভাব, বরের প্রতি এক্সপেক্টেশন ইত্যাদি নিয়ে অনেক অমূল্য জ্ঞান দিয়েছিলেন কিনা! আর প্পনের থেকে তো আমি এই ব্যাপারে উত্তর চাই নি, ওকে এই গ্রুপে ঢোকাচ্ছিস কেন?
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৬ | 75.76.118.96
লীলাদি যে কত সত্যি কথা বলেছেন হাড়ে হাড়ে টের পাওয়া গেল।
আকা এখনো নিজেকে অপ্রেসড কালো মেয়ের জায়গায় পুরোপুরি, একেবারে পুরোপুরি কল্পনা করে উঠতে পারল না। মাইরি ঃ্)))
siki | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৩ | 155.136.80.161
আকা কি ফায়ারিং স্কোয়াডে দাঁড়িয়ে গেছে? এক্সিকিউশন কটার সময়?
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৩ | 75.76.118.96
আরে দুদি নির্ভয়ে বলে যাও তোমার যা বলার। এই তো আমিই বলছি, তা বলে আমিও কি জানি না যে আকার মতন ছেলে কম আছে? ঃ-))
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৩২ | 75.76.118.96
নাঃ মাইরি করি নি। ঠিক এক্স্যাক্টলি নয়, কিন্তু এরকম সিচুয়েশনে আমি করি নি তো। ঈশান, শান্তনুদা বা কমরেড প্পনের বক্তব্য অন্য। তার সাথে আমায় গোলালে হবে কেন?
Du | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৩১ | 117.194.192.157
তাই তো বললাম উপসংহার থেকে শুরু করে ঃ)
তবে এইসব বলছি বলে আকা যেন মনে না করে দুদি ওর এগেনস্টে। সত্যি করে আকার মতন ছেলে দুনিয়ায় বেশ কমই আছে।
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:২৭ | 122.178.253.135
আগে নিজে প্রতিবাদ করতি না? অপেক্ষা করতি বর আগে প্রতিবাদ করবে বলে? না করলে তবে কষ্ট পেতি? এবং তারপরে প্রতিবাদ করতি? ঃ-)) অ্যাকচুয়ালি আমার একটা না, এই অ্যাত্তোগুলো প্রশ্ন পেল। ঈশানস্যার, শান্তনুস্যার, অরিন্দমস্যার, আকার ১০ঃ২০ টু বি নোটেড স্যার। আপনাদের উত্তরও এক্সপেক্টেড, স্যার। ফিরে আসছি ব্রেকের পর।
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:২৬ | 75.76.118.96
হ্যাঁ আকার ১০.১৮ পড়লে হাঁড়িচাচারাও হেসে কুটিপাটি হবে।
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:২৫ | 75.76.118.96
লীলুদি এক্কেবারে ঠিক বলেছেন।
আকা এখন ব্যাংকে উত্তর দিল ঠিকই, কিন্তু আমি এরকম প্রশ্ন করলে বরাবর "সেরকম হলে তখন দেখা যেত" বলে এড়িয়ে গেছে। কিছুই না, স্রেফ কল্পনাশক্তির অভাব।
এই রে, জেনারালাইজেশন হয়ে গেল, এখুনি প্পনের আবার কিছু একটা পাবে ঃ-)
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:২৪ | 75.76.118.96
লীলুদি এক্কেবারে ঠিক বলেছেন।
আকা এখন ব্যাংকে উত্তর দিল ঠিকই, কিন্তু আমি এরকম প্রশ্ন করলে বরাবর "সেরকম হলে তখন দেখা যেত" বলে এড়িয়ে গেছে। কিছুই না, স্রেফ কল্পনাশক্তির অভাব।
Du | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:২৩ | 117.194.192.157
১০ঃ২০ তে বলেইছে তাও উপসংহার থেকে শুরু করে ঃ)
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:২৩ | 122.178.253.135
ওঃ বুঝেছি। অসম্ভব দুঃখ হত, বরকে বলতাম প্রতিবাদ করতে, না করলে কষ্ট হত, শেষে নিজেই করতাম, নিজের ডিগনিটি মেনটেইন করেই।
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:১৮ | 75.76.118.96
আমার ছেলেকে এবং বউকে অসম্মান করার সাহস কারুর হত না।
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:১৭ | 72.83.92.218
তুমি কি এখন মাটিতে শুয়ে আছো ?
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:১৭ | 122.178.253.135
সময়ের অভাবকে যদি কেউ মাটিতে শুইয়ে দেওয়া বলে ইনফার করতে চায়, করুক না! ঃ-) তবে আমার ১০ঃ১৫-র উত্তর আমি খুঁজছি এবং সেটা গুচর ছেলেদের থেকেই।
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:১৫ | 75.76.118.96
আকা এসে আমার কাছে গর্ব করে গেলো, ও নাকি তর্ক করে আমাকে আর ব্যাংকে মাটিতে শুইয়ে দিয়েছে???
আমি তো ঠিক বুঝলাম না, তাই জানতে চাইছি!!
ppn | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:১৫ | 204.138.240.254
* বউ
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:১৫ | 122.178.253.135
আকা, ৯ঃ৪৪য়ে অসম্ভব সুবিধেবাদী অবস্থান নিলি। আমি জানতে চাইলাম যে তুই বাড়ির কালো বৌ হলে এবং তোর ছেলেও কালো হলে এবং এরম ঘটলে তোর স্ট্যান্ডটা কেমন হত? বাড়ির ছেলের স্ট্যান্ড তো জানতে চাই নি। ওটা আমার জানাই। আর উত্তর দেওয়ার সময়ে আমার ৮ঃ৫১ এবং ৮ঃ৫৮টা আবার পড়ে নিয়ে বলবি। বিশেষ করে ৮ঃ৫৮টা। কাল তো তোর ছুটি। আমি দুপুরের পরে তোর উত্তর দেখে নেব। এখন গেলাম। টা টা।
ppn | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:১৫ | 204.138.240.254
এখন আমার কাজের সময়। কাজেই উস্কে যাওয়া কোন কাজের কথা না।
তবে এইটুকু বলি যে "শ্রেয়' জিনিস কি আর জীবনে অক্ষরে অক্ষরে পালন করা যায়? যেটুকু সংবেদনশীলতা আমার আছে তাতে এইটুকু কনফিডেন্স আছে যে বেশ কিছু আদর্শগত জিনিসের জন্য আমি শেষ পর্যন্ত লড়ে যেতে পারি। তা বাউ, বাপ-মা, ছেলে মেয়ে, প্রিয় বন্ধু যেই হোক না কেন।
তবে কী, সেসব কথা হাট করে আমি সালিশিসভার মাঝে প্রকাশ করতে একেবারেই আগ্রহী নই। কারণটা আগে বহুবার জানিয়েছি তাই আর লেখা বাহুল্য।
জেনেরালাইজেশনে তো আরোই হাগা পায়।
ব্যস।
siki | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:১৪ | 155.136.80.161
রিমি, ৯ঃ৪৫ এ এম।
আছে। উদাহরণ আছে। এখানেই আছে উদাহরণ।
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:০৯ | 75.76.118.96
শুতে গেলাম, তবে ঘুম এলে হয়। মাথা প্রচন্ড গরম। আর কাজের বারোটা বাজল।
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:০৬ | 122.178.253.135
বাবা প্পন্নো, খোঁচা না মেরে সোজা কথা সোজাসুজি বললে আমার মত মোটা মাথার মানুষদের একটু সুবিধে হয়।
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:০৬ | 75.76.118.96
প্পন আর পিনও এক নয়। :D
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:০৪ | 75.76.118.96
এই যে প্পিন, তুমি নিজেই বলেছ মধ্যপন্থাই শ্রেয় ঃ-)
বাই দ্য ওয়ে, রাগের মাথায় একটু বেশিই জেনারালাইজেশন করে ফেলেছি মানছি সেটা। তবে সব দোষ আকার, ওকে পেটাও।
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:০২ | 72.83.92.218
অথচ তারপরও এত্ত নিউক্লিয়ার ফ্যামিলি !
ppn | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:০১ | 204.138.240.254
হ্যাঁ, লোকে অন্যদের সম্বন্ধে কত কম জেনে কত বেশি বলে।
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:০১ | 122.178.253.135
আমি তো প্রথম থেকে বলছি, যে সমাজ দুইজনের উপরেই সমান চাপ সৃষ্টি করে, কিন্তু বেশিরাভাগ ক্ষেত্রেই দেখা যায় মেয়েটি চাপের বিরুদ্ধে লড়ে যাচ্ছে করছে আর ছেলেটি সোনামুখ করে চাপ অ্যাভয়েড করার ইচ্ছেয় চাপটি মেনে নিয়ে মেয়েটিকে আরো বেশি চাপ দিচ্ছে। আমি এবার উঠবৈ উঠবো, বাকি তক্কো দুপুরের পর।
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৯ | 72.83.92.218
তারা গুরুর নী পা কিনা আমি জানিনা। মাঝে সাঝে দেখেনা এমন নয়।
আর আলাদা হয়ে গেছে এমন উদাহরণ তো ভুরিভুরি !! সেটা তো একরকম করে বৌ কে সমর্থন করাই হলো !!
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৯ | 75.76.118.96
যাকে বলার। ;)
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৮ | 122.178.253.135
আকা, ৯ঃ৫৬টা কাকে বললি রে?
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৬ | 75.76.118.96
উত্তেজিত হলে লোকের কত কিই যে হয়। সব ভুলে গেছে গিয়ে। যাকগে ভগমান আছেন, তিনিই বিচার করবেন।
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৫ | 122.178.253.135
পাই, যেসব ছেলে বলে বৌয়ের পক্ষ নিয়ে কথা বলে, আমাদের সমাজ তাদেরও ছেড়ে কথা বলে না। আমার মা-বাবা তো খুব কমবয়সেই বিয়ে করে আলাদা থাকত, তাও অন্য শহরে। তারপরে আমার কাকু যখন বিয়ে করে, তখন আমার কাকিমা প্রথমেই জানিয়ে দিয়েছিল যে কাকুর বাড়িতে গিয়ে থাকা তার পক্ষে সম্ভব নয়, তো আমার কাকু বিয়ের পরে বেশ কিছুদিন আমার কাকিমার বাপের বাড়িতেই থাকত। আর কাকিমা একমাত্র মেয়ে হওয়ায় খুব আদরযত্নেই থাক্ত তারা দুজনে সেখানে। কিন্তু আমার পিসিরা মড়াকান্না জুড়ে দিয়েছিল কাকু ঘরজামাই হয়ে গেল বলে। কাকু নাগপুরে ট্রান্সফার নিয়ে অশান্তির হাত থেকে রেহাই পেয়েছিল সেই যাত্রায়।
kiki | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৪ | 59.93.215.172
ও আরেট্টা কথা, কাল রাতে যে ব্যাটাচ্ছেলেকে ভিলেন লাগছিলো, আজ কি হিংসে হচ্ছে, কেমন ভুলভাল চিন্তা না করে থাকতে পারে দেখে। আর এ ভেবেও খারাপ লাগছে যে কি ভাবলাম, সত্যি যদি বিপদের কিছু থাকতো তো সে আমার মতো বসে চিন্তা করতো না, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে নিতো। যাগ্গে।সকালটা সুন্দর হলো।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন