এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:০৯ | 122.160.159.184
  • তবে ডিডিদা উইকেন্ডে লুরু গিয়ে সংসারের কাজকর্ম করেন,এইটা যেন কেমন লাগল।মানে ঠিক acceptকরা গেল না !
  • dd | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:০৪ | 124.247.203.12
  • অপরাধবোধের কি আছে। একটা নতুন খুন্তি কিনে নিলেই হয়।

    আর পুরোনোটা খুব ফেবারিট হলে ভালো করে ফুটিয়ে নিলেও কাজ চলবে। গিল্টি ফীল করার কিছু ই নেই।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:০৪ | 117.194.32.200
  • আব্বে গিফট আবার কি। প্রত্যেক বছর নিজেই সামনে দাঁড়িয়ে পড়ি।
  • kumu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:০৩ | 122.160.159.184
  • মিঠু খিচুড়ি রাঁধতে/আপিসে না ডাক্তারনীর দাঁত্তুলতে গেছে,এইটে জানতে পারলেই এখনকার মত গুরু বন্ধ করি।
    আবার আধঘন্টা পর ফিরে আসব।
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:০০ | 123.242.248.130
  • পটাশম্যাম, সে নিচ্চই মনের মত গিফট না পেয়ে খুন্তি দিয়ে ইশেনের দাঁতে গত্তো করে দিয়েছিল, এখন অপরাধবোধে চুপ করে আছে।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫৯ | 117.194.32.200
  • ডাক্তারনি আমায় ব্যথা দিয়েছে কিনা।
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫৮ | 123.242.248.130
  • মোট্টেই ঢপ নয়। মেয়ের দুধে দাঁতেই একের পর এক গামা গামা গর্ত হচ্ছে, আর তিন মাস অন্তর আমাকে ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে। ডাক্তার আমাকে আর আমার মেয়েকে ভালোভাবে চিনে গেছে। পরের বার গেলে হয় তো ডিসকাউন্টই দিয়ে দেবে।

    শেষবার জিজ্ঞেস করলাম, ম্যাডাম, দুধে দাঁতে রুট ক্যানাল কত্তে হয়, এ তো আমি কোনওদিন শুনি নি, অ্যামং কেন হচ্ছে? ম্যাডাম মধুর হেসে বললেন, চিন্তা কোরো না, দুধে দাঁতই তো, একদিন না একদিন ঝরে যাবে, পাকা দাঁতে আর কিছু হবে না। অনেকেরই হয়, এরও হচ্ছে, এই আর কি।

    মেয়ে এখন ইঁ কল্লে দাঁতগুলো সব সাদা, আঁ করলে দাঁতগুলো সব কালো।
  • kumu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫৭ | 122.160.159.184
  • সুরুচিপূর্ণ অডিটরিপোর্ট আমি তো কোনদিন দেখি নি।

    ডিঃ-গুরুতে কোন অডিটর থাকলে ক্ষমা চেয়ে রাখলাম।

    আচ্ছা,মিঠুর সাড়াশব্দ নাই কেন?
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫৫ | 117.194.32.200
  • ডাক্তারনি আমার পায়ের উপরে দাঁড়ালে আমি কিচ্ছু বলতাম না। প্রমিস।
  • kd | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫২ | 59.93.255.90
  • ঈশানের 'উঁ উঁ' পোস্ট পড়তে গিয়ে ""লাগে কেন''র উত্তরে আশা করছিলুম, ""উঁ উঁ, দাঁতে না, পায়ের ওপর দাঁড়িয়ে আছেন যে''।

    দোষ দিও না, অবিরত গোবিন্দ/কাদের খাঁর সিনেমা দেখার ফল। ঃ(
  • dd | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫২ | 124.247.203.12
  • আমায় ভুল বুঝবেন না।
    আমি নিতান্ত সংবেদশীল মমতায় মাখামাখি এক মানুষ। লোককে নার্ভাস করে মোটেই সুখী হই না। যদিও সত্যের পথ থেকে বিচ্যুত হওয়াও আমার ধর্ম বিরুদ্ধ।

    কিন্তু আপিসে একটা অতন্ত্য কুরুচিকর অডিট রিপোর্টের পয়েন' বাই পয়েন' উত্তর দিতে হবে, আমার সর্বাংগ রী রী করছে। হায়, আপিসে এতো কুচুটে ছোটো মনের মানুষ ও থাকে ! এমত অবস্থায় এক হিংসাশ্রয়ী মনোভাব উঠেছে জাগিয়া।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫২ | 117.194.32.200
  • তা বলে ভাবার কোনো কারণ নেই, যে, যন্ত্রণা পেয়ে আমি আমার মূল্যবান মতামত দেওয়া থেকে বিরত থাকব। এইখানে আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই, যে, আমাকে জেঠু, দাদু, বা বেয়াই বললে আমি ভয়াবহ রেগে যাই। পরিষ্কার বুঝতে পারি এটা আমার বয়স নিয়ে কটাক্ষ।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৯ | 117.194.32.200
  • আমার আবার দুটো দিকে একসঙ্গে করছে। একটা দিক খুঁড়ে টুড়ে বলে, বাব্বাহ কি লম্বা রুট আপনার। আমাকে স্পেশাল ছুঁচ বানাতে হল। আম্মো হাঁফ ছেড়ে যেই উঠে পড়তে যাই, তক্ষুনি হাঁ হাঁ করে বলে, শেষ হয়ে গেল ভাবছেন নাকি? ঐ দিকটা তো ধরিইনি।

    আমি আবার চিৎপাৎ। ছুঁচ রেডি। এবং এবার ছুঁচ ঢুকিয়েঃ বাব্বা এই দিকটায় ব্লিডিং কেন হচ্ছে? আগের দিনই সব নার্ভগুলো উড়িয়ে দিলাম যে।

    ইত্যাদি।
  • saikat | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৫ | 202.54.74.119
  • এবং ঈশানের কথামত মুখের মধ্যে ক্যামেরা রেখে যেন তোলা হয়। ঃ-)
  • saikat | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৪ | 202.54.74.119
  • ঈশান সিনেমা বানালে ঐ এই রুট ক্যানালের সিনটি প্রথম দৃশ্য হিসেব রাখা উচিত। এই খোঁড়াখুঁড়ির মধ্যে বেশ একটা ইয়ে আছে।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৪ | 122.178.253.135
  • কুমু, রোসো। একখান লিস্ট ধরাচ্ছি। তবে বেশিরভাগই গুচর পুরুষসিংহরা থাকবে তাতে।
  • dd | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৩ | 124.247.203.12
  • দেড়েল লোকেরা বেশী কাঁদলে দাড়িতে নানান ইনফেকশন হয়। আমার জানা একজনের দাড়ির থেকে অনেকদিন কট কট করে আওয়াজ বের হতো।

    তাইলে ঈশেনের ভালো করে দাড়ি কামিয়ে তিন চারটে শুকনো পরিষ্কার রুমাল নিয়ে বসাই বিধেয়।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৩ | 122.178.253.135
  • দাঁতটির ভিতরে বড় গত্তো হলে তখন এই টে হয়।
  • kumu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪১ | 122.160.159.184
  • বেশী খিদে পেলে গোবিন্দভোগ চালের/সাবুর খিচুড়ি খাও,বেশী করে ঘি দাও।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪১ | 117.194.32.200
  • আমি মোটেও ভয় পাইনি। এইটা হল আমার চতুর্থ সিটিং।

    একজন সুন্দরী মহিলা মিষ্টি হেসে হাতে একটা ইয়াব্বড়ো ছুঁচ হাতে মুন্ডুর সামনে ঝুঁকে পড়েন। তারপর সেটা সটান ঢুকিয়ে দিয়ে বলেন লাগছে লাগছে? আমি বলি উঁ উঁ। তখন তিনি বলেন, সহ্য করা যাচ্ছেনা? আমি বলি উঁ উঁ। তিনি বলেন তাহলে আর একটু সহ্য করুন। আমি বলি উঁ উঁ। তিনি বলেন, আপনার এখনও লাগে কেন? আগের দিনই সব কটা নার্ভকে সাফ করে দিলাম। আমি খুব অপরাধী হয়ে আর টুঁ শব্দটি করিনা।

    তারপর বাড়ি ফিরে সে কি কটকট। উরেব্বাপরে। নেহাৎই পুঃসিঃ বলে এখনও ভাট কচ্ছি।
  • saikat | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪১ | 202.54.74.119
  • কিন্তু দাঁতের মধ্যে খাল কেটে ব্যাথা আনা হয় কেন? মানে জানতে চাইছি দাঁতের কী হলে এই কম্মটি করাতে হয়?
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৯ | 122.178.253.135
  • সিকিটার খালি ঢপ ! ঐটুকু মেয়ের দুধের দাঁত পড়তে লেগেছে সবে হয়তো, তার আবার রুট ক্যানাল কিসের র‌্যা!
  • dukhe | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৯ | 122.160.114.85
  • যন্তন্নায় সবাই অজ্ঞান হয় না । তবে আয়নার সামনে দাঁড়ালে নিজের কঙ্কালমুণ্ডু দেখতে পায়, দাঁতগুলি ঝকঝক করে ।
    তাও সবার হয় না । অনেকে স্রেফ ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেই কাটিয়ে দেয় ।
  • de | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৮ | 203.197.30.2
  • ব্যাং, আমি হয়তো খানিকটা ওভাররিঅ্যাক্ট করলাম -- কিন্তু কি করবো, খারাপ লাগা সোজাসুজি বলা আমার অভ্যেস। তোমাকে কষ্ট দিয়েছি, দু:খিত তাই!
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৮ | 122.178.253.135
  • হ্যাঁ মামু, এসবের কিচ্ছু হয় না। আমি রুটক্যানাল যে ডাক্তারের কাছে করিয়েছিলাম, তিনি আমাকে লিকুইড, সেমিসলিড ডায়েটের কথা বলতেই আমি জিজ্ঞেস করলাম - খুব করে সিদ্ধ করা চিকেন যদি খাই? তিনি শিউরে উঠে বললেন - না না হাড় চিবুলে সব পরিশ্রম জলে, এক্ষুনি ওটা খুলে বেরিয়ে আসবে। আমি বললাম - না না জানিই তো, বোনলেস চিকেন খেতে তো বাধা নেই।
    উনি মুখ কালো করে কথা হাতড়াঅচ্ছেন দেখে একটু দয়ামতন হল, শুধালুম, তাহলে মাছ তো খেতে পারি।
    ভদ্রলোক বললেন - আমি কক্ষনো মাছ-মাংস কিচ্ছু খাই নি, তাই মাছ খেতে কতটা প্রেশার দিতে হবে জানি না।
    তারপর আমি দিব্যি পিজ্জা চিবিয়ে খেলুম মুখের অন্য সাইডটা দিয়ে, কিছুই হল না।
  • dd | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৪ | 124.247.203.12
  • না না আইসক্রীম "খাবার" কোনো দরকার নেই। একটু ফুটিয়ে নিয়ে একেবারে লিকুইড করে নেও, তারপর স্ট্র দিয়ে ধীরে ধীরে গিলে নেও।

    রুট ক্যানালকে বিশ্বাস নেই। আমার চেনাজানা একজনের তো .... যাগ্গে আমাদের ঈশেনকে নার্ভাস করে লাভ নেই। মোটকথা দাঁতের "সম্পাদনা" অতো সহজ ব্যাপার নয়।
  • kumu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৪ | 122.160.159.184
  • হাইড্রলিক প্রেস?কাকে ফেলা হবে তাতে?
    ব্যাং চাইলে সাপ্লাই করার ব্যবস্থা হতে পারে।
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩২ | 123.242.248.130
  • হ্যাঃ, রুট ক্যানাল? ও তো আমার মেয়ে করায়, প্রতি তিনমাসে একবার।
  • kumu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩২ | 122.160.159.184
  • ঈশান,ডিডিদার কথা শুনে ঘাবড়িও না,অত কিছু হবে না।
    বিপদের দিনে সকাল থেকে মামুকে সাপোট দিচ্চি,আশা করি এটা সবাই খ্যাল করেচে।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩১ | 122.178.253.135
  • শান্তনুস্যার, কিছুক্ষণ বাদে এসে বুঝিয়ে লিখছি। তবে আমাকে আপনি-আজ্ঞে না করলে অস্বস্তিটা একটু কম হয়। ঃ-)
    দুখেস্যার, হ্যাঁ আমার তো হাইড্রলিক প্রেস বানানোর কারখানা আছে কিনা! ঃ-)
    মামু, আইসক্রীম খাও।
  • dd | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৫ | 124.247.203.12
  • রুট ক্যানাল তো? ওটার আসল খেলা শুরু হয় "সম্পাদনা"র পর।

    দাঁতের পেটে পেটে যে কি ভয়ানক জিলিপির প্যাঁচ সেটা বোঝা যায়েক কি দু দিন পরে। বেশ কিছুদিন পরেও হয়। আচমকাই। পুরুষ সিংহেরাও অজ্ঞান হয়ে যায়। সে এক বিভৎস যন্ত্রনা। রেতের দিকেই বাড়ে।

    তবে নার্ভাস হবার কিছু দিন, দিন পাঁচ সাতেকের মধ্য নির্মুল না হলেও অনেকটাই কমে যায়। মাস খানেক লিকুইড ডায়েট হয়তো খেতে হতে পারে, আর ঝগড়া ঝাঁটি তো দুরস্থান, বিস্ময়ে হাঁ করাও বারন।

    আদারওয়াইস চিন্তার কোনো কারন নেই।
  • s | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৪ | 194.186.188.239
  • সেই সকাল থেকে ওয়াইন খেয়ে যাচ্ছি, এরপর মস্কো দুবাই ৫ ঘন্টার ফ্লাইট - এমিরেট্‌স দরাজ হাতে মাল খাওয়ায় - মনে হচ্ছে রাত ১১ টার সময় দুবাই তে টলতে টলতে নামব।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:২১ | 117.194.32.200
  • আপুনাদের সকলের আশীর্বাদে আমি সুস্থ শরীরে সদাঁত বাড়ি ফিরেছি। আসলে দাঁত ঠিক তুলতে যাইনি। রুট-ক্যানাল নামক একটা পৈশাচিক কর্ম সম্পাদন করতে গিয়েছিলাম।

    এখন মুখে কুলুপ এঁটে বসে আছি।
  • dukhe | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:২০ | 122.160.114.85
  • ব্যাঙ,
    আরে না না - জোর করে চাপিয়ে দেবেন কেন?
    শুধু রাজি না হলে লামাকে হাইড্রলিক প্রেসে -
  • santanu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৮ | 194.186.188.239
  • Byaaang আপনার প্রশ্নটা কি আমি ঠিক বুঝেছিলাম? ঠিক বুঝলে তো উত্তর দেওয়া হয়ে গেছে, না হলে যদি আর একবার প্রশ্নটা লেখেন।
  • byaaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৫:০৮ | 122.178.253.135
  • দে, কথাগুলো নেহাতই ঠাট্টা করে বলা। আমি লামাকে আমার বেয়াই বানাতে চাইলেই যে সেটা সত্যি হয়ে যাবে, তা নয়। আর আমার কথায় যদি এমনভাব ফুটে বেরোয় যে আমি আমার মত জোর করে চাপিয়ে দিচ্ছি, ও মেয়ের বাবা বলে। তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের ছেলেমেয়েদের বাবামারা, বা বাবা-মায়ের বাবা-মায়েরাও এই ব্যাপারে যখন অন্য কোনো চাপিয়ে দেওয়া মত মেনে নেওয়ার কোনো স্কোপ দেখায় নি, তখন আমাদের ছেলেমেয়েদের উপরেও চাপিয়ে দেওয়ার প্রশ্ন আসছে না। তাও লামা মেয়ের বাবা বলে আমি আমার মত চাপিয়ে দিচ্ছি, আমার পোস্ট পড়ে করুর মাথায় এটা আসতে পারে, এটা যদি তখন আন্দাজ করতে পারতাম, ভুলেও এমন কথা লিখতাঅম না। তবু তোমার খারাপ লেগেছে জেনে ক্ষমা চেয়ে নিচ্ছি।
    আশা করি, লামারও এমন কথা মনে হয় নি।
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫৯ | 123.242.248.130
  • আমি কি পাগল না মমতা? মত চাপাবার কথা আসছে কোত্থেকে? এ তো জাস্ট কথার কথা, ইয়ার্কি। ওসব কনসেপ্ট আজকের দিনে আবার আছে নাকি?
  • Netai | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫২ | 121.241.98.225
  • ডিডিদার ভাষ্যে ডাগদার ও ভুতের গল্প শুনতে চাই।
  • de | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৮ | 59.163.30.3
  • মেয়ের নিজের পনেরোখানা বয়ফ্রেন্ডই থাকুক না :)) -- আমার কোন আপত্তি নাই তাতে, শুধু আমি আমার বা অন্য কারো কোন মত চাপাতে অরাজী! ইয়ার্কি করে হলেও কেমং এট্টা লাগে!
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৮ | 123.242.248.130
  • ও হ্যাঁ, আর মামণি প্রসঙ্গে ...

    আমাদের কৈশোরে এই শব্দটা কেবলমাত্র বাজে ছেলেরাই বলত। ইঙ্গিতটা আদৌ ভালো ছিল না।

    তার[অরে নচিকেতা তার প্রথম ক্যাসেটে "কেউ বলে বুড়ো ভাম' গানে গাইলঃ

    বাসেট্রামে ওঠা দায়, বসলে লেডিজ সিটে মামণিরা মনে মনে বিরক্ত হয় ...

    তখন গানের কথায় সুরে "মামণি' উচ্চারণ করতে পেরে ভালো ছেলেরা আর অপ্রতিভ হল না। আস্তে আস্তে ব্যাপারটা ইজি হয়ে গেল।
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৫ | 123.242.248.130
  • আহা, ইয়ার্কি শুনলে রেগে যাবার কী আছে? আমারও তো বেয়াই বেয়ান আছে, তাতে কী? ঃ) সে তো আমার মেয়েরও পনেরোখানা বেস্ট ফ্রেন্ড আছে, তারমধ্যে দুতিনজন বয়ফ্রেন্ড।
  • de | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:২৯ | 203.197.30.2
  • আমিও একটু পড়ে এলাম, লাঞ্চ কত্তে কত্তে --

    কেডিদা এখানে লিখেছেন দেখে একটু সাহস পেয়ে আমিও লিখলাম -- মাঝে-সাঝেই এই বেয়াই-বেয়ান গোছের আবদারগুলো বেশ অবাক করে দেয়! আমার মেয়েও আস্তে আস্তে বড় হচ্ছে, মাঝে-সাঝে সোস্যাল গ্যাদারিংয়ে কোন কোন ছেলের মায়েরা কি অনায়াসে এসব মন্তব্য করে ফেলেন -- আমার খুব অবাক লাগে, মেয়ের মা মানেই যেন আমি অলরেডি মেয়ে বিয়ে দেওয়ার জন্য তৈরী হয়েই বসে আছি! জানি অ্যাতো কিছু ভেবে হয়তো কেউ বলে না -- কিন্তু আমার খুব বিচ্ছিরি লাগে এই ধরনের অ্যাটিটিউড দেখে!
  • h | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:২৭ | 203.132.214.11
  • ডিডি, আর কি তবু দেখবেন যদি কিসু মাল পান। মজুমদার - ব্যানার্জি বচন কে কমনপ্লেস (এবং আনসাইন্টিফিক কিন্তু অভিজ্ঞতা দ্বারা হয়তো কোনো কোনো ক্ষেত্রে ইনফর্‌ম্‌ড) উইসডম এর একটা উদা হিসেবে দেখে্‌ছন, আলাদা করে কোনো একটা পার্সোনালিটি কে অ্যাট্রিবিউট করেন নি। সেটা ডাইগ্রেশন অ্যাভয়েড করার জন্য মনে হয় মেনলি।
  • h | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:২২ | 203.132.214.11
  • এলি্‌সএম, এটা ধান সম্পর্কেই কথা। ইন ফ্যাক্ট সেটা এই সন্দেহ দৃঢ় করে যে বাঙালী সংস্কৃতজ্ঞরা অনেক শ্লোক ঢুকিয়েছেন ঃ-)
  • dd | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:১৮ | 124.247.203.12
  • অ্যাট হনু

    আমি যে কিছু লিখবো না সেটা আমি জানি। ছেন্নাইতে ছিন্নমুল হয়ে ফ্রী টাইম বলতে জিরো। সপ্তাহান্তে হাঁপাতে হাঁপাতে যখন লুরু পৌঁছাই তখন বাড়ীর নানান কাজ,অনন্ত সামাজিকতা আর অপরিমিত মদ্যপানের পর হাতে আর সময় থাকে না। বই পড়া বন্ধ হয়ে গ্যাছে। একদম।

    তবে টপিকটা আমার ব্যাপক ইন্টেরেস্টিং লাগলো,এতো বিদ্যা- আর্কিটেকচার, কামশাস্ত্র,সর্পবিদ্যা, নক্ষত্রবিদ্যা, ধনুর্বেদ, আয়ুর্বেদ, রথচালনাবিদ্যা .... ওঃ বিদ্যার আর শেষ নেই পুরা ভারতে কিন্তু কৃষির কথা নেই।

    রাজা জনক ও তো লাঙ্‌ল কষেই সীতেরে পেয়েছিলেন তবে তার হলকর্ষন নিছক সিম্বলিক হতেও পারে, বলরাম কেনো যে লাঙল কাঁধে ঘুড়তেন সেটা তিনি ই জানেন। তবে বামুনেরা নিশ্চয়ই গরুর ন্যাজ মুচড়ে চাষ করতেন না।হ্‌হু

    খনার বচন কিন্তু একেবারে ঢপ। ঐতিহাসিক ভিত্তি প্র্যাকটিক্যালি জিরো আর যা বচন আছে হয় সেগুলি নিতান্ত পেডেস্ট্রিয়ান (যদি বর্ষে মাঘের শেষ,ধন্য রাজা পুণ্য দেশ) বা নেহাৎ ই তুক তাক(মংগলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা)। আলোচনার যোগ্যই নয়।
  • kd | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:১১ | 59.93.255.90
  • আচ্ছা, একটা জিনিস কিলিয়ার। ব্যাঙের ""বাল্যবিবাহে'' কোন আপত্তি নেই। ঃ)
  • saikat | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৯ | 202.54.74.119
  • ভুল লিখলাম।

    আদতে তো পুঃ সিং-রা চাপ নেয় না। খায়-দায়-ঘুমোয়। সিংহীরাই কাজকর্ম করে।

    কিন্তু মানুষের সমাজে পুঃ সিং-দের কর্তব্য কী?
  • kd | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৯ | 59.93.255.90
  • ভাবছি, ব্যাঙের ৭ঃ৫১এর পোস্ট যদি কিকি লিখতো! বেচারা কিকি!!
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৫ | 69.236.168.211
  • তাহলে সিংহী হওয়ার চাপ কম বলছ?
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৪ | 69.236.168.211
  • লাঙল এর পরে মই - ধান ছাড়া অন্য কিছু (ডাল, গম, আলু...) চাষে কি লাগে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত