এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dukhe | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:২১ | 122.160.114.85
  • আহা সিকি, বড় লোভ দেখালে হে । কেউ কাউকে পিটিয়ে লম্বা করে দিচ্ছে দেখলে কী যে শান্তি পাই । ভালো আড়ংধোলাইওলা সিনেমা কত্তকাল দেখিনি ।
  • kiki | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:২০ | 59.93.247.57
  • সিকি,
    হ্যাঁ সেটাই, সত্যি জঘন্ন রকমের নৃশংসতা দেখিয়েছে।(বানামটা কি কে জানে!)

    মিঠু,
    আবার কি করবো? চারবেলা রাঁধবো আর খাবো।ঃX

    সুযোগ থাকলে জঙ্গলে পালাতুম।ভাল্লাগেনা।

    এইসব আলুচানা পরে আমারো খুব লিখতে ইচ্ছে যাচ্ছিলো, ভাগ্গিস সময় নাই , নইলে ভাটে আর টইয়ে উপন্যাস লিখে ফেলতুম নিগ্‌ঘাত।
  • Netai | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৩ | 121.241.98.225
  • শিবুদা কাঠবেড়ালির খবর নিচ্ছে। খবর সুবিধার নয়।
  • Sibu | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:০৮ | 74.125.63.33
  • আনন্দবাজার কেনা হয় নি তো। তোমার কাঠবিড়ালীরা কেমন?
  • m | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:০৪ | 117.194.43.1
  • কিকি পুজোর কি প্ল্যান
  • kumu | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫৫ | 122.160.159.184
  • এই যে শিবু,বহুদিন পরে দেখা!তিলোত্তমা শারদীয়া আনন্দবাজারে,খুব-খুব ভালো নিকেচেন।পড়ে দেকলেই হয়।
    ;-)
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫৪ | 123.242.248.130
  • কিকি, তুমি দেখেছো স্পার্টাকাস ব্লাড অ্যান্ড স্যান্ড সিরিজের কয়েকটা এপিসোড। ঃ)

    ছেলেকে খবদ্দার দেখিও না। সেক্ষের পাশাপাশি চূড়ান্ত লেভেলের ভায়োলেন্স আছে সিরিয়ালটায়। উত্তাল গলা কাটাকাটি।
  • kiki | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৫ | 59.93.247.57
  • মিঠু, আমিও শুভেচ্ছা জানালুম। আর ঐ সবাইকে জানানো থ্যাঙ্কু থেকে চাট্টি নিয়ে নিলুম।ঃ)
  • kiki | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৩ | 59.93.247.57
  • বাবারে! সেই সকালে ভাট পড়া শুরু করেছিলুম, এই শেষ হলো। এবার টই, তাদের আবার কে কে ডুবে গেলো কেজানে!

    আর কত কি বলার ছিলো সেও ভুলে গেলুম, আবার মজলিশে ঢুঁ মারার আছে, তারপর আবার ছোনা বাবা ফিরবে, তাকে আনতে বেরোতে হবে চারটেয়। এদিকে কাল এক স্পার্টাকাস দেখলাম, সে আবার চার ভাগে, এপিসোড টাইপ। কারা যেন মেল ফ্রন্টাল ড্যাস ড্যাস দেখায়না বলে কান্না জুড়েছিলো, দেখতে পারে।আরো পোচ্চুর সুন্দর জিনিস পত্তর দেখার আছে। বাপরে! এদিকে ছেলে স্পার্টাকাস দেখবে বলছিলো, ছেলের বাপ তোতলাচ্ছিলো,এবার বোঝা গেলো সে কেন! যাগ্গে আমি অবিশ্যি আগে এট্টু আভাস পেয়ে তাকে সরাসরি বলেছিলুম ওটা দেখিসনে, কিছুটা বড় হয়ে দেখিস, নইলে মনে চাপ হবে।শুনে বললো, তুমি আমাকে তেমন ভাবো নাকি! আর অগ্রহ দেখায়নি। কি রক্ষে।সিডিটা লকারে গিয়ে রেখে আসতে হবে।
  • m | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪১ | 117.194.43.1
  • সবাই কে আবারো ধন্যবাদ- সবার শুভেচ্ছা পেয়ে খুব ভালো লাগছেঃ)
  • Sibu | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৪:৩৬ | 74.125.63.33
  • তিলোত্তমা কোথায় ;)।
  • q | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৪ | 121.241.218.132
  • এই কদিনেই সুন্দ-উপসুন্দ?
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৭ | 72.83.92.218
  • শেষের প্রশ্নগুলো তোলার জন্য প্রথম কথাগুলো বলা, এই আপত্তি তোলা .... এগুলো যে সফিবাবুদের এত কেন প্রয়োজনীয় হয়ে পড়ে !

    "NONGRA JOUNO PALLY TE, MODER DOKANE DOKANE, PRATITA MOBILE R MEMORY CARD R NONGRA BLUE FILM R CLIPS R DIKE...NABALOKRA ABHIBHABAKDER PERMISSION NA NIYE GELE TRINAMOOLI SORKARER AIEN KORAR ICHCHA HOY NA...AIEN KORTE ICHCHA HOY JAKHON NAYSANGOTO GONOTANTRIK DABI ADAYER LORAI E CHATRO RA POTHE NAAMTE CHAY...MISS BANERJEE K BOLCHI...NURUL ISLAM R CLASS FIVE R CHATRO CHILO...AAR APNAAR NIRBACHONI THEME SONG GEYECHILO JE MEYETI TAAR BOYES KOTO?"

    আগুনখোর বিপ্লবীদের মরাল জ্যাঠামি তো দিনদিন বেড়েই চলেছে দেখি !
  • Netai | ২০ সেপ্টেম্বর ২০১১ ১২:১৭ | 121.241.98.225
  • মামীমাকে বিলেটেড হ্যাবাড্ডে।
  • titli | ২০ সেপ্টেম্বর ২০১১ ১২:১০ | 121.241.218.132
  • ছবি আঁকার সময়সীমা পেরিয়ে গেছে? মানে বলছিলাম যে, যদি একটা ফ্রেম আঁকা যায় যেটাকে চার ভাগে ভাগ করা হল। মাঝে একটা গোল। গোলের মাঝে একটা ছোটো মানুষের জন্মদিন টাইপের অনুষ্ঠান। তার সামনে একটা ফোন। মানে বোঝা যাবে স্পীকার ফোনে কথাবার্তা চলছে। আর বাকি চারটে খোপে চারজন। পৃথিবীর চারপ্রান্ত থেকেই wish আসছে। মানে বাচ্চা মানুষরা নিজের খুশি দিয়েই তো আগে one world চিনে ফেলে। তাই heartiest wish দিয়ে সারা দুনিয়াতে one home পেয়ে যাবে।
  • i | ২০ সেপ্টেম্বর ২০১১ ১২:০২ | 124.168.31.79
  • উফ্‌হ্‌হ
    সাজিয়ে সাজি তারে আনি নাই-
  • i | ২০ সেপ্টেম্বর ২০১১ ১২:০০ | 124.168.31.79
  • কুমু,
    বলতে চাইলাম-
    কবিতা ছেড়ে যায় নি। আছে।
  • i | ২০ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৮ | 124.168.31.79
  • দু,
    এত কম লোক এই গানটা গেয়েছেন মানে রেকর্ড করেছেন.. গীতবিতানের পাতার বাইরে আর বেরোয় নি।
    অসাধারণ সব গান আছে বৃদ্ধের-অসামান্য লিরিক-কেউ গায় না.. সেই এক গান ঘ্যান ঘ্যান করে গেয়ে চলে..
    গীতা ঘটক ছাড়া কাউকে গাইতে শুনলাম না অদ্যাবধি-যেদিন ফুটল কমল আমি ছিলেম অন্যমনে/ সাজিয়ে সাজি তারে আনি না, সে যে রইল সঙ্গোপনে।
    আলপনা রায় ছাড়া কেন কেউ গাইলেন না একলা বসে একে একে অন্যমনে/ পদ্মের দল ভাসাও জলে অকারণে?
    বা...
    যাক গে।

    কুমু,
    কবিতা ছেড়ে যায় আছে। তাকে সময় দাও। সেও দেবে। ভরে দেবে।
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৬ | 123.242.248.130
  • আজ না, গতকাল ছিল।
  • kumu | ২০ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৭ | 122.160.159.184
  • ইন্দ্রাণী,
    ১।মনে হয় ভালই আছি,
    ২।কাঠবেড়ালীরা বিন্দাস আছে,
    ৩।না,অশ্বত্থ চারা তো নির্মূল করিচি,অ্যাসিড ঢেলে,
    ৪।কবিতা?সে আমাকে ছেড়ে গেছে।তুমি জিজ্ঞেস করায় মনে পড়ল,কোন একদিন সে পাশে ছিল।

    তোমার খবর কী?
  • Du | ২০ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৬ | 117.194.192.135
  • ইন্দ্রানী, অভ্যু দুজনকে থেংকু। কি যে সুন্দর গানটা !
  • i | ২০ সেপ্টেম্বর ২০১১ ১১:২৯ | 124.168.31.79
  • কুমু, কেমন আছ? কাঠেবেড়ালিরা কেমন আছে? অশ্বত্থ গাছের চারা আছে না গেছে? কি কবিতা লিখলে এর মধ্যে? পড়াবে না?
  • i | ২০ সেপ্টেম্বর ২০১১ ১১:২৭ | 124.168.31.79
  • মামীর জন্মদিন?
    হ্যাপি বার্থডে মামী। ভালো থেকো খুব।
  • kumu | ২০ সেপ্টেম্বর ২০১১ ১১:২৫ | 122.160.159.184
  • এত লম্বা লম্বা না পড়া ভাট!!এইচ এসে না পড়া বায়োলজি কোর্স যে এর চেয়ে কম ছিল!

    উঁকি মেরে দেখলাম,আজ মিঠুর জন্মদিন।মিঠু,অনেক আদর,ভালবাসা নিও।খুব ভাল থেকো সারা বছর,সারা জীবন।

    মনে মনে অনেক বেলফুল,নলেন গুড়ের পায়েস আর পছন্দের বই পাঠালাম।
  • Netai | ২০ সেপ্টেম্বর ২০১১ ১১:০৬ | 121.241.98.225
  • দাশতান লিখতে লিখতে দেখছি ঘুমটা চটকে গেছে। আর ঘুমাতে যেতে হবেনা।

    আই দি ঃ-)
  • Netai | ২০ সেপ্টেম্বর ২০১১ ১১:০২ | 121.241.98.225
  • মশা কামড়াচ্ছিল কুট কুট করে। আমার ঘুম ভেঙে গেলো। ঘুম জড়ানো চোখে চারিপাশ দেখলাম। অন্ধকার। একরাশ প্রশ্ন গিজি্‌গজ করছে মাথার ভিতরে। আমি কে? আমার নাম মনে পড়লো আমার। আমি কোথায়? দেখি আমি তো আমার ঘরেই। গা হাত পা চুলকাতে চুলকাতে উঠে বসলাম। মশারিটা তালপাকানো অবস্থায় একপাশে পড়ে আছে। কাল মিরাক্কেল দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি। শয়তান রুমমেট গুলো। কেউ ডেকে দেয় নি।

    পাশের রুমগুলোয় উঁকি মারলাম। কোথাও একটু জায়গা পেলে শুয়ে পড়বো। একজন দেখি। ভোঁ ভোঁ করে কুলার চালিয়ে ঘুমাচ্ছে। এতো হাওয়া আমার সহ্য হয় না। অন্য রুমে গেলাম। দেখি অর্ধেক মশারি টাঙিয়ে ইসে ঊল্টে মশারির বাইরেই ঘুমাচ্ছে। তখনি, আমি ঢুকেছি রুমে টের পেয়েই হয়তো, অ্যালার্ম বাজতে শুরু করলো। সোহম চোখ খুলে আমাকে দেখে কেমন চমকে গিয়ে ধড়ফড় করে উঠে বসলো। তারপর দৌড়ে গিয়ে নেট করতে বসে গেলো। আমি অবাক হয়ে ঘড়ি দেখলাম। ৩টে বেজে ৪০ মিনিট। রকমসকম দেখে আমারো ঘুম চটকে গেছে। আমিও নিজের ল্যাপিটা টেনে স্নাইডারের এনডব্লিউ সিরিজের ব্রেকারের ম্যানুয়াল খুলে বসলাম। ৬ টা নাগাদ যখন ভাবছি অনেক হয়েছে এবার ঘুমাই আবার। তখন সোহম বললো- আমার নেট করা হয়ে গেছে। এবার তুমি বসতে পারো। কৃতার্থ করেছ, আমি বললাম। সিটিভিল খেলতে বসলাম। তিনতিনটা আইডি মেন্টেন করা সোজা না। কোথদিয়ে সময় কেটে গেলো। আমার আর ঘুমানো হল না।
  • i | ২০ সেপ্টেম্বর ২০১১ ১০:৫২ | 124.168.31.79
  • নেতই, তোমার লেখা পড়ে উদ্বুদ্ধ হয়ে আজ বডিগার্ড দেখতে বসলাম সক্কাল সক্কাল। ছুটি নিয়েছি। ল্যাদ খাচ্ছিলাম। ঘোমটা পরা চামচিকে আর রিক্‌শাবাহিত সলমনের সীনটা ব্যাপক! তবে পুরোটা দেখতে পারলাম না। চাপ হয়ে যাচ্ছিল।।
    রাজ বব্বরকে দেখতে দেখতে ভাবছিলাম আমাদের সত্যি কত্ত বয়স হয়ে গেল।।সেই রাজ বব্বর আর রেখার অগর তুম না হোতে.. পরে ঝুটি...! নাঃ সত্যি অনেক বয়স হল।তার আগে জিন্দেগী নেহি মিলেগি দেখছিলাম.. কানে মাকড়ি দীপ্তি নাভালকে দেখেও এই সবই ভাবছিলাম..বয়স বাড়ছে।।
  • Netai | ২০ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৫ | 121.241.98.225
  • আমার খুব ঘুম পাচ্ছে। আমি এখন বাড়ি যাবো।
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১১ ১০:১৮ | 72.83.92.218
  • ISI এর এজেন্টদের সাথে মেলামেশা করলে এই হয়।
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১১ ১০:১৪ | 123.242.248.130
  • কাল সন্ধ্যের পর এইমাত্র আবার!

    পাকিস্তান থেকে মিস্‌ড কল দিচ্ছে কেউ। এর আগেও জুনে একবার আর জুলাইতে একবার মিস্‌ড কল পেয়েছিলাম।

    পুলিশকে জানানো উচিত কিনা বুঝতে পারছি না।
  • i | ২০ সেপ্টেম্বর ২০১১ ১০:১১ | 124.168.31.79
  • অভ্যু,
    কি বলব বাছা তোমাকে... আলাদিনের প্রদীপ....
    অশেষ কৃতজ্ঞতা।
  • Abhyu | ২০ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫০ | 97.81.72.210
  • সুবিনয় রায়। দিচ্ছি।
  • byaang | ২০ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩৫ | 122.167.225.106
  • তবে আঁকার কাগজটা যে সাইজের দিয়েছে, তাতে পাতা জোড়া গ্লোব আঁকতে গেলে বড় একটা ডেকচি লাগবে। ক্যামলিনের বাক্সের কম্পাসের কম্মো নয় সেটা।
  • i | ২০ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩৫ | 124.168.31.79
  • অভ্যু,
    তোমার কাছে পূর্বা দাম/ সুবিনয় রায়ের গাওয়া তোমায় যতনে রাখিব হে, রাখিব কাছে/ প্রেমকুসুমের মৃদুসৌরভে... আছে কি?
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩৩ | 123.242.248.130
  • অবশেষে সাতাশ পাতা শেষ করে উঠলাম।

    সুপ্রভাত।
  • byaang | ২০ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩৩ | 122.167.225.106
  • দু ঃ-))
    কাল যখন সে পায়েড পাইপারের পিছনে সব দেশের ছেলেমেয়ে আঁকবে, যাদের ড্রেস দিয়ে তাদের চেনা যাবে, বলেছিল, আমি ভয়ে সিঁটিয়ে গেছিলাম। কারণ তাদের ড্রেস আঁকার দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছিল।
  • byaang | ২০ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩১ | 122.167.225.106
  • বাঃ, দু, তোমার আইডিয়াটাও হেব্বি। থ্যাংকিউ থ্যাংকিউ।
  • Du | ২০ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩০ | 117.194.192.135
  • আটবছুরের বলে সাহস করে দিলাম ।। আমার বুদ্ধি ঐ বয়সের সঙ্গে মোটামুটি ফিট করে ঃ)
  • Du | ২০ সেপ্টেম্বর ২০১১ ০৯:২৯ | 117.194.192.135
  • নীল বড় গ্লোব এ নর্থ অ্যামেরিকা বা এশিয়া ইউরোপের জায়গায় একটা বড়া হার্ট দিয়ে দাও। এবার দক্ষেণ গোলার্দ্ধের সেইমতন একটা মহাদেশকে একটা হাসিখুশি গোলগাল বাড়ি করে দাও।আর হার্ট থেকে একটা হাত নীচে এসে বাড়ি থেকে ওঠানো একটা হাতে হ্যান্ড শেক করিয়ে দাও ঃ)
  • byaang | ২০ সেপ্টেম্বর ২০১১ ০৯:২৮ | 122.167.225.106
  • বেশি সহজ বলে। ছেলে এমন করে কম্পস ধরে খাতার পাতা ফুটো হয়ে যায়। ঃ-)
  • Jhiki | ২০ সেপ্টেম্বর ২০১১ ০৯:২৬ | 182.253.0.98
  • তাহলে চিনির কৌটোর ঢাকনা কেন?
  • byaang | ২০ সেপ্টেম্বর ২০১১ ০৯:২১ | 122.167.225.106
  • হ্যাঁ, কম্পাস আছে।
  • Jhiki | ২০ সেপ্টেম্বর ২০১১ ০৯:২০ | 182.253.0.98
  • কেন কম্পাস নেই?
  • byaang | ২০ সেপ্টেম্বর ২০১১ ০৯:১০ | 122.167.225.106
  • অবিশ্যি এটাও একটা ভালো আইডিয়া হতে পারে, বিশাল এক কড়াইয়ে একটা বিশাল হার্ট ভাজা হচ্ছে। আর পিছনে একটা কুঁড়ে ঘরে আগুন লেগেছে।
  • byaang | ২০ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৮ | 122.167.225.106
  • খুব বড় গ্লোব হলে হবে না। তখন আমার কড়াইটা লাগবে।
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৫ | 72.83.92.218
  • চিনির কৌটোর ঢাকনা দিয়ে কোন গ্লোব হবেনা ? ঃ)
  • byaang | ২০ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৩ | 122.167.225.106
  • আমার চিনির কৌটোর ঢাকনা দিয়েই অভ্যুর লাস্ট গ্লোবটা হয়ে যাবে।
  • byaang | ২০ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫৯ | 122.167.225.106
  • লামা, দেখেছিস কি অভ্যুর আইডিয়াগুলো? দারুণ না?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত