এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dukhe | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩৫ | 122.160.114.85
  • সৈকত, শ্রীলেখার ওপর এইটুকু কনফিডেন্সও নেই ?
  • saikat | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩৪ | 202.54.74.119
  • রং মিলন্তি অখাইদ্য সিনেমা? তবে যে শ্রীলেখা দেখলাম ১০-এ ১০ দিল?
  • dukhe | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩৩ | 122.160.114.85
  • সিল্কের লুঙ্গি তো ? কুমুদিদিকে বললেই এনে দেবে ।
  • m | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩০ | 117.194.43.1
  • বাবার কড়া হুকুম একখানা সিল্ক কেনার- কেনা হয়নি।চোখে তার এক ছবি ধরা আছে- দোকানে তার দেখা নাইঃ((
  • de | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩০ | 203.197.30.2
  • আমাদের প্রোগ্রামে খোল-ওলার সাথে তবলাওয়ালার জব্বর লেগে গেছে -- তবলা বলেছে খোল যদি স্টেজে থাকে আমি না বাজিয়ে চুপচাপ বসে থাকবো -- খোল আবার অভিমানী, কুইট কত্তে চায় -দুজনকেই বোঝানোর চেষ্টা চলছে :)), ইদিকে আজ হাফ-ইয়ার্লি পরীক্ষে শেষ হলো, বাচ্চাগুলো আগের রিহার্সালের সব ভুলে মেরে দিয়েছে -- সে এক জগাখিচুড়ি অবস্থা!
  • dukhe | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৯ | 122.160.114.85
  • নাটাবাবু রিটায়ার করা ইস্তক ঘাতকের অভাব । তবে কাঠবেড়ালি বলি দিতে উৎসাহী লোক ঠিকই পাবেন ।
    এখন নটীর পূজায় কাঠবেড়ালি না থাকলে রবিবাবুকে বলুন । আমায় না ।
  • m | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৭ | 117.194.43.1
  • কুমু, এখন খানিক ভালো আছে।তবে কখন জোয়ার এসে যাবে বলা যায় নাঃ)
  • kumu | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৭ | 122.160.159.184
  • একবার গুরু বন্ধ করলে আবার খোলা মুশকিল,তাই সব কথা একবারে লিখে যাই।একটা ভাল কাঁথা স্টীচ কিনব মনে করলাম,কিন্তু পছন্দমত পেলাম না।মঞ্জুষাতে একদম পছন্দ হল না।
  • m | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৬ | 117.194.43.1
  • ভালো ই করেছো নিজের প্রযোজিত ঐ অখেদ্য সিনেমার নাম মনে না রেখেঃ)
  • kumu | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৩ | 122.160.159.184
  • হ্যাঁ,আমাদের নটীর পুজোতে ঘাতক পাওয়া যাচ্ছে না,আর ষষ্ঠীর দিনে যে ভাষ্য পড়বে সে নাকি হঠাৎ খেপে উঠেছে।

    আস্তে আস্তে পুজো জমছে।
  • de | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:২০ | 203.197.30.2
  • আমাদের এখানকার পুজোয় আগে শ্রেয়া ঘোষাল নিয়মিত গাইতো, তখন তো বাচ্চা মেয়ে ছিলো, কলোনীর ভিতরেই থাকতো, গত কয়েক বছরে ওর গানের রেট এমন এক্সপোনেনশিয়ালি বেড়েছে যে এখন আনার কথা আর ভাবা যায় না! এখন শ্রেয়ার বাবা-মা, ভাই এখানেই থাকে, ও শুনলাম নতুন ফ্ল্যাটে শিফট করে গেছে!
  • kumu | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:১৮ | 122.160.159.184
  • মিঠু,এই যে আমি,কেন ডাকছিলে?
    ঈশানের দাঁত কেমন?এইখানে লিখে রাখো,আমি এক জায়গায় যাচ্ছি,এসে দেখব।

    কাঠবেড়ালীরা ঐসব বিদিকিচ্ছিরি জিনিস পরে না,ওদের পুজোয় নতুন বাটি হয়েছে,হলুদ-সবুজ-কমলা রঙের,জল/বাদাম খাবার জন্য।
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:১৭ | 123.242.248.130
  • হ্যাঁ, বিক্ষুব্ধ গুরু আর চন্ডালদের সংখ্যাটা এবছর একটু বেড়ে গেছে। ঃ)

    আমাদের সোসাইটিতে আসছে ভিনোদ রাঠোর।
  • dd | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:১৫ | 124.247.203.12
  • লুরুতে নানান শিল্পী আসেন। সুমন চন্দ্রবিন্দু লোপামুদ্রা ভুমি - এঁয়ারা সকলেই এসে গেছেন।

    এবারেও থাকবেন নিশ্চয়ই অনেকে। তবে সব জায়গায় একাউস্টিক ভালো না, কয়েক যায়গায় মেলার মতোন ভীড় ও হট্টোগোল,গান শোনাই দায়।

    এবারে গু চতে পুজো নিয়ে গড়াগড়ি খাওয়াটা এট্টু কম মনে হচ্চে।
  • saikat | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:১৪ | 202.54.74.119
  • কিন্তু সিকির দেখলাম ফোনবালিকার গলা মিষ্টি লেগেছে।

    সব মেয়ের গলাই ফোনে মিষ্টি লাগে। আমার তো বউএর গলাও মিষ্টি লাগে।
  • saikat | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:১১ | 202.54.74.119
  • দে-র ওখানেই অলকা ইয়াগনিক?

    এখানে সল্লেকে তো, এফডি ব্লকেও (ঐ যেখানে কলকাতার সবচেয়ে উঁচু ঠাকুর হবে, ৫২ ফুট) অলকা ইয়াগনিক ও উদিত নারায়ণ গাইতে আসছেন।
  • dd | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:১১ | 124.247.203.12
  • রং মিলান্তি - সেটা ক্ষি? নতুন সিনেমা?
  • de | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:১০ | 59.163.30.4
  • মামণি শুনলে আমারো গা চিড়বিড় করে!
  • m | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:০৯ | 117.194.43.1
  • দে, তাইলে ও হৈ হৈ রৈ রৈ ব্যাপারঃ)
  • m | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:০৮ | 117.194.43.1
  • এখন চেপে গেলে হবে না,পোস্কার দেখলুম রং মিলান্তি প্রযোজক দীপ্তেনঃ(
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৬:০২ | 123.242.248.130
  • সিজনিং, দাদা, সিজনিং। ছোটো থেকে দেখে এসেছি বাজে ছেলেরা মামণি বলে, ভালো বাবারা বলে খুকি।
  • dd | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫৮ | 124.247.203.12
  • বৌমা এটা ক্যামন হেঁয়ালি করলো ?
    আমি প্রো যোজনা বা অ্যান্টি যোজনা কিছুই করি না। ত্রিরাশিক বা ভগ্নাংশ- কিছুতে নেই।

    শুদু ছেন্নাইতে কেমন বসে বসে শুঁটকিয়ে যাচ্ছি।
  • dukhe | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫৫ | 122.160.114.85
  • সিকি ভাগ্যিস মামণি না বলে খুকি বলল !
  • de | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫৩ | 203.197.30.2
  • ম', কি করে যাবো? স্কুলে ছুটি নেই -- ইদিকে বঙ্গীয় পরিষদের প্রোগ্রাম, সেগুলূ নামাতে হবে! আমাদের ক্লাবে এবার পঞ্চমীতে অলকা ইয়াগনিক দিয়ে শুরু, এছাড়াও শুভমিতা, ভূমি-টুমি, শ্রীরাধা বন্দ্যো এইসব প্রোগ্রাম আছে!
  • m | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫২ | 117.194.43.1
  • এই যে দীপ্তেন্দা, বলোনি কেন যে প্রযোজনা করছো আজকাল!ঃ(
  • Netai | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৮ | 121.241.98.225
  • পুরোনো একটা পিজে-

    একটা ক্রশিংএ সাঁটানো- ট্রেন আসছে কিনা দেখে সাবধানে রাস্তা পার হন।

    একটা ছেলে অনেকক্ষন ধরে ক্রশিং এ দাঁড়িয়ে। একজন জিজ্ঞাসা করলো- এতোক্ষন এখানে দাঁড়িয়ে?
    -কি করবো? ট্রেন এলোনা যে এখনো।
  • dd | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৬ | 124.247.203.12
  • আমি তো সেই ছোটোবেলার থেকেই জানি পিটিয়ে লম্বা করে দেওয়ার কথা বা আরো স্পেসিফিক্যালি জুতিয়ে লম্বা করে দেবার কথা। মনে হয় যথেষ্ট প্রমান ও তথ্যাদি ছাড়াই এমনতরো হুমকি দেওয়া হোতো।

    খুব ডিসটার্বিং সিনেমা দেখার শখ চাগলে "ওল্ড বয়" দেখুন। খুব নাম করা বই।
  • m | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৪ | 117.194.43.1
  • দে,চারদিনের জন্যে চলে এসোঃ)
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৪ | 123.242.248.130
  • আবির্ভাব টাব কিছু না।

    প্রসঙ্গত, স্যান্ডো আবার ফিরে এসেছেন। তাঁর নাকি কটিন অসুখ করেছিল তাই কসপ্তাহ ছুটিতে ছিলেন।
  • Netai | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৩ | 121.241.98.225
  • বিশেষ সতর্কবার্তা-
    দুদি কে ভালোকরে দেখে রাস্তা পেরোন।
    (নেহাৎ ই ফচকেমি)
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৩ | 123.242.248.130
  • আমি একা যাচ্ছি এইবারে। স্কুলে ছুটি, তবে সোসাইটির পুজোয় তাঁর গ্রুপনৃত্য আছে।
  • de | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৩ | 203.199.33.2
  • দুখে, পাবে, কিন্তু নেবে না! :))
  • m | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪২ | 117.194.43.1
  • শমীক , এই কি সেই প্রভাব!
  • dukhe | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪২ | 122.160.114.85
  • কুড়ি এবং স্যান্ডোর পর বাজারে টেলিফোনিক খুকির আবির্ভাব । সিকি কি কিছুতেই বিশ্রাম পাবে না ?
  • de | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪১ | 203.199.33.2
  • কতোদিন পুজোয় কলকাতা যাইনা :((( -- সিকি, মেয়ের স্কুলে ছুটি? কি করে যাচ্ছো?
  • m | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৯ | 117.194.43.1
  • দু, কি করে যোগাযোগ করবো। এক জবরদস্ত দরকার আছে।
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৮ | 123.242.248.130
  • দিস ডিজার্ভস আ ছবি। কাঠবেড়ালিরা পুজো প্যান্ডেলের সামনে নতুন লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে।

    হুতোওওওও?
  • byaang | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৭ | 122.167.225.106
  • কাজুকে কয়েকদিন দেখি না কেন? কাজুউউউউউউউউউউউউ কোথায় গেলি?
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৭ | 123.242.248.130
  • দে না দু। কে পুজোর সময় থাগছে কলকাতায়?
  • Netai | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৬ | 121.241.98.225
  • সবচে মারকাটারি সিনেমা দেখেছিলাম কিলবিল। কচকচ করে সব গলা কাটছে। আর কাটা জায়গা থেকে রক্তের ফিনকি বেরুচ্ছে। শেষবেলায় অবশ্য মাথাটা কাটলো একেবারে দেখবার মতন। টিভির পর্দার উর্দ্ধরেখা বরাবর। সত্যি প্রশংসা না করে পারা যায়না। অসামান্য শিল্পকলার উৎকৃষ্ট নিদর্শন।
  • m | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৫ | 117.194.43.1
  • নীতু,!!!
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৪ | 123.242.248.130
  • এইমাত্র একট বাঙালি খুকির টেলিফোনিক ইন্টারভিউ নিলাম। ফান্ডা তেমন না থাকলে কী হবে, গলাটা এত্তো মিষ্টি যে নিয়ে নিতে ইচ্ছে করছে। কী মিষ্টি করে গোলগোল উচ্চারণে ইংরেজি বলে। ঃ))
  • m | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৩ | 117.194.43.1
  • কুম উ উ উ, কই কই
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩২ | 123.242.248.130
  • কণিষ্ক কি তাইলে ব্যাচেলর ছিলেন?
  • de | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩২ | 203.197.30.4
  • কুমুদির কাঠবেড়ালীদের পুজোয় নতুন লুঙ্গী হলো?

    ব্যায়লার পুজো নিয়ে আপডেট দিও কিকি!
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩২ | 123.242.248.130
  • আরে আড়ং ধোলাই টোলাই কিছু না। ওটা স্পার্টাকাসকে নিয়ে বানানো একটা ডকু সিরিয়াল। গ্ল্যাডিয়েটরদের কীভাবে তৈরি করা হত, কীভাবে তাদের ইউজ করত রোমের অভিজাত নারী পুরুষের দল, কীভাবে তাদের আমৃত্যু লড়াই করতে হত, একেবারে rawভাবে দেখানো এই সিরিজটায়। এক্সট্রীম ভায়োলেন্স। স্লো মোশনে গলা কাটছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, ক্যামেরার লেন্সে রক্ত ছিটকে এসে লাগছে ...

    রাতের দিকে কেটেকুটে দেখায় বোধ হয় HBOতে।
  • m | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩২ | 117.194.43.1
  • লজ্জায় মুন্ড গেলে লোকে বামন হত, গর্বে লম্বা হয়ে যায়।
  • Netai | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩০ | 121.241.98.225
  • আর বেঁটে হয়ে গেলে বিয়ে কত্তে চাপ হয়ে যায়। এই জন্যে মুন্ডু কাটা কারুর বিয়ে হয়ে গেছে সচরাচর শোনা যায় না।
  • m | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৯ | 117.194.43.1
  • কোপাই এর ধারে চলে যাও- অল্প জল দিব্য পা ডুবিয়ে দুজনে বসে গপ্পো করবে;)
  • pharida | ২০ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৪ | 61.16.232.26
  • মুন্ডু কাটা গেলে লোক তো বেঁটে হয়ে যায়। যায় না?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত