এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৪০ | 72.83.92.218
  • ল্যাঙড়ার জন্য এক পায়ে খাড়া হয়ে ঝগড়া করে যেতে রাজি আছি।
    হিমসাগর যদি খেয়াল হয় তো ল্যাংড়া হল ঠুমরি।
    হিমসাগর বড় বেশি মিষ্টি মিষ্টি , সুবোধ গোপাল টাইপ। ল্যাংড়ার মধ্যে বেশ একটু টক মিষ্টি দুষ্টু মিষ্টি ইয়ে আছে !
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৯ | 122.167.210.197
  • কাঠচাঁপা কোনো ফুলওয়ালিই রাখে না। আমি মিষ্টি হলুদ রাঙের চাঁপা ফুলের কথা বলছি, সেগুলো রাখে, এমনকি চুলে লাগানোর জন্য সেই চাঁপার মালাও রাখে।
  • ppn | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৭ | 122.252.231.10
  • হায়, এদিকে ফুলওয়ালিরা কাঠাচাঁপা রাখে না। কীসব ডালিয়া চন্দ্রমল্লিকা আর নানা রঙে ছোপানো গোলাপ রাখে।
  • ppn | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৬ | 122.252.231.10
  • ল্যাংড়া অতি বাজে খেতে। সারা আম ভর্তি বড় বড় আঁশ।

    লোকে কেন যে হিমসাগর ফেলে ল্যাংড়া খায়!
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৫ | 122.167.210.197
  • পাইয়ের কাঞ্চনগাছের ছবি খুলছে না। অন্য লিং নাই?
  • ppn | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৪ | 122.252.231.10
  • হু, মেক্সিকোর আম। এমনকী অস্ট্রেলিয়ার আমও দেখেছি পাড়ার দোকানে। লাল, লাল। কী দারুণ দেখতে। কিন্তু কাটার পরে কী নিদারুণ বাজে। সত্যি প্রাণে গিয়েই বেজেছিল।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৪ | 72.83.92.218
  • আর লোকে এত পটল পটল করে লাফায়, এদ্দিনে আমরা পটল খুঁজে পেলুম বটে, কিন্তু হিমায়িত পটলের সে যা ... ঃ((
  • siki | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৪ | 122.173.2.190
  • ক্ষী চাপ! বাপ্রেবাপ।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৩ | 72.83.92.218
  • এদেশে ল্যাংড়া পাওয়া যায় ? কোথায় ? কী নামে ?
    অভি বতাও !
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৩২ | 122.167.210.197
  • প্পন, লুরুর ফুলওয়ালিরা কিন্তু পুরো হলুদ রঙের চাঁপা বিক্রি করে খুব। আর সেইরকমেরই সুন্দর গন্ধ। তুই গুলঞ্চর কথা বলছিস, যাকে কোলকাতার লোকেরা বলে কাঁঠচাঁপা।
  • Ishan | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:২৬ | 117.194.32.109
  • হ্যাঁ। ভালো আম মানে ল্যাংড়া বা হিমসাগর। কোনো মতেই হন্ডুরাস বা মেক্সিকোর আম না।

    কিন্তু পিপি কোন মরুভূমিতে থাকে, যেখানে মেক্সিকান আমও মেলেনা? হায় হায়।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:২৪ | 72.83.92.218
  • হুঁ। কাঠগোলাপ বা কাঠচাঁপা ।
  • ppn | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:২০ | 122.252.231.10
  • আরে আমি এক ধরণের চাঁপাই চিনতাম। এখনো তাই চিনি।

    ছড়ানো শক্ত পাঁপড়ি। সাদা। ভেতরে হলুদ রঙের বলয়। মন মাতাল করা গন্ধ।

    এইটা। এইটাকে কী বলে? কাঠগোলাপ?

    http://prothom-aloblog.com/posts/65/102399/
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:১৩ | 72.83.92.218
  • আরে কুমুদি, লিখলাম যে। মিতাদির সাথে কথা হয়েছে। ঠিক আছে।
  • kumu | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:১১ | 122.160.159.184
  • মিতার খবর পাওয়া গেল?অ আম্রিগাবাসীরা,এট্টু দ্যাকো না!
    মিতা হল একমাত্র গুরু বোন ,যে চেহারার দিক দিয়ে আমার কিছুটা কাছাকাছি আসতে পেরেচে,তাই ওর ঠিক থাকা খুবি জরুরী,ওকে কি ফোনানো যাচ্চে না?
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:০৮ | 72.83.92.218
  • মিড ওয়েস্টে কি কখনো ভাল আম পাওয়া যেত ?
    আর ভালো আমের ডেফিনিশন কি ?
    এদেশে কোথাও কি ল্যাংড়া, হিমসাগর পাওয়া যায় ?
  • pipi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:০৪ | 173.161.6.201
  • মামু যদি মিড ওয়েস্ট বলতে এক ও অদ্বীতিয় শিকাগো বোঝায় তো অবশ্যই আম পাওয়া যাচ্ছে। বাকী মিড ওয়েস্ট মনে হয় খাঁ খাঁ। অন্তত আমার এখানে তো মরূভূমি।
  • Ishan | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:০০ | 117.194.32.109
  • মিড ওয়েস্টে এখন ভালো আম পাওয়া যায়?
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৮ | 122.167.210.197
  • বোঝো! কোথায় সবুজ কাঁঠালীচাঁপা আর কোথায় প্যাটেল ব্রাদার্সে রাখা পটল!!
  • ppn | ১০ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৪ | 112.133.206.18
  • হুচি মিডওয়েস্টে থাকে না? ডেভন স্ট্রিটে প্যাটেল ব্রাদার্সে পটল রাখে। ঃ)
  • pipi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১০:৩২ | 173.161.6.201
  • আম্মো ও সবুজ কাঁঠালীচাঁপা ফুল আগে কখনো দেখি নাই!
    এই জন্যই কবি কয়েছেন যাবৎ বাঁচি তাবৎ শিখি।
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১০:২১ | 122.167.210.197
  • এদিকে সর্ষের টইয়ে রিফ্রেশ মেরে মেরে হাত ব্যথা। ওটা কেন আরো তাড়াতাড়ি আপডেট হয় না?
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১০:২০ | 122.167.210.197
  • পিপি আর হুচি তাও ঠিকঠাক ফুল চেনে। তবে অচিন্টির দেওয়া কাঁঠালিচাঁপার ফুল সত্যিই আগে কখনো দেখি নি, শুধু নাম-ই শুনেছিলাম।
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১০:১৮ | 122.167.210.197
  • আমি এতক্ষণ খামখেয়ালের টইটা দেখছিলাঅম। দেখেটেখে খুব মনখারাপ হয়ে গেল, ওনার রিভ্যু লেখা সিনেমাগুলো তো আর সাহস করে দেখতে পারি না; এখন দেখছি উনি যেখানে গিয়ে যেসব ফুল দেখেছেন বলে লেখেন, সেগুলো ও সেসব ফুল নয়। উনি সব চেনা ফুলকে নিজের পছন্দমতন অন্য নাম দিয়ে দিয়েছেন। ঃ-(
  • siki | ১০ সেপ্টেম্বর ২০১১ ১০:১৩ | 122.173.2.190
  • বাংলা সিনেমা দেখবেন? সাবালক সিনেমা দেখুন। ছত্রাক।

    http://www.anandabazar.in/archive/1110909/9binodan.html
  • pipi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১০:১৩ | 173.161.6.201
  • হ্যাঁ সবেধন নীলমণি একপিস চীনে দোকান আছে তো কিন্তুক সেখানে কলমী, নটে, পুঁই, কুমড়ো কোন শাকেরই আঁটি চারা বীজ কিছুই পাওয়া যায় না। থরে থরে সাজানো থাকে শুধু বিচিত্র নাম বর্ণ গন্ধ যুক্ত চীনে শাকের দল আর পিলপিল করা চীনে লোকজন।
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১০:১২ | 122.167.210.197
  • মিতিনমাসিকে জাস্ট স্ট্যান্ড করা যায় না, আমি ওটা পড়ি নি। নিশিকান্তকে মিতিনমাসির কথা শুধো, ওর মিতিনমাসিকে ভালো লাগে।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১০:০৫ | 72.83.92.218
  • আগে তুমি আমাকে মিতিনমাসির হিসেবটা বুঝিয়ে দাও দিকিনি। নইলে এগুতে পারছি না।
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৫ | 122.167.210.197
  • শশীবাবুর সংসারের কোথায় সভা বসেছে, বুঝে উঠতে পারছি না।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ০৮:১৪ | 128.231.22.133
  • হ্যাঁ, এটাই।

    পিপি, তোমাদের কোন চীনে দোকান নাই ? তার বাইরে নানাবিধ শাকের গাছ পাওয়া যায়। লাউ , কুমড়ো , পুঁই ... কী চাই ?

    মিতাদি সেদিন ভারি মিষ্টি একটা ফুলের গাছ দিয়ে গেছে। গোলাপি গোলাপি ফুল। হঠাৎ দেখলে আর পাতাগুলো না দেখলে না ফোটা এক থোকা রঙ্গন মনে হয়।
  • Lama | ১০ সেপ্টেম্বর ২০১১ ০৮:০৬ | 117.194.229.128
  • ডাক্তারের দেয়া ধাঁধাটা আমার দাদুর কাছে শুনেছিলাম- হরির উপরে হরি ইত্যাদি। মানেটা সম্ভবতঃ এই রকম- পদ্মফুলের উপর ব্যাং বসে অছে, তার মাথায় ফড়িং না কি যেন। সাপ দেখে ব্যাং পদ্মফুলের মধ্যে লুকিয়ে পড়ল- ইত্যাদি

    আর চাঁদ চাঁদনী ইত্যাদি তো টেনিদা
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ০৭:৫২ | 128.231.22.133
  • কথা হল। ঠিক আছে।
    আজ এমনিতে বৃষ্টি বন্ধ হয়ে গেছে।

    পিপি, মিতাদি তোমাকে কাল কল করবে, বলে দিতে বল্লো।
  • pipi | ১০ সেপ্টেম্বর ২০১১ ০৭:৪১ | 173.161.6.201
  • কেউ কি বলতে পার মিতাদি কোথায় এবং কেমন আছে? মানে, বাড়ি ফিরতে পেরেছে কিনা? আমি ফোনে পাচ্ছি না!
  • Nina | ১০ সেপ্টেম্বর ২০১১ ০৪:৪৮ | 68.45.76.170
  • নিশি, আজকাল আমি বাঞ্ছারামের দোকানে বিকেল চারটেয় গরম সিঙাড়া ভাজে যখন , গিয়ে বসে থাকি----কলকাতা যাব ভাবলেই কেমন মনটা কেমন ঐ ভাজা সিঙাড়া আর কটকটে মিষ্টি দানাদরের জন্য আঁকুপাঁকু করেঃ-))
  • Nina | ১০ সেপ্টেম্বর ২০১১ ০৪:৪১ | 68.45.76.170
  • http://www.tntuberoses.com/
    আমি এখানথেকে রজনীগন্ধার বাল্ব কিনি মেইল-অর্ডারে----খুব সুন্দর ফুল হয়। এই সাইটে গেলে ডিটেইলসে সব লেখা আছে--যারা যারা ভালবাস এই ফুল কিনতে পার--খুব reasonable price
  • Su | ১০ সেপ্টেম্বর ২০১১ ০৩:২১ | 109.145.61.202
  • নিনা আমাকে রজনীগন্ধার সন্ধান দিও প্লিজ
  • nk | ১০ সেপ্টেম্বর ২০১১ ০৩:০৭ | 151.141.84.194
  • কার্টুন তো বটেই নিনা, কিন্তু সুবিধের।
    এ কী আমাদের মহুয়া মিষ্টান্নভান্ডার যে একবারে কড়াইতে ভেজে ভেজে তুলে তুলে দেবে কচুরি সিঙারা উইথ ফ্রী ধূলো। কী তার সোয়াদ, ঐ ধূলামন্দির কী আর সাধে কয়েছে দাড়িদাদু! ঃ-)
  • Nina | ১০ সেপ্টেম্বর ২০১১ ০৩:০০ | 12.149.39.84
  • ও হ্যাঁ নিশি হে--ওসব সিঙাড়া হল গিয়ে সিঙাড়ার কার্টুন---যেমন পুরাকালে চন্ডি ইন্দিরা গান্ধীর ছবি আঁকত---বোঝা যেত কে--কিন্তু ঐ কর্টুন---ঃ-((

    টা টা
  • Nina | ১০ সেপ্টেম্বর ২০১১ ০২:৫৮ | 12.149.39.84
  • আরে পিপি, সব পাই চাইনিজ পাড়ায়, নয়ত এর ওর তার , সব বাঙালী বন্ধুদের বড়ী, যাদের ফুলের শখ ঃ-)
    তোকে পরে ভাল করে ফুলের সন্ধন দেব রে পিপি।

    ওক্কে---বাড়ী চল্লুম--হ্যাপ্পি উইক এন্ড!!
  • pipi | ১০ সেপ্টেম্বর ২০১১ ০২:৪৫ | 129.74.191.152
  • নীনাদি,

    আমার বারান্দায় এতদিন আলো করে পিটুনিয়ারা ফুটেছিল। কিন্তু যেই না ঠাণ্ডা পড়তে শুরু করেছে অমনি সব মূর্ছা যেতে বসেছে। ওদের আয়ু আর বেশিদিন নয় বুঝতে পারছি। শীতকালে কি কি ফুল লাগানো যাবে এদেশে বলতে পার? আর, ঐ জুঁই, কামিনী এদের চারা কোথায় কিভাবে পেলে?
  • nk | ১০ সেপ্টেম্বর ২০১১ ০২:২৯ | 151.141.84.194
  • আরে নিনা, এখানের আর্থ ফেয়ারে একেবারে তৈরী সিঙারা পাওয়া যায়, শুধু মাইক্রো করে নিলেই রেডি। বেশীরভাগ সময় ওরা পুর দেয় আলু-জিরে-মটরশুটির।
  • hu | ১০ সেপ্টেম্বর ২০১১ ০২:২৮ | 12.34.246.72
  • ইস্টকোস্টের অধিবাসীদের ঝুলিভরা হিংসে দিয়ে বাড়ি চললুম। হ্যাপ্পি উইকএন্ড!
  • Nina | ১০ সেপ্টেম্বর ২০১১ ০২:২৬ | 12.149.39.84
  • আমরা পটল পাই তো--এখন কুঁড়েমি তুঙ্গে তায় "আহার" কে অর্ডার দি ই ঃ-) এই উইকে পটলের ডালনা দেবে ঃ-)))
  • hu | ১০ সেপ্টেম্বর ২০১১ ০২:২১ | 12.34.246.72
  • এটা ভালো ঃ-)
    আমি আমেরিকায় এই প্রথম ফ্রেশ পটল পেলাম। উইকএন্ডে পটল-সর্ষে নামবে ঃ-)
  • Nina | ১০ সেপ্টেম্বর ২০১১ ০২:১৮ | 12.149.39.84
  • মাছ থাকলে বেষ পেঁয়াজ আদা টমেটো দিয়ে ঝাল ঝাল করে ঝোল--তেল গরগরে
    চিকেন থাকলে পেঁয়াজ আদা রসুন কাঁচালঙ্কা কুচিয়ে, খুব কষে সর্ষের তেল ঢেলে টমেটো ও এক আধখান খান আলু ডুমো করে কেটে অল্প জল দিয়ে বসিয়ে দাও---বাটি চচ্চড়ির মতন---গরম ভাতে অমৃত।
  • hu | ১০ সেপ্টেম্বর ২০১১ ০২:১১ | 12.34.246.72
  • আরে, না না, ভাত খেতে হবে। মিনিমাম কি রাঁধা যায় তাই ভাবছি ঃ-)
  • Zzzz | ১০ সেপ্টেম্বর ২০১১ ০২:০৯ | 199.119.232.2
  • ধুস ট্রেনে কিছুই পাওয়া যায় না। এখন বাড়ি পৌছান অব্দি পেটে কিল।
  • Nina | ১০ সেপ্টেম্বর ২০১১ ০২:০৫ | 12.149.39.84
  • ওহে নিশি ফুলকপির সিঙাড়াও আজকাল পাওয়া যায় এখানে--তবে আগে থেকে অর্ডার দিতে হয়ঃ-((
  • Nina | ১০ সেপ্টেম্বর ২০১১ ০২:০৩ | 12.149.39.84
  • ঝাল ঝাল তেলে ভাজা, মুড়ি মাখা, বেশ জুৎসই একটি সিনেমা--যেমন 'মধুমতি' (ভুতের) আর দিলখুশ করা কোনও ড্রিংক ঃ-)
    বাইরে অঝোরধারে বৃষ্টি---আহ!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত